বাংলা ২য় পত্র বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তরঃ দ্বিরুক্ত শব্দ, সংখ্যাবাচক শব্দ ও বচন pdf download

 বাংলা ২য় পত্র 
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর 
[এই পোষ্টে পাঠ্যবইয়ের বিষয়সমূহের আলোকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর সংযোজিত হয়েছে।]
Bangla 2nd Paper
MCQ
Question with Answer pdf download

দ্বিতীয় পরিচ্ছেদ:
দ্বিরুক্ত শব্দ

১. ‘কবি কবি ভাব, কিন্তু ছন্দের অভাব’- এ বাক্যে ‘কবি কবি’ কী অর্থে ব্যবহৃত হয়েছে? [রা.বো. ৯৯] (উত্তর: গ)
(ক) ভালো অর্থে
(খ) কবির মত অর্থে
(গ) উপহাস অর্থে
(ঘ) পুনরাবৃত্তি অর্থে

২. ‘লাল লাল ফুল’- বাক্যে কী অর্থে দ্বিরুক্ত হয়েছে? [ঢা.বো. ৯৬; কু.বো. ৯২] (উত্তর: গ)
(ক) শূন্য
(খ) একবচন
(গ) বহুবচন
(ঘ) ঈষৎ

৩. ‘ছোট ছোট ডাল কেটে ফেল’- বাক্যে কোন অর্থে দ্বিরুক্তির ব্যবহার হয়েছে? [দি.বো. ১১] (উত্তর: ক)
(ক) আধিক্য
(খ) সামান্যতা
(গ) তীব্রতা
(ঘ) বিশেষ্য

৪. কোন বাক্যে ক্রিয়াবাচক শব্দের দ্বিরুক্তরূপ ব্যবহার হয়েছে?
[কু.বো. ০১] (উত্তর: গ)
(ক) বৃষ্টি পড়ে টাপুর টুপুর
(খ) শিশুটি ধীরে ধীরে যায়
(গ) ডেকে ডেকে হয়রান হয়েছি
(ঘ) চিকমিক করে বালি

৫. দ্বিরুক্তি গঠনের সময় আদিস্বরের পরিবর্তন হয়েছে কোনটিতে? [কু.বো. ১১; সি.বো. ০১] (উত্তর: গ)
(ক) মারামারি
(খ) ছটফট
(গ) চুপচাপ
(ঘ) চাল-চলন

৬. দ্বিরুক্ত শব্দগুলো কত প্রকার? [সি.বো. ০২; চ.বো. ০১] (উত্তর: গ)
(ক) দুই প্রকার
(খ) তিন প্রকার
(গ) চার প্রকার
(ঘ) পাঁচ প্রকার

৭. ‘আমার জ্বরজ্বর লাগছে’ কোন শব্দের উদাহরণ? [ব.বো. ০৭; কু.বো. ০২; ঢা.বো. চ.বো. ০৪; সি.বো. ১১]
বা,আমার জ্বর জ্বর লাগছে- এ বাক্যে ‘জ্বরজ্বর’ কোন শব্দের উদাহরণ? [রা.বো ০৭] (উত্তর: ক)
(ক) দ্বিরুক্ত শব্দ
(খ) দেশি শব্দ
(গ) তদ্ভব শব্দ
(ঘ) তৎসম শব্দ

৮. ‘রাশি’ শব্দের দ্বিরুক্তিতে কোন অর্থ প্রকাশ পায়? [সি.বো. ০৭; ব.বো. ১৩] (উত্তর: খ)
(ক) সামান্য
(খ) আধিক্য
(গ) শূন্য
(ঘ) আতিশয্য

৯. ‘জ্বর’-এর সঙ্গে কোন শব্দর দ্বিরুক্তিতে ‘সামান্য’ অর্থ প্রকাশ পায়? [ব.বো. ২০০০] (উত্তর: গ)
(ক) জারি
(খ) বিকার
(গ) জ্বর
(ঘ) ব্যাধি

১০. কোন দ্বিরুক্তিটি ধ্বন্যাত্মক শব্দ? [ঢা.বো. ০৯, ০৭, ০৩, ২০০০; রা.বো. ১১, ০৭; সি.বো. ০৪; য.বো. ০৫; চ.বো. ০৭; য.বো. ১৩] (উত্তর: ক)
(ক) শনশন/টপাটপ
(খ) শীতশীত
(গ) পড়োপড়ো
(ঘ) হাতেনাতে

১১. কোন দ্বিরুক্তিটিতে আধিক্য বোঝায়? [য.বো. ০১] (উত্তর: খ)
(ক) ছেলেটিকে চোখে চোখে রেখো
(খ) লোকটি হাড়ে হাড়ে শিক্ষা পেয়েছে
(গ) থেকে থেকে শিশুটি কাঁদছে
(ঘ) কোনোটিই নয়

১২. ‘তুমি বাড়ি বাড়ি হেঁটে চাঁদা তুলেছ’- এখানে ‘বাড়ি বাড়ি’ কোন অর্থ প্রকাশ করেছে? [সি.বো. ০২] (উত্তর: ঘ)
(ক) আগ্রহ
(খ) সামান্যতা
(গ) ভাবের গভীরতা
(ঘ) ধারাবাহিকতা

১৩. কোনটি অনুকার অব্যয়ের দ্বিরুক্তি? [য.বো. ০৯; ব.বো. ০২] (উত্তর: গ)
(ক) যায় যায়
(খ) কে কে
(গ) ঢং ঢং
(ঘ) উচায় নিচায়

১৪. কোনটি ভিন্নার্থক শব্দযোগে দ্বিরুক্ত শব্দ? [সি.বো. ০৬; চ.বো. ০২; চ.বো. ১৩] (উত্তর: ঘ)
(ক) জন্ম-মৃত্যু
(খ) বনজঙ্গল
(গ) হাতাহাতি
(ঘ) ডাল-ভাত

১৫. কোন দ্বিরুক্তিটি ধ্বন্যাত্মক? [রা. বো. ০৯; ঢা. বো. ২০০০; রা. বো. ০৬] (উত্তর: ক)
(ক) ঝনঝন/মিউমিউ
(খ) শীতশীত
(গ) পড়োপড়ো
(ঘ) হাতেহাতে

১৬. কোন দ্বিরুক্তিটি অন্ত্যস্বরে পরিবর্তন করে গঠিত হয়েছে? [চ. বো. ০৯, ২০০০] (উত্তর: ক)
(ক) মারামারি
(খ) মিটমিট
(গ) ভয় ভয়
(ঘ) জারিজুরি

১৭. যুগ্মরীতিতে দ্বিরুক্ত পদ গঠিত হয়েছে কোনটিতে? [সি.বো. ০৯, ০১; য.বো. ০৬] (উত্তর: গ)
(ক) হাতে-নাতে
(খ) ভয়ে ভয়ে
(গ) রীতি-নীতি/টুপটাপ
(ঘ) চাল-চলন

১৮. বিভক্তিযুক্ত পদের দুবার ব্যবহারকে বলা হয়- [ব.বো. ০৩, ০৬] (উত্তর: গ)
(ক) ধ্বন্যাত্মক দ্বিরুক্তি
(খ) অনুকার দ্বিরুক্তি
(গ) পদাত্মক দ্বিরুক্তি
(ঘ) বাক্যের দ্বিরুক্তি

১৯. ‘আধিক্য’ অর্থে দ্বিরুক্তি হয়েছে কোনটি? [ব.বো. ০১; সি.বো. ০৩; ঢা.বো. ১৩] (উত্তর: গ)
(ক) জ্বরজ্বর ভাব
(খ) শীতশীত
(গ) ধামাধামা ধান
(ঘ) টকটক

২০. নিচের কোনটি ক্রিয়াবাচক শব্দের দ্বিরুক্ত? [কু.বো. ০৪; রা.বো. ০৮] (উত্তর: ঘ)
(ক) বৃষ্টি পড়ে টাপুর টুপুর
(খ) বার বার মেঘ ডেকে ওঠে
(গ) মন কেমন কেমন করে
(ঘ) দেখতে দেখতে চোখ জুড়িয়ে যায়

২১. ‘কলকলিয়ে উঠল সেথায় নারীর প্রতিবাদ’-এখানে ধ্বন্যাত্মক দ্বিরুক্তিটি কোন পদরূপে ব্যবহৃত হয়েছে? [চ.বো. ১১; ব.বো. ০৪] (উত্তর: গ)
(ক) বিশেষ্য
(খ) বিশেষণ
(গ) ক্রিয়া
(ঘ) ক্রিয়া বিশেষণ

২২. ‘বার বার সে কামান গর্জে উঠল’- এ বাক্যে দ্বিরুক্ত শব্দটি কোন অর্থ প্রকাশ করেছে? [চ.বো. ০৬] (উত্তর: ঘ)
(ক) ক্রিয়া বিশেষণ
(খ) তীব্রতা
(গ) আধিক্য
(ঘ) পৌনঃপুনিকতা

২৩. দ্বিরুক্ত অর্থ কী? [য.বো. ১১] (উত্তর: ক)
(ক) দুইবার উক্ত
(খ) দুইবার ব্যাপ্ত
(গ) অনুক্ত শব্দ
(ঘ) জোড়া শব্দ

২৪. দ্বিরুক্তির আরেক নাম কী? [কু.বো. ০৮] (উত্তর: গ)
(ক) দ্বিতীয় উক্তি
(খ) অনুক্ত শব্দ
(গ) শব্দ দ্বৈত
(ঘ) শব্দযুগল

২৫. ‘ঝিরঝির করে বাতাস বইছে’- এখানে দ্বিরুক্ত শব্দটি কোন অর্থ প্রকাশ করছে? [ব.বো. ০৮] (উত্তর: ঘ)
(ক) ভাবের গভীরতা
(খ) সামান্যতা
(গ) পৌনঃপুনিকতা
(ঘ) ধ্বনিব্যঞ্জনা

২৬. ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর’- এ বাক্যে ‘টাপুর টুপুর’ কোন পদ? [সি.বো. ০৮] (উত্তর: খ)
(ক) বিশেষ্য
(খ) অব্যয়
(গ) ক্রিয়া
(ঘ) সর্বনাম

২৭. দ্বিরুক্ত শব্দগুলো কোন ধরনের অর্থ প্রকাশ করে? [দি.বো. ০৯] (উত্তর: ঘ)
(ক) কালনিরপেক্ষ
(খ) বিপরীতার্থক
(গ) নিরর্থক
(ঘ) বিশেষ বা সম্প্রসারিত

২৮. ‘সমার্থক’ শব্দযোগে দ্বিরুক্ত হয়েছে কোনটিতে? [য.বো. ০৮; কু.বো. ৯৬, ৯৪, ৯২; রা.বো. ৯২] (উত্তর: গ)
(ক) ভালোমন্দ
(খ) তোড়জোড়
(গ) ধন-দৌলত
(ঘ) আমির-ফকির

২৯. কোনটি বিপরীতার্থক দ্বিরুক্ত শব্দ? [ব.বো. ১১; সি.বো. ১৩] (উত্তর: খ)
(ক) ভাল ভাল
(খ) দেনা-পাওনা
(গ) মনে মনে
(ঘ) মিটির মিটির

৩০. আধিক্য বোঝাতে বিশেষ্য শব্দযুগলের বিশেষণরূপে ব্যবহার কোনটি? [কু.বো. ০৫; ব.বো. ০৭] (উত্তর: ক)
(ক) রাশি রাশি ধান
(খ) কাল কাল মেঘ
(গ) ঝির ঝির বাতাস
(ঘ) উড়ু উড়ু মন

৩১. দ্বিরুক্ত নির্ণয়ে কোনটি ঠিক? [রা.বো. ০১] (উত্তর: গ)
(ক) ‘বার বার সেই কামান গর্জন’- ভাবের গভীরতা
(খ) পিলসুজে বাতি জ্বলে মিটির মিটির- ধ্বনির ব্যঞ্জনা
(গ) কাদা কাদা মাঠ-সামান্য
(ঘ) লোকটি হাড়ে হাড়ে শয়তান- সতর্কতা

৩২. দ্বিরুক্তি নির্ণয়ে কোনটি সঠিক? [কু.বো. ১০] (উত্তর: ঘ)
(ক) বৃষ্টির ঝমঝমানি আমাদের অস্থির করে তুলছে- ভাবের গভীরতা
(খ) নামিল নভে বাদল ছলছল বেদনায়-বিশেষ্য
(গ) চিকচিক করে বালি কোথা নাই কাদা-ক্রিয়া
(ঘ) থেকে থেকে শিশুটি কাঁদছে- কালের বিস্তার

৩৩. সামান্যতা বুঝাতে বিশেষণ হিসেবে ব্যবহার হয়েছে কোনটিতে? [ঢা.বো. ০২] (উত্তর: ক)
(ক) কালো কালো চেহারা
(খ) কবি কবি ভাব
(গ) রাশি রাশি ধান
(ঘ) গরম গরম জিলাপী

৩৪. কোন বাক্যে ক্রিয়া বিশেষণের দ্বিরুক্ত হয়েছে? [সি.বো. ০৩] (উত্তর: গ)
(ক) কাল কাল চেহারা
(খ) তোমার নেই নেই ভাব গেল না
(গ) ঘুমিয়ে ঘুমিয়ে শুনলে কীভাবে
(ঘ) ফোড়াটা টনটন করছে

৩৫. ভাবে গভীরতা বুঝাতে অব্যয় পদের দ্বিরুক্তি হয়েছে কোনটিতে? [রা.বো. ১০] (উত্তর: ক)
(ক) ছি ছি, তুমি কী করেছ
(খ) ঝির ঝির করে বাতাস বইছে
(গ) পিলসুজে বাতি জ্বলে মিটির মিটির
(ঘ) বার বার কামান গর্জে উঠল

৩৬. ‘দোসরা’ তারিখবাচক শব্দটি কোন ভাষা থেকে এসেছে? [ঢা.বো. ১০; কু.বো. ০৮; সি.বেআ. ০৪]
বা,‘দোসরা’ তারিখবাচক সংখ্যাটি কোন নিয়মে সাধিত হয়েছে? [রা.বো. ০৮; চ.বো. ০৬] (উত্তর: ক)
(ক) হিন্দি
(খ) বাংলা
(গ) উর্দু
(ঘ) ফারসি

৩৭. ‘অনুভূতিজাত’ ধ্বন্যাত্মক দ্বিরুক্তি শব্দ কোনটি? [ব.বো. ০৪] (উত্তর: ক)
(ক) ঝিমঝিম
(খ) টুপটাপ
(গ) মিউমিউ
(ঘ) সাঁ সাঁ

৩৮. কোন শব্দটিতে ক্রিয়াপদের দ্বিরুক্ত ঘটেছে? [চ.বো. ৯৫] (উত্তর: ঘ)
(ক) কাকে কাকে
(খ) যার যার
(গ) কেমন কেমন
(ঘ) হেসে হেসে

৩৯. কোন দ্বিরুক্তিটি অব্যয়বাচক? [ঢা.বো. ০১] (উত্তর: ঘ)
(ক) উড়ু উড়ু
(খ) কেউ কেউ
(গ) নেই নেই
(ঘ) মিটির মিটির

৪০. যুগ্মরীতিতে গঠিত দ্বিরুক্ত শব্দের উদাহরণ কোনটি? [চ.বো. ০৫] (উত্তর: খ)
(ক) বাছাবাছা
(খ) জেদাজেদী
(গ) কুহুকুহু
(ঘ) রাশি রাশি

৪১. দ্বিতীয় বার ব্যবহারের সময় ব্যঞ্জনধ্বনির পরিবর্তন দ্বারা কোন শব্দটি গঠিত হয়েছে? [সি.বো. ০৩] (উত্তর: ক)
(ক) ছটফট
(খ) ফিটফাট
(গ) সরাসরি
(ঘ) খটাখট

৪২. ভিন্নার্থক শব্দযোগে কোন দ্বিরুক্ত শব্দটি গঠিত হয়েছে? [ব.বো. ০৫] (উত্তর: ঘ)
(ক) চাল-চলন
(খ) ছটফট
(গ) বন-জঙ্গল
(ঘ) কোনোটিই নয়

৪৩. যুগ্মরীতিতে দ্বিরুক্ত পদ গঠিত হয়েছে কোনটিতে? [সি.বো. ০১] (উত্তর: ক)
(ক) হাতে-নাতে
(খ) ভয়ে ভয়ে
(গ) রীতি-নীতি
(ঘ) চাল-চলন

৪৪. ‘তার দুঃখ দেখে সবাই হায় হায় করতে লাগল’- এখানে ‘হায় হায়’ অব্যয়ের দ্বিরুক্তিতে কোনটি বোঝানো হয়েছে? [ব.বো. ০২] (উত্তর: ক)
(ক) ভাবের গভীরতা
(খ) অনুভূতি
(গ) আধিক্য
(ঘ) সামান্যতা

৪৫. ধ্বনি ব্যঞ্জনা বোঝাতে কোন দ্বিরুক্তি ব্যবহৃত হয়েছে? [ঢা.বো. ১২; সি.বো. ০৩] (উত্তর: গ)
(ক) ডেকে ডেকে হয়রান হয়েছি
(খ) পিলসুজে বাতি জ্বলে মিটির মিটির
(গ) বৃষ্টি পড়ে টাপুর টুপুর
(ঘ) গা ছমছম করছে

৪৬. ‘ডেকে ডেকে হয়রান হয়েছি’- কোন পদের দ্বিরুক্তি? [দি.বো. ১০] (উত্তর: ঘ)
(ক) অব্যয়
(খ) সর্বনাম
(গ) বিশেষণ
(ঘ) ক্রিয়া

৪৭. কোনটি বিশেষ্য পদের দ্বিরুক্ত? [য.বো. ৯৬] (উত্তর: গ)
(ক) হেসে হেসে
(খ) কাকে কাকে
(গ) ভাইয়ে ভাইয়ে
(ঘ) ভালোয় ভালোয়

৪৮. ‘চিকচিক করে বালি কোথা নাই কাদা’- এখানে দ্বিরুক্ত শব্দটি কোন পদরূপে ব্যবহৃত হয়েছে? [য.বো. ০৪]
বা,‘চিকচিক করে বালি কোথা নাই কাদা’- এ বাক্যের দ্বিরুক্ত শব্দ- ‘চিকচিক’ কোন ধরনের পদ? [সি.বো. ০৮] (উত্তর: ঘ)
(ক) বিশেষ্যের বিশেষণ
(খ) অব্যয়ের বিশেষণ
(গ) বিশেষণের বিশেষণ
(ঘ) ক্রিয়া বিশেষণ

৪৯. ‘দেখেছ, তার কবি কবি ভাব’- এ বাক্যে কী বোঝাতে দ্বিরুক্তি ব্যবহৃত হয়েছে? [সি.বো. ০৬; দি.বো. ১৩] (উত্তর: ঘ)
(ক) আধিক্য বোঝাতে
(খ) আগ্রহ বোঝাতে
(গ) সঠিকতা বোঝাতে
(ঘ) সামান্যতা বোঝাতে

৫০. ‘আমি আজ জ্বর জ্বর বোধ করছি’- এখানে দ্বিরুক্ত শব্দ দ্বারা কী বোঝানো হয়েছে? [ঢা.বো. ১১; ০৮; য.বো. ১০, ০৭; কু.বো. ০৬; সি.বো. ১১; রা.বো. ১১]
বা, ‘আমার জ্বর জ্বর লাগছে’- এ বাক্যে দ্বিরুক্ত শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? [সি.বো. ১১] (উত্তর: ক)
(ক) সামান্য
(খ) আধিক্য
(গ) আতিশয্য
(ঘ) ধারাবাহিকতা

৫১. ‘লোকটা হাড়ে হাড়ে শয়তান’ এখানে ‘হাড়ে হাড়ে’ কী অর্থ প্রকাশ করেছে? [ঢা.বো. ০৯; সি.বো. ১০; ০৫; কু.বো. ০৫; ব.বো. ০৫] (উত্তর: খ)
(ক) সতর্কতা
(খ) আধিক্য
(গ) কালের বিস্তার
(ঘ) ভাবের প্রদান

৫২. কোনটি বস্তুর ধ্বনির অনুকার? [চ.বো. ০২]
বা,ধ্বন্যাত্মক দ্বিরুক্তি কোনটি? (উত্তর: গ)
(ক) ঠা ঠা
(খ) ট্যা ট্যা
(গ) হুহু
(ঘ) হিহি

৫৩. কোনটি পদাত্মক দ্বিরুক্তির উদাহরণ? [চ.বো. ০৩] (উত্তর: গ)
(ক) দিন দিন
(খ) রোজ রোজ
(গ) হাতে-নাতে
(ঘ) শুনশান

৫৪. পৌনঃপুনিকতা বোঝাতে দ্বিরুক্তি শব্দের ব্যবহার কোনটি? [কু.বো. ০৩] (উত্তর: গ)
(ক) ছোট ছোট ডাল কেটে ফেল
(খ) ঝির ঝির বাতাস বইছে
(গ) ডেকে ডেকে হয়রান হয়েছি
(ঘ) ধীরে ধীরে যাও

৫৫. বিশিষ্টার্থক বাগধারার দ্বিরুক্ত শব্দের ব্যবহার রয়েছে কোন বাক্যে? [দি.বো. ০৯] (উত্তর: খ)
(ক) ভয়ে গা ছমছম করছে
(খ) মেয়েটিকে চোখে চোখে রেখো
(গ) ভালো ভালো আম এনো
(ঘ) বৃষ্টি পড়ে টাপুর টুপুর

৫৬. কোনটি ধ্বন্যাত্মক দ্বিরুক্তির উদাহরণ? [দি.বো. ১০; য.বো. ১৩] (উত্তর: ক)
(ক) ঝিকিমিকি, ঘেউ ঘেউ
(খ) মারামারি
(গ) ছটফট
(ঘ) চাল-চলন

৫৭. বিশেষণ বোঝাতে অব্যয় পদের দ্বিরুক্তি হয়েছে কোন বাক্যটিতে? [ব.বো. ০৬] (উত্তর: ঘ)
(ক) আমি জ্বর জ্বর বোধ করছি
(খ) ভালো ভালো আম নিয়ে এসো
(গ) দেখতে দেখতে আকাশ কালো হয়ে এল
(ঘ) পিলসুজে বাতি জ্বলে মিটির মিটির

৫৮. যুগ্মরীতিতে দ্বিরুক্ত গঠনের ক্ষেত্রে শব্দের আদিস্বর পরিবর্তিত হয়েছে কোনগুলোতে [রা.বো. ০২] (উত্তর: খ)
(ক) ডালভাত, তালাচাবি, অলিগলি
(খ) চুপচাপ, মিটমাট, জারিজুরি
(গ) মারামারি, হাতাহাতি, সরাসরি
(ঘ) চালচলন, রীতিনীতি, বনজঙ্গল

তৃতীয় পরিচ্ছেদ: সংখ্যাবাচক শব্দ
১. বাংলা ভাষার তারিখবাচক শব্দগুলোর প্রথম চারটি কোন ভাষার নিয়মে সাধিত হয়? [চ.বো. ১২, ০৯, ২০০০] (উত্তর: গ)
(ক) সংস্কৃত
(খ) ফারসি
(গ) হিন্দি
(ঘ) ইংরেজি

২. সংখ্যা কী কাজে লাগে? [রা.বো. ৯৪] (উত্তর: ঘ)
(ক) পাঠে
(খ) আহারে
(গ) খেলায়
(ঘ) গণনায়

৩. সংখ্যা গণনার মূল একক কী? [য.বো. ১১; দি.বো. ১০; রা.বো. ১৩] (উত্তর: খ)
(ক) দশ
(খ) এক
(গ) এক এবং শূন্য
(ঘ) এক থেকে নয় পর্যন্ত

৪. অঙ্কবাচক সংখ্যা কোনটি? [য.বো. ৯৪; কু.বো. ৯৫] (উত্তর: ক)
(ক) ৯
(খ) ষষ্ঠ
(গ) সপ্তম
(ঘ) আটই

৫. কোনটি গণনাবাচক শব্দ? [দি.বো. ১০; রা.বো. ১৩] (উত্তর: গ)
(ক) ১২
(খ) দ্বাদশ
(গ) বারো
(ঘ) বারোই

৬. ‘তের’-এর পূরণবাচক শব্দ কোনটি] (উত্তর: গ)
(ক) তেরোতম
(খ) ১৩
(গ) ত্রয়োদশ
(ঘ) তেরোই

৭. ‘চৌদ্দ’-এর পূরণবাচক শব্দ কোনটি? [রা.বো. ০৫] (উত্তর: গ)
(ক) চৌদ্দ
(খ) ১৪
(গ) চতুর্দশ
(ঘ) চৌদ্দই

৮. ক্রমবাচক বা পূরণবাচক সংখ্যা কোনটি? [ঢা.বো. ১১, ০৩; য.বো. ০৫; চ.বো. ১১, ০১] (উত্তর: খ)
(ক) তিন
(খ) দ্বাদশ
(গ) পনেরোই
(ঘ) দোসরা

৯. কোনটি পূরণবাচক শব্দ? [চ.বো. ১০; য.বো. ১১, ০১; ঢা.বো. ০৭] (উত্তর: গ)
(ক) কুড়ি
(খ) দোসরা
(গ) নবম
(ঘ) ২০

১০. সংখ্যাবাচক শব্দ কয় প্রকার? [ঢা.বো. ০৫, ০৪; চ.বো. ০২; সি.বো. ০৬] (উত্তর: ক)
(ক) চার প্রকার
(খ) তিন প্রকার
(গ) পাঁচ প্রকার
(ঘ) দুই প্রকার

১১. ‘দ্বিতীয় লোকটিকে ডাক’-এ বাক্যের দ্বিতীয় কোন ধরনের সংখ্যা? [ব.বো. ১০] (উত্তর: গ)
(ক) তারিখবাচক
(খ) অঙ্কবাচক
(গ) ক্রমবাচক
(ঘ) গণনাবাচক

১২. হিন্দি নিয়মে সাধিত তারিখবাচক শব্দ কোনটি? [রা.বো. ১০] (উত্তর: ক)
(ক) চৌঠা
(খ) দশই
(গ) একুশে
(ঘ) তেইশে

১৩. তারিখবাচক সংখ্যা কোনটি? [ব.বো. ১১; কু.বো. ১৩] (উত্তর: ঘ)
(ক) ১৫
(খ) পঞ্চদশ
(গ) পঞ্চম
(ঘ) দোসরা

১৪. ক্রমবাচক সংখ্যা কোনটি? [রা.বো. ০১; কু.বো. ১৩] (উত্তর: ক)
(ক) দ্বাদশ
(খ) পনেরোই
(গ) উনিশ
(ঘ) ১৮

১৫. ‘ষোলো’ সংখ্যাটির ক্রমবাচক রূপ কোনটি? [রা.বো. ০৭, ০৪] (উত্তর: ঘ)
(ক) ১৬
(খ) ষষ্টিতম
(গ) ষোলোই
(ঘ) ষোড়শ

১৬. কোনো পূর্ণসংখ্যার পর অর্ধ যুক্ত থাকলে অধিকাংশ ক্ষেত্রে কী বলা হয়? [ঢা.বো. ০২] (উত্তর: গ)
(ক) দেড়
(খ) আড়াই
(গ) সাড়ে
(ঘ) সপাদ

চতুর্থ পরিচ্ছেদ: বচন
১. ‘সাহেব’ শব্দের বহুবচন কোনটি? [ব.বো. ১০, ০১; ঢা.বো. ০৮, ০৪; রা.বো. ১১, ০৬; চ.বো. ০৬; কু.বো. ১৩; ঢা.বো. ১৩] (উত্তর: ক)
(ক) সাহেবান
(খ) সাহেবকুল
(গ) সাহেবমণ্ডল
(ঘ) সাহেবসমূহ

২. একবচন ও বহুবচন ভেদে বিভক্তিগুলোর কী ধরনের পার্থক্য দেখা যায়? [ব.বো. ০১] (উত্তর: ঘ)
(ক) উচ্চারণগত
(খ) অর্থগত
(গ) অবস্থানগত
(ঘ) আকৃতিগত

৩. ইতর প্রাণিবাচক শব্দের বহুবচনে কী যুক্ত হয়? [য.বো. ০৭; কু.বো. ০৫, ০৬; রা.বো. ০৩] (উত্তর: ঘ)
(ক) রাশি
(খ) এবং
(গ) বচন
(ঘ) গুলো

৪. কেবল কোন কোন পদের বচনভেদ হয়? [রা.বো. ০২; কু.বো. ১১, ০৯, ০৪; য.বো. ১০; ব.বো. ১৩] (উত্তর: ক)
(ক) বিশেষ্য ও সর্বনাম
(খ) বিশেষণ ও সর্বনাম
(গ) বিশেষ্য ও বিশেষণ
(ঘ) সর্বনাম ও অব্যয়

৫. কোন বহুবচনবোধক শব্দগুলো কেবল অপ্রাণিবাচক শব্দে ব্যবহৃত হয়? [ঢা.বো. ০৯, ০৭; ব.বো. ০২] (উত্তর: ঘ)
(ক) কুল, সমূহ, বৃন্দ
(খ) বর্গ, বৃন্দ, মালা,
(গ) কুল, নিচয়, সকল
(ঘ) আবলি, পুঞ্জ, রাশি

৬. কোন বহুবচনবাচক প্রত্যয়টি কেবল উন্নত প্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়? [চ.বো. ০২, ০৫] (উত্তর: ঘ)
(ক) ফুল
(খ) দাম
(গ) গুচ্ছ
(ঘ) বৃন্দ/মণ্ডলী

৭. ‘কমল’ শব্দটির শেষে কোন বহুবচনবোধক শব্দটি বসবে? [রা.বো. ০১] (উত্তর: গ)
(ক) নিয়ে
(খ) দাম
(গ) নিকর
(ঘ) রাজি

৮. বচন অর্থ কী? [ঢা.বো. ০৮, ০৩; কু.বো. ০৮; য.বো. ০৮]
বা,বচন অর্থ হলো- [ব.বো. ১২, ০৯; সি.বো. ০৪; রা.বো. ০৫] (উত্তর: ক)
(ক) সংখ্যার ধারণা
(খ) গণনার ধারণা
(গ) ক্রমের ধারণা
(ঘ) পরিমাণের ধারণা

৯. কেবল অপ্রাণিবাচক বহুবচনের প্রত্যয় কোনটি? [চ.বো. ০৯; ঢা.বো. ০৩, ০১; সি.বো. ০২; য.বো. ১৩, ০৯; রা.বো. ১৩] (উত্তর: খ)
(ক) ফুল
(খ) মালা/রাজি
(গ) সমাজ
(ঘ) মণ্ডল

১০. ‘পাল ও যূথ’ শব্দ দুটি কোথায় ব্যবহৃত হয়? [সি.বো. ০৩, ১০, ব.বো. ০৮] (উত্তর: ঘ)
(ক) উন্নত প্রাণির বহুবচনে
(খ) অপ্রাণিবাচক শব্দের বহুবচনে
(গ) জীবদের বহুবচনে
(ঘ) জন্তুদের বহুবচনে

১১. ‘পর্বত’ শব্দের বহুবচন- [ঢা.বো. ০৩] (উত্তর: খ)
(ক) পর্বতগুচ্ছ
(খ) পর্বতমালা
(গ) পর্বতপুঞ্জ
(ঘ) পর্বতসমূহ

১২. প্রাণিবাচক ও অপ্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত শব্দ কোনটি? [সি.বো. ০৬, ১১, ১৩; য.বো. ০৪; রা.বো. ০৮] (উত্তর: খ)
(ক) আবলি [সি.বো. ১৩]
(খ) সকল/কুল;সব/সমূহ
(গ) গুচ্ছ
(ঘ) বৃন্দ

১৩. কোন দুটি শব্দ কেবল জন্তুর বহুবচনে ব্যবহৃত হয়? [দি.বো. ০৯; রা.বো. ০৯, ০৬; চ.বো. ০২; সি.বো. ০৭; য.বো. ০৫; কু.বো. ১০, ০৫]
বা, কেবল ইতর প্রাণীর ক্ষেত্রে ব্যবহৃত হয় এমন বহুবচনবোধক শব্দ কোনগুলো? (উত্তর: গ)
(ক) পাল ও পুঞ্জ
(খ) যূথ ও মালা
(গ) পাল ও যূথ
(ঘ) নিকর ও রাজি

১৪. কোনটি একবচনের উদাহরণ? [ব.বো. ০৩; য.বো. ২০০০] (উত্তর: খ)
(ক) মানুষ মরণশীল
(খ) শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন
(গ) লোকে বলে
(ঘ) বনে বাঘ থাকে

১৫. কোনটি একবচন বোঝায়? [কু.বো. ০৭; চ.বো. ০৫; সি.বো. ০৯] (উত্তর: গ)
(ক) লোকে বলে
(খ) মাঠে মাঠে ধান
(গ) শুনবে যদি গল্পটি
(ঘ) পাখি সব করে রব

১৬. যে শব্দ দ্বারা কোন প্রাণী, বস্তু বা ব্যক্তির একের অধিক অর্থাৎ বহু সংখ্যার ধারণা হয় তাকে কী বলে? [ঢা.বো. ০২] (উত্তর: খ)
(ক) একবচন
(খ) বহুবচন
(গ) প্রাণিবাচক বহুবচন
(ঘ) বাংলায় বহুবচন

১৭. সর্বনামের বহুবচন কোনটি? [রা.বো. ৯৬] (উত্তর: ক)
(ক) তোমরা
(খ) ফুলদল
(গ) মেঘমালা
(ঘ) দ্বীপপুঞ্জ

১৮. অপ্রাণিবাচক শব্দের ব্যবহৃত বহুবচনবাচক শব্দ কোনগুলো? [রা.বো. ১০; ঢা.বো. ১২] (উত্তর: ক)
(ক) দাম, নিকর, রাশি
(খ) কুল, সকল, সব
(গ) গণ, বৃন্দ, বর্গ
(ঘ) গুলি, গলা, গুলো

১৯. ‘রচনা’ শব্দটির বহুবচন কোনটি? [রা.বো. ৯৬] (উত্তর: গ)
(ক) রচনাবৃন্দ
(খ) রচনারাজি
(গ) রচনাবলি
(ঘ) রচনাসকল

২০. কোনটি বিশেষ্য পদের একবচনরূপে ব্যবহৃত হয়েছে? [সি.বো. ০৩] (উত্তর: গ)
(ক) বাগানে ফুল ফুটেছে
(খ) মানুষ মরণশীল
(গ) আকাশে চাঁদ উঠেছে
(ঘ) বনে বাঘ আছে

২১. কোনটি বিশেষ্যের একবচন নির্দেশ করে? [সি.বো. ০১] (উত্তর: ক)
(ক) টি
(খ) গুলি
(গ) রা
(ঘ) পাল

২২. সমষ্টিবোধক শব্দগুলোর বেশির ভাগই কোন ভাষা থেকে এসেছে? [চ.বো. ০১] (উত্তর: গ)
(ক) হিন্দি
(খ) প্রাকৃত
(গ) সংস্কৃত
(ঘ) খাঁটি বাংলা

২৩. কোনটি শুদ্ধ বচনবোধক শব্দ? [চ.বো. ০৮] (উত্তর: ক)
(ক) জনগণ
(খ) হস্তিদাম
(গ) ডাকাতবৃন্দ
(ঘ) কুসুমাবলি

২৪. অনেক সময় বিশেষ্য ও বিশেষণ পদের দ্বিত্ব প্রয়োগ কী সাধিত হয়? [ঢা.বো. ১১, ০২; কু.বো. ১৩] (উত্তর: ক)
(ক) বহুবচন
(খ) একবচন
(গ) সন্ধি
(ঘ) লিঙ্গ

২৫. ‘লাল লাল ফুল’-এখানে কোন কোন পদ যোগে বহুবচন হয়েছে? [রা.বো. ৯৬] (উত্তর: খ)
(ক) বিশেষ্য ও বিশেষ্য
(খ) বিশেষণ ও বিশেষণ
(গ) বিশেষ্য ও বিশেষণ
(ঘ) বিশেষণ ও বিশেষ্য

২৬. প্রাণিবাচক বহুবচন কোনটি? [চ.বো. ০৫] (উত্তর: ঘ)
(ক) মেঘমালা
(খ) গল্পগুচ্ছ
(গ) রচনাবলি
(ঘ) শিক্ষকবৃন্দ

২৭. উন্নত প্রাণিবাচক মনুষ্য শব্দের বহুবচনে ব্যবহৃত শব্দ কোনগুলো? [চ.বো. ১০; ঢা.বো. ১৩] (উত্তর: ক)
(ক) বৃন্দ, মণ্ডলী, বর্গ
(খ) কুল, সকল, সব
(গ) মালা, রাজি, নিকর
(ঘ) গুলা, রা, অজস্র

২৮. নিচের কোন শব্দটির সাথে ‘মণ্ডলী’ ব্যবহৃত হয়? [ব.বো. ১১] (উত্তর: গ)
(ক) পাখি
(খ) বৃক্ষ
(গ) শিক্ষক
(ঘ) পর্বত

২৯. ‘বৃন্দ’-এর সঠিক প্রয়োগ হবে কোনটিতে? [ঢা.বো. ২০০০] (উত্তর: গ)
(ক) পাখি
(খ) বৃক্ষ
(গ) শিক্ষক
(ঘ) পর্বত

৩০. কোনটি কেবল উন্নত প্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়? [চ.বো. ০৩, ০২] (উত্তর: ক)
(ক) বর্গ
(খ) কুল
(গ) রাজি
(ঘ) সকল

৩১. ‘বচন’ ব্যাকরণের কী জাতীয় শব্দ? [চ.বো. ০৪] (উত্তর: খ)
(ক) তৎসম
(খ) পারিভাষিক
(গ) অর্ধ-তৎসম
(ঘ) বিদেশি

৩২. কিসের ভেদে ক্রিয়ার রূপের কোনো পরিবর্তন হয় না? [ঢা.বো. ১২; ব.বো. ১০, ০৪, ০১] (উত্তর: ক)
(ক) বচনভেদে
(খ) কালভেদে
(গ) পুরুষভেদে
(ঘ) বর্ণনাভেদে

৩৩. ব্যাকরণের কোন কোন পদের সংখ্যাগত ধারণা প্রকাশের উপায়কে বচন বলে? [ব.বো. ০৬; সি.বো. ০১; দি.বো. ১০]
বা, কোন কোন পদের বচনভেদ হয়? (উত্তর: ক)
(ক) বিশেষ্য এবং সর্বনাম পদ
(খ) বিশেষ এবং বিশেষণ পদ
(গ) সর্বনাম এবং ক্রিয়াপদ
(ঘ) সর্বনাম এবং বিশেষণ পদ

৩৪. কোন বহুবচনবোধক শব্দগুলো প্রাণী বা অপ্রাণিবাচকের বেলায় ব্যবহৃত হয়? [চ.বো. ০৭] (উত্তর: ঘ)
(ক) মণ্ডলী, বর্গ
(খ) গণ, বৃন্দ
(গ) নিচয়, মালা
(ঘ) কুল, সব

৩৫. কোনটি সঠিক বহুবচনবোধক শব্দের উদাহরণ? [য.বো. ০৬] (উত্তর: ঘ)
(ক) মনুষ্যযূথ
(খ) পক্ষীবৃন্দ
(গ) জলারাজি
(ঘ) মাতৃকুল

৩৬. কোনটি অপ্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়? [ঢা.বো. ১১, ৯৬; ব.বো. ০৭] (উত্তর: ঘ)
(ক) বৃন্দ
(খ) কুল
(গ) বর্গ
(ঘ) দাম

৩৭. ‘শৈবাল’ শব্দের সঙ্গে বহুবচনের কোন রূপটি মানানসই? [ব.বো. ১০] (উত্তর: গ)
(ক) নিকর
(খ) মালা
(গ) দাম
(ঘ) রাজি

৩৮. কোন বহুবচনগুলো সঠিক? [য.বো. ২০০০] (উত্তর: ক)
(ক) তরুরাজি, পুষ্পদাম
(খ) মানুষগণ, মানুষবৃন্দ
(গ) সভ্যসকল, সভ্যসমূহ
(ঘ) ছাত্রীনিচয়, শিক্ষকবর্গ

৩৯. ‘কুসুম’-শব্দটির শেষে কোন বহুবচনবোধক শব্দটি বসবে? [চ.বো. ১১] (উত্তর: খ)
(ক) নিকর
(খ) নিচয়
(গ) মালা
(ঘ) রাজি

৪০. কোন বাক্যে বিশেষণ পদের দ্বিত্ব প্রয়োগে বহুবচন হয়েছে? [চ.বো. ০৭] (উত্তর: খ)
(ক) অজস্র লোক
(খ) লাল লাল ফুল
(গ) দেখে দেখে যেত
(ঘ) বাগানে ফুল ফুটেছে

৪১. নিম্নের কোনটি বিশেষ্য পদের দ্বিত্ব প্রয়োগে বহুবচন সাধিত হয়েছে? [ব.বো. ০২] (উত্তর: ক)
(ক) হাঁড়ি হাঁড়ি সন্দেশ
(খ) বাগানে ফুল ফুটেছে
(গ) অঢেল টাকা পয়সা
(ঘ) অজস্র লোক

৪২. বিশেষ নিয়মে সাধিত ‘বহুবচন’ নিচের কোন বাক্যটিকে নির্দেশ করে? [রা.বো. ০৮] (উত্তর: গ)
(ক) পোকার আক্রমণে ফসল নষ্ট হয়
(খ) ঘরে বহু মেহমান এসেছে
(গ) সকলে সব জানে না
(ঘ) মানুষেরা মরণশীল

৪৩. কোনটি সঠিক বহুবচন? [য.বো. ০১] (উত্তর: ক)
(ক) হস্তিযূথ
(খ) মন্ত্রীসকল
(গ) তারকাবৃন্দ
(ঘ) কবিতারাজি

৪৪. নিচের কোনটি বিশেষ নিয়মে সাধিত বহুবচন? [কু.বো. ২০০০; সি.বো. ০৬] (উত্তর: খ)
(ক) হস্তিযূথ মাঠে ফসল নষ্ট করেছে
(খ) এটাই করিমদের বাড়ি
(গ) সিংহ বনে থাকে
(ঘ) বড় বড় মাঠ

৪৫. বিশেষ নিয়মে সাধিত হয়েছে কোনটিতে? [দি.বো. ১২; ব.বো. ০৫] (উত্তর: ক)
(ক) রবীন্দ্রনাথরা প্রতিদিন জন্মায় না
(খ) লাল লাল ফুল
(গ) বড় বড় মাঠ
(ঘ) অজস্র লোক

৪৬. অপ্রাণিবাচক বিশেষ্য বহুবচনবোধক শব্দ কোনগুলো? [কু.বো. ০৩] (উত্তর: ঘ)
(ক) পাল, যূথ
(খ) সকল, সমূহ
(গ) গণ, বৃন্দ
(ঘ) রাশি, রাজি

বাংলা ২য় পত্র বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তরঃ দ্বিরুক্ত শব্দ, সংখ্যাবাচক শব্দ ও বচন
Post a Comment (0)
Previous Post Next Post