G

SSC পৌরনীতি ও নাগরিকতা (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর অধ্যায়-০২ pdf download

৯ম-১০ম শ্রেণির গাইড
এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
পৌরনীতি ও নাগরিকতা
দ্বিতীয় অধ্যায়

Class 9-10 Pouroniti o Nagorikota Guide and SSC Exam Preparation
Pouroniti o Nagorikota Chapter-02
Pouroniti O Nagorikota
MCQ
Question and Answer pdf download

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. কোন অধিকারটি নাগরিকের সামাজিক অধিকারের অন্তর্ভুক্ত?
✅ সম্পত্তি ভোগের
[খ] ভোটাধিকারের
[গ] মজুরি লাভের
[ঘ] নির্বাচিত হওয়ার

২. সমাজভেদে কোন অধিকারটির ভিন্নতা দেখা যায়?
[ক] সামাজিক
[খ] রাজনৈতিক
গ অর্থনৈতিক
✅ নৈতিক

৩. অধিকার ভোগ করতে হলে প্রয়োজন-
i. সঠিকভাবে ভোটাধিকার প্রয়োগ
ii. সরকারি কাজে সহযোগিতা করা
iii. অন্যকে পথ চলতে সাহায্য করা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও :
জনাব হাফিজের মানিকগঞ্জে একটি দিয়াশলাই কারখানা আছে। তিনি তাঁর কারখানার আয়ের উপর প্রতি বছর সরকার নির্ধারিত কর পরিশোধ করেন।

৪. জনাব হাফিজের দায়িত্বটিকে কী বলা যায়?
[ক] নৈতিক অধিকার
[খ] আইনগত অধিকার
[গ] নৈতিক কর্তব্য
✅ আইনগত কর্তব্য

৫. জনাব হাফিজের উক্ত দায়িত্বটির সাথে নিচের কোনটি অধিক সম্পর্কযুক্ত?
✅ রাষ্ট্রের অর্থনৈতিক সমৃদ্ধি
[খ] রাষ্ট্রের স্বাধীনতা রক্ষা
[গ] নাগরিকের সামাজিক অধিকার রক্ষা
[ঘ] নাগরিকের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা

💘 বোর্ড ও সেরা স্কুলের বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. কোন অধিকারটি নাগরিকের সামাজিক অধিকারের অন্তর্ভুক্ত? [সকল বোর্ড ’১৬]
[ক] মজুরি লাভের
[খ] ভোটাধিকারের
✅ সম্পত্তি ভোগের
[ঘ] নির্বাচিত হওয়ার

২. তথ্য অধিকার আইন কত সালে রাষ্ট্রপতির সম্মতি লাভ করে? [সকল বোর্ড ’১৫]
[ক] ২০০৪
[খ] ২০০৭
[খ] ২০০৮
✅ ২০০৯

৩. দুনীর্তি ও স্বজনপ্রীতির উর্ধ্বে থাকতে হলে সুনাগরিকের মধ্যে কোন গুণটি থাকতে হবে? [সকল বোর্ড ’১৫]
[ক] বুদ্ধি
[খ] ন্যায়বোধ
[খ] বিবেক
✅ আত্মসংযম

৪. ইথিকা বাংলাদেশের নাগরিক। এটি তার কী? [শাহজালাল জামেয়া ইসলামিযা স্কুল এন্ড কলেজ, সিলেট]
[ক] মর্যাদা
✅ পরিচয়
[গ] সম্মান
[ঘ] অর্জন

৫. বাংলাদেশে বসবাসকারি হিসেবে আমাদের পরিচয় কোনটি? [সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ]
✅ বাংলাদেশের নাগরিক
[খ] বাংলাদেশি নাগরিকতা
[গ] বাঙালি
[ঘ] বাংলার সৈনিক

৬. রাষ্ট্রের নাগরিক হিসেবে ব্যক্তি যে মর্যাদা ও সম্মান পায় তাকে কী বলা হয়? [আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মৌলভীবাজার;
সরকারি বালিকা বিদ্যালয়, পটুয়াখালী; খাগড়াছড়ি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়]
[ক] অধিকার
✅ নাগরিকতা
[গ] মানবাধিকার
[ঘ] সুনাগরিকতা

৭. নাগরিকতা অর্জনের পদ্ধতি কয়টি? [বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলা]
✅ ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫

৮. নাগরিকতা অর্জনের ক্ষেত্রে কোনটি সর্বজনীন পদ্ধতি? [শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজ, সিলেট]
✅ জন্মসূত্রে নাগরিকতা অর্জন
[খ] অনুমোদনসূত্রে নাগরিকতা অর্জন
[গ] চুক্তির মাধ্যমে নাগরিকতা অর্জন
[ঘ] মানবিকতার ভিত্তিতে নাগরিকতা

৯. জন্মসূত্রে নাগরিকতা অর্জনের ক্ষেত্রে কয়টি নীতি অনুসরণ করা হয়? [সরকারি জুবলী উচ্চ বিদ্যালয়]
✅ ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫

১০. জন্মস্থাননীতি অনুসারে বাংলাদেশের কোনো দম্পতির সন্তান যদি মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করে তবে সে সন্তান কোন দেশের নাগরিক হবে? [সরকারি বালিকা বিদ্যালয়, পটুয়াখালী]
✅ যুক্তরাষ্ট্রের
[খ] বাংলাদেশের
[গ] যুক্তরাজ্যের
[ঘ] পাকিস্তানের

১১. জন্মসূত্রে নাগরিকতা প্রদানের ক্ষেত্রে বিশ্বের অধিকাংশ দেশে কোন নীতি অনুসরণ করা হয়? [খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়]
[ক] জন্মস্থাননীতি
✅ জন্মনীতি
[গ] অনুমোদননীতি
[ঘ] জনসংখ্যানীতি

১২. বাংলাদেশ নাগরিকতা নির্ধারণের ক্ষেত্রে কোন নীতি অনুসরণ করে? [লক্ষীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়]
✅ জন্মনীতি
[খ] জন্মস্থাননীতি
[গ] অনুমোদন নীতি
[ঘ] শিক্ষা নীতি

১৩. মি. গালিব একজন বাংলাদেশি। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে চাকরি করতে যান। সেখানে দীর্ঘদিন বাস করেন। এর প্রেক্ষিতে তিনি সেখানকার নাগরিকতা লাভ করেন। এক্ষেত্রে কোন নীতি অনুসরণ করা হয়েছে? [সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়]
[ক] জন্মনীতি
[খ] জন্মসূত্রনীতি
✅ অনুমোদন নীতি
[ঘ] জন্মস্থানসূত্র নীতি

১৪. অনুমোদন সূত্রে নাগরিকতার শর্ত কোনটি? [আল হেরা একাডেমি, পাবনা]
[ক] আনুগত্য
[খ] ভোটদান
[গ] নির্বাচনে অংশগ্রহণ
✅ সে দেশের ভাষা জানা

১৫. মি. জন রাজনৈতিক কারণে বাংলাদেশে আশ্রয় নেয়। তিনি কীভাবে বাংলাদেশের নাগরিকতা লাভ করতে পারেন? [সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়]
[ক] রাজনীতিতে অংশগ্রহণের মাধ্যমে
[খ] বেসরকারি পুঁজি বিনিয়োগের মাধ্যমে
[গ] ভোটদানের মাধ্যমে
✅ বিবাহ বন্ধনের ভিত্তিতে

১৬. কোনো ব্যক্তি সাধারণত কয়টি রাষ্ট্রের নাগরিকতা অর্জনের সুযোগ পেয়ে থাকে? (জ্ঞান) [শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
✅ এক
[খ] দুই
[গ] তিন
[ঘ] চার

১৭. কোন নীতি/পদ্ধতির কারণে দ্বৈত নাগরিকতা সৃষ্টি হয়? [বাড্ডা আলাতুন্নেছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা]
[ক] আবেদনসূত্র
✅ জন্মসূত্র
[গ] গণতান্ত্রিক
[ঘ] সমাজতান্ত্রিক

১৮. শব্দগত অর্থে নাগরিক কে? [শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজ, সিলেট]
[ক] রাষ্ট্রের নাগরিক
[খ] নিজ দেশের অধিবাসী
[গ] সকল দেশের নাগরিক
✅ নগরের অধিবাসী

১৯. জাতির বৃহত্তর স্বার্থে নিজের ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করতে পারে কারা? [দি বাডস্ রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ]
✅ আত্মসংযমী
[খ] স্বার্থান্বেষী
[গ] সংস্কৃতিবান
[ঘ] রাজনৈতিক

২০. সুনাগরিকের প্রধানত কয়টি গুণ রয়েছে? [বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলা, ঢাকা]
[ক] দুই
✅ তিন
[গ] চার
[ঘ] পাঁচ

২১. সুনাগরিকের গুণ কোনটি? [লক্ষীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়; আল হেরা একাডেমি, পাবনা]
✅ বুদ্ধিমত্তা
[খ] উচ্চ মূল্যবোধ
[গ] বোকামি
[ঘ] নৈতিকতা

২২. রাষ্ট্রের শ্রেষ্ঠ সম্পদ কাদের বলা হয়? [সন্ধানী স্কুল এন্ড কলেজ, গাংনী, মেহেরপুর]
[ক] অসাধু ব্যবসায়ীদের
[খ] বিদেশিদের
✅ বুদ্ধিমান নাগরিকদের
[ঘ] নিরক্ষরদের

২৩. একজন সুনাগরিকের জাগ্রত শক্তি কোনটি? [শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজ, সিলেট]
[ক] সচেতনতা
✅ বিবেক
[গ] সংযম
[ঘ] প্রজ্ঞা ও নিষ্ঠা

২৪. নির্বাচনে সৎ ও যোগ্য ব্যক্তিকে ভোট দেওয়া সুনাগরিকের কোন ধরনের গুণ? [খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়]
[ক] বুদ্ধি
✅ বিবেক
[গ] আত্মসংযম
[ঘ] কর্তব্য

২৫. কোন গুণের মাধ্যমে একজন ব্যক্তি বৃহত্তর স্বার্থে নিজের ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করতে পারে? [সরকারি বালিকা বিদ্যালয়, পটুয়াখালী]
[ক] বুদ্ধি
✅ আত্মসংযম
[গ] বিবেক
[ঘ] সংবেদনশীলতা

২৬. অধিকারকে প্রধানত কয়ভাগে ভাগ করা হয়? [আল হেরা একাডেমি, পাবনা]
✅ দুই
[খ] তিন
[গ] চার
[ঘ] পাঁচ

২৭. দুর্বলের সাহায্য লাভের অধিকার কী জাতীয় অধিকার? [নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
[ক] সামাজিক
✅ নৈতিক
[গ] অর্থনৈতিক
[ঘ] মৌলিক

২৮. সমাজভেদে কোন অধিকারটির ভিন্নতা দেখা যায়? [সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়; নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
[ক] সামাজিক
✅ নৈতিক
[গ] রাজনৈতিক
[ঘ] অর্থনৈতিক

২৯. রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও অনুমোদিত অধিকারকে কী বলা হয়? [আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়; মৌলভীবাজার]
✅ আইনগত
[খ] নৈতিক
[গ] সাংস্কৃতিক
[ঘ] ভাষার

৩০. ‘আইনের দৃষ্টিতে সমান সুযোগ লাভ’-এটি কোন ধরনের অধিকার? [সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়]
[ক] নৈতিক
[খ] মানবিক
✅ সামাজিক
[ঘ] রাজনৈতিক

৩১. ভোট প্রদান কোন ধরনের অধিকার? [লক্ষীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়]
[ক] সামাজিক
✅ রাজনৈতিক
[গ] অর্থনৈতিক
[ঘ] নৈতিক

৩২. ন্যায্য মজুরি লাভ কোন ধরনের অধিকার? [সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়]
[ক] সামাজিক
[খ] নৈতিক
[গ] রাজনৈতিক
✅ অর্থনৈতিক

৩৩. তথ্য অধিকার আইনটি ২০০৯ সালের কত তারিখে প্রণয়ন করা হয়? [বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলা, ঢাকা; আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজ, চাঁদপুর]
[ক] ৪ এপ্রিল
✅ ৫ এপ্রিল
[গ] ৬ এপ্রিল
[ঘ] ৭ এপ্রিল

৩৪. তথ্য অধিকার আইনটি জাতীয় সংসদ কর্তৃক গৃহীত হয়ে রাষ্ট্রপতির সম্মতি লাভ করে কত তারিখে? [সীতাকুণ্ড গার্লস স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম; আল হেরা একাডেমি, পাবনা]
[ক] ২০ চৈত্র ১৪১৫
[খ] ২২ চৈত্র ১৪১৬
✅ ২২ চৈত্র ১৪১৫
[ঘ] ২৪ চৈত্র ১৪১৬

৩৫. কীসের মাধ্যমে তথ্য প্রাপ্তির অনুরোধ জানানো হয়? [সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়]
✅ ই-মেইলে
[খ] ফ্যাক্সে
[গ] মোবাইলে
[ঘ] প্রচার মাধ্যমে

৩৬. ‘তথ্য অধিকার আইন’ অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অনুরোধ প্রাপ্তির তারিখ থেকে অনধিক কত কার্যদিবসের মধ্যে অনুরোধকৃত তথ্য সরবরাহ করবেন? [বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলা, ঢাকা]
[ক] ১০
✅ ২০
[গ] ৩০
[ঘ] ৪০

৩৭. নাগরিকের কর্তব্য কয়ভাগে ভাগ করা যায়? [বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলা, ঢাকা]
[ক] এক
✅ দুই গ তিন
[ঘ] চার

৩৮. সন্তানদের শিক্ষিত করা নাগরিকদের কোন কর্তব্যের অন্তর্ভুক্ত? [সরকারি বালিকা বিদ্যালয়, পটুয়াখালী]
[ক] আইনগত
✅ নৈতিক
[গ] অর্থনৈতিক
[ঘ] রাজনৈতিক

৩৯. দরিদ্রকে সাহায্য করা নাগরিকের কী ধরনের কর্তব্য? [শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজ, সিলেট]
[ক] রাজনৈতিক
✅ নৈতিক
[গ] অর্থনৈতিক
[ঘ] আইনগত

SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৪০. অধিকার ভোগের জন্য প্রয়োজন- [সকল বোর্ড ’১৫]
i. সততার সাথে ভোটদান
ii. কর প্রদান করা
iii. দেশ ভ্রমণ করা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪১. প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্রে নাগরিক ছিল না- [সরকারি স্কুল এন্ড কলেজ, গাংনী, মেহেরপুর]
i. নারী
ii. পুরুষ
iii. গৃহভৃত্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪২. অনুমোদন সূত্রে নাগরিকতা অর্জনে যে শর্ত পালন করতে হয়- [সন্ধানী স্কুল এন্ড কলেজ, গাংনী, মেহেরপুর]
i. ভোটদান
ii. সরকারি চাকরি গ্রহণ
iii. সম্পত্তি ক্রয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৪৩. বিবেকবান নাগরিকের ক্ষেত্রে প্রযোজ্য তথ্য হলো- [শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
i. রাষ্ট্র প্রদত্ত অধিকার ভোগ করে
ii. রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন করে
iii. অন্যায়ের পক্ষে থাকে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪৪. একজন সুনাগরিকের যে গুণ রয়েছে তা হলো- [সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ]
i. বুদ্ধি
ii. বিবেক
iii. আত্মসংযম

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪৫. গণতান্ত্রিক সফলতার জন্য খুব বেশি প্রয়োজন- [সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়]
i. বিচক্ষণ সুনাগরিকের
ii. আত্মসংযমী সুনাগরিকের
iii. বুদ্ধিমান সুনাগরিকের

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪৬. তথ্য হচ্ছে- [খাগড়াছড়ি উচ্চ বিদ্যালয়]
i. কোনো প্রতিষ্ঠানের গঠন কাঠামো
ii. কোনো প্রতিষ্ঠানের হিসাব বিবরণী
iii. কোনো প্রতিষ্ঠানের তথ্য উপাত্ত

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪৭. তথ্য অধিকার আইনের আওতায় কর্তৃপক্ষ যেসব তথ্য দিতে বাধ্য- [দি বাডস্ রেসিডেনসিয়াল স্কুল এন্ড কলেজ, শ্রীমঙ্গল]
i. পরীক্ষায় প্রশ্ন পত্রের আগাম তথ্য
ii. সরকারি প্রতিষ্ঠানের তথ্য
iii. আধাসরকারি প্রতিষ্ঠানের তথ্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৪৮. নাগরিক অধিকারের মাধ্যমে- [বাড্ডা আলাতুন্নেছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা]
i. ব্যক্তির ব্যক্তিত্বের বিকাশ ঘটে
ii. ব্যক্তির সর্বজনীন কল্যাণ সাধিত হয়
iii. ব্যক্তির স্বজনপ্রীতি বেড়ে যায়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪৯. প্রয়োজনবোধে নিজের জীবন উৎসর্গ করা যায়- [ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ, কুমিল্লা সেনানিবাস]
i. রাষ্ট্রের অস্তিত্ব রক্ষার জন্য
ii. রাষ্ট্রের সংহতি লাভের জন্য
iii. রাষ্ট্রের সমৃদ্ধি লাভের জন্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ৫০ ও ৫১ নং প্রশ্নের উত্তর দাও :
খালেক ডিভি-১ লাভ করে আমেরিকায় চলে যান। সেখানে তিনি মিরানাকে বিয়ে করেন। ২০ বছর পর তিনি বাংলাদেশে ফিরে আসেন। কিন্তু ভোট দিতে পারলেন না। [আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মৌলভীবাজার]

৫০. খালেক এখন বাংলাদেশে কোন মর্যাদা নিয়ে বসবাস করছেন?
ক নাগরিক
[খ] পরবাসী
✅ বিদেশি
[ঘ] স্বদেশি

৫১. খালেকের ভোট দিতে না পারার কারণ কোনটি?
[ক] বাংলাদেশের নাগরিকতা হারিয়েছেন
[খ] আমেরিকার মিরানাকে বিয়ে করেছেন
✅ দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন
[ঘ] আমেরিকার নাগরিকত্ব পেয়েছেন

নিচের অনুচ্ছেদটি পড়ে ৫২ ও ৫৩ নং প্রশ্নের উত্তর দাও :
সগির বাংলাদেশের নাগরিক। সে জীবিকার তাগিদে সরকারি ভিসা নিয়ে লিবিয়া যায়। লিবিয়ায় রাজনৈতিক সংকটের সময় সে দেশে ফিরে আসার জন্য বাংলাদেশের দূতাবাসের সাহায্য কামনা করে। [লক্ষীপুর আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়]

৫২. সগিরের বাংলাদেশ দূতাবাসের সাহায্য চাওয়া কোন ধরনের অধিকার?
✅ রাজনৈতিক
[খ] সামাজিক
[গ] অর্থনৈতিক
[ঘ] নৈতিক

৫৩. সগিরের উক্ত অধিকারটি ভোগ করার কারণ হলো-
i. রাষ্ট্রের আদেশ পালন করে
ii. নিয়মিত কর আদায় করে
iii. সন্তানদের সুশিক্ষায় ব্যবস্থা করে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৫৪ ও ৫৫ নং প্রশ্নের উত্তর দাও :
বাংলাদেশের নাগরিক টিপু সাহেব সব ধরনের নাগরিক সুবিধা ভোগ করেন। কিন্তু তিনি তার নাগরিক কর্তব্য পালন করেন না। তার মতো আরও অনেক নাগরিকের বসবাস এদেশে। [শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজ, সিলেট]

৫৪. টিপু সাহেবের দেশ অগ্রগতির দিক থেকে পিছিয়ে থাকার কারণ কী?
[ক] প্রাকৃতিক সম্পদের অভাব
[খ] জনসংখ্যাধিক্য
✅ সুনাগরিকের অভাব
[ঘ] গণতন্ত্রের অভাব

৫৫. সুনাগরিক হতে হলে টিপু সাহেবকে অধিকারী হতে হবে-
i. বুদ্ধির
ii. বিবেকের
iii. আত্মসংযমের

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৫৬ ও ৫৭ নং প্রশ্নের উত্তর দাও :
রহিমা স্কুলে যাওয়ার পথে অন্য গ্রামের ছেলেরা তাকে উদ্দেশ্য করে অশ্লীল মন্তব্য করে। তার পরিবার উক্ত বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানালে প্রশাসন ঐ সমস্ত ছেলেদের শাস্তি প্রদান করে। [ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লা সেনানিবাস]

৫৬. অনুচ্ছেদে উল্লিখিত রহিমার কোন অধিকার ক্ষুণœ হয়?
✅ সামাজিক
[খ] রাজনৈতিক
[গ] অর্থনৈতিক
[ঘ] আইনগত

৫৭. প্রশাসন কর্তৃক শাস্তিদানের ফলে-
i. ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে
ii. সুশাসন প্রতিষ্ঠা হবে
iii. অপরাধ প্রবণতা কমবে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

💘 বিষয়ক্রম অনুযায়ী বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

⚛ ভূমিকা 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ১২

SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৫৮. আমরা সবাই কোন দেশের নাগরিক? (জ্ঞান)
✅ বাংলাদেশ
[খ] ভারত
[গ] নেপাল
[ঘ] ভুটান

৫৯. কারা রাষ্ট্রের সম্পদ? (জ্ঞান)
ক নাগরিক
[খ] দ্বৈত নাগরিক
✅ সুনাগরিক
[ঘ] শিক্ষিত নাগরিক

৬০. আমাদের প্রত্যেকের কোন শিক্ষা লাভ করা অত্যাবশ্যক? (জ্ঞান)
ক নাগরিকতার
✅ সুনাগরিকতার
[গ] অধিকার ভোগের
[ঘ] কর্তব্য পালনের

SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৬১. নাগরিক হিসেবে আমরা প্রত্যেকে- (অনুধাবন)
i. অধিকার ভোগ করি
ii. কর্তব্য পালন করি
iii. দ্বৈত নাগরিকতা অর্জন করি

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

⚛ নাগরিক ও নাগরিকতা : নাগরিকতা অর্জনের পদ্ধতি 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ১১ ও ১২
🍭 প্রাচীন গ্রিসে নাগরিক ও নাগরিকতার ধারণার উদ্ভব হয়- প্রায় ২৫০০ বছর পূর্বে।
🍭 প্রাচীন গ্রিসে যারা প্রত্যক্ষভাবে রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করত তাদেরকে বলা হতো- নাগরিক।
🍭 নাগরিকতা অর্জনের দুটি পদ্ধতি হলো- জন্মসূত্র ও অনুমোদন সূত্র।
🍭 জন্মস্থান নীতি অনুযায়ী সন্তান যে রাষ্ট্রে জন্মগ্রহণ করবে সে ঐ রাষ্ট্রের-নাগরিকতা লাভ করবে।
🍭 কতগুলো শর্ত পালনের মাধ্যমে এক রাষ্ট্রের নাগরিক অন্য রাষ্ট্রের নাগরিকতা অর্জন করলে তাকে বলা হয়-অনুমোদন সূত্রে নাগরিক।

SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৬২. কত বছর পূর্বে প্রাচীন গ্রিসে নাগরিকতা ও নাগরিকতার ধারণার উদ্ভব হয়? (জ্ঞান)
[ক] ১৫০০
[খ] ২০০০
[গ] ২৪০০
✅ ২৫০০

৬৩. সুমন স্কলারশিপ নিয়ে একটি দেশে পড়তে গিয়ে জানতে পারে উক্ত দেশে প্রায় ২৫০০ বছর পূর্বে নাগরিক ও নাগরিকতার ধারণার উদ্ভব হয়েছে। সুমন কোন দেশে লেখাপড়া করতে গেছে? (প্রয়োগ)
✅ গ্রিসে
[খ] ইতালিতে
[গ] আমেরিকাতে
[ঘ] ইংল্যান্ডে

৬৪. প্রাচীন গ্রিস কীভাবে গঠিত ছিল? (অনুধাবন)
[ক] বড় বড় রাষ্ট্র নিয়ে
✅ ছোট ছোট রাষ্ট্র নিয়ে
[গ] অগণতান্ত্রিক রাষ্ট্র নিয়ে
[ঘ] ছোট ছোট প্রদেশ নিয়ে

৬৫. অমি যে দেশে বাস করে সেটি ছোট ছোট রাষ্ট্র নিয়ে গঠিত। অমির রাষ্ট্রটি কোন ধরনের রাষ্ট্র? (প্রয়োগ)
[ক] সমাজতান্ত্রিক
[খ] গণতান্ত্রিক
[গ] একনায়কতান্ত্রিক
✅ নগর

৬৬. প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্রে কারা নাগরিক হিসেবে পরিচিত ছিল? (জ্ঞান)
✅ যারা প্রত্যক্ষভাবে রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করত
[খ] যারা কৃষিকাজ করত
[গ] যারা ব্যবসা করত
[ঘ] যারা ধর্মীয় কাজ করত

৬৭. নাগরিক কারা? (জ্ঞান)
✅ রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা
[খ] রাষ্ট্রে বসবাসকারী বিদেশি
[গ] রাষ্ট্রের নারী ও পুরুষ
[ঘ] রাষ্ট্রে বসবাসকারী ভোটার

৬৮. রাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের কী বলা হয়? (জ্ঞান)
✅ নাগরিক
[খ] ভোটার
[গ] প্রজা
[ঘ] বিদেশি

৬৯. নাগরিকতা ব্যক্তির কী? (জ্ঞান)
[ক] পরিচয়
[খ] বুদ্ধিমত্তা
✅ মর্যাদা
[ঘ] বিবেক

৭০. কোন নীতি অনুযায়ী পিতামাতার নাগরিকতা দ্বারা সন্তানের নাগরিকতা নির্ধারণ করা হয়? (জ্ঞান)
✅ জন্ম
[খ] জন্মস্থান
[গ] অনুমোদন
[ঘ] রাষ্ট্র

৭১. রুম্মন একজন বাংলাদেশি। তিনি সিঙ্গাপুরে বসবাস করেন। বাংলাদেশি পাসপোর্টের জন্য তিনি নিজেকে সম্মানিত ভাবেন। তিনি কোন বিষয়টির জন্য নিজেকে সম্মানিত ভাবেন? (প্রয়োগ)
[ক] সুন্দর বাংলাদেশের নাগরিক সে
[খ] সিঙ্গাপুরে চাকুরি করেন
✅ নাগরিকতার
[ঘ] এমআরপি পাসপোর্টের

৭২. কোন নীতি অনুযায়ী পিতামাতা যে দেশেরই নাগরিক হোক না কেন, সন্তান যে রাষ্ট্রে জন্মগ্রহণ করবে সে ঐ রাষ্ট্রের নাগরিকতা লাভ করবে? (জ্ঞান)
[ক] রাষ্ট্র
[খ] জন্ম
[গ] অনুমোদন
✅ জন্মস্থান

৭৩. বাংলাদেশি নাগরিক ইভা ও নিশান দম্পতি যুক্তরাজ্যে বেড়াতে গিয়ে একটি সন্তান জন্ম দিল। জন্মনীতি অনুসারে তাদের সন্তান কোন দেশের নাগরিক হিসেবে গণ্য হবে? (প্রয়োগ)
[ক] যুক্তরাজ্যের
✅ বাংলাদেশের
[গ] যুক্তরাষ্ট্রের
[ঘ] ফ্রান্সের

৭৪. নাগরিকতা অর্জনের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রে কোন নীতি অনুসরণ করা হয়? (জ্ঞান)
[ক] জন্ম
[খ] অনুমোদন
✅ জন্মস্থান
[ঘ] রাষ্ট্রনীতি

৭৫. নিলয় বাংলাদেশি নাগরিক। তার পুত্র নিশাত যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় জন্মগ্রহণ করায় যুক্তরাষ্ট্রের নাগরিক। তার নাগরিকত্বের সূত্র কোনটি? (প্রয়োগ)
[ক] অনুমোদন
[খ] জন্মনীতি
✅ জন্মস্থান
[ঘ] মানবিক

৭৬. উইলিয়াম জাম্বিয়ার নাগরিক। তার স্ত্রী যুক্তরাষ্ট্রের একটি রণতরীতে একটি শিশুর জন্ম দিল। জন্মস্থাননীতি অনুযায়ী ঐ শিশুটি কোন দেশের নাগরিক বলে বিবেচিত হবে? (প্রয়োগ)
[ক] জাম্বিয়া
[খ] বাংলাদেশ
✅ যুক্তরাষ্ট্র
[ঘ] ভারত

৭৭. কানাডায় কোন নীতি অনুযায়ী নাগরিকত্ব নির্ধারণ করা হয়? (জ্ঞান)
[ক] জন্ম
✅ জন্মস্থান
[গ] অনুমোদন
[ঘ] সমমর্যাদা

৭৮. বাংলাদেশে বসবাসরত একজন লন্ডনের নাগরিক দীর্ঘদিন বাস করার পরও সামাজিক ও ধর্মীয় অধিকার ভোগ করতে পারলেও রাজনৈতিক অধিকার ও নির্বাচনে অংশগ্রহণের অধিকার ভোগ করতে পারে না। এর কারণ কোনটি? (উচ্চতর দক্ষতা)
✅ অনুমোদন সূত্রে নাগরিকতা অর্জন
[খ] জন্মসূত্রে নাগরিকতা অর্জন
[গ] জন্মস্থাননীতির সূত্রে নাগরিকতা অর্জন
[ঘ] জন্মনীতি অনুসারে নাগরিকতা অর্জন

৭৯. কোনটি অনুমোদন সূত্রে নাগরিকতার শর্ত? (জ্ঞান)
✅ বিবাহ
[খ] ব্যবসায়
[গ] অভিনয়
[ঘ] কঠোর পরিশ্রম

৮০. অনুমোদন সূত্রে ইংল্যান্ডের নাগরিক হতে হলে কোন সূত্রটি অবশ্যই পূরণ করতে হবে? (জ্ঞান)
[ক] বিয়ে করতে হবে
[খ] সম্পত্তির মালিক হতে হবে
[গ] সরকারি চাকরি করতে হবে
✅ ইংরেজি ভাষা জানতে হবে

৮১. একটি দেশের নাগরিক অন্য দেশে দীর্ঘদিন বাস করার পর অনুমোদন সূত্রে নাগরিকতা লাভের জন্য আবেদন করলে নিচের কোন বিষয়টি বিবেচনা করা হয়? (প্রয়োগ)
✅ বিবাহ, সেনাবাহিনীতে চাকরি গ্রহণ
[খ] রাজনৈতিক ও সামাজিক মূল্যবোধ
[গ] দেশীয় সংস্কৃতিতে অভ্যস্ত হওয়া
[ঘ] মানবিক সত্তা ও মানবতাবোধ

৮২. একজন ব্যক্তির একসাথে দুটি রাষ্ট্রের নাগরিকতা অর্জনকে কী বলে? (জ্ঞান)
[ক] জন্মসূত্রে নাগরিকতা
[খ] জন্মস্থান সূত্রে নাগরিকতা
✅ দ্বৈত নাগরিকতা
[ঘ] বিদেশি নাগরিকতা

৮৩. ইতালির কোনো নাগরিক যদি জাপানের কোনো নারীকে বিয়ে করে তাহলে তিনি কোন দেশের নাগরিক হবেন? (জ্ঞান)
[ক] জাপানের
[খ] ইতালির
✅ জাপান ও ইতালির
[ঘ] ভিন্ন কোনো রাষ্ট্রের

৮৪. আজগর কানাডার দূতাবাসে জন্মগ্রহণ করেছে। আজগর জন্মস্থান নীতি অনুসারে কোন দেশের নাগরিক? (প্রয়োগ)
✅ কানাডা
[খ] আমেরিকা
[গ] বাংলাদেশ
[ঘ] ইংল্যান্ড

৮৫. নামিয়া তার স্বামীর সাথে মধ্যপ্রাচ্যের দেশ ইরাকে থাকে কিন্তু সে বাংলাদেশের প্রতি আনুগত্য প্রকাশ করে। সে কোন দেশের নাগরিক হবে? (প্রয়োগ)
[ক] ইরাকের
✅ বাংলাদেশের
[গ] ইরানের
[ঘ] মধ্যপ্রাচ্য

৮৬. কোনো ব্যক্তি যদি একটি রাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করে বা বিতাড়িত হয়ে কোনো রাষ্ট্রে আশ্রয় নেয় তবে আবেদনের ভিত্তিতে তাকে নাগরিকত্ব প্রদান করা হয়। এক্ষেত্রে কোন বিষয়টি বিবেচনা করা হয়? (প্রয়োগ)
[ক] রাজনৈতিক মতাদর্শগত বিবেচনা
[খ] ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ
✅ মানবিক কারণ ও মানবতাবোধ
[ঘ] প্রতিবেশী রাষ্ট্রের নাগরিক

৮৭. অনুমোদনসূত্রে নাগরিকত্ব লাভের কারণ কোনটি হতে পারে? (উচ্চতর দক্ষতা)
[ক] শারীরিক
[খ] সামাজিক
✅ মানবিক
[ঘ] ধর্মীয়

৮৮. কোন দেশে বিশ্বের অনেক রাষ্ট্রের মানুষ অনুমোদনসূত্রে নাগরিকত্ব লাভের মাধ্যমে বসবাস করছে? (অনুধাবন)
[ক] বাংলাদেশ
[খ] মিয়ানমার
[গ] নাইজেরিয়া
✅ অস্ট্রেলিয়া

৮৯. কোনো ব্যক্তি যদি কোনো রাষ্ট্রে আশ্রয় নেয়, তবে সেই রাষ্ট্র তাকে নাগরিকত্ব দিতে পারে- (অনুধাবন)
✅ আবেদনের ভিত্তিতে
[খ] মানবিকতার ভিত্তিতে
[গ] নৈতিকতার ভিত্তিতে
[ঘ] আদর্শের ভিত্তিতে

SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৯০. নগর-রাষ্ট্রে নাগরিকের বহিভর্ূত ছিল- (অনুধাবন)
i. নারী
ii. বিদেশি
iii. গৃহভৃত্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৯১. নাগরিকতা বলতে বোঝায়- (অনুধাবন)
i. রাষ্ট্রে বসবাসরত ব্যক্তির মর্যাদা ও গুণ
ii. ব্যক্তির পরিচয়
iii. ব্যক্তির রাজনৈতিক মর্যাদা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯২. বাংলাদেশি দম্পতি শিলা ও আলমের মেয়ে রক্সি আমেরিকায় জন্মগ্রহণ করে। রক্সি নাগরিক হবে- (প্রয়োগ)
i. বাংলাদেশ ও আমেরিকার
ii. জন্মনীতি অনুসারে বাংলাদেশের
iii. জন্মস্থান নীতি অনুসারে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯৩. ফিলিপ চাকরিসূত্রে বাংলাদেশে আসে এবং এ দেশে সে নাগরিক হয়ে থেকে যেতে চায়। বাংলাদেশের নাগরিকত্ব পেতে হলে ফিলিপের করণীয়- (উচ্চতর দক্ষতা)
i. ৫ বছর ধরে বাংলাদেশে বসবাস করতে হবে
ii. ইংরেজি ভাষা জানতে হবে
iii. সচ্চরিত্রবান হতে হবে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯৪. জন্মস্থান নীতি অনুসারে নাগরিকতা নির্ধারণ করে- (অনুধাবন)
i. বাংলাদেশ
ii. আমেরিকা
iii. কানাডা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৯৫. কানাডায় নাগরিকতা নির্ধারিত হয়- (অনুধাবন)
i. জন্মনীতি অনুসারে
ii. জন্মস্থান নীতি অনুসারে
iii. অনুমোদন সূত্রে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৯৬. কানাডার নাগরিক ওয়াসিফ বাংলাদেশে এসে লুনা নামের একটি মেয়েকে বিয়ে করে কানাডায় নিয়ে যায়। এখন নাগরিকত্বের নিয়ম অনুযায়ী লুনা- (প্রয়োগ)
i. দ্বৈত নাগরিকত্ব লাভ করবে
ii. কানাডার নাগরিকত্ব অর্জন করবে
iii. দেশ থেকে বিতাড়িত হবে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯৭. নাগরিকতা লাভের স্বাভাবিক পদ্ধতি হচ্ছে- (অনুধাবন)
i. জন্মসূত্র
ii. জন্মস্থাননীতি
iii. অনুমোদনসূত্র

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯৮. নাগরিক বলতে বোঝায়- (অনুধাবন)
i. বিদেশি জনসমষ্টিকে
ii. স্থায়ীভাবে বসবাসকারী জনগণকে
iii. রাষ্ট্রপ্রদত্ত অধিকার ভোগকারী জনসমষ্টিকে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৯৯. অন্তিক অনুমোদনসূত্রে নাগরিকতা অর্জন করতে চায়। এজন্য তার করণীয়- (উচ্চতর দক্ষতা)
i. সম্পত্তি ক্রয় করা
ii. সততার পরিচয় দেওয়া
iii. সরকারি চাকরি করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

⚛ দ্বৈত নাগরিকতা : সুনাগরিক 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ১২ ও ১৩
🍭 একজন ব্যক্তির একই সঙ্গে দুটি রাষ্ট্রের নাগরিকতা অর্জনকে বলা হয়- দ্বৈত নাগরিকতা।
🍭 জন্মসূত্রে নাগরিকতা অর্জনের দুটি নীতি থাকায় সৃষ্টি হতে পারে- দ্বৈত নাগরিকতা।
🍭 সুনাগরিকের প্রধান গুণ হলো- তিনটি।
🍭 আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের সফলতা নির্ভর করে- সুনাগরিকের বুদ্ধির ওপর।
🍭 রাষ্ট্রের নাগরিকদের হতে হবে- বিবেকবোধ সম্পন্ন।
🍭 সুনাগরিকের থাকা উচিত- আত্মসংযম।
🍭 আত্মসংযমের মাধ্যমে জাগ্রত হয়- গণতান্ত্রিক মূল্যবোধ।

SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১০০. রাষ্ট্রের নাগরিক হিসেবে প্রত্যেকের কোন ধরনের শিক্ষা বেশি প্রয়োজন? (অনুধাবন)
[ক] রাজনৈতিক
[খ] সাংস্কৃতিক
✅ সুনাগরিকতার
[ঘ] ধর্মীয়

১০১. মিলিপ্রু বাংলাদেশে জন্মগ্রহণ করায় সে বাংলাদেশের নাগরিক এবং পিতামাতার সূত্রে সে নাইজেরিয়ার নাগরিক। মিলিপ্রুর নাগরিকত্ব নিচের কোনটিকে নির্দেশ করে? (প্রয়োগ)
[ক] জন্মনীতি
[খ] জন্মস্থান সূত্রে
[গ] অনুমোদনসূত্রে
✅ দ্বৈত

১০২. সুতপা বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বৈত-নাগরিকতার অধিকারী। সে কখন যেকোনো একটি রাষ্ট্রের নাগরিকতা বর্জন করবে? (প্রয়োগ)
[ক] কিশোর বয়সে
[খ] বৃদ্ধ হলে
✅ পূর্ণবয়স্ক হলে
[ঘ] বিয়ে করলে

১০৩. কোন ধরনের নাগরিক পরিবার, সমাজ তথা রাষ্ট্রের বিভিন্ন সমস্যা সহজে সমাধান করতে পারে? (জ্ঞান)
[ক] আত্মসংযমী
✅ বুদ্ধিমান
[গ] বিবেকবান
[ঘ] শিক্ষিত

১০৪. কে সকল সমস্যা অতি সহজে সমাধান করে? (অনুধাবন)
[ক] মূল্যবোধসম্পন্ন ব্যক্তি
✅ বিবেকবান নাগরিক
[গ] ক্ষমতাবান নাগরিক
[ঘ] সাধারণ জনগণ

১০৫. আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের সফলতা নির্ভর করে কীসের ওপর? (জ্ঞান)
[ক] জনগণের
✅ সুনাগরিকের বুদ্ধির
[গ] আমদানি রপ্তানির
[ঘ] নেতাদের

১০৬. বিবেকবান নাগরিক কোনটি অনুধাবন করতে পারে? (জ্ঞান)
✅ ন্যায়-অন্যায়
[খ] সুখ-শান্তি
[গ] দুর্নীতি
[ঘ] স্বজনপ্রীতি

১০৭. কোন গুণটির মাধ্যমে একজন নাগরিক ভালোমন্দ অনুধাবন করতে পারে? (জ্ঞান)
[ক] বুদ্ধির
✅ বিবেকবোধের
[গ] সততার
[ঘ] সৎসাহসের

১০৮. সুমন সাহেব নিজে শিক্ষিত হয়েছেন এবং তিনি তার সন্তানদের শিক্ষিত করে তুলেছেন। এই কাজগুলোর ক্ষেত্রে তিনি চালিত হয়েছেন কোনটির দ্বারা? (প্রয়োগ)
✅ বিবেক
[খ] বুদ্ধি
[গ] নৈতিকতা
[ঘ] মন

১০৯. কে রাষ্ট্রের প্রতি যথাযথ দায়িত্ব ও কর্তব্য পালন করে? (জ্ঞান)
[ক] সরকারি আমলা
✅ বিবেকবান নাগরিক
[গ] ক্ষমতাবান নাগরিক
[ঘ] সাধারণ জনগণ

১১০. যথাসময়ে কর প্রদান ও আইন মান্য করে কারা? (জ্ঞান)
[ক] বুদ্ধিমান
✅ বিবেকবান
[গ] আত্মসংযমী
[ঘ] স্বার্থপর

১১১. আমাদের দেশের রাজনৈতিক দলগুলো সবসময় পরস্পর বিরোধী বক্তব্য প্রদান করে। তাদের মধ্যে কোন গুণটির অভাব? (প্রয়োগ)
✅ আত্মসংযম
[খ] সততা
[গ] সংবেদনশীলতা
[ঘ] সচেতনতা

১১২. আতিক সাহেব সকল প্রকার লোভ-লালসার ঊর্ধ্বে থেকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব ও কর্তব্য পালন করেন। আতিক সাহেবের মধ্যে সুনাগরিকতার কোন গুণটি উপস্থিত? (প্রয়োগ)
[ক] ধৈর্য
[খ] শিক্ষা
[গ] ক্ষমতা
✅ আত্মসংযম

১১৩. একজন সুনাগরিকের গুণের পরিপন্থী কোনটি? (জ্ঞান)
[ক] বুদ্ধি
[খ] বিবেক
[গ] আত্মসংযম
✅ ব্যক্তিগত স্বার্থপরতা

১১৪. আসমা একজন স্বাধীনচেতা মানুষ। তাই সে স্বাধীনভাবে মতামত প্রকাশ করে এবং অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল। আসমা কোন গুণের অধিকারী? (প্রয়োগ)
[ক] বুদ্ধি
[খ] বিবেক
[গ] নৈতিকতা
✅ আত্মসংযম

১১৫. আত্মসংযমের মাধ্যমে কোনটি জাগ্রত হয়? (জ্ঞান)
[ক] বুদ্ধি
[খ] বিবেক
[গ] স্বজনপ্রীতি
✅ গণতান্ত্রিক মূল্যবোধ

SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১১৬. নসিমন বেওয়া গত নির্বাচনে যাকে ভোট দিয়েছিলেন, তিনি নির্বাচনে জয়লাভের পর তার সকল প্রতিশ্রুতি ভুলে গেছেন। এখানে অযোগ্য প্রার্থীকে নির্বাচনের ক্ষেত্রে কাজ করছে নসিমন বেওয়ার- (প্রয়োগ)
i. বুদ্ধিহীনতা
ii. নাগরিক দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অজ্ঞতা
iii. সঠিক সিদ্ধান্ত গ্রহণে অপারগতা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১১৭. অনিতা একজন সুনাগরিক। তার মধ্যে রয়েছে- (প্রয়োগ)
i. বুদ্ধি
ii. বিবেক
iii. আত্মসংযম

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১১৮. বিবেকবান ব্যক্তি- (অনুধাবন)
i. অধিকার ভোগ করে
ii. কর্তব্য পালন করে
iii. রাজনীতি করে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১১৯. একজন ব্যক্তি তার বিবেকের মাধ্যমে যে কাজ করে তা হলো- (অনুধাবন)
i. ভালো কাজ থেকে বিরত থাকে
ii. সৎ-অসৎ বুঝতে পারে
iii. অসৎ কাজ থেকে বিরত থাকে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

১২০. প্রত্যেক নাগরিকের যেটির ঊর্ধ্বে থাকা উচিত- (অনুধাবন)
i. দুর্নীতি
ii. স্বজনপ্রীতি
iii. পক্ষপাতিত্ব

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১২১. নাগরিকতা অর্জনের ক্ষেত্রে দ্বৈত নাগরিকতা দেখা দেয়- (অনুধাবন)
i. জন্মনীতির অনুসরণে
ii. জন্মস্থান নীতির অনুসরণে
iii. অনুমোদন সূত্রের অনুসরণে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ১২২ ও ১২৩ নং প্রশ্নের উত্তর দাও :
সাইদুল সাহেব সরকারি কর্মকর্তা। উৎকোচ গ্রহণের অনেক সুযোগ থাকা সত্ত্বেও তিনি তা গ্রহণ করেন না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে তাকে অনেক কষ্ট করে চলতে হয়।

১২২. সাইদুল সাহেবের কাজে মূলত নাগরিকের কোন গুণটি ফুটে উঠেছে? (প্রয়োগ)
[ক] বুদ্ধিমত্তা
✅ আত্মসংযম
[গ] ন্যায়নিষ্ঠা
[ঘ] বিবেক

১২৩. সাইদুল সাহেবের মতো জনগণের মধ্যে উক্ত নাগরিক গুণটি থাকলে- (উচ্চতর দক্ষতা)
i. নাগরিকের অধিকার রক্ষিত হবে
ii. পারস্পরিক শ্রদ্ধাবোধ বাড়বে
iii. পারস্পরিক মতবিরোধ দেখা দেবে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ১২৪ ও ১২৫ নং প্রশ্নের উত্তর দাও :
চট্টগ্রামের ব্যবসায়ী রনজু হোসেন ব্যাংক থেকে টাকা তুলে বাসায় গিয়ে দেখেন তার টাকার ব্যাগ নেই। বিকালে মাইকে ২ লক্ষ টাকা পাওয়ার খবর শুনে রনজু হোসেন রিকশাচালকের কাছ থেকে টাকা বুঝে নিয়ে তাকে দশ হাজার টাকা দিতে চাইলে রিকশাচালক তা প্রত্যাখ্যান করেন।

১২৪. সুনাগরিকের কোন গুণাবলি রিকশাচালকের চরিত্রে প্রকাশ পেয়েছে? (প্রয়োগ)
[ক] বুদ্ধি
[খ] বিবেক
✅ আত্মসংযম
[ঘ] নৈতিকতা

১২৫. রিকশাচালকের উক্ত গুণটির দ্বারা- (উচ্চতর দক্ষতা)
i. স্বাধীনভাবে মতামত প্রকাশ করা যায়
ii. গণতান্ত্রিক মূল্যবোধ জাগ্রত হয়
iii. নাগরিক রাষ্ট্রের প্রতি অনুগত থাকে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

⚛ নাগরিক অধিকার 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ১৩
🍭 সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কতগুলো সুযোগ-সুবিধাই হলো- অধিকার।
🍭 অধিকার প্রধানত দুই প্রকার- নৈতিক অধিকার ও আইনগত অধিকার।
🍭 মানুষের বিবেক এবং সামাজিক নৈতিকতা থেকে আসে- নৈতিক অধিকার।
🍭 সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার- আইনগত অধিকারের অন্তর্ভুক্ত।
🍭 জনগণের মৌলিক অধিকার রক্ষার ক্ষেত্রে একটি যুগান্তকারী আইন হলো- তথ্য অধিকার আইন।
🍭 তথ্য অধিকার আইন অনুযায়ী উল্লেখ থাকতে হবে- ৪টি বিষয়।

SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর pdf download

১২৬. অধিকার ভোগের মাধ্যমে নাগরিকের কোনটির বিকাশ ঘটে? (অনুধাবন)
✅ ব্যক্তিত্বের
[খ] মূল্যবোধের
[গ] আচরণের
[ঘ] শিক্ষার

১২৭. মানুষের ব্যক্তিত্বকে উপলব্ধি করার জন্য কোনটি প্রয়োজন? (অনুধাবন)
[ক] শিক্ষা
✅ অধিকার
[গ] স্বাধীনতা
[ঘ] সাম্য

১২৮. অধিকারের মূল লক্ষ্য কী? (অনুধাবন)
[ক] ব্যক্তির মর্যাদা বৃদ্ধি
[খ] গোষ্ঠীর সর্বজনীন কল্যাণ
✅ ব্যক্তির সর্বজনীন কল্যাণ
[ঘ] রাষ্ট্রের সর্বজনীন কল্যাণ

১২৯. রাষ্ট্রের নাগরিকদের মানসিক, সামাজিক ও অর্থনৈতিক বিকাশের জন্য কোনটি অপরিহার্য? (জ্ঞান)
✅ অধিকার
[খ] কর্তব্য
[গ] গুণ
[ঘ] মানবিকতা

১৩০. সাধারণত ইচ্ছামতো কাজ করার ক্ষমতাকে কী বলে? (জ্ঞান)
✅ অধিকার
[খ] কর্তব্য
[গ] স্বাধীনতা
[ঘ] আইন

১৩১. সাধারণভাবে অধিকার বলতে কী বোঝায়? (অনুধাবন)
✅ ইচ্ছামতো কাজ করার ক্ষমতা
[খ] নিয়ন্ত্রিতভাবে কাজ করার ক্ষমতা
[গ] যথেচ্ছাচারের ক্ষমতা
[ঘ] যেকোনো মতামত প্রকাশ করার ক্ষমতা

১৩২. নাগরিকের অধিকার কোন প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত? (জ্ঞান)
[ক] পরিবার
[খ] সমাজ
✅ রাষ্ট্র
[ঘ] জাতিসংঘ

১৩৩. তুমি তোমার অধিকার ভোগ করতে চাও। এক্ষেত্রে তোমাকে কোন বিষয়ে সচেতন থাকতে হবে? (প্রয়োগ)
✅ অন্যের ক্ষতি না হয়
[খ] অন্যের চিন্তা না হয়
[গ] নিজের কষ্ট না হয়
[ঘ] নিজের চিন্তা না হয়

১৩৪. অধিকারকে কোন দুভাগে ভাগ করা হয়? (জ্ঞান)
✅ নৈতিক ও আইনগত
[খ] অর্থনৈতিক ও নৈতিক
[গ] রাজনৈতিক ও নৈতিক
[ঘ] রাজনৈতিক ও সামাজিক

১৩৫. কোনটির আইনগত ভিত্তি নেই? (জ্ঞান)
✅ নৈতিক অধিকার
[খ] সামাজিক অধিকার
[গ] রাজনৈতিক অধিকার
[ঘ] অর্থনৈতিক অধিকার

১৩৬. কোন অধিকার ভঙ্গকারীকে কোনো শাস্তি দেওয়া হয় না? (জ্ঞান)
[ক] সামাজিক
[খ] অর্থনৈতিক
✅ নৈতিক
[ঘ] রাজনৈতিক

১৩৭. বাড়ির কাজের মেয়ের শিক্ষা লাভের কী ধরনের অধিকার রয়েছে? (অনুধাবন)
[ক] নৈতিক
✅ আইনগত
[গ] রাজনৈতিক
[ঘ] ব্যক্তিক

১৩৮. আইনগত অধিকার কত প্রকার? (জ্ঞান)
[ক] ২
✅ ৩
[গ] ৪
[ঘ] ৫

১৩৯. সমাজে সুখে-শান্তিতে বসবাস করার জন্য নাগরিকগণ কোন অধিকার ভোগ করে থাকেন? (জ্ঞান)
[ক] আইনগত
[খ] রাজনৈতিক
✅ সামাজিক
[ঘ] নৈতিক

১৪০. স্বাধীনভাবে চলাফেরা কোন ধরনের অধিকার? (জ্ঞান)
[ক] নৈতিক
✅ সামাজিক
[গ] অর্থনৈতিক
[ঘ] রাজনৈতিক

১৪১. কোনটি নাগরিকের সামাজিক অধিকার? (অনুধাবন)
✅ মতামত প্রকাশ
[খ] অবকাশ লাভ
[গ] স্থায়ীভাবে বসবাস
[ঘ] সরকারি চাকরি লাভ

১৪২. পরিবার গঠনের অধিকার কোন ধরনের অধিকার? (জ্ঞান)
✅ সামাজিক
[খ] রাজনৈতিক
[গ] নৈতিক
[ঘ] অর্থনৈতিক

১৪৩. নিচের কোনটি সামাজিক অধিকারের আওতাভুক্ত? (জ্ঞান)
[ক] ভোট প্রদান
[খ] সভা করা
✅ শিক্ষা লাভ
[ঘ] খাদ্য গ্রহণ

১৪৪. শিপন সাহেব একটি দেশে বসবাস করেন এবং তিনি ঐ দেশে সম্পত্তি ভোগ করেন। তিনি নিচের কোন অধিকারটি ভোগ করেন? (প্রয়োগ)
[ক] রাজনৈতিক
[খ] নৈতিক
✅ সামাজিক
[ঘ] অর্থনৈতিক

১৪৫. সম্পত্তি ও ধর্মচর্চার অধিকার কোন ধরনের অধিকার? (জ্ঞান)
[ক] রাজনৈতিক
[খ] নৈতিক
✅ সামাজিক
[ঘ] অর্থনৈতিক

১৪৬. নিচের চিত্রটি নাগরিকের কোন অধিকার নির্দেশ করে? (প্রয়োগ)
[ক] মৌলিক
[খ] নৈতিক
✅ রাজনৈতিক
[ঘ] সামাজিক

১৪৭. কাফি বাংলাদেশের একজন নাগরিক। সে ২০০১ সালের অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে তার নিজের পছন্দমতো প্রার্থীকে ভোট প্রদান করেন। কাফির ভোট প্রদান কোন ধরনের অধিকার? (প্রয়োগ)
[ক] অর্থনেতিক
[খ] ব্যক্তিগত
[গ] সামাজিক
✅ রাজনৈতিক

১৪৮. কোনটি রাজনৈতিক অধিকার? (জ্ঞান)
[ক] মতামত প্রকাশ
[খ] পরিবার গঠন
✅ নির্বাচিত হওয়া
[ঘ] শিক্ষার অধিকার

১৪৯. সকল প্রকার অভাব-অভিযোগ আবেদনের মাধ্যমে প্রতিকার পাওয়াকে কী বলা হয়? (জ্ঞান)
[ক] সামাজিক অধিকার
✅ রাজনৈতিক অধিকার
[গ] আইনগত অধিকার
[ঘ] অর্থনৈতিক অধিকার

১৫০. কোন অধিকার ভোগের মাধ্যমে নাগরিকরা রাষ্ট্র পরিচালনায় পরোক্ষভাবে অংশগ্রহণ করার সুযোগ পায়? (অনুধাবন)
[ক] নৈতিক
[খ] ব্যক্তিগত
✅ রাজনৈতিক
[ঘ] তাথ্যিক

১৫১. জীবনধারণ, জীবনকে উন্নত ও অগ্রসর করার জন্য রাষ্ট্রপ্রদত্ত অধিকারকে কী বলে? (জ্ঞান)
[ক] মৌলিক অধিকার
✅ অর্থনৈতিক অধিকার
[গ] নৈতিক অধিকার
[ঘ] ব্যক্তিগত অধিকার

১৫২. হাসিব তাজরীন গার্মেন্টসে কঠোর পরিশ্রম করেও ন্যায্য মজুরি পায় না। সে কী ধরনের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে? (প্রয়োগ)
[ক] আইনগত
✅ অর্থনৈতিক
[গ] সামাজিক
[ঘ] রাজনৈতিক

১৫৩. অর্থনৈতিক অধিকার কোনটি? (জ্ঞান)
[ক] জীবন রক্ষা
[খ] অভাব-অভিযোগ
✅ অবকাশ যাপন
[খ] শিক্ষার অধিকার

১৫৪. জনগণের মৌলিক অধিকার রক্ষার্থে কোন আইন একটি যুগান্তকারী আইন? (জ্ঞান)
[ক] মুসলিম-পারিবারিক আইন
[খ] পলিথিন নিষিদ্ধকরণ আইন
[গ] তামাক আইন
✅ তথ্য অধিকার আইন

১৫৫. তথ্য অধিকার আইন কোন প্রতিষ্ঠান কর্তৃক গৃহীত হয়? (জ্ঞান)
[ক] বাংলাদেশ আপিল বিভাগ
[খ] বাংলাদেশ হাইকোর্ট
✅ বাংলাদেশ জাতীয় সংসদ
[ঘ] বাংলাদেশ সচিবালয়

১৫৬. কার সম্মতি লাভের পর তথ্য অধিকার আইনটি সর্বসাধারণের অবগতির জন্য প্রকাশ করা হয়? (জ্ঞান)
[ক] স্পিকারের
[খ] প্রধানমন্ত্রীর
✅ রাষ্ট্রপতির
[ঘ] প্রধান বিচারপতির

১৫৭. তথ্য অধিকার আইন কোন ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ? (অনুধাবন)
✅ জনগণের শাসন প্রতিষ্ঠায়
[খ] জনগণের অধিকারের ক্ষেত্রে
[গ] ধন-সম্পত্তি অর্জনে
[ঘ] জনগণকে তথ্য দেওয়ার ক্ষেত্রে

১৫৮. তথ্য অধিকার আইনের আওতার বাইরে থাকে কোনটির প্রতিলিপি? (অনুধাবন)
✅ দাপ্তরিক নোট সিট
[খ] দলিল
[গ] আলোকচিত্র
[ঘ] অংকিত চিত্র

১৫৯. কোনো কর্তৃপক্ষের নিকট থেকে তথ্য প্রাপ্তির অধিকারকে কী বলে? (অনুধাবন)
[ক] মৌলিক অধিকার
✅ তথ্য অধিকার
[গ] নৈতিক অধিকার
[ঘ] মানবাধিকার

১৬০. কোন বিধানাবলির সাপেক্ষে তুমি কর্তৃপক্ষের নিকট থেকে তথ্য লাভের অধিকার পেতে পার? (প্রয়োগ)
[ক] প্রতিষ্ঠানের
✅ আইনের
[গ] সমাজের
[ঘ] নৈতিকতার

১৬১. তথ্য পাওয়ার জন্য একজন নাগরিক কীভাবে পদক্ষেপ গ্রহণ করতে পারে? (প্রয়োগ)
✅ অনুরোধের মাধ্যমে
[খ] অর্থের মাধ্যমে
[গ] ইচ্ছা প্রকাশ করে
[ঘ] ক্ষমতা প্রয়োগ করে

১৬২. তথ্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যে কর্তৃপক্ষের করণীয় কী? (উচ্চতর দক্ষতা)
✅ আইন তৈরি ও সংরক্ষণ করা
[খ] সূচি তৈরি ও সংরক্ষণ করা
[গ] তালিকা প্রকাশ ও সংস্কার করা
[ঘ] নীতি প্রয়োগ ও সংস্কার করা

১৬৩. ‘তথ্য অধিকার আইন’ অনুযায়ী কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] বিদেশি সরকারের নিকট থেকে প্রাপ্ত কোনো গোপনীয় তথ্য প্রকাশ করা উচিত
[খ] পরীক্ষার প্রশ্নপত্র বা প্রদত্ত নম্বর সম্পর্কিত তথ্য আগেই দেওয়া উচিত
[গ] আদালতে বিচারাধীন কোনো বিষয় প্রকাশ করা উচিত
✅ প্রচলিত আইনের প্রয়োগ বাধাগ্রস্ত হতে পারে এমন তথ্য সরবরাহ করা থেকে বিরত থাকতে হবে

১৬৪. তথ্য অধিকার আইনের সাথে অসংগতিপূর্ণ কোনটি? (অনুধাবন)
[ক] পরীক্ষার প্রশ্নপত্র সম্পর্কে জানা
[খ] জমির সীমানা সম্পর্কে জানা
✅ পরীক্ষার নম্বরের আগাম তথ্য
[ঘ] বাড়ির সীমার আগাম তথ্য

১৬৫. অনুরোধকৃত তথ্যের সাথে একাধিক তথ্য প্রদান ইউনিট বা কর্তৃপক্ষের সংশ্লিষ্টতা থাকলে অনধিক কত কার্যদিবসের মধ্যে উক্ত তথ্য সরবরাহ করতে হবে? (জ্ঞান)
[ক] ১০
[খ] ২০
✅ ৩০
[ঘ] ৪০

১৬৬. ‘তথ্য অধিকার আইন’ অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কোনো কারণে তথ্য প্রদানে অপরাগ হলে অনুরোধকারীকে অপারগতার কারণ কত কার্যদিবসের মধ্যে জানাবেন? (জ্ঞান)
✅ ১০
[খ] ২০
[গ] ৩০
[ঘ] ৪০

১৬৭. জনাব ‘H’ একজন দায়িত্বশীল কর্মকর্তা। তিনি অনুরোধকৃত কোনো তথ্য প্রদানে অপরাগ হলে কী করবেন? (প্রয়োগ)
✅ অনুরোধকারীকে অপারগতার কারণ অবহিত করবেন
[খ] অনুরোধকারীকে অপারগতার কথা জানিয়ে দিবেন
[গ] অনুরোধকারীর নিকট দুঃখ প্রকাশ করবেন
[ঘ] অনুরোধকারীর নিকট ক্ষমা প্রার্থনা করবেন

১৬৮. তুমি তোমাদের ইউনিয়ন পরিষদের সীমানা জানতে চাও। এক্ষেত্রে তোমাকে সংশ্লিষ্ট বিষয়াদি অবশ্যই কীরূপে বর্ণনা করতে হবে?
(উচ্চতর দক্ষতা)
✅ নির্ভুলভাবে
[খ] মৌলিকভাবে
[গ] পৃথকভাবে
[ঘ] লিখিতভাবে

SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৬৯. অধিকার স্বীকৃত হয়- (অনুধাবন)
i. সমাজ কর্তৃক
ii. রাষ্ট্র কর্তৃক
iii. রাজনৈতিক দল কর্তৃক

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৭০. রাষ্ট্রের নাগরিকদের অধিকার অপরিহার্য- (অনুধাবন)
i. মানসিক বিকাশের জন্য
ii. সামাজিক বিকাশের জন্য
iii. অর্থনৈতিক বিকাশের জন্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৭১. রাষ্ট্র কর্তৃক সকল নাগরিককে অধিকার প্রদান করা হয়- (অনুধাবন)
i. মঙ্গলের জন্য
ii. আচরণ নিয়ন্ত্রণের জন্য
iii. উন্নয়নের জন্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৭২. নৈতিক অধিকার আসে মানুষের- (অনুধাবন)
i. বিবেক থেকে
ii. সামাজিক নৈতিকতা বা ন্যায়বোধ থেকে
iii. শিক্ষা থেকে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৭৩. নৈতিক অধিকার হলো- (অনুধাবন)
i. দরিদ্রের সাহায্য পাওয়ার অধিকার
ii. অসহায়ের সাহায্য পাওয়ার অধিকার
iii. অশিক্ষিতের শিক্ষা লাভের অধিকার

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৭৪. নৈতিক অধিকারের বৈশিষ্ট্য হলো- (অনুধাবন)
i. এটি নৈতিকতা থেকে উদ্ভূত
ii. এটা সকল সমাজে একই
iii. আইনগত ভিত্তি নেই

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৭৫. সামাজিক অধিকার বলতে বোঝায়- (অনুধাবন)
i. সম্পত্তি রক্ষার অধিকার
ii. জীবন ধারণের অধিকার
iii. পরিবার গঠনের অধিকার

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৭৬. অর্থনৈতিক অধিকারের উদাহরণ হলো- (অনুধাবন)
i. যোগ্যতা অনুযায়ী কর্ম পাওয়া
ii. ন্যায্য মজুরি পাওয়া
iii. ভোট প্রদান

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৭৭. জীবনধারণ ও জীবনকে উন্নত এবং অগ্রসর করে নেওয়ার জন্য রাষ্ট্র প্রদান করে- (অনুধাবন)
i. সামাজিক অধিকার
ii. অর্থনৈতিক অধিকার
iii.কর্মের অধিকার

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

১৭৮. রহিম সাহেব একজন সরকারি চাকরিজীবী। তিনি দেশের একজন সচেতন নাগরিক। তাই তিনি রাষ্ট্র প্রদত্ত সব- (উচ্চতর দক্ষতা)
i. পণ্য ভোগের অধিকার ভোগ করতে পারেন
ii. সামাজিক অধিকার ভোগ করতে পারেন
iii. রাজনৈতিক অধিকার ভোগ করতে পারেন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৭৯. নাগরিকের আইনগত অধিকার হলো- (অনুধাবন)
i. সামাজিক অধিকার
ii. রাজনৈতিক অধিকার
iii. অর্থনৈতিক অধিকার

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৮০. নাগরিকের তথ্য অধিকার আইন জানা প্রয়োজন- (অনুধাবন)
i. কাজকে দ্রুতগতিসম্পন্ন করার জন্য
ii. অধিকার ভোগ করার জন্য
iii. কাজকে নিয়মতান্ত্রিক করার জন্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

১৮১. তথ্য অধিকার আইনের ক্ষেত্রে বলা যায়- (অনুধাবন)
i. নির্দিষ্ট সংখ্যক নাগরিকের তথ্য লাভের অধিকার থাকবে
ii. নাগরিকের অনুরোধ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তথ্য সরবরাহ করতে বাধ্য থাকবে
iii. কর্তৃপক্ষ যাবতীয় তথ্যের তালিকা এবং সূচি প্রস্তুত করে সংরক্ষণ করে রাখবে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

১৮২. তথ্যের অন্তর্ভুক্ত- (অনুধাবন)
i. লগ বহি
ii. প্রকল্প প্রস্তাব
iii. নোট শিটের প্রতিলিপি

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৮৩. ‘তথ্য অধিকার আইনের’ আওতায় যেসব তথ্য প্রকাশ বাধ্যতামূলক নয় তা হলো- (অনুধাবন)
i. বাংলাদেশের নিরাপত্তা, অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি হতে পারে
ii. ব্যক্তির জীবনের নিরাপত্তা বিপদাপন্ন হতে পারে
iii. তদন্তাধীন কোনো বিষয় প্রকাশে তদন্ত কাজে বিঘ্ন ঘটতে পারে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৮৪. কোনো ব্যক্তি তথ্য প্রাপ্তির জন্য অনুরোধ করলে তার যে বিষয়গুলো উল্লেখ করতে হবে তা হলো- (অনুধাবন)
i. ব্যক্তির নাম, ঠিকানা
ii. যা জানতে চাওয়া হয়েছে তার সঠিক বর্ণনা
iii. অনুরোধকৃত তথ্যের অবস্থান নির্ণয়ের জন্য প্রাসঙ্গিক তথ্যাবলি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৮৫. তথ্য প্রকাশ বা প্রদান বাধ্যতামূলক নয়- (অনুধাবন)
i. আদালত অবমাননা হলে
ii. ব্যক্তির জীবন বিপদাপন্ন হলে
iii. রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘিœত হলে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৮৬. তুমি তথ্য পেতে পার- (অনুধাবন)
i. পরিদর্শন করে
ii. অনুলিপি নিয়ে
iii. নোট নিয়ে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ১৮৭ ও ১৮৮ নং প্রশ্নের উত্তর দাও :
সুবাস ও রাকেশ পদ্মায় অন্যের জাল ও নৌকা দিয়ে মাছ ধরে দুই ভাগের একভাগ পাবে এই চুক্তিতে। কিন্তু সারারাত মাছ ধরার পর যখন ভাগের মাছ আনতে যাবে তখন নৌকা ও জালের মালিকের কৌশলের শিকার হয়ে ন্যায্য পাওনা না পেয়েই ঘরে ফিরতে হয় তাদের।

১৮৭. অনুচ্ছেদের জেলে সুবাস ও রাকেশ কোন ধরনের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে? (প্রয়োগ)
[ক] নৈতিক
[খ] সামাজিক
✅ অর্থনৈতিক
[ঘ] ব্যক্তির

SSC পৌরনীতি ও নাগরিকতা (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর অধ্যায়-০২

১৮৮. সুবাস ও রাকেশের উক্ত অধিকার থেকে বঞ্চিত হওয়ার কারণ-
i. সচেতনতার অভাব(উচ্চতর দক্ষতা)
ii. নিরপেক্ষ বিচারব্যবস্থার অভাব
iii. নিরক্ষরতা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ১৮৯ ও ১৯০ নং প্রশ্নের উত্তর দাও :
অয়ন এবং নিয়ন ঢাকার একটি ইংলিশ মিডিয়াম স্কুলে একই শ্রেণিতে পড়ে। এ দুই সহপাঠীর মধ্যে বন্ধুত্ব হয়। যদিও অয়ন বাংলাদেশি কিন্তু নিয়ন নেপালি। অয়ন জানতে পারে নিয়নের পিতা বাংলাদেশের নেপালি দূতাবাসে চাকরি করে। এ দেশে নিয়নের পরিবারের সদস্যরা স্বাধীনভাবে চলাফেরা, শিক্ষাগ্রহণ, ধর্মীয় অনুষ্ঠানে যোগদান ইত্যাদি অধিকার ভোগ করেন।

১৮৯. অয়ন পারলেও নিয়ন নিচের কোন অধিকারটি দাবি করতে পারে না? (অনুধাবন)
[ক] জীবনের নিরাপত্তা
✅ স্বাধীনভাবে মতামত প্রকাশ
[গ] আইনের চোখে সমান
[ঘ] পারিবারিক গোপনীয়তা রক্ষা

১৯০. নিয়নের কাছে অয়ন নিজেকে সুনাগরিক হিসেবে পরিচিত করতে পারবে- (উচ্চতর দক্ষতা)
i. বিমল ও তার পরিবারের সদস্যদের বাসায় নিমন্ত্রণ করে
ii. নিয়নের মতামতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে
iii. স্কুলে সংঘটিত কোনো অন্যায় আচরণের বিরোধিতা করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

⚛ নাগরিকের কর্তব্য 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ১৬
🍭 রাষ্ট্রের নিকট নাগরিকের যেমন অধিকার রয়েছে তেমনি রয়েছে- রাষ্ট্রের প্রতি কর্তব্য।
🍭 নাগরিকের কর্তব্যকে ভাগ করা যায়- দু’ভাগে।
🍭 নৈতিক কর্তব্য আসে মানুষের-বিবেক এবং সামাজিক ন্যায়বোধ থেকে।
🍭 রাষ্ট্রের আইন দ্বারা আরোপিত কর্তব্যকে বলা হয়- আইনগত কর্তব্য।
🍭 রাষ্ট্রের প্রতি আনুগত্য, আইন মান্য করা ও কর প্রদান হলো- নাগরিকের আইনগত কর্তব্য।
🍭 সমাজবোধ থেকে উৎপত্তি লাভ করে- অধিকার ও কর্তব্য।
🍭 অধিকার ও কর্তব্যের সম্পর্ক- অত্যন্ত ঘনিষ্ঠ।

SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৯১. রাষ্ট্রের নিকট নাগরিকের রয়েছে অধিকার, অনুরূপ রাষ্ট্রের প্রতিও নাগরিকের রয়েছে- (অনুধাবন)
[ক] অধিকার
✅ কর্তব্য
[গ] প্রত্যাশা
[ঘ] মমতা

১৯২. রাষ্ট্র কীভাবে নাগরিকদের নিজের প্রতি অনুগত ও দায়িত্বশীল করে? (অনুধাবন)
[ক] সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে
[খ] দুর্যোগে সহায়তা প্রদানের মাধ্যমে
✅ বিভিন্ন অধিকার প্রদানের মাধ্যমে
[ঘ] বিভিন্ন সার্টিফিকেট প্রদানের মাধ্যমে

১৯৩. নাগরিকের প্রধান কর্তব্য কোনটি? (অনুধাবন)
✅ রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করা
[খ] রাজনীতি করা
[গ] কর প্রদান করা
[ঘ] সেবামূলক কাজে অংশগ্রহণ করা

১৯৪. কর্তব্য পালন করতে হয় কী কারণে? অনুধাবন)
[ক] আবশ্যক বলে
[খ] নিজের ভালোর জন্য
✅ অধিকার ভোগের জন্য
[ঘ] আইনগত দায়িত্ব বলে

১৯৫. অধিকার ভোগ করতে গিয়ে নাগরিকরা যেসব দায়িত্ব পালন করে তাকে কী বলে? (জ্ঞান)
✅ কর্তব্য
[খ] স্বাধীনতা
[গ] করণীয়
[ঘ] আইন

১৯৬. নাগরিকদের বিবেক ও সামাজিক ন্যায়বোধ থেকে সৃষ্টি হওয়াকে কী ধরনের কর্তব্য বলা হয়? (জ্ঞান)
[ক] আইনগত
✅ নৈতিক
[গ] মানবিক
[ঘ] সামাজিক

১৯৭. কোনটি নাগরিকের নৈতিক কর্তব্য? (জ্ঞান)
[ক] কর প্রদান করা
[খ] আইন মান্য করা
✅ নিজেকে শিক্ষিত করা
[ঘ] কাউকে শাস্তি দেওয়া

১৯৮. জনাব নূর আলমের একমাত্র ছেলে কামাল। কামালকে শিক্ষিত ও সংস্কৃতিবান হিসেবে গড়ে তোলা জনাব নূর আলমের কী ধরনের কর্তব্য? (প্রয়োগ)
✅ নৈতিক
[খ] রাজনৈতিক
[গ] অর্থনৈতিক
[ঘ] আইনগত

১৯৯. রাষ্ট্রের সেবা করা নাগরিকের কোন ধরনের কর্তব্য? (জ্ঞান)
[ক] আইনগত
✅ নৈতিক
[গ] অর্থনৈতিক
[ঘ] সামাজিক

২০০. বিশ্বমানবতার সাহায্যে এগিয়ে আসা কোন ধরনের কর্তব্য? (অনুধাবন)
✅ নৈতিক
[খ] আইনগত
[গ] সামাজিক
[ঘ] অর্থনৈতিক

২০১. রাষ্ট্রের আইন দ্বারা আরোপিত কর্তব্যকে কী বলে? (জ্ঞান)
✅ আইনগত কর্তব্য
[খ] আইনগত অধিকার
[গ] নৈতিক কর্তব্য
[ঘ] আইনবিহীন কর্তব্য

২০২. কোনটি নাগরিকের কর্তব্য? (জ্ঞান)
✅ আইন মান্য করা
[খ] আইন তৈরি করা
[গ] চাকরি করা
[ঘ] স্বাধীনভাবে চলাচল করা

২০৩. আরিফ তার নিজ রাষ্ট্রের প্রতি অনুগত থেকে নিয়মিত কর প্রদান করে। এটা তার কেমন কর্তব্য? (প্রয়োগ)
[ক] নাগরিক
[খ] সামাজিক
[গ] নৈতিক
✅ আইনগত

২০৪. রাষ্ট্রের আইন দ্বারা স্বীকৃত থাকে কোন ধরনের কর্তব্য? (জ্ঞান)
[ক] সামাজিক
[খ] নৈতিক
✅ আইনগত
[ঘ] অর্থনৈতিক

২০৫. নাগরিকের কোন কর্তব্য অবশ্যই পালন করতে হয়? (জ্ঞান)
[ক] নৈতিক
✅ আইনগত
[গ] সামাজিক
[ঘ] ব্যক্তিগত

২০৬. কোন কর্তব্য পালনে ব্যর্থ হলে নাগরিকের শাস্তি পেতে হয়? (জ্ঞান)
[ক] সামাজিক
[খ] অর্থনৈতিক
✅ আইনগত
[ঘ] নৈতিক

২০৭. রাষ্ট্র ও নাগরিকদের কল্যাণের জন্য অপরিহার্য কোনটি? (জ্ঞান)
[ক] নৈতিক কর্তব্য
[খ] আনুগত্য প্রদর্শন
✅ আইনগত কর্তব্য
[ঘ] অর্থনৈতিক

২০৮. কামাল বাংলাদেশের সীমান্ত যুদ্ধে নিজের দেশকে রক্ষা করতে গিয়ে প্রাণ হারালেন। কামালের কাজকে কোনটির সাথে তুলনা করা যায়? (প্রয়োগ)
[ক] রাষ্ট্রের আইন মান্য করা
[খ] রাষ্ট্রের সেবা করা
✅ রাষ্ট্রের প্রতি আনুগত্যের প্রকাশ
[ঘ] বিশ্বমানবতার সেবা করা

২০৯. আমাদের জীবন, সম্পত্তি রক্ষার ক্ষেত্রে কী পরিলক্ষিত হয়? (জ্ঞান)
✅ আইন
[খ] অধিকার
[গ] কর্তব্য
[ঘ] মূল্যবোধ

২১০. কীসের অবর্তমানে সমাজ জীবনে অরাজকতা দেখা দেয়? (জ্ঞান)
[ক] অধিকারের
[খ] কর্তব্যের
✅ আইনের
[ঘ] ধর্মীয় রীতি

২১১. অধিকার ও কর্তব্যের পারস্পরিক সম্পর্ক কীরূপ? (অনুধাবন)
[ক] সাংঘর্ষিক
[খ] বিপরীতমুখী
[গ] সমান্তরাল
✅ অত্যন্ত ঘনিষ্ঠ

২১২. অধিকার ভোগ করলে কোনটি পালন করতে হয়? (অনুধাবন)
[ক] আইন
[খ] নির্দেশ
✅ কর্তব্য
[ঘ] স্বাধীনতা

২১৩. অধিকারের মধ্যে নিহিত আছে কোনটি? (জ্ঞান)
[ক] কাজ
✅ কর্তব্য
[গ] আরাম
[ঘ] সুখশান্তি

২১৪. ভোটদান নাগরিকের অধিকার হলে, ভোটাধিকার প্রয়োগ কী হবে?
(অনুধাবন)
[ক] অধিকার
[খ] প্রত্যাশা
✅ কর্তব্য
[ঘ] সচেতনতা

২১৫. অধিকার ও কর্তব্যের সম্পর্ক অত্যন্ত নিবিড়। এর উদাহরণ কোনটি বলে তুমি বিবেচনা কর? (উচ্চতর দক্ষতা)
✅ আমি পথ চলব অন্যকে সুযোগ করে দিয়ে
[খ] আমি পথ চলব রাস্তা ফাঁকা দেখে নিয়ে
[গ] আমি গাড়ি চালাব অন্যকে সাথে করে নিয়ে
[ঘ] আমি গাড়ি চালাব ট্রাফিক নিয়ম মেনে নিয়ে

২১৬. অধিকার ও কর্তব্য আমাদের কোন বোধের পরিণতি? (উচ্চতর দক্ষতা)
[ক] দায়িত্ববোধ
[খ] মমত্ববোধ
✅ সমাজবোধ
[ঘ] নৈতিকবোধ

২১৭. তুমি এ সমাজে থেকে শিক্ষা লাভ করছ। এ প্রেক্ষিতে তোমার কর্তব্য কী? (প্রয়োগ)
✅ সমাজের উন্নয়ন
[খ] ব্যক্তিগত উন্নয়ন
[গ] পড়ালেখার উন্নয়ন
[ঘ] পরিবারের উন্নয়ন

SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২১৮. নাগরিকের দায়িত্ব ও কর্তব্য হলো- (অনুধাবন)
i. রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা
ii. রাষ্ট্রের কল্যাণ কামনা করা
iii. রাষ্ট্রপ্রদত্ত রাজনৈতিক অধিকার ভোগ করা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২১৯. আইনবিহীনভাবে অকল্পনীয় হলো- (অনুধাবন)
i. সমাজ
ii. রাষ্ট্র
iii. নাগরিক জীবন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২২০. রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করার মর্মার্থ হলো- (উচ্চতর দক্ষতা)
i. সার্বভৌমত্ব রক্ষা করা
ii. রাষ্ট্রের অস্তিত্ব রক্ষা করা
iii. স্বাধীনতা রক্ষা করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২২১. নাগরিকের ওপর যে ধরনের কর আরোপ করা হয়- (অনুধাবন)
i. প্রত্যক্ষ
ii. পরোক্ষ
iii. সরাসরি

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২২২. নাগরিকের নৈতিক কর্তব্যের ভিতর পড়ে- (অনুধাবন)
i. সন্তানদের শিক্ষিত করা
ii. রাষ্ট্রের সেবা করা
iii. বিশ্বমানবতার সাহায্য করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২২৩. নাগরিকদের আইনগত কর্তব্য- (অনুধাবন)
i. রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করা
ii. আইন মান্য করা
iii. সততার সাথে ভোট প্রদান

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২২৪. আইনের প্রয়োজনীয়তা অত্যাবশ্যক হিসেবে প্রতীয়মান হয়- (অনুধাবন)
i. সামাজিক জীবনে
ii. রাষ্ট্রীয় জীবনে
iii. নাগরিক জীবনে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২২৫. দেশ ও জাতীয় স্বার্থে প্রতিটি নাগরিকের কর প্রদান করা কর্তব্য, কারণ- (অনুধাবন)
i. বিভিন্ন সংস্থার উন্নয়ন
ii. সেবামূলক কার্য
iii. রাষ্ট্রের আর্থিক উন্নতি সাধন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

২২৬. রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা যায় যেভাবে- (অনুধাবন)
i. রাষ্ট্রীয় মূলনীতির প্রতি শ্রদ্ধাবোধ প্রদর্শন করে
ii. জীবন উৎসর্গ করার মাধ্যমে
iii. কর ফাঁকি দিয়ে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২২৭. আরিফ সাহেবের যেমন চলার অধিকার আছে তার অর্থ এই যে, তিনি নিজে চলবেন এবং অপরকে চলতে দিবেন। এ থেকে বোঝা যায়- (প্রয়োগ)
i. অধিকার ও কর্তব্য বস্তু দুটি আলাদা
ii. একজনের অধিকার অন্যজনের কর্তব্য
iii. অধিকার ও কর্তব্যের সম্পর্ক খুবই নিবিড়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

২২৮. নাগরিকের কর্তব্য হচ্ছে- (অনুধাবন)
i. নৈতিক
ii. আইনগত
iii. মানসিক

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২২৯. নৈতিক কর্তব্য উদ্ভূত হয়- (অনুধাবন)
i. মানুষের পেশা থেকে
ii. সামাজিক ন্যায়বোধ থেকে
iii. মানুষের বিবেক থেকে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

২৩০. রাষ্ট্রের প্রতি আনুগত্য বলতে বোঝায়- (অনুধাবন)
i. দেশের স্বাধীনতা রক্ষা
ii. বিশ্বমানবতার সেবা করা
iii. রাষ্ট্রের সংহতি রক্ষা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৩১. নাগরিকদের যে বিষয়টি নিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্র আইন প্রণয়ন করে তা হলো- (অনুধাবন)
i. নাগরিক অধিকার
ii. নাগরিক স্বাধীনতা
iii. নাগরিক স্বার্থ

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৩২. যে বিষয়গুলোর রক্ষাকবচ হচ্ছে আইন তা হলো- (অনুধাবন)
i. ধর্ম
ii. জীবন
iii. স্বাধীনতা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ২৩৩ ও ২৩৪ নং প্রশ্নের উত্তর দাও :
ব্যবসায়ী আজিজুর রহমান এবছর তার জেলার শ্রেষ্ঠ করদাতা নির্বাচিত হয়েছেন। তার কয়েকদিন পরই কিছু সন্ত্রাসী তার কাছে চাঁদা দাবি করলে তিনি থানায় অভিযোগ করেন। পুলিশও গুরুত্বের সাথে তার অভিযোগটি তদন্ত করে।

২৩৩. অনুচ্ছেদে কোন বিষয়টির মধ্যকার সম্পর্ক প্রতিফলিত হয়েছে? (প্রয়োগ)
[ক] রাষ্ট্র ও সরকার
[খ] আইন ও সাম্য
✅ অধিকার ও কর্তব্য
[ঘ] নাগরিক ও সুনাগরিক

২৩৪. অনুচ্ছেদে প্রতিফলিত সম্পর্কের ক্ষেত্রে বলা যায়- (উচ্চতর দক্ষতা)
i. উভয়ের পারস্পরিক সম্পর্ক ঘনিষ্ঠ
ii. কর্তব্য পালনের মাধ্যমেই অধিকার ভোগ করা যায়
iii. উভয়েরই উৎপত্তি সমাজবোধ থেকে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ২৩৫ ও ২৩৬ নং প্রশ্নের উত্তর দাও :
‘ক’ বাংলাদেশের একজন নাগরিক। তিনি নিজে যেমন শিক্ষিত তেমনি তিনি তার সন্তানদেরও শিক্ষিত করে গড়ে তুলেছেন। তিনি নিজে যথাসময়ে কর দেন এবং অন্যদেরও কর দিতে উৎসাহিত করেন।

২৩৫. ‘ক’ যেসব দায়িত্ব পালন করেন সেগুলোকে কী নামে আখ্যায়িত করা যাবে? (প্রয়োগ)
[ক] অধিকার
✅ কর্তব্য
[গ] নৈতিক দায়িত্ব
[ঘ] মৌলিক কর্তব্য

২৩৬. অনুচ্ছেদে প্রতিফলিত হয়েছে- (উচ্চতর দক্ষতা)
i. নৈতিক কর্তব্য
ii. ঐচ্ছিক কর্তব্য
iii. আইনগত কর্তব্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

No comments:

Post a Comment