G

SSC গার্হস্থ্য বিজ্ঞান (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর অধ্যায়-০২ pdf download

এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
গার্হস্থ্য বিজ্ঞান
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
অধ্যায়-০২

SSC Home Science
MCQ
Question and Answer pdf download

বিষয় সংক্ষেপঃ
সামাজিক জীব হিসেবে প্রতিটি মানুষ গৃহের প্রয়োজনীয়তা অনুভব করে। আর এই গৃহে শান্তি প্রতিষ্ঠা করতে প্রয়োজন একজন দক্ষ গৃহ ব্যবস্থাপক। গৃহ ব্যবস্থাপক হচ্ছেন গৃহের যাবতীয় কর্মকাণ্ডের মূল কেন্দ্রবিন্দু। তিনি তার শক্তি, সামর্থ্য ও বিভিন্নমুখী দক্ষতার জোরে পারিবারিক প্রশাসনকে এগিয়ে নিয়ে চলেন। গৃহকে সঠিক ও দক্ষভাবে পরিচালনা করার জন্য গৃহ ব্যবস্থাপককে বুদ্ধিমত্তা, উদ্দীপনা, বিচারবুদ্ধি, সৃজনীশক্তি, অধ্যবসায়, অভিযোজ্যতা, আত্মসংযম, মানবপ্রকৃতি সম্পর্কে জ্ঞান ইত্যাদি গুণের অধিকারী হতে হয়।

অনুশীলনীর
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. কাজে সফলতা অর্জনের জন্য কোন গুণটি থাকা প্রয়োজন?
[ক] বিচারবুদ্ধি
[খ] সৃজনশক্তি
✅ অধ্যবসায়
[ঘ] উদ্দীপনা

২. একজন গৃহ ব্যবস্থাপক আত্মসংযম গুণের অধিকারী হলে-
i. পারিবারিক সম্পর্ক ভালো থাকে
ii. পারিবারিক সমস্যা সমাধান সহজ হয়
iii. সদস্যদের আচরণগত বৈশিষ্ট্য জানা যায়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও:
সায়মার বড় ছেলেটি অবসরে ঘরে বসে টিভি দেখে ও গল্পের বই পড়ে। আর ছোট ছেলেটি সময় পেলেই বাসার পাশের মাঠে খেলতে চলে যায়। একদিন সায়মা বড় ছেলেকে দোকান থেকে কিছু জিনিস কিনে আনতে বললে সে বিরক্ত হয়ে যায়।

৩. সায়মার মধ্যে কোন গুণের অভাব রয়েছে?
✅ মানব প্রকৃতি সম্বন্ধে জ্ঞান
[খ] অভিযোজ্যতা
[গ] বিচার ক্ষমতা
[ঘ] বুদ্ধিমত্তা

৪. উক্ত গুণ অর্জনে সায়মার করণীয় কোনটি?
✅ সন্তানদের আচরণ পর্যবেক্ষণ করা
[খ] সন্তানদের আদর করা
[গ] ধৈর্য ধারণ করা
[ঘ] নিজেই কাজটি করা

📖 পাঠ-১ : গৃহ ব্যবস্থাপকের গুণাবলি
◈ সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৫. মানুষের জীবনের লক্ষ্যসমূহ কোথায় অর্জিত হয়? (জ্ঞান)
[ রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা]
✅ গৃহে
[খ] সমাজে
[গ] রাষ্ট্রে
[ঘ] ধর্মে

৬. মানব স্বস্তি ও শান্তি আসার কারণ কোনটি? (অনুধাবন)
[ক] অর্থ উপার্জন
✅ লক্ষ্য অর্জন
[গ] লক্ষ্য নির্ধারণ
[ঘ] সিদ্ধান্ত গ্রহণ

৭. মানুষ গৃহের প্রয়োজনীয়তা অনুভব করে কেন? (অনুধাবন)
[ক] মৌলিক ও জৈবিক কারণে
[খ] আচরণ ও স্বভাবগত কারণে
[গ] শারীরিক ও মানসিক কারণে
✅ ব্যক্তিগত ও সামাজিক কারণে

৮. রাহেলা খাতুন তার পরিবারে গৃহ ব্যবস্থাপকের দায়িত্ব পালন করেন। গৃহের যাবতীয় কর্মকাণ্ডে তার অবস্থান নিচের কোনটির সাথে সাদৃশ্যপূর্ণ? (প্রয়োগ)
[ক] সহযোগী
✅ মূল কেন্দ্রবিন্দু
[গ] দিকনির্দেশক
[ঘ] চালিকাশক্তি

৯. একটি সাধারণ গৃহ অনন্য সাধারণ হয়ে উঠতে পারে কীভাবে? (অনুধাবন)
[ক] শক্তি ব্যবস্থাপনার মাধ্যমে
[খ] কর্মী ব্যবস্থাপনার মাধ্যম
[গ] সম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে
✅ গৃহ ব্যবস্থাপনার মাধ্যমে

১০. নিকেল ও ডরসি গৃহ ব্যবস্থাপনাকে পারিবারিক জীবনের কোন দিক হিসেবে অভিহিত করেছেন? (জ্ঞান)
[ক] অর্থনৈতিক
[খ] সাংগঠনিক
[গ] সামাজিক
✅ প্রশাসনিক

১১. যিনি গৃহ ব্যবস্থাপনার প্রধান দায়িত্ব পালন করেন তাকে কী বলে? (জ্ঞান)
[ক] গৃহিণী
[খ] গৃহস্বামী
✅ গৃহ ব্যবস্থাপক
[ঘ] গার্হস্থ্য ব্যবস্থাপক

১২. গৃহব্যবস্থাপকের গুণ কোনটি? (জ্ঞান)
[ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রংপুর]
[ক] ধৈর্য
✅ বুদ্ধিমত্তা
[গ] উচ্ছল
[ঘ] শান্তিকামী

১৩. গৃহ ব্যবস্থাপককে অবশ্যই বুদ্ধিমান হতে হয়- কথাটির তাৎপর্য কী? (উচ্চতর দক্ষতা)
[ক] বুদ্ধিমান মানুষ সংসারি হয়
[খ] বুদ্ধিমান মানুষ সঞ্চয়ী হয়
[গ] কম বুদ্ধিসম্পন্ন মানুষ গৃহে থাকতে পারে না
✅ গৃহের সকল কর্মকাণ্ড বুদ্ধির দ্বারা সম্পন্ন হয়

১৪. গৃহ ব্যবস্থাপকের পর্যবেক্ষণ ক্ষমতা, পারিপার্শ্বিক অবস্থান বিবেচনা ও জ্ঞান স্পৃহা তার কিসের পরিচয় দেয়? (জ্ঞান)
[অগ্রগামী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, সিলেট]
✅ বুদ্ধিমত্তার
[খ] সৃজনশীলতার
[গ] অভিযোজ্যতার
[ঘ] আত্মসংযমের

১৫. গৃহের সৌন্দর্যবর্ধনে, শৃঙ্খলা আনয়নে, যেকোনো সিদ্ধান্ত গ্রহণে কী প্রয়োজন? (জ্ঞান)
[ক] উদ্দীপনা
[খ] অধ্যবসায়
✅ বুদ্ধিমত্তা
[ঘ] বিচারবুদ্ধি

১৬. রিয়া যদি তার পরিবারের সীমিত সম্পদ দ্বারা পরিবারের সকল চাহিদা পূরণ করতে চায় তাহলে তাকে কোন গুণের অধিকারী হতে হবে? (প্রয়োগ)
[ক] উদ্দীপনা
✅ বুদ্ধিমত্তা
[গ] অধ্যবসায়
[ঘ] আত্মসংযম

১৭. আগ্রহ ও আনন্দের সাথে সব কাজ সম্পন্ন করা যায় কী থাকলে? (জ্ঞান)
[হলিক্রস বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা; ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রংপুর]
[ক] বুদ্ধিমত্তা
✅ উদ্দীপনা
[গ] আত্মসংযম
[ঘ] অভিযোজ্যতা

১৮. কোনো কাজে সফলতা না আসার কারণ কী? (অনুধাবন)
[মাইলস্টোন কলেজ, ঢাকা]
[ক] সৃজনশক্তির অভাব
[খ] কল্পনাশক্তির অভাব
✅ উদ্দীপনার অভাব
[ঘ] অধ্যবসায়ের অভাব

১৯. কাজের গুরুত্ব সম্বন্ধে বিশ্বাস রেখে নিষ্ঠার সাথে কাজটি সম্পন্ন করার চেষ্টাকে কী বলা যেতে পারে? (জ্ঞান)
[ক] বিচারবুদ্ধি
[খ] অধ্যবসায়
✅ উদ্দীপনা
[ঘ] সৃজনীশক্তি

২০. গৃহ ব্যবস্থাপকের কোন গুণটি অন্য সদস্যদের মধ্যে সঞ্চারিত হয়? (জ্ঞান) [সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা]
✅ উদ্দীপনা
[খ] অধ্যবসায়
[গ] আত্মসংযম
[ঘ] অভিযোজ্যতা

২১. বিচারবুদ্ধিসম্পন্ন ব্যক্তি বলতে আমরা কাকে বুঝব? (অনুধাবন)
[ক] যিনি লাভ-লোকসান বোঝেন
[খ] যিনি আয়-ব্যয় বোঝেন
✅ যিনি ন্যায়-অন্যায় বোঝেন
[ঘ] যিনি অধিক অভিজ্ঞ

২২. জীবনের প্রতি ক্ষেত্রেই একজন গৃহ ব্যবস্থাপকের কোন গুণটি থাকা প্রয়োজন? (জ্ঞান) [অগ্রগামী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, সিলেট]
[ক] বুদ্ধিমত্তা
[খ] উদ্দীপনা
[গ] অভিযোজ্যতা
✅ বিচারবুদ্ধি

২৩. একজন গৃহ ব্যবস্থাপককে কিরূপ ব্যক্তিত্বের অধিকারী হতে হয়? (জ্ঞান)
[ক] ঈর্ষণীয়
✅ আকর্ষণীয়
[গ] গাম্ভীর্যপূর্ণ
[ঘ] মোহনীয়

২৪. একজন গৃহ ব্যবস্থাপকের আচরণ কেমন হওয়া উচিত? (অনুধাবন)
[ক] পরিবারের সকলের জন্য ভীতিকর
✅ পরিবারের সকলের নিকট পছন্দনীয়
[গ] সমাজের সকলের জন্য আদর্শস্বরূপ
[ঘ] সমাজের সকলের জন্য স্মরণযোগ্য

২৫. মালিহা সবসময় তার পরিবারে কোন জিনিসটি বেশি গুরুত্বপূর্ণ আর কোনটি না হলেও চলে এসব ভেবেচিন্তে সিদ্ধান্ত গ্রহণ করে। তার এরূপ আচরণের মধ্য দিয়ে কোন গুণটি প্রকাশ পেয়েছে? (প্রয়োগ)
[ক] সৃজনীশক্তি
[খ] অধ্যবসায়
[গ] আত্মসংযম
✅ বিচারবুদ্ধি

২৬. কোন গুণটি থাকলে গৃহ ব্যবস্থাপক যেকোনো কাজের পরিকল্পনা সহজে করতে পারেন? (জ্ঞান)
[ক] আত্মসংযম
✅ সৃজনীশক্তি
[গ] বিচারবুদ্ধি
[ঘ] অভিযোজ্যতা

২৭. রাবিতা তাদের বারান্দায় কিছু ফুলগাছ লাগিয়ে একটা সুন্দর পরিবেশ তৈরি করল। তার এই কাজটি গৃহ ব্যবস্থাপকের কোন গুণের সাথে সাদৃশ্যপূর্ণ? (প্রয়োগ)
[ক] বুদ্ধিমত্তা
[খ] অধ্যবসায়
[গ] আত্মসংযম
✅ সৃজনীশক্তি

২৮. যেকোনো কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য শেষ পর্যন্ত কাজটি করে যাওয়াকে কী বলে? (জ্ঞান)
[ক] আত্মসংযম
✅ অধ্যবসায়
[গ] উদ্দীপনা
[ঘ] অভিযোজ্যতা

২৯. ছেলেমেয়েদের সঠিক নিয়মে পড়াশোনা করানোর জন্য মোহনার মধ্যে কোন গুণটি থাকা প্রয়োজন? (প্রয়োগ)
[ক] বিচারবুদ্ধি
[খ] অভিযোজ্যতা
✅ অধ্যবসায়
[ঘ] আত্মসংযম

৩০. আমরা নানা রকম পরিবর্তনের মুখোমুখি হই কেন? (অনুধাবন)
[ক] সমাজে বসবাস করার কারণে
✅ পরিবর্তনশীল পরিবেশে বাস করার কারণে
[গ] দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের কারণে
[ঘ] আমাদের শারীরিক ও মানসিক পরিবর্তনের কারণে

৩১. কোন গুণটি থাকলে গৃহ ব্যবস্থাপক যেকোনো পরিস্থিতিতে নিজেকে খাপখাওয়াতে পারে? (জ্ঞান)
[ক] অধ্যবসায়
[খ] সৃজনীশক্তি
✅ অভিযোজ্যতা
[ঘ] উদ্দীপনা

৩২. পারিবারিক সংকটকালে নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখাকে কী বলে? (জ্ঞান)
[পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
[ক] উদ্দীপনা
[খ] অধ্যবসায়
[গ] বুদ্ধিমত্তা
✅ আত্মসংযম

৩৩. কোন গুণটি থাকলে গৃহ ব্যবস্থাপক নিজেকে সংযত রেখে যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেন? (জ্ঞান)
✅ আত্মসংযম
[খ] অধ্যবসায়
[গ] সৃজনীশক্তি
[ঘ] বিচারবুদ্ধি

৩৪. মিতালী তার পরিবারের সদস্যদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে চায়। এজন্য তাকে নিচের কোন গুণটি অনুশীলন করতে হবে? (প্রয়োগ)
[ক] বিচারবুদ্ধি
✅ আত্মসংযম
[গ] অধ্যবসায়
[ঘ] অভিযোজ্যতা

৩৫. বড়দের পরামর্শ অনুযায়ী কাজ করার সুবিধা কোনটি? (অনুধাবন)
✅ কাজে শৃঙ্খলা বজায় থাকে
[খ] কাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়
[গ] কাজে অরাজকতা দেখা দেয়
[ঘ] কাজ সম্পাদনে দেরি হয়

৩৬. নিচের কোনটি গৃহ ব্যবস্থাপকের একটি বিশেষ গুণ? (জ্ঞান)
[ একে স্কুল এন্ড কলেজ, দনিয়া, ঢাকা ]
[ক] সৃজনীশক্তি
✅ মানব প্রকৃতি সম্বন্ধে জ্ঞান
[গ] বিচারবুদ্ধি
[ঘ] আত্মসংযম

৩৭. শিখা তার পরিবারের সকল সদস্যের আচরণগত বৈশিষ্ট্য সম্পর্কে ভালো ভাবে জানেন। এখানে শিখার কোন গুণটির প্রতিফলন ঘটেছে? (প্রয়োগ)
[ক] বুদ্ধিমত্তা
[খ] উদ্দীপনা
[গ] অভিযোজ্যতা
✅ মানবপ্রকৃতি সম্বন্ধে জ্ঞান

◈ বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৩৮. প্রতিটি মানুষ গৃহের প্রয়োজনীয়তা অনুভব করে- (অনুধাবন)
i. ব্যক্তিগত কারণে
ii. সামাজিক কারণে
iii. অর্থনৈতিক কারণে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৯. লক্ষ্য অর্জিত হলে জীবনে- (অনুধাবন)
i. শান্তি আসে
ii. স্বস্তি আসে
iii. বিশৃঙ্খলা দেখা দেয়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪০. গৃহেই পরিবারের শান্তি প্রতিষ্ঠার জন্য প্রয়োজন- (অনুধাবন)
i. সদস্যদের মধ্যে সমঝোতা
ii. একে অন্যের প্রতি সহযোগিতা
iii. সব সদস্যের আন্তরিক ইচ্ছা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪১. গৃহ ব্যবস্থাপকের গৃহ ব্যবস্থাপনার ওপর নির্ভর করে- (অনুধাবন)
i. পারিবারিক অসচ্ছলতা
ii. পারিবারিক সুখশান্তি
iii. সুশৃঙ্খল গৃহপরিবেশ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC গার্হস্থ্য বিজ্ঞান (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর অধ্যায়-০২

৪২. শায়লার মা একজন দক্ষ গৃহ ব্যবস্থাপক। তিনি নিজ হাতে পরিবারের সকল কাজ সবাইকে নিয়ে সম্পন্ন করেন। মায়ের মতো হওয়ার জন্য শায়লাকে যেসব গুণের অধিকারী হতে হবে- (প্রয়োগ)
i. উদ্দীপনা
ii. বুদ্ধিমত্তা
iii. অভিযোজ্যতা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪৩. একজন গৃহ ব্যবস্থাপক তার গৃহকে সার্থকভাবে এগিয়ে নিয়ে চলেন- (অনুধাবন)
i. তার শক্তির দ্বারা
ii. তার সামর্থ্য দ্বারা
iii. তার বিভিন্নমুখী দক্ষতার জোরে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪৪. গৃহ ব্যবস্থাপকের গুণগুলো অর্জন করা যায়- (অনুধাবন)
i. অভ্যাসের মাধ্যমে
ii. অভিজ্ঞতার মাধ্যমে
iii. অনুশীলনের মাধ্যমে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪৫. ব্যক্তির বুদ্ধিমত্তার পরিচয় তার-[হলিক্রস বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা]
i. পর্যবেক্ষণ ক্ষমতা ও জ্ঞানস্পৃহা
ii. পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা
iii. শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪৬. গৃহ ব্যবস্থাপকের বুদ্ধিমত্তা প্রয়োজন- (অনুধাবন)
i. গৃহের সৌন্দর্যবর্ধনে
ii. গৃহে শৃঙ্খলা আনয়নে
iii. যেকোনো সিদ্ধান্ত গ্রহণে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪৭. ছবি আঁকার প্রতি প্রবল আগ্রহ ছিল শিলার। আজ সে বাংলাদেশের একজন নামকরা চিত্রশিল্পী। তার মধ্যে গৃহ ব্যবস্থাপকের যে গুণগুলো উপস্থিত- (প্রয়োগ)
i. উৎসাহ
ii. উদ্দীপনা
iii. অভিযোজ্যতা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪৮. বিচারবুদ্ধিসম্পন্ন একজন গৃহ ব্যবস্থাপক- (অনুধাবন)
i. সংসারের ভালোমন্দ বিশ্লেষণ করতে পারেন
ii. সংসারের ন্যায়-অন্যায় বুঝতে পারেন
iii. নিরপেক্ষ রায় দেওয়ার সামর্থ্য রাখেন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪৯. গৃহ ব্যবস্থাপককে সকলের নিকট পছন্দনীয় হয়ে উঠতে সাহায্য করে- (অনুধাবন)
i. তার শালীনতা
ii. তার দায়িত্ববোধ
iii. তার মার্জিত ব্যবহার

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৫০. জাহিদার সৃজনীশক্তি খুব প্রখর। গৃহ ব্যবস্থাপনার ক্ষেত্রে এই শক্তি প্রয়োগ করে সে- (প্রয়োগ)
i. কাজের পরিকল্পনা সহজে করতে পারবেন
ii. ধৈর্য ধরে কঠিন কাজ সম্পাদন করতে পারবেন
iii. কাজের সম্ভাব্য ফলাফল অনুমান করতে পারবেন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৫১. গৃহ ব্যবস্থাপককে অধ্যবসায়ী হতে সাহায্য করে- (অনুধাবন)
i. তার ধৈর্য
ii. তার সহিষ্ণুতা
iii. তার কল্পনাশক্তি

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫২. আফরোজা বেগম তার চার বছর বয়সী ছেলেকে স্কুলে ভর্তি করানোর ক্ষেত্রে বেশ কয়েকটি বিষয় বিবেচনা করেছে। তার বিবেচ্য বিষয়গুলোর সাথে সাদৃশ্যপূর্ণ- (প্রয়োগ)
i. কোন স্কুলে ভর্তি করবেন
ii. স্কুলের মান কেমন
iii. বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৫৩. পরিবর্তনশীল এ পৃথিবীতে এবং পারিবারিক সংকটকালে গৃহ ব্যবস্থাপকের যেসব গুণ থাকা প্রয়োজন-[সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ]
i. অভিযোজ্যতা
ii. আত্মসংযম
iii. অধ্যবসায়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫৪. বড়দের পরামর্শ নিয়ে কাজ করলে- (অনুধাবন)
i. পরিবারে শৃঙ্খলা বজায় থাকে
ii. পরিবারে শান্তি বজায় থাকে
iii. পরিবারের উন্নতি বজায় থাকে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫৫. গৃহ ব্যবস্থাপকের মানবপ্রকৃতি সম্বন্ধে জ্ঞান থাকা আবশ্যক। ব্যবস্থাপকীয় এই গুণটি দ্বারা বোঝানো হয়েছে- (উচ্চতর দক্ষতা)
i. সদস্যদের পছন্দ অপছন্দ বোঝা
ii. সদস্যদের মেজাজ মর্জি বোঝা
iii. সদস্যদের স্বভাব সম্পর্কে জানা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

◈ অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৫৬ ও ৫৭ নং প্রশ্নের উত্তর দাও:
আবিদা সুলতানা তার সংসারের সকল কাজ ধৈর্য সহকারে করেন। ফলে কঠিন কাজটিও অনেক সহজ হয়ে যায়। নতুন কোনো কাজ একবারে করতে না পারলে তিনি বারবার চেষ্টা করেন এবং শেষ পর্যন্ত কাজটি করেই ছাড়েন।

৫৬. অনুচ্ছেদে আবিদা সুলতানার কোন গুণটি প্রকাশ পেয়েছে? (প্রয়োগ)
[ক] বুদ্ধিমত্তা
✅ অধ্যবসায়
[গ] সৃজনীশক্তি
[ঘ] অভিযোজ্যতা

৫৭. উক্ত গুণের অধিকারী হওয়ার জন্য আবিদা সুলতানাকে আরও বেশ কয়েক গুণের অধিকারী হতে হয়েছিল। তার মধ্যে উল্লেখযোগ্য হলো- (উচ্চতর দক্ষতা)
i. ধৈর্য
ii. সহিষ্ণুতা
iii. একাগ্রতা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৫৮ ও ৫৯ নং প্রশ্নের উত্তর দাও:
রাহেলা তার পরিবারের প্রধান। তিনি গৃহ ব্যবস্থাপনার জ্ঞান প্রয়োগ করে পরিবারের সীমিত আয় দ্বারা সদস্যদের সকল চাহিদা পূরণ করেন। তিনি সময়মতো সব কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করেন বলে পরিবারে শান্তিশৃঙ্খলা বজায় থাকে।

৫৮. রাহেলার পারিবারিক দায়িত্ব পালনের সাথে নিচের কোনটি সাদৃশ্যপূর্ণ? (প্রয়োগ)
[ক] গৃহকর্ত্রী
[খ] সুগৃহিণী
✅ গৃহ ব্যবস্থাপক
[ঘ] গার্হস্থ্য ব্যবস্থাপক

৫৯. পারিবারিক কাজে রাহেলার প্রয়োগকৃত জ্ঞান- (উচ্চতর দক্ষতা)
i. পরিবারে সচ্ছলতা আনয়ন করে
ii. সুশৃঙ্খল গৃহ পরিবেশ তৈরি করে
iii. পারিবারিক সুখশান্তি বজায় রাখে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৬০ ও ৬১ নং প্রশ্নের উত্তর দাও:
সোমা কর্মজীবী মহিলা। গৃহে ও কর্মক্ষেত্রে সে দক্ষতার সাথে কাজ করে। গৃহ ও কর্মক্ষেত্রে বিভিন্ন সমস্যা অনুধাবন করে কীভাবে এর সাথে খাপ খাওয়ানো যায় সে বিষয়ে সোমাকে সাহায্য করে একটি বিশেষ ধরনের জ্ঞান।
[মাইলস্টোন কলেজ, ঢাকা]

৬০. সোমার বিভিন্ন পারিবারিক সমস্যা অনুধাবন ও তা থেকে উত্তরণে সাহায্য করে কোনটি? (প্রয়োগ)
✅ মানব প্রকৃতি সম্বন্ধে জ্ঞান
[খ] বিভিন্ন কাজের অভিজ্ঞতা
[গ] গৃহ ব্যবস্থাপনার জ্ঞান
[ঘ] শিক্ষাগত যোগ্যতা

৬১. সোমার উক্ত বিশেষ জ্ঞানের উদ্দেশ্যে- (উচ্চতর দক্ষতা)
i. সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের ক্ষমতা বৃদ্ধি করা
ii. সুষ্ঠু পারিবারিক জীবনযাপনে সহায়তা করা
iii. আধুনিক যন্ত্রপাতিও আসবাবের রক্ষণাবেক্ষণে পারদর্শিতা অর্জন করা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

📖 পাঠ-২ : গৃহ ব্যবস্থাপকের দায়িত্ব ও কর্তব্য
◈ সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৬২. কার দায়িত্ব ও কর্তব্যে সামান্য অবহেলায় পরিবারে বিপর্যয় আসতে পারে? (জ্ঞান)
[ক] গৃহকর্তার
[খ] গৃহকর্ত্রীর
✅ গৃহ ব্যবস্থাপকের
[ঘ] গৃহ রক্ষকের

৬৩. কাকে পরিবারের সার্বিক কাজের দায়িত্বে থাকতে হয়? (জ্ঞান)
[ক] গৃহস্বামী
[খ] গৃহিণী
[গ] গৃহের বয়োজ্যেষ্ঠ
✅ গৃহ ব্যবস্থাপক

৬৪. সকল কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করানো গৃহ ব্যবস্থাপকের কী? (জ্ঞান)
[ক] প্রধান কাজ
[খ] প্রধান উদ্দেশ্য
✅ দায়িত্ব ও কর্তব্য
[ঘ] ইচ্ছা

৬৫. কার নির্দেশনা পেলে পরিবারের সদস্যরা কাজে আগ্রহী হয়ে ওঠে? (জ্ঞান)
[ক] গৃহকর্তার
✅ গৃহ ব্যবস্থাপকের
[গ] বড়দের
[ঘ] উপার্জনক্ষম ব্যক্তির

৬৬. আমেনা খাতুন তার পরিবারে গৃহ ব্যবস্থাপকের দায়িত্ব পালন করেন। নিচের কোন কাজটি তার দায়িত্বের অন্তর্ভুক্ত? (প্রয়োগ)
✅ গৃহে সুষ্ঠু কর্মব্যবস্থা সৃষ্টি করা
[খ] পরিবারের আয় ও ব্যয় বৃদ্ধি করা
[গ] কাজের অনুপযুক্ত পরিবেশ বজায় রাখা
[ঘ] সদস্যদের মধ্যে প্রতিযোগিতা সৃষ্টি করা

৬৭. গৃহ ব্যবস্থাপক পরিবারের কাজগুলো কাদের মধ্যে বণ্টন করে দিবেন? (জ্ঞান)
[ক] গৃহের বড়দের
[খ] গৃহের ছোটদের
✅ গৃহের সদস্যদের
[ঘ] গৃহের কর্মচারীদের

৬৮. পরিবারে আয়ের ব্যবস্থা নিশ্চিত থাকার সুবিধা কোনটি? (অনুধাবন)
[ক] পরিবারের ব্যয় বৃদ্ধি করা যায়
[খ] পরিবারের সঞ্চয় বৃদ্ধি করা যায়
✅ পরিবারে অভাব-অভিযোগ থাকে না
[ঘ] পরিবারে চাহিদা দীর্ঘদিন অপরিবর্তিত থাকে

৬৯. অর্থ ব্যয়ের পূর্ব পরিকল্পনাকে কী বলা হয়? (জ্ঞান)
[ক] বাজার তালিকা
[খ] গৃহ পরিকল্পনা
✅ বাজেট
[ঘ] অর্থ ব্যবস্থাপনা

৭০. গৃহে সুষ্ঠু কর্মব্যবস্থা সৃষ্টি করতে গৃহ ব্যবস্থাপক কী করবেন? (অনুধাবন)
[ক] সব কাজ নিজে করবেন
[খ] কাজের লোক নিয়োগ দিবেন
✅ সদস্যদের মধ্যে কাজ বণ্টন করবেন
[ঘ] সদস্যদের মধ্যে প্রতিযোগিতা সৃষ্টি করবেন

৭১. আরমান সাহেব তার সন্তানদের স্বাবলম্বী করে তুলতে চান। এক্ষেত্রে তার কী করণীয়? (উচ্চতর দক্ষতা)
[ক] সন্তানদের উচ্চ শিক্ষা দেওয়া
[খ] সন্তানদের প্রচুর অর্থ দেওয়া
✅ সন্তানদের মধ্যে সুষ্ঠু কর্মবণ্টন করা
[ঘ] সন্তানদের কারিগরি শিক্ষা দেওয়া

৭২. পরিবারের সকল সদস্যের চাহিদা পূরণের জন্য কোনটি আবশ্যক? (অনুধাবন)
✅ আয়ের ব্যবস্থা নিশ্চিত করা
[খ] সুষ্ঠু কর্মবণ্টন নিশ্চিত করা
[গ] সবার উপার্জন ক্ষমতা বৃদ্ধি করা
[ঘ] সকলকে চাহিদা হ্রাসে উৎসাহিত করা

৭৩. পরিবারের অভাব-অভিযোগ দূর কারার উপায় কী? (অনুধাবন)
✅ আয় নিশ্চিত করা
[খ] ব্যয় হ্রাস করা
[গ] সঞ্চয় বৃদ্ধি করা
[ঘ] চাহিদা হ্রাস করা

৭৪. রায়হান সাহেব তার সীমিত আয় দ্বারা পরিবারের সকল চাহিদা পূরণ করতে চান। এজন্য তাকে কী করতে হবে? (প্রয়োগ)
[ক] ব্যয় হ্রাস
[খ] সঞ্চয় বৃদ্ধি
✅ সুষ্ঠু ক্রয়নীতি অনুসরণ
[ঘ] কম মূল্যের জিনিস ক্রয়

৭৫. সাজিয়া বেগম প্রতি মাসে তাদের পরিবারের মোট আয়ের একটা নির্দিষ্ট অংশ জমা করে রাখেন। তার এরূপ সঞ্চয়ী হওয়ার যথার্থ কারণ কী? (উচ্চতর দক্ষতা)
[ক] মা-বাবাকে সাহায্য করা
[খ] প্রতিবেশীদের সাহায্য করা
✅ ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করা
[ঘ] সন্তানদের সঞ্চয়ী হতে উৎসাহিত করা

৭৬. পরিবারের প্রবীণ ও নবীন ব্যক্তিদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হওয়ার যথার্থ কারণ কোনটি? (উচ্চতর দক্ষতা)
✅ মতের অমিল
[খ] বয়সের পার্থক্য
[গ] চাহিদার পার্থক্য
[ঘ] আধুনিক দৃষ্টিভঙ্গি

৭৭. গৃহের সার্বিক নিরাপত্তা বিধানের দায়িত্ব কার ওপর ন্যস্ত থাকে? (জ্ঞান)
[ক] পরিবারের বড়দের
[খ] পরিবারের সকলের
[গ] পরিবারের উপার্জনকারীদের
✅ গৃহ ব্যবস্থাপকের

৭৮. পরিবারের সুষ্ঠু নিরাপত্তা ব্যবস্থার আওতাভুক্ত কোনটি? (অনুধাবন)
[ক] সুষ্ঠু কর্মবণ্টন করা
[খ] সদস্যদের চাহিদা পূরণ করা
✅ বিপজ্জনক সামগ্রী নিরাপদ স্থানে রাখা
[ঘ] সন্তানদের মানসিক বিকাশে সহায়তা করা

৭৯. বর্তমান যান্ত্রিক জীবন ও বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে গৃহ ব্যবস্থাপকের ক্ষেত্রে কোনটি ঘটেছে? (অনুধাবন)
[ক] নিরাপত্তা বেড়েছে
✅ দায়িত্ব ও কর্তব্য বেড়েছে
[গ] বিশ্রামের সময় বেড়েছে
[ঘ] সদস্যদের আন্তরিকতা বেড়েছে

৮০. পরিবারের সদস্যদের করণীয় কাজগুলো ভালোভাবে সম্পন্ন করার জন্য গৃহ ব্যবস্থাপক হিসেবে রফিক সাহেব কোন দায়িত্বটি পালন করবেন? (প্রয়োগ)
[ক] সদস্যদের শাস্তির ব্যবস্থা করা
[খ] সদস্যদের বেশি বেশি কাজ দেওয়া
✅ কাজের উপযুক্ত পরিবেশ তৈরি করা
[ঘ] সদস্যদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া

৮১. কাজের পরিবেশ উন্নত ও আরামদায়ক হলে কী হয়? (অনুধাবন)
[ক] অধ্যবসায়ের সাথে কাজটি করা সম্ভব হয়
✅ উৎসাহ-উদ্দীপনার সাথে কাজটি করা সম্ভব হয়
[গ] পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়
[ঘ] কাজে অলসতা আসে ও জড়তা দেখা দেয়

৮২. কাজের পরিবেশ উন্নত ও আরামদায়ক হলে কাজে কী আসে? (জ্ঞান)
[বাংলাদেশ মহিলা সমিতি উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম ]
[ক] দ্রুততা
[খ] অলসতা
✅ উৎসাহ
[ঘ] অনীহা

৮৩. গৃহ ব্যবস্থাপক গৃহের কোন দায়িত্ব বহন করেন? (জ্ঞান)
[ক] সদস্যদের লক্ষ্য নির্ধারণের দায়িত্ব
[খ] গৃহের গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব
✅ গৃহের সার্বিক ব্যবস্থাপনার গুরুদায়িত্ব
[ঘ] গৃহের আংশিক ব্যবস্থাপনার গুরুদায়িত্ব

◈ বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৮৪. পরিবারে গৃহ ব্যবস্থাপকের দায়িত্ব ও কর্তব্য হলো- (অনুধাবন)
i. গৃহে সুষ্ঠু কর্মব্যবস্থা সৃষ্টি করা
ii. পরিবারের সুষ্ঠু নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা
iii. পরিবারের আয় ও ব্যয়ের সুব্যবস্থা নিশ্চিত করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৮৫. পরিবারের যে কাজগুলো গৃহের বাইরে সম্পাদিত হয়- (অনুধাবন)
i. বাজার করা
ii. অসুস্থ ব্যক্তির সেবা করা
iii. আত্মীয়স্বজনের খোঁজখবর নেওয়া

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৬. শাকিলা বেগম তার গৃহে গৃহ ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। পরিবারের সদস্যদের মধ্যে তিনি কাজ বণ্টন করবেন- (প্রয়োগ)
i. সদস্যদের শক্তির ভিত্তিতে
ii. সদস্যদের বয়সের ভিত্তিতে
iii. সদস্যদের কর্মস্পৃহার ভিত্তিতে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৮৭. গৃহে সুষ্ঠু কর্ম ব্যবস্থা সৃষ্টি করার ক্ষেত্রে গৃহ ব্যবস্থাপকের দায়িত্ব হলো- (অনুধাবন)
i. সদস্যদের মধ্যে কাজগুলো বণ্টন করা
ii. কাজ চলাকালীন সময় কাজগুলো তদারকি করা
iii. সদস্যদের প্রতি শাসনের মনোভাব পোষণ করা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৮. পরিবারে আয়ের ব্যবস্থা নিশ্চিত থাকলে- (অনুধাবন)
i. পরিবারে অভাব-অভিযোগ থাকে না
ii. সদস্যদের অতিরিক্ত ব্যয়ে অভ্যস্ত হয়ে পড়ে
iii. পরিবারে সুখ-স্বাচ্ছন্দ্য বজায় থাকে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৯. একজন গৃহ ব্যবস্থাপক হিসেবে সালেহা বেগম সব সময় তার পরিবারে সুষ্ঠুভাবে অর্থ ব্যবস্থাপনা করেন। তার এরূপ
দায়িত্ব সচেতনতার কারণে তার পরিবারের সদস্যদের মধ্যে- (উচ্চতর দক্ষতা)
i. ব্যয় করার সদভ্যাস গড়ে উঠেছে
ii. সঞ্চয় করার মনোভাব সৃষ্টি হয়েছে
iii. মিতব্যয়ী হওয়ার প্রয়োজনীয়তা অনুভূত হয়েছে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৯০. একজন গৃহ ব্যবস্থাপক তার পরিবারের সদস্যদের মধ্যে আন্তঃসম্পর্ক ভালো রাখতে সচেষ্ট থাকেন। তার এরূপ দায়িত্ব পালনের যথার্থ কারণ হলো- (উচ্চতর দক্ষতা)
i. সদস্যদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি করা
ii. পরিবারে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করা
iii. পরিবারে সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৯১. সাইফুল হকের মৃত্যুতে গৃহ ব্যবস্থাপনার দায়িত অর্পিত হলো তার বড় ছেলে সেলিম হকের ওপর। এই দায়িত্ব পালনের ক্ষেত্রে তাকে যেসব বিষয়ে যথাযথ নিরাপত্তার ব্যবস্থা নিতে হবে- (প্রয়োগ)
i. তার গৃহ
ii. তার গৃহের পণ্য সামগ্রী
iii. তার পরিবারের সদস্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৯২. পরিবারের সদস্যদের মধ্যে সুষ্ঠু ভোগ আচরণ গড়ে তুলতে গৃহ ব্যবস্থাপকের যা করণীয়- (উচ্চতর দক্ষতা)
i. নিজের মতামত অন্যদের ওপর চাপিয়ে দেওয়া
ii. পরিবারের সীমিত সম্পদের উপযোগ বাড়ানো
iii. সদস্যদের প্রয়োজনীয় চাহিদা মেটানো

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৯৩. সোহানা বেগম একটি যৌথ পরিবারে গৃহ ব্যবস্থাপকের দায়িত্বে নিয়োজিত আছেন। পরিবারের সকল সদস্য যেন তাদের করণীয় কাজগুলো ভালোভাবে সম্পন্ন করতে পারেন সেজন্য তার দায়িত্ব হলো- (প্রয়োগ)
i. কাজের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা
ii. কাজের পরিবেশ উন্নত করা
iii. কাজের পরিবেশ আরামদায়ক করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৯৪. রাবিতা একটি মধ্যবিত্ত পরিবারের গৃহ ব্যবস্থাপক। গৃহ ব্যবস্থাপনার ক্ষেত্রে তার দায়িত্ব হবে- (প্রয়োগ)
i. সীমিত সম্পদের উপযোগ বৃদ্ধি
ii. পরিবারের সকল চাহিদা পূরণ
iii. অভাব মিটানোর ক্ষমতা বৃদ্ধি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

◈ অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৯৫ ও ৯৬ নং প্রশ্নের উত্তর দাও:
একটি যৌথ পরিবারের গৃহ ব্যবস্থাপক সামিয়া। তার পরিবারে বিভিন্ন বয়সের ও সম্পর্কের সদস্য রয়েছে। তারা সবাই সম্মিলিতভাবে পরিবারের কাজগুলো সম্পন্ন করেন বলে পরিবারে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করে।

৯৫. সামিয়া গৃহ ব্যবস্থাপকের কোন দায়িত্বটি পালনে সফল হয়েছেন? (প্রয়োগ)
[ক] পরিবারের আয় ও ব্যয়ের সুব্যবস্থা নিশ্চিত করা
✅ পরিবারের সদস্যদের সাথে সুসম্পর্ক বজায় রাখা
[গ] পরিবারের সুষ্ঠু নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা
[ঘ] পরিবারের সদস্যদের মধ্যে সুষ্ঠু ভোগ আচরণ গড়ে তোলা

৯৬. সামিয়ার পরিবারের কাজগুলো এভাবে সম্পন্ন হওয়ার যথার্থ কারণ হলো- (উচ্চতর দক্ষতা)
i. সামিয়ার পরিবারে কাজের পরিবেশ উন্নত
ii. সামিয়ার পরিবারের কাজের পরিবেশ আরামদায়ক
iii. সামিয়া সদস্যদের উপযুক্ত পারিশ্রমিক প্রদান করেন

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৯৭ ও ৯৮ নং প্রশ্নের উত্তর দাও:
হালিমা তার স্বামীর স্বল্প আয় দ্বারা সুষ্ঠুভাবে সংসার চালান। ছেলেমেয়েদের লেখাপড়ার জন্য প্রয়োজনীয় শিক্ষা উপকরণের সাথে তিনি তাদের একটি কম্পিউটারও কিনে দিয়েছেন। গৃহ ব্যবস্থাপনার জ্ঞান প্রয়োগ করে তিনি তার পরিবারের সদস্যদের জন্য একটা সুন্দর গৃহ পরিবেশ সৃষ্টি করেছেন।

৯৭. হালিমার ছেলেমেয়েদের কম্পিউটার কিনে দেওয়ার পিছনে নিচের কোনটি সমর্থন যোগ্য? (প্রয়োগ)
[ক] গৃহে সুষ্ঠু কর্মব্যবস্থা সৃষ্টি করা
[খ] কাজের উপযুক্ত পরিবেশ বজায় রাখা
[গ] পরিবারের সদস্যদের সাথে সুসম্পর্ক বজায় রাখা
✅ পরিবারের সদস্যদের মধ্যে সুষ্ঠু ভোগ আচরণ গড়ে তোলা

৯৮. হালিমার গৃহে উল্লিখিত পরিবেশ সৃষ্টি হওয়ার যথার্থ কারণ হলো- (উচ্চতর দক্ষতা)
i. ছেলেমেয়েদের চাহিদা পূরণ
ii. সঠিক ও সুষ্ঠু গৃহ ব্যবস্থাপনা
iii. স্বল্প আয়ে পরিবারের অভাব পূরণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

📖 পাঠ-৩ : গৃহ ব্যবস্থাপকের সামাজিক দায়িত্ব ও কর্তব্য
◈ সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৯৯. কোনটি সমাজের মূলভিত্তি? (জ্ঞান) [এসএসসি স.বো. ’১৫]
[ক] গৃহ
[খ] রাষ্ট্র
[গ] বিদ্যালয়
✅ পরিবার

১০০. কোনটির মাধ্যমে সামাজিক রীতিনীতি, মতাদর্শ ও মূল্যবোধ গড়ে ওঠে? (জ্ঞান) [শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ, ঢাকা]
✅ পরিবার
[খ] বিদ্যালয়
[গ] সমাজ
[ঘ] রাষ্ট্র

১০১. পরিবারের সদস্যরা কোন ধরনের প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হয়ে সমাজ উন্নয়নমূলক কাজে অবদান রাখতে পারেন? (জ্ঞান)
[ক] পারিবারিক
✅ সামাজিক
[গ] রাজনৈতিক
[ঘ] ক্রীড়া

No comments:

Post a Comment