G

HSC ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্র সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্নের উত্তর অধ্যায়-১২ pdf download

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Finance, Banking and Bima 2nd Paper MCQ and Srijonshil question and answer pdf download.

ফিন্যান্স ব্যাংকিং ও বিমা
২য় পত্র
দ্বাদশ অধ্যায়

HSC Finance, Banking and Bima 2nd Paper
Srijonshil and MCQ
Question and Answer pdf download

ক. জ্ঞানমূলক প্রশ্ন-উত্তর
প্রশ্ন ১। নৌ বিমা কাকে বলে?
উত্তরঃ নৌপথে চলাচলকারী নৌযান, পরিবাহিত পণ্যদ্রব্য ও জাহাজ ভাড়ার ঝুঁকি হ্রাসের জন্য যে বিমা করা হয়, তাকে নৌ বিমা বলে।

প্রশ্ন ২। জাহাজ বিমা কী?
উত্তরঃ পণ্য পরিবহনকালে ব্যবহ্রত জাহাজের কোনো ক্ষতিসাধিত হলে উক্ত ক্ষতির বিপরীতে যে বিমা করা হয়, তাকে জাহাজ বিমা বলে।

প্রশ্ন ৩। দায় বিমা কাকে বলে?
উত্তরঃ কোনো ব্যক্তি বা সম্পত্তিহানিতে অন্য কোনো ব্যক্তির দায়ের সৃষ্টি হতে পারে। এক্ষেত্রে দায়ী ব্যক্তি তার দায় বিমা কোম্পানির ওপর বর্তানোর উদ্দেশ্যে যে বিমাপত্র সংগ্রহ করে, তাকে দায় বিমা বলে।

প্রশ্ন ৪। যুগ্ম বিমাপত্র কী?
উত্তরঃ যে বিমা ব্যবস্থায় একই বিমা পলিসির আওতায় একধিক ব্যক্তির জীবনকে বিমা করা হয়, তাকে যুগ্ম বিমা বলে।

প্রশ্ন ৫। নৌ-বিপদকে কয়ভাগে ভাগ করা যায়?
উত্তরঃ নৌ-বিপদকে দুই ভাগে ভাগ করা যায়, যথা: প্রাকৃতিক বিপদ ও অপ্রাকৃতিক বা নৈতিক বিপদ।

প্রশ্ন ৬ সমুদ্রে পণ্য নিক্ষেপণ কী?
উত্তরঃ জাহাজ বা জাহাজস্থ পণ্যকে বড় বিপদের হাত থেকে রক্ষার জন্য বাহিত পণ্যের অংশবিশেষ সমুদ্রে ফেলে দেওয়া হলে তাকে সমুদ্রে পণ্য নিক্ষেপণ বলে।

গ ও ঘ (গুরুত্বপূর্ণ টপিক)
প্রশ্নের ধরণ
✍ মূল্যায়িত নৌ বিমাপত্র সম্পর্কে ধারণা দাও।
✍ বৃহৎ ঝুঁকির বিমাপত্র সম্পর্কে ধারণা দাও।
✍ পণ্য বিমাপত্র সম্পর্কে ধারণা দাও।
✍ ভাসমান বিমাপত্র সম্পর্কে ধারণা দাও।
✍ যাত্রার বিমাপত্র সম্পর্কে ধারণা দাও।
✍ জাহাজ বিমা সম্পর্কে ধারণা দাও।
✍ নৌ বিমা চুক্তির ব্যক্ত শর্তাবলিসমূহ আলোচনা করো।
✍ নৌ বিমার আনুপাতিক অংশগ্রহণের নীতি অনুযায়ী বিমাদাবি পূরণের প্রক্রিয়া বর্ণনা করো।
✍ নৌ বিমার প্রত্যক্ষ কারণ নীতি অনুযায়ী বিমাদাবি দাবি পূরনের প্রক্রিয়া বর্ণনা করো।
✍ নৌ বিমা চুক্তির অব্যক্ত শর্তাবলিসমূহ আলোচনা করো।
✍ নৌ বিমায় স্থলাভিষিক্ততার নীতি অনুযায়ী বিমা দাবি আদায় পদ্ধতি আলোচনা করো।
✍ প্রাকৃতিক নৌ বিপদ সম্পর্কে ধারণা দাও।
✍ পণ্য নিক্ষেপন সম্পর্কে বর্ণনা করো।

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Finance, Banking and Bima 2nd Paper MCQ and Srijonshil question and answer.

ফিন্যান্স ব্যাংকিং ও বিমা
২য় পত্র
দ্বাদশ অধ্যায়

HSC Finance, Banking and Bima 2nd Paper
MCQ
Question and Answer pdf download

১। আধুনিক নৌ বিমার জনক কে ?
ক. নিকোলাস রবিনসন
খ. রিচার্ড মার্টিন✓
গ. নিকোলাস বারবন
ঘ. এডওয়ার্ড লয়েড

২। আন্তর্জাতিক বাণিজ্য প্রসারে কোন বিমা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ?
ক. জীকন
খ. নৌ✓
গ. শস্য
ঘ. অগ্নি

৩। কোন ধরনের বিমার মধ্যে দিয়ে বিমা ব্যবসায় যাত্রা শুরু করে ?
ক. অগ্নি বিমা
খ. নৌ বিমা✓
গ. জীবন বিমা
ঘ. দুর্ঘটনা বিমা

৪। নৌ বিমার অব্যক্ত শর্ত কোনটি ?
ক. যাত্রায় বৈধতা✓
খ. রক্ষাবহর থাকা
গ. নির্দিষ্ট সীমারেখা
ঘ. যাত্রার নিরাপদ সময়

৫। সামুদ্রিক ক্ষতি কয়টি পক্ষকে প্রভাবিত করে ?
ক. ১টি
খ. ২টি✓
গ. ৩টি
ঘ. ৪টি

৬। নৌ বিমায় আংশিক ক্ষতির অপর নাম কী ?
ক. অনিয়ন্ত্রিত ক্ষতি
খ. গড়পড়তা ক্ষতি
গ. বিশেষ ক্ষতি✓
ঘ. সামঞ্জস্য ক্ষতি

৭। ‘বর্জন নোটিশ’ কোন ক্ষেত্রে প্রযোজ্য হয়ে থাকে ?
ক. আংশিক ক্ষতি
খ. স্যারভেজ চার্জেস
গ. প্রকৃত সামগ্রিক ক্ষতি
ঘ. উদ্ধার যোগ্য সামগ্রিক ক্ষতি

৮। পণ্য বিমার ক্ষেত্রে দাবি আদায়ের কোন দলিলের আবশ্যকীয়তা অত্যাধিক ?
ক. চার্টার পার্টি
খ. চালানি রশিদ✓
গ. স্থলাবিষিক্ততার পত্র
ঘ. পুলিশি তদন্ত রিপোর্ট

৯। নৌ বিমার আইনগত উপাদান হলো-
i. উভয়পক্ষের যোগ্যতা
ii. দুটি পক্ষ
iii. বৈধ উদ্দেশ্য

নিচের কোনটি সঠিক ?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii✓

১০। যে সকল সুবিধা প্রাপ্তির জন্য জাহাজ কোম্পানি বিমা করে তা হলো-
i. আর্থিক ক্ষতিপূরণ লাভ
ii. সঞ্চয় ও বিনিয়োগ সুবিধা
iii. বিনিয়োগ উৎসাহ লাভ

HSC ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্র সৃজনশীল (Srijonshil) ও বহুনির্বাচনি (mcq) প্রশ্ন-উত্তর অধ্যায়-১২

নিচের কোনটি সঠিক ?
ক. i ও ii
খ. i ও iii✓
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

১১। মূল্যায়িত বিমাপত্রের বৈশিষ্ট্য হলো-
i. বিষয়বস্তুর মূল্য পূর্বেই নির্ধারিত
ii. দুর্ঘটনার পর ক্ষতির পরিমাণ মূল্যায়ন অপ্রয়োজনীয়
iii. সম্পত্তির বাজারমূল্য, বিষয়ের অন্তর্ভূক্ত নয়

নিচের কোনটি সঠিক ?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii✓

১২। নৌ বিমায় ব্যক্ত শর্তের বিষয়বস্তুর মধ্যে পড়ে-
i. যাত্রার বৈধতা
ii. সমুদ্র যাত্রার তারিখ
iii. বিমাকৃত সম্পদের বৈধতা

নিচের কোনটি সঠিক ?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii ✓
ঘ. i, ii ও iii

১৩। নৌ বিমার ক্ষেত্রে নৌবিপদের কারণ-
i. প্রাকৃতিক
ii. নৈতিক
iii. অনৈতিক

নিচের কোনটি সঠিক ?
ক. i ও ii✓
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

১৪। নৌ বিপদের অপ্রাকৃতিক কারণ হলো-
i. বজ্রপাত ii.অগ্নি
iii. পণ্য নিক্ষেপণ

নিচের কোনটি সঠিক ?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii✓
ঘ. i, ii ও iii

১৫। গুচ্চার অন্তর্ভূক্ত হলো-
i. মালামাল অন্য জাহাজে তোলার খরচ
ii. ক্ষতিগ্রস্ত জাহাজকে নিরাপদ স্থানে টেনে নেয়ার খরচ
iii. জাহাজ মেরামতকালে অতিরিক্ত বন্দর চার্জ

নিচের কোনটি সঠিক ?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii✓

►নিচের উদ্দীপকটি পড়ে ১৬ ও ১৭ নং প্রশ্নের উত্তর দাও।
২০১৬ সালের জানুয়ারী ১৫ তারিখ থেকে ফেব্রুয়ারী মাসের মধ্যে সী ট্রান্সপোর্ট কোম্পানির জাহাজ চট্টগ্রাম থেকে সুয়েজখাল হয়ে লন্ডনে মালামাল নিয়ে পৌছবে এ জন্য বিমা করা হয়।জাহাজে বিভিন্ন গার্মেন্টস সামগ্রী প্রস্তুত কারকদের মাল রয়েছে।

১৬। উদ্দীপকের জাহাজটির জন্য বিমাপত্র সংগৃহিত হয়েছে তা কোন ধরনের ?
ক. যাত্রার
খ. সময়
গ. মিশ্র✓
ঘ. ভাসমান

১৭। সী ট্রান্সপোর্ট কোম্পানি জাহাজ ডুবিতে মালামালের ক্ষতিপূরণ পাবে না। এর কারণ হলো-
i. বিমাপত্রে মালামালের ক্ষতি অন্তর্ভূক্ত নেই
ii. মালামালের ক্ষতিতে কোম্পানির বিমাযোগ্য স্বার্থ নেই
iii. মালামালের ক্ষতি নিরূপণ বেশ জটিল

নিচের কোনটি সঠিক ?
ক. i ও ii✓
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

No comments:

Post a Comment