G

SSC কৃষি শিক্ষা (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায়-০৩

৯ম-১০ম শ্রেণির কৃষিশিক্ষা গাইড
এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
কৃষি শিক্ষা
তৃতীয় অধ্যায়

Class 9-10 Agriculture Studies Guide and SSC Exam Preparation
Agriculture Studies Chapter-03
Agriculture Studies
MCQ
Question and Answer pdf download

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. বিরূপ পরিবেশে ফসল উৎপাদনের পূর্বশর্ত কোনটি?
✅ উপযোগী ফসল নির্বাচন
[খ] সঠিক জমি নির্বাচন
[গ] যথাযথ পরিচর্যা করা
[ঘ] অধিক পরিমাণ সার প্রয়োগ

২. খুলনা ও বাগেরহাট অঞ্চলে রোপা আমনের জনপ্রিয় জাত কোনটি?
[ক] বালাম
✅ দিশারী
[গ] চান্দিনা
[ঘ] মুক্তা

৩. জলবায়ু পরিবর্তনজনিত কারণে আমাদের দেশে ফসল উৎপাদনে-
i. রোগবালাই বৃদ্ধি পাবে
ii. জৈব পদার্থের পরিমাণ বৃদ্ধি পাবে
iii. ভূমির উর্বরতা হ্রাস পাবে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪. হ্যালোফাইটস জাতীয় উদ্ভিদ কোনটি?
[ক] শিম
[খ] তুলা
✅ কেওড়া
[ঘ] বাইন

নিচের উদ্দীপকটি পড় এবং ৫ ও ৬ নং প্রশ্নের উত্তর দাও :
তাহের মিয়ার বাড়ি নেত্রকোনা জেলায়। আমন মৌসুমে ধানের বৃদ্ধির প্রাথমিক পর্যায়ে ১০-১৫ দিন পানির নিচে থাকায় আশানুরূপ ফলন পান না। আবার পাহাড়ি ঢলে প্রায় সময়ই পাকা বোরো ধান তলিয়ে যায়।

৫. তাহের মিয়া আমন মৌসুমে কোন জাতের ধানের চাষ করলে আশানুরূপ ফলন পাবেন?
[ক] কিরণ (বি আর ২২)
✅ ব্রি ধান ৫১
[গ] ব্রি ধান ৪৫
[ঘ] ব্রি ধান ৩৬

৬. বোরো মৌসুমে পাকা ধান নষ্ট না হওয়ার জন্য তাহের মিয়ার উচিত-
i. সঠিক সময়ে চারা রোপণ করা
ii. ব্রি ধান ২৮ ও ব্রি ধান ৪৫ জাতের ব্যবহার
iii. ব্রি ধান ৫১ ও ব্রি ধান ৪৫ জাতের ব্যবহার

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

প্রথম পরিচ্ছেদ : বিরূপ আবহাওয়াসহিষ্ণু ফসল ও ফসলের জাত [পৃষ্ঠা-৬৯]

SSC কৃষিশিক্ষা mcq ❤ সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৭. কৃষি বিজ্ঞানীরা গবেষণার মাধ্যমে কী বের করেছেন? (জ্ঞান)
[ক] বিভিন্ন জাতের ধান
✅ প্রতিকূল পরিবেশসহিষ্ণু ফসল
[গ] বিভিন্ন জাতের পাট
[ঘ] লবণাক্ত ফসল

৮. বাংলাদেশে শীতকাল কখন? (জ্ঞান)
[ক] নভেম্বর-ডিসেম্বর মাস
[খ] জুলাই-অক্টোবর মাস
[গ] অক্টোবর-জানুয়ারি মাস
✅ নভেম্বর-ফেব্রুয়ারি মাস

৯. বাংলাদেশে শীতকালে সর্বোচ্চ তাপমাত্রার গড় কত ডিগ্রি সেলসিয়াস থাকে? (জ্ঞান)
[ক] ২০-২৪
[খ] ২২-২৬
✅ ২৪-২৮
[ঘ] ২৬-৩০

১০. শীতকালে এদেশে সর্বনিম্ন তাপমাত্রার গড় কত ডিগ্রি সেলসিয়াস থাকে? (জ্ঞান)
[ক] ৫-১৩
✅ ৭-১৫
[গ] ৯-১৭
[ঘ] ১১-১৯

১১. তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসের নিচে গেলে ধানের উৎপাদন ব্যাপকভাবে হ্রাস পায়? (জ্ঞান)
✅ ২০
[খ] ৩৫
[গ] ২৫
[ঘ] ২২

১২. শৈত্যসহিষ্ণু ধান কোনটি? (জ্ঞান)
[ক] ব্রি ধান ৩২
✅ ব্রি ধান ৩৬
[গ] ব্রি ধান ১৪
[ঘ] ব্রি ধান ৪৫

১৩. আমাদের দেশে শৈত্য বেশি পড়লে এবং দীর্ঘস্থায়ী হলে কোনটির ফলন ভালো হয়? (জ্ঞান)
[ক] সরিষা ও গম
[খ] তামাক ও সরিষা
✅ গোলআলু ও গম
[ঘ] বাঁধাকপি ও গোলআলু

১৪. শৈত্যপ্রবাহে রোপা আমন ও বোরো ধানে কী হয়? (জ্ঞান)
[ক] কালো হয়ে যায়
[খ] ফলন ভালো হয়
✅ চিটা হয়ে যায়
[ঘ] লালচে হয়ে যায়

১৫. বোরো মৌসুমে জাতটি মাঝারি শৈত্য সহ্য করতে পারে বলে দেশের শৈত্যপ্রবণ এলাকায় চাষ করা যায়। উক্তিটি কোন জাতের ক্ষেত্রে প্রযোজ্য? (উচ্চতর দক্ষতা)
[ক] ব্রি ধান ৩৬
[খ] ব্রি ধান ৫৬
✅ ব্রি ধান ৫৫
[ঘ] ব্রি ধান ৫৭

১৬. উচ্চফলনশীল ব্রি ধান ৫৫ কত সালে বোর্ডের অনুমোদন লাভ করে? (জ্ঞান)
[ক] ১৯৯৮
✅ ২০১১
[গ] ২০১২
[ঘ] ২০০২

১৭. ব্রি ধান ৫৫ জাতের ক্ষেত্রে নিচের কোন উক্তিটি প্রযোজ্য নয়? (অনুধাবন)
[ক] এ জাতটি ২০১১ সালে অনুমোদন পায়
[খ] আউশ মৌসুমে উৎপাদন ৪.৫ টন হেক্টর
[গ] জাতটি মাঝারি লবণাক্ততা সহ্য করতে পারে
✅ বোরো মৌসুমে উৎপাদন ২০ টন/হে:

১৮. ব্রি ধান ৫৫ জাতের গাছের উচ্চতা কত সে.মি.? (জ্ঞান)
[ক] ৯০
[খ] ৯৫
✅ ১০০
[ঘ] ১০৫

১৯. বোরো মৌসুমে ব্রি ধান ৫৫ জাতের হেক্টর প্রতি গড় ফলন কত টন? (জ্ঞান)
[ক] ৬
✅ ৭
[গ] ৮
[ঘ] ৯

২০. আউশ মৌসুমে ব্রি ধান ৫৫-এর হেক্টর প্রতি গড় ফলন কত? (জ্ঞান)
[ক] ৩.৫
[খ] ৪.০
✅ ৪.৫
[ঘ] ৫.০

২১. বোরো মৌসুমে ব্রি ধান ৫৫-এর জীবনকাল কত দিন? (জ্ঞান)
[ক] ১৩০
[খ] ১৩৫
[গ] ১৪০
✅ ১৪৫

২২. আউশ মৌসুমে ব্রি ধান ৫৫-এর জীবনকাল কত দিন? (জ্ঞান)
✅ ১০০
[খ] ১১৫
[গ] ১৩০
[ঘ] ১৪৫

২৩. একটানা কত দিন বা তার অধিক বৃষ্টিপাত না হলে তাকে খরা বলে? (জ্ঞান)
[ক] ১৮
✅ ২০
[গ] ২২
[ঘ] ২৪

২৪. প্রতিবছর বিভিন্ন মৌসুমে এদেশের কত লক্ষ হেক্টর জমি বিভিন্ন মাত্রায় খরার সম্মুখীন হয়? (জ্ঞান)
[ক] ২০-৩০
✅ ৩০-৪০
[গ] ৪০-৫০
[ঘ] ৫০-৬০

২৫. খরার তীব্রতা অনুযায়ী আমাদের কত ভাগ ফলন ঘাটতি হয়ে থাকে? (জ্ঞান)
[ক] ১০-৭০
[খ] ১০-৮০
[গ] ১৫-৮০
✅ ১৫-৯০

২৬. কোনটি খরাসহিষ্ণু ফসল? (জ্ঞান)
[ক] তাল
[খ] নারিকেল
[গ] কমলা
✅ তরমুজ

২৭. কোন ধান খরাসহিষ্ণু? (জ্ঞান)
[ক] ব্রি ধান ৩৬
[খ] ব্রি ধান ৪৪
[গ] ব্রি ধান ৫৫
✅ ব্রি ধান ৫৬

২৮. ব্রি ধান ৫৭ জাতের গাছের উচ্চতা কত সে.মি.? (জ্ঞান)
[ক] ১০৫-১১০
✅ ১১০-১১৫
[গ] ১১৫-১২০
[ঘ] ১২০-১২৫০

২৯. ব্রি ধান ৫৭ জাতের গাছের জীবনকাল কত দিন? (জ্ঞান)
[ক] ৯০-৯৫
[খ] ৯৫-১০০
✅ ১০০-১০৫
[ঘ] ১০৫-১১০

৩০. ব্রি ধান ৫৭-এর প্রজনন পর্যায়ে সর্বোচ্চ কত দিন বৃষ্টি না হলেও ফলনের তেমন কোনো ক্ষতি হয় না? (জ্ঞান)
✅ ৮-১৪
[খ] ৯-১৭
[গ] ১০-২১
[ঘ] ১১-২৫

৩১. নিচের কোনটি খরাসহিষ্ণু ফসল? (অনুধাবন)
[ক] আম
[খ] জাম
✅ খেজুর
[ঘ] পেঁপে

৩২. কোন জাতীয় ধান প্রজনন পর্যায়ে সর্বোচ্চ দিন বৃষ্টি না হলেও ফসলের তেমন কোনো ক্ষতি হয় না? (অনুধাবন)
✅ ব্রি ধান ৫৭
[খ] ব্রি ধান ৫৬
[গ] ব্রি ধান ৩৬
[ঘ] ব্রি ধান ৫৫

৩৩. খরা কবলিত অবস্থায় ব্রি ধান ৫৭-এর ফলন হেক্টর প্রতি কত টন? (জ্ঞান)
✅ ৩.০-৩.৫
[খ] ৩.৫-৪.০
[গ] ৪.০-৪.৫
[ঘ] ৪.৫-৫.০

৩৪. খরা না হলে ব্রি ধান ৫৭-এর ফলন হেক্টর প্রতি কত টন? (জ্ঞান)
[ক] ৩.৫-৪.০
✅ ৪.০-৪.৫
[গ] ৪.৫-৫.০
[ঘ] ৫.০-৫.৫

৩৫. গৌরব ও প্রদীপ কিসের নাম? (জ্ঞান)
[ক] ধান
✅ গম
[গ] যব
[ঘ] ভুট্টা

৩৬. গমের কোন জাতটি ‘গৌরব’ নামে পরিচিত? (জ্ঞান)
✅ বারি গম ২০
[খ] বারি গম ২২
[গ] বারি গম ২৪
[ঘ] বারি গম ২৬

৩৭. বারি গম ২৪ জাতের গরমের বৈশিষ্ট্য কোনটি? (জ্ঞান)
[ক] খুব খাটো ও উচ্চফলনশীল
[খ] লম্বা ও মাঝারি ফলনশীল
✅ মধ্যম খাটো ও উচ্চফলনশীল
[ঘ] মধ্যম খাটো ও মাঝারি ফলনশীল

৩৮. বারি গম ২৪ জাতের পাতার বৈশিষ্ট্য কোনটি? (জ্ঞান)
[ক] পুরু, বাঁকানো ও গাঢ় সবুজ
[খ] সরু, মধ্যম খাড়া ও হালকা সবুজ
[গ] চওড়া, খাড়া ও হালকা সবুজ
✅ চওড়া, বাঁকানো ও হালকা সবুজ

৩৯. বারি গম ২৪ জাতের জীবনকাল কত দিন? (জ্ঞান)
[ক] ১০০-১০৮
✅ ১০২-১১০
[গ] ১০৪-১১২
[ঘ] ১০৬-১১৪

৪০. খরাসহিষ্ণু বারি গম ২৪ জাতের ফলন হেক্টর প্রতি কত টন? (জ্ঞান)
[ক] ৪.১-৪.৯
[খ] ৪.২-৫.০
✅ ৪.৩-৫.১
[ঘ] ৪.৪-৫.২

৪১. সবজি মেস্তা কোন ধরনের ফসলের জাত? (অনুধাবন)
✅ খরাসহিষ্ণু
[খ] বৃষ্টিসহিষ্ণু
[গ] শৈত্যসহিষ্ণু
[ঘ] জলাবদ্ধতাসহিষ্ণু

৪২. গোলআলু ও গমের ফলন ভালো হয় কখন? (অনুধাবন)
✅ শৈত্যপ্রবাহ বেশি হলে
[খ] শৈত্যপ্রবাহ কম হলে
[গ] বৃষ্টির পরিমাণ বেশি হলে
[ঘ] বৃষ্টির পরিমাণ কম

৪৩. খরসহিষ্ণু জাত নয় কোনটি? (অনুধাবন)
[ক] বারি বার্লি ৬
[খ] বারি বেগুন ৮
[গ] সবজি মেস্তা
✅ বারি আলু ১০

৪৪. ঈশ্বরদী ৩৫ জাতের আখের ফলন হেক্টর প্রতি কত টন? (জ্ঞান)
[ক] ৯০
✅ ৯৪
[গ] ৯৮
[ঘ] ১০২

৪৫. কোনটি খরাসহিষ্ণু জাতের আখ? (জ্ঞান)
[ক] ঈশ্বরদী ৩৬
[খ] ঈশ্বরদী ৩৮
✅ ঈশ্বরদী ৪০
[ঘ] ঈশ্বরদী ৪২

৪৬. ‘পাবনাই’ কোন ফসলের খরাসহিষ্ণু জাত? (জ্ঞান)
[ক] গম
[খ] আখ
[গ] ধান
✅ ছোলা

৪৭. বারি ছোলা ৫ জাতের ছোলার গাছের রং কেমন? (জ্ঞান)
[ক] গাঢ় সবুজ
[খ] গাঢ় বাদামি
✅ হালকা সবুজ
[ঘ] ধূসর বাদামি

৪৮. বারি ছোলা ৫ জাতের গাছের উচ্চতা কত সে.মি.? (জ্ঞান)
[ক] ৪০
✅ ৫০
[গ] ৬০
[ঘ] ৭০

৪৯. খরাসহিষ্ণু বারি ছোলা ৫-এর বীজ কোন ধরনের? (জ্ঞান)
[ক] বড়, মসৃণ ও হালকা বাদামি রঙের
[খ] মাঝারি, মসৃণ ও গাঢ় বাদামি রঙের
✅ ছোট, মসৃণ ও ধূসর বাদামি রঙের
[ঘ] ছোট, মসৃণ ও কালচে বাদামি রঙের

৫০. বারি ছোলা ৫ -এর জীবনকাল কত দিন? (জ্ঞান)
[ক] ১২২-১২৪
[খ] ১২৪-১২৬
[গ] ১২৬-১২৮
✅ ১২৮-১৩০

৫১. বারি ছোলা ৫ এর ফলন হেক্টর প্রতি কত টন? (জ্ঞান)
[ক] ২.২
✅ ২.৪
[গ] ৩.২
[ঘ] ৩.৪

৫২. খরাপ্রবণ কোন এলাকায় বারি ছোলা ৫ চাষ করা হয়? (জ্ঞান)
[ক] হাওর এলাকায়
[খ] চর এলাকায়
✅ বরেন্দ্র এলাকায়
[ঘ] তিস্তা চরে

৫৩. খরাপ্রবণ বরেন্দ্র এলাকায় কখন বারি ছোলা-৫ বপন করা হয়? (জ্ঞান)
[ক] জুলাইয়ের শেষ সপ্তাহে
[খ] আগস্টের শেষ সপ্তাহে
[গ] সেপ্টেম্বরের শেষ সপ্তাহে
✅ অক্টোবরের শেষ সপ্তাহে

৫৪. খরাসহিষ্ণু বেগুনের জাত কোনটি? (জ্ঞান)
[ক] বারি বেগুন ৪
[খ] বারি বেগুন ৬
✅ বারি বেগুন ৮
[ঘ] বারি বেগুন ১০

৫৫. লবণাক্ত মাটি থেকে ফসলের কোনটি সংগ্রহ করতে অসুবিধা হয়? (জ্ঞান)
[ক] ক্যালসিয়াম
[খ] পটাসিয়াম
[গ] অক্সিজেন
✅ পানি

৫৬. লবণাক্ততার প্রবণতা কোন এলাকায় বেশি? (জ্ঞান)
[ক] উত্তরাঞ্চলে
[খ] পশ্চিমাঞ্চলে
✅ দক্ষিণাঞ্চলে
[ঘ] পূর্বাঞ্চলে

৫৭. লবণাক্ত এলাকার প্রধান ফসল কী? (জ্ঞান)
✅ ধান
[খ] গম
[গ] আখ
[ঘ] সুপারি

৫৮. কোনটি মধ্যম লবণাক্ততাসহিষ্ণু ফসল? (অনুধাবন)
[ক] তুলা
[খ] লেবু
✅ যব
[ঘ] তাল

৫৯. কোনটি লবণাক্ততা সংবেদনশীল ফসল? (অনুধাবন)
✅ আম
[খ] মুগ
[গ] সুপারি
[ঘ] আমড়া

৬০. কোনটি উত্তম লবণাক্ততাসহিষ্ণু ফসল? (অনুধাবন)
[ক] টমেটো
[খ] পিয়াজ
[গ] মরিচ
✅ পালংশাক

৬১. মধ্যম লবণাক্ততাসহিষ্ণু ফসল কোনটি? (অনুধাবন)
[ক] শালগম
[খ] তুলা
[গ] ডালিম
✅ মরিচ

৬২. পিঁয়াজ, লেবু, আম এগুলো কোন ধরনের ফসল? (অনুধাবন)
[ক] উত্তম লবণাক্ততা সহিষ্ণু
✅ লবণাক্ততা সংবেদনশীল
[গ] মধ্যম লবণাক্ততা সহিষ্ণু
[ঘ] দানাদার ফসল

৬৩. লবণাক্ততা সংবেদনশীল ফলের উদাহরণ কোনটি? (অনুধাবন)
[ক] আমড়া
[খ] পেয়ারা
[গ] নারিকেল
✅ স্ট্রবেরি

৬৪. মাটিতে কোনটি বেশি হলে ফসল হয় না? (অনুধাবন)
[ক] সুগার
✅ লবণ
[গ] পুষ্টি
[ঘ] পানি

৬৫. উপকূলীয় অঞ্চলে কোনটি বৃদ্ধি পাচ্ছে? (অনুধাবন)
[ক] পানি
✅ লবণ
[গ] জৈব সার
[ঘ] এসিড

৬৬. লবণাক্ততা সংবেদনশীল কোনটি? (অনুধাবন)
[ক] নারিকেল
[খ] মরিচ
[গ] খেজুর
✅ শিম

৬৭. মধ্যম লবণাক্ততাসহিষ্ণু ফসল কোনটি? (অনুধাবন)
✅ মুগ
[খ] পিঁয়াজ
[গ] বার্লি
[ঘ] তাল

৬৮. লবণাক্ততাসহিষ্ণু স্থানীয় জাতের ধান কোনটি? (অনুধাবন)
[ক] ব্রি ধান ৪০
✅ গাবুরা
[গ] ব্রি ধান ৪৭
[ঘ] ব্রি ধান ৫৩

৬৯. লবণাক্ততাসহিষ্ণু স্থানীয় জাতের ধান কোনটি? (জ্ঞান)
[ক] ব্রিশাইল
✅ রাজাশাইল
[গ] বিআর ১১
[ঘ] বিআর ২৮

৭০. ব্রি ধান ৪৭ কত সালে অনুমোদন লাভ করে? (জ্ঞান)
[ক] ২০০৪
[খ] ২০০৫
✅ ২০০৬
[ঘ] ২০০৭

৭১. ব্রি ধান ৪৭ জাতটি কোন এলাকার জন্য অনুমোদিত হয়? (জ্ঞান)
[ক] খরাপ্রবণ
[খ] বন্যাপ্রবণ
[গ] শৈত্যপ্রবণ
✅ লবণাক্তপ্রবণ

৭২. ব্রি ধান ৪৭ জাতটি কোন অবস্থায় বেশি লবণাক্ততা সহ্য করতে পারে? (জ্ঞান)
✅ চারা
[খ] বয়স্ক
[গ] দানা গঠন
[ঘ] প্রজনন

৭৩. ব্রি ধান ৪৭ জাতের গাছের উচ্চতা কত সে.মি.? (জ্ঞান)
[ক] ১০০
✅ ১০৫
[গ] ১৫২
[ঘ] ১১৫

৭৪. লবণাক্তপ্রবণ এলাকার ব্রি ধান ৪৭ জাতের ধানের জীবনকাল কত দিন? (জ্ঞান)
[ক] ১৫০
[খ] ১৫১
✅ ১৫২
[ঘ] ১৫৩

৭৫. লবণাক্ত পরিবেশে ব্রি ধান ৪৭-এর ফলন হেক্টর প্রতি কত টন? (জ্ঞান)
[ক] ৪.৫
[খ] ৫.০
[গ] ৫.৫
✅ ৬.০

৭৬. ধানের কোন জাতটির রোগ ও পোকামাকড় প্রতিরোধ ক্ষমতা হয়েছে? (জ্ঞান)
[ক] ব্রি ধান ৪৭
[খ] ব্রি ধান ৫৩
[গ] ব্রি ধান ৫৪
✅ বিনা ধান ৮

৭৭. বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে বিনা ধান ৮ জাতটি কত সালে বের হয়? (জ্ঞান)
[ক] ২০০৯
✅ ২০১০
[গ] ২০১১
[ঘ] ২০১২

৭৮. বোরো মৌসুমের জাত বিনা ধান ৮-এর জীবনকাল কত দিন? (জ্ঞান)
[ক] ১২০-১২৫
[খ] ১২৫-১৩০
✅ ১৩০-১৩৫
[ঘ] ১৩৫-১৪০

৭৯. লবণাক্ত এলাকায় বিনা ধান ৮ -এর ফলন হেক্টর প্রতি কত টন? (জ্ঞান)
[ক] ৩.০-৪.০
[খ] ৩.৫-৪.৫
[গ] ৪.০-৫.০
✅ ৪.৫-৫.৫

৮০. ‘সৈকত’ কোন ফসলের জাত? (জ্ঞান)
[ক] গম
✅ আলু
[গ] ছোলা
[ঘ] আখ

৮১. বারি আলু ২২ জাতের আলুর আকার কেমন? (জ্ঞান)
[ক] লম্বা
[খ] খাটো
[গ] গোল ও খাটো
✅ লম্বাটে গোল

৮২. বারি আলু ২২ জাতটির ফলন হেক্টর প্রতি কত টন? (জ্ঞান)
[ক] ২০-২৫
✅ ২৫-৩০
[গ] ৩০-৩৫
[ঘ] ৩৫-৪০

৮৩. বারি মিষ্টিআলু ৬ ও ৭ জাতের আলুর খোসার রং কেমন? (জ্ঞান)
[ক] লাল
[খ] হালকা লাল
[গ] হালকা কমলা
✅ গাঢ় কমলা

৮৪. বারি মিষ্টিআলু ৬ ও ৭ জাতের আলুতে ক্যারোটিন কোন মাত্রায় বিদ্যমান? (জ্ঞান)
[ক] অল্প
✅ মধ্যম
[গ] উচ্চ
[ঘ] তীব্র

৮৫. বারি মিষ্টিআলু ৬ ও ৭ জাতের ফসল সংগ্রহ করতে কত দিন সময় লাগে? (জ্ঞান)
[ক] ১১০-১২৫
[খ] ১১৫-১৩০
✅ ১২০-১৩৫
[ঘ] ১২৫-১৪০

৮৬. সাধারণ পরিবেশে বারি মিষ্টিআলু ৬ ও ৭ এর ফলন হেক্টর প্রতি কত টন? (জ্ঞান)
[ক] ২৫-৩০
[খ] ৩০-৩৫
[গ] ৩৫-৪০
✅ ৪০-৪৫

৮৭. লবণাক্ততাসহিষ্ণু আলু কোনটি? (জ্ঞান)
✅ বারি আলু ২২ (সৈকত)
[খ] গোলআলু
[গ] মিষ্টিআলু
[ঘ] বারি আলু ২০

৮৮. বারি মিষ্টিআলু ৬ ও ৭ কী আছে? (জ্ঞান)
[ক] অতিরিক্ত ক্যারোটিন
[খ] প্রোটিন
✅ মধ্যম মাত্রায় ক্যারোটিন
[ঘ] উচ্চ পটাসিয়াম

৮৯. লবণাক্ত পরিবেশে বারি মিষ্টিআলু ৬ ও ৭-এর ফলন হেক্টর প্রতি কত টন? (জ্ঞান)
✅ ১৮-২০
[খ] ২০-২২
[গ] ২২-২৪
[ঘ] ২৪-২৬

৯০. বারি সরিষা ১০ জাতের সরিষা গাছের উচ্চতা কত সে.মি.? (জ্ঞান)
[ক] ৭০-৯০
✅ ৮০-১০০
[গ] ৯০-১১০
[ঘ] ১০০-১২০

৯১. বারি সরিষা ১০ জাতের গাছের জীবনকাল কত দিন? (জ্ঞান)
[ক] ৭৫-৮০
[খ] ৮০-৮৫
✅ ৮৫-৯০
[ঘ] ৯০-৯৫

৯২. বারি সরিষা ১০ লবণাক্ততার পাশাপাশি কী সহ্য করতে পারে? (জ্ঞান)
[ক] তাপমাত্রা
[খ] বন্যা
✅ খরা
[ঘ] অধিক শৈত্যতা

৯৩. বারি সরিষা ১০ এর ফলন হেক্টর প্রতি কত টন? (জ্ঞান)
[ক] ১.০-১.২
✅ ১.২-১.৪
[গ] ১.৪-১.৬
[ঘ] ১.৬-১.৮

৯৪. দ্রুত বর্ধনশীল ও আগাম পরিপক্বতা গুণসম্পন্ন আখের জাত কোনটি? (জ্ঞান)
[ক] ঈশ্বরদী ৩৭
[খ] ঈশ্বরদী ৩৮
[গ] ঈশ্বরদী ৩৯
✅ ঈশ্বরদী ৪০

৯৫. ঈশ্বরদী-৪০-এর অঞ্চলভেদে ফলন হেক্টর প্রতি কত টন? (জ্ঞান)
[ক] ৭৫-৮৫
[খ] ৮০-৯০
✅ ৮৫-৯৫
[ঘ] ৯০-১০০

৯৬. ভবদহ এলাকা কোথায়? (জ্ঞান)
[ক] বরিশাল-ঝালকাঠি
✅ খুলনা-যশোর
[গ] বরগুনা-পটুয়াখালী
[ঘ] ফরিদপুর-খুলনা

৯৭. জলোচ্ছ্বাসজনিত বন্যায় দেশের কোন অঞ্চল বেশি প্লাবিত হয়? (জ্ঞান)
[ক] মধ্যাঞ্চল
✅ উপকূলীয় অঞ্চল
[গ] পূর্বাঞ্চল
[ঘ] উত্তরাঞ্চল

৯৮. দেশের বিস্তৃত বন্যাপ্রবণ এলাকার প্রধান ফসল কোনটি? (জ্ঞান)
[ক] পাট
[খ] আখ
✅ ধান
[ঘ] চা

৯৯. বন্যা সহিষ্ণু স্থানীয় জাতের গভীর পানির আমন ধানের জাত কোনটি? (জ্ঞান)
[ক] ব্রিশাইল
[খ] কিরণ
[গ] দিশারী
✅ ফুলকড়ি

১০০. বাজাইল ও ফুলকড়ি জাতের ধান দিনে কত সে.মি. পর্যন্ত বাড়তে পারে? (জ্ঞান)
[ক] ১৫
[খ] ২০
✅ ২৫
[ঘ] ৩০

১০১. বাজাইল ও ফুলকড়ি জাতের ধান কত মিটার গভীরতায়ও বাঁচতে পারে? (জ্ঞান)
[ক] ৩.০
[খ] ৩.৫
✅ ৪.০
[ঘ] ৪.৫

১০২. ব্রি ধান ৪৪ জাতের ধান কত সে.মি. উচ্চতার প্লাবন সহ্য করতে পারে? (জ্ঞান)
[ক] ৩৫
[খ] ৪০
[গ] ৪৫
✅ ৫০

১০৩. নাবী জাতের আমন ধান কোনটি? (জ্ঞান)
[ক] বি আর ১১
✅ বি আর ২২
[গ] বি আর ২৬
[ঘ] বি আর ২৮

১০৪. কিরণ ও দিশারী জাত দুটো বন্যার পানি নেমে যাওয়ার পর আশ্বিনের কত তারিখ পর্যন্ত রোপণ করা যায়? (জ্ঞান)
[ক] ৫
[খ] ১০
✅ ১৫
[ঘ] ২০

১০৫. জোয়ার-ভাটা অঞ্চলে কিরণ ও দিশারী জাতের চারা কত দিনের মধ্যে রোপণ করা যায়? (জ্ঞান)
[ক] ৩০-৪০
✅ ৪০-৫০
[গ] ৫০-৬০
[ঘ] ৬০-৭০

১০৬. ব্রি ধান ৫১ জাতটি কত সালে অনুমোদন লাভ করে? (জ্ঞান)
[ক] ২০০৯
✅ ২০১০
[গ] ২০১১
[ঘ] ২০১২

১০৭. ব্রি ধান ৫১ জাতটির চারা রোপণের এক সপ্তাহ পর বন্যাকবলিত হলেও কতদিন পর্যন্ত বেঁচে থাকে? (জ্ঞান)
[ক] ৫-১০
✅ ১০-১৪
[গ] ২৫-২০
[ঘ] ২০-২৫

১০৮. বন্যামুক্ত পরিবেশে ব্রি ধান ৫১ এবং ৫২ জাতের জীবনকাল কত দিন? (জ্ঞান)
[ক] ১৩০-১৩৫
[খ] ১৩৫-১৪০
✅ ১৪০-১৪৫
[ঘ] ১৪৫-১৫০

১০৯. ব্রি ধান ৫১ এবং ৫২ জাতটি বন্যামুক্ত পরিবেশে হেক্টর প্রতি কত টন ফলন দেয়? (জ্ঞান)
[ক] ৪.০-৪.৫
✅ ৪.৫-৫.০
[গ] ৫.০-৫.৫
[ঘ] ৫.৫-৬.০

১১০. ব্রি ধান ৫১ এবং ৫২ জাতটি বন্যাকবলিত হলে এর জীবনকাল কত দিন হয়? (জ্ঞান)
[ক] ১৪০-১৪৫
[খ] ১৪৫-১৫০
[গ] ১৫০-১৫৫
✅ ১৫৫-১৬০

১১১. বন্যাকবলিত হলে ব্রি ধান ৫১ এবং ৫২-এর ফলন হেক্টর প্রতি কত টন? (জ্ঞান)
✅ ৪.০-৪.৫
[খ] ৪.৫-৫.০
[গ] ৫.০-৫.৫
[ঘ] ৫.৫-৬.০

১১২. ব্রি ধান ৫২ জাতটি চাষাবাদের জন্য কত সালে অনুমোদন লাভ করে? (জ্ঞান)
[ক] ২০০৮
[খ] ২০০৯
✅ ২০১০
[ঘ] ২০১১

১১৩. ব্রি ধান ৫২ জাতের চারা রোপণের এক সপ্তাহ পর কত দিন পানির নিচে ডুবে থাকতে পারে? (জ্ঞান)
[ক] ১০-১২
[খ] ১১-১৩
✅ ১০-১৪
[ঘ] ১৩-১৫

১১৪. বন্যা বা জলাবদ্ধতাসহিষ্ণু ঈশ্বরদী ৩২ জাতের ফলন হেক্টর প্রতি কত টন? (জ্ঞান)
[ক] ১০১
[খ] ১০২
[গ] ১০৩
✅ ১০৪

১১৫. ঈশ্বরদী ৩৮ জাতটির ফলন হেক্টর প্রতি কত টন? (জ্ঞান)
[ক] ১১০
[খ] ১১১
[গ] ১১২
✅ ১১৩

১১৬. জলাবদ্ধতা সহ্য করতে পারে নিচের কোন ফসলটি? (জ্ঞান)
[ক] ব্রি ধান ৫৬
[খ] ব্রি ধান ৫৭
[গ] পাবনাই
✅ বট কেনাফ

১১৭. কেনাফ ৩-এর ফলন হেক্টর প্রতি কত টন? (জ্ঞান)
✅ ৩.৫
[খ] ৪.০
[গ] ৪.৫
[ঘ] ৫.০

১১৮. বাংলাদেশের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য কোনটি? (জ্ঞান)
[ক] প্রচুর তাপ
[খ] প্রচুর বৃষ্টিপাত
[গ] মধ্যম শীতকাল
✅ সমভাবাপন্ন

১১৯. কৃষি উৎপাদন পরিকল্পনা প্রণয়ন করা হয় কোনটির উপর ভিত্তি করে? (অনুধাবন)
[ক] জলবায়ু
✅ কৃষি জলবায়ু
[গ] আবহাওয়া
[ঘ] কৃষি আবহাওয়া

১২০. বিজেআরআই (কেনাফ ৩) কোন প্রতিষ্ঠান উদ্ভাবন করে? (জ্ঞান)
[ক] বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট
✅ বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট
[গ] বাংলাদেশ বীজ বোর্ড
[ঘ] বাংলাদেশ পাট মিল কর্পোরেশন

SSC কৃষিশিক্ষা mcq ❤ বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১২১. জলবায়ু পরিবর্তনের প্রভাব হলো- (উচ্চতর দক্ষতা)
i. অতি শৈত্য বা কম শৈত্য পড়া
ii. গ্রীষ্মকালে অতি নিম্ন তাপমাত্রা
iii. জলাবদ্ধতা বা বন্যা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১২২. শৈত্য বেশি পড়লে ক্ষতি হওয়া ফসল হলো- (অনুধাবন)
i. রোপা আমন
ii. বোরো ধান
iii. গম

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১২৩. আমন ধানের পরাগায়ণ বাধাগ্রস্ত হয়- (অনুধাবন)
i. বায়ুপ্রবাহ ঠিকমতো না হলে
ii. তাপমাত্রা কমে গেলে
iii. সঠিক সময়ে চারা রোপণ না করলে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

১২৪. ব্রি ধান ৫৫ ধানটির বৈশিষ্ট্য হলো- (অনুধাবন)
i. মাঝারি শৈত্য সহ্য করতে পারে
ii. মাঝারি লবণাক্ততা সহ্য করতে পারে
iii. খরাসহিষ্ণু

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১২৫. ব্রি ধান ৫৫- (অনুধাবন)
i. অতি শৈত্যপ্রবণ অঞ্চলেও চাষ করা যায়
ii. আউশ মৌসুমেও চাষ করা যায়
iii. মাঝারি মাত্রার খরা সহ্য করতে পারে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১২৬. মৃত্তিকা পানির ঘাটতি হয়- (অনুধাবন)
i. অনাবৃষ্টির জন্য
ii. বৃষ্টিপাতের স্বল্পতার জন্য
iii. লবণাক্ততার জন্য

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১২৭. খরাসহিষ্ণু ফসলের বৈশিষ্ট্য হলো- (উচ্চতর দক্ষতা)
i. মূল খুব দৃঢ়
ii. মূল শাখাপ্রশাখাযুক্ত
iii. গভীরমূলী ও সরু পাতাযুক্ত

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১২৮. ব্রি ধান ৫৭- (অনুধাবন)
i. খরাসহিষ্ণু
ii. খরা এড়াতে পারে
iii. লবণাক্ততাসহিষ্ণু

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১২৯. খরাসহিষ্ণু টমেটোর জাত- (অনুধাবন)
i. বারি হাইব্রিড টমেটো-৩
ii. বারি হাইব্রিড টমেটো-৫
iii. বারি হাইব্রিড টমেটো-৪

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৩০. জীবনকাল কম সম্পন্ন খরা সহ্যকারী জাত- (অনুধাবন)
i. ব্রি ধান ৫৫
ii. ব্রি ধান ৫৬
iii. ব্রি ধান ৫৭

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

১৩১. খরাসহিষ্ণু আখের জাত হচ্ছে- (অনুধাবন)
i. ঈশ্বরদী ৩৩
ii. ঈশ্বরদী ৩৫
iii. ঈশ্বরদী ৩৮

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৩২. উত্তম লবণাক্ততাসহিষ্ণু উদ্ভিদ হচ্ছে- (অনুধাবন)
i. বার্লি
ii. খেজুর
iii. মসুর

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৩৩. মধ্যম লবণাক্ততা সহিষ্ণু উদ্ভিদ হচ্ছে- (অনুধাবন)
i. তুলা
ii. মটর
iii. পেয়ারা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

১৩৪. লবণাক্ততা সংবেদনশীল উদ্ভিদ হচ্ছে- (অনুধাবন)
i. শিম
ii. লেবু
iii. মরিচ

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৩৫. লবণাক্ততাসহিষ্ণু ধানের জাত হচ্ছে- (অনুধাবন)
i. ব্রি ধান ৪৭
ii. ব্রি ধান ৫৩
iii. ব্রি ধান ৫৪

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৩৬. বিনা ধান ৮- (অনুধাবন)
i. রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন
ii. আমন মৌসুমে চাষ করা যায়
iii. লবণাক্ত এলাকার চাষ করা হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৩৭. বারি আলু ২২ হচ্ছে- (অনুধাবন)
i. আলুর লবণাক্ততাসহিষ্ণু জাত
ii. আলুর খরাসহিষ্ণু জাত
iii. লাল রঙের

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৩৮. স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে- (অনুধাবন)
i. খুলনা
ii. ভবদহ
iii. বাগেরহাট

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৩৯. নাবী জাতের আমন ধান- (অনুধাবন)
i. জোয়ার-ভাটা অঞ্চলে চাষ করা হয়
ii. কিছুটা লবণাক্ততাসহিষ্ণু
iii. যেকোনো সময় চাষ করা যায়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৪০. আমন মৌসুমের জন্য অনুমোদিত ব্রি ধান ৫১ জাতের- (অনুধাবন)
i. চাষ করা হয় দেশের উত্তর-পূর্বাঞ্চলে
ii. গাছের উচ্চতা ১১৬ সে.মি.
iii. চারার বন্যা সহ্য ক্ষমতা বেশি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৪১. বন্যা সহিষ্ণু স্থানীয় জাতের গভীর পানির আমন ধানের মধ্যে রয়েছে- (অনুধাবন)
i. বাজাইল
ii. ফুলকড়ি
iii. দিশারী

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৪২. বন্যাসহিষ্ণু আখের জাত- (অনুধাবন)
i. ঈশ্বরদী ৩২
ii. ঈশ্বরদী ৩৮
iii. ঈশ্বরদী ৪০

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৪৩. উচ্চফলনশীল ধানের জাত ব্রি ধান ৫২- (অনুধাবন)
i. খরাপ্রবণ এলাকার জন্য অনুমোদিত
ii. দেশের উত্তর-পূর্বাঞ্চলে চাষ করা হয়
iii. বন্যাকবলিত হলে জীবনকাল বেড়ে যায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

১৪৪. ঈশ্বরদী ৩৮- (অনুধাবন)
i. জাতটির দৈহিক বৃদ্ধি তাড়াতাড়ি হয়
ii. ভয়াবহ বন্যাতেও ক্ষতিগ্রস্ত হয় না
iii. এর পরিপক্বতা একটু দেরিতে হয়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৪৫. বিজেআরআই কেনাফ ৩(অনুধাবন)
i. আঁশজাতীয় ফসল
ii. বন্যাসহিষ্ণু ফসল
iii. কৃষি গবেষণা ইনস্টিটিউট দ্বারা উদ্ভাবিত

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৪৬. কেনাফ পাটের মতো এক ধরনের আঁশ ফসল। এর একটি জাত বিজেআরআই কেনাফ ৩; এর বৈশিষ্ট্য হলো- (প্রয়োগ)
i. পাতা অখণ্ড
ii. ফলন হেক্টর প্রতি ৩.৫
iii. পাতা বটপাতার মতো

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

SSC কৃষিশিক্ষা mcq ❤ অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ১৪৭ ও ১৪৮ নং প্রশ্নের উত্তর দাও :
ফোরকান সাহেব তার জমিতে আমন ধান চাষ করতে চান। এবার খরা হওয়ার সমূহ সম্ভাবনা আছে বিধায় উপর্যুক্ত ব্যবস্থা নিয়ে খরাসহ্যকারী জাতের ধান চাষ করলেন।[বরিশাল জিলা স্কুল]

১৪৭. কোন জাতের ধানটি ফোরকান সাহেবের চাষ করা উচিত? (প্রয়োগ)
[ক] ব্রি ধান ৩২
[খ] ব্রি ধান ৩৪
[গ] বি আর ৫৩
✅ বি আর ৫৬

১৪৮. মাটির আর্দ্রতা রক্ষায় খরা মৌসুমে তার করণীয় হলো- (উচ্চতর দক্ষতা)
i. জমিতে অগভীর চাষ দিতে হবে
ii. চাষ দেওয়ার পর জমি ফেলে রাখতে হবে
iii. শুকনো খড় বা লতাপাতা দিয়ে মাটি ঢেকে দিতে হবে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ১৪৯ ও ১৫০ নং প্রশ্নের উত্তর দাও :
বাংলাদেশে প্রায় প্রতিবছর বন্যা হয়। আবার কিছু অঞ্চলে স্থায়ী জলাবদ্ধতা দেখা দিয়েছে। এই সমস্যা থেকে রক্ষায় বন্যাসহিষ্ণু ধানের চাষ বৃদ্ধি পেয়েছে?

১৪৯. বন্যাসহিষ্ণু ধান কোনটি? (প্রয়োগ)
[ক] ব্রি ধান-২৯
[খ] ব্রি ধান-৩২
[গ] বি আর-১১
✅ বি আর-২২

১৫০. দেশে বন্যার কারণ হলো- (উচ্চতর দক্ষতা)
i. অতি বৃষ্টি ও নদীবাহিত পানি
ii. পাহাড়ি ঢল
iii. জলোচ্ছ্বাস

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ১৫১ ও ১৫২ নং প্রশ্নের উত্তর দাও :
আনিস বাংলাদেশের উত্তরাঞ্চলে বাস করে। প্রতিবছর তার এলাকায় খরা দেখা দেয়।

১৫১. আনিসের এলাকার ফসল কোনটি? (প্রয়োগ)
✅ অড়হড়
[খ] পাট
[গ] গোলআলু
[ঘ] টমেটো

১৫২. আনিসের এলাকায় আবাদের জন্য কৃষি বিভাগ কর্তৃক উদ্ভাবিত জাত হলো- (উচ্চতর দক্ষতা)
i. বি আর ৫৬
ii. বি আর ৫৭
iii. বি আর ৫৮

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

দ্বিতীয় পরিচ্ছেদ : জলবায়ু পরিবর্তন ও কৃষিক্ষেত্রে প্রভাব [পৃষ্ঠা-৭৩]

SSC কৃষিশিক্ষা mcq ❤ সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৫৩. জলবায়ু পরিবর্তনে বিশ্বের সবচেয়ে বিপদাপন্ন দেশ কোনটি? (জ্ঞান)
✅ বাংলাদেশ
[খ] ভারত
[গ] চীন
[ঘ] নরওয়ে

১৫৪. ভৌগোলিক অবস্থান ও ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের কারণে পৃথিবীর অন্যতম দুর্যোগপ্রবণ দেশ কোনটি? (জ্ঞান)
[ক] নরওয়ে
[খ] কোরিয়া
✅ বাংলাদেশ
[ঘ] ভারত

১৫৫. বায়ুমণ্ডলে কোন উপাদানটির বৃদ্ধির ফলে জলবায়ু পরিবর্তন প্রকৃতিতে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করছে? (জ্ঞান)
[ক] চাপ
[খ] ঘনত্ব
✅ তাপমাত্রা
[ঘ] আর্দ্রতা

১৫৬. বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধির কারণ কী? (জ্ঞান)
✅ যান্ত্রিক সভ্যতা
[খ] পরিমিত বৃষ্টিপাত
[গ] আর্দ্রতা
[ঘ] বৃক্ষরোপণ

১৫৭. বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বৃৃদ্ধির ফলে কোনটি বেড়েই চলেছে? (জ্ঞান)
[ক] বায়ুর চাপ
[খ] বায়ুর ঘনত্ব
[গ] আর্দ্রতা
✅ বৈশ্বিক তাপমাত্রা

১৫৮. জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের কত কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হবে বলে জাতিসংঘের মানব উন্নয়ন রিপোর্টে বলা হয়েছে? (জ্ঞান)
[ক] ৩
[খ] ৫
[গ] ৬
✅ ৭

১৫৯. ভৌগোলিক অবস্থান এবং ভূ-প্রাকৃতিক বৈশিষ্ট্যের কারণে কোন দেশটি আগে থেকেই পৃথিবীর একটি অন্যতম দুর্যোগপ্রবণ দেশ হিসেবে বিবেচিত? (জ্ঞান)
[ক] জাপান
[খ] ভারত
✅ বাংলাদেশ
[ঘ] ইরান

১৬০. বর্তমানে দুর্যোগের মাত্রা বৃদ্ধির কারণ কোনটি? (জ্ঞান)
✅ জলবায়ু পরিবর্তন
[খ] বায়ু প্রবাহের পরিবর্তন
[গ] বন্যা বৃদ্ধি
[ঘ] জনসংখ্যা বৃদ্ধি

১৬১. বাংলাদেশের গড় বার্ষিক তাপমাত্রা ১৯৮৫-১৯৯৮ সালের মধ্যে নভেম্বর মাসে কত ডিগ্রি বৃদ্ধি পেয়েছে? (জ্ঞান)
[ক] ০.২৫
✅ ০.৫
[গ] ০.৭৫
[ঘ] ১.০

১৬২. বাংলাদেশের ৮ লাখ ৩০ হাজার হেক্টর জমিতে কিরূপ প্রতিকূলতা দেখা দিয়েছে? (জ্ঞান)
[ক] খরা
[খ] বন্যা
[গ] শৈত্য
✅ লবণাক্ততা

১৬৩. বাংলাদেশের কোথায় ঘূর্ণিঝড়ের সংখ্যা বেড়েছে? (জ্ঞান)
[ক] মেঘনা নদীতে
✅ বঙ্গপোসাগরে
[গ] পদ্মা নদীতে
[ঘ] চাঁদপুরের মোহনায়

১৬৪. জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ কী? (জ্ঞান)
[ক] জলোচ্ছ্বাস
[খ] ঘূর্ণিঝড়
✅ পৃথিবীতে তাপমাত্রা
[ঘ] বন্যা

১৬৫. শীতকালে তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে ধান চিটা হয়? (জ্ঞান)
✅ ১০
[খ] ২০
[গ] ৩০
[ঘ] ৩২

১৬৬. সমুদ্রের লোনা পানি নদীপথে দেশের অভ্যন্তরে কত কি.মি. পর্যন্ত প্রবেশ করেছে? (জ্ঞান)
[ক] ৬০
[খ] ৮০
✅ ১০০
[ঘ] ১২০

১৬৭. কোনটির ফলে বাংলাদেশে উফশী ধানের ফলন কমে যাবে? (জ্ঞান)
[ক] লবণাক্ততা বৃদ্ধি
[খ] বায়ুরচাপ বৃদ্ধি
[গ] তাপমাত্রা হ্রাস
✅ তাপমাত্রা বৃদ্ধি

১৬৮. তাপমাত্রা বৃদ্ধির ফলে কোন ফসলের রোগ আক্রমণ বেড়ে যাবে? (জ্ঞান)
[ক] ধান
✅ গম
[গ] ভুট্টা
[ঘ] পাট

১৬৯. দেশের তাপমাত্রা বর্তমানের চেয়ে আর কত বৃদ্ধি পেলে গম চাষ সম্ভব হবে না? (জ্ঞান)
[ক] ১ ডিগ্রি সেলসিয়াস
✅ ২ ডিগ্রি সেলসিয়াস
[গ] ৩ ডিগ্রি সেলসিয়াস
[ঘ] ৪ ডিগ্রি সেলসিয়াস

১৭০. কখন ধানগাছ বেশি কাতর থাকে? (জ্ঞান)
[ক] ফুল ফোটার আগে
✅ ফুল ফোটার সময়
[গ] ধান বের হলে
[ঘ] ধান পাকলে

১৭১. ফসলের বৃদ্ধি পর্যায়ে কিসের অভাবে মাটিতে পানি শূন্যতা সৃষ্টি হয়? (জ্ঞান)
✅ গড় বৃষ্টিপাত
[খ] সূর্যালোক
[গ] তাপ
[ঘ] আলো

১৭২. আমাদের দেশে প্রতি বছর কত লাখ হেক্টর জমি বিভিন্ন মাত্রার খরায় কবলিত হয়? (জ্ঞান)
[ক] ২০-৩০
[খ] ২৫-৩৫
✅ ৩০-৪০
[ঘ] ৩৫-৪৫

১৭৩. কোন সময়ের খরা জমি তৈরিতে সমস্যা করে? (জ্ঞান)
[ক] ফেব্রুয়ারি-মার্চ
✅ মার্চ-এপ্রিল
[গ] মে-জুন
[ঘ] জুলাই-আগস্ট

১৭৪. বাংলাদেশে তীব্র খরা হয় কোন জেলায়? (জ্ঞান)
[ক] টাঙ্গাইল
✅ দিনাজপুর
[গ] যশোর
[ঘ] বরিশাল

১৭৫. ফসলের ক্ষতির মাত্রার উপর নির্ভর করে খরাকে কয় ভাগে ভাগ করা হয়? (জ্ঞান)
[ক] দুই
✅ তিন
[গ] চার
[ঘ] পাঁচ

১৭৬. তীব্র খরায় কত ভাগ ফলন ঘাটতি হয়? (জ্ঞান)
[ক] ৬০-৮০
[খ] ৬৫-৮৫
✅ ৭০-৯০
[ঘ] ৭৫-৯৫

১৭৭. মাঝারি খরায় কত ভাগ ফলন ঘাটতি হয়? (জ্ঞান)
[ক] ২৫-৫৫
[খ] ৩০-৬০
[গ] ৩৫-৪৫
✅ ৪০-৭০

১৭৮. সাধারণ খরায় কত ভাগ ফলন ঘাটতি হয়? (জ্ঞান)
[ক] ১০-৩৫
✅ ১৫-৪০
[গ] ২০-৪৫
[ঘ] ২৫-৫০

১৭৯. ফসল উৎপাদন মৌসুমের উপর ভিত্তি করে খরাকে কয় ভাগে ভাগ করা যায়? (জ্ঞান)
[ক] দুই
✅ তিন
[গ] চার
[ঘ] পাঁচ

১৮০. জলবায়ু পরিবর্তনের কারণে দেশের কোন অঞ্চলে খরার তীব্রতা বৃদ্ধি পাচ্ছে? (জ্ঞান)
[ক] উত্তর-পূর্বাঞ্চলে
[খ] দক্ষিণ-পূর্বাঞ্চল
✅ দক্ষিণ-পশ্চিমাঞ্চল
[ঘ] উত্তর-পশ্চিমাঞ্চল

১৮১. লবণাক্ততায় আক্রান্ত জেলা কোনটি? (জ্ঞান)
✅ সাতক্ষীরা
[খ] ভোলা
[গ] কুষ্টিয়া
[ঘ] নড়াইল

১৮২. বর্তমানে লবণাক্ততা আক্রান্ত জমির পরিমাণ কত লাখ হেক্টর? (জ্ঞান)
[ক] ১০.২০
[খ] ১০.৩৬
[গ] ১০.৪৬
✅ ১০.৫৬

১৮৩. বর্তমানে ১৬.৮৯ লাখ হেক্টর উপকূলীয় জমির শতকরা কত ভাগ বিভিন্ন মাত্রার লবণাক্ততায় আক্রান্ত? (জ্ঞান)
[ক] ৬০.৪২
[খ] ৬১.৫২
✅ ৬২.৫২
[ঘ] ৬৩.৫৩

১৮৪. লবণাক্ততার মাত্রার উপর ভিত্তি করে লবণাক্ততা আক্রান্ত মাটিকে কত ভাগে ভাগ করা হয়েছে? (জ্ঞান)
[ক] ২
[খ] ৩
[গ] ৪
✅ ৫

১৮৫. উপকূলীয় এলাকার শতকরা প্রায় কত ভাগ জমি বিভিন্ন মাত্রায় প্লাবিত হয়? (জ্ঞান)
[ক] ৪০
✅ ৫০
[গ] ৬০
[ঘ] ৭০

১৮৬. উপকূলীয় এলাকায় বি আর ২৩, ব্রি ধান ৪০, ব্রি ধান ৪১ জাত কোন মৌসুমে চাষ করতে হবে? (জ্ঞান)
[ক] ইরি
[খ] বোরো
✅ আমন
[ঘ] আউশ

১৮৭. উপকূলীয় এলাকায় ব্রি ধান ৪৭, বিনা ধান ৮ জাত কোন মৌসুমে চাষ করা যায়? (জ্ঞান)
[ক] ইরি
✅ বোরো
[গ] আমন
[ঘ] আউশ

১৮৮. প্রতিবছর দেশের শতকরা কত ভাগ জমি বন্যার কারণে বিভিন্ন মাত্রায় প্লাবিত হয়? (জ্ঞান)
✅ ২৫
[খ] ৩০
[গ] ৩৫
[ঘ] ৪০

১৮৯. আমাদের দেশে কোন সময় বন্যা হয় থাকে? (জ্ঞান)
[ক] এপ্রিল-আগস্ট
✅ মে-সেপ্টেম্বর
[গ] জুন-সেপ্টেম্বর
[ঘ] জুলাই-অক্টোবর

১৯০. দেশের মোট উৎপাদিত দানা শস্যের কত ভাগের বেশি বন্যার সময় উৎপাদিত হয়? (জ্ঞান)
[ক] ৪০
[খ] ৫০
✅ ৬০
[ঘ] ৭০

১৯১. ঝড়-জলোচ্ছ্বাসজনিত বন্যা দেশের কোন অঞ্চলের ব্যাপক ক্ষতি করে? (জ্ঞান)
[ক] দক্ষিণ-পশ্চিমাঞ্চল
[খ] উত্তর-পশ্চিমাঞ্চল
[গ] মধ্যাঞ্চল
✅ উপকূলীয়

১৯২. দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রায় কত হাজার বর্গ কি.মি. ঢল বন্যাপ্রাবণ? (জ্ঞান)
[ক] তিন
✅ চার
[গ] পাঁচ
[ঘ] ছয়

১৯৩. ২০০২ সালে চট্টগ্রাম ও কক্সবাজার জেলার কতটি উপজেলায় ঢল বন্যায় অসংখ্য ঘরবাড়ি ও ফসল ক্ষতিগ্রস্ত হয়? (জ্ঞান)
[ক] ১০
✅ ১২
[গ] ১৪
[ঘ] ১৫

১৯৪. ব্রি ধান ২৮, ব্রি ধান ৪৫ জাতের ধান কোন জাতের আগে পাকে? (জ্ঞান)
✅ ব্রি ধান ২৯
[খ] ব্রি ধান ৪৭
[গ] ব্রি ধান ৫৩
[ঘ] ব্রি ধান ৫৪

১৯৫. নাবী জাতের ধান দেশের কোন অঞ্চলে চাষ করতে হবে? (জ্ঞান)
[ক] উপকূলীয়
✅ মধ্যাঞ্চল
[গ] পূর্বাঞ্চল
[ঘ] দক্ষিণাঞ্চল

১৯৬. কোনটি নাবী জাতের ধান? (জ্ঞান)
✅ ব্রি ধান ৪৬
[খ] ব্রি ধান ৪৭
[গ] ব্রি ধান ৫৬
[ঘ] ব্রি ধান ৫৭

SSC কৃষিশিক্ষা mcq ❤ বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৯৭. বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বাড়ছে, কারণ- (অনুধাবন)
i. অধিক বৃষ্টিপাত
ii. বৃক্ষ নিধন
iii. কলকারখানার প্রসার

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

১৯৮. কার্বন ডাইঅক্সাইডের বৃদ্ধিতে ফসলের গ্রহণ ক্ষমতা হ্রাস পায়- (অনুধাবন)
i. নাইট্রোজেন
ii. আয়রন
iii. জিঙ্ক

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৯৯. বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির কারণ- (অনুধাবন)
i. কয়লার যথেচ্ছ ব্যবহার
ii. শীতের প্রখর সূর্যালোক
iii. বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২০০. জলবায়ু পরিবর্তনের ফল হলো- (অনুধাবন)
i. অনিয়মিত ও অসময়ে বৃষ্টিপাত
ii. শুষ্ক মৌসুমে অধিক বৃষ্টিপাত
iii. কুয়াশা ও শিলা বৃষ্টি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২০১. জলবায়ু পরিবর্তনের ফলে- (অনুধাবন)
i. বর্ষাকালে সমুদ্রের লোনা পানি দেশের অভ্যন্তরে ঢুকছে
ii. দেশের গড় বার্ষিক তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে
iii. বন্যা ভয়াবহ রূপ নিচ্ছে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

২০২. জলবায়ু পরিবর্তনের প্রভাব হলো- (অনুধাবন)
i. অতি শৈত্য বা অতি গরম
ii. গ্রীষ্মকালে উচ্চ তাপমাত্রা
iii. জলাবদ্ধতা বা বন্যা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২০৩. জলবায়ু পরিবর্তনের কারণে বন্যার- (অনুধাবন)
i. তীব্রতা বৃদ্ধি পেয়েছে
ii. স্থায়িত্ব বৃদ্ধি পেয়েছে
iii. ঘনত্ব বৃদ্ধি পেয়েছে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২০৪. দেশের বন্যার কারণ হলো- (অনুধাবন)
i. অতিবৃষ্টি ও নদীবাহিত পানি
ii. পাহাড়ি ঢল
iii. জলোচ্ছ্বাস

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২০৫. শুষ্ক মৌসুমে- (অনুধাবন)
i. বৃষ্টিপাত কম হয়
ii. পানির স্তর নিচে থেমে যায়
iii. মাটি রসালো হয়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২০৬. বোরো ধানের ফলন বৃদ্ধির সম্ভাবনা নষ্ট হয়- (অনুধাবন)
i. CO₂ বৃদ্ধির ফলে
ii. তাপমাত্রা হ্রাস পেলে
iii. পানির অভাবে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

২০৭. নিম্নতাপমাত্রার ফলে- (অনুধাবন)
i. ফসলের জীবনকালে বৃদ্ধি পায়
ii. ফসলের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়
iii. ফসলের জীবনকাল হ্রাস পায়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২০৮. যে কারণে কৃষিক্ষেত্রে খরার প্রভাব দেখা দেয়- (অনুধাবন)
i. কম বৃষ্টিপাত
ii. অধিক হারে মাটি হতে পানি বাষ্পীভূত
iii. অধিক সেচ

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২০৯. খরাপ্রবণ এলাকায় ফসলের ফলন নির্ভর করে- (অনুধাবন)
i. খরার তীব্রতা
ii. খরার স্থিতিকাল
iii. ফসলের বৃদ্ধি পর্যায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২১০. খরাতে খাপখাওয়ানোর কৌশল হিসেবে করতে হবে- (অনুধাবন)
i. চাষ পদ্ধতির পরিবর্তন
ii. জাবড়া প্রয়োগ
iii. কম পানি লাগে এমন ফসলের চাষ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২১১. দেশের বিভিন্ন খরাপ্রবণ এলাকার মধ্যে- (অনুধাবন)
i. দিনাজপুর ও বগুড়া অঞ্চল তীব্র খরাপ্রবণ এলাকা
ii. কুষ্টিয়া ও মেঘনার পলল ভূমি এলাকা মাঝারি খরাপ্রবণ এলাকা
iii. দিনাজপুর ও যশোর জেলার কিছু অংশ মাঝারি খরাপ্রবণ এলাকা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২১২. খরাপ্রবণ এলাকায়- (অনুধাবন)
i. আলু চাষ বিলম্বিত হয়
ii. চাষ পদ্ধতি পরিবর্তন করতে হয়
iii. তেল ফসল চাষ করা যায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২১৩. মাটিতে লবণের পরিমাণ বেড়ে যায়- (অনুধাবন)
i. প্রবল জোয়ারের কারণে
ii. ঝড়ের কারণে
iii. অতি শৈত্যের কারণে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC কৃষিশিক্ষা mcq ❤ অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ২১৪ ও ২১৫ নং প্রশ্নের উত্তর দাও :
 ১৯৮৩ সালে ভবদহ এলাকায় স্থায়ী জলাবদ্ধতায় মানুষ ফসল উৎপাদনে নানা সমস্যায় পড়ে এবং ঘরবাড়ি হারায়।

২১৪. ভবদহে কত হেক্টর জমি জলাবদ্ধতায় পড়ে? (প্রয়োগ)
[ক] ২ হাজার
[খ] ৪ হাজার
✅ ৮ হাজার
[ঘ] ১০ হাজার

২১৫. স্থায়ী জলাবদ্ধতার কারণ হলো- (উচ্চতর দক্ষতা)
i. স্লুইস গেট নির্মাণ
ii. জোয়ারের লবণাক্ত ঘোলা পানি
iii. পলি জমে নদী ভরাট

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ২১৬ ও ২১৭ নং প্রশ্নের উত্তর দাও :
আরিফ সাহেবের বাড়ি সুনামগঞ্জ জেলায়। প্রায় প্রতিবছর তাঁর এলাকার হাজার হাজার একর জমির পাকা ধান ক্ষতিগ্রস্ত হয়।

২১৬. উল্লিখিত জেলা কোন ধরনের বন্যার শিকার হয়? (প্রয়োগ)
[ক] জলোচ্ছ্বাসজনিত
[খ] নদীবাহিত ও বৃষ্টিজনিত
✅ ঢলজনিত
[ঘ] অতিবৃষ্টিজনিত

২১৭. আরিফ সাহেব ক্ষতির হাত থেকে রক্ষা পেত- (উচ্চতর দক্ষতা)
i. ব্রি ধান ৪৫ জাতের চাষ করবে
ii. বি আর ২৩ ধান চাষ করবে
iii. ব্রি ধান ৫১ জাতের চাষ করবে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

তৃতীয় পরিচ্ছেদ : জলবায়ু পরিবর্তনের পেক্ষাপটে অভিযোজন কলাকৌশল [পৃষ্ঠা-৭৭]

SSC কৃষিশিক্ষা mcq ❤ সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২১৮. খরা অবস্থায় ফসলের অভিযোজনের সবচেয়ে সহজ উপায় কোনটি? (জ্ঞান)
[ক] খরা সহ্য করা
[খ] মূল বৃদ্ধি করা
✅ খরা এড়িয়ে যাওয়া
[ঘ] গভীরমূল হওয়া

২১৯. ফেলনের ফুল ফোটা হতে দানা পরিপক্ব হতে কত দিন সময় লাগে? (জ্ঞান)
[ক] ১২-১৫
[খ] ১৫-১৮
✅ ১৭-২০
[ঘ] ২০-২৩

২২০. কোনটির চাষ করে খরাপ্রবণ এলাকায় খরা শুরু হওয়ার পূর্বেই ফসল তোলা সম্ভব? (জ্ঞান)
[ক] বাদাম
[খ] সরিষা
[গ] আলু
✅ গোমটর

২২১. ফসলের খরা প্রতিরোধ কৌশলকে কত ভাগে ভাগ করা যায়? (জ্ঞান)
✅ ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫

২২২. খরা সহ্যকরণ কৌশলে ফসল ফুল-ফল ধারণ করে কখন? (জ্ঞান)
[ক] খরা শুরুর পূর্বে
[খ] খরার শুরুর সময়
[গ] খরার মাঝামাঝি সময়ে
✅ খরা চলে গেলে

২২৩. খরাসহিষ্ণু ফসল খরা-অবস্থায় কোষের মধ্যে পর্যাপ্ত পরিমাণ কোনটি জমিয়ে রাখে? (জ্ঞান)
✅ দ্রাব
[খ] দ্রব
[গ] দ্রবণ
[ঘ] তরল

২২৪. অনেক ফসলে পাতার কোষে পানির পরিমাণ কমে গেলেও কোনটির জন্য পাতা নেতিয়ে পড়ে না? (জ্ঞান)
[ক] পাতলা কোষপ্রাচীর
✅ মোটা কোষপ্রাচীর
[গ] অর্ধভেদ্য কোষপ্রাচীর
[ঘ] জালিকাময় কোষপ্রাচীর

২২৫. খরার প্রভাবে উদ্ভিদ দেহের কোনটি ভেঙে বিভিন্ন জৈব রাসায়নিক কর্মকাণ্ডে ব্যবহৃত হয়? (জ্ঞান)
✅ প্রোটিন
[খ] শর্করা
[গ] স্নেহ
[ঘ] খাদ্যপ্রাণ

২২৬. উদ্ভিদদেহে কোনটি বেশি মজুদ থাকলে খরা প্রতিরোধে সাহায্য করে? (জ্ঞান)
[ক] পানি
✅ প্রোটিন
[গ] শর্করা
[ঘ] স্নেহ

২২৭. উদ্ভিদদেহের কোনটি ভেঙে নানা রকম বিষাক্ত দ্রব্য উৎপন্ন হতে পারে? (জ্ঞান)
[ক] স্নেহ
[খ] পানি
✅ প্রোটিন
[ঘ] শর্করা

২২৮. কিছু কিছু উদ্ভিদের প্রোলিন নামক রাসায়নিক দ্রব্যের কাজ কী? (জ্ঞান)
[ক] শ্বসনের হার বৃদ্ধি করা
[খ] অভিস্রবণের চাপ বজায় রাখা
[গ] খাদ্য তৈরির হার বৃদ্ধি করা
✅ বিষাক্ত দ্রব্যের বিষাক্ততা হ্রাস করা

২২৯. কোন ফসল পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়াকে নিয়ন্ত্রণ করে খরা-অবস্থা মোকাবেলা করে? (জ্ঞান)
[ক] ধান
[খ] সরিষা
✅ যব
[ঘ] ভুট্টা

২৩০. লম্বা জাতের অনেক গম ফসল কখন অল্প সময়ের জন্য পত্ররন্ধ্র খোলা রাখে? (জ্ঞান)
✅ সকালে
[খ] দুপুরে
[গ] বিকেলে
[ঘ] সন্ধ্যায়

২৩১. কোন কারণে অনেক ফসল পত্ররন্ধ্রের আকার কমিয়ে দেয়? (জ্ঞান)
[ক] অত্রি শৈত্যের কারণে
[খ] আর্দ্রতা হ্রাসের কারণে
[গ] তাপমাত্রা হ্রাসের কারণে
✅ তাপমাত্রা বৃদ্ধির কারণে

২৩২. পত্ররন্ধ্র নিয়ন্ত্রণের মাধ্যমে কোন ফসলের অধিকাংশ জাত খরা পরিহার করে? (জ্ঞান)
[ক] বরবটি
[খ] টমেটো
✅ শিম
[ঘ] ঢেঁড়স

২৩৩. কোন ফসল খরায় পতিত হলে পাতার উপর লিপিড জমা করে প্রস্বেদনের হার কমিয়ে দেন? (জ্ঞান)
[ক] আলু
[খ] পটোল
[গ] গো-মটর
✅ সয়াবিন

২৩৪. খরা-অবস্থায় পাতার আকার হ্রাস করে প্রস্বেদন কমিয়ে দেয় কোন ফসল? (জ্ঞান)
[ক] রসুন
[খ] পিয়াস
✅ গোমটর
[ঘ] পালংশাক

২৩৫. খরার সময় কোনটি বৃদ্ধি পাওয়াতে উদ্ভিদের পাতা ঝরার ঘটনাটি ঘটে? (জ্ঞান)
[ক] প্রোটিন
[খ] সালোকসংশ্লেষণ
✅ ইথিলিন
[ঘ] এনজাইম

২৩৬. খরার মাত্রা বৃদ্ধি পেলে উদ্ভিদ কোন ধরনের পাতা ঝরিয়ে প্রস্বেদন হ্রাস করে? (জ্ঞান)
[ক] বড়
✅ পুরাতন
[গ] কচি
[ঘ] ছোট

২৩৭. কোন ফসল খুব কম পরিমাণ CO₂ গ্রহণ করে বেশি পরিমাণ খাদ্য তৈরি করতে পারে? (জ্ঞান)
[ক] শিম
[খ] সয়াবিন
[গ] গোমটর
✅ ভুট্টা

২৩৮. কোন উদ্ভিদ মূলের দৈর্ঘ্য, সংস্থা ও ঘনত্ব বাড়িয়ে অধিক পানি আহরণের মাধ্যমে খরাবস্থা মোকাবিলা করে? (অনু)
[ক] আম
[খ] পাট
[গ] সয়াবিন
✅ ভুট্টা

২৩৯. মূলের অধিক গভীরতা ও ঘনত্ব হওয়ায় কোন ফসল অধিক খরা প্রতিরোধী? (জ্ঞান)
✅ জোয়ার ও বাজরা
[খ] জোয়ার ও অড়হড়
[গ] বাজরা ও তুলা
[ঘ] তুলা ও চিনাবাদাম

২৪০. গভীরমূলী উদ্ভিদ কোনটি? (জ্ঞান)
[ক] তুলা
[খ] ভুট্টা
[গ] গম
✅ অড়হর

২৪১. লবণাক্ততার প্রতি সাড়া প্রদানের উপর ভিত্তি করে ফসলকে কয় ভাগে ভাগ করা হয়? (জ্ঞান)
✅ ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫

২৪২. কোনটি লবণাক্ত পরিবেশে অঙ্কুরিত হয়ে সেখানেই জীবনচক্র সম্পন্ন করতে পারে? (জ্ঞান)
✅ হ্যালোফাইটস
[খ] জেরোফাইটস
[গ] গ্লাইকোফাইটস
[ঘ] মেসোফাইটস

২৪৩. লবণাক্ত পরিবেশে টিকে থাকতে হলে উদ্ভিদের কোষ রসের ঘনত্ব মাটির পানির ঘনত্বের কেমন হতে হয়? (জ্ঞান)
✅ বেশি
[খ] কম
[গ] সমান
[ঘ] পরিমান কম

২৪৪. হ্যালোফাইটস জাতীয় উদ্ভিদের উদাহরণ কোনটি? (জ্ঞান)
[ক] শিম
[খ] তুলা
[গ] সুগারবিট
✅ গোলপাতা

২৪৫. গ্লাইকোফাইটস জাতীয় উদ্ভিদের উদাহরণ কোনটি? (জ্ঞান)
[ক] কেওড়া
[খ] শাল
✅ সুগারবিট
[ঘ] সুন্দরি

২৪৬. কোন কোন লবণাক্ততা সহিষ্ণু উদ্ভিদের প্রজাতিতে পাতার কোষে অতিরিক্ত কী জমিয়ে রাখার বিশেষ ব্যবস্থা থাকে? (জ্ঞান)
[ক] প্রোটিন
[খ] শর্করা
✅ আয়ন
[ঘ] আয়রন

২৪৭. লবণাক্ততাসহিষ্ণু কিছু কিছু উদ্ভিদের কোন গহবরের আয়তন কোষের মোট আয়তনের শতকরা কত ভাগ হয়ে থাকে? (জ্ঞান)
[ক] ৮০
[খ] ৮৫
[গ] ৯০
✅ ৯৫

২৪৮. কোনটি পানি পছন্দকারী উদ্ভিদ? (জ্ঞান)
[ক] পাট
[খ] কেওড়া
✅ ধান
[ঘ] অড়হর

২৪৯. ধান গাছে কোন ধরনের টিস্যু থাকে? (জ্ঞান)
[ক] প্যারেনকাইমা
✅ এ্যারেনকাইমা
[গ] কোলেনকাইমা
[ঘ] স্কে¬রেনকাইমা

২৫০. জলাবদ্ধতায় কোনটির অভাবে গাছ দ্রুত মরে যায়? (জ্ঞান)
[ক] নাইট্রোজেন
✅ অক্সিজেন
[গ] হাইড্রোজেন
[ঘ] কার্বন ডাইঅক্সাইড

২৫১. ঘাসে বিষক্রিয়া দেখা দেয় কখন? (জ্ঞান)
[ক] খরায়
✅ বন্যায়
[গ] জলোচ্ছ্বাসে
[ঘ] লবণাক্ততায়

২৫২. উচ্চ তাপমাত্রায় ফসলের কোন প্রক্রিয়ার হার কমে যায়? (অনুধাবন)
✅ সালোকসংশ্লেষণ ও শ্বসন
[খ] শ্বসন ও প্রস্বেদন
[গ] প্রস্বেদন ও পানি শোষণ
[ঘ] শ্বসন ও পানি শোষণ

২৫৩. এ্যারেনকাইমা টিস্যুর বায়ু কুঠুরিতে কোনটি জমা থাকে? (অনুধাবন)
✅ অক্সিজেন
[খ] কার্বন ডাইঅক্সাইড
[গ] পানি
[ঘ] গ্লুকোজ

২৫৪. তাপ সহনশীল উদ্ভিদ দেহ থেকে ভেঙে যাওয়া কোনটিকে সরিয়ে দিতে পারে? (অনুধাবন)
[ক] আয়ন
[খ] শর্করা
✅ প্রোটিন
[ঘ] স্নেহ

SSC কৃষিশিক্ষা mcq ❤ বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২৫৫. উদ্ভিদের বিভিন্ন ধরনের শারীরবৃত্তীয় ও জৈব রাসায়নিক পরিবর্তন দেখা যায়- (অনুধাবন)
i. ফসলের অভিযোজনের ক্ষেত্রে
ii. ফসলের প্রজননের ক্ষেত্রে
iii. প্রতিকূল পরিবেশে টিকে থাকার ক্ষেত্রে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৫৬. ফসল খরা কবলিত হলে- (অনুধাবন)
i. মাটির আর্দ্রতা কমে যায়
ii. বায়ুর আর্দ্রতা কমে যায়
iii. মাটির তাপমাত্রা কমে যায়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৫৭. মিলেট জাতীয় উদ্ভিদ- (অনুধাবন)
i. খরা প্রতিরোধ করতে সক্ষম
ii. খরা এড়াতে সক্ষম
iii. স্বল্প সময়ে ফুল ও ফল ধারণ করতে সক্ষম

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

২৫৮. ফসল খরা সহ্যকরণে- (অনুধাবন)
i. কোষের মধ্যে পর্যাপ্ত পরিমাণ দ্রাব জমিয়ে রাখে
ii. সালোকসংশ্লেষণের হার বৃদ্ধি করে
iii. কোষপ্রাচীরের ভূমিকা রয়েছে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৫৯. পাতার দিক পরিবর্তন করে খরা প্রতিরোধ করে- (অনুধাবন)
i. চিনাবাদাম
ii. তুলা
iii. ফেলন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৬০. ফসল খরা পরিবহারকরণে- (অনুধাবন)
i. পাতার অগ্রভাগ পুড়িয়ে ফেলে
ii. পত্ররন্ধ্র সর্বদা খোলা রাখে
iii. পাতার উপর লিপিড জমা করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৬১. খরার প্রভাবে প্রোটিন ভেঙে তৈরি হয়- (অনুধাবন)
i. বিষাক্ত দ্রব্য
ii. প্রোলিন
iii. অ্যামোনিয়া

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৬২. লবণাক্ত এলাকার উদ্ভিদের বৈশিষ্ট্য হলো- (অনুধাবন)
i. পাতায় লবণ জালিকা থাকে
ii. পাতার আয়তন বাড়াতে পারে
iii. পাতার কোষে অতিরিক্ত আয়ন জমিয়ে রাখে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC কৃষিশিক্ষা mcq ❤ অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ২৬৩ ও ২৬৪ নং প্রশ্নের উত্তর দাও :
বাগেরহাটের মাসুদ তার লবণাক্ত জমিতে ফসল চাষে সমস্যায় পড়ে। পরবর্তীতে কৃষি কর্মকর্তার পরামর্শে হ্যালোফাইটস চাষে সফলতা লাভ করে।

২৬৩. কোনটি হ্যালোফাইট? (প্রয়োগ)
[ক] সুগারবিট
[খ] শিম
[গ] তুলা
✅ গোলপাতা

২৬৪. লবণাক্ত এলাকার উদ্ভিদের বৈশিষ্ট্য হলো- (উচ্চতর দক্ষতা)
i. পাতায় লবণ জালিকা থাকে
ii. পাতার আয়তন বাড়াতে পারে
iii. পাতার কোষের অতিরিক্ত আয়ন জমিয়ে রাখে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ২৬৫ ও ২৬৬ নং প্রশ্নের উত্তর দাও :
খরা-অবস্থায় অধিক পরিমাণ পানি আহরণ একটি গুরুত্বপূর্ণ সমস্যা। এক্ষেত্রে দক্ষমূলতন্ত্রের মাধ্যমে উদ্ভিদ খরা মোকাবিলা করতে পারে।

২৬৫. মূলের দৈর্ঘ্য, সংখ্যা ও ঘনত্ব বাড়িয়ে পানি আহরণ করে কোনটি? (প্রয়োগ)
[ক] আনারস
[খ] সয়াবিন
[গ] ধান
✅ তুলা

২৬৬. গভীরমূলী উদ্ভিদ হলো- (উচ্চতর দক্ষতা)
i. ধান
ii. আড়হর
iii. চিনাবাদাম

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

চতুর্থ পরিচ্ছেদ : মৎস্য ক্ষেত্রের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব [পৃষ্ঠা-৮১]

SSC কৃষিশিক্ষা mcq ❤ সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২৬৭. অভ্যন্তরীণ জলাশয় থেকে মৎস্য আহরণে বাংলাদেশের অবস্থান বিশ্বে কততম? (জ্ঞান)
✅ তৃতীয়
[খ] চতুর্থ
[গ] পঞ্চম
[ঘ] ষষ্ঠ

২৬৮. এদেশের অভ্যন্তরীণ মুক্ত ও বদ্ধ জলাশয়ের মোট পরিমাণ কত মিলিয়ন হেক্টর? (জ্ঞান)
[ক] ৩.৭
✅ ৪.৭
[গ] ৫.৭
[ঘ] ৬.৭

২৬৯. এদেশের সামুদ্রিক এলাকার পরিমাণ কত বর্গকিলোমিটার? (জ্ঞান)
[ক] ১ লক্ষ ৪৭ হাজার
[খ] ১ লক্ষ ৫৬ হাজার
✅ ১ লক্ষ ৬৬ হাজার
[ঘ] ১ লক্ষ ৭৭ হাজার

২৭০. বর্তমানে (২০১১-১২) দেশে মাছের উৎপাদন প্রায় কত লক্ষ মেট্রিক টন? (জ্ঞান)
[ক] ৩০.৩০
✅ ৩২.৬২
[গ] ৩৪.৭৮
[ঘ] ৩৪.৮৮

২৭১. ২০২০-২১ সাল নাগাদ এদেশের মৎস্য উৎপাদনের লক্ষ্য মাত্রা কত লক্ষ মেট্রিক টন? (জ্ঞান)
[ক] ৩২.৭৮
[খ] ৩৩.৮৮
✅ ৪৫.৫০
[ঘ] ৩৪.৮৮

২৭২. জলবায়ু বৈশিষ্ট্য নির্ভর করে কোনটির উপর? (অনুধাবন)
[ক] নির্দিষ্ট স্থানের অক্ষাংশ
[খ] সমুদ্রপৃষ্ঠ হতে উচ্চতা
[গ] সমুদ্রপৃষ্ঠ হতে দূরত্ব
✅ সূর্যালোক

২৭৩. প্রাকৃতিকভাবে মাছের উৎপাদন ও জীববৈচিত্র্য কমে যাওয়ার কারণ কী? (জ্ঞান)
[ক] পোন নিধন
[খ] চাষ পদ্ধতির পরিবর্তন
[গ] পানির ভৌত পরিবর্তন
✅ জলবায়ুর পরিবর্তন

২৭৪. চাষিরা কোন মাসে মৌসুমি পুকুরে মাছ ছাড়ে? (জ্ঞান)
✅ এপ্রিল-মে
[খ] মে-জুন
[গ] জুন-জুলাই
[ঘ] জুলাই-আগস্ট

২৭৫. দেশীয় জাতের ছোট মাছের প্রজনন কাল কখন? (জ্ঞান)
[ক] জানুয়ারি-ফেব্রুয়ারি
[খ] মার্চ-এপ্রিল
✅ এপ্রিল-মে
[ঘ] জুন-জুলাই

২৭৬. কোন নদীতে প্রাকৃতিকভাবে রুই জাতীয় মাছ ডিম পাড়ে? (জ্ঞান)
✅ হালদা
[খ] পদ্মা
[গ] তিস্তা
[ঘ] গোমতী

২৭৭. সামুদ্রিক মাছের উৎকৃষ্ট আবাসস্থল কোনটি? (জ্ঞান)
[ক] খাদ
✅ কোরাল রিফ বা প্রবাল
[গ] চর
[ঘ] পাথর

২৭৮. জলবায়ু পরিবর্তনের ফলে কোনটি কমে গেছে? (জ্ঞান)
[ক] তাপমাত্রা
[খ] আর্দ্রতা
✅ বৃষ্টিপাত
[ঘ] বায়ুচাপ

২৭৯. কোনটি বেশি থাকার কারণে হ্যাচারিতে মাছ কৃত্রিম প্রজননে সাড়া দিচ্ছে না? (অনুধাবন)
[ক] পানির পিএইচ
[খ] পানির ঘনত্ব
[গ] বৃষ্টিপাত
✅ তাপমাত্রা

২৮০. স্বল্প গভীর পুকুরে কোনটির জন্য মাছ সহজেই রোগাক্রান্ত হচ্ছে? (অনুধাবন)
[ক] পানির স্বল্পতা
[খ] অক্সিজেনের অভাবে
[গ] বিষাক্ত গ্যাস
✅ অধিক তাপমাত্রা

২৮১. কম বৃষ্টির কারণে কোন উপাদান সরবরাহে চাষিকে অতিরিক্ত খরচ করতে হচ্ছে? (অনুধাবন)
[ক] খাদ্য
[খ] সার
[গ] চুন
✅ পানি

২৮২. কোনটি বৃদ্ধির ফলে উপকূলীয় অঞ্চলের চাষের পুকুরগুলো ডুবে যেতে পারে? (অনুধাবন)
[ক] বৃষ্টিপাত
[খ] তাপমাত্রা
[গ] ঢেউয়ের তারতম্য
✅ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা

২৮৩. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ার কারণ কী? (জ্ঞান)
[ক] অধিক বৃষ্টিপাত
[খ] অধিক লবণাক্ততা
✅ তাপমাত্রা বৃদ্ধি
[ঘ] বায়ুচাপ বৃদ্ধি

২৮৪. তাপমাত্রা বৃদ্ধির ফলে কোন মাছের ডিমের পরিপক্বতা এগিয়ে আসছে? (জ্ঞান)
[ক] চিংড়ি
[খ] ইলিশ মাছ
✅ ব্রুডমাছ
[ঘ] চিতল মাছ

২৮৫. বায়ুমণ্ডলে দিন দিন কোনটির পরিমাণ বাড়ছে? (জ্ঞান)
[ক] নাইট্রোজেন
[খ] হিলিয়াম
[গ] আর্গন
✅ কার্বন ডাইঅক্সাইড

২৮৬. জলবায়ু পরিবর্তনের ফলে মাছ উষ্ণমণ্ডলীয় অঞ্চল থেকে কোন অঞ্চলের সাগরের দিকে সরে যাচ্ছে? (জ্ঞান)
[ক] নিরক্ষীয়
[খ] বিষুবীয়
✅ মেরু
[ঘ] দক্ষিণ

২৮৭. মৎস্য ক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের প্রভাব কয়টি? (জ্ঞান)
[ক] ১টি
[খ] ২টি
✅ ৩টি
[ঘ] ৪টি

২৮৮. অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে মৎস্য উৎপাদনের প্রভাব কতটি? (জ্ঞান)
[ক] ২টি
[খ] ৩টি
✅ ৪টি
[ঘ] ৫টি

২৮৯. সামুদ্রিক মৎস্য ক্ষেত্রে প্রভাব কতটি? (জ্ঞান)
[ক] ২টি
✅ ৩টি
[গ] ৪টি
[ঘ] ৫টি

২৯০. জলবায়ুর পরিবর্তনে মাছের নিরাপদ বিচরণক্ষেত্র কী হয়ে যেতে পারে? (জ্ঞান)
✅ মাছ শূন্য
[খ] মাছ পরিপূর্ণ
[গ] পানিশূন্য
[ঘ] পানিপূর্ণ

২৯১. নিচের কোনটি রুই মাছের প্রজনন কাল? (অনুধাবন)
✅ বৈশাখ মাস
[খ] জ্যৈষ্ঠ মাস
[গ] আষাঢ় মাস
[ঘ] শ্রাবণ মাস

২৯২. কোনটি চাষযোগ্য মাছ নয়? (জ্ঞান)
[ক] শিং
[খ] পাবদা
[গ] মাগুর
✅ ইলিশ

২৯৩. মাছ চাষের ক্ষেত্রে আমাদের দেশের অবস্থান বিশ্বে কততম? (জ্ঞান)
[ক] প্রথম
[খ] দ্বিতীয়
[গ] তৃতীয়
✅ পঞ্চম

SSC কৃষি শিক্ষা (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর অধ্যায়-০৩

২৯৪. মাছ আমাদের দেশের জনগণের কী পরিমাণ প্রাণিজ আমিষের যোগান দেয়?
 (অনুধাবন)
✅ ৬০%
[খ] ৫০%
[গ] ৭০%
[ঘ] ৮০%

২৯৫. দেশের শতকরা কত ভাগ মানুষ মৎস্য খাতে বিভিন্নভাবে নিয়োজিত থেকে জীবিকা নির্বাহ করে? (অনুধাবন)
[ক] ১০.৪০ ভাগ
✅ ১০.৫০ ভাগ
[গ] ১১.৫০ ভাগ
[ঘ] ১১.৬০ ভাগ

SSC কৃষিশিক্ষা mcq ❤ বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২৯৬. জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব হলো- (অনুধাবন)
i. পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি
ii. সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি
iii. অনাবৃষ্টি ও অপর্যাপ্ত বৃষ্টি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৯৭. জলবায়ু পরিবর্তনে তাপমাত্রা বৃদ্ধির প্রভাব- (অনুধাবন)
i. মাছ পেটে ডিম আসলেও ডিম ছাড়ছে না
ii. ডিম দ্রুত নিষিক্ত হচ্ছে
iii. ডিম শরীরে শোষিত হয়ে যাচ্ছে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৯৮. বাংলাদেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাতের গুরুত্ব- (উচ্চতর দক্ষতা)
i. পুষ্টি চাহিদা
ii. বৈদেশিক মুদ্রা অর্জন
iii. কর্মসংস্থান সৃষ্টি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৯৯. জলবায়ু পরিবর্তনে বৃষ্টিপাত কম হলে- (অনুধাবন)
i. মাছ চাষের সময় কমে যায়
ii. ছোট মাছ বাজারজাত করতে হয়
iii. মাছ চাষিরা লাভবান হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৩০০. জলবায়ু পরিবর্তনের কারণে- (অনুধাবন)
i. মাছের প্রজনন সময় পরিবর্তিত হচ্ছে
ii. মাছের প্রজননক্ষেত্র পরিবর্তিত হচ্ছে
iii. মাছের ডিমের নিষিক্তকরণ ব্যাহত হচ্ছে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৩০১. তাপমাত্রা বৃদ্ধির ফলে মাছ পরিবর্তন করে- (অনুধাবন)
i. অভিপ্রায়ন পথ
ii. প্রজননক্ষেত্র
iii. বিচরণক্ষেত্র

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩০২. কোরাল রীফ ধ্বংসের কারণ- (অনুধাবন)
i. ঢেউয়ের তারতম্য
ii. সমুদ্রের পানির pH বৃদ্ধি
iii. পানির তাপমাত্রা বৃদ্ধি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC কৃষিশিক্ষা mcq ❤ অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ৩০৩ ও ৩০৪ নং প্রশ্নের উত্তর দাও :
জলবায়ু পরিবর্তনে আবু তালেব বিশ্বাস তার স্বল্প গভীর পুকুরে মাছ চাষে সমস্যায় পড়েন। এতে করে পোনা উৎপাদন ব্যাহত হচ্ছে।

৩০৩. আবু তালেব বিশ্বাসের পুকুরের সমস্যাটি কী? (প্রয়োগ)
[ক] আলোক
✅ তাপমাত্রা
[গ] বায়ুপ্রবাহ
[ঘ] লবণাক্ততা

৩০৪. পুকুরের সমস্যাটির প্রভাবে- (উচ্চতর দক্ষতা)
i. মাছ রোগাক্রান্ত হয়
ii. মাছের মৃত্যুহার বেড়ে যায়
iii. মাছ চাষির আয় বেড়ে যায়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৩০৫ ও ৩০৬ নং প্রশ্নের উত্তর দাও :
হালিম বগুড়া অঞ্চলের বাসিন্দা। হ্যাচারিতে সফলভাবে পোনা মাছ উৎপাদন তাকে আর্থিকভাবে অনেক বেশি স্বাবলম্বী করে তুলেছে। কিন্তু কিছু দিন যাবত তাঁর হ্যাচারিতে পোনা উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং নিজেও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

৩০৫. হালিমের ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ কী? (প্রয়োগ)
[ক] প্রজননক্ষম মাছের অভাব
✅ প্রতিকূল পরিবেশ
[গ] রোগাক্রান্ত মাচ
[ঘ] মাছের ডিম নষ্ট হওয়া

৩০৬. হালিম উৎপাদন বৃদ্ধির জন্য মাছের পোনা উৎপাদন করতে পারে- (উচ্চতর দক্ষতা)
i. শৈত্যসহিষ্ণু
ii. খরাসহিষ্ণু
iii. লবণাক্ততাসহিষ্ণু

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

পঞ্চম পরিচ্ছেদ : জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে মৎস্য ক্ষেত্রে অভিযোজন কলাকৌশল [পৃষ্ঠা-৮৩]

SSC কৃষিশিক্ষা mcq ❤ সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৩০৭. উপকূলীয় অঞ্চলে কোন মাছ চাষ করা যায়? (জ্ঞান)
[ক] স্বাদু পানির মাছ
✅ লবণাক্ততাসহিষ্ণু মাছ
[গ] মিঠা পানির মাছ
[ঘ] যে কোনো ধরনের মাছ

৩০৮. চিংড়ি ও কাঁকড়া কোন জলাশয়ে ভালো হয়? (জ্ঞান)
[ক] নদীতে
[খ] হাওড় এলাকায়
✅ লবণাক্ত জলাশয়ে
[ঘ] বদ্ধ জলাশয়ে

৩০৯. দেশের উপকূলীয় অঞ্চলে লবণাক্ততাসহিষ্ণু কোন মাছের চাষ করা যাবে? (জ্ঞান)
✅ বাটা
[খ] তেলাপিয়া
[গ] কই
[ঘ] মাগুর

৩১০. তেলাপিয়া কেমন ধরনের মাছ? (জ্ঞান)
[ক] বন্যা সহনশীল
✅ খরা সহনশীল
[গ] লবণাক্ততা সহনশীল
[ঘ] জলোচ্ছ্বাস সহনশীল

৩১১. পুকুরে বাঁশের ফ্রেমে টোপপানা রাখা যায় কখন? (জ্ঞান)
[ক] পানিতে লবণ বাড়লে
[খ] পানি অতিরিক্ত ঠাণ্ডা হলে
✅ পানির তাপমাত্রা বাড়লে
[ঘ] বন্যা হলে

৩১২. চিংড়ি চাষের পানি কী ধরনের? (জ্ঞান)
[ক] অম্লীয়
✅ লবণাক্ত
[গ] তেতো
[ঘ] ক্ষারীয়

৩১৩. খরাপ্রবণ এলাকা যেখানে বৃষ্টিপাত কম হয় সেখানে স্বল্প সময়ের পানিতে কোন ধরনের পোনা চাষ করা যায়? (জ্ঞান)
[ক] ধানী পোনা
[খ] মজুদ পোনা
✅ বড় পোনা
[ঘ] ছোট পোনা

৩১৪. কই ও মাগুর মাছ কোন অঞ্চলে চাষ করা যায়? (জ্ঞান)
✅ খরা অঞ্চলে
[খ] বন্যাপ্রবণ অঞ্চলে
[গ] নাতিশীতোষ্ণ অঞ্চলে
[ঘ] লবণাক্ততা অঞ্চলে

৩১৫. পুকুরের কয়েকটি নির্দিষ্ট স্থানে কী ধরনের ফ্রেম তৈরি করে পোটাপোনা রাখা হয়? (জ্ঞান)
✅ বাঁশের ফ্রেম
[খ] কাঠের ফ্রেম
[গ] লোহার ফ্রেম
[ঘ] বেতের ফ্রেম

৩১৬. কাঁকড়া চাষের পানি কী ধরনের? (জ্ঞান)
✅ লবণাক্ত
[খ] ক্ষারীয়
[গ] মৃদু লবণাক্ত
[ঘ] তেতো

৩১৭. পরিবর্তিত পরিবেশ অভিযোজন কৌশল কতটি? (জ্ঞান)
[ক] ৭
[খ] ৮
[গ] ৯
✅ ১০

৩১৮. জলবায়ু পরিবর্তনে মৎস্য ক্ষেত্রে প্রভাব কেমন? (জ্ঞান)
[ক] ইতিবাচক
✅ নেতিবাচক
[গ] সাম্যতা
[ঘ] বিরোধী

৩১৯. জলবায়ু পরিবর্তনে কোনটি হুমকির মুখে? (জ্ঞান)
[ক] অর্থনীতি
[খ] পোশাক শিল্প
✅ খাদ্য নিরাপত্তা
[ঘ] তুলাশিল্প

৩২০. খরা সহনশীল মাছ কোনটি? (জ্ঞান)
[ক] রুই
[খ] কাতলা
✅ তেলাপিয়া
[ঘ] ইলিশ

৩২১. তাপমাত্রা সহনশীল মাছ নয় কোনটি? (অনুধাবন)
[ক] মাগুর
[খ] কই
[গ] শিং
✅ ইলিশ

৩২২. খরাপ্রবণ এলাকায় কী ধরনের পোনা ছাড়তে হয়? (অনুধাবন)
[ক] ছোট পোনা
✅ বড় পোনা
[গ] মাঝারি
[ঘ] বড় মাছ

৩২৩. বন্যাপ্রবণ এলাকায় বন্যার সময়ে কোথায় মাছ চাষ করা যেতে পারে? (জ্ঞান)
[ক] পুকুর উঁচু করে
[খ] নদীতে বাঁধ দিয়ে
[গ] চৌবাচ্চায়
✅ খাঁচায়

৩২৪. উপকূলীয় অঞ্চলে বাঁধ ভেঙে জলাবদ্ধতা এলাকার পানিকে কীভাবে কাজে লাগানো যায়? (জ্ঞান)
[ক] চিংড়ি চাষে
[খ] দেশি মাগুর চাষে
✅ কাঁকড়া চাষে
[ঘ] বিদেশি মাগুর চাষে

৩২৫. মাছকে গরম থেকে রক্ষা করার জন্য টোপাপোনা রাখা ছাড়া আর কী করা যেতে পারে? (প্রয়োগ)
✅ পানির উপর লতানো উদ্ভিদ জন্মানোর সুযোগ দেয়া
[খ] চুন প্রয়োগ করা
[গ] বিভিন্ন ওষুধ প্রয়োগ করা
[ঘ] লবণ প্রয়োগ করা

৩২৬. পরিবেশের তাপমাত্রা বেড়ে যাওয়ায় তাপমাত্রা সহনশীল কোন কোন মাছের পোনা উৎপাদনের ব্যবস্থা নেয়া যায়? (জ্ঞান)
[ক] শোল, মৃগেল ও রুই
✅ মাগুর, রুই, শিং
[গ] তেলাপিয়া, শিং, বোয়াল
[ঘ] কই, মাগুর, শোল

৩২৭. জলবায়ু পরিবর্তনের কারণে সামুদ্রিক মাছের কোনটি পরিবর্তন হচ্ছে? (জ্ঞান)
[ক] দৈহিক আকার
[খ] গুণগত মান
[গ] প্রজনন সময়
✅ বিচরণ ক্ষেত্র

SSC কৃষিশিক্ষা mcq ❤ বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৩২৮. বন্যাপ্রবণ এলাকায় মাছ চাষের পদ্ধতি- (অনুধাবন)
i. মৎস্য পোনা ব্যাংক প্রতিষ্ঠা
ii. পুকুরের পাড় উঁচু করে বাধা বা নেট দেওয়া
iii. মুক্ত জলাশয়ে মাছ চাষ

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩২৯. লবণাক্ততা সহনশীল মাছ হলো- (অনুধাবন)
i. চিংড়ি
ii. কাঁকড়া
iii. বাটা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩৩০. বন্যাপ্রবণ এলাকায় পুকুরের পাড় উঁচু করে বাঁধার কারণ- (অনুধাবন)
i. বন্যার পানি পুকুরে না ঢুকতে পারে
ii. পুকুরের পানি যেন ময়লা না হয়
iii. পুকুর থেকে মাছ বেরিয়ে যেতে না পারে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৩১. উপকূলীয় অঞ্চলে বাঁধ ভেঙে জনদুর্ভোগের এলাকাগুলোতে- (অনুধাবন)
i. কাঁকড়া ও চিংড়ি চাষ করা যায়
ii. পরিকল্পিতভাবে মাছ চাষ করা যায়
iii. খাঁচায় মাছ চাষ করা যায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩৩২. সামুদ্রিক মৎস্যের নতুন বিচরণ এলাকা চিহ্নিত করতে প্রয়োজন- (অনুধাবন)
i. আধুনিক গবেষণা
ii. জরিপ গ্রহণ
iii. নতুন জায়গা তৈরি

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC কৃষিশিক্ষা mcq ❤ অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৩৩ ও ৩৩৪ নং প্রশ্নের উত্তর দাও :
আবুলের বাড়ি খরাপ্রবণ অঞ্চলে। একদিন তিনি লক্ষ করলেন প্রখর সূর্যের তাপের কারণে তাঁর চাষকৃত ছোট পুকুরের পরিবেশ বেশ গরম হয়ে উঠেছে এবং পানিও গরম হয়ে গেছে। এ অবস্থায় তিনি মাছকে গরমের হাত থেকে রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

৩৩৩. আবুল কোন মাছ সফলভাবে উৎপাদন করতে পারবেন? (প্রয়োগ)
[ক] চিংড়ি
[খ] রুই
[গ] পাবদা
✅ কই

৩৩৪. অনুচ্ছেদে উল্লিখিত এলাকায়- (উচ্চতর দক্ষতা)
i. তেলাপিয়া চাষ লাভজনক
ii. দেশি মাগুর চাষ লাভজনক
iii. মাঝারি আকারের পোনা লাভজনক

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

ষষ্ঠ পরিচ্ছেদ : জলবায়ু পরিবর্তনে পশুপাখির উপর প্রভাব [পৃষ্ঠা-৮৪]

SSC কৃষিশিক্ষা mcq ❤ সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৩৩৫. বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ কেমন? (জ্ঞান)
✅ নিয়মিত
[খ] অনিয়মিত
[গ] হঠাৎ
[ঘ] হয় না

৩৩৬. রাজশাহী অঞ্চলের খরার জন্য কোনটির বিলুপ্তি হয়? (জ্ঞান)
✅ পত্নীতলা জঙ্গল
[খ] শালবন
[গ] নজীপুরের জঙ্গল
[ঘ] গজারিয়া বন

৩৩৭. বরেন্দ্রভূমিতে কোন বনাঞ্চলের অবস্থান? (অনুধাবন)
[ক] পত্নীতলা বন
[খ] সুন্দরবন
✅ শালবন
[ঘ] গজারিয়া বন

৩৩৮. পার্বত্য চট্টগ্রামের কোন বনাঞ্চলের বনায়ন সম্প্রসারণ করা প্রয়োজন? (অনুধাবন)
[ক] পাহাড়ি
[খ] সমতল ভূমি
✅ আশ্রেণিভুক্ত
[ঘ] শ্রেণিভুক্ত

৩৩৯. খামারে ব্রয়লার ও লেয়ার মুরগির মৃত্যু কোন ধরনের সমস্যায় বেশি হয়? (অনুধাবন)
[ক] বন্যাজনিত
✅ খরাজনিত
[গ] জলোচ্ছ্বাসজনিত
[ঘ] লবণজনিত

৩৪০. বন্যাজনিত সমস্যা কোনটি? (অনুধাবন)
✅ ঘাসে বিষক্রিয়া সৃষ্টি
[খ] মাঠঘাট শুকিয়ে যায়
[গ] কাঁচা ঘাসের অভাব
[ঘ] জীবজন্তু তাৎক্ষণিক মারা যায়

৩৪১. কখন সৎকারের অভাবে মৃত পশুপাখি পরিবেশ দূষণ করে? (অনুধাবন)
[ক] খরার সময়
[খ] বন্যার সময়
✅ জলোচ্ছ্বাসের সময়
[ঘ] বৃষ্টির সময়

৩৪২. খরাজনিত সমস্যায় কী হয়ে থাকে? (জ্ঞান)
[ক] শুকনো ঘাসের অভাব হয়
[খ] পানি দূষিত হয়
[গ] ঘাস শুকিয়ে যায়
✅ কাঁচা ঘাসের অভাব হয়

৩৪৩. জলবায়ু পরিবর্তনে পশুপাখিকে কয় ধরনের সমস্যা হয়? (জ্ঞান)
[ক] ১টি
[খ] ২টি
✅ ৩টি
[ঘ] ৪টি

৩৪৪. পশুপাখির খরাজনিত সমস্যা কয়টি? (জ্ঞান)
[ক] ৭টি
[খ] ৮টি
✅ ৯টি
[ঘ] ১০টি

৩৪৫. পশুপাখির বন্যাজনিত সমস্যা কয়টি? (জ্ঞান)
[ক] ৯টি
✅ ১০টি
[গ] ১১টি
[ঘ] ১২টি

৩৪৬. পশুপাখির জলোচ্ছ্বাসজনিত সমস্যা কয়টি? (জ্ঞান)
[ক] ৪টি
✅ ৫টি
[গ] ৬টি
[ঘ] ৭টি

৩৪৭. প্রাকৃতিক দুর্যোগ কমাতে বা এড়াতে কী পদক্ষেপ গ্রহণ করা উচিত? (অনুধাবন)
[ক] বৃক্ষকর্তন
[খ] নদী ভরাট
[গ] পাহার কাটা
✅ বৃক্ষরোপণ

৩৪৮. গবাদিপশুর কৃমি রোগের কারণ কী? (অনুধাবন)
[ক] খরাজনিত সমস্যা
✅ বন্যাজনিত সমস্যা
[গ] জলোচ্ছ্বাসজনিত
[ঘ] বৃষ্টিজনিত

৩৪৯. বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ নয় কোনটি? (অনুধাবন)
[ক] জলোচ্ছ্বাস
✅ তুষারপাত
[গ] ঝড়
[ঘ] খরা

৩৫০. পানি দূষিত হওয়ার কারণ কী? (প্রয়োগ)
✅ বন্যা
[খ] জলোচ্ছ্বাস
[গ] খরা
[ঘ] অপুষ্টি

SSC কৃষিশিক্ষা mcq ❤ বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৩৫১. প্রাকৃতিক দুর্যোগে বিলুপ্ত হয়েছে- (অনুধাবন)
i. বরেন্দ্রভূমির শালবন
ii. নজীরপুরের জঙ্গল
iii. মধুপুরের ভাওয়াল বন

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৫২. খরাজনিত সমস্যা হলো- (অনুধাবন)
i. তাপপীড়ন
ii. সবুজ ঘাসের প্রাপ্যতা
iii. রোগব্যাধি ও পরজীবীর তীব্রতা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৫৩. জলোচ্ছ্বাসে গবাদিপশুর রোগ বৃদ্ধি পায়- (অনুধাবন)
i. উদরাময়
ii. পেটের পীড়া
iii. পেট ফাঁপা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩৫৪. প্রাকৃতিক দুর্যোগকালীন ক্ষতির পরিমাণ কিছুটা পুষিয়ে নিতে পদক্ষেপ নেয়া উচিত- (অনুধাবন)
i. দুর্যোগ পূর্ববর্তী সময়ে
ii. দুর্যোগকালীন সময়ে
iii. দুর্যোগ পরবর্তী সময়ে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৫৫. প্রাকৃতিক দুর্যোগের বাবস্তবতা মেনে নিয়ে এর বিরুদ্ধে গড়ে তুলতে হবে- (উচ্চতর দক্ষতা)
i. প্রতিরোধমূলক ব্যবস্থা
ii. প্রতিকারমূলক ব্যবস্থা
iii. সতর্কতামূলক ব্যবস্থা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৫৬. পরিবেশ বিপর্যয়ের হাত থেকে দেশ তথা পশুপাখিকে রক্ষা করতে হলে- (উচ্চতর দক্ষতা)
i. পরিবেশ আইন কার্যকর করতে হবে
ii. পশ্চিমাঞ্চলে বনায়ন পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে
iii. উপকূলীয় অঞ্চলে বনায়ন পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC কৃষিশিক্ষা mcq ❤ অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৫৭ ও ৩৫৮ নং প্রশ্নের উত্তর দাও :
মিজান উপকূলীয় এলাকার বাসিন্দা। প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে তার এলাকার গবাদিপশুর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তাই প্রাকৃতিক দুর্যোগের কবল থেকে গবাদিপশুকে রক্ষার জন্যে সে কিছু কৌশল অবলম্বন করে। [যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, যশোর]

৩৫৭. মিজানের এলাকায় প্রাকৃতিক দুর্যোগ কখন হয়?
[ক] বছরের শুরুতে
[খ] বছরের মাঝামাঝি সময়
[গ] বছরের শেষে
✅ বছরের যেকোনো সময়

৩৫৮. মিজান গবাদিপশুকে রক্ষার জন্যে- (অনুধাবন)
i. অপেক্ষাকৃত উঁচুস্থানে আশ্রয়স্থল তৈরি করবে
ii. পশু চিকিৎসার টিম গঠন করবে
iii. উপকূলীয় এলাকায় বাঁধ নির্মাণের ব্যবস্থা করবে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

সপ্তম পরিচ্ছেদ : জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে পশুপাখির অভিযোজন কলাকৌশল [পৃষ্ঠা-৮৫]

SSC কৃষিশিক্ষা mcq ❤ সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৩৫৯. পরিবেশে কোন ধরনের প্রজাতির অবলুপ্তি ঘটে? (জ্ঞান)
[ক] ফুল ধারণে অক্ষম
[খ] ফল ধারণে সক্ষম
✅ অভিযোজনে অক্ষম
[ঘ] শারীরবৃত্তীয় কার্যে অক্ষম

৩৬০. হঠাৎ জলবায়ু পরিবর্তনে কোনটি রক্ষা পেতে পারে? (জ্ঞান)
[ক] গরু
[খ] ছাগল
[গ] মুরগি
✅ মানুষ

৩৬১. কোনটির জন্য প্রতিকূল ও বিরূপ পরিবেশে পশুপাখির মানুষের সাহায্যের প্রয়োজন? (জ্ঞান)
[ক] অভিস্রবণ
[খ] স্বসন
[গ] প্রস্বেদন
✅ অভিযোজন

৩৬২. খরায় পশুপাখি রক্ষার জন্য কোনটির চাষ বৃদ্ধি করতে হবে? (জ্ঞান)
✅ কাঁঠাল
[খ] নিম
[গ] হরীতকী
[ঘ] আমলকী

৩৬৩. পশুকে কোনটির সম্পূরক খাদ্য হিসেবে সবুজ অ্যালজি খাওয়াতে হবে? (জ্ঞান)
[ক] খড়
[খ] খৈল
[গ] গমের ভুসি
✅ কাঁচা ঘাস

৩৬৪. খরা মৌসুম আসার পূর্বেই কোনটি দ্বারা সাইলেজ ও হে তৈরি করে রাখতে হবে? (জ্ঞান)
[ক] খড়
[খ] কুঁড়া
✅ ঘাস
[ঘ] ঝোলাগুড়

৩৬৫. পশুর জন্য কাঁঠাল, ইপিল-ইপিল, বাবলা চাষ করতে হবে কোন সময়ের জন্য? (জ্ঞান)
✅ খরার সময়
[খ] বন্যার সময়
[গ] জলোচ্ছ্বাসের সময়
[ঘ] বৃষ্টির সময়

৩৬৬. গবাদিপশুর দানাদার খাবার কোনটি? (জ্ঞান)
[ক] ভাতের মাড়
✅ খৈল
[গ] ঝাউ
[ঘ] গাছের পাতা

৩৬৭. গবাদিপশুর দূষিত পানি খেলে কী হতে পারে? (জ্ঞান)
[ক] কৃমি হতে পারে
✅ রোগাক্রান্ত হতে পারে
[গ] ডায়রিয়া হতে পারে
[ঘ] জ্বর হতে পারে

৩৬৮. বন্যাকবলিত অবস্থায় পশুকে কী খাওয়ানো যেতে পারে? (জ্ঞান)
[ক] ক্ষুদিপানা
[খ] টোপাপানা
✅ কচুরিপানা
[ঘ] আমপাতা

৩৬৯. গবাদিপশুর মৃতদেহ কোথায় রাখতে হবে? (জ্ঞান)
✅ গর্তে
[খ] খোলা জায়গায়
[গ] পানিতে
[ঘ] বাড়ির উঠোনে

৩৭০. কোনটি উপকূলীয় এলাকায় একটি বিরাট প্রাকৃতিক দুর্যোগ? (জ্ঞান)
[ক] খরা
[খ] ঢলবন্যা
[গ] জলাবদ্ধতা
✅ সামুদ্রিক জলোচ্ছ্বাস

৩৭১. খরায় পশুপাখি রক্ষার কলাকৌশল কয়টি? (জ্ঞান)
[ক] ১০টি
[খ] ১১টি
✅ ১২টি
[ঘ] ১৩টি

৩৭২. বন্যাজনিত সমস্যায় পশুপাখি রক্ষার কলাকৌশল কয়টি? (জ্ঞান)
[ক] ৭টি
[খ] ৮টি
✅ ৯টি
[ঘ] ১০টি

৩৭৩. জলোচ্ছ্বাসজনিত সমস্যা মোকাবিলায় কলাকৌশল কয়টি? (জ্ঞান)
[ক] ৭টি
[খ] ৮টি
✅ ৯টি
[ঘ] ১০টি

৩৭৪. কোন দুর্যোগজনিত সমস্যা সমাধানে পশুকে পরজীবীর চিকিৎসা করতে হবে? (জ্ঞান)
✅ খরা
[খ] বন্যা
[গ] জলোচ্ছ্বাস
[ঘ] ঘূর্ণিঝড়

৩৭৫. পশুর অভিযোজন কিসের ওপর নির্ভর করে না? (অনুধাবন)
[ক] তাপমাত্রা
[খ] বায়ুপ্রবাহ
[গ] জীবের দৈহিক অবস্থা
✅ মাটি

৩৭৬. পশুপাখি পরিবেশের সাথে অভিযোজন করতে সক্ষম হয় কখন? (অনুধাবন)
[ক] জলবায়ুর হঠাৎ পরিবর্তন হলে
[খ] জলবায়ু অপরিবর্তিত থাকলে
✅ ধীরে ধীর জলবায়ুর পরিবর্তন হলে
[ঘ] জলবায়ু দূষিত না হলে

৩৭৭. খরার সময় পশুকে কোন স্থানে রাখা উচিত? (অনুধাবন)
[ক] অন্ধকার স্থানে
✅ ছায়াযুক্ত স্থানে
[গ] প্রখর রোদে
[ঘ] আলোকময় ঘরে

SSC কৃষিশিক্ষা mcq ❤ বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৩৭৮. গবাদিপশুর দানাদার খাদ্য হলো- (অনুধাবন)
i. ভুসি
ii. খৈল
iii. চালের গুঁড়া

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩৭৯. কাঁচা ঘাস সংগ্রহে তৈরি করা হয়- (অনুধাবন)
i. সবুজ অ্যালজি
ii. সাইলেজ
iii. হে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও ii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৮০. জলবায়ুর হঠাৎ ও ব্যাপক পরিবর্তনে- (অনুধাবন)
i. অনেক প্রজাতির অবলুপ্তি ঘটে
ii. মানুষ নিজেকে রক্ষা করতে পারে না
iii. পশুপাখি নিজেকে অভিযোজন করতে পারে না

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৮১. খরা-অবস্থায় পশুকে- (অনুধাবন)
i. উঁচু স্থানে রাখতে হবে
ii. প্রক্রিয়াত খড় খাওয়াতে হবে
iii. ছায়াযুক্ত স্থানে রাখতে হবে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৮২. বন্যাকালীন সময়ে গবাদিপশুকে- (অনুধাবন)
i. হে ও সাইলেজ খাওয়ানো যেতে পারে
ii. কলাগাছ খাওয়ানো যেতে পারে
iii. ইউরিয়া মোলালেস ব্লক খাওয়ানো যেতে পারে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

No comments:

Post a Comment