G

HSC রসায়ন ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর অধ্যায়-৪ pdf download

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইড
রসায়ন ১ম পত্র
৪র্থ অধ্যায়: রাসায়নিক পরিবর্তন
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

HSC Chemistry 1st Paper
Chapter-4
MCQ
Question and Answer pdf download

১. যে রাসায়নিক পরিবর্তনের ফলে তাপশক্তির শোষণ এবং বি্ক্রিয়া অঞ্চলের তাপমাত্রা হ্রাস পায়, তাকে কী বলে?
[ক] তাপোৎপাদী বিক্রিয়া
[খ] তাপহারী বিক্রিয়া
[গ] তাপ পরিবর্তনের বিক্রিয়া 
[ঘ] তাপ রাসায়নিক বিক্রিয়া
✅ সঠিক উত্তর: [ক]
 
২. বিজ্ঞানী গুল্ডবার্গ কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন?
[ক] অক্সফোর্ড
[খ] অসলো
[গ] ক্যালিফোর্নিয়া
[ঘ] সিওল বিশ্ববিদ্যালয়
✅ সঠিক উত্তর: [ক]
 
৩. প্রতি কত ডিগ্রী তাপমাত্রা বৃদ্ধিতে বিক্রিয়ার গতিবেগ দ্বিগুণ বা তিনগুণ বৃদ্ধি পায়?
[ক] 50C
[খ]100C
[গ] 150C
[ঘ] 200C
✅ সঠিক উত্তর: [ক]

৪. NaCI এর জলীয় দ্রবণ-
[ক] অম্লীয়  
[খ] ক্ষারীয়
[গ] নিরপেক্ষ  
[ঘ] লবণাক্ত
✅ সঠিক উত্তর: [গ]
 
৫. তীব্র এসিড ও মৃদু ক্ষার টাইট্রেশনে নির্দেশক ব্যবহৃত হয়-
i. মিথাইল অরেঞ্জ
ii. মিথাইল রেড
iii. ফেনলফথ্যালিন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii  
[খ] ii
[গ] iii  
[ঘ] i
✅ সঠিক উত্তর: [ক]
 
৬. বাণিজ্যিক উৎপাদন প্রক্র্রিয়ার মূলনীতি কী?
[ক] স্বল্প সময়ে সর্বোচ্চ পরিমাণ উৎপাদন
[খ] সর্বোচ্চ পরিমাণ উৎপাদন
[গ] সাম্যাবস্থা অর্জন
[ঘ] বেশি মুনাফা লাভ
✅ সঠিক উত্তর: [ক]
 
৭. বিজ্ঞানী ল্যাভসিয়ে কত সালে ভরের নিত্যতার সূত্রটি আবিষ্কার করেন?
[ক] ১৯৮১  
[খ] ১৮৮১
[গ] ১৮৭৪  
[ঘ] ১৭৭৪
✅ সঠিক উত্তর: [ঘ]
 
৮. কোনগুলো বিক্রিয়ার সাম্যাবস্থার নিয়ামক?
[ক] তাপমাত্রা,চাপ ও প্রভাবক
[খ] তাপমাত্রা,ঘনমাত্রা ও প্রভাবক
[গ] তাপমাত্রা, চাপ ও ঘনমাত্রা
[ঘ] অধ:ক্ষেপ,ধ্রুবক ও সাম্যাংক
✅ সঠিক উত্তর: [গ]
 
৯. তাপ শোষণ বা বর্জনের উপর ভিত্তি করে তাপ রাসায়নিক সমীকরণকে কয় ভাগে ভাগ করা হয়েছে?
[ক] ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫
✅ সঠিক উত্তর: [ক]
 
১০. Ka এর মান কম কোন এসিডটির?
[ক] HCI  
[খ] HNO3
[গ] H3SO4  
[ঘ] CH3COOH
✅ সঠিক উত্তর: [ঘ]
 
১১. অম্ল-ক্ষারক সাম্যাবস্থার ক্ষেত্রে-
i. সম্মুখ ও পশ্চাৎ বিক্রিয়ার গতিবেগ সমান
ii. বিক্রিয়ক ও উৎপন্ন পদার্থগুলো দ্রবণে আয়নিত অবস্থায় থাকে
iii. বিক্রিয়ক ও উৎপন্ন পদার্থগুলো দ্রবণে আণবিক অবস্থায় থাকে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i
[গ] iii
[ঘ] ii
✅ সঠিক উত্তর: [ক]
 
১২. কোনটি সাম্যাবস্থার শর্ত?
[ক] উভমুখিতা
[খ] একমুখিতা
[গ] গতিহীনতা
[ঘ] প্রভাবকের উপর নির্ভরশীলতা
✅ সঠিক উত্তর: [ক]
 
১৩. শিল্প থেকে কোন পদ্ধতিতে অ্যামেোনিয়া উৎপাদন করা হয়?
[ক] সলভে পদ্ধতিতে
[খ] স্পর্শ পদ্ধতিতে
[গ] চেম্বার পদ্ধতিতে
[ঘ] হেবার বস পদ্ধতিতে
✅ সঠিক উত্তর: [ঘ]
 
১৪. তীব্র অম্ল ও মৃদু ক্ষারের সঠিক নির্দেশক-
i. ব্রোমোক্রিসল গ্রীন
ii. মিথাইল রেড
iii. মিথাইল অরেঞ্জ

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
[গ] iii
[ঘ] i, ii ও iii
✅ সঠিক উত্তর: [ঘ]
 
১৫. অম্ল-ক্ষার প্রশমন বিক্রিয়াকে কী বলা হয়?
[ক] একমুখী বিক্রিয়া
[খ] সম্মুখমুখী বিক্রিয়া
[গ] উভমুখী বিক্রিয়া
[ঘ] দিকহীন বিক্রিয়া
✅ সঠিক উত্তর: [গ]
 
১৬. ঈস্ট হতে নিঃসৃত প্রাণহীন অদানাদার নাইট্রোজেনযুক্ত জটিল যৌগকে কী বলে?
[ক] এনজাইম  
[খ] ধনাত্মক প্রভাবক
[গ] বিবর্ধক  
[ঘ] জটিল প্রভাবক
✅ সঠিক উত্তর: [ক]
 
১৭. গতির দিক অনুসারে বিক্রিয়া কত ধরনের?
[ক] দুই
[খ] তিন
[গ] চার
[ঘ] পাঁচ
✅ সঠিক উত্তর: [ক]
 
১৮. হাইড্রোজেন আয়োডাইডের বিয়োজন বিক্রিয়ায়-
i. সাম্যাবস্থায় চাপ বাড়ালে বিক্রিয়া সামনের দিকে অগ্রসর হয়
ii. সাম্যাবস্থায় চাপ কমারে বিক্রিয়া সামনের দিকে অগ্রসর হয়
iii. সাম্যাবস্থায় চাপের কোনো প্রভাব নেই

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii  
[খ] iii
[গ] ii ও iii  
[ঘ] i, ii ও iii
✅ সঠিক উত্তর: [ক]
 
১৯. ভরের নিত্যতা সূত্রটি কে আবিষ্কার করেন?
[ক] জন ডাল্টন
[খ] রাদার ফোর্ড
[গ] ল্যাভয়সিয়ে
[ঘ] বোর
✅ সঠিক উত্তর: [গ]
 
২০. গ্রিন কেমিস্ট্রিকে কার শাখা হিসেবে বিবেচনা হয়?
[ক] পরিবেশ রসায়ন
[খ] শিল্প রসায়ন
[গ] বিশ্লেষণীয় রসায়ন
[ঘ] জৈব রসায়ন
✅ সঠিক উত্তর: [ক]
 
২১. সাম্যাবস্থার নিয়ামক-
i. তাপমাত্রা
ii. চাপ
iii. উৎপাদের ঘনমাত্রা

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
[গ] iii
[ঘ] i, ii ও iii
✅ সঠিক উত্তর: [ঘ]
 
২২. অসওয়াল্ডের লঘুকরণ সূত্র প্রযোজ্য-
[ক] লঘু দ্রবণ  
[খ] মৃদু অম্ল
[গ] মৃদু তড়িৎ বিশেষ্য পদার্থ
[ঘ] সবগুলো
✅ সঠিক উত্তর: [ঘ]
 
২৩. কোনটি মৃদু অ্যাসিড ও তীব্র ক্ষার টাইট্রেশনের উপযুক্ত নির্দেশক?
[ক] মিথাইল রেড
[খ] মিথাইল অরেঞ্জ
[গ] ফেনফথ্যালিন
[ঘ] ব্রোমোফেনল
✅ সঠিক উত্তর: [গ]
 
২৪. কোনটি নিরপেক্ষ তরলের pH?
[ক] 7
[খ] 5
[গ] 12
[ঘ] 14
✅ সঠিক উত্তর: [ক]
 
২৫. অম্লের শক্তিমাত্রা নির্ভর করে-
i. অম্লের সাম্যাংকের ওপর
ii. অক্সি অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণু ধনাত্মক জারণ সংখ্যার ওপর
iii. ক্ষারকের বিয়োজন ধ্রুবকের ওপর

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও iii
[গ] ii
[ঘ] iii
✅ সঠিক উত্তর: [ক]
 
২৬. তাপমাত্রা বৃদ্ধির ফলে তাপোৎপাদী বিক্রিয়ার সাম্যাবস্থা কোন দিকে অগ্রসর হয়?
[ক] সামনের দিকে
[খ] পেছনের দিকে
[গ] স্থির থাকে
[ঘ] সাম্যাবস্থা বিলুপ্ত হয়
✅ সঠিক উত্তর: [ক]
 
২৭. 1 মোল দ্রবকে যথেষ্ট পরিমাণ দ্রাবকে দ্রবীভূত করা হলে যে পরিমাণ তাপের পরিবর্তন হয় তাকে কী বলে?
[ক] দ্রবণ তাপ  
[খ] গঠন তাপ
[গ] সংগঠন তাপ
[ঘ] দহন তাপ
✅ সঠিক উত্তর: [ক]
 
২৮. ঊর্ধ্বপাতন প্রক্রিয়া হল-
[ক] তাপ উৎপাদী প্রক্রিয়া
[খ] তাপহারী প্রক্রিয়া
[গ] তাপ উৎপন্ন হওয়ার প্রক্রিয়া
[ঘ] থিতানো প্রক্রিয়া
✅ সঠিক উত্তর: [ক]
 
২৯. CFC-
i. এর বিকল্প হাইড্রা হ্যালো অ্যালকেন
ii. এর বিকল্প HCFC এর উৎপাদন খরচ অনেক কম
iii. এর জীবনকাল 100 বছর হলে HCFC এর জীবনকাল মাত্র 2-10 বছর

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii  
[খ] i ও iii
[গ] ii ও iii  
[ঘ] i, ii ও iii
✅ সঠিক উত্তর: [ক]
 
৩০. একটি এসিড বা ক্ষারের বিয়োজন মাত্রা দ্রবণের ঘনমাত্রার-
[ক] সমানুপাতিক
[খ] ব্যস্তানুপাতিক
[গ] বর্গমূলেরর সমানুপাতিক
[ঘ] বর্গমূলের ব্যস্তানুপাতিক
✅ সঠিক উত্তর: [ঘ]
 
৩১. বিকারকের আয়তনের বিপরীতে দ্রবণের pH এর মানের লেখচিত্রকে কী বলে?
[ক] এসিডিয় রেখা
[খ] ক্ষারীয় রেখা
[গ] প্রমাণ রেখা
[ঘ] প্রশমন রেখা
✅ সঠিক উত্তর: [ঘ]
 
৩২. টেকসই, উন্নয়নের লক্ষ্যে রসায়নের ভূমিকার সাথে প্রনিধানযোগ্য বিষয়-
i. স্থিতিশীল অর্থনীতি
ii. নবায়নযোগ্য সম্পদের ব্যবহার
iii. বস্তুসমূহের পুন:চক্রায়ন

নিচের কোনটি সঠিক?
[ক] i  
[খ] ii
[গ] iii  
[ঘ] i, ii ও iii
✅ সঠিক উত্তর: [ঘ]
 
৩৩. কোনটি অম্লীয় দ্রবণে মিথাইল অরেঞ্জের বর্ণ?
[ক] গোলাপী লাল
[খ] হলুদ
[গ] বর্ণহীন  
[ঘ] নীল
✅ সঠিক উত্তর: [ক]
 
৩৪. সাম্যাবস্থার সঠিক অবস্থান জানা যায়-
[ক] ক্ষার ধ্রুবক দ্বারা
[খ] সাম্যাধ্রুবক দ্বারা
[গ] নিয়ামক দ্বারা
[ঘ] প্রভাবক দ্বারা
✅ সঠিক উত্তর: [ক]
 
৩৫. যখন কোনো বিক্রিয়ায় সম্মত বিকিয়াক উৎপাদে পরিণত হয় তাকে কী বলে?
[ক] অপসারণ বিক্রিয়া
[খ] একমুখী বিক্রিয়া
[গ] উভমুখী বিক্রিয়া
[ঘ] জারণ বিক্রিয়া
✅ সঠিক উত্তর: [ক]
 
৩৬. অ্যাসিটিক এসিড পাওয়া যায়?
[ক] পিঁপড়াতে  
[খ] কমলায়
[গ] ভিনেগারে  
[ঘ] লেবুতে
✅ সঠিক উত্তর: [গ]
 
৩৭. যে যৌগ অন্য যৌগকে H+ দান করে তাকে কী বলে?
[ক] ক্ষার  
[খ] এসিড
[গ] নিরপেক্ষ যৌগ
[ঘ] প্রোটন দাতাা
✅ সঠিক উত্তর: [ক]
 
৩৮. কোনটি তেলের হাইড্রোজিনেশন করে ডালডা তৈরির প্রভাবক?
[ক] Pt
[খ] Mo
[গ] Ni
[ঘ] V2O5
✅ সঠিক উত্তর: [গ]
 
৩৯. কোনটি রাসায়নিক সাম্যাবস্থায় বৈশিষ্ট্য?
[ক] সাম্যাবস্থার স্থায়িত্ব
[খ] বিক্রিয়া অসম্পূর্ণতা
[গ] উভয়দিক থেকে সাম্যাবস্থার প্রতিষ্ঠা
[ঘ] নিয়ামকের প্রভাব নেই
✅ সঠিক উত্তর: [ক]
 
৪০. জুলিয়াস রবার্ট মেয়ার ও এইচভন হেলমোজ কত সালে শক্তির অবনশ্বরতা সূত্রটি উত্থাপন করেন?
[ক] 1740  
[খ] 1840
[গ] 1798  
[ঘ] 1989
✅ সঠিক উত্তর: [গ]
 
৪১. খাদ্য হজমের জন্য কোন পরিবেশ দরকার?
[ক] অম্লীয়  
[খ] ক্ষারীয়
[গ] নিরপেক্ষ  
[ঘ] সবগুলো
✅ সঠিক উত্তর: [ক]
 
৪২. সাম্যাবস্থার উপর তাপমাত্রার কতমুখী প্রভাব রয়েছে?
[ক] দ্বিমুখী  
[খ] ত্রিমুখী
[গ] চতুর্থমুখী  
[ঘ] পঞ্চমুখী
✅ সঠিক উত্তর: [ক]
 
৪৩. উপরিউক্ত গ্রাফের আলোকে বিক্রিয়ার গড় গতিবেগ কত হবে?
[ক] 1. 0
[খ] 1. 5
[গ] 2. 0
[ঘ] 2. 5
✅ সঠিক উত্তর: [ক]
 
৪৪. আর্দ্র কপার সালফেটের তাপীয় বিয়োজন-
i. একমুখী বিক্রিয়া
ii. উভমুখী বিক্রিয়া
iii. অসম্পূর্ণ বিক্রিয়া

নিচের কোনটি সঠিক?
[ক] i  
[খ] ii
[গ] ii ও iii  
[ঘ] iii
✅ সঠিক উত্তর: [গ]
 
৪৫. নেগেটিভ প্রভাবক কোনটি?
[ক] MnO2  
[খ] V2O5
[গ] অ্যালকোহল
[ঘ] হাইড্রোটিকুনোন
✅ সঠিক উত্তর: [গ]
 
৪৬. ইউরিয়ার আর্দ্র বিশ্লেষণে-
i. উৎপাদ অ্যামোনিয়া
ii. ব্যবহুত এনজাইমটি সয়াবিনে থাকে
iii. এনজাইম প্রভাবন বিক্রিয়া

নিচের কোনটি সঠিক?
[ক] i  
[খ] ii
[গ] iii  
[ঘ] i, ii ও iii
✅ সঠিক উত্তর: [ঘ]
 
৪৭. প্রথম বিক্রিয়াতে উপস্থিত এনজাইমটির নাম কী?
[ক] জাইমেজ  
[খ] ইউরিয়েজ
[গ] ইনভারটেজ
[ঘ] অ্যামাইলেজ
✅ সঠিক উত্তর: [গ]
 
৪৮. নিরপেক্ষ পানির pOH কত?
[ক] 7  
[খ] 14
[গ] -7  
[ঘ] -14
✅ সঠিক উত্তর: [ক]
 
৪৯. সাম্যাবস্থায় কোন সিস্টেমে অনুঘটক যোগ করা হলে-
i. সক্রিয়ন শক্তি হ্রাস পায়
ii. বিক্রিয়ার তাপ হ্রাস পায়
iii. বিক্রিয়ার হার বৃদ্ধি পায়

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও iii
[গ] iii
[ঘ] ii
✅ সঠিক উত্তর: [ক]
 
৫০. দহন এনথালপির প্রয়োগ হয়-
i. জ্বালানি বা খাদ্য দ্রব্যের ক্যালরি বা জুল মান নির্ণয়ে
ii. শিখার সর্বোচ্চ তাপমাত্রা নির্ণয়ে
iii. গঠন ও বিক্রিয়া এনথালপি নির্ণয়ে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii  
[খ] i ও iii
[গ] ii ও iii  
[ঘ] i, ii ও iii
✅ সঠিক উত্তর: [ঘ]
 
৫১. এসিড বা ক্ষারের তীব্রতা নির্ভর করে-
[ক] দ্রাবকের প্রকৃতির উপর
[খ] অ্যানায়নের আকারের উপর
[গ] কেন্দ্রীয় পরমাণুর চার্জ ঘনত্বের উপর
[ঘ] সবগুলোর উপর
✅ সঠিক উত্তর: [ঘ]
রসায়ন ১ম পত্র অধ্যায়-৪ বহুনির্বাচনি প্রশ্ন-উত্তর একাদশ-দ্বাদশ শ্রেণি - HSC Chemistry 1st Paper Chapter-4 MCQ with Answer
৫২. কেন্দ্রীয় পরমাণুর ধনাত্মক জারণসংখ্যা সবচেয়ে বেশি কোন এসিডটির?
[ক] H2SO3  
[খ] HCIO4
[গ] H2SO4  
[ঘ] HCIO3
✅ সঠিক উত্তর: [ক]
 
৫৩. কিসের ওপর রক্তের pH নিয়ন্ত্রণ নির্ভর করে?
[ক] এন্টিজেন  
[খ] এন্টিবডি
[গ] রক্তের গ্রুপ
[ঘ] বাফার
✅ সঠিক উত্তর: [ঘ]
 
৫৪. Ka এর মান যত বেশি হয় এসিডের তীব্রতা-
[ক] বাড়ে  
[খ] কমে
[গ] অপরিবর্তিত থাকে
[ঘ] অনেক বেশি কমে
✅ সঠিক উত্তর: [ক]
 
৫৫. দুধে pH=6. 0 সুতরাং দুধ-
[ক] সামান্য ক্ষারীয়
[খ] সামান্য অম্লীয়
[গ] অম্লীয়  
[ঘ] নিরপেক্ষ
✅ সঠিক উত্তর: [ক]
 
৫৬. দ্রবণটি কীরূপ হতে পারে?
[ক] অম্লীয়  
[খ] ক্ষারীয়
[গ] নিরপেক্ষ  
[ঘ] অপোলার
✅ সঠিক উত্তর: [ক]
 
৫৭. X-এর কেন্দ্রীয় পরমাণুর জারণসংখ্যা + 5 হলে যৌগটি কোনটি?
[ক] HCIO3  
[খ] H2SO3
[গ] HNO2  
[ঘ] HCIO
✅ সঠিক উত্তর: [ক]
 
৫৮. কোন এনজাইম গ্লুকোজকে ফার্মেন্টেশন পদ্ধতিতে অ্যালকোহলে পরিণত করে?
[ক] ইনভারটেজ
[খ] জাইমেজ
[গ] ডায়াস্টেজ  
[ঘ] ম্যাল্টেজ
✅ সঠিক উত্তর: [ক]
 
৫৯. লা-শাতেলীয়ের নীতির অপর নাম কী?
[ক] সচল সাম্যের নীতি
[খ] অচল সাম্যের নীতি
[গ] প্রশমন নীতি
[ঘ] অরক্ষিত নীতি
✅ সঠিক উত্তর: [ক]
 
৬০. যে প্রভাবক কোনো বিক্রিয়ার গতি হ্রাস করে তাকে কী বলে?
[ক] ধনাত্মক প্রভাবক
[খ] ঋণাত্মক প্রভাবক
[গ] প্রভাবক বিষ
[ঘ] প্রভাবক সহায়ক
✅ সঠিক উত্তর: [ক]
 
৬১. 1 mol গ্রাফাইট কার্বন অক্সিজেন পুড়ে 1 mol CO2(g) এর পরিণত হয় এবং একই সাথে কত K. J তাপ উৎপন্ন হয়?
[ক] 395. 3  
[খ] 393. 4
[গ] 339. 4  
[ঘ] 359. 3
✅ সঠিক উত্তর: [ক]
 
৬২. যে কোনো মৌলের গঠন এনথালপির মান কত?
[ক] এক Joul  
[খ] একশত Joul
[গ] এক হাজার Joul
[ঘ] শূন্য
✅ সঠিক উত্তর: [ঘ]
 
৬৩. বিক্রিয়ার মাধ্যম হিসেবে CO2 অতি সংকটীয় ফ্লুইড রূপে যথেষ্ট পরিমাণে ব্যবহৃত হচ্ছে। কারণ-
i. এটা অদাহ্য
ii. উচ্চ সান্দ্রতা এবং পৃষ্ঠটান শূন্য
iii. দামে সস্তা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii  
[খ] i ও iii
[গ] ii ও iii  
[ঘ] i, ii ও iii
✅ সঠিক উত্তর: [ক]
 
৬৪. সাম্যাবস্থায় যে বিক্রিয়ক উৎপাদে পরিণত হয় ঠিক সে পরিমাণ উৎপাদ-পরিণত হয়।
[ক] বিক্রিয়াকে
[খ] অন্য উৎপাদে
[গ] অন্য বিক্রিয়াকে
[ঘ] প্রাথমিক বিক্রিয়াকে
✅ সঠিক উত্তর: [ক]
 
৬৫. CFC এর বাণিজ্যিক নাম কী?
[ক] ফ্রিয়ন  
[খ] জেনন
[গ] অ্যাজোট  
[ঘ] হ্যালোজেন
✅ সঠিক উত্তর: [ক]
 
৬৬. রসায়নে সক্রিয় ভর কথাটি অনেক গুরুত্বপূর্ণ। এ সক্রিয় ভর দ্বারা বোঝানো হয়-
i. বিক্রিয়কের মোলার ঘনমাত্রা
ii. বিক্রিয়কের মোলার আয়তন
iii. বিক্রিয়কের আংশিক চাপ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii  
[খ] i ও iii
[গ] ii ও iii  
[ঘ] i, ii ও iii
✅ সঠিক উত্তর: [ক]
 
৬৭. ল্যান্ডডোল্ট এর পরীক্ষায় ব্যবহৃত কাচ নলের আকৃতি কেমন?
[ক] U-আকৃতির
[খ] H-আকৃতির
[গ] V-আকৃতির
[ঘ] গোলতলী ফ্লাস্ক আকৃতির
✅ সঠিক উত্তর: [ক]
 
৬৮. অনুঘটক বিক্রিয়ার হারের পরিবর্তন ঘটায় কীভাবে?
[ক] ΔH এর পরিবর্তন করে
[খ] তাপমাত্রা বাড়িয়ে
[গ] উৎপাদের শক্তি কমিয়ে
[ঘ] বিকল্প বিক্রিয়া কৌশলের সংস্থান করে
✅ সঠিক উত্তর: [ঘ]
 
৬৯. সকল রাসায়নিক বিক্রিয়া কোন দিকে ধাবিত হয়?
[ক] বিক্রিয়ার সম্মুখ দিকে
[খ] বিক্রিয়ার পশ্চাৎ দিকে
[গ] বিক্রিয়ার সাম্যাবস্থার দিকে
[ঘ] বেশি ঘনমাত্রার দিকে
✅ সঠিক উত্তর: [গ]
 
৭০. পানি কাজ করতে পারে-
i. অম্লীয় হিসেবে
ii. ক্ষারীয় হিসেবে
iii. দ্রাবক হিসেবে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii  
[খ] i ও iii
[গ] ii ও iii  
[ঘ] i, ii ও iii
✅ সঠিক উত্তর: [ঘ]
 
৭১. যে বস্তু নিজে প্রভাবক নয় কিন্দু অন্য প্রবাবকের প্রভাবন ক্ষমতা বৃদ্ধি করে তাকে কী বলে?
[ক] প্রভাবক বিষ
[খ] প্রভাবক বিবর্ধক
[গ] ধনাত্মক প্রভাবক
[ঘ] জটিল প্রভাবক
✅ সঠিক উত্তর: [ক]
 
৭২. গতির প্রকৃতির উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে কয় ভাগে ভাগ করা হয়েছে?
[ক] ৩ ভাগে  
[খ] ৪ ভাগে
[গ] ৫ ভাগে  
[ঘ] ৬ ভাগে
✅ সঠিক উত্তর: [গ]
 
৭৩. জাইমেজ এনজাইমের প্রভাবে Y হতে যে যৌগটি উৎপন্ন হয় সেটি কোন সমগোত্রীয় শ্রেণীর অন্তর্ভুক্ত?
[ক] অ্যালকেন  
[খ] অ্যালকোহল
[গ] ইথার  
[ঘ] স্টার
✅ সঠিক উত্তর: [ক]
 
৭৪. তাপহারী বিক্রিয়ায় তাপ প্রয়োগ করলে সাম্যের অবস্থান-
[ক] পেছনের দিকে সরে যাবে
[খ] সামনের দিকে সরে যাবে
[গ] অপরিবর্তিত থাকবে
[ঘ] বিনষ্ট হবে
✅ সঠিক উত্তর: [ক]
 
৭৫. যে রাসায়নিক পরিবর্তনের ফলে তাপশক্তি উৎপন্ন হয় এবং বিক্রিয়া অঞ্চলের তাপমাত্রা বৃদ্ধি পায়, তাকে কী বলা হয়?
[ক] তাপ রাসায়নিক বিক্রিয়া
[খ] তাপোৎপাদী বিক্রিয়া
[গ] তাপহারী বিক্রিয়া
[ঘ] তাপ পরিবর্তনের বিক্রিয়া
✅ সঠিক উত্তর: [গ]
 
৭৬. CFC দূষণের জন্য দায়ী কোনটি?
[ক] অ্যারোসল ব্যবহার
[খ] উদ্ভিদের পাণিশোষণ
[গ] সাইকেলের ব্যবহার
[ঘ] পরীক্ষাগারের কার্যক্রম
✅ সঠিক উত্তর: [ক]
 
৭৭. রুশ বিজ্ঞানী জি. এইচ. হেস তাপ রসায়নের গুরুত্বপূর্ণ সূত্রটি আবিষ্কার করেন কত সালে?
[ক] ১৭৪০
[খ] ১৮৪০
[গ] ১৭৮০
[ঘ] ১৮৮০
✅ সঠিক উত্তর: [ক]
 
৭৮. কোনো সাম্যাবস্থায় বিক্রিয়া হতে উৎপাদ সরিয়ে নিলে সাম্যবস্থা কোন দিকে যাবে?
[ক] উৎপাদনের দিকে
[খ] বিক্রিয়কের দিকে
[গ] কোনো দিকেই না
[ঘ] সাম্যাবস্থা ধ্বংস হয়ে যাবে
✅ সঠিক উত্তর: [ক]
 
৭৯. সময়ের সাথে একটি রাসায়নিক বিক্রিয়ার কি ঘরনের পরিবর্তন লক্ষ্য করা যায়?
[ক] বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি পায়
[খ] উৎপাদনের ঘনমাত্রা বৃদ্ধি পায়
[গ] উৎপাদনের ঘনমাত্রা হ্রাস পায়
[ঘ] বিক্রিয়ার বেগ স্থির থাকে
✅ সঠিক উত্তর: [ক]
 
৮০. বাণিজ্যিক উপাদন প্রক্রিয়ায় মূলনীতি কী?
[ক] স্বল্প সময়ে সর্বোচ্চ পরিমাণ উৎপাদন
[খ] সর্বোচ্চ পরিমাণ উৎপাদন
[গ] সাম্যাবস্থা অর্জন
[ঘ] বেশি মুনাফা লাভ
✅ সঠিক উত্তর: [ক]
 
৮১. এক মোল পরিমাণ কোনো দ্রবকে নির্দিষ্ট মোল পরিমাণ দ্রাবকে দ্রবীভূত করলে যে পরিমাণ তাপের পরিবর্তন ঘটে তাকে কী বলে?
[ক] দ্রবণ তাপ  
[খ] উৎপাদ তাপ
[গ] দ্রবণের ইনটেগ্রেল তাপ
[ঘ] প্রশমন তাপ
✅ সঠিক উত্তর: [গ]
 
৮২. সবুজ রসায়নের অন্তর্ভূক্ত-
i. কম ক্ষমিতকর রাষায়নিক সংশ্লেষণ
ii. নবায়নযোগ্য কাঁচামালের কম ব্যবহার নিশ্চিতকরণ
iii. মাধ্যমিক গৌণ পদার্থের হ্রাসকরণ

নিচের কোনটি সঠিক?
[ক] i  
[খ] i ও iii
[গ] ii  
[ঘ] iii
✅ সঠিক উত্তর: [ক]
 
৮৩. 1 Joul=কত ক্যালরি?
[ক] 4. 2  
[খ] 4. 18
[গ] 0. 24  
[ঘ] 0. 34
✅ সঠিক উত্তর: [গ]
 
৮৪. Z যৌগটির নাম কী?
[ক] সোডিয়াম ইথানোয়েট
[খ] সোডিয়াম প্রপানোয়েট
[গ] সোডিয়াম বিউটানোয়েট
[ঘ] সোডিয়াম পেন্টানোয়েট
✅ সঠিক উত্তর: [ক]
 
৮৫. যে সব রাসায়নিক বিক্রিয়া স্বত:স্ফূর্তভাবে সংঘটিত হয় তাদের এনথালপি (ΔH) কীরূপ?
[ক] ধনাত্মক  
[খ] ঋণাত্মক
[গ] বেশি  
[ঘ] কম
✅ সঠিক উত্তর: [ক]
 
৮৬. বিক্রিয়া শেষে প্রভাবকের ভর-
[ক] পরিবর্তিত হয়
[খ] স্থির থাকে
[গ] আংশিক পরিবর্তিত হয়
[ঘ] দশ ভাগের এক ভাগ হয়
✅ সঠিক উত্তর: [ক]
 
৮৭. বিক্রিয়ার হার-
i. চাপ বৃদ্ধি পেলে পায়
ii. তাপমাত্রা বৃদ্ধি পেলে বৃদ্ধি পায়
iii. ঘনমাত্রা বৃদ্ধি পেলে পায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii  
[খ] i ও iii
[গ] ii ও iii  
[ঘ] i, ii ও iii
✅ সঠিক উত্তর: [ঘ]
 
৮৮. সাম্য বিক্রিয়ায় উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করলে বিক্রিয়া-
[ক] পেছনের দিকে অগ্রসর হয়
[খ] একমুখী হয়
[গ] সামনের দিকে অগ্রসর হয়
[ঘ] স্থির থাকে
✅ সঠিক উত্তর: [ক]
 
৮৯. বিক্রিয়ার হারের পূর্বে ঋণাত্মক চিহ্ন কী কী নির্দেশ করে?
[ক] বিক্রিয়কের ঘনমাত্রার হ্রাস
[খ] উৎপাদকের ঘনমাত্রার হ্রাস
[গ] বিক্রিয়কের ঘনমাত্রার বৃদ্ধি
[ঘ] বিক্রিয়কের ঘনমাত্রার স্থির মান
✅ সঠিক উত্তর: [ক]
 
৯০. একটি এ্যাসিড বা ক্ষারকের আয়নিক হওয়ার মাত্রাকে কী বলা হয়?
[ক] মৌল ভগ্নাংশ
[খ] আয়নিকরণ
[গ] বিয়োজন মাত্রা
[ঘ] ইলেকট্রন পরিবাহিতা
✅ সঠিক উত্তর: [গ]
 
৯১. সাম্যাধ্রুবকের মানে পরিবর্তন ঘটে যদি-
[ক] তাপমাত্রা পরিবর্তিত হয়
[খ] ঘনমাত্রা পরিবর্তন হয়
[গ] চাপ পরিবর্তিত হয়
[ঘ] সবগুলোই সঠিক
✅ সঠিক উত্তর: [ক]
 
৯২. ইথায়নিক এসিড (CH3COOH) একটি-
[ক] দুর্বল অম্ল  
[খ] সবল অম্ল
[গ] নিরপেক্ষ  
[ঘ] ক্ষার
✅ সঠিক উত্তর: [ক]
 
৯৩. মাটির pH মাত্রাতিরিক্ত বেড়ে গেলে নিয়ন্ত্রণ করার উপায়-
i. নাইট্রেট যোগে
ii. ফসফেট যোগে
iii. কার্বনেট যোগে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii  
[খ] ii
[গ] iii  
[ঘ] i
✅ সঠিক উত্তর: [ক]
 
৯৪. গ্যাসের আংশিক চাপ প্রতি একক আয়তনে উপস্থিত তার গ্রাম অণুর -হয়?
[ক] ব্যস্তানুপাতিক
[খ] বর্গমূলের ব্যস্তানুপাতিক
[গ] সমানুপাতিক
[ঘ] বর্গমূলের সমানুপাতিক
✅ সঠিক উত্তর: [গ]
 
৯৫. Y-অক্ষে অবস্থিত মানগুলো কী নির্দেশ করে?
[ক] বিক্রিয়ার গতিবেগ
[খ] মোলার ঘনমাতহ্রা
[গ] চাপ  
[ঘ] তাপমাত্রা
✅ সঠিক উত্তর: [ক]
 
৯৬. একটি নির্দিষ্ট তাপমাত্রায় 1. 0 molar ঘনমাত্রার বিক্রিয়কের গতিকে কী বলে?
[ক] বিক্রিয়ার গতি/হার ধ্রুবক
[খ] বিক্রিয়ার হার
[গ] বিক্রিয়ার মুখ্য ধ্রুবক
[ঘ] প্রমাণ ধ্রুবক
✅ সঠিক উত্তর: [ক]
 
৯৭. এসিড বৃষ্টির ফরে-
i. সবুজ বনভূমি ধ্বংস হয়
ii. পুকুর, হ্রদ ও জলাশয়ের মাছ মরে যায়
iii. দালানের ক্ষয় ঘটে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii  
[খ] i ও iii
[গ] ii ও iii  
[ঘ] i, ii ও iii
✅ সঠিক উত্তর: [ঘ]
 
৯৮. pH এর মান কত নিচে হলে মাটিতে শস্য উৎপন্ন হয় না?
[ক] 3. 0
[খ] 4. 0
[গ] 5. 0
[ঘ] 6. 0
✅ সঠিক উত্তর: [ক]
 
উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও:
A+B + 2x → 2Y + Z 2W

৯৯. বিক্রিয়াটিতে কীসের পরিবর্তন ঘটেছে?
[ক] আয়তনের প্রসারণ ঘটেছে
[খ] আয়তনের সংকোচন ঘটেছে
[গ] আয়তনের পরিবর্তন হয়নি
[ঘ] বিক্রিয়কের আয়তন = উৎপাদের আয়তন
✅ সঠিক উত্তর: [ক]
 
১০০. বিক্রিয়াটিতে চাপ হ্রাস করলে কী ঘটবে?
[ক] উৎপাদ বাড়বে
[খ] উৎপাদন কমবে
[গ] উৎপাদের পরিবর্তন হবে না
[ঘ] বিক্রিয়া বন্ধ হয়ে যাবে
✅ সঠিক উত্তর: [ক]

You may also read...
HSC Chemistry 1st Paper
Question and Answer pdf download
একাদশ-দ্বাদশ শ্রেণির গাইড
রসায়ন ১ম পত্র
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর


No comments:

Post a Comment