G

বাংলা ২য় পত্র বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তরঃ পদাশ্রিত নির্দেশক এবং সমাস pdf download

 বাংলা ২য় পত্র 
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
[এই পোষ্টে পাঠ্যবইয়ের বিষয়সমূহের আলোকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর সংযোজিত হয়েছে।]
Bangla 2nd Paper
MCQ
Question with Answer pdf download

পঞ্চম পরিচ্ছেদ: পদাশ্রিত নির্দেশক
১. পদাশ্রিত নির্দেশক সর্বনামের পর টা, টি যুক্ত হলে তা কী হয়? [চ.বো. ১২; দি.বো. ১১, ০৯; য.বো. ১১; সি.বো. ০৭; কু.বো. ০৪; রা.বো. ০২; ব.বো. ০৬] (উত্তর: ক)
(ক) সুনির্দিষ্ট হয়
(খ) অনির্দিষ্ট হয়
(গ) নিরর্থক হয়
(ঘ) সুনির্দিষ্ট ও অনির্দিষ্ট দুই-ই হতে পারে

২. কোন পদাশ্রিত নির্দেশকটি নির্দিষ্টতা ও অনির্দিষ্টতা উভয়ই বোঝায়? [ঢা.বো. ০৯, ০২; সি.বো. ১০; কু.বো. ১৩] (উত্তর: খ)
(ক) কেতা
(খ) টো
(গ) গাছি
(ঘ) গুলিন

৩. টা, টি, খানা, খানি- পদাশ্রিত নির্দেশকের কোন বচনে ব্যবহৃত হয়? [কু.বো. ০২; চ.বো. ০৪] (উত্তর: গ)
(ক) বহুবাচক সর্বনামে
(খ) ‘মনুষ্য’ শব্দের বহুবচনে
(গ) একবচনে
(ঘ) বহুবচনে

৪. ‘সারাটি সকাল/বিকেল তোমার আশায় বসে আছি’- এখানে ‘সারাটি’ কোন অর্থ প্রকাশ করেছে? [রা.বো. ০৯; ঢা.বো. ০৮; কু.বো. ০৮; সি.বো. ০৮, ০৬, ০২; সি.বো. ১৩] (উত্তর: ক)
(ক) নিরর্থক ভাব
(খ) অনির্দিষ্টতা
(গ) নির্দিষ্টতা
(ঘ) সামান্যতা

৫. ‘নির্দেশক সর্বনাম’-এর সঙ্গে টা, টি যুক্ত হলে তা কী হয়? [চ.বো. ০১; রা.বো. ০৫; দি.বো. ১১; রা.বো. ১৩] (উত্তর: খ)
(ক) উৎকৃষ্ট
(খ) সুনির্দিষ্ট
(গ) নিকৃষ্ট
(ঘ) অস্পষ্ট

৬. ‘আমি অভাগা এনেছি বহিয়া নয়ন জলে ব্যর্থ সাধনখানি’- এ বাক্যে ‘খানি’ পদাশ্রিত নির্দেশকটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? [রা.বো. ০৩, ২০০০] (উত্তর: ঘ)
(ক) নির্দিষ্ট অর্থে
(খ) অনির্দিষ্ট অর্থে
(গ) নিরর্থক
(ঘ) বিশেষ অর্থে নির্দিষ্টার্থে

৭. ‘ন্যাকামিটা এখন রাখো’ - বাক্যে ‘ন্যাকামি’ শব্দের সঙ্গে ‘টা’ যুক্ত হয়ে কোন অর্থ প্রকাশ করেছে? [চ.বো. ০৭; ব.বো. ১০, ০৯, ০১; রা.বো. ১০; য.বো. ১৩] (উত্তর: ক)
(ক) নিরর্থকতা
(খ) সার্থকতা
(গ) দ্ব্যর্থকতা
(ঘ) ভিন্নার্থকতা

৮. ‘এক যে ছিল রাজা’- এখানে পদাশ্রিত নির্দেশক কী অর্থে ব্যবহৃত হয়েছে? [কু.বো. ২০০০] (উত্তর: ক)
(ক) অনির্দিষ্টতা
(খ) নির্দিষ্টতা
(গ) নিরর্থকভাবে
(ঘ) বাহুল্য অর্থে

৯. যে প্রত্যয় নির্দিষ্টতা বোঝায় তার নাম কী? [রা.বো. ১১; সি.বো. ০৯; ব.বো. ০৭; চ.বো. ০৯; য.বো. ০৮] (উত্তর: খ)
(ক) সংখ্যা
(খ) পদাশ্রিত নির্দেশক
(গ) লিঙ্গ
(ঘ) উপসর্গ

১০. নির্দিষ্টতা বোঝাতে সংখ্যাবাচক শব্দের সঙ্গে কোনটি যুক্ত হয়? [সি.বো. ০৩; য.বো. ০১] (উত্তর: গ)
(ক) এক
(খ) গোটা
(গ) টা
(ঘ) টি

১১. বাংলায় পদাশ্রিত নির্দেশক বলতে বোঝায়- [চ.বো. ১১; কু.বো. ০৯; চ.বো. ১৩] (উত্তর: ঘ)
(ক) A-কে
(খ) An-কে
(গ) The-কে
(ঘ) A, An ও The-কে

১২. পদাশ্রিত নির্দেশক এর অপর নাম- [সি.বো. ০৪; রা.বো. ০৭; ব.বো. ১৩; দি.বো. ১৪] (উত্তর: খ)
(ক) অনন্বয়ী অব্যয়
(খ) পদাশ্রিত অব্যয়
(গ) পদান্বয়ী অব্যয়
(ঘ) সমুচ্চয়ী অব্যয়

১৩. ‘এক’ শব্দের সঙ্গে টা, টি যুক্ত হলে কী বোঝায়? [ব.বো. ০৮; চ.বো. ০৮, ০৩; দি.বো. ১৩; ঢা.বো. ১৩] (উত্তর: খ)
(ক) নির্দিষ্টতা
(খ) অনির্দিষ্টতা
(গ) নিরর্থকতা
(ঘ) বিশেষ অর্থ

১৪. পদাশ্রিত নির্দেশকের বিভিন্নতা হয় কিসের ভেদে? [য.বো. ০৯] (উত্তর: গ)
(ক) ক্রিয়া
(খ) বাক্য
(গ) বচন
(ঘ) অর্থ

১৫. পরিমাণের স্বল্পতা বোঝাতে কোন পদাশ্রিত নির্দেশকটি ব্যবহৃত হয়? [চ.বো. ০৭; ঢা.বো. ১২; ব.বো. ০৫] (উত্তর: ক)
(ক) টুকু
(খ) টা
(গ) গুলো
(ঘ) এক

১৬. ‘সারাটি সকাল তোমার আশায় বসে আছি’- এ বাক্যে ‘সারা’ শব্দের সাথে ‘টি’ যুক্ত হয়ে কোনটি প্রকাশ করেছে? [সি.বো. ০৮]
বা, সারাটি সকাল তোমার আশায় কাটিয়েছি’- এখানে ‘টি’ কী অর্থ প্রকাশ করেছে? [রা.বো. ০৯] (উত্তর: ঘ)
(ক) অর্থপূর্ণভাবে
(খ) দ্ব্যর্থহীনভাবে
(গ) সার্থকভাবে
(ঘ) নিরর্থকভাবে

১৭. নিরর্থকভাবে পদাশ্রিত নির্দেশকের ব্যবহার- [কু.বো. ০৫] (উত্তর: গ)
(ক) জামাটি লাল
(খ) গান শুনেছি
(গ) বিকালটা সুন্দর
(ঘ) পড়াটা ভালো লাগে না

১৮. পদাশ্রিত নির্দেশক সাধারণ পদের কোথায় বসে? [ঢা.বো. ০৭] (উত্তর: ক)
(ক) শেষে
(খ) প্রথমে
(গ) মাঝে
(ঘ) আদি ও অন্তে

১৯. বিশেষ অর্থে নির্দিষ্টতাজ্ঞাপক শব্দ কোনগুলো? [য.বো. ১০, ০৭] (উত্তর: ক)
(ক) কেতা, পাটি
(খ) গোটা, টা
(গ) খানা, টুকু
(ঘ) গুলো, গুলি

২০. ‘ছুঁয়োনা ছুঁয়োনো ওটি লজ্জাবতী লতা’- এই বাক্যে কোন শব্দটি পদাশ্রিত নির্দেশক? [ব.বো. ১১] (উত্তর: খ)
(ক) ছুয়োনো
(খ) ওটি
(গ) লজ্জাবতী
(ঘ) লতা

২১. বচনবাচক শব্দের আগে কী বসে? [দি.বো. ১০] (উত্তর: ক)
(ক) গোটা
(খ) খাদ্য
(গ) টুকু
(ঘ) পাটি

২২. অনির্দিষ্টতা প্রকাশ করছে কোন বাক্যটিতে? [কু.বো. ১১] (উত্তর: ক)
(ক) গোটা দুই কমলা আছে
(খ) দু’খানা কম্বল দরকার
(গ) সবটুকু ওষুধই খেয়ে ফেল
(ঘ) সেইটিই ছিল আমার প্রিয় কলম

২৩. ‘খানি’ পদাশ্রিত নির্দেশকটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? [রা.বো. ০৩, ২০০০]
বা, কবিতায় বিশেষ অর্থে ‘খানি’ কী অর্থে ব্যবহৃত হয়? [রা.বো. ০৮] (উত্তর: ঘ)
(ক) নির্দিষ্ট অর্থে
(খ) অনির্দিষ্ট অর্থে
(গ) নিরর্থক
(ঘ) নির্দেশক অর্থে

২৪. ‘টো’ পদাশ্রিত নির্দেশকটি কেবল কোন সংখ্যাবাচক শব্দের সাথে ব্যবহৃত হয়? [ঢা.বো. ০৬] (উত্তর: গ)
(ক) পাঁচ
(খ) তিন
(গ) দুই
(ঘ) চার

২৫. ‘এক’ ব্যতীত অন্য কোন সংখ্যাবাচক শব্দের সাথে টা, টি যুক্ত হলে কী বোঝায়? [কু.বো. ১০] (উত্তর: ক)
(ক) নির্দিষ্টতা
(খ) অনির্দিষ্টতা
(গ) সুনির্দিষ্টতা
(ঘ) সংখ্যা

২৬. ‘ছেলেটা অঙ্কে কাঁচা’- এ বাক্যে ‘টা’- প্রকাশক। [য.বো. ০৬] (উত্তর: গ)
(ক) সমার্থকতা
(খ) নিরর্থকতা
(গ) নির্দিষ্টতা
(ঘ) অনির্দিষ্টতা

২৭. বিশেষ অর্থে নির্দিষ্টতা জ্ঞাপক শব্দ কোন বাক্যে ব্যবহৃত হয়েছে? [চ.বো. ০২] (উত্তর: খ)
(ক) ন্যাকামিটা এখন রাখো
(খ) দশ তা কাগজ দাও
(গ) এক যে ছিল রাজা
(ঘ) দশটি বছর

২৮. তা, পাটি প্রভৃতি কী অর্থে যুক্ত হয়? [ঢা.বো. ০১] (উত্তর: গ)
(ক) নিরর্থকভাবে
(খ) অনির্দিষ্টতা জ্ঞাপনে
(গ) নির্দিষ্টতা জ্ঞাপনে
(ঘ) দ্ব্যর্থকতা জ্ঞাপনে

ষষ্ঠ পরিচ্ছেদ: সমাস
১. ব্যাসবাক্যের অপর নাম কী? [রা.বো. ০৩] (উত্তর: ক)
(ক) বিগ্রহ বাক্য
(খ) যৌগিক বাক্য
(গ) সরল বাক্য
(ঘ) জটিল বাক্য

২. বিশেষণের সঙ্গে বিশেষ্যের যে সমাস হয় তার নাম কী? [রা.বো. ১০; কু.বো. ০৯] (উত্তর: খ)
(ক) দ্বন্দ্ব
(খ) কর্মধারয়
(গ) তৎপুরুষ
(ঘ) বহুব্রীহি

৩. ‘রাজপথ’ কোন সমাস? [সি.বো. ০৯] (উত্তর: খ)
(ক) উপপদ তৎপুরুষ
(খ) ষষ্ঠী তৎপুরুষ
(গ) চতুর্থী তৎপুরুষ
(ঘ) তৃতীয় তৎপুরুষ

৪. কোন সমাসে সাধারণ ধর্মের উল্লেখ থাকে? [দি.বো. ১৩, ১১; সি.বো. ০২] (উত্তর: ক)
(ক) উপমান কর্মধারয় সমাসে
(খ) উপমিত কর্মধারয় সমাসে
(গ) রূপক কর্মধারয় সমাসে
(ঘ) মধ্যপদলোপী কর্মধারয় সমাসে

৫. কর্মধারয় সমাসে কোন পদ প্রধান? [দি.বো. ১০] (উত্তর: ঘ)
(ক) অন্যপদ
(খ) উভয়পদ
(গ) পূর্বপদ
(ঘ) পরপদ

৬. কোনটি প্রাদি সমাসের উদাহরণ? [য.বো. ০১] (উত্তর: ঘ)
(ক) গৃহস্থ
(খ) ছা-পোষা
(গ) উপকূল
(ঘ) প্রগতি

৭. ‘সমাস’ শব্দের অর্থ কী? [ঢা.বো. ০৮; ব.বো. ০৬; রা.বো. ০৫; সি.বো. ০১] (উত্তর: খ)
(ক) বিশ্লেষণ
(খ) সংক্ষেপণ/মিলন
(গ) সংযোজন
(ঘ) সংশ্লেষণ

৮. সমাসের রীতি কোন ভাষা হতে আগত? [দি.বো. ০৯; য.বো. ০৬] (উত্তর: গ)
(ক) আরবি
(খ) ফারসি
(গ) সংস্কৃত
(ঘ) ইংরেজি

৯. ‘কাজলকালো’- এর সঠিক ব্যাসবাক্য কোনটি? [য.বো. ০৯; ঢা.বো. ০৩; ব.বো. ০১] (উত্তর: ক)
(ক) কাজলের ন্যায় কালো
(খ) কাজল রূপ কালো
(গ) কাজল ও কালো
(ঘ) কালো যে কাজল

১০. উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? [য.বো. ২০০০] (উত্তর: ক)
(ক) কুসুমকোমল
(খ) জ্ঞানালোক
(গ) নয়নকমল
(ঘ) নবরত্ন

১১. সমাসনিষ্পন্ন পদটির নাম কী? [রা.বো. ০৬; ঢা.বো. ০৯, ০৬; ব.বো. ১৩] (উত্তর: ঘ)
(ক) ব্যাসবাক্য
(খ) বিগ্রহবাক্য
(গ) সমাসবাক্য
(ঘ) সমস্তপদ

১২. বহুব্রীহি সমাসের পূর্বপদ এবং পরপদ কোনোটিই যদি বিশেষণ না হয় তবে কী বলে? [ব.বো. ১৩, ০৩; সি.বো. ০২] (উত্তর: খ)
(ক) সমানাধিকরণ বহুব্রীহি
(খ) ব্যাধিকরণ বহুব্রীহি
(গ) ব্যতিহার বহুব্রীহি
(ঘ) প্রত্যয়ান্ত বহুব্রীহি

১৩. উপপদ তৎপুরুষ সমাস কোনটি? [সি.বো. ০২; রা.বো. ০৮] (উত্তর: ক)
(ক) পকেটমার
(খ) গৃহান্তর
(গ) প্রভাত
(ঘ) আরক্তিম

১৪. ‘জমা-খরচ’ কোন শব্দযোগে দ্বন্দ্ব সমাস? [ব.বো. ০২; য.বো. ০৮; চ.বো. ১৩] (উত্তর: গ)
(ক) সমার্থক
(খ) বিরোধার্থক
(গ) বিপরীতার্থক
(ঘ) মিলনার্থক

১৫. যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটির নাম কী? [ব.বো. ০৭; সি.বো. ০৫] (উত্তর: ক)
(ক) সমস্যমান পদ
(খ) ব্যাসবাক্য
(গ) সমাসবাক্য
(ঘ) সমস্তপদ

১৬. ‘হাট-বাজার’ কোন অর্থে দ্বন্দ্ব সমাস? [য.বো. ০৭; ঢা.বো. ০৩; কু.বো. ১১, ২০০০; ব.বো. ০৮; চ.বো. ১০; রা.বো. ০৫] (উত্তর: গ)
(ক) মিলনার্থে
(খ) বিরোধার্থে
(গ) সমার্থে
(ঘ) বিপরীতার্থে

১৭. ‘দশানন’ সমস্তপদটির ব্যাসবাক্য কোনটি? [ব.বো. ০৩] (উত্তর: ঘ)
(ক) দশ ও আনন
(খ) দশ সংখ্যক আনন
(গ) দশ আননের সমাহার
(ঘ) দশ আনন আছে যার

১৮. নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি? [সি.বো. ০৭; ব.বো. ০৪; য.বো. ০১] (উত্তর: ক)
(ক) দ্বীপ
(খ) ত্রিকাল
(গ) মুখেভাত
(ঘ) আশীবিষ

১৯. কোনটিতে উপমান ও উপমেয়ের মধ্যে অভিন্নতা কল্পনা করা হয়? [চ.বো. ০১] (উত্তর: গ)
(ক) উপমান কর্মধারয়
(খ) উপমিত কর্মধারয়
(গ) রূপক কর্মধারয়
(ঘ) মধ্যপদলোপী কর্মধারয়

২০. ‘পঙ্কজ’ কোন তৎপুরুষনিষ্পন্ন শব্দ? [ঢা.বো. ০২] (উত্তর: খ)
(ক) অলুক
(খ) উপপদ
(গ) সপ্তমী
(ঘ) দ্বিতীয়া

২১. ‘জায়া’ শব্দটি বহুব্রীহি সমাসে কী হয়? [ঢা.বো. ০২]
বা, ‘জায়া’ শব্দের স্থলে বহুব্রীহি সমাসে কোনটি ব্যবহৃত হয়? [রা.বো. ০৬; কু.বো. ১৩] (উত্তর: খ)
(ক) দম
(খ) জানি
(গ) যুবতী
(ঘ) পত্নী

২২. দ্বিগু সমাসনিষ্পন্ন পদটি কোন পদ হয়? [চ.বো. ১১; ঢা.বো. ০২] (উত্তর: ক)
(ক) বিশেষ্য
(খ) বিশেষণ
(গ) সর্বনাম
(ঘ) কৃদন্ত

২৩. ‘নীল যে পদ্ম = নীলপদ্ম’- কোন সমাস? [কু.বো. ০২, ০৬] (উত্তর: ঘ)
(ক) দ্বিগু সমাস
(খ) প্রাদি সমাস
(গ) বহুব্রীহি সমাস
(ঘ) কর্মধারয় সমাস

২৪. কৃদন্ত পদের সঙ্গে উপপদের যে সমাস হয়, তার নাম কী? [রা.বো. ০৯; ব.বো. ০৭; য.বো. ০২] (উত্তর: খ)
(ক) অলুক তৎপুরুষ
(খ) উপপদ তৎপুরুষ
(গ) নঞ তৎপুরুষ
(ঘ) সপ্তমী তৎপুরুষ

২৫. ‘মহাকীর্তি’-এর সঠিক ব্যাসবাক্য কোনটি? [দি.বো. ১২; ঢা.বো. ১১; য.বো. ০৮; চ.বো. ০২; রা.বো. ১৩] (উত্তর: গ)
(ক) মহান কীর্তি যার
(খ) মহা যে কীর্তি
(গ) মহতী যে কীর্তি
(ঘ) মহান যে কীর্তি

২৬. পূর্বপদ বিশেষণ ও পরপদ বিশেষ্য হলে কোন বহুব্রীহি সমাস হয়? [ব.বো. ০২; সি.বো. ১০; চ.বো. ০৯] (উত্তর: খ)
(ক) ব্যাধিকরণ
(খ) সমানাধিকরণ
(গ) প্রত্যয়ান্ত বহুব্রীহি
(ঘ) মধ্যপদলোপী বহুব্রীহি

২৭. উপমান কর্মধারয় সমাস কোনটি? [চ.বো. ২০০০; য.বো. ০৮; কু.বো. ০৭; ঢা.বো. ০৭] (উত্তর: গ)
(ক) মুখচন্দ্র
(খ) ক্রোধানল
(গ) ঘনশ্যাম/তুষারশুভ্র
(ঘ) মনমাঝি

২৮. উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? [রা.বো. ১১; য.বো. ২০০০, ১০; চ.বো. ০৬, ০৪] (উত্তর: ঘ)
(ক) বৌ-ভাত
(খ) মুখচন্দ্র
(গ) মহানবী
(ঘ) কাজলকালো/কুসুমকোমল

২৯. কোনটি সমার্থক দ্বন্দ্ব সমাস? [সি.বো. ০৯; ব.বো. ০৭; য.বো. ২০০০; ঢা.বো. ১৪] (উত্তর: খ)
(ক) দুধে-ভাতে
(খ) কাগজ-পত্র
(গ) ভাই-বোন
(ঘ) জমা-খরচ

৩০. ‘চিরসুখী’-এর ব্যাসবাক্য কোনটি? [কু.বো. ০৯; য.বো. ০৭, ২০০০] (উত্তর: গ)
(ক) চিরসুখী
(খ) চিরদিনের সুখী
(গ) চিরকাল ব্যাপিয়া সুখী
(ঘ) চিরকালের সুখী

৩১. ‘কানাকানি’ কোন বহুব্রীহি সমাসের সমস্তপদ? [ঢা.বো. ২০০০]
বা, ‘কানে কানে যে কথা = কানাকানি’- এটি কোন সমাসের উদাহরণ? [ঢা.বো. ০৬] (উত্তর: ক)
(ক) ব্যতিহার
(খ) ব্যাধিকরণ
(গ) অলুক
(ঘ) প্রত্যয়ান্ত

৩২. কোনটিতে পূর্বপদের অর্থ প্রাধান্য পায়? [রা.বো. ০৭; ঢা.বো. ব.বো. ০৪; চ.বো. ২০০০] (উত্তর: খ)
(ক) দ্বিগু সমাস
(খ) অব্যয়ীভাব সমাস
(গ) বহুব্রীহি সমাস
(ঘ) কর্মধারয় সমাস

৩৩. কোনটি ‘ঈষৎ’ অর্থে অব্যয়ীভাব সমাস? [কু.বো. ০৫, ০১] (উত্তর: ক)
(ক) আরক্তিম
(খ) আগমন
(গ) আজীবন
(ঘ) আপাদমস্তক

৩৪. ‘পঞ্চনদ’ সমস্তপদটির সঠিক ব্যাসবাক্য কোনটি? [কু.বো. ২০০০] (উত্তর: ঘ)
(ক) পঞ্চ ও নদ
(খ) পঞ্চ নামক নদ
(গ) পঞ্চ নদের সমাহার
(ঘ) পঞ্চ নদীর সমাহার

৩৫. ‘দা-কুমড়া’ কোন দ্বন্দ্ব সমাসের উদাহরণ? [চ.বো. ২০০০; কু.বো. ০৬] (উত্তর: গ)
(ক) বিপরীতার্থক দ্বন্দ্ব
(খ) মিলনার্থক দ্বন্দ্ব
(গ) বিরোধার্থক দ্বন্দ্ব
(ঘ) সমার্থক দ্বন্দ্ব

৩৬. কোনটি পরপদ প্রধান সমাস? [ব.বো. ০৩; সি.বো. ০৬; চ.বো. ১৩] (উত্তর: ক)
(ক) কর্মধারয়
(খ) অব্যয়ীভাব
(গ) দ্বন্দ্ব
(ঘ) বহুব্রীহি

৩৭. নিত্য সমাসের উদাহরণ কোনটি? [রা.বো. ০৩; সি.বো. ১০, ০৩; চ.বো. ০৬; ঢা.বো. ১১, ০৪; য.বো. ১৩] (উত্তর: গ)
(ক) অপব্যয়
(খ) বাগদত্তা
(গ) দেশান্তর
(ঘ) বনজ

৩৮. ‘অরুণরাঙা’ কোন সমাসের উদাহরণ? [কু.বো. ১১; সি.বো. ০৩; ব.বো. ১০] (উত্তর: ঘ)
(ক) রূপক কর্মধারয়
(খ) উপমিত কর্মধারয়
(গ) বহুব্রীহি
(ঘ) উপমান কর্মধারয়

৩৯. ‘অভাব’ অর্থে অব্যয়ীভাব সমাসের উদাহরণ কোনটি? [চ.বো. ০৬] (উত্তর: ক)
(ক) নির্ভাবনা
(খ) উচ্ছৃঙ্খল
(গ) অনুক্ষণ
(ঘ) প্রতিপক্ষ

৪০. ক্রিয়ার পারস্পরিক অর্থে কোন বহুব্রীহি সমাস হয়? [ব.বো. ০৬] (উত্তর: গ)
(ক) সমানাধিকরণ
(খ) ব্যাধিকরণ
(গ) ব্যতিহার
(ঘ) প্রত্যয়ান্ত

৪১. ‘স্মৃতিসৌধ’ কোন সমাস? [রা.বো. ০৫; কু.বো. ০৭; চ.বো. ০৫] (উত্তর: ক)
(ক) মধ্যপদলোপী কর্মধারয়
(খ) উপমিত কর্মধারয়
(গ) রূপক কর্মধারয়
(ঘ) উপমান কর্মধারয়

৪২. ‘মনমাঝি’-এর সঠিক ব্যাসবাক্য কোনটি? [ঢা.বো. ০৮] (উত্তর: গ)
(ক) মন যে মাঝি
(খ) মন মাঝির ন্যায়
(গ) মন রূপ মাঝি
(ঘ) মন ও মাঝি

৪৩. কোনটি খাঁটি বাংলা শব্দে কর্মধারয় সমাসের উদাহরণ? [য.বো. ০৩] (উত্তর: খ)
(ক) সিংহাসন
(খ) মনমাঝি
(গ) নরাধম
(ঘ) অনল

৪৪. ‘জনৈক’ কোন সমাসের উদাহরণ? [ব.বো. ০১] (উত্তর: গ)
(ক) কর্মধারয়
(খ) বহুব্রীহি
(গ) অলুক দ্বন্দ্ব
(ঘ) নঞ বহুব্রীহি

৪৫. ‘জনৈক- এর সঠিক ব্যাসবাক্য কোনটি? [ব.বো. ০৬] (উত্তর: ক)
(ক) এক যে জন
(খ) জন যে এক
(গ) এক এবং জন
(ঘ) এক জন পর্যন্ত

৪৬. অর্থসংগতিবিশিষ্ট একাধিক পদের এক পদে পরিণত হওয়ার নাম কী? [ঢা.বো. ৯৬; রা.বো. ৯২] (উত্তর: ক)
(ক) সমাস
(খ) কারক
(গ) বাচ্য
(ঘ) বচন

৪৭. সমাসের সাথে কোনটির কিছুটা মিল আছে? [কু.বো. ৯৪] (উত্তর: ঘ)
(ক) কারক
(খ) ধাতু
(গ) প্রকৃতি
(ঘ) সন্ধি

৪৮. সমাস সাধিত পদ কোনটি? [কু.বো. ৯৩] (উত্তর: ঘ)
(ক) চাষি
(খ) বোনাই
(গ) মানব
(ঘ) দম্পতি

৪৯. উপমান কর্মধারয় সমাস কাকে বলে? [সি.বো. ০৫] (উত্তর: গ)
(ক) দৃশ্যমান বস্তুর সাথে অদৃশ্যমান বস্তুর মিল থাকলে
(খ) অদৃশ্য বস্তুর সাথে দৃশ্যমান বস্তুর মিল থাকলে
(গ) সাধারণ গুণের উল্লেখ থাকলে
(ঘ) দুটি বিশেষ পদের একটিকে বোঝায়

৫০. উপমান কর্মধারয় সমাসের সমস্তপদ কোনটি? [রা.বো. ০১] (উত্তর: ক)
(ক) পান্নাসবুজ
(খ) কালস্রোত
(গ) বীরসিংহ
(ঘ) রক্তকমল

৫১. ‘তুষারশুভ্র’-এর সঠিক ব্যাসবাক্য কোনটি? [য.বো. ১১] (উত্তর: ক)
(ক) তুষারের ন্যায় শুভ্র
(খ) তুষার শুভ্রের ন্যায়
(গ) তুষার ও শুভ্র
(ঘ) শুভ্র যে তুষার

৫২. সমাসবদ্ধ পদের পরবর্তী অংশকে কী বলা হয়? [রা.বো. ৯৩] (উত্তর: গ)
(ক) পূর্বপদ
(খ) দক্ষিণ পদ
(গ) উত্তরপদ
(ঘ) প্রধান পদ

৫৩. সমাস কত প্রকার? [ব.বো. ১১] (উত্তর: খ)
(ক) সাত প্রকার
(খ) ছয় প্রকার
(গ) পাঁচ প্রকার
(ঘ) তিন প্রকার

৫৪. দ্বিগু সমাসকে অনেক ব্যাকরণবিদ কোন সমাসের অন্তর্ভুক্ত করেছেন? [য.বো. ১১] (উত্তর: গ)
(ক) তৎপুরুষ
(খ) দ্বন্দ্ব
(গ) কর্মধারয়
(ঘ) অব্যয়ীভাব

৫৫. কোনটি দ্বন্দ্ব সমাস? [সি.বো. ১১] (উত্তর: খ)
(ক) বেতাল
(খ) মাতা-পিতা
(গ) রাতকানা
(ঘ) অঘাট

৫৬. কোন সমস্ত পদটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? [য.বো. ৯৬; কু.বো. ০৬; চ.বো. ২০০০] (উত্তর: খ)
(ক) বিলাতফেরত
(খ) অহি-নকুল
(গ) শশব্যস্ত
(ঘ) পদ্মনাভ

৫৭. ‘অহি-নকুল’- কোন শ্রেণির দ্বন্দ্ব সমাসের উদাহরণ? [য.বো. ০৯] (উত্তর: ক)
(ক) বিরোধার্থক
(খ) বিপরীতার্থক
(গ) সমার্থক
(ঘ) মিলনার্থক

৫৮. কোন সমাসে সমস্যমান পদের বিভক্তি লোপ পায় না? [রা.বো. ৯৬, ৯২; চ.বো. ৯৪] (উত্তর: ক)
(ক) অলুক
(খ) নিত্য
(গ) প্রাদি
(ঘ) উপপদ

৫৯. পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃৎ প্রত্যয় যুক্ত হয়ে কোন সমাস গঠিত হয়? [ব.বো. ০৩; সি.বো. ০৬] (উত্তর: খ)
(ক) তৎপুরুষ
(খ) উপপদ
(গ) উপমিত
(ঘ) উপমান

৬০. সাধারণ ধর্মবাচক পদের সঙ্গে উপমানবাচক পদের যে সমাস হয় তাকে কোন কর্মধারয় বলে? [কু.বো. ০৩] (উত্তর: ঘ)
(ক) সাধারণ কর্মধারয়
(খ) রূপক কর্মধারয়
(গ) উপমিত কর্মধারয়
(ঘ) উপমান কর্মধারয়

৬১. ‘উপ’ কোন ক্ষেত্রে ক্ষুদ্র অর্থ জ্ঞাপক? [কু.বো. ০৬] (উত্তর: ঘ)
(ক) উপকণ্ঠ
(খ) উপকূল
(গ) উপস্থিত
(ঘ) উপনেতা

৬২. যেখানে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয়, তাকে কোন সমাস বলে? [রা.বো. ১০] (উত্তর: খ)
(ক) দ্বন্দ্ব সমাস
(খ) কর্মধারয় সমাস
(গ) তৎপুরুষ সমাস
(ঘ) বহুব্রীহি সমাস

৬৩. ‘মহানবী’ কোন সমাস? [সি.বো. ১২, ০৪] (উত্তর: গ)
(ক) দ্বন্দ্ব
(খ) বহুব্রীহি
(গ) কর্মধারয়
(ঘ) তৎপুরুষ

৬৪. ‘মহারাজ’ শব্দের ব্যাসবাক্য কোনটি? [য.বো. ০৯] (উত্তর: খ)
(ক) রাজা যে মহৎ
(খ) মহান যে রাজা
(গ) মহতের রাজা
(ঘ) মহা যে রাজা

৬৫. ‘স্মৃতিসৌধ’- কোন সমাসের সমস্তপদ? [চ.বো. ০৫] (উত্তর: ক)
(ক) কর্মধারয়
(খ) দ্বন্দ্ব
(গ) দ্বিগু
(ঘ) নিত্য

৬৬. মধ্যপদলোপী কর্মধারয় সমাস কোনটি? [য.বো. ০১] (উত্তর: ক)
(ক) পলান্ন
(খ) ঘনশ্যাম
(গ) নরাধম
(ঘ) খেচর

৬৭. কোনটি মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ? [কু.বো. ০৪] (উত্তর: খ)
(ক) শিশুসাহিত্য
(খ) সাহিত্যসভা
(গ) অরুণরাঙা
(ঘ) সকাল-সন্ধ্যা

৬৮. ‘তুষারশুভ্র’ কোন সমাসের উদাহরণ? [রা.বো. ০৪] (উত্তর: ক)
(ক) উপমান কর্মধারয় সমাস
(খ) উপমিত কর্মধারয় সমাস
(গ) রূপক কর্মধারয় সমাস
(ঘ) তৎপুরুষ সমাস

৬৯. ‘মুখচন্দ্র’-এর ব্যাসবাক্য কোনটি? [সি.বো. ০৮] (উত্তর: ক)
(ক) মুখ চন্দ্রের ন্যায়
(খ) চন্দ্র মুখের ন্যায়
(গ) চন্দ্রের ন্যায় মুখ
(ঘ) মুখের ন্যায় চন্দ্র

৭০. ‘চন্দ্রমুখ’ শব্দের ব্যাসবাক্য কোনটি? [ঢা.বো. ১১; য.বো. ০২; সি.বো. ০৭] (উত্তর: ক)
(ক) চন্দ্রের ন্যায় মুখ
(খ) চন্দ্র রূপ মুখ
(গ) মুখ চন্দ্রের ন্যায়
(ঘ) মুখ ও চন্দ্র

৭১. ‘ফুলকুমারী’ সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি? [রা.বো. ০৯] (উত্তর: খ)
(ক) ফুলের ন্যায় কুমারী
(খ) কুমারী ফুলের ন্যায়
(গ) ফুলের ন্যায় সুন্দর কুমারী
(ঘ) ফুলের কুমারী

৭২. নিচের কোনটি উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ? [ঢা.বো. ১০] (উত্তর: ঘ)
(ক) ধনশ্যাম
(খ) স্নেহনীড়
(গ) কুসুমকোমল
(ঘ) করপল্লব

৭৩. খাঁটি বাংলা উপপদ তৎপুরুষ কোনটি? [রা.বো. ০১] (উত্তর: ক)
(ক) মাছিমারা
(খ) সত্যবাদী
(গ) পাদান
(ঘ) নীরদ

৭৪. সত্য বলে যে = সত্যবাদী- এটি কোন সমাসের অন্তর্গত? [ব.বো. ০৯] (উত্তর: ক)
(ক) উপপদ তৎপুরুষ
(খ) প্রত্যয়ান্ত বহুব্রীহি
(গ) অলুক তৎপুরুষ
(ঘ) দ্বিগু

৭৫. কোন উদাহরণটি অলুক তৎপুরুষ সমাসের? [চ.বো. ০৭] (উত্তর: ক)
(ক) গায়ে পড়া
(খ) চা-বাগান
(গ) খাঁচা ছাড়া
(ঘ) মাল গুদাম

৭৬. কোনটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ? [ঢা.বো. ৯৫; য.বো. ৯৩] (উত্তর: ক)
(ক) কলে ছাঁটা
(খ) মাথায় ছাতা
(গ) হাতে কলমে
(ঘ) গায়ে হলুদ

৭৭. উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? [চ.বো. ৯৬] (উত্তর: খ)
(ক) চন্দ্রমুখ
(খ) মুখচন্দ্র
(গ) কাঁচামিঠা
(ঘ) মনমাঝি

৭৮. কোনটি রূপক কর্মধারয় সমাসের উদাহরণ নয়? [য.বো. ০৫] (উত্তর: ঘ)
(ক) বিষাদসিন্ধু
(খ) ক্রোধানল
(গ) মনমাঝি
(ঘ) তুষারশুভ্র

৭৯. তৃতীয়া তৎপুরুষ সমাসের ‘সমস্তপদ’ কোনটি? [য.বো. ৯২; কু.বো. ৯৩] (উত্তর: গ)
(ক) গা-ঢাকা
(খ) তালকানা
(গ) মনগড়া
(ঘ) দেশসেবা

৮০. ‘মনগড়া’ কোন সমাস? [য.বো. ১১] (উত্তর: গ)
(ক) বহুব্রীহি
(খ) কর্মধারয়
(গ) তৎপুরুষ
(ঘ) দ্বিগু

৮১. উপকরণবাচক বিশেষ্য পদ পূর্বপদে বসে কোন তৎপুরুষ সমাস হয়? [চ.বো. ০৫] (উত্তর: ক)
(ক) ৩য়া
(খ) ২য়া
(গ) ৪র্থী
(ঘ) ৫মী

৮২. কোনটি পঞ্চমী তৎপুরুষ সমাস? [কু.বো. ০৬, ০৩] (উত্তর: ঘ)
(ক) শ্রমলব্ধ
(খ) জলমগ্ন
(গ) ছাত্রবৃন্দ
(ঘ) ঋণমুক্ত

৮৩. কোনটি ষষ্ঠী তৎপুরুষ সমাসের উদাহরণ? [চ.বো. ০৩] (উত্তর: ক)
(ক) রাজপুত্র
(খ) অভাব
(গ) রান্নাঘর
(ঘ) প্রাণপ্রিয়

৮৪. ‘গজনীর রাজা = গজনীরাজ’ এটি কোন সমাসের উদাহরণ? [রা.বো. ০৪] (উত্তর: খ)
(ক) পঞ্চমী তৎপুরুষ সমাস
(খ) ষষ্ঠী তৎপুরুষ সমাস
(গ) উপপদ তৎপুরুষ সমাস
(ঘ) বহুব্রীহি সমাস

৮৫. ‘হংসডিম্ব’-এর সঠিক ব্যাসবাক্য কোনটি? [ঢা.বো. ০৭] (উত্তর: ঘ)
(ক) হংসের ডিম্ব
(খ) হংস ও ডিম্ব
(গ) হংস হতে যে ডিম্ব
(ঘ) হংসীর ডিম্ব

৮৬. ‘ছাগদুগ্ধ’ এ সমস্তপদটির সঠিক ব্যাসবাক্য কোনটি? [ঢা.বো. ৯২; রা.বো. ৯৪] (উত্তর: ঘ)
(ক) ছাগের দুগ্ধ
(খ) ছাগ ও দুগ্ধ
(গ) ছাগী হতে দুগ্ধ
(ঘ) ছাগীর দুগ্ধ

৮৭. ‘রাজপথ’-এর ব্যাসবাক্য হবে- [কু.বো. ৯৯]
বা,‘রাজপথ’-এর ব্যাসবাক্য কোনটি? [সি.বো. ০৯] (উত্তর: ঘ)
(ক) রাজার পথ
(খ) রাজা নির্মিত পথ
(গ) রাজাদের পথ
(ঘ) পথের রাজা

৮৮. ‘বিশ্ববিখ্যাত’ সমস্তপদটি কোন সমাস নির্দেশ করে? [কু.বো. ০৫] (উত্তর: খ)
(ক) মধ্যপদলোপী বহুব্রীহি
(খ) সপ্তমী তৎপুরুষ
(গ) চতুর্থী তৎপুরুষ
(ঘ) উপমান কর্মধারয়

৮৯. দ্বন্দ্ব সমাসের বিপরীত অর্থ প্রাধান্য সমাস কোনটি? [চ.বো. ০৬] (উত্তর: খ)
(ক) কর্মধারয় সমাস
(খ) বহুব্রীহি সমাস
(গ) দ্বিগু সমাস
(ঘ) তৎপুরুষ সমাস

৯০. যে সমাসে সমস্যমান পদের পরিবর্তে অন্য পদ প্রধান হয় তাকে কী বলে? [ঢা.বো. ৯২] (উত্তর: গ)
(ক) দ্বন্দ্ব
(খ) কর্মধারয়
(গ) বহুব্রীহি
(ঘ) তৎপুরুষ

৯১. ‘কমলাক্ষ’ এর সঠিক ব্যাসবাক্য হলো- [দি.বো. ০৯] (উত্তর: গ)
(ক) কমল অক্ষির ন্যায়
(খ) কমল অক্ষের ন্যায়
(গ) কমলের ন্যায় অক্ষি যার
(ঘ) কমলের ন্যায় অক্ষ যার

৯২. ‘পদ্ম নাভিতে যার = পদ্মনাভ’ এটি কোন সমাস? [রা.বো. ১০] (উত্তর: গ)
(ক) কর্মধারয়
(খ) তৎপুরুষ
(গ) বহুব্রীহি
(ঘ) দ্বিগু

৯৩. বহুব্রীহি সমাসের নিষ্পন্ন পদটি কোন পদপ্রধান? [ঢা.বো. ১০] (উত্তর: খ)
(ক) পূর্বপদ
(খ) অন্যপদ
(গ) পরপর
(ঘ) উভয়পদ

৯৪. ‘মেহেদীরাঙা’-এর সঠিক ব্যাসবাক্য কী? [রা.বো. ০২] (উত্তর: ঘ)
(ক) রাঙা যে মেহেদী
(খ) মেহেদী যে রাঙা
(গ) মেহেদী ও রাঙা
(ঘ) মেহেদী রূপ রাঙা

৯৫. কর্মধারয় সমাস নয় কোনটি? [রা.বো. ০৮] (উত্তর: ঘ)
(ক) কদাচার
(খ) মহারাজ
(গ) মুখচন্দ্র
(ঘ) মধুমাখা

৯৬. ‘বিপদাপন্ন’ সমস্তপদটি কোন সমাসের উদাহরণ? [সি.বো. ০৫] (উত্তর: খ)
(ক) অলুক দ্বন্দ্ব
(খ) দ্বিতীয়া তৎপুরুষ
(গ) তৃতীয়া তৎপুরুষ
(ঘ) চতুর্থী তৎপুরুষ

৯৭. ‘চিরকাল ব্যাপিয়া সুখী = চিরসুখী’- এটি কোন সমাসের উদাহরণ? [ব.বো. ১০] (উত্তর: গ)
(ক) মধ্যপদলোপী কর্মধারয়
(খ) রূপক কর্মধারয়
(গ) দ্বিতীয়া তৎপুরুষ
(ঘ) বহুব্রীহি

৯৮. কোনটি ব্যাধিকরণ বহুব্রীহি সমাসের উদাহরণ? [য.বো. ০৫] (উত্তর: ঘ)
(ক) কোলাকুলি
(খ) ঊনপাঁজুরে
(গ) হাতেখড়ি
(ঘ) কথাসর্বস্ব

৯৯. ‘আশীবিষ’ কোন বহুব্রীহি সমাসের উদাহরণ? [চ.বো. ০৪]
বা, ‘আশীবিষ’- কোন সমাস? [সি.বো. ১১] (উত্তর: ক)
(ক) ব্যাধিকরণ বহুব্রীহি
(খ) সমানাধিকরণ বহুব্রীহি
(গ) ব্যতিহার বহুব্রীহি
(ঘ) প্রত্যয়ান্ত বহুব্রীহি

১০০. নিচের কোনটি ব্যতিহার বহুব্রীহি সমাসের ব্যাসবাক্য? [রা.বো. ০৪] (উত্তর: ঘ)
(ক) ধীর বুদ্ধি যার
(খ) নীল যে আকাশ
(গ) দশ আনন যার
(ঘ) লাঠিতে লাঠিতে যে লড়াই

১০১. ‘হাসাহাসি’ কোন সমাস? [য.বো. ০৪] (উত্তর: ক)
(ক) ব্যতিহার বহুব্রীহি
(খ) ব্যাধিকরণ বহুব্রীহি
(গ) নঞ বহুব্রীহি
(ঘ) মধ্যপদলোপী বহুব্রীহি

১০২. ‘অন্তরীপ’- কোন বহুব্রীহি সমাসের উদাহরণ? [ঢা.বো. ০৯] (উত্তর: খ)
(ক) প্রত্যয়ান্ত বহুব্রীহি
(খ) নিপাতনে সিদ্ধ বহুব্রীহি
(গ) ব্যাধিকরণ বহুব্রীহি
(ঘ) সমানাধিকরণ বহুব্রীহি

১০৩. সংখ্যাবাচক শব্দের সাথে বিশেষ্য পদের যে সমাস হয় তার নাম কী? [রা.বো. ৯৩; য.বো. ৯৪] (উত্তর: ঘ)
(ক) প্রাদি
(খ) অলুক
(গ) নিত্য
(ঘ) দ্বিগু

১০৪. কোন সমাসে ‘সমাহার’ ব্যাসবাক্য থাকে? [ব.বো. ০৮] (উত্তর: ঘ)
(ক) দ্বন্দ্ব
(খ) প্রাদি
(গ) নিত্য
(ঘ) দ্বিগু

১০৫. নিচের কোন সমস্তপদটি দ্বিগু সমাস? [সি.বো. ০৬] (উত্তর: গ)
(ক) তেপায়া
(খ) চৌচালা
(গ) তেমাথা
(ঘ) চারহাতি

১০৬. প্রতিদ্বন্দ্বী অর্থে অব্যয়ীভাব সমাস কোনটি? [য.বো. ০৫; ব.বো. ০৭] (উত্তর: খ)
(ক) প্রতিবাদ
(খ) প্রত্যুত্তর
(গ) প্রতিচ্ছবি
(ঘ) প্রতিবিম্ব

১০৭. কোনটি প্রাদি ও অব্যয়ীভাব এ উভয় সমাসই হয়? [রা.বো. ০১] (উত্তর: ক)
(ক) পরিভ্রমণ
(খ) প্রভাব
(গ) অতিমানব
(ঘ) উদ্বেল

১০৮. কোনটি নিত্য সমাসের সমস্তপদ? [রা.বো. ০৬] (উত্তর: খ)
(ক) সেতার
(খ) গৃহান্তর
(গ) বেতার
(ঘ) সহোদর

১০৯. দ্বিগু সমাসের উদাহরণ- [কু.বো. ০২] (উত্তর: ক)
(ক) তিন কালের সমাহার = ত্রিকাল
(খ) একদিকে চোখ যার = একচোখা
(গ) দু’দিকে অপ যার = দ্বীপ
(ঘ) অক্ষির অগোচরে = পরোক্ষ

১১০. কোন সমাসবদ্ধ পদটি দ্বিগু সমাসের অন্তর্ভুক্ত? [রা.বো. ০২] (উত্তর: গ)
(ক) দেশান্তর
(খ) গ্রামান্তর
(গ) তেপান্তর
(ঘ) লোকান্তর

১১১. নিচের কোনটি দ্বিগু সমাসের উদাহরণ? [রা.বো. ০৪; দি.বো. ১১] (উত্তর: গ)
(ক) উপজেলা
(খ) রাজপথ
(গ) শতাব্দী
(ঘ) চৌচালা

১১২. দ্বিগু সমাসের উদাহরণ কোনটি? [চ.বো. ১০] (উত্তর: ক)
(ক) সাতসমুদ্র
(খ) প্রতিদিন
(গ) নীলকণ্ঠ
(ঘ) মুখেভাত

১১৩. সমাসবদ্ধপদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখার জন্য কোন যতি চিহ্নের ব্যবহার হয়? [কু.বো. ০৪] (উত্তর: ঘ)
(ক) ইলেক চিহ্ন
(খ) ড্যাশ চিহ্ন
(গ) কোলন চিহ্ন
(ঘ) হাইফেন চিহ্ন

১১৪. যে সমাসে প্রত্যেকটি সমস্যমান পদের অর্থের প্রাধান্য থাকে তাকে কী বলে? [রা.বো. ০৪] (উত্তর: ক)
(ক) দ্বন্দ্ব সমাস
(খ) কর্মধারয় সমাস
(গ) দ্বিগু সমাস
(ঘ) বহুব্রীহি সমাস

১১৫. ‘বিষাদসিন্ধু’ সমস্তপদটির ব্যাসবাক্য কোনটি? [চ.বো. ০৭] (উত্তর: খ)
(ক) বিষাদ যেন সিন্ধু
(খ) বিষাদ রূপ সিন্ধু
(গ) বিষাদ যেমন সিন্ধু
(ঘ) বিষাদময় সিন্ধু

১১৬. অব্যয়ীভাব সমাসে কোন পদ প্রধান? [য.বো. ০৮] (উত্তর: ঘ)
(ক) ভিন্ন পদ
(খ) উভয় পদ
(গ) পরপদ
(ঘ) পূর্বপদ

১১৭. অর্থ প্রাধান্যের দিক থেকে কর্মধারয়-এর বিপরীত সমাস কোনটি? [কু.বো. ১০] (উত্তর: গ)
(ক) তৎপুরুষ
(খ) দ্বন্দ্ব
(গ) অব্যয়ীভাব
(ঘ) বহুব্রীহি

১১৮. সামীপ্য অর্থে কোথায় অব্যয়ীভাব সমাস হয়েছে? [কু.বো. ০৮; য.বো. ১৩] (উত্তর: ক)
(ক) উপকূল
(খ) আগত
(গ) গরমিল
(ঘ) উপদ্বীপ

১১৯. ‘গরমিল’-এর সঠিক ব্যাসবাক্য- [কু.বো. ৯৬] (উত্তর: খ)
(ক) অমিলের সদৃশ
(খ) মিলের অভাব
(গ) মিল ও অমিল
(ঘ) অমিল রূপের ন্যায়

১২০. কোনটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ? [চ.বো. ০৩] (উত্তর: ক)
(ক) আমৃত্যু
(খ) দর্শনমাত্র
(গ) জীবনমৃত
(ঘ) সফল

১২১. সাদৃশ্য বোঝাতে অব্যয়ীভাব সমাসের উদাহরণ কোনটি? [রা.বো. ৯৬] (উত্তর: ঘ)
(ক) উপগ্রহ
(খ) উপশহর
(গ) উপবন
(ঘ) সবকটি

১২২. উপনদী সমস্ত পদের ‘উপ’ কী অর্থে ব্যবহৃত হয়েছে? [দি.বো. ১০] (উত্তর: ক)
(ক) ক্ষুদ্র
(খ) অভাব
(গ) সামীপ্য
(ঘ) সাদৃশ্য

১২৩. ‘কুলার আকৃতিবিশিষ্ট কান যে রমণীর = কুলাকানী’- কোন সমাস? [রা.বো. ২০০০] (উত্তর: ক)
(ক) মধ্যপদলোপী বহুব্রীহি
(খ) দ্বন্দ্ব সমাস
(গ) মধ্যপদলোপী কর্মধারয়
(ঘ) নিত্য সমাস

১২৪. ‘হাতেখড়ি’ সমস্তপদটির সঠিক ব্যাসবাক্য কোনটি? [ঢা.বো. ৯৩; কু.বো. ৯৬] (উত্তর: খ)
(ক) হাতেখড়ি
(খ) হাতেখড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে
(গ) খড়ির হাত
(ঘ) হাতেতে খড়ি

১২৫. প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস কোনটি? [রা.বো. ০৮] (উত্তর: ক)
(ক) একঘরে
(খ) হাতেখড়ি
(গ) গায়েহলুদ
(ঘ) মুখেভাত

১২৬. ‘উপশহর’ কোন সমাসের উদাহরণ? [ব.বো. ১১] (উত্তর: গ)
(ক) বহুব্রীহি
(খ) প্রাদি
(গ) অব্যয়ীভাব
(ঘ) নিত্য সমাস

১২৭. ‘উদ্বেল’ শব্দটি কী অর্থে অব্যয়ীভাব সমাস হয়েছে? [ঢা.বো. ০৫] (উত্তর: খ)
(ক) আবেগ অর্থে
(খ) অতিক্রম অর্থে
(গ) বীপ্সা অর্থে
(ঘ) সামীপ্য অর্থে

১২৮. নিত্য সমাসের উদাহরণ কোনটি? [রা.বো. ১১; ব.বো. ০২; রা.বো. ১৩] (উত্তর: খ)
(ক) প্রতিপক্ষ
(খ) দর্শনমাত্র
(গ) প্রতিবাদ
(ঘ) সেতার

১২৯. কোনটি প্রাদি সমাসের উদাহরণ? [কু.বো. ০৮, ০১] (উত্তর: ঘ)
(ক) গৃহস্থ
(খ) ছা-পোষা
(গ) উপকূল
(ঘ) প্রগতি

১৩০. ‘রূপক কর্মধারয়’-এর সমস্তপদ কোনটি? [সি.বো. ০১; য.বো. ০৭] (উত্তর: গ)
(ক) মহাপুরুষ
(খ) ঘনশ্যাম
(গ) বিষাদসিন্দু
(ঘ) তুষারশুভ্র

১৩১. কোনটি নিত্য সমাসের সমস্তপদ? [য.বো. রা.বো. ০৬] (উত্তর: খ)
(ক) সেতার
(খ) গ্রামান্তর/গৃহান্তর
(গ) বেতার
(ঘ) সহোদর

১৩২. ‘জলচর’ কোন তৎপুরুষ সমাস? [চ.বো. ১২] (উত্তর: গ)
(ক) সপ্তমী
(খ) পঞ্চমী
(গ) উপপদ
(ঘ) তৃতীয়া
বাংলা ২য় পত্র বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তরঃ পদাশ্রিত নির্দেশক এবং সমাস

No comments:

Post a Comment