G

HSC পদার্থবিজ্ঞান ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর অধ্যায়-০২ pdf download

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
পদার্থবিজ্ঞান ২য় পত্র
২য় অধ্যায়
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

HSC Physics 2nd Paper pdf download
Chapter-02
MCQ
Question and Answer

১. তড়িৎ ক্ষেত্রের কোনো তলের ভেতর দিয়ে অভিলম্বভাবে নির্গত আবেশ বলরেখার সংক্যাকে বলা হয় সর্বমোট অভিলম্ব-
ক) তড়িৎ বলরেখা
খ) তড়িৎ আবেশ
গ) তড়িৎ বিভব
ঘ) তড়িৎ প্রাবল্য
উত্তর: খ) তড়িৎ আবেশ

২. দ্বিমেরু ভ্রামকের একক কোনটি?
ক) ওহম-মিটার
খ) কুলম্ব-মিটার
গ) অ্যাম্পিয়ার
ঘ) ভোল্ট
উত্তর: খ) কুলম্ব-মিটার

৩. কোনো আহিত বস্তুর চারপাশে যে অঞ্চল জুড়ে তার প্রভাব থাকে তাকে কী বলে?
ক) তড়িৎক্ষেত্র
খ) তড়িৎ প্রাবল্য
গ) তড়িৎ তীব্রতা
ঘ) তড়িৎ বিভব
উত্তর: ক) তড়িৎক্ষেত্র

৪. যেকোনো পদার্থকে কয়টি উপায়ে চার্জিত করা যায়?
ক) 3টি
খ) 1টি
গ) 4টি
ঘ) 2টি
উত্তর: ক) 3টি

৫. বেতার গ্রাহক যন্ত্রে নিম্নোক্ত কান প্রকার ধারক ব্যবহার করা হয়?
ক) পরিবর্তনীয় বায়ু ধারক
খ) বাহুপাত অভ্র ধারক
গ) সিরামিক ধারক
ঘ) কাগজ ধারক
উত্তর: খ) বাহুপাত অভ্র ধারক

৬. চার্জের অস্তিত্ব ও পরিমাণ নির্ণয়ের কাজে ব্যবহৃত যন্ত্রের নাম-
ক) ভোল্টমিটার
খ) ভোল্টমিটার
গ) অ্যামিটার
ঘ) স্বর্ণপাত তড়িৎবীক্ষণ
উত্তর: ঘ) স্বর্ণপাত তড়িৎবীক্ষণ

৭. তড়িৎ ক্ষেত্রে একটি মুক্ত ধনাত্মক আধান স্থাপন করলে সেটি-
i. স্থির থাকবে
ii. বল লাভ করবে
iii. নির্দিষ্ট পথে চলবে

নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) ii ও iii
ঘ) iii
উত্তর: গ) ii ও iii

৮. কোনো পরিবাহীর বিভবের মান নির্ভর করে-
i. পরিবাহীর আকারের উপর
ii. পরিবাহীর আয়তনের উপর
iii. পারিপার্শ্বিক মাধ্যমের উপর

নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
উত্তর: ঘ) i, ii ও iii

৯. পানির পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান-
ক) 80
খ) 8.0
গ) 8.8
ঘ) 0.8
উত্তর: ক) 80

১০. বলরেখার সাথে লম্বভাবে অবস্থিত একই ক্ষেত্রফলের মধ্যদিয়ে অতিক্রান্তে বলরেখার সংখ্যা তীব্রতার-
ক) ব্যস্তানুপাতিক
খ) বর্গের ব্যস্তানুপাতিক
গ) সমানুপাতিক
ঘ) বর্গের সমানুপাতিক
উত্তর: গ) সমানুপাতিক

১১. অপরিবাহী পদার্থের উদাহরণ হলো-
ক) তামা
খ) লোহা
গ) মানবদেহ
ঘ) কাঠ
উত্তর: ঘ) কাঠ

১২. ঘনকোণের একক কী?
ক) ডিগ্রি
খ) রেডিয়ান
গ) স্টেরেডিয়ান
ঘ) ডিগ্রি সেলসিয়াস
উত্তর: গ) স্টেরেডিয়ান

১৩. বিভিন্ন ইলেকট্রনিক বর্তনীতে কোন ধরনের ধারক প্রচুর দেখা যায়?
ক) অভ্র ধারক
খ) কাগজ ধারক
গ) ইলেকট্রিক ধারক
ঘ) সিরামিক ধারক
উত্তর: ঘ) সিরামিক ধারক

১৪. তড়িৎ পরিবাহীর পৃষ্ঠে বিভব পার্তক্য-
ক) অসীম
খ) I ভোল্ট
গ) খুব কম
ঘ)থাকে না
উত্তর: ঘ)থাকে না

১৫. স্থিরমান ধারকে ধাতব পাতের কাজ করে
ক) লোহার পাত
খ) তামার পাত
গ) জিংকের পাত
ঘ) টিনের পাত
উত্তর: ঘ) টিনের পাত

১৬. তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি একক ধনাত্মক আধান স্থাপন করলে সেটি যে বল অনুভব করে তাকে কী বল?
ক) তড়িৎ প্রভাব
খ) তড়িৎ প্রবাল্য
গ) তড়িৎ বল
ঘ) তড়িৎ বিভব
উত্তর: খ) তড়িৎ প্রবাল্য

১৭. তড়িৎ বিভবের একক কী?
ক) জুল
খ) ভোল্ট
গ) ফ্যারাডে
ঘ) হেনরি
উত্তর: খ) ভোল্ট

HSC পদার্থবিজ্ঞান ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর অধ্যায়-০২

১৮. তড়িৎ বিশ্লেষক ধারকে-
i. ধারকত্বের মান অনেক বেশি
ii. অপরিবর্তী প্রবাহে ব্যবহার করা যায়
iii. পরিবর্তী প্রবাহে ব্যবহার করা যায় না

নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
উত্তর: ঘ) i, ii ও iii

১৯. বেতার গ্রাহক যন্ত্রে নিম্নোক্ত কোন প্রকার ধারক ব্যবহৃত হয়?
ক) পরিবর্তনশীল ধারক
খ) স্থিরমান ধারক
গ) সিরামিক ধারক
ঘ) কাগজ ধারক
উত্তর: খ) স্থিরমান ধারক

২০. দুটি আধানের মধ্যবর্তী আকর্ষণ বলের মান-
i. আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক
ii. আধানদ্বয়ের যোগফলের সমানুপাতিক
iii. আধানদ্বয়ের মধ্যর্ত দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক

নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও iii
গ) ii
ঘ)iii
উত্তর: খ) i ও iii

২১. প্রথিবীর বিভব শূন্য কারণ পৃথিবী-
ক) ঋণাত্মক আদানের বিশাল ভান্ডার
খ) ধনাত্মক আধানের বিশাল ভান্ডার
গ) আধান শূন্য
ঘ) ধনাত্মক ও ঋণাত্মক আধানের বিশাল ভান্ডার
উত্তর: ক) ঋণাত্মক আদানের বিশাল ভান্ডার

২২. যেসব ভৌত রাশির মান নিরবচ্ছিন্নভাবে পরিবর্তিত হতে পারে না, ঐসব রাশিকে কী বলা হয়?
ক) কোয়ান্টারিত
খ) মেটালিক
গ) যৌগিক
ঘ) অবিচ্ছিন্ন
উত্তর: ক) কোয়ান্টারিত

২৩. দুটি আহিত বস্তুকে সংযুক্ত করলে কোন দিকে আধান প্রবাহিত হবে তা কীসের ওপর নির্ভর করে?
ক) আধানের পরিমাণ
খ) তড়িৎ ক্ষেত্র
গ)তড়িৎ প্রাবল্য
ঘ) তড়িৎ বিভব
উত্তর: ঘ) তড়িৎ বিভব

২৪. চার্জ সংরক্ষণের নীতি অনুসারে চার্জকে-
i. সৃষ্টি করা যায় না
ii. স্থানান্তরিত করা যায় না
iii. ধ্বংস করা যায় না

নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও iii
গ) ii
ঘ) iii
উত্তর: খ) i ও iii

২৫. যে তল বরাবর কোনো চার্জ প্রবাহিত হয় না তাকে কী বলে?
ক) সমবিভব তল
খ) বিষম বিভব তল
গ) চার্জহীন তল
ঘ) বিভব তল
উত্তর: ক) সমবিভব তল

২৬. আধানের পরিমাণ হ্রাস পেলে বলের কি পরিবর্তন হবে?
ক) হ্রাস পাবে
খ) বৃদ্ধি পাবে
গ) সর্বাধিক হবে
ঘ) স্থির থাকে
উত্তর: ক) হ্রাস পাবে

২৭. তড়িৎ দ্বিমেরুর লম্ব দ্বিখন্ডক রেখার যেকোনো বিন্দুতে বিভব-
ক) শূন্য
খ) 1 ভোল্ট
গ) 100 ভোল্ট
ঘ) অসীম
উত্তর: ক) শূন্য

২৮. বায়ু বা শূন্য মাধ্যমে 1 C মানের দুটি চার্জকে 1 m দূরত্বে স্থাপন করলে এদের মধ্যকার বিকর্ষণ বলের মান কত হবে?
ক) 3 x 106 N
খ) 3 x 109 N
গ) 9 x 106 N
ঘ) 9 x 109 N
উত্তর: ঘ) 9 x 109 N

২৯. দুটি আধানের মধ্যকার বল সংক্রান্ত সূত্রটি কে প্রদান করেন?
ক) কুলম্ব
খ) ওহম
গ) জুল
ঘ) ফ্যারাডে
উত্তর: ক) কুলম্ব

৩০. কোন পরমাণু তড়িৎ নিরপেক্ষ হবে যখন এর-
i. ইলেকট্রন সংখ্যা সমান থাকে
ii. প্রোটন সংখ্যা সমান থাকে
iii. নিউট্রন সংখ্যা সমান থাকে

নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i
গ) ii
ঘ) iii
উত্তর: ক) i ও ii

৩১. সমান ধারকত্বের দুটি ধারককে সমান্তরাল সংযোজনীতে থাকাকালীন সমতুল্য ধারকত্ব তাদের শ্রেণিবদ্ধভাবে থাকাকালীন সমতুল্য ধারকত্বের-
ক) 1/4 গুণ
খ) 4 গুণ
গ) 2 গুন
ঘ) 1 গুণ
উত্তর: খ) 4 গুণ

৩২. তড়িৎ বিভব কী রাশি?
ক) ভেক্টর
খ) স্কেলার
গ) ধনাত্মক
ঘ) ঋণাত্মক
উত্তর: খ) স্কেলার

৩৩. স্থিরমান ধারকে পরাবৈদ্যুতিক মাধ্যমে হিসেবে কোনটি কাজ করে?
ক) বায়ু
খ) কাগজ
গ) অভ্র
ঘ) শোলা
উত্তর: গ) অভ্র

৩৪. দুটি আধানের মধ্যবর্তী দূরত্ব তিন গুণ করা হলে বল কত গুণ হবে?
ক) 1/9
খ) 9
গ) 1/3
ঘ) 3
উত্তর: ক) 1/9

৩৫. কোনো পরাবৈদ্যুতিক মাধ্যমে সমান্তরাল পাত ধারকের ধারকত্ব-
ক) বৃদ্ধি পায়
খ) হ্রাস পায়
গ) অপরিবর্তিত থাকে
ঘ) উপরের কোনোটিই নয়
উত্তর: ক) বৃদ্ধি পায়

৩৬. নিম্ন বিভবে তড়িৎ জমা করার জন্য কোনটি ব্যবহৃত হয়?
ক) রোধক
খ) ধারক
গ) পরিবাহক
ঘ) অন্তরক
উত্তর: খ) ধারক

৩৭. পরিবাহীর কোন অংশে সঞ্চিত চার্জের পরিমাণ বেশি?
ক) সর্বত্রই সমান
খ) সমতল অংশে
গ) বক্র অংশে
ঘ) কৌণিক অংশে
উত্তর: গ) বক্র অংশে

৩৮. তড়িৎ দ্বিমেরূর যে কেনো একটি চার্জ এবং এদের মধ্যবর্তী দূরত্বের গুনফলকে কী বলে?
ক) তড়িৎ বিভব
খ) তড়িৎ প্রাবল্য
গ) তড়িৎ দ্বিমেরূ ভ্রামক
ঘ)বিভব পার্থক্য
উত্তর: গ) তড়িৎ দ্বিমেরূ ভ্রামক

৩৯. কোনো পরিবাহীর বিভব এক ভোল্ট বৃদ্ধি করতে যদি এক কুলম্ব আধানের প্রয়োজন হয় তাকে কী বলে?
ক) এক কুলম্ব
খ) এক ক্যালরি
গ) এক ভোল্ট
ঘ) এক ফ্যারাডে
উত্তর: ঘ) এক ফ্যারাডে

৪০. শূন্য মাধ্যমে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান কত?
ক) 1
খ) 2
গ) 3
ঘ) 4
উত্তর: ক) 1

৪১. গোলকীয় তল একটি-
ক) সমবিভব তল
খ) সমপ্রাবল্য তল
গ) অসম বিভব তল
ঘ) সমবলরেখা তল
উত্তর: ক) সমবিভব তল

৪২. আধানের গতিশীলতা নিচের কোনটি দ্বারা নির্ধারিত হয়?
ক) আধানের প্রকৃতি
খ) বিভব
গ) প্রাবল্য
ঘ) ফ্লাক্স
উত্তর: খ) বিভব

৪৩. কোনো তল বা পৃষ্ঠের ভেতর দিয়ে যতগুলো তড়িৎ বলরেখা অতিক্রম করে তাকে কী বলে?
ক) তড়িৎ প্রবাহ
খ) তড়িৎ ফ্লাক্স
গ) তড়িৎ প্রাবল্য
ঘ) তড়িৎ তীব্রতা
উত্তর: খ) তড়িৎ ফ্লাক্স

৪৪. নিম্নের কোনটি ভেক্টর ক্ষেত্রের বৈশিষ্ট্য?
ক) তড়িৎ বিভব
খ)ঘনত্ব
গ) ফ্লাক্স
ঘ) শক্তি
উত্তর: গ) ফ্লাক্স

৪৫. কোনটি তড়িৎ অপরিবাহী?
ক) প্লাস্টিক
খ) তামা
গ) লোহা
ঘ) অ্যালুমিনিয়াম
উত্তর: ক) প্লাস্টিক

৪৬. একটি সমান্তরাল পাত ধারকের পাতদ্বয়ের মধ্যকার দূরত্ব নিচের কোনটি হলে বলরেখাগুলো বেশি সরল ও সমান্তরাল হবে?
ক) 0.5cm
খ) 0.4cm
গ) 0.3cm
ঘ) 0.2cm
উত্তর: ক) 0.5cm

৪৭. কোনটির মধ্য দিয়ে তড়িৎ সহজে চলাচল করতে পারে?
ক) তামা
খ) প্লাস্টিক
গ) রাবার
ঘ) সিরামিক
উত্তর: ক) তামা

৪৮. কুলম্বের সূত্র প্রযোজ্য-
ক) স্থির চার্জের ক্ষেত্রে
খ) গতিশীল চার্জের ক্ষেত্রে
গ) আবদ্ধ চার্জের ক্ষেত্রে
ঘ) বিস্তৃত আহিত বস্তুর ক্ষেত্রে
উত্তর: ক) স্থির চার্জের ক্ষেত্রে

উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও:
একটি সুষম তড়িৎক্ষেত্র 50 cm ব্যবধানে অবস্থিত দুটি বিন্দুর বিভব পার্থক্য 200 V।

৪৯. তড়িৎ ক্ষেত্রের কোনো তলের ভেতর দিয়ে অভিলম্বভাবে নির্গত আবেশ বলরেখার সংক্যাকে বলা হয় সর্বমোট অভিলম্ব-
ক) 300 Vm-1
খ) 400 Vm-1
গ) 500 Vm-1
ঘ) 600 Vm-1
উত্তর: ক) 300 Vm-1

৫০. দ্বিমেরু ভ্রামকের একক কোনটি?
ক) i
খ) ii ও iii
গ) ii
ঘ) iii
উত্তর: খ) ii ও iii

1 comment: