G

SSC কৃষি শিক্ষা (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায়-০২

৯ম-১০ম শ্রেণির কৃষিশিক্ষা গাইড
এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
কৃষি শিক্ষা
দ্বিতীয় অধ্যায়

Class 9-10 Agriculture Studies Guide and SSC Exam Preparation
Agriculture Studies Chapter-02
Agriculture Studies
MCQ
Question and Answer pdf download

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. আলুর কোন রোগ ব্যাপক ক্ষতি করে?
✅ আলুর মড়ক রোগ
[খ] ঢলে পড়া রোগ
[গ] কাণ্ডপচা রোগ
[ঘ] ভাইরাসজনিত রোগ

২. পুকুরের পানিতে দ্রবীভূত অক্সিজেন কমপক্ষে কত ভাগ হওয়া প্রয়োজন?
[ক] ২ মি. গ্রাম/লিটার
[খ] ৩ মি. গ্রাম/লিটার
✅ ৫ মি. গ্রাম/লিটার
[ঘ] ৭ মি. গ্রাম/লিটার

৩. গোল আলুর মড়ক রোগ দেখা দেয়-
i. নিম্ন তাপমাত্রায়
ii. ঘন কুয়াশায়
iii. অতিরিক্ত বৃষ্টির সময়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও :
ফরিদা বেগম তার বাড়ির দক্ষিণ পাশের ১৫ শতকের একটি পুকুর মাছ চাষের জন্য প্রস্তুত করেন। তিনি তার পুকুরে উপযুক্ত মাত্রায় সার ও চুন প্রয়োগ করেন। পোনা ছাড়ার পর দেখা গেল অধিকাংশ পোনাই মারা গিয়েছে।

৪. ফরিদা বেগমের পুকুরের জন্য কত কেজি চুন প্রয়োগ করতে হবে?
[ক] ২০ কেজি
[খ] ২৫ কেজি
✅ ৩০ কেজি
[ঘ] ৩৫ কেজি

৫. পুকুরের পোনা মারা যাওয়ার কারণ-
i. পানির তাপমাত্রার পার্থক্য
ii. ক্ষতিকারক পরজীবীর আক্রমণ
iii. অক্সিজেনের ভিন্নতা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

প্রথম পরিচ্ছেদ : ফসল বীজ ও বংশ বিস্তারক উপকরণ [পৃষ্ঠা-৩৬]

SSC কৃষিশিক্ষা mcq ❤ সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৬. উদ্ভিদের বংশবিস্তারে প্রধান উপকরণ কোনটি? (জ্ঞান)
[ক] কাণ্ড
[খ] মূল
[গ] ডাল
✅ বীজ

৭. উদ্ভিদের বংশবিস্তারের জন্য যে জীবন্ত মাধ্যমে ব্যবহার করা হয় তাকে কী বলে? (জ্ঞান) [রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়]
✅ বীজ
[খ] বীজতলা
[গ] নার্সারি
[ঘ] বীজ সংগ্রহ

৮. উদ্ভিদতাত্ত্বিক বীজ কোনটি? (জ্ঞান) [আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ, বি-বাড়িয়া]
[ক] আদা
[খ] কচু
[গ] হলুদ
✅ বরবটি

৯. উদ্ভিদতত্ত্ব বীজ নয় কোনটি? (অনুধাবন)
[ক] তিল
[খ] শিম
[গ] ধান
✅ আখের খণ্ড

১০. নিচের কোনটিকে অঙ্গজ বীজ বলা হয়? (জ্ঞান) [বরিশাল জিলা স্কুল]
✅ পাতা
[খ] ফুল
[গ] ফল
[ঘ] মুকুল

১১. কোনটির ক্ষেত্রে অঙ্গজ বীজ দ্বারা বংশবৃদ্ধি করা হয়? (জ্ঞান)
[ক] শিম
[খ] বরবটি
[গ] মরিচ
✅ আদা

১২. অঙ্গজ বীজ কিসের মাধ্যমে একই জাতের নতুন উদ্ভিদের জন্ম দেয়? (অনুধাবন)
[ক] বীজ
[খ] চারা
✅ শাখা
[ঘ] নিষিক্ত ডিম্বাণু

১৩. কোনটি অঙ্গজ বীজ? (অনুধাবন)
[ক] ধান
[খ] গম
[গ] মরিচ
✅ কচু

১৪. কোনটি বংশবিস্তারক উপাদান হিসেবে সরাসরি রোপণ করা যায়? (জ্ঞান)
✅ হলুদ, আদা
[খ] লিচু, জামরুল
[গ] আম, জাম
[ঘ] লাউ, কুমড়া

১৫. জিরা কিসের মাধ্যমে বংশবিস্তারক করে? (জ্ঞান)
[ক] মূল দ্বারা
[খ] কুঁড়ি দ্বারা
✅ বীজ দ্বারা
[ঘ] কাণ্ড দ্বারা

১৬. সাকারের মাধ্যমে কোনটির বংশবিস্তার করা হয়? (জ্ঞান)
[ক] আনারস
✅ কলা
[গ] আদা
[ঘ] আলু

১৭. মুগ কোন জাতীয় ফসল বীজ? (জ্ঞান)
[ক] দানা
✅ ডাল
[গ] তৈল
[ঘ] সবজি

১৮. জাম কোন জাতীয় বীজ? (জ্ঞান)
[ক] মসলা
✅ ফল
[গ] নেশা
[ঘ] ডাল

১৯. কোনটি কৃষিবীজ? (জ্ঞান)
✅ গোল আলু
[খ] ধান
[গ] কাঁঠাল
[ঘ] সরিষা

২০. কোনটিতে প্রকৃত বীজ পাওয়া যায়? (জ্ঞান)
[ক] আদা
[খ] হলুদ
✅ ফুলকপি
[ঘ] কলা

২১. কৃষি উপকরণ কোনটি? (অনুধাবন) [রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা]
✅ বীজ এবং পানি
[খ] বড় গাছ এবং সার
[গ] সমবায়
[ঘ] সম্প্রসারণ

২২. কোনটির ক্ষেত্রে অঙ্গজ বীজ দ্বারা বংশবৃদ্ধি করা হয়? (জ্ঞান)
[ক] সরিষা
✅ কাঁকরোল
[গ] তিল
[ঘ] মরিচ

২৩. বীজ উৎপাদনের সর্বমোট ধাপ কয়টি? (জ্ঞান) [রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা]
[ক] ৮০
✅ ৯
[গ] ১০
[ঘ] ১১

২৪. বীজ উৎপাদনের জন্য নির্বাচিত জমিতে অন্তত কত % জৈব পদার্থ থাকা উচিত? (জ্ঞান)
✅ ২%
[খ] ৩%
[গ] ৪%
[ঘ] ৫%

২৫. বীজ উৎপাদনের গুরুত্বপূর্ণ ধাপ কোনটি? (জ্ঞান)
[ক] বীজ বপন
[খ] বীজ বাছাইকরণ
✅ বীজ সংগ্রহ
[ঘ] বীজের পরিচর্যা

২৬. বীজ উৎপাদনে সর্বপ্রথম কোন ধাপটি অনুসরণ করতে হয়? (অনুধাবন)
[ক] বীজ সংগ্রহ
✅ জমি নির্বাচন
[গ] বীজ বপন
[ঘ] পরিচর্যা

২৭. কিরূপ জমিতে রোপা ধানের বীজ উৎপাদন করতে হয়? (জ্ঞান)
✅ যথেষ্ট কর্দমাক্ত
[খ] শুকনো ঝুরঝুরা
[গ] ভেজা ঝুরঝুরা
[ঘ] জলাবদ্ধ

২৮. গমের বীজ উৎপাদনের জন্য নির্বাচিত শুকনা জমিতে কতবার চাষ দিতে হয়? (জ্ঞান)
[ক] ৩-৪
✅ ৪-৫
[গ] ৫-৬
[ঘ] ৬-৭

২৯. রোগিং এর অপর নাম কী? (জ্ঞান) [রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়]
[ক] সংগ্রহ
[খ] পরিপাটি
[গ] প্রত্যয়ন
✅ বাছাইকরণ

৩০. কয়টি পর্যায়ে বীজ রোগিং করা যায়? (জ্ঞান)
✅ ৩টি
[খ] ৪টি
[গ] ৫টি
[ঘ] ৬টি

৩১. সুস্থ বীজের বৈশিষ্ট্য কোনটি? (অনুধাবন)
[ক] বীজ শুকনো
✅ বীজের বর্ণ স্বাভাবিক
[গ] বীজের আকার বড়
[ঘ] বীজের আকার ছোট

৩২. আদর্শ বীজ বৃক্ষের বৈশিষ্ট্য কী? (জ্ঞান)
[ক] বয়স বেশি
✅ মাঝারি বয়সী
[গ] শাখা-প্রশাখা কম
[ঘ] পল্লব কম

৩৩. সাধারণ গাছের চারা লাগানো হয় কোন সময়ে? (জ্ঞান)
[ক] গ্রীষ্মের প্রারম্ভে
[খ] বসন্তকালে
✅ বর্ষার প্রারম্ভে
[ঘ] বর্ষার শেষে

৩৪. নির্বাচিত ফসলের বীজ উপযুক্ত সময় কীভাবে বপন করতে হয়? (জ্ঞান )
[ক] ছিটিয়ে
✅ সারিতে
[গ] সার মিশিয়ে
[ঘ] বৃত্তাকারে

৩৫. বীজ সংগ্রহের সময় কোন তথ্যটি জানতে হবে? (জ্ঞান)
[ক] বীজের তাপ
[খ] বীজের চাপ
✅ বীজের আর্দ্রতা
[ঘ] বীজের খাদ্য

৩৬. বীজ উৎপাদনের জন্য অবশ্যই কোন বীজ সংগ্রহ করতে হবে? (জ্ঞান)
✅ প্রত্যায়িত
[খ] মৌল
[গ] ভিত্তি
[ঘ] অঙ্গজ

৩৭. আনোয়ার ফসল বীজ উৎপাদনের জন্য বীজের বিশুদ্ধতা, সজীবতা, আকার, বপনের সময়, মাটির উর্বরতা ইত্যাদি বিবেচনা করল। তার প্রক্রিয়াটি কী? (প্রয়োগ)
[ক] বীজ বপন
✅ বীজের হার নির্ধারণ
[গ] বীজ সংগ্রহ
[ঘ] বাছাইকরণ

৩৮. বীজ আলু ভালো ফলনের জন্য কোন মাটি সর্বোত্তম? (জ্ঞান)
[ক] দোআঁশ মাটি
✅ বেলে-দোআঁশ মাটি
[গ] এঁটেল মাটি
[ঘ] এঁটেল-দোআঁশ মাটি

৩৯. বীজ আলু উৎপাদনের জন্য মাটি ঝুরঝুরা ও আগাছামুক্ত করার জন্য কতবার চাষ ও মই দিতে হবে? (জ্ঞান)
[ক] ৪-৫ বার
[খ] ৩-৪ বার
✅ ৫-৬ বার
[ঘ] ৬-৭ বার

৪০. বীজ আলু উৎপাদনে চাষ অন্তত কত সেমি গভীর হতে হবে? (জ্ঞান)
[ক] ৫
[খ] ১০
✅ ১৫
[ঘ] ২০

৪১. হিমাগারে রাখার আগে শোধন করা না হলে অঙ্কুর গজানোর পূর্বে আলুকে কী দিয়ে শোধন করতে হয়? (জ্ঞান)
[ক] সালফিউরিক এসিড
[খ] এসিটিক এসিড
[গ] নাইট্রিক এসিড
✅ বরিক এসিড

৪২. বীজ আলু শোধন করতে বরিক এসিড দ্রবণে কত মিনিট চুবিয়ে রাখতে হবে? (জ্ঞান) [বাংলাদেশ শিক্ষক সমিতি, নেছারাবাদ, পিরোজপুর]
[ক] ৫-১০ মিনিট
[খ] ১০-১৫ মিনিট
✅ ১৫-২০ মিনিট
[ঘ] ২০-২৫ মিনিট

৪৩. বীজ আলু কীভাবে কাটতে হয়? (জ্ঞান)
✅ লম্বালম্বি
[খ] ছোট টুকরা করে
[গ] আড়াআড়ি
[ঘ] তেরছা করে

৪৪. আলু কেটে লাগালে প্রতি কর্তিত অংশে অন্তত কয়টি চোখ অবশ্যই রাখতে হবে? (জ্ঞান)
✅ ২টি
[খ] ৩টি
[গ] ৪টি
[ঘ] ৫টি

৪৫. কয়টি কারণে আলুতে সুষম সার প্রয়োগ অত্যাবশ্যক? (জ্ঞান)
[ক] ১টি
✅ ২টি
[গ] ৩টি
[ঘ] ৪টি

৪৬. আলুর ঢলেপড়া কোন ধরনের রোগ? (অনুধাবন)
[ক] ছত্রাকজনিত
[খ] ভাইরাসজনিত
✅ ব্যাকটেরিয়াজনিত
[ঘ] পটাসিয়ামের অভাবজনিত

৪৭. আলু উৎপাদনে প্রতি শতাংশে কত গ্রাম ইউরিয়া সার শেষ চাষে প্রয়োগ করতে হয়? (জ্ঞান)
✅ ৭০০
[খ] ৮০০
[গ] ৯০০
[ঘ] ১০০০

৪৮. বীজ আলু রোপণের কত দিন পর গাছের গোড়ায় মাটি তুলে দিয়ে অর্ধেক ইউরিয়া সার প্রয়োগ করতে হয়? (জ্ঞান)
[ক] ১৫-২০
[খ] ২০-২৫
[গ] ২৫-৩০
✅ ৩০-৩৫

৪৯. বীজ আলু চাষের ক্ষেত্রে শেষ চাষে প্রতি শতাংশে কত গ্রাম জিপসাম দিতে হবে? (জ্ঞান)
[ক] ৩০০
[খ] ৪০০
✅ ৫০০
[ঘ] ৬০০

৫০. এক একর জমিতে কত কেজি বীজ আলুর প্রয়োজন? (জ্ঞান)
[ক] ৫০০-৭০০
✅ ৬০০-৮০০
[গ] ৭০০-৯০০
[ঘ] ৮০০-১০০০

৫১. কাটা আলু রোপণের ক্ষেত্রে বীজ থেকে বীজের দূরত্ব কত সেমি হওয়া প্রয়োজন? (জ্ঞান)
✅ ১০-১৫
[খ] ২০-২৫
[গ] ৩০-৩৫
[ঘ] ৪০-৪৫

৫২. মাটির আর্দ্রতার ওপর ভিত্তি করে আলুর জমিতে কতটি সেচ প্রদান করা উচিত? (জ্ঞান)
[ক] ১-৩টি
✅ ২-৪টি
[গ] ১-৫টি
[ঘ] ৪-৫টি

৫৩. আলুর বীজ রোপণের কত দিনের মধ্যে স্টোলন বের হয়? (জ্ঞান)
[ক] ২০ দিন
[খ] ১০ দিন
✅ ৩০ দিন
[ঘ] ২৫ দিন

৫৪. আলুর জমিতে সেচ বেশি হলে কোনটি ঘটে? (জ্ঞান)
✅ বীজ পচে যায়
[খ] বীজ তাড়াতাড়ি গজায়
[গ] আলুর ফলন ভালো হয়
[ঘ] জমিতে আগাছা কম হয়

৫৫. আলু জমিতে রোপণের কত দিন পর্যন্ত আগাছা পরিষ্কার রাখতে হবে? (জ্ঞান)
[ক] ৪০
[খ] ৫০
✅ ৬০
[ঘ] ৫৫

৫৬. এক একর জমিতে আলু চাষে কী পরিমাণ গোবর দিতে হয়? (অনুধাবন) [সাটিরপাড়া কে. কে. ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজ, নরসিংদী]
[ক] ৪০০ কেজি
✅ ৪০০০ কেজি
[গ] ৪০ কেজি
[ঘ] ৪ কেজি

৫৭. বাংলাদেশে আলু চাষের জন্য প্রতি শতকে কতটুকু পচা গোবর দেওয়া প্রয়োজন? [বরিশাল জিলা, স্কুল]
[ক] ২০ কেজি
[খ] ৩০ কেজি
✅ ৪০ কেজি
[ঘ] ৫০ কেজি

৫৮. আলুর ভাইরাস রোগের বিকল্প বাহক হিসেবে কোনটি কাজ করে? (জ্ঞান)
[ক] দূর্বা
[খ] মেথি
✅ বথুয়া
[ঘ] কাটানটে

৫৯. কুয়াশাচ্ছন্ন অবস্থায় কী ধরনের রোগ বেশি দেখা যায়? (জ্ঞান) [সীতাকুণ্ড গার্লস স্কুল এন্ড কলেজ, চট্টগ্রাম]
✅ লেইট ব্লাইট
[খ] রাইজোরেন্ট
[গ] কাণ্ডপচা
[ঘ] প্লেগ

৬০. জাব পোকা আলু গাছের কী খায়? [সীতাকুণ্ড গার্লস স্কুল এন্ড কলেজ, চট্টগ্রাম]
[ক] পাতা
✅ রস
[গ] ডাল
[ঘ] শিকড়

৬১. কোনটির প্রকোপ বেশি হলে আলুর মড়ক রোগ বৃদ্ধি পায়? (জ্ঞান)
[ক] রোদ
✅ শীত
[গ] বৃষ্টি
[ঘ] খরা

৬২. আলুর মড়ক রোগ কোনটি? (জ্ঞান)
[ক] দাদ রোগ
[খ] ঢলে পড়া
[গ] আর্লি ব্লাইট
✅ লেইট ব্লাইট

৬৩. আলুর মড়ক রোগে কোন জাতীয় ওষুধ প্রয়োগ করতে হয়? (জ্ঞান)
✅ ছত্রাকনাশক
[খ] ভাইরাসনাশক
[গ] শৈবালনাশক
[ঘ] ব্যাকটেরিয়ানাশক

৬৪. আলুর প্রধান ক্ষতিকর পোকা কোনটি? (জ্ঞান)
✅ কাটুই পোকা
[খ] জাব পোকা
[গ] লেইট ব্লাইট
[ঘ] বিছা পোকা

৬৫. জাব পোকা মাধ্যমে আলু গাছে কী ধরনের রোগ ছড়ায়? (জ্ঞান )
[ক] ছত্রাকজনিত
[খ] শৈবালজনিত
✅ ভাইরাসজনিত
[ঘ] ব্যাকটেরিয়াজনিত

৬৬. কত দিনের মধ্যে আলু সংগ্রহ করলে জাব পোকার আক্রমণ এড়ানো যায়? (জ্ঞান)
[ক] ২০-৩০
[খ] ৪০-৫০
[গ] ৬০-৭০
✅ ৭০-৮০

৬৭. আধুনিক আলু জাতের পরিপক্বতা আসতে কত দিন সময় লাগে? (জ্ঞান)
[ক] ৭০-৭৫
[খ] ৭৫-৮০
[গ] ৮০-৮৫
✅ ৮৫-৯০

৬৮. মাটির উপরে গাছের সম্পূর্ণ অংশকে উপড়ে ফেলাকে কী বলে? [বিসিআইসি কলেজ, ঢাকা]
[ক] রোগিং
[খ] মালচিং
✅ হামপুলিং
[ঘ] কাটিং

৬৯. আলু সংগ্রহের কত দিন পূর্বে হাম পুলিং করতে হয়? (জ্ঞান)
[ক] ৪-৭
[খ] ৫-৮
[গ] ৬-৯
✅ ৭-১০

৭০. আলু উত্তোলনের পর স্তুপাকারে রাখলে কোন পোকাটি আক্রমণ করে? (জ্ঞান )
[ক] জাব
[খ] কাটুই
[গ] মাজরা
✅ সুতলি

৭১. আলু উত্তোলনের পর বাছাই করে কত দিন মেঝেতে বিছিয়ে রাখতে হয়? (জ্ঞান)
[ক] ৫-৮
[খ] ৬-৯
✅ ৭-১০
[ঘ] ৮-১১

৭২. আস্ত আলু রোপণের ক্ষেত্রে এক লাইন থেকে অন্য লাইনের দূরত্ব কত হবে? (অনুধাবন)
✅ ৬০ সেমি
[খ] ৫০ সেমি
[গ] ৪০ সেমি
[ঘ] ৫৫ সেমি

SSC কৃষিশিক্ষা mcq ❤ বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৭৩. উদ্ভিদতত্ত্ব অনুসারে বীজ হলো- (অনুধাবন) [বাংলাদেশ শিক্ষক সমিতি, নেছারাবাদ, পিরোজপুর]
i. উদ্ভিদের নিষিক্ত ডিম্বক
ii. উদ্ভিদের পরিপক্ব ডিম্বক
iii. উদ্ভিদের যেকোনো অংশ

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৭৪. উদ্ভিদতাত্ত্বিক বীজ- (উচ্চতর দক্ষতা)
i. ধান
ii. গম
iii. কাঁঠাল

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৭৫. কৃষিতাত্ত্বিক বীজ হলো- (অনুধাবন)
i. আদা
ii. রসুন
iii. হলুদ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৭৬. অঙ্গজ প্রজননের সুবিধা হলো- (অনুধাবন)
i. অল্প সময়ে চারা গজায়
ii. মাতৃগাছের বৈশিষ্ট্য বজায় থাকে
iii. দ্রুত ফুল ও ফল পাওয়া যায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৭৭. বংশবিস্তারক উপকরণ নতুন উদ্ভিদের জন্ম দিলে তাকে বলে- (অনুধাবন)
i. কৃষিতাত্ত্বিক বীজ
ii. অঙ্গজ বীজ
iii. উদ্ভিদতাত্ত্বিক বীজ

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৭৮. অঙ্গজ বীজ হলো- (অনুধাবন)
i. আদা
ii. আনারসের মুকুট
iii. কাঁকরোলের মূল

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৭৯. কৃষি পণ্যের মান বাড়াতে দরকার- (অনুধাবন) [রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা]
i. মান অনুযায়ী গ্রেডিং করা
ii. উৎপাদিত শস্য সংরক্ষণ
iii. শস্যের দেখভাল ঠিকমতো করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৮০. ফসল বীজ- (অনুধাবন)
i. ফসল উৎপাদনের মৌলিক উপকরণ
ii. উদ্ভিদের বংশধারা টিকে থাকে
iii. ওষুধ হিসাবে ব্যবহার করা হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৮১. একই গাছে একাধিক জাতের সংযোজন ঘটানো যায়- (অনুধাবন)
i. মিষ্টি ও টক কুল একই গাছে
ii. লাল, হলুদ ও সাদা ফুল একই গাছে
iii. লেবু ও পেয়ারা একই গাছে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮২. বীজ উৎপাদনের জন্য নির্বাচিত জমি- (অনুধাবন)
i. উর্বর হবে
ii. আগাছামুক্ত ও আলো-বাতাসযুক্ত থাকবে
iii. ২% জৈব পদার্থের উপস্থিতি থাকবে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৮৩. বীজ প্রক্রিয়াজাতকরণের ফলে- (অনুধাবন)
i. বীজের বিশুদ্ধ বৃদ্ধি পায়
ii. বীজ দেখতে আকর্ষণীয় হয়
iii. বীজের জাত বিশুদ্ধতা ঠিক থাকে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৮৪. বীজের হার নির্ধারণে প্রয়োজন- (অনুধাবন) [চট্টগ্রাম কলেজিয়েট স্কুল]
i. রোগিং করা
ii. বীজের সজীবতা
iii. বপনের সময়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৫. বীজ কত গভীরতায় রোপণ করতে হবে তা নির্ভর করে- (অনুধাবন)
i. বীজের আকার
ii. বীজের বিশুদ্ধতা
iii. মাটির ধরন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৬. হেক্টর প্রতি আলুর বীজের হার নির্ধারণে বিবেচনা করতে হয়- (অনুধাবন)
i. বীজের বিশুদ্ধতা
ii. অঙ্কুরোদগম ক্ষমতা
iii. মাটির উর্বরতা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৮৭. প্রতি হেক্টরে আলুর বীজ রোপণের হার- (অনুধাবন)
i. ১.৫ টন
ii. ১.৮ টন
iii. ২ টন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৮৮. আলুর জমিতে ‘জো’ আসলে ভেলি বরাবর মাটি উঠিয়ে দিতে হয়। কারণ- (অনুধাবন)
i. আলু যাতে বাইরে না যায়
ii. এতে আলু আকারে বড় হয়
iii. স্টোলন ও আলু মাটির ভিতরে থাকে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৯. আলুর জন্য ক্ষতিকর- (অনুধাবন)
i. নিম্ন তাপমাত্রা
ii. মেঘলা আকাশ
iii. কুয়াশাচ্ছন্ন আবহাওয়া

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৯০. আলুর মড়ক রোগের প্রাদুর্ভাবের কারণ- [রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা]
i. কম তাপমাত্রা
ii. ঘন কুয়াশা
iii. অত্যধিক বৃষ্টিপাত

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৯১. হাম পুলিং এর ফলে- (অনুধাবন) [খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়]
i. আলুর ত্বক শক্ত হয়
ii. আলুর সংরক্ষণ গুণাগুণ বৃদ্ধি পায়
iii. রোগাক্রান্ত গাছ থেকে রোগবিস্তার কম হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৯২. আলু তোলার পর ক্ষেতে স্তূপাকারে রাখলে- (অনুধাবন)
i. চোর চুরি করতে পারে
ii. সুতলি পোকা আলুতে ডিম পাড়তে পারে
iii. বিভিন্ন ধরনের রোগ ও পোকা দ্বারা আক্রান্ত হতে পারে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC কৃষিশিক্ষা mcq ❤ অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ৯৩ ও ৯৪ নং প্রশ্নের উত্তর দাও :
লাবলু সাহেব ফসল বীজ উৎপাদনের জন্য জমি নির্বাচন করলেন। তিনি জমিতে আগাছা পরিষ্কারের জন্য তিনটি পর্যায় অনুসরণ করেন। এভাবে তিনি ফসল বীজ উৎপাদন করেন।

৯৩. লাবলু সাহেব আগাছা পরিষ্কার করতে যেসব পর্যায় অনুসরণ করেছিলেন- (উচ্চতর দক্ষতা)
i. ফুল আসার আগে
ii. ফুল আসার সময়
iii. পরিপক্ব পর্যায়ে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৯৪. লাবলু সাহেবের ফসল বীজ উৎপাদনের প্রথম কাজ কোনটি? (প্রয়োগ)
[ক] বীজ সংগ্রহ করা
[খ] জমি পৃথকীকরণ
✅ জমি নির্বাচন
[ঘ] বীজ বপন

নিচের অনুচ্ছেদটি পড়ে ৯৫ ও ৯৬ নং প্রশ্নের উত্তর দাও :
বীজের ধরন - বীজের নাম
A - জিরা, ধৈঞ্চা, মরিচ
B - পাতা, কুঁড়ি
C - কাণ্ড, মূল

৯৫. প্রদর্শিত ছকে A স্থানের জন্য কোনটি প্রযোজ্য? (প্রয়োগ)
✅ প্রকৃতি বীজ
[খ] অঙ্গজ বীজ
[গ] প্রত্যায়িত বীজ
[ঘ] কৃষিতাত্ত্বিক বীজ

৯৬. কম সময়ে স্বল্প ব্যয়ে ফলন পাওয়া যায়- (উচ্চতর দক্ষতা)
i. A
ii. B
iii. C

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৯৭ ও ৯৮ নং প্রশ্নের উত্তর দাও :
আবুল তার বন্ধু রহিমের বাড়িতে গিয়ে একই গাছে লাল ও সাদা গোলাপ দেখে আশ্চর্য হয়। রহিম বলে, এছাড়াও আমাদের একটি গাছের এক ডালে মিষ্টি ও অপর ডালে টক কুল ধরে।

৯৭. রহিম তার ফুল গাছটিতে কিসের সাহায্যে একাধিক জাতের সংযোজন ঘটিয়েছে? (প্রয়োগ)
[ক] মূল
[খ] পাতা
✅ কুঁড়ি
[ঘ] শিকড়

৯৮. রহিম কুল গাছটি থেকে সুফল পাচ্ছে- (উচ্চতর দক্ষতা)
i. এটির সংযোজিত জাতটির মাতৃ গুণাগুণ বজায় আছে
ii. বীজ বাহিত রোগ থেকে গাছ ও ফল রক্ষা পাচ্ছে
iii. অল্প সময়ে কম খরচে সহজে ফল পাচ্ছে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৯৯ ও ১০০ নং প্রশ্নের উত্তর দাও :
জমিতে আলুর গাছ দেখে টিটু খুব খুশি হয়। পরের দিন সকালে খুব ঠাণ্ডা পড়ে এবং আকাশ কুয়াশাচ্ছন্ন ও মেঘলা ছিল। টিটু জমি পরিদর্শনে গিয়ে অনেক কাটা গাছ দেখতে পান। এতে তিনি উদ্বিগ্ন হন।

৯৯. টিটুর ফসলে কোন রোগটি হওয়ার সম্ভাবনা আছে? (প্রয়োগ)
✅ মড়ক রোগ
[খ] দাদ রোগ
[গ] আর্লি ব্লাইট
[ঘ] কাণ্ড পচা রোগ

১০০. টিটুর উদ্বিগ্ন হওয়ার কারণ, তার ফসলে- (উচ্চতর দক্ষতা)
i. ইঁদুর আক্রমণ করেছে
ii. লেইট ব্লাইট রোগ হতে পারে
iii. কাটুই পোকা আক্রমণ করেছে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

দ্বিতীয় পরিচ্ছেদ : মাছের পুকুর [পৃষ্ঠা-৪১]

SSC কৃষিশিক্ষা mcq ❤ সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১০১. নিয়ন্ত্রিত উপায়ে যেখানে মাছ চাষ করা হয় তাকে কী বলে? (জ্ঞান)
[ক] নদী
[খ] বিল
[গ] জলাশয়
✅ পুকুর

১০২. কোনটির ওপর পুকুরের উর্বরতা নির্ভর করে? (জ্ঞান)
[ক] পানির স্বচ্ছতা
[খ] ফসফরাস
[গ] পিএইচ
✅ তাপমাত্রা

১০৩. একটি আদর্শ পুকুরের গভীরতা কত? (অনুধাবন)
✅ ০.৭৫-২ মিটার
[খ] ৫ মিটার
[গ] ০.৫৫-১.৫ মিটার
[ঘ] ৩ মিটার

১০৪. পুকুরের পানিতে সালোকসংশ্লেষণ কম হওয়ার কারণ কী? (অনুধাবন)
✅ পাড়ে বড় গাছ
[খ] পানির আগাছা
[গ] পাড়ে সবজির চাষ
[ঘ] পানিতে হাঁস পালন

১০৫. পানিতে অধিক সালোকসংশ্লেষণের জন্য পুকুর কোন পাশে করতে হয়? (জ্ঞান)
✅ উত্তর-দক্ষিণ
[খ] উত্তর-পূর্ব
[গ] পূর্ব-দক্ষিণ
[ঘ] দক্ষিণ-পশ্চিম

১০৬. পুকুরের তলায় কাদার পুরুত্ব কত সে.মি. হলে ভালো হয়? (অনুধাবন)
[ক] ১৫-২০
✅ ২০-২৫
[গ] ২৫-৩০
[ঘ] ৩০-৩৫

১০৭. একটি আদর্শ পুকুরের আয়তন কত হলে ব্যবস্থাপনা সহজ হয়? (অনুধাবন)
[ক] ১৫-২০ শতক
✅ ২০-২৫ শতক
[গ] ২৫-৩০ শতক
[ঘ] ১০-১৫ শতক

১০৮. আদর্শ পুকুরের পাড়ের ঢালু কোনটি? (জ্ঞান)
[ক] ১ : ১
✅ ১ : ২
[গ] ২ : ১
[ঘ] ১ : ৩

১০৯. পুকুরের আকৃতি কেমন হওয়া ভালো? (অনুধাবন)
[ক] গোলাকার
✅ আয়তাকার
[গ] লম্বা
[ঘ] বড়

১১০. পুকুরের পানির গুণাগুণকে কয় ভাগে ভাগ করা যায়? (জ্ঞান)
✅ ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫

১১১. পুকুর অগভীর হলে গ্রীষ্মকালে কোনটি ঘটে? (অনুধাবন)
[ক] মাছ খাবি খায়
[খ] পানি বিষাক্ত হয়
✅ মাছের উৎপাদন ব্যাহত হয়
[ঘ] মাছ ও চিংড়ির প্রাকৃতিক খাদ্য উৎপাদন কমে যায়

১১২. পুকুরে মাছ কখন দ্রুত বাড়ে? (জ্ঞান)
[ক] গভীরতা বাড়লে
✅ তাপমাত্রা বাড়লে
[গ] তাপমাত্রা কমলে
[ঘ] ঘোলাত্ব বৃদ্ধি পেলে

১১৩. কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রুই জাতীয় মাছচাষ ভালো হয়? (জ্ঞান)
[ক] ১৫-২০°
[খ] ২০-২৫°
✅ ২৫-৩০°
[ঘ] ৩০-৪০°

১১৪. কোনটির কারণে মাছের প্রাকৃতিক খাদ্য উৎপাদন ব্যাহত হয়? (জ্ঞান)
[ক] গভীরতা
[খ] তাপমাত্রা
✅ ঘোলাত্ব
[ঘ] সূর্যালোক

১১৫. পুকুরে ফাইটোপ্লাংকটন বেশি উৎপাদিত হয় কোনিটর কারণে? (অনুধাবন) [আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ, বি-বাড়িয়া]
[ক] ঘোলাত্ব
[খ] গভীরতা
[গ] তাপমাত্রা
✅ সূর্যালোক

১১৬. যদি পুকুরে সূর্যের আলো প্রবেশ করতে না পারে তাহলে কোনটির অভাব দেখা দিবে? (অনুধাবন) [ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ]
[ক] ফাইটোপ্লাংকটন
[খ] জুওপ্লাংকটন
[গ] পচনকারী ব্যাকটেরিয়া
[ঘ] শামুক-ঝিনুক

১১৭. পুকুরের পানিতে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা কত মিলিগ্রাম/লিটার হওয়া উচিত? (জ্ঞান) [রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা]
[ক] ২
[খ] ৩
✅ ৫
[ঘ] ৭

১১৮. মাছ চাষের জন্য পুকুরে কত পিপিএম কার্বন ডাইঅক্সাইড থাকা প্রয়োজন? (জ্ঞান)
✅ ১-২
[খ] ২-৩
[গ] ৩-৪
[ঘ] ৪-৫

১১৯. ফাইটোপ্লাংকটনের উৎপাদনের জন্য পুকুরের পানিতে কোনটি পর্যাপ্ত পরিমাণে দ্রবীভূত থাকা প্রয়োজন? (জ্ঞান)
[ক] পিএইচ
[খ] অক্সিজেন
[গ] নাইট্রোজেন
✅ কার্বন ডাইঅক্সাইড

১২০. কোনটির উপর পুকুরের ঊর্বরতা নির্ভর করে? (অনুধাবন)
[ক] ফসফরাস
✅ তাপমাত্রা
[গ] ঘোলাত্ব
[ঘ] গভীরতা

১২১. মাছ চাষের জন্য পুকুরের পানির পিএইচ কত হলে ভালো হয়? (জ্ঞান)
[ক] ৫.৫-৭
✅ ৬.৫-৮.৫
[গ] ৭.৫-৮
[ঘ] ৮.৫-১০

১২২. পানির এইচ ৭-এর নিচে হলে তাকে কী বলে? (জ্ঞান) [রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়]
[ক] ক্ষারীয়
✅ অম্লীয়
[গ] নিরপেক্ষ
[ঘ] জারণ

১২৩. পানির পিএইচ কমে গেলে পুকুরে কী প্রয়োগ করতে হয়? (জ্ঞান)
[ক] সার
[খ] খাদ্য
[গ] গোবর
✅ চুন

১২৪. পুকুরে ক্ষারীয় অবস্থা বেশি হলে কোনটি প্রয়োগ করতে হয়? (জ্ঞান)
[ক] চুন
[খ] গোবর
[গ] ইউরিয়া
✅ এমোনিয়াম সালফেট

১২৫. শীতকালে মাছের বৃদ্ধি কম হবার কারণ কী? (অনুধাবন)
[ক] শীতকালে পানির তাপমাত্রা অনেক কম থাকে
✅ শীতকালে মাছ খাদ্য গ্রহণ কম করে
[গ] শীতকালে মাছ বংশবিস্তার কম করে
[ঘ] শীতকালে মাছ চলাচল কম করে

১২৬. নিচের কোনটি পানির রাসায়নিক গুণাগুণ নয়? (অনুধাবন)
[ক] ফসফরাস
[খ] পিএইচ
[গ] দ্রবীভূত কার্বন ডাইঅক্সাইড
✅ তাপমাত্রা

১২৭. পুকুরে কোনটি প্রয়োগ করলে মাছ দম বন্ধ হয়ে মারা যায়? (অনুধাবন)
[ক] চুন
✅ রোটেনন
[গ] ফসটক্সিন
[ঘ] ল্যানির‌্যাট

১২৮. কোনটি মাটির ক্ষারত্ব বাড়ায়? (অনুধাবন)
✅ চুন
[খ] সার
[গ] ডিটারজেন
[ঘ] ফসটক্সিন

১২৯. নিচের কোনটি পুকুরে পানির রাসায়নিক গুণাগুণ? (উচ্চতর দক্ষতা)
[ক] ঘোলাত্ব
[খ] তাপমাত্রা
[গ] দ্রবীভূত
✅ দ্রবীভূত অক্সিজেন

১৩০. পানির স্থায়িত্বের উপর ভিত্তি করে পুকুরকে কত ভাগে ভাগ করা যায়? (জ্ঞান )
✅ ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫

১৩১. স্থায়ী পুকুরের কত দিন পানি থাকে? (জ্ঞান)
[ক] ১ মাস
[খ] ৩ মাস
[গ] ৯ মাস
✅ ১২ মাস

১৩২. মৌসুমি পুকুরে কত মাস পানি থাকে? (জ্ঞান)
[ক] ২-৬
[খ] ৩-৭
✅ ৩-৮
[ঘ] ৪-৮

১৩৩. মৌসুমি পুকুরে কোন মাছটি চাষ করা যায়?
[ক] কাতলা
[খ] মৃগেল
[গ] পাঙ্গাশ
✅ সিলভার কার্প

১৩৪. মৌসুমি পুকুরে চাষকৃত মাছ কোনটি? (জ্ঞান) [রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়]
[ক] মৃগেল
[খ] রুই
[গ] কাতলা
✅ সরপুঁটি

১৩৫. চাষকৃত মাছের বয়সের উপর ভিত্তি করে পুকুর কত প্রকার? (জ্ঞান)
[ক] দুই
✅ তিন
[গ] চার
[ঘ] পাঁচ

১৩৬. ডিম পোনা থলি থাকা অবস্থায় কত দিন ভিতরের খাদ্য গ্রহণ করে? (জ্ঞান)
[ক] ১-২
✅ ২-৩
[গ] ৩-৪
[ঘ] ৪-৫

১৩৭. কুসুম থলি শেষ হওয়ার পরবর্তী অবস্থাকে কী পোনা বলে? (জ্ঞান)
[ক] ডিম
✅ রেণু
[গ] ধানী
[ঘ] চারা

১৩৮. ধানী পোনার দৈর্ঘ্য কত সেন্টিমিটারের উপরে? (জ্ঞান)
[ক] ১
✅ ২
[গ] ৩
[ঘ] ৪

১৩৯. চারা পোনার দৈর্ঘ্য কত সেন্টিমিটারের এর উপরে? (জ্ঞান)
[ক] ৫
[খ] ৬
✅ ৭
[ঘ] ৮

১৪০. আঁতুড় পুকুরে সর্বোচ্চ কোন ধরনের পোনা থাকে? (জ্ঞান)
[ক] রেণু
[খ] আঙ্গুলি
[গ] ডিম
✅ ধানী

১৪১. আঁতুড় পুকুরে শতক প্রতি কত গ্রাম রেণু পোনা ছাড়া হয়? (জ্ঞান) [বরিশাল জিলা স্কুল]
[ক] ২৫-৫০
✅ ৫০-১০০
[গ] ১৫০-২০০
[ঘ] ২০০-২৫০

১৪২. আঁতুড় পুকুরে কত দিন রেণু পোনা চাষ করা হয়? (জ্ঞান)
[ক] ৫-১৫
[খ] ১০-২০
✅ ১৫-৩০
[ঘ] ২০-৪০

১৪৩. আঁতুড় পুকুরের গভীরতা কত মিটার হওয়া উচিত? (জ্ঞান)
[ক] ৪-৪.৫
[খ] ৩-৩.৫
[গ] ২-২.৫
✅ ১-১.৫

১৪৪. কোন পুকুরে ধানী পোনা থেকে আঙ্গুলি পোনা মাছ থাকে? (জ্ঞান)
✅ লালন
[খ] মজুদ
[গ] আঁতুড়
[ঘ] গভীর

১৪৫. লালন পুকুরের আয়তন কত শতক হতে পারে? (জ্ঞান)
[ক] ১০-১০০
✅ ২০-১০০
[গ] ৩০-১০০
[ঘ] ৪০-১০০

১৪৬. লালন পুকুরের গভীরতা কত মিটার হতে পারে? (জ্ঞান)
[ক] ০.৫০-১
[খ] ১-১.৫০
✅ ১.৫০-২
[ঘ] ২-২.৫০

১৪৭. লালন পুকুরে শতক প্রতি কতটি ধানী পোনা ছাড়া হয়? (জ্ঞান)
[ক] ১০০০-৩০০০
[খ] ১৫০০-৩৫০০
✅ ২৫০০-৪০০০
[ঘ] ৩০০০-৫০০০

১৪৮. মাছ চাষের প্রধান পুকুর কোনটি? (জ্ঞান)
[ক] আঁতুড়
[খ] লালন
✅ মজুদ
[ঘ] চালাই

১৪৯. যে পুকুরের রেণু পোনা ছেড়ে ধানী পোনা পর্যন্ত বড় করা হয় তাকে কী বলে? (জ্ঞান)
✅ আঁতড় পুকুর
[খ] চালান পুকুর
[গ] স্থায়ী পুকুর
[ঘ] মৌসুমি পুকুর

১৫০. লালন পুকুরে ধানী পোনা কত মাস চাষ করা হয়? (জ্ঞান)
[ক] ১-২
✅ ২-৩
[গ] ৩-৪
[ঘ] ৪-৫

১৫১. মজুদ পুকুরের আয়তন কত শতকের উপরে হয়? (জ্ঞান)
[ক] ২০
[খ] ২৫
✅ ৩০
[ঘ] ৩৫

১৫২. মজুদ পুকুরের গভীরতা কত মিটার হয়? (জ্ঞান)
[ক] ১-২
✅ ২-৩
[গ] ৩-৪
[ঘ] ৪-৫

১৫৩. মজুদ পুকুরে সর্বোচ্চ কতদিন বয়সী মাছ রাখা উচিত? (জ্ঞান)
✅ ৩৬৫
[খ] ৩৮০
[গ] ৩৭০
[ঘ] ৪০০

১৫৪. মিনি পুকুরের আয়তন কত শতক হয়? (জ্ঞান)
✅ ১-৫
[খ] ১-৭
[গ] ১-৯
[ঘ] ১-১১

১৫৫. কত মাঝারি পুকুরের আয়তন শতক? (জ্ঞান)
[ক] ১০-২০
✅ ১০-৩০
[গ] ১০-৪০
[ঘ] ১০-৫০

১৫৬. বড় পুকুরের আয়তন কত শতকের উপরে হবে? (জ্ঞান)
[ক] ১৫
[খ] ২০
[গ] ২৫
✅ ৩০

১৫৭. সজীব উপাদানের মধ্যে ব্যাঙকে পুকুরের কী বলা হয়? (জ্ঞান)
[ক] উৎপাদক
✅ খাদক
[গ] পচনকারী
[ঘ] সজীবকারী

১৫৮. স্তর অনুযায়ী পুকুরকে কত ভাগে ভাগ করা যায়? (জ্ঞান)
[ক] ২
✅ ৩
[গ] ৪
[ঘ] ৫

১৫৯. পুকুরের কোন স্তরে অক্সিজেনের পরিমাণ সবচেয়ে বেশি থাকে? (জ্ঞান) [ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ]
✅ উপরের স্তরে
[খ] মধ্য স্তরে
[গ] নিচের স্তরে
[ঘ] সকল স্তরে

১৬০. রুই মাছ পানির কোন স্তরের খাদ্য গ্রহণ করে? (জ্ঞান) [বরিশাল জিলা স্কুল]
[ক] উপরের স্তর
[খ] নিচের স্তর
✅ মধ্য স্তর
[ঘ] কাদার স্তর

১৬১. মৃগেল মাছ কোন স্তরের খাদ্য গ্রহণ করে? (জ্ঞান)
[ক] উপরের স্তরের
[খ] মধ্যস্তরের
✅ নিম্নস্তরের
[ঘ] সবস্তরের

১৬২. অক্সিজেনের অভাব হয় কেন? (জ্ঞান)
✅ মেঘলা আবহাওয়া হলে
[খ] হররা টানলে
[গ] চুন প্রয়োগে
[ঘ] বাঁশ পিটানো হলে

১৬৩. পুকুরের সকল স্তরে বিচরণ করে কোন মাছটি? (জ্ঞান)
[ক] রুই
[খ] মৃগেল
[গ] সরপুঁটি
✅ তেলাপিয়া

১৬৪. পানিতে দ্রবীভূত অক্সিজেন কী ধরনের উপাদান? (জ্ঞান)
✅ জড় উপাদান
[খ] খাদক
[গ] উৎপাদক
[ঘ] প্লাংকটন

১৬৫. কোন মাছটি উদ্ভিদভোজী? (জ্ঞান) [রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা]
[ক] রুই
[খ] মৃগেল
[গ] তেলাপিয়া
✅ সরপুঁটি

১৬৬. কোন মাছ পুকুরের সকল স্তরে বিবরণ করে? (জ্ঞান)
[ক] রুই
[খ] পাঙ্গাশ
✅ তেলাপিয়া
[ঘ] কাতলা

১৬৭. গ্রাসকার্প পুকুরের কোন স্তরের খাবার খায়? (জ্ঞান)
[ক] উপরের স্তরের
[খ] তলদেশের
[গ] পাড়ের
✅ সবস্তরের

১৬৮. বাসস্থানের উপর ভিত্তি করে পুকুরে বসবাসকারী জীব সম্প্রদায়কে কত ভাগে ভাগ করা যায়? (জ্ঞান)
[ক] ২
[খ] ৩
✅ ৪
[ঘ] ৫

১৬৯. প্লাংকটন কত প্রকার? (জ্ঞান)
✅ ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫

১৭০. পুকুরের পানিতে ফাইটোপ্লাংকটনের উপস্থিতি কীভাবে বোঝা যায়? (জ্ঞান)
[ক] পানির রং কালো হলে
[খ] পানি অতি স্বচ্ছ হলে
[গ] পানির রং ঘোলা হলে
✅ পানির রং সবুজ বা সবুজাভ হলে

১৭১. ফাইটোপ্লাংকটন কী? (জ্ঞান)
[ক] শৈবাল
[খ] এগারিকাস
✅ এককোষী শেওলা
[ঘ] বহুকোষী শেওলা

১৭২. ফাইটোপ্লাংকটন বেশি থাকে কোন স্তরে? (জ্ঞান)
[ক] তলদেশে
[খ] মধ্যস্তরে
✅ উপরের স্তরে
[ঘ] পানির উপরে

১৭৩. ফাইটোপ্ল্যাংকটন কোনটি? (জ্ঞান) [কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ড আন্তঃ স্কুল]
✅ এনাবেনা
[খ] ড্যাফনিয়া
[গ] রটিফার
[ঘ] কপিপোড

১৭৪. কোনটি জু-প্লাংকটন? (জ্ঞান)
[ক] এনাবেনা
✅ কপিপোড
[গ] ক্লোরেলা
[ঘ] পেডিয়েস্ট্রাম

১৭৫. কোনটি মুক্তভাবে সাঁতার কাটতে পারে? (জ্ঞান)
[ক] শেওলা
✅ নেকটন
[গ] বেনথোস
[ঘ] প্লাংকটন

১৭৬. কোনটি নেকটনের উদাহরণ? (জ্ঞান)
✅ ব্যাঙ
[খ] মাছের লার্ভা
[গ] স্পাইরোগাইরা
[ঘ] ঝিনুক

১৭৭. কোনটি বেনথোস? (জ্ঞান)
[ক] মাছ
[খ] ব্যাঙ
✅ শামুক
[ঘ] জুপ্লাংকটন

১৭৮. পানিতে প্লাংকটনের পুষ্টি উপাদান বাড়ায় কোনটি? (জ্ঞান)
[ক] নেকটন
✅ বেনথোস
[গ] জলজ উদ্ভিদ
[ঘ] ডুবন্ত উদ্ভিদ

১৭৯. মাগুর মাছ পুকুরের কোন উপাদান থেকে খাবার গ্রহণ করে? (জ্ঞান) [রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়]
✅ বেনথোস
[খ] নেকটন
[গ] উৎপাদক
[ঘ] জড় উপাদান

১৮০. কোনটি জলজ উদ্ভিদ? (জ্ঞান)
[ক] ড্যাফনিয়া
✅ স্পাইরোগাইরা
[গ] শামুক
[ঘ] কপিপোড

১৮১. পাশের চিত্রটি কোন ধরনের উদ্ভিদ? (অনুধাবন)
[ক] ভাসমান উদ্ভিদ
✅ ডুবন্ত উদ্ভিদ
[গ] নির্গমনশীল উদ্ভিদ
[ঘ] ফাইটোপ্ল্যাংকটন

১৮২. কোনটি শেওলা? (জ্ঞান)
[ক] ঝাঁঝি
[খ] ক্ষুদিপানা
[গ] শুসনি শাক
✅ স্পাইরোগাইরা

১৮৩. কোনটি নির্গমনশীল উদ্ভিদ? (জ্ঞান)
✅ শুসনি
[খ] ঝাঁঝি
[গ] হেলেঞ্চা
[ঘ] নাজাস

১৮৪. কোন জলজ উদ্ভিদের পাতা ও ডাল সব সময় পানির নিচে থাকে? (জ্ঞান)
✅ কাঁটা শেওলা
[খ] আড়াইল
[গ] পানিফল
[ঘ] ক্ষুদিপানা

১৮৫. কোন উদ্ভিদটি পানির তলদেশে থাকে? (জ্ঞান)
✅ নাজাস
[খ] হেলেঞ্চা
[গ] শাপলা
[ঘ] আড়াইল

১৮৬. লতানো উদ্ভিদ কোনটি? (জ্ঞান)
✅ মালঞ্চ
[খ] নাজাস
[গ] আড়াইল
[ঘ] কচুরিপানা

১৮৭. নিচের কোনটি ডুবন্ত উদ্ভিদ? (জ্ঞান) [চট্টগ্রাম কলেজিয়েট স্কুল]
✅ নাজাস
[খ] হেলেঞ্চা
[গ] আড়াইল
[ঘ] মালঞ্চ

১৮৮. চাষযোগ্য মাছ নয় কোনটি? (অনুধাবন)
[ক] রুই
[খ] তেলাপিয়া
✅ চান্দা
[ঘ] টাকি

SSC কৃষিশিক্ষা mcq ❤ বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৮৯. আদর্শ পুকুরের বৈশিষ্ট্য- (অনুধাবন)
i. গভীরতা ০.৭৫-২ মিটার
ii. আয়তন ২০-২৫ শতক
iii. পুকুরটি বন্যামুক্ত হবে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৯০. মাঝারি আকারের পুকুর- (অনুধাবন)
i. অধিকতর উৎপাদনশীল
ii. এর মাছ আকারে ছোট হয়
iii. ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের জন্য সুবিধাজনক

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৯১. পানির ভৌত গুণাগুণ- (অনুধাবন)
i. গভীরতা
ii. পিএইচ
iii. তাপমাত্রা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৯২. পুকুরের গভীরতা বেশি হলে- (অনুধাবন)
i. পুকুরে অক্সিজেনের অভাব হয়
ii. প্লাংকটন তৈরি ব্যাহত হয়
iii. সূর্যের আলো গভীর পর্যন্ত পৌঁছতে পারে না

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৯৩. পুকুরে মাছ মারা যায় পানির পিএইচ- (অনুধাবন)
i. ৪ এর নিচে হলে
ii. ১১ এর উপরে হলে
iii. ৬.৫ এর নিচে হলে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৯৪. পুকুরে উৎপাদক হতে- (অনুধাবন)
i. শেওলা
ii. জলজ উদ্ভিদ
iii. ফাইটোপ্লাংকটন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৯৫. পুকুর পাড়ে বড় গাছপালা থাকা উচিত নয়; কারণ- (অনুধাবন)
i. প্রাকৃতিক খাদ্য উৎপাদন ব্যাহত হয়
ii. সূর্যের আলো প্রবেশ করতে পারে না
iii. রাক্ষুসে মাছের উপদ্রব বৃদ্ধি পাবে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৯৬. স্থায়ী পুকুরের বৈশিষ্ট্য- (অনুধাবন)
i. অধিক গভীর হয়
ii. সারা বছর পানি থাকে
iii. মাটি সবসময় পানি দিয়ে রাখতে পারে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৯৭. স্থায়ী পুকুরে চাষ করা যায়- (অনুধাবন)
i. দেশি কার্প জাতীয় মাছ
ii. গলদা চিংড়ি ও কার্প জাতীয় মাছ
iii. রুই, কাতলা ও মৃগেল মাছ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৯৮. মৌসুমি পুকুরের বৈশিষ্ট্য- (অনুধাবন)
i. বেলে মাটি
ii. মাটি পানি ধারণক্ষমতা কম
iii. মাগুর মাছ চাষ করা যায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৯৯. লালন পুকুরের বৈশিষ্ট্য- (অনুধাবন)
i. আয়তনে ২০-১০০ শতক
ii. গভীরতায় ১.৫-২ মিটার
iii. ধানী পোনা ২-৩ মাস চাষ করা যায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২০০. মজুদ পুকুরের বৈশিষ্ট্য- (অনুধাবন)
i. এটি মাছ চাষের প্রধান পুকুর
ii. এর আয়তন ৩০ শতকের উপরে হয়
iii. এর গভীরতা ১ মিটার হয়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২০১. পুকুরের তলদেশের মাছ- (অনুধাবন)
i. মৃগেল
ii. শিং
iii. সরপুঁটি

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২০২. ফাইটোপ্লাংকটন এক ধরনের অণুজীব যা- (অনুধাবন)
i. মাছের প্রাকৃতিক খাবার
ii. ক্ষুদ্র ক্ষুদ্র জলজ প্রাণিকণা
iii. এগুলোর রং সবুজ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২০৩. নির্গমনশীল উদ্ভিদের বৈশিষ্ট্য- (অনুধাবন)
i. শিকড় পানির নিচের মাটিতে থাকে
ii. কাণ্ডের উপরে অংশ পানিতে ভাসে
iii. কাণ্ড লম্বা হয়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২০৪. নেকটনের উদাহরণ নিচে দেওয়া হলো- (অনুধাবন)
i. মাছ
ii. পানি ফল
iii. ব্যাঙ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
✅ i ও iii
[ঘ] i, ii ও iii

SSC কৃষিশিক্ষা mcq ❤ অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ২০৫ ও ২০৬ নং প্রশ্নের উত্তর দাও :
মৎস্য চাষি কামাল পুকুরে মাছ চাষের মাধ্যমে সফলতা অর্জন করেছে বিগত বছরগুলোতে, কিন্তু এ বছর তার মাছের উৎপাদন বাড়ছে না। কিছু মাছ মারাও যাচ্ছে।[কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ড আন্তঃ স্কুল]

২০৫. কামালের পুকুরে মাছ না বাড়ার কারণ কী? (প্রয়োগ)
[ক] pH ৬.৫ এর মান
✅ pH ৫.৫ এর মান
[গ] pH ৪.৫ এর মান
[ঘ] pH ৩.৫ এর মান

২০৬. মাছ মারে যাওয়ার কারণ- (উচ্চতর দক্ষতা)
i. pH ৪ এর নিচে
ii. pH ৪ এর উপরে
iii. pH নিরপেক্ষ

নিচের কোনটি সঠিক?
✅ i
[খ] ii
[গ] i ও iii
[ঘ] ii ও iii

নিচের চিত্রগুলো লক্ষ করে ২০৭ ও ২০৮ নং প্রশ্নের উত্তর দাও :


২০৭. কোনটি থলি থাকা অবস্থায় বাইরে থেকে খাদ্য গ্রহণ করে না? (প্রয়োগ)
✅ A
[খ] B
[গ] C
[ঘ] D

২০৮. চিত্র C সম্পর্কে সঠিক তথ্যটি হলো- (উচ্চতর দক্ষতা)
i. এটি লালন পুকুরে ছাড়া হয়
ii. শতক প্রতি ২৫০০-৪০০০টি ছাড়া হয়
iii. শতক প্রতি ৫০-১০০ গ্রাম পোনা ছাড়া হয়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ২০৯ ও ২১০ নং প্রশ্নের উত্তর দাও :
শাহিন তার পুকুরে মাছ ধরতে নামে। পুকুরে জাল ফেললে মাগুর ও শিং মাছ, শামুক, ঝিনুক ও কিছু আগাছার ক্ষয়প্রাপ্ত অংশ জালের সাথে উপরে উঠে আসে।

২০৯. শাহিনের জালে মাছ ছাড়া যেসব প্রাণী উঠে এসেছিল সেগুলো কোন সম্প্রদায়ভুক্ত? (প্রয়োগ)
[ক] নেকটন
✅ বেনথোস
[গ] জুপ্লাংকটন
[ঘ] ফাইটোপ্লাংকটন

২১০. শাহিনের জালে আটকানো মাছগুলো পুকুর থেকে মুক্ত করে- (উচ্চতর দক্ষতা)
i. নাইট্রোজেন
ii. ফসফরাস
iii. কার্বন ডাইঅক্সাইড

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের চিত্রগুলো লক্ষ করে ২১১ ও ২১২ নং প্রশ্নের উত্তর দাও :

২১১. চিত্রের কোনটি লতানো উদ্ভিদ? (প্রয়োগ)
[ক] A
[খ] B
✅ C
[ঘ] D

২১২. যে দুইটি উদ্ভিদের শিকড় পুকুরের পাড়ে আটকানো থাকে এবং পানির তলদেশে থাকে- (উচ্চতর দক্ষতা)
i. B
ii. C
iii. D

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

তৃতীয় পরিচ্ছেদ : মাছ চাষের জন্য পুকুর খনন এবং প্রস্তুতকরণ [পৃষ্ঠা-৪৭]

SSC কৃষিশিক্ষা mcq ❤ সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২১৩. পুকুরের আকৃতি কেমন হলে ভালো হয়? (জ্ঞান)
[ক] ত্রিভুজাকার
✅ আয়তাকার
[গ] চতুর্ভুজাকার
[ঘ] সামান্তরিক

২১৪. খননের সময় পুকুরের পাড়ের ঢাল ন্যূনতম কোনটি রাখা উচিত? (জ্ঞান)
[ক] ১.২৫ : ২
✅ ১.৫ : ২
[গ] ১.৭৫ : ৩
[ঘ] ২.৫ : ৩

২১৫. মাটিতে বালির পরিমাণ বেশি হলে পুকুরের পাড়ের ঢালের অনুপাত কত রাখা উচিত? (জ্ঞান)
[ক] ১ : ২
✅ ১ : ৩
[গ] ১ : ৪
[ঘ] ১ : ৫

২১৬. পুকুরের পাড়ের উপরিভাগ কত মিটার চওড়া হলে ভালো? (জ্ঞান)
[ক] ১.৫
✅ ২.৫
[গ] ২.৭৫
[ঘ] ৩.৫

২১৭. পুকুর শুকালে কোন মাছ দূর হবে? (জ্ঞান)
[ক] রুই
[খ] চিংড়ি
✅ রাক্ষুসে
[ঘ] মৃগেল

২১৮. মাছ চাষের পুকুর কত বছর পর পর শুকানো উচিত? (জ্ঞান )
[ক] ২-৩
✅ ৩-৪
[গ] ৪-৫
[ঘ] ৫-৬

২১৯. জলজ আগাছা দমনে কোনটি ব্যবহৃত হয়? (জ্ঞান)
[ক] রোটেনন
✅ কপার সালফেট
[গ] চুন
[ঘ] ফসটক্সিন

২২০. কোনটির মাধ্যমে পুকুরে আগাছা নিয়ন্ত্রণ করা যায়? (জ্ঞান) [ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, জাহানাবাদ, খুলনা]
[ক] ব্যাঙ
[খ] কাতলা
[গ] মৃগেল
✅ গ্রাসকার্প

২২১. মাছ মারার বিষ কোনটি? (জ্ঞান)
✅ রোটেনন
[খ] রিপকর্ড
[গ] ডায়াজিনন
[ঘ] নিম পাউডার

২২২. রাক্ষুসে মাছ নিধনে কত গ্রাম রোটেনন ব্যবহৃত হয়? (জ্ঞান)
[ক] ২০ গ্রাম
[খ] ২৫ গ্রাম
✅ ৩০ গ্রাম
[ঘ] ৪৫ গ্রাম

২২৩. পুকুরে কোনটি প্রয়োগ করলে মাছ দম বন্ধ হয়ে মারা যায়? (জ্ঞান )
[ক] চুন
✅ রোটেনন
[গ] ফসটক্সিন
[ঘ] ল্যানির‌্যাট

২২৪. বিষ দেয়ার কত দিন পর পুকুরের পানি ব্যবহার করা যাবে? (জ্ঞান)
[ক] ৫-৮
[খ] ৬-৯
✅ ৭-১০
[ঘ] ৮-১১

২২৫. নিচের কোনটি রাক্ষুসে মাছ নয়? (জ্ঞান) [রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়]
[ক] বোয়াল
[খ] শোল
✅ চাপিলা
[ঘ] গজার

২২৬. পুকুরের পানির পিএইচের মান ৩-৫ হলে প্রতি শতকে চুনের মাত্রা কত কেজি হবে? (জ্ঞান)
[ক] ৬
[খ] ৮
[গ] ১০
✅ ১২

২২৭. সাধারণ আমাদের দেশে পুকুরে শতক প্রতি কত কেজি চুন প্রয়োগ করতে হয়? (জ্ঞান)
✅ ১-২
[খ] ১-৩
[গ] ১-৪
[ঘ] ১-৫

২২৮. পানির পিএইচ কমে গেলে পুকুরে কী প্রয়োগ করতে হয়? [বিসিআইসি কলেজ, ঢাকা]
✅ চুন
[খ] সার
[গ] খেল
[ঘ] গোবর

২২৯. মাছের প্রধান প্রাকৃতিক খাবার কোনটি? (জ্ঞান)
[ক] সার
[খ] পানি
[গ] চুন
✅ ফাইটোপ্লাংকটন

২৩০. কোনটির পরিমিত উপস্থিতিতে প্রচুর পরিমাণ ফাইটোপ্লাংকটন জন্মায়? (জ্ঞান)
[ক] নাইট্রোজেন
[খ] অক্সিজেন
✅ ফসফরাস
[ঘ] কার্বন ডাইঅক্সাইড

২৩১. পুকুরে কত প্রকারের সার ব্যবহার করা হয়? (জ্ঞান)
[ক] ১
✅ ২
[গ] ৩
[ঘ] ৪

২৩২. পানির পরিবেশ দূষণ রোধে শতক ভেদে কত কেজি হারে চুন দিতে হবে? (জ্ঞান)
✅ ১-২
[খ] ২-৩
[গ] ৩-৪
[ঘ] ৪-৫

২৩৩. পুকুরে চুন দেবার বদলে কোন দ্রব্যটি ব্যবহার করা যায়? (জ্ঞান)
[ক] রোটেনন
[খ] তুঁতে
✅ বিøচিং পাউডার
[ঘ] জৈব সার

২৩৪. পুকুরে চুন প্রয়োগের কত দিন পর সার প্রয়োগ করতে হয়? (জ্ঞান)
✅ ৫-৭
[খ] ৭-১০
[গ] ৮-১১
[ঘ] ৯-১২

২৩৫. সেকিডিস্ক কী? (জ্ঞান)
[ক] ইঁদুর মারার বিষ
[খ] রাক্ষুসে মাছ মারার বিষ
✅ প্রাকৃতিক খাদ্য পরীক্ষার পদ্ধতি
[ঘ] প্রাকৃতিক খাদ্য উৎপাদনের পদ্ধতি

২৩৬. পুকুরে পানির বিষাক্ততা বোঝার জন্য মাছের পোনাকে কত ঘণ্টা পুকুরের পানিতে রাখতে হয়? (জ্ঞান)
[ক] ২২
[খ] ২৩
✅ ২৪
[ঘ] ২৫

২৩৭. পলিথিনে ভরে পোনা পরিবহনের ক্ষেত্রে কত ভাগ অক্সিজেন থাকা প্রয়োজন? (জ্ঞান)
[ক] ১/৩
✅ ২/৩
[গ] ১/২
[ঘ] ৩/৪

২৩৮. পোনা ছাড়ার পূর্বে পলিব্যাগ বা পাত্র পানিতে কত মিনিট ভাসিয়ে রাখতে হয়? (জ্ঞান)
[ক] ৫-১০
[খ] ১০-১৫
✅ ১৫-২০
[ঘ] ২০-২৫

২৩৯. চিংড়ি মাছের জন্য আমিষের চাহিদা কতটুকু? (জ্ঞান) [ঢাকা রেসিডেন্সিয়ালে মডেল কলেজ]
[ক] ৩০-৪০%
[খ] ৩৫-৪৫%
✅ ৩০-৪৫%
[ঘ] ৩৫-৫০%

SSC কৃষিশিক্ষা mcq ❤ বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২৪০. জলজ আগাছা দমন করা যায়- (অনুধাবন)
i. কপার সালফেট ব্যবহার করে
ii. সিমাজিক ব্যবহার করে
iii. কপার কার্বনেট ব্যবহার করে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৪১. মাছের শত্রু হলো- (অনুধাবন)
i. সাপ
ii. ব্যাঙ
iii. চাঁন্দা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৪২. পুকুরে অচাষযোগ্য মাছ হলো- (অনুধাবন)
i. পুঁটি
ii. শোল
iii. চাপিলা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৪৩. রাক্ষুসে মাছ দমনে- (অনুধাবন)
i. শতকে ৩০-৩৫ গ্রাম রোটেনন ব্যবহার করা হয়
ii. ৩ কেজি মহুয়ার খৈল ব্যবহার করা হয়
iii. ৪০-৪৫ গ্রাম সিমাজিন ব্যবহার করা হয়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৪৪. চুন প্রয়োগ বেশি দরকার হয়- (উচ্চতর দক্ষতা)
i. এঁটেল মাটির পুকুরে
ii. কাঁদামাটির পুকুরে
iii. লাল মাটির পুকুরে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৪৫. পুকুরে রাক্ষুসে মাছ দূর করা যায়- (প্রয়োগ)
i. পুকুর শুকিয়ে
ii. জাল টেনে
iii. চুন প্রয়োগ করে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৪৬. পুকুরে চুন প্রয়োগ করলে- (অনুধাবন)
i. পানির পিএইচ ঠিক থাকে
ii. মাছের রোগ-বালাই দূর হয়
iii. মাটি ও পানির উর্বরতা বৃদ্ধি পায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৪৭. মাছের প্রাকৃতিক খাদ্য পরীক্ষার ক্ষেত্রে মিল আছে- (অনুধাবন)
i. সেকিডিক্স পরীক্ষা
ii. টকিডিক্স পরীক্ষা
iii. হাত পরীক্ষা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৪৮. অজৈব সার- (অনুধাবন)
i. ইউরিয়া
ii. গোবর
iii. এমপি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৪৯. সার প্রয়োগের ফলে মাছের যে উপকার হয়- (অনুধাবন)
i. পানিতে মাছের প্রাকৃতিক খাদ্য তৈরি হয়
ii. পানিতে ফাইটোপ্লাংকটন তৈরি হয়
iii. পানিতে পুষ্টি উপাদান কমে যায়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৫০. মাছের প্রাকৃতিক খাদ্য হচ্ছে- (অনুধাবন)
i. প্লাংকটন
ii. সবুজ শেওলা
iii. জলফড়িং-এর বাচ্চা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC কৃষিশিক্ষা mcq ❤ অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ২৫২ ও ২৫৩ নং প্রশ্নের উত্তর দাও :
আনোয়ার বাড়ির পাশের পুকুরটির রাক্ষুসে মাছ অপসারণ না করে এবং অন্যান্য প্রয়োজনীয় কাজগুলো না করে মাছ চাষ শুরু করল। এতে তার পুকুরের মাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হলো।[বরিশাল জিলা স্কুল]

২৫১. মাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হওয়ার কারণ কী? (প্রয়োগ)
[ক] ঠিকমতো তাপমাত্রা সরবরাহ করা হয়নি
[খ] রাক্ষুসে মাছ সরবরাহ করা হয়নি
[গ] ঠিকমতো লবণ দেওয়া হয়নি
✅ ঠিকমতো সার প্রয়োগ করা হয়নি

২৫২. পুকুরে রাক্ষুসে মাছ দূর করা যায়- (উচ্চতর দক্ষতা)
i. পুকুর শুকিয়ে
ii. জৈবিক পদ্ধতিতে
iii. রাসায়নিক দ্রব্য প্রয়োগ করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ২৫৪ ও ২৫৫ নং প্রশ্নের উত্তর দাও :
জাহিদ পোনা ভর্তি পলিব্যাগ এনে পুকুরের পানিতে ভাসিয়ে পোনা ছেড়ে ছিল। পুকুরের পোনাগুলো ছাড়ার পূর্বে এগুলোকে বালতির পানিতে গোসল করিয়ে নিয়েছিল।

২৫৩. জাহিদ পোনা ভর্তি পলিব্যাগ কত মিনিট পুকুরের পানিতে ভাসিয়ে রেখেছিল? (প্রয়োগ)
[ক] ৫-১০
[খ] ১০-১৫
✅ ১৫-২০
[ঘ] ২০-২৫

২৫৪. উক্ত পোনাগুলোকে গোসল করানোর কারণ- (উচ্চতা দক্ষতা)
i. মৃত্যুর ঝুঁকি কমে যাবে
ii. রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা কম হবে
iii. পরজীবী দ্বারা আক্রান্ত থাকলে তা মুক্ত হবে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

চতুর্থ পরিচ্ছেদ : মাছের অভয়াশ্রম[পৃষ্ঠা-৫২]

SSC কৃষিশিক্ষা mcq ❤ সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২৫৫. বাংলাদেশের অভ্যন্তরীণ জলাশয়ের মোট আয়তন কত লক্ষ হেক্টর? (জ্ঞান) [রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়]
[ক] ৩৭
✅ ৪৭
[গ] ৫৭
[ঘ] ৬৭

২৫৬. বাংলাদেশের আওতাধীন বঙ্গোপসাগরের আয়তন কত বর্গ কি.মি. (জ্ঞান)
✅ ১.৬৬ লক্ষ
[খ] ১.৭৭ লক্ষ
[গ] ১.৮৮ লক্ষ
[ঘ] ১.৯৯ লক্ষ

২৫৭. বাংলাদেশের অভ্যন্তরীণ জলাশয়ের কত ভাগ মুক্ত জলাশয়? (জ্ঞান )
[ক] ১২
[খ] ২০
[গ] ৮০
✅ ৮৮

২৫৮. বাংলাদেশে মুক্ত জলাশয়ের আয়তন কত লক্ষ হেক্টর(জ্ঞান )
[ক] ১৬.৭৮
[খ] ২২.৬৮
[গ] ৩৩.৭৫
✅ ৪০.২৫

২৫৯. কোনটি অভ্যন্তরীণ বদ্ধ জলাশয়? (জ্ঞান)
[ক] বিল
[খ] চলন বিল
✅ দিঘি
[ঘ] কাপ্তাই লেক

২৬০. বদ্ধ জলাশয় শতকরা কত ভাগ? (জ্ঞান)
✅ ১২
[খ] ২০
[গ] ৮০
[ঘ] ৮৮

২৬১. বাংলাদেশে বদ্ধ জলাশয়ের আয়তন কত লক্ষ হেক্টর? (জ্ঞান) [মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়, ঢাকা]
✅ ৬.৭৮
[খ] ৭.৭৮
[গ] ৮.৭৮
[ঘ] ৯.৭৮

২৬২. বর্তমান মোট মাছ উৎপাদনের শতকরা কত ভাগ অভ্যন্তরীণ জলাশয় থেকে আসে? (জ্ঞান)
[ক] ১২
[খ] ২০
✅ ৮০
[ঘ] ৮৮

২৬৩. বর্তমানে মোট মাছ উৎপাদনের শতকরা কত ভাগ সমুদ্র হতে আসে? (জ্ঞান) [রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়]
✅ ২০
[খ] ৩০
[গ] ৫০
[ঘ] ৬০

২৬৪. ষাটের দশকে প্রাকৃতিকভাবে অভ্যন্তরীণ মুক্ত জলাশয় থেকে মৎস্য উৎপাদনের পরিমাণ কত ছিল? (জ্ঞান)
[ক] ৫০
[খ] ৬০
[গ] ৭০
✅ ৮০

২৬৫. বর্তমানে প্রাকৃতিক অভ্যন্তরীণ মুক্ত জলাশয় থেকে মৎস্য উৎপাদন মোট উৎপাদনের শতকরা কত ভাগ? (জ্ঞান)
✅ ৩৫
[খ] ৪৫
[গ] ৫০
[ঘ] ৫৫

২৬৬. বর্তমানে বাংলাদেশে কতটি অভয়াশ্রম পরিচালিত হচ্ছে? (জ্ঞান) [মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়, ঢাকা]
[ক] ২০০
[খ] ৩০০
[গ] ৪০০
✅ ৫০০

২৬৭. যে প্রজাতি প্রাকৃতিক জলাশয় থেকে অচিরেই বিলুপ্ত হবার ঝুঁকি মোকাবিলা করছে তাকে কী বলে? (জ্ঞান)
[ক] বিপন্ন প্রজাতি
[খ] বিপন্ন প্রায় প্রজাতি
✅ চরম বিপন্ন প্রজাতি
[ঘ] ঝুঁকিপূর্ণ প্রজাতি

২৬৮. বাংলাদেশে মোট কত প্রজাতির স্বাদু পানির মাছ ছিল? (জ্ঞান)
[ক] ২২০
[খ] ২৪০
✅ ২৬০
[ঘ] ২০০

২৬৯. কতটি প্রজাতির মাছ বিপন্ন প্রজাতি হিসেবে চিহ্নিত করা হয়েছে? (জ্ঞান)
[ক] ১৮টি
✅ ২৮টি
[গ] ৩০টি
[ঘ] ৩৫টি

২৭০. ইতোমধ্যে বাংলাদেশ কতটি প্রজাতির মাছ চরম বিপন্ন হিসাবে চিহ্নিত করেছে? (জ্ঞান)
✅ ১২
[খ] ১৪
[গ] ২৮
[ঘ] ৩৫

২৭১. যে প্রজাতির অচিরেই বিলুপ্ত হবার ঝুঁকি আছে তাকে কী বলে? (জ্ঞান)
[ক] চরম বিপন্ন প্রজাতি
✅ বিপন্ন প্রজাতি
[গ] বিলুপ্ত প্রজাতি
[ঘ] ঝুঁকিপূর্ণ প্রজাতি

২৭২. কতটি প্রজাতির মাছ ঝুঁকিপূর্ণ প্রজাতি হিসেবে চিহ্নিত করা হয়েছে? (জ্ঞান)
[ক] ১২
✅ ১৪
[গ] ২৮
[ঘ] ৩৫

২৭৩. কোনগুলো বিপন্ন প্রজাতির মাছ? (জ্ঞান)
✅ রানি, পাবদা, টেংরা
[খ] সরপুঁটি, মহাশোল, বাঘাইর
[গ] ফলি, গুলশা, কাজলি
[ঘ] বাটা, পাঙ্গাশ, চিতল

SSC কৃষি শিক্ষা (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর অধ্যায়-০২

২৭৪. মুক্ত জলাশয়ের মাছের উৎপাদন বৃদ্ধি ও মাছের নিরাপদ আবাসস্থলকে কী বলে?
 (জ্ঞান)
✅ অভয়াশ্রম
[খ] ডোবা
[গ] জলাভূমি
[ঘ] হাওর

২৭৫. নিচের কোনটি বিপন্ন প্রজাতির মাছ? (অনুধাবন)
[ক] কাজলি
[খ] গুলশা
✅ রানি
[ঘ] তেলাপিয়া

২৭৬. নিচের কোনটি ঝুঁকিপূর্ণ প্রজাতির মাছ? (অনুধাবন)
✅ ফলি
[খ] টেংরা
[গ] মৃগেল
[ঘ] ইলিশ

২৭৭. মুক্ত জলাশয় থেকে মোট মৎস্য উৎপাদনের ৮০% মাছ ধরা হতো কোন সময়ে? (অনুধাবন)
[ক] নব্বইয়ের দশকে
[খ] আশির দশকে
[গ] সত্তরের দশকে
✅ ষাটের দশকে

২৭৮. যে প্রজাতি প্রাকৃতিক জলাশয় থেকে অচিরেই বিলুপ্ত হওয়ার ঝুঁকি মোকাবিলা করছে তাকে কী বলে? (অনুধাবন)
[ক] বিপন্ন প্রজাতি
✅ চরম বিপন্ন প্রজাতি
[গ] ঝুঁকিপূর্ণ প্রজাতি
[ঘ] বিপন্নপ্রায় প্রজাতি

২৭৯. বর্তমানে মাছ উৎপাদনের পরিমাণ কমে যাওয়ার কারণ কী? (উচ্চতর দক্ষতা)
[ক] পানি কমে যাওয়ায়
[খ] প্রাকৃতিক খাদ্যের অভাব
[গ] নদীনালা শুকিয়ে যাওয়া
✅ নির্বিচারে পোনামাছ নিধন

২৮০. মৎস্য অভয়াশ্রমে গাছের ডালপালা, বাঁশ ইত্যাদি স্থাপন করা হয় কেন? (অনুধাবন)
[ক] উক্ত স্থানে যেন ভালোভাবে মাছ চাষ করা যায়
✅ উক্ত নির্দিষ্ট স্থানে মাছ আহরণ যেন না করা যায়
[গ] ঐ স্থানের মাছ যেন ভালোমতো আহরণ করা যায়
[ঘ] ঐ স্থানের মাছগুলোকে ভালোমতো খাবার দেওয়ার জন্য

২৮১. মৎস্য অভয়াশ্রম স্থাপনের মাধ্যমে কোনটি করা যায়? (জ্ঞান)
[ক] অবাধে মাছ ধরা যায়
✅ মাছের জীববৈচিত্র্য সংরক্ষণ করা যায়
[গ] ডিমওয়ালা মাছ নিধন করা যায়
[ঘ] মাছ উৎপাদন ব্যবস্থা সহজ হয়

২৮২. মৎস্য অভয়াশ্রম স্থাপনের গুরুত্ব কয়টি? (জ্ঞান)
[ক] ৫টি
[খ] ৬টি
✅ ৭টি
[ঘ] ৮টি

SSC কৃষিশিক্ষা mcq ❤ বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২৮৩. অভ্যন্তরীণ মুক্ত জলাশয় হলো- (অনুধাবন)
i. নদী
ii. বিল
iii. পুকুর

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৮৪. বদ্ধ জলাশয় হলো- (অনুধাবন)
i. পুকুর
ii. ডোবা
iii. কাপ্তাই লেক

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৮৫. বিগত কয়েক দশকে মুক্ত জলাশয় হতে উৎপাদন কমে যাওয়ার কারণ- (অনুধাবন)
i. জনসংখ্যা বৃদ্ধি
ii. অতিরিক্ত পানি ব্যবহার
iii. অতিরিক্ত মৎস্য আহরণ

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

২৮৬. বর্তমানে অভ্যন্তরীণ মুক্ত জলাশয় হতে মাছের উৎপাদন কমে যাওয়ার কারণ- (অনুধাবন)
i. পরিবেশের ভারসাম্যহীনতা
ii. শিল্পায়নের ফলে পানি দূষণ
iii. কৃষিকাজে কীটনাশকের যথেচ্ছ ব্যবহার

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৮৭. বিপন্ন প্রজাতির মাছ- (প্রয়োগ)
i. রানি
ii. মেনি
iii. পাবদা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৮৮. ঝুঁকিপূর্ণ মাছের প্রজাতি- (প্রয়োগ)
i. টেংরা
ii. কাজলি
iii. গুলশা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

২৮৯. চরম বিপন্ন প্রজাতির মাছ- (অনুধাবন)
i. মহাশোল
ii. বাঘাআইড়
iii. মেনি

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৯০. হাওর নদী বা বিলের যে অংশে বছরের নির্দিষ্ট সময় বা সারা বছর মাছ ধরা নিষিদ্ধ তাকে বলে- (অনুধাবন)
i. নিরাপদ আশ্রয়
ii. অভয়াশ্রম
iii. মুক্ত জলাশয়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৯১. অভয়াশ্রম স্থাপনের পর সতর্ক থাকতে হবে- (অনুধাবন)
i. পানি দূষণ থেকে
ii. অসাধু ব্যক্তির মাছ শিকার থেকে
iii. বক ও শকুনের মাছ শিকার থেকে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৯২. মৎস্য অভয়াশ্রম স্থাপন করলে মাছের- (অনুধাবন)
i. নিরাপদ আশ্রয় পায়
ii. মুক্তভাবে বিবরণ করতে পারে
iii. অবাধ প্রজনন ঘটাতে পারে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৯৩. মাছের অভয়াশ্রম স্থাপনের মাধ্যমে- (অনুধাবন)
i. মাছের উৎপাদন বৃদ্ধি করা যায়
ii. জীববৈচিত্র্য সংরক্ষণ করা যায়
iii. অবাধ মাছ ধরা বন্ধ করা যায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

SSC কৃষিশিক্ষা mcq ❤ অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ২৯৪ ও ২৯৫ নং প্রশ্নের উত্তর দাও :
মামুনের দাদা বাজার থেকে কোনো মাছ না কিনে বাড়ি ফিরেন। আফসোস করে বলেন, এক সময় বাজারে, মহাশোল, বাঘাআইড়, পাবদা, টেংরা ইত্যাদি মাছ প্রচুর পাওয়া যেত। এখন এসব মাছ আর পাওয়া যায় না। [খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়]

২৯৪. মামুনের দাদার দেখা মাছগুলো সংরক্ষণের জন্য কী ব্যবস্থা গ্রহণ করতে হবে? (প্রয়োগ)
✅ মৎস্য অভয়াশ্রয় স্থাপন করতে হবে
[খ] উক্ত মাছগুলো পুকুরে পালন করতে হবে
[গ] প্রজননক্ষম মাছকে রক্ষা করতে হবে
[ঘ] কৃত্রিমভাবে ডিম ফুটিয়ে পোনা উৎপাদন করতে হবে

২৯৫. উদ্দীপকে উল্লিখিত মাছগুলো না পাওয়ার কারণ- (উচ্চতর দক্ষতা)
i. বিগত কয়েক বছরের জনসংখ্যা বৃদ্ধি
ii. নির্বিচারে ডিমওয়ালা পোনা মাছ আহরণ
iii. নদীতে অপরিকল্পিতভাবে বাঁধ ও অবকাঠামো নির্মাণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ২৯৬ ও ২৯৭ নং প্রশ্নের উত্তর দাও :
রহিম মিয়া একজন আদর্শ জেলে। তিনি প্রতিদিন সন্ধ্যায় তার বাড়ির পাশের গড়াই নদীতে মাছ ধরতে যান। তিনি নদী থেকে ছোট বড় অনেক মাছ ধরে এবং বাজারে বিক্রি করে তার সংসার চালান। তিনি অনেকদিন ধরেই মাছ ধরেন কিন্তু তার বক্তব্য, আগে অনেক মাছ ধরা যেত বর্তমানে মাছের সংখ্যা অনেক কমে গেছে।

২৯৬. রহিম মিয়া কোন ধরনের জলাশয় হতে মাছ ধরেন? (প্রয়োগ)
✅ মুক্ত জলাশয়
[খ] বদ্ধ জলাশয়
[গ] বাহ্যিক জলাশয়
[ঘ] বিল

২৯৭. রহিম মিয়ার আগের তুলনায় মাছ ধরার পরিমাণ কমে যাওয়ার কারণ- (উচ্চতর দক্ষতা)
i. শিল্পায়ন কমে যাওয়ায়
ii. অতিরিক্ত মৎস্য আহরণ
iii. শিল্পায়নের ফলে পানি দূষণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

পঞ্চম পরিচ্ছেদ : মৎস্য সংরক্ষণ আইন[পৃষ্ঠা-৫৩]

SSC কৃষিশিক্ষা mcq ❤ সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২৯৮. মৎস্য সংরক্ষণ আইনটি কত সালে প্রণয়ন করা হয়? (জ্ঞান)
[ক] ১৯৪৫
✅ ১৯৫০
[গ] ১৯৫৫
[ঘ] ১৯৭২

২৯৯. মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ সাধারণভাবে কী নামে পরিচিত? (জ্ঞান)
[ক] মৎস্য আইন
[খ] মৎস্য রক্ষা আইন
✅ মৎস্য সংরক্ষণ আইন
[ঘ] ১৯৫০ মৎস্য আইন

৩০০. মৎস্য সংরক্ষণ আইনের বিধি কতটি? (জ্ঞান)
[ক] ৭টি
[খ] ৮টি
[গ] ৯টি
✅ ১০টি

৩০১. ২৩ সেমি বা ৯ ইঞ্চির নিচের আকৃতির ইলিশ মাছ কী নামে পরিচিত? (জ্ঞান)
✅ জাটকা
[খ] টেংরা
[গ] পোনা ইলিশ
[ঘ] রেণু ইলিশ

৩০২. মৎস্য আইন অনুযায়ী কোন সময় জাটকা ধরা নিষেধ? (জ্ঞান) [খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়]
[ক] ফেব্রুয়ারি-জুন
[খ] জুলাই-ডিসেম্বর
[গ] নভেম্বর-এপ্রিল
✅ নভেম্বর-মে

৩০৩. কোন সময়ে ২৩ সেমি নিচের আকৃতির পাঙ্গাশ মাছ ধরা নিষেধ? (জ্ঞান) [যশোর জিলা স্কুল]
[ক] ফেব্রুয়ারি-জুন
[খ] জুলাই-ডিসেম্বর
[গ] নভেম্বর-মে
✅ নভেম্বর-এপ্রিল

৩০৪. নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত কত ইঞ্চি আকৃতির পাঙ্গাশ মাছ ধরা নিষেধ? (জ্ঞান)
[ক] ৫
[খ] ৭
✅ ৯
[ঘ] ১২

৩০৫. নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত কোণ মাছটি ধরা নিষেধ? (জ্ঞান)
[ক] রুই
[খ] কাতলা
[গ] জাটকা
✅ পাঙ্গাশ

৩০৬. বোয়াল মাছ ধরা নিষিদ্ধ করা হয় কোন মাসে? (জ্ঞান)
[ক] জানুয়ারি হতে জুন মাস পর্যন্ত
[খ] ফেব্রুয়ারি হতে জুলাই মাস পর্যন্ত
✅ ফেব্রুয়ারি হতে জুন মাস পর্যন্ত
[ঘ] জুলাই মাসে

৩০৭. কত ইঞ্চির ছোট আকারের সিলন, বোয়াল ও আইড় ধরা, নিজের দখলে রাখা, পরিবহন ও বিক্রি নিষিদ্ধ? (জ্ঞান)
[ক] ৬
[খ] ৯
✅ ১২
[ঘ] ১৫

৩০৮. মাছ ধরার জন্য কত সেমি বা এর চেয়ে কম ব্যাসের জাল ব্যবহার নিষিদ্ধ (জ্ঞান) [মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়, ঢাকা]
[ক] ৩.৫
[খ] ৪.০
✅ ৪.৫
[ঘ] ৫.০

৩০৯. ফাঁস জালের প্রচলিত নাম কী? (জ্ঞান)
[ক] ঝাঁকি জাল
[খ] টান জাল
[গ] পলো
✅ কারেন্ট জাল

৩১০. সরকার ঘোষিত ইলিশ অভয়াশ্রম কয়টি? (জ্ঞান)
[ক] ২টি
[খ] ৩টি
✅ ৪টি
[ঘ] ৫টি

৩১১. কখন ইলিশ মাছ ধরা নিষেধ? (জ্ঞান)
✅ ১৫-২৪ অক্টোবর
[খ] ১৫-২৪ সেপ্টেম্বর
[গ] ১-১০ অক্টোবর
[ঘ] ১-১০ সেপ্টেম্বর

৩১২. মার্চ-এপ্রিল মাসে মেঘনা নদীতে কত কিলোমিটার এলাকায় ইলিশ মাছ ধরা নিষিদ্ধ? (জ্ঞান)
[ক] ৪০
[খ] ৭০
[গ] ৯০
✅ ১০০

৩১৩. প্রথমবার মৎস্য আইন ভঙ্গকারীর জরিমানা কত? (জ্ঞান)
[ক] সর্বোচ্চ ২,৫০০ টাকা
[খ] ২৫০ টাকা
[গ] সর্বোচ্চ ২০০ টাকা
✅ সর্বোচ্চ ১,০০০ টাকা

৩১৪. প্রথমবার আইন ভঙ্গকারীর জন্য সর্বোচ্চ কারাদণ্ড দেওয়া হয় কত মাস? (জ্ঞান)
[ক] ২ মাস
[খ] ৪ মাস
✅ ৬ মাস
[ঘ] ৭ মাস

৩১৫. দ্বিতীয়বার মৎস্য আইন ভঙ্গকারীর কারাদণ্ড কত? (জ্ঞান)
[ক] ১-৬ মাস
✅ ২ মাস-১ বছর
[গ] ৩ মাস-১ বছর ৬ মাস
[ঘ] ৬ মাস-২ বছর

৩১৬. দ্বিতীয়বার মৎস্য আইন ভঙ্গকারীর সর্বোচ্চ কত টাকা জরিমানা হতে পারে? (অনুধাবন) [হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়]
[ক] ১০০০
[খ] ১৫০০
✅ ২০০০
[ঘ] ২৫০০

৩১৭. ফিক্সড ইঞ্জিন বলতে কী বোঝ? (জ্ঞান)
[ক] নদীতে অস্থায়ী স্থাপনা
[খ] নদীতে স্থায়ীভাবে বাস করা
✅ নদীনালা খালবিলে স্থায়ী স্থাপনার মাধ্যমে মাছ ধরা
[ঘ] নদীতে অস্থায়ীভাবে বাস করা

SSC কৃষিশিক্ষা mcq ❤ বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৩১৮. মাছের চাহিদা বৃদ্ধির কারণে জেলেরা- (উচ্চতর দক্ষতা)
i. ছোট-বড় সব মাছ ধরছে
ii. প্রজননক্ষম মাছও ধরছে
iii. পোনা মাছও ধরছে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩১৯. বর্তমানে প্রাকৃতিক জলাশয় থেকে ক্রমান্বয়ে মাছ উৎপাদন- (প্রয়োগ)
i. বেড়ে যাচ্ছে
ii. কমে যাচ্ছে
iii. কিছু প্রজাতি হারিয়ে যাচ্ছে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৩২০. অভ্যন্তরীণ জলাশয়ে মাছ ধ্বংসের পদক্ষেপ গ্রহণ করা যাবে না- (অনুধাবন)
i. বিষ প্রয়োগে
ii. পরিবেশ দূষিত করে
iii. বাণিজ্যিক বা অন্যবিধ উপায়ে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩২১. যে ধরনের জলাশয় থেকে প্রতি বছর ১ এপ্রিল হতে ৩১ আগস্ট পর্যন্ত দম্পত্তি মাছ ধরা যাবে না তা হলো- (প্রয়োগ)
i. নদী নালার সাথে সংযোগ আছে এরূপ
ii. পুকুরের সাথে সংযোগ থাকলে
iii. খালবিলে সংযোগ থাকলে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩২২. প্রতি বছর ফেব্রুয়ারি হতে জুন পর্যন্ত ৩০ সেন্টিমিটারের ছোট আকারের মাছ বিক্রি নিষিদ্ধ- (প্রয়োগ)
i. সিলন মাছ
ii. বোয়াল মাছ
iii. টাকি মাছ

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩২৩. ফিক্সড ইঞ্জিনের মাধ্যমে মাছ ধরা নিষিদ্ধ হলো- (অনুধাবন)
i. নদীনালায়
ii. খালবিলে
iii. পুকুর ডোবায়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩২৪. ফাঁস জালের দৈর্ঘ্য হলো- (প্রয়োগ)
i. ৪.৩ সেমি
ii. ৪.৫ সেমি
iii. ৪.৫ সেমি এর কম ব্যাস

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৩২৫. মাছ ধরার ক্ষেত্রে নিষিদ্ধ জাল হলো- (অনুধাবন)
i. ফাঁস জাল
ii. কারেন্ট জাল
iii. খেওলা জাল

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩২৬. মৎস্য সংরক্ষণ আইন প্রণয়নের উদ্দেশ্য হলো- (উচ্চতর দক্ষতা)
i. মাছের উৎপাদন হ্রাস পাওয়া
ii. মাছের উৎপাদন বৃদ্ধি পাওয়া
iii. জীববৈচিত্র্য বৃদ্ধি পাওয়া

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC কৃষিশিক্ষা mcq ❤ অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ৩২৭ ও ৩২৮ নং প্রশ্নের উত্তর দাও :
অরূপ একজন মৎস্যজীবী। বাজারে মাছের চাহিদা বৃদ্ধি পওয়ায় সে বিল থেকে নির্বিচারে ছোট-বড় ও ডিমওয়ালা মাছ ধরছে। ১০ম শ্রেণির ছাত্র তার ছেলে কার্তিক তাকে মৎস্য আইনের শাস্তির কথা স্মরণ করিয়ে দেয়।[যশোর জিলা স্কুল]

৩২৭. অরূপকে পুলিশে সোপর্দ করলে প্রথমে তার কত টাকা জরিমানা হবে? (প্রয়োগ)
[ক] ৫০০
✅ ১০০০
[গ] ১৫০০
[ঘ] ২০০০

৩২৮. অরূপের কাজটি চলতে থাকলে কমে যাবে- (উচ্চতর দক্ষতা)
i. মাছের উৎপাদন ও জীববৈচিত্র্য
ii. অরূপের পারিবারিক আয়
iii. মুক্ত জলাশয় থেকে ক্রমান্বয়ে মাছের উৎপাদন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৩২৯ ও ৩৩০ নং প্রশ্নের উত্তর দাও :
ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার সোনা মিয়া সৈয়দ আউলিয়া পয়েন্টে ১৭ অক্টোবর মাছ ধরে মৎস্য আইন ভঙ্গ করায় তাকে শাস্তি ভোগ করতে হবে। [হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়]

৩২৯. সোনা মিয়া কোন মাছ ধরেছিল? (প্রয়োগ)
[ক] রুই
[খ] কাতলা
✅ ইলিশ
[ঘ] বোয়াল

৩৩০. তাকে কতদিন কারাভোগ করতে হবে? (উচ্চতর দক্ষতা)
✅ ১-৬ মাস
[খ] ২ মাস - ১ বছর
[গ] ১ মাস
[ঘ] ২ মাস
ষষ্ঠ পরিচ্ছেদ : গৃহপালিত পাখির আবাসন[পৃষ্ঠা-৫৪]

SSC কৃষিশিক্ষা mcq ❤ সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৩৩১. পারিবারিকভাবে কয়টি হাঁস-মুরগি পালনের জন্য শুধু রাতে আশ্রয়ের জন্য বাসস্থান তৈরি করা হয়? (জ্ঞান)
[ক] ১৫-২০টি
✅ ১০-১৫টি
[গ] ৫-১০টি
[ঘ] ২০-২৫টি

৩৩২. হাঁস-মুরগির আবাসন তৈরির উদ্দেশ্য কয়টি? (জ্ঞান) [সাটিরপাড়া কে. কে. ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজ, নরসিংদী]
[ক] ৭টি
[খ] ৮টি
✅ ১২টি
[ঘ] ৫টি

৩৩৩. কোন উদ্দেশ্যটি সামনে রেখে পাখির বাসস্থান তৈরি করা হয়ে থাকে? (জ্ঞান)
[ক] সহজে বাচ্চা উৎপাদন
✅ নিবিড়ভাবে যত্ন নেয়া
[গ] ব্যবস্থাপনা ব্যয় কমানো
[ঘ] কম সময়ে বাজারজাতকরণ

৩৩৪. নিচের কোনটি হাঁস-মুরগির আবাসনের উদ্দেশ্য নয়? (অনুধাবন)
[ক] নিবিড়ভাবে যত্ন নেওয়া যায়
[খ] টিকা দেওয়া সহজ হয়
[গ] চোরের হাত থেকে রক্ষা করা যায়
✅ ডিম সংগ্রহ করা কঠিন হয়

৩৩৫. হাঁস-মুরগির আবাসন তৈরির ধাপ কয়টি? (জ্ঞান)
[ক] ৩টি
[খ] ৪টি
✅ ৫টি
[ঘ] ৬টি

৩৩৬. হাঁস-মুরগির আবাসন তৈরীর প্রথম ধাপ কোনটি? (জ্ঞান)
[ক] ঘর তৈরিকরণ
[খ] ঘরে ডিজাইন নির্বাচন করা
✅ আবাসনের স্থান নির্বাচন করা
[ঘ] বিভিন্ন প্রকার ঘর তৈরির পরিকল্পনা করা

৩৩৭. হাঁস-মুরগির জন্য কোন আকৃতির ঘর সবচেয়ে ভালো? (জ্ঞান)
[ক] চতুর্ভুজাকার
[খ] ত্রিভুজাকার
✅ আয়তাকার
[ঘ] বর্গকার

৩৩৮. হাঁস-মুরগির ঘরের দৈর্ঘ্য কিসের ওপর নির্ভর করে? (জ্ঞান) [মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়, ঢাকা]
[ক] সেবা যতেœর
[খ] বিদ্যুৎ সরবরাহের
✅ হাঁস-মুরগির সংখ্যার
[ঘ] পানি নিষ্কাশনের

৩৩৯. হাঁস-মুরগির ঘরের প্রস্থ কত মিটার হবে? (জ্ঞান)
[ক] ৪-৮
✅ ৪.৫-৯.০
[গ] ৫-১০
[ঘ] ৫.৫-১১

৩৪০. ছাদের ডিজাইনের ওপর ভিত্তি করে মুরগির ঘর কত প্রকার? (জ্ঞান)
✅ দুই
[খ] তিন
[গ] চার
[ঘ] পাঁচ

৩৪১. হাঁস-মুরগির ঘরের দরজা কোন দিকে থাকতে হবে? (জ্ঞান)
[ক] উত্তর
✅ দক্ষিণ
[গ] পূর্ব
[ঘ] পশ্চিম

৩৪২. সালাম হাঁস-মুরগি পালনের জন্য একটি ঘর পূর্ব-পশ্চিমে লম্বালম্বি এবং দক্ষিণমুখী করে নির্মাণ করে। যার প্রস্থ ছিল ৪.৫-৯.০ মিটারের মধ্যে।
উদ্দীপকে নিচের যেটির সাথে সাদৃশ্য আছে?
(প্রয়োগ)
[ক] ঘরের আকার
✅ ঘরের ডিজাইন
[গ] ঘরের ব্যাস
[ঘ] ঘরের আয়তন

৩৪৩. নিচের কোনটি হাঁস-মুরগির ঘরের ডিজাইন নয়? (অনুধাবন)
[ক] শেড টাইপ
[খ] গ্যাবল টাইপ
✅ ছেড টাইপ
[ঘ] একচালা ঘর

৩৪৪. অর্ধ-আবদ্ধ অবস্থায় হাঁস-মুরগি পালনের জন্য একচালা ঘরকে কী বলে? (জ্ঞান)
✅ শেড টাইপ
[খ] গ্যাবল টাইপ
[গ] ছেড টাইপ
[ঘ] মার্ক টাইপ

৩৪৫. হাঁস-মুরগির ভালো উৎপাদনের জন্য নিচের কোন পদ্ধতিটি ব্যবহার করা হয়? (প্রয়োগ)
[ক] গ্যাবল টাইপ
✅ শেড টাইপ
[গ] কার্বন টাইপ
[ঘ] হ্যাবল টাইপ

৩৪৬. গ্যাবল টাইপের হাঁস-মুরগির ঘর কয়চালা থাকে? (জ্ঞান) [হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়]
[ক] একচালা
✅ দুই চালা
[গ] তিন চালা
[ঘ] চার চালা

৩৪৭. হাঁস-মুরগির গ্যাবল টাইপ ঘর কোন অঞ্চলে জন্য খুবই উপযোগী? [আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজ, চাঁদপুর]
[ক] খরা
[খ] বন্যা
[গ] লবণাক্ত
✅ বৃষ্টিপাত

৩৪৮. নিচের কোনটি মুরগির আবাসন নয়? (অনুধাবন)
[ক] হ্যাচারি ঘর
[খ] গ্যাবল টাইপ
[গ] শেড টাইপ ঘর
✅ গোয়াল ঘর

৩৪৯. ব্রুডার ঘরে সদ্য ফোটা বাচ্চাদের কত সপ্তাহ পর্যন্ত রাখা হয়? (জ্ঞান)
✅ ৬ সপ্তাহ
[খ] ২ সপ্তাহ
[গ] ৩ সপ্তাহ
[ঘ] ৮ সপ্তাহ

৩৫০. গ্রোয়ার ঘরে ডিম উৎপাদনকারী হাঁস-মুরগির বাচ্চাকে কত সপ্তাহ বয়স পর্যন্ত পালন করা হয়? (জ্ঞান)
✅ ৫/৭-২০
[খ] ৫/৬-১৫
[গ] ৫/৮-২২
[ঘ] ৫/৯-২৫

৩৫১. ডিম পাড়া হাঁস-মুরগির ঘরে কত সপ্তাহ পর্যন্ত হাঁস-মুরগি পালন করা হয়? (জ্ঞান)
[ক] ১১-৬১
✅ ২১-৭২
[গ] ২৫-৭৫
[ঘ] ২৮-৭৮

৩৫২. ব্রয়লার ঘরে মুরগিকে কত সপ্তাহ পর্যন্ত পালন করা হয়? (জ্ঞান)
[ক] ২/৩ সপ্তাহ
[খ] ৩/৫ সপ্তাহ
✅ ৪/৬ সপ্তাহ
[ঘ] ৬/৭ সপ্তাহ

৩৫৩. কৃত্রিম উপায়ে ডিম ফুটানোর যন্ত্রকে কী বলে? (অনুধাবন)
[ক] হ্যাচারি
✅ ইনকিউবেটর
[গ] মেশিন
[ঘ] শোধন যন্ত্র

৩৫৪. বাণিজ্যিক উদ্দেশ্যে মুরগি পালনের ক্ষেত্রে মুরগির ঘরের চালা কী দ্বারা তৈরি করা উচিত? (জ্ঞান)
[ক] টিন
✅ কংক্রিট
[গ] অ্যাসবেস্টার
[ঘ] ফরুগেটেড শিট

৩৫৫. ব্রয়লার মুরগির ক্ষেত্রে ঘরের দেয়ালের উচ্চতা কত ফুট? (জ্ঞান)
[ক] ১
[খ] ২
[গ] ৩
[ঘ] ৪

৩৫৬. হাঁসমুরগির ঘরের দরজা কোন দিকে থাকতে হবে? (জ্ঞান)
[ক] পূর্ব
[খ] উত্তর
✅ দক্ষিণ
[ঘ] পশ্চিম

৩৫৭. ০-১ মাস বয়সী হাঁস-মুরগির জন্য লিটার পদ্ধতিতে কত বর্গমিটার জায়গার প্রয়োজন হয়? (জ্ঞান)
✅ ০.০৫
[খ] ০.১৪
[গ] ০.২৩
[ঘ] ০.২৮

৩৫৮. বয়স্ক পাখির জন্য মাচা পদ্ধতিতে কত বর্গমিটার জায়গার প্রয়োজন? (জ্ঞান)
[ক] ০.০৩
[খ] ০.০৫
[গ] ০.১০
✅ ০.১৯

৩৫৯. ছাদের ডিজাইনের উপর ভিত্তি করে কয় ধরনের মুরগির ঘর দেখা যায়? (জ্ঞান)
✅ ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫

SSC কৃষিশিক্ষা mcq ❤ বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৩৬০. হাঁস-মুরগির আবাসনের ক্ষেত্রে উদ্দেশ্য হলো- (অনুধাবন)
i. খারাপ আবহাওয়া থেকে রক্ষা করা
ii. অনিরাপত্তা
iii. সঠিকভাবে ব্যবস্থাপনার জন্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৬১. হাঁস-মুরগির আবাসন তৈরির উদ্দেশ্য- (অনুধাবন)
i. টিকা দেয়া
ii. আরামদায়ক পরিবেশ সৃষ্টি করা
iii. আলো থেকে রক্ষা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৬২. হাঁস-মুরগির বাসস্থান তৈরি করতে হয়- (অনুধাবন)
i. উঁচু ও বন্যামুক্ত এলাকায়
ii. মহাসড়ক ও বসতি থেকে দূরে
iii. পানি নিষ্কাশন ব্যবস্থার সুবিধাসম্পন্ন স্থানে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩৬৩. হাঁস-মুরগির ঘরের ছাদ তৈরি করা হয়- (অনুধাবন) [হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়]
i. টিন দিয়ে
ii. অ্যাসবেসটস দিয়ে
iii. মাটি দিয়ে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

৩৬৪. আবদ্ধ পদ্ধতিতে হাঁস পালন করলে- (অনুধাবন) [যশোর সরকারি বালিকা উচ্চ বিদালয়]
i. শ্রমিক কম লাগে
ii. খাদ্য গ্রহণ সমভাবে হয়
iii. জায়গা বেশি লাগে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

৩৬৫. গ্রামীণ পরিবেশে পারিবারিক হাঁস-মুরগির খামারে ব্যবহার করা যাবে- (অনুধাবন)
i. শণ
ii. খড়
iii. উপযুক্ত গাছের পাতা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৬৬. মুরগির ঘরে লিটার দিতে হয়- (অনুধাবন)
i. ঘর আরামদায়ক করার জন্য
ii. আলো বাতাস চলাচলের জন্য
iii. স্বাস্থ্য ভালো রাখার জন্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৬৭. হাঁস-মুরগির আবাসনে তৈরির ধাপসমূহের ক্ষেত্রে মানানসই তথ্যগুলো হলো- (অনুধাবন)
i. ঘরে ডিজাইন নির্বাচন না করা
ii. হাঁস-মুরগির ঘর তৈরি করা
iii. হাঁস-মুরগিকে প্রয়োজনীয় জায়গা দেওয়া

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৬৮. হাঁস-মুরগির বাসস্থান নির্বাচনের ক্ষেত্রে সুবিধা হলো- (উচ্চতর দক্ষতা)
i. চোরের হাত থেকে রক্ষা করা
ii. বিদ্যুৎ ও পানি সরবরাহের সুবিধা থাকতে হবে
iii. বন্যামুক্ত এলাকা হতে হবে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৬৯. হাঁস-মুরগির ঘরের ডিজাইনের ক্ষেত্রে প্রযোজ্য হলো- (অনুধাবন)
i. শেড টাইপ
ii. গ্যাবল টাইপ
iii. করুগেটেড টাইপ

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৭০. সঠিক তথ্যগুলো হলো- (উচ্চতর দক্ষতা)
i. গ্রোয়ার ঘর এক প্রকার শেড টাইপ
ii. ব্রুডার ঘর এক প্রকার গ্যাবল টাইপ
iii. হ্যাচারি ঘর এক প্রকার শেড টাইপ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC কৃষিশিক্ষা mcq ❤ অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৭১ ও ৩৭২ নং প্রশ্নের উত্তর দাও :
হালিম তার খামারে একটি উত্তর-দক্ষিণ লম্বালম্বি এবং পূর্বমুখী ঘর নির্মাণ করে। ডিম পাড়া হাঁস-মুরগির জন্য সে আলাদা একটি ঘর নির্মাণ করে। [মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়, ঢাকা]

৩৭১. হালিম তার আলাদাভাবে তৈরি ঘরে কত সপ্তাহ হাঁস-মুরগি পালন করবে? (প্রয়োগ)
[ক] ৪-৬
[খ] ৫-২১
[গ] ৭-২০
✅ ২১-৭২

৩৭২. হালিম ঘর তৈরিতে কী ভুল করেছিল? (উচ্চতর দক্ষতা)
✅ ঘরটি দক্ষিণামুখী হবে
[খ] ঘরটি উত্তরমুখী হবে
[গ] ঘরটি পশ্চিমমুখী হবে
[ঘ] ঘরটি পূর্ব ও দক্ষিণমুখী হবে

নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৭৩ ও ৩৭৪ নং প্রশ্নের উত্তর দাও :
শ্যামপুর গ্রামের হাসেম ডিম পাড়া হাঁস-মুরগির জন্য একটি ঘর নির্মাণ করে।

৩৭৩. হাসেম যে ঘরটিতে বাচ্চা ফোটায় তাকে কী বলে? (প্রয়োগ)
[ক] আঁতুড়
[খ] ব্রুডার
[গ] এল টাইপ ঘর
✅ হ্যাচারি

৩৭৪. হাসেমের ঘরটি হবে- (উচ্চতর দক্ষতা)
i. দক্ষিণমুখী
ii. উত্তরমুখী
iii. পূর্ব পশ্চিমে লম্বালম্বি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

সপ্তম পরিচ্ছেদ : গৃহপালিত পাখির খাদ্য[পৃষ্ঠা-৫৭]

SSC কৃষিশিক্ষা mcq ❤ সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৩৭৫. হাঁস-মুরগি পালনে মোট খরচের কত ভাগ খাদ্য ক্রয়ে ব্যয় হয়? (জ্ঞান)
[ক] ৫০ ভাগ
[খ] ৬০ ভাগ
✅ ৭০ ভাগ
[ঘ] ৮০ ভাগ

৩৭৬. পাখির খাদ্যের বৈশিষ্ট্য কয়টি? (জ্ঞান)
[ক] ৫টি
[খ] ৪টি
[গ] ৭টি
✅ ৯টি

৩৭৭. যে রেশনে পাখির প্রয়োজনীয় শর্করা, আমিষ, চর্বি ও ভিটামিন উপস্থিত থাকে তাকে কী বলে? (জ্ঞান)
[ক] ভিটামিনযুক্ত রেশন
[খ] খনিজযুক্ত রেশন
✅ সুষম রেশন
[ঘ] অসম রেশন

৩৭৮. সুষম রেশনের কাজ কয়টি? (জ্ঞান)
[ক] ৮টি
[খ] ৫টি
[গ] ৬টি
✅ ৯টি

৩৭৯. ব্রয়লার মুরগিকে কয় প্রকার রেশন সরবরাহ করা হয়? (জ্ঞান)
[ক] ২
✅ ৩
[গ] ৪
[ঘ] ৫

৩৮০. কোন ধরনের মুরগিকে ২০-৭২ সপ্তাহ পর্যন্ত রেশন দিতে হয়? (জ্ঞান)
[ক] দেশি
✅ লেয়ার
[গ] লেয়ার স্টার্টার
[ঘ] লেয়ার গ্রোয়ার

৩৮১. ব্রয়লার মুরগির স্টার্টার কত সপ্তাহ বয়স পর্যন্ত দেয়া যায়? (জ্ঞান)
✅ ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫

৩৮২. ব্রয়লার ফিনিশার রেশন কত সপ্তাহ পর্যন্ত চলে? (জ্ঞান)
[ক] ১-২
[খ] ৩-৪
✅ ৫-৬
[ঘ] ৯-১৯

৩৮৩. কোন খাদ্য উপকরণ শুঁটকি মাছের বিকল্প খাদ্য হিসেবে ব্যবহার করা হয়? (জ্ঞান)
[ক] খৈল
[খ] লবণ
[গ] গম ভুট্টা
✅ সয়াবিন সিদ্ধ

৩৮৪. মুরগির দেহকোষ সজীব রাখে কোনটি? (জ্ঞান)
✅ পানি
[খ] লবণ
[গ] শর্করা
[ঘ] আমিষ

৩৮৫. পাখির খাদ্যের খাদ্যোপাদান কয়টি? (জ্ঞান)
[ক] ৫টি
[খ] ৭টি
✅ ৬টি
[ঘ] ৯টি

৩৮৬. চাল কী ধরনের খাদ্য? (জ্ঞান)
✅ শর্করা
[খ] স্নেহ
[গ] আমিষ
[ঘ] খনিজ

৩৮৭. হাঁস-মুরগির জন্য মিশ্রিত খাদ্য কোন রঙের? (জ্ঞান)
[ক] লাল
[খ] হলুদ
[গ] কমলা
✅ বাদামি

৩৮৮. তিলের খৈল, শুঁটকি মাছের গুঁড়া, রক্তের গুঁড়া ইত্যাদি কোন ধরনের খাদ্যোপদান? (জ্ঞান) [যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, যশোর]
[ক] শর্করা
✅ আমিষ
[গ] স্নেহ
[ঘ] খনিজ পদার্থ

৩৮৯. নিচের কোনটি শর্করা জাতীয় খাদ্য? (অনুধাবন)
[ক] মাছের গুঁড়া
[খ] ঝিনুক
[গ] সরিষার খৈল
✅ গমের ভুসি

৩৯০. মুরগির খাদ্যে ব্যবহৃত সয়াবিন তৈল কিসের অভাব দূর করে? (অনুধাবন)
[ক] আমিষ
✅ স্নেহের
[গ] ভিটামিনের
[ঘ] শর্করা

৩৯১. পাম তৈল, তিলের তৈল, সয়াবিন তৈল ইত্যাদি হাঁস-মুরগির কোন জাতীয় খাদ্যে বিদ্যমান থাকে? (উচ্চতর দক্ষতা)
[ক] শর্করা
[খ] আমিষ
✅ স্নেহ
[ঘ] পানি

৩৯২. কোনটি থেকে খনিজ পদার্থ পাওয়া যায়? [আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজ, চাঁদপুর]
[ক] গম
[খ] পাম অয়েল
✅ হাড়ের গুঁড়া
[ঘ] সরিষার খৈল

৩৯৩. শুঁটকি মাছের গুঁড়া, তিলের খৈল, রক্তের গুঁড়া ইত্যাদি কোন ধরনের পুষ্টি উপাদান? (জ্ঞান)
[ক] স্নেহ
[খ] শর্করা
✅ আমিষ
[ঘ] খনিজ পদার্থ

৩৯৪. লেয়ার মুরগির উন্নত জাত কোনটি? (জ্ঞান)
[ক] ইন্ডিয়ান বিভার
[খ] আরআইআর
✅ ঈসা ব্রাউন
[ঘ] আঁচিল

৩৯৫. খনিজ পদার্থের অভাব পূরণের জন্য মুরগির খাদ্যে কোন উপাদান মিশাতে হবে? (অনুধাবন)
[ক] রক্তের গুঁড়া
✅ ঝিনুকের গুঁড়া
[গ] গমের ভুসি
[ঘ] চালের গুঁড়া

৩৯৬. প্রথম সপ্তাহে ব্রয়লার জাতের ১টি মুরগিকে কত গ্রাম খাবার দিতে হয়? (জ্ঞান)
[ক] ১০
[খ] ২০
✅ ২৫
[ঘ] ৩০

৩৯৭. বাড়ন্ত মুরগির প্রতিদিন কত গ্রাম পরিমাণ খাদ্য প্রয়োজন? (জ্ঞান)
[ক] ৪০
[খ] ৪৫
✅ ৭০
[ঘ] ৭৫

৩৯৮. বয়স্ক মুরগিকে দৈনিক কত গ্রাম খাদ্য দিতে হয়? (জ্ঞান)
[ক] ১০০
✅ ১১৫
[গ] ১৩০
[ঘ] ১৬০

৩৯৯. কোনটি মুরগির আমিষ জাতীয় খাদ্য? (জ্ঞান)
[ক] ভুট্টা
[খ] তিলের খৈল
✅ শুঁটকির গুঁড়া
[ঘ] লবণ

৪০০. লেয়ার মুরগির রেশনে কোন উপাদান সবচেয়ে বেশি পরিমাণে দিতে হয়? (জ্ঞান)
[ক] তিলের খৈল
[খ] হাড়ের গুঁড়া
[গ] লবণ
✅ গম ভাঙা

৪০১. লেয়ার মুরগির খাদ্য তালিকায় শতকরা কত ভাগ গমের ভুসি থাকে? (জ্ঞান)
✅ ৮-১২
[খ] ৪৫-৫৫
[গ] ১০-১৫
[ঘ] ১০-১২

৪০২. লেয়ার মুরগির খাদ্য তালিকায় শুঁটকি মাছের গুঁড়ার পরিমাণ শতকরা কত ভাগ? (জ্ঞান )
[ক] ৮-১০
[খ] ৮-১২
✅ ১০-১২
[ঘ] ১০-১৫

৪০৩. মুরগিকে ডিমের খোসা খাওয়ানো হয় কোন পুষ্টি উপাদানের অভাবে? (অনুধাবন)
[ক] স্নেহ
[খ] আমিষ
[গ] শর্করা
✅ খনিজ পদার্থ

৪০৪. প্রথম কত সপ্তাহ হাঁসকে প্রচুর খাবার দিতে হয়? (জ্ঞান)
[ক] ৭
✅ ৮
[গ] ৯
[ঘ] ১০

৪০৫. হাঁসের বাচ্চার প্রারম্ভিক রেশন কত সপ্তাহ পর্যন্ত দিতে হয়? (জ্ঞান)
✅ ০-৪
[খ] ৫-১৯
[গ] ২০-৫০
[ঘ] ৩০-৪০

৪০৬. কোন ধরনের হাঁসকে ৫-১৯ সপ্তাহ পর্যন্ত রেশন দিতে হয়? (জ্ঞান)
[ক] বাচ্চা
✅ বাড়ন্ত
[গ] বয়স্ক
[ঘ] ডিম পাড়া

৪০৭. চতুর্থ সপ্তাহের হাঁস দিনে কত গ্রাম খাবার খায়? (জ্ঞান)
[ক] ২৫
[খ] ৩০
✅ ৩৫
[ঘ] ৪০

৪০৮. একটি বাড়ন্ত হাঁস দৈনিক কত গ্রাম খাদ্য খায়? (জ্ঞান)
[ক] ৫০
[খ] ৫৫
✅ ৮৫
[ঘ] ১২৫

৪০৯. হাঁসের রেশনে ভুট্টার গুঁড়ার পরিমাণ শতকরা কত ভাগ? (জ্ঞান)
[ক] ৩৫-৪০
[খ] ৪০-৪৫
✅ ৪৫-৫০
[ঘ] ৫০-৫৫

৪১০. হাঁসের রেশনে খৈলের পরিমাণ শতকরা কত ভাগ? (জ্ঞান)
[ক] ১০-১২
✅ ১০-১৫
[গ] ৮-১৫
[ঘ] ১০-১৪

৪১১. আলাউদ্দিন একটি হাঁস-মুরগির খামার পরিচালনা করে। কিন্তু খাদ্য ক্রয় করতে তার অধিকাংশ টাকা খরচ হয়ে যায়।হাঁস-মুরগি পালনের মোট খরচের কত ভাগ খাদ্য ক্রয়ে ব্যয় হয়? (প্রয়োগ)
[ক] ৫০
[খ] ৬০
✅ ৭০
[ঘ] ৮০

৪১২. সানজিদের একটি হাঁসের খামার আছে। খামারে ১০০টি বাচ্চা হাঁসকে প্রতিদিন খাদ্য দিতে হয়। সানজিদ তার খামারে দৈনিক কত কেজি খাদ্য সরবরাহ করবে? (প্রয়োগ)
[ক] ২
[খ] ৩
✅ ৪
[ঘ] ৬

৪১৩. মুরগি পালনের কত সপ্তাহের মধ্যে বাজারজাত করতে হবে? (উচ্চতর দক্ষতা)
✅ ৭ম
[খ] ৮ম
[গ] ৯ম
[ঘ] ১০ম

SSC কৃষিশিক্ষা mcq ❤ বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৪১৪. গৃহপালিত পাখির খাদ্যের বৈশিষ্ট্য- (অনুধাবন)
i. সুস্বাদু
ii. সহজপাচ্য
iii. জীবাণু, ছত্রাক ও পরজীবীমুক্ত

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪১৫. মুরগির খাদ্য হিসেবে ব্যবহৃত দানা শস্যগুলো হলো- (অনুধাবন)
i. গম
ii. শিম
iii. ভুট্টা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪১৬. পৃথক পৃথক রেশন তৈরি করা হয়- (প্রয়োগ)
i. ব্রয়লার মুরগি
ii. লেয়ার মুরগি
iii. ডিমপাড়া মুরগি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪১৭. আমিষের কাজ হলো- (প্রয়োগ)
i. দেহ গরম করে
ii. শরীরে ক্ষয়পূরণ করে
iii. দেহের তাপ ও শক্তি জোগায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৪১৮. শর্করা জাতীয় পুষ্টি উপাদান নিচের খাদ্যগুলোর মধ্যে বিদ্যমান- (অনুধাবন) [হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়]
i. গম
ii. তিলের খৈল
iii. ভুট্টা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
✅ i ও iii
[ঘ] i, ii ও iii

৪১৯. লেয়ার বা ডিমপাড়া মুরগির খাদ্য তালিকায় থাকে- (অনুধাবন)
i. গম ভাঙা শতকরা ৪৫-৫৫ ভাগ
ii. হাড়ের গুঁড়া শতকরা ১.৫-৭ ভাগ
iii. তিলের খৈল শতকরা ১০-১২ ভাগ

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪২০. পাখির বয়স ও উদ্দেশ্য অনুসারে বাজারে কিনতে পাওয়া যায়- (অনুধাবন)
i. ম্যাশ
ii. পিলেট
iii. ক্র্যাম্বল

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪২১. ৯ সপ্তাহের হাঁসকে খাবার দেয়া উচিত- (অনুধাবন)
i. সকালে
ii. রাতে
iii. সন্ধ্যায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪২২. হাঁসের রেশনে যেসব উপাদান থাকে- (অনুধাবন)
i. ধানের কুঁড়া শতকরা ১০-১৫ ভাগ
ii. সয়াবিন মিল শতকরা ৮-১০ ভাগ
iii. খাদ্য লবণ শতকরা ৫ ভাগ

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC কৃষিশিক্ষা mcq ❤ অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ৪২৩ ও ৪২৪ নং প্রশ্নের উত্তর দাও :
লুৎফর ২০০টি মুরগি নিয়ে একটি বাণিজ্যিক খামার শুরু করে। নিয়ম অনুযায়ী সকল খাদ্যোপকরণসহ ২০০ কেজি খাদ্য সরবরাহ করলেও তৈল জাতীয় কোনো পদার্থ সরবরাহ করেনি।[যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]

৪২৩. লুৎফরের খামারের মুরগিগুলোর কোন পুষ্টি উপাদানের অভাব দেখা দিতে পারে? (প্রয়োগ)
[ক] আমিষ
✅ স্নেহ
[গ] শর্করা
[ঘ] ভিটামিন

৪২৪. উক্ত খামারটির খাদ্যে শুঁটকি মাছের গুঁড়ার প্রারম্ভিক ও বৃদ্ধি রেশনের পার্থক্য কত কেজি? (উচ্চতর দক্ষতা)
[ক] ৫ কেজি
✅ ৪ কেজি
[গ] ৩ কেজি
[ঘ] ২ কেজি

নিচের অনুচ্ছেদটি পড়ে ৪২৫ ও ৪২৬ নং প্রশ্নের উত্তর দাও :
দুলালের একটি ব্রয়লার মুরগির খামার আছে। এতে ১০০টি ২ সপ্তাহ বয়সের বাচ্চা মুরগি আছে।[বিসিআইসি কলেজ, ঢাকা]

৪২৫. দুলালের খামারের মুরগিগুলোকে দৈনিক কী পরিমাণ খাদ্য দিতে হবে? (প্রয়োগ)
✅ ৬ কেজি ৫০০ গ্রাম
[খ] ৩ কেজি ৫০০ গ্রাম
[গ] ২ কেজি ৫০ গ্রাম
[ঘ] ১ কেজি ৫০০ গ্রাম

৪২৬. ০-২ সপ্তাহ পর্যন্ত মুরগিকে প্রদান করা হয়- (উচ্চতর দক্ষতা)
i. ব্রয়লার স্টার্টার
ii. প্রারম্ভিক রেশন
iii. বাড়ন্ত বাচ্চার রেশন

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৪২৭ ও ৪২৮ নং প্রশ্নের উত্তর দাও :
বাবলুর একটি হাঁসের খামার আছে। খামারে ১০০টি বাচ্চা হাঁসকে প্রতিদিন খাদ্য দিতে হয়।

৪২৭. বাবলু পঞ্চম সপ্তাহে তার খামারে দৈনিক কত কেজি খাদ্য সরবরাহ করবে? (প্রয়োগ)
[ক] ৩
✅ ৪
[গ] ৫
[ঘ] ৬

৪২৮. আট সপ্তাহ পার হয়ে গেলে খাদ্য সরবরাহ করতে হবে- (উচ্চতর দক্ষতা)
i. সকালে
ii. সন্ধ্যায়
iii. বিকালে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৪২৯ ও ৪৩০ নং প্রশ্নের উত্তর দাও :
পোল্ট্রি খাদ্যে ব্যবহৃত শামুক বা ঝিনুকের মাংস ভালোভাবে মিশিয়ে দিতে হবে এবং বিভিন্ন খাদ্য উপকরণ মিশিয়ে হাঁস-মুরগির রেশন তৈরি করতে হবে।

৪২৯. রেশনের কাজ কতটি? (প্রয়োগ)
[ক] একটি
✅ দুইটি
[গ] তিনটি
[ঘ] চারটি

৪৩০. রেশনের কাজ হলো- (উচ্চতর দক্ষতা)
i. খাদ্য শরীরের শক্তি যোগায়
ii. খাদ্য বেঁচে থাকতে সাহায্য করে
iii. দেহের রক্ত তৈরিতে সাহায্য করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
✅ i, ii ও iii

অষ্টম পরিচ্ছেদ : গবাদিপশুর খাদ্য[পৃষ্ঠা-৬৩]

SSC কৃষিশিক্ষা mcq ❤ সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৪৩১. গবাদিপশুর খাদ্যকে কয় ভাগে ভাগ করা যায়? (জ্ঞান)
✅ ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫

৪৩২. আঁশের পরিমাণ বেশি নিচের কোনটিতে? (অনুধাবন) [কে কে গভ. ইনস্টিটিউশন, মুন্সিগঞ্জ]
[ক] সাইলেজ জাতীয় ঘাসে
[খ] হে জাতীয় খাদ্যে
✅ রাফেজ জাতীয় খাদ্যে
[ঘ] দানা জাতীয় খাদ্যে

৪৩৩. যে খাদ্যে কম পরিমাণ আঁশ ও বেশি পরিমাণ শক্তি পাওয়া যায় তাকে কী বলে? (জ্ঞান) [বিসিআইসি কলেজ, ঢাকা]
[ক] রাফেজ
✅ দানাদার খাদ্য
[গ] সাইলেজ
[ঘ] হে

৪৩৪. লিগিউম জাতীয় ঘাস কোনটি? (অনুধাবন) [ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, জাহানাবাদ, খুলনা]
[ক] খড়
[খ] এলজি
[গ] নেপিয়ার
✅ আলফা আলফা

৪৩৫. খৈল কী জাতীয় খাদ্য? (জ্ঞান) [কে কে গভ. ইনস্টিটিউশন, মুন্সিগঞ্জ]
✅ উদ্ভিদ উৎস
[খ] প্রাণিজ উৎস
[গ] সাইলেজ উৎস
[ঘ] শর্করা উৎস

৪৩৬. নিচের কোনটিতে প্রোটিনের পরিমাণ বেশি থাকে? (জ্ঞান)
[ক] সাইলেজ
[খ] হে
[গ] অলিগিউম
✅ লিগিউম

৪৩৭. আলফা-আলফা কী জাতীয় খাদ্য? (জ্ঞান)
[ক] দানাদার খাদ্য
✅ আঁশ জাতীয় খাদ্য
[গ] খনিজ জাতীয় খাদ্য
[ঘ] মিশ্র জাতীয় খাদ্য

৪৩৮. ফিসমিল কী ধরনের খাদ্য? (জ্ঞান)
[ক] উদ্ভিজ জাতীয়
✅ প্রাণিজ জাতীয়
[গ] আমিষ জাতীয়
[ঘ] আঁশ জাতীয়

৪৩৯. কোনটি আঁশ জাতীয় খাদ্য? (অনুধাবন)
[ক] সরগাম
[খ] ফেদার
[গ] ভুসি
✅ খেসারি

৪৪০. কোনটি দানাদার খাদ্য? (অনুধাবন)
[ক] কাউপি
✅ বার্লি
[গ] খেসারি
[ঘ] মাসকলাই

৪৪১. কোন গাছটির মূলে রাইজোবিয়াম থাকে? (অনুধাবন)
✅ ইপিল-ইপিল
[খ] নেপিয়ার
[গ] গম
[ঘ] বার্লি

৪৪২. নিচের কোনটি প্রাণিজ উৎস থেকে তৈরি? (অনুধাবন)
[ক] সরগাম
[খ] ভুসি
✅ ফিশমিল
[ঘ] গম

৪৪৩. দানাদার খাদ্য হিসেবে নিচের কোনটি ব্যবহার করা হয় না? (অনুধাবন)
✅ মাসকলাই
[খ] গম
[গ] ভুট্টা
[ঘ] বার্লি

৪৪৪. কয়টি পদ্ধতিতে ঘাস সংরক্ষণ করা যায়? (জ্ঞান)
[ক] ১টি
✅ ২টি
[গ] ৩টি
[ঘ] ৪টি

৪৪৫. সাইলেজ ব্যবহারের সুবিধা কয়টি? (জ্ঞান)
[ক] ১টি
[খ] ৩টি
[গ] ৪টি
✅ ৫টি

৪৪৬. দুধেল বা মাংস উৎপাদনকারী গবাদিপশু থেকে কাঙক্ষিত ফল পেতে কোনটি পর্যাপ্ত পরিমাণে সরবরাহ করতে হবে? (জ্ঞান)
[ক] তরল খাদ্য
✅ দানাদার খাদ্য
[গ] আঁশযুক্ত খাদ্য
[ঘ] হরমোনযুক্ত খাদ্য

৪৪৭. কয়টি পদ্ধতিতে ঘাস সংরক্ষণ করা যায়? (জ্ঞান)
✅ ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫

৪৪৮. কোনটি থেকে প্রস্তুতকৃত সাইলেজ বেশি পরিমাণে শক্তি জোগায়? (জ্ঞান)
✅ ভুট্টা
[খ] কাউপি
[গ] খেসারি
[ঘ] নেপিয়ার

৪৪৯. সাইলেজ ব্যবহারের সুবিধা কোনটি? (অনুধাবন)
[ক] কম খরচে সংরক্ষণ করা যায়
[খ] বন্যার সময় পশুকে খাওয়ানো যায়
[গ] খরার সময় পশুকে খাওয়ানো যায়
✅ দীর্ঘদিন পুষ্টিমান অক্ষুণ্ণ থাকে

৪৫০. উন্নতমানের সাইলেজের জন্য কোনটি ব্যবহার করতে হয়? (অনুধাবন)
[ক] নেপিয়ার, অ্যালজি
[খ] ভুট্টা, ইপিল ইপিল
[গ] আলফা আলফা, জার্মান
✅ ভুট্টা, আলফা আলফা

৪৫১. সাইলেজের জন্য ভুট্টা গাছ কাটার সময় শুষ্ক পদার্থের পরিমাণ শতকরা কত ভাগ থাকে? (জ্ঞান )
[ক] ২০-২৫
[খ] ২৫-৩০
✅ ৩০-৩৫
[ঘ] ৩৫-৪০

৪৫২. সাইলেজের জন্য ভুট্টা গাছকে ভূমি থেকে কত সেমি উপরে কাটতে হয়? (জ্ঞান)
[ক] ৬-৮
[খ] ৮-১০
✅ ১০-১২
[ঘ] ১২-১৪

৪৫৩. হে প্রস্তুতের জন্য সবুজ ঘাসকে শুকিয়ে এর আর্দ্রতা শতকরা কত ভাগে আনতে হয়? (জ্ঞান)
[ক] ১০
[খ] ১৫
✅ ২০
[ঘ] ২৫

৪৫৪. রাইজোবিয়াম কী? (জ্ঞান)
✅ একধরনের ব্যাকটেরিয়া
[খ] এক ধরনের ছত্রাক
[গ] এক ধরনের দানাজাতীয় ঘাস
[ঘ] এক ধরনের ভাইরাস

৪৫৫. শিমগোত্রীয় ঘাস কোনটি? (জ্ঞান)
[ক] ভুট্টা
[খ] নেপিয়ার
[গ] মাসকলাই
✅ গিনি

৪৫৬. হে এর খাদ্যমান কিসের গুণগতমানের উপর নির্ভর করে? (জ্ঞান)
✅ ঘাসের
[খ] খড়ের
[গ] খৈলের
[ঘ] লিগিউম গাছের

৪৫৭. হে কোন বর্ণের হবে? (জ্ঞান)
[ক] সবুজ
✅ উজ্জ্বল সবুজ
[গ] বাদামি
[ঘ] উজ্জ্বল বাদামি

৪৫৮. বাংলাদেশের প্রাপ্ত গবাদিপশুর খাদ্যের বেশিরভাগ কোনটি? (অনুধাবন)
✅ সবুজ ঘাস
[খ] শস্যের উপজাত
[গ] সংরক্ষিত ঘাস
[ঘ] লতাপাতা

৪৫৯. সবুজ ঘাসে কত ভাগ আর্দ্রতা থাকে? (জ্ঞান)
[ক] ৬৫-৭০
[খ] ৭০-৭৫
✅ ৭৫-৮০
[ঘ] ৮০-৮৫

৪৬০. ভালো মানের হে-তে সর্বোচ্চ কত ভাগ আর্দ্রতা থাকে? (জ্ঞান)
[ক] ১০-১৫
[খ] ১৫-২০
✅ ২০-২৫
[ঘ] ২৫-৩০

৪৬১. সাইলেজ তৈরিতে কোনটি উপযোগী? (অনুধাবন) [সাটিরপাড়া কে.কে. ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজ, নরসিংদী]
[ক] মাসকলাই
[খ] খেসারি
[গ] গম
✅ ভুট্টা

৪৬২. হে তৈরির জন্য কখন ঘাস কাটতে হয়? (অনুধাবন) [আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ, বি-বাড়িয়া]
✅ ফুল আসার সময়
[খ] ফুল আসার পরে
[গ] পড আসার সময়
[ঘ] পড আসার পরে

SSC কৃষিশিক্ষা mcq ❤ বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৪৬৩. খাদ্য- (অনুধাবন)
i. আহার্যরূপে গৃহীত হয়
ii. মল ত্যাগের জন্য খেতে হয়
iii. পরিপাক, শোষণ ও বিপাকের মাধ্যমে শক্তি উৎপাদন করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪৬৪. দানাদার জাতীয় খাদ্য যেগুলো- (প্রয়োগ)
i. কুঁড়া
ii. আলফা-আলফা
iii. সরগাম

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪৬৫. ঘাস সংরক্ষণের পদ্ধতি- (অনুধাবন)
i. সাইলেজ
ii. হে
iii. পিট

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪৬৬. সাইলেজ বায়ুরোধী পরিবেশে রেখে সংক্রামক থেকে রক্ষা করা যায়-
(উচ্চতর দক্ষতা)
i. ব্যাকটেরিয়ার
ii. ঈস্টের
iii. মোল্ডের

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪৬৭. লিগিউম জাতীয় ঘাসে সাধারণ ঘাসের চেয়ে বেশি পরিমাণ থাকে- (প্রয়োগ)
i. আমিষ
ii. প্রোটিন
iii. খনিজ পদার্থ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪৬৮. সাইলেজ ব্যবহারের সুবিধা হলো- (অনুধাবন)
i. দীর্ঘদিন পুষ্টিমান অক্ষুণ্ণ থাকে না
ii. এতে হে এর তুলনায় কম পুষ্টিমান অপচয় হয়
iii. সাইলেজ আর্দ্র আবহাওয়াতে তৈরি করা যায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৪৬৯. হে তৈরির জন্য উপযোগী হলো- (অনুধাবন) [যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
i. ভুট্টা
ii. মাসকলাই
iii. সবুজ খেসারি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

৪৭০. হে এর গুণগত মান মূল্যায়ন করা হয়ে থাকে- (অনুধাবন)
i. ঘাসের রং দ্বারা
ii. পাতার পরিমাণ দ্বারা
iii. ঘাসের পূর্ণতা প্রাপ্তির উপর

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪৭১. হে তৈরির জন্য- (অনুধাবন)
i. ফুল আসার সময় গাছ কাটতে হবে
ii. কম বয়সে গাছ কাটতে হবে
iii. বেশি বয়সে গাছ কাটতে হবে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪৭২. সবুজ সার তৈরিতে চাষ করা হয়- (অনুধাবন)
i. ধইঞ্চা
ii. কাউপি
iii. শণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪৭৩. সবুজ সার তৈরিতে ধইঞ্চার চাষ করার কারণ- (অনুধাবন)
i. মাটিতে নাইট্রোজেন যুক্ত করে
ii. চাষ দিলে মাটিতে দ্রুত পচে
iii. ধইঞ্চার পাতা বেশি সবুজ থাকে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC কৃষিশিক্ষা mcq ❤ অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ৪৭৪ ও ৪৭৫ নং প্রশ্নের উত্তর দাও :
আবিরের একটি গরুর খামার আছে। প্রাণী সম্পদ কর্মকর্তা আবিরকে সাইলেজ তৈরির প্রক্রিয়া শেখালেন। [যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]

৪৭৪. প্রাণী সম্পদ কর্মকর্তা আবিরকে সাইলেজ তৈরির প্রক্রিয়া শেখালেন কেন? (প্রয়োগ)
[ক] গরুর পানির চাহিদা মেটাতে
[খ] গোবর সংরক্ষণের জন্য
✅ দানাদার খাদ্য সংরক্ষণের জন্য
[ঘ] সবুজ ঘাষ সংরক্ষণের জন্য

৪৭৫. আবির সাইলেজ তৈরির জন্য ব্যবহার করতে পারে - (উচ্চতর দক্ষতা)
i. ভুট্টা
ii. নেপিয়ার
iii. মাসকলাই

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

No comments:

Post a Comment