G

SSC পৌরনীতি ও নাগরিকতা (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর অধ্যায়-০৩ pdf download

৯ম-১০ম শ্রেণির গাইড
এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
পৌরনীতি ও নাগরিকতা
তৃতীয় অধ্যায়

Class 9-10 Pouroniti o Nagorikota Guide and SSC Exam Preparation
Pouroniti o Nagorikota Chapter-03
Pouroniti O Nagorikota
MCQ
Question and Answer pdf download

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. আইন সাধারণত কত প্রকার?
[ক] ২
✅ ৩
[গ] ৫
[ঘ] ৬

২. আইনের মূলকথা কোনটি?
✅ আইনের চোখে সবাই সমান
[খ] বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে
[গ] ব্যক্তি স্বাধীনতার রক্ষক
[ঘ] রীতিনীতির সাথে সম্পর্কযুক্ত

৩. সরকারি আইন প্রণয়ন করার উদ্দেশ্য-
i. ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্ক রক্ষা করা
ii. ব্যক্তির সাথে রাষ্ট্রের সম্পর্ক রক্ষা করা
iii. বিচার বিভাগের কাজ পরিচালনা করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও :
সম্প্রতি বাংলাদেশ ‘ক’ নামক একটি আদালতের মাধ্যমে বন্ধুত্বপূর্ণ অবস্থানের ভিত্তিতে মায়ানমারের সাথে সমুদ্রসীমানা সংক্রান্ত সমস্যার মীমাংসা করে।

৪. বাংলাদেশ কোন আইনের মাধ্যমে উক্ত সমস্যার মীমাংসা করে?
[ক] সরকারি
[খ] বেসরকারি
[গ] সাংবিধানিক
✅ আন্তর্জাতিক

৫. উক্ত আইনের সঠিক প্রয়োগের ফলে-
✅ এক রাষ্ট্র অন্য রাষ্ট্রের সাথে ভালো আচরণ করে
[খ] রাষ্ট্রের সাথে ব্যক্তির সম্পর্ক বজায় থাকবে
[গ] বিভিন্ন রাষ্ট্র সঠিকভাবে প্রশাসন পরিচালনা করবে
[ঘ] বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা করবে

💘 বোর্ড ও সেরা স্কুলের বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. সাধারণত আইনকে কয়ভাগে ভাগ করা যায়? [সকল বোর্ড ’১৬]
[ক] দুই
✅ তিন
[গ] চার
[ঘ] পাঁচ

২. ‘কমেনটরিজ অন দ্য লজ অব ইংল্যান্ড’ গ্রন্থের রচয়িতা কে? [ স. বো ’১৫]
[ক] অধ্যাপক ডাইসি
✅ ব্লাকস্টোন
[গ] প্লেটো
[ঘ] অ্যারিস্টটল

৩. আইন মানুষের কোন ধরনের কার্যকলাপকে নিয়ন্ত্রণ করে? [সকল বোর্ড ’১৫]
[ক] অভ্যন্তরীণ
✅ বাহ্যিক
[গ] সামাজিক
[ঘ] ব্যক্তিগত

৪. জীবন রক্ষা করা কোন ধরনের স্বাধীনতার অন্তর্ভুক্ত? [সকল বোর্ড ’১৫]
✅ সামাজিক
[খ] ব্যক্তি
[গ] রাজনৈতিক
[ঘ] জাতীয়

৫. “যেখানে আইন থাকে না, সেখানে স্বাধীনতা থাকতে পারে না”-উক্তিটি কার? [সকল বোর্ড ’১৫]
[ক] লাস্কি
[খ] হবস
✅ জন লক
[ঘ] রুশো

৬. আইন ছাড়া সমাজে কোনটি প্রতিষ্ঠা করা অসম্ভব? [হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়, চাঁদপুর]
✅ সাম্য
[খ] স্বাধীনতা
[গ] অধিকার
[ঘ] শান্তি

৭. আইন কোনটির রক্ষক হিসেবে কাজ করে? [ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ; কুমিল্লা সেনানিবাস]
[ক] সরকারের
[খ] রাষ্ট্রের
✅ ব্যক্তি স্বাধীনতার
[ঘ] জনগণের

৮. কোনটি সর্বজনীন? [ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ; কুমিল্লা সেনানিবাস]
[ক] প্রথা
✅ আইন
[গ] রীতিনীতি
[ঘ] সাম্য

৯. ব্যক্তির সাথে রাষ্ট্রের সম্পর্ক বজায় রাখার জন্য যেসব আইন প্রণয়ন ও প্রয়োগ করা হয় তাকে কোন আইন বলে? [সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ; সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়]
✅ সরকারি
[খ] বেসরকারি
[গ] সাংবিধানিক
[ঘ] আন্তর্জাতিক

১০. চুক্তি ও দলিল সংক্রান্ত আইনকে কোন আইন বলা হয়? [সরকারি বালিকা বিদ্যালয়, পটুয়াখালী]
[ক] আন্তর্জাতিক
✅ বেসরকারি
[গ] সরকারি
[ঘ] ফৌজদারি

১১. কোন আইন সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে সহায়ক ভূমিকা পালন করে? [খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়]
[ক] প্রশাসনিক
[খ] ফৌজদারি
✅ বেসরকারি
[ঘ] সাংবিধানিক

১২. আইনের উৎস কয়টি? [সন্ধানী স্কুল এন্ড কলেজ, গাংনী মেহেরপুর; ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ, কুমিল্লা সেনানিবাস]
[ক] ৪
✅ ৬
[গ] ৮
[ঘ] ১০

১৩. নিচের কোনটি আইনের অন্যতম উৎস? [শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
[ক] সমাজ
✅ ধর্ম
[গ] রাষ্ট্র
[ঘ] পরিবার

১৪. নিচের কোনটি আইনের একটি গুরুত্বপূর্ণ উৎস? [আল আমিন একাডেমি (স্কুল এন্ড কলেজ) চাঁদপুর]
[ক] সমাজ ব্যবস্থা
[খ] আন্তর্জাতিক সম্পর্ক
✅ বিচারকের রায়
[ঘ] রাষ্ট্র ব্যবস্থা

১৫. আধুনিককালে আইনের প্রধান উৎস কোনটি? [বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলা ঢাকা; সরকারি বালিকা বিদ্যালয়, পটুয়াখালী;
নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়; আল হেরা একাডেমি, পাবনা]
[ক] বিচারকের রায়
[খ] ধর্ম
[গ] ন্যায়বোধ
✅ আইনসভা

১৬. কোনটি গণতন্ত্রের ভিত্তিরূপে কাজ করে? [সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ; সরকারি বালিকা বিদ্যালয়, পটুয়াখালী]
✅ সাম্য ও স্বাধীনতা
[খ] সাম্য ও আইন
[গ] নাগরিক অধিকার
[ঘ] আইন

১৭. কোনটির অভাবে বিশৃঙ্খলা, অশান্তি ও হানাহানি সমাজের শক্ত ভিতকে দুর্বল করে তোলে? [দি বাডস্ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, শ্রীমঙ্গল]
✅ আইনের শাসন
[খ] ধর্মীয় অনুভূতি
[গ] সামাজিক সাম্য
[ঘ] নাগরিক অধিকার

১৮. নিচের কোনটি একটি সভ্য সমাজের মানদণ্ড? [নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
✅ আইনের শাসন
[খ] নাগরিকের অধিকার প্রদান
[গ] সামাজিক সাম্য
[ঘ] স্থিতিশীল রাষ্ট্র

১৯. স্বাধীনতার রূপ কয়টি? [অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়, ব্রা‏হ্মণবাড়িয়া]
[ক] ২
[খ] ৩
[গ] ৪
✅ ৫

২০. বিদেশে অবস্থানকালীন নিরাপত্তা লাভ কোন ধরনের স্বাধীনতা? [নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
[ক] জাতীয়
✅ রাজনৈতিক
[গ] সামাজিক
[ঘ] অর্থনৈতিক

২১. “আইনের নিয়ন্ত্রণ আছে বলে স্বাধীনতা রক্ষা পায়”-উক্তিটি কার? [মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চাঁদপুর]
✅ উইলোবির
[খ] টমাস হবসের
[গ] জন লকের
[ঘ] রুশোর

২২. সাম্য অর্থ কী? [সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ, টঙ্গী, গাজীপুর]
✅ সমান
[খ] একতা
[গ] ঐতিহ্য
[ঘ] সমতল

২৩. সাম্য কয় প্রকার? [বরগুনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
[ক] চার
✅ ছয়
[গ] আট
[ঘ] দশ

২৪. মতামত প্রকাশ কোন ধরনের সাম্য? [বাড্ডা আলাতুন্নেছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা]
✅ রাজনৈতিক
[খ] আইনগত
[গ] সামাজিক
[ঘ] অর্থনৈতিক

২৫. কোনটি ব্যতীত স্বাধীনতা কল্পনা করা যায় না? [সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়; আল হেরা একাডেমি, পাবনা]
[ক] গণতন্ত্র
✅ সাম্য
[গ] জনগণ
[ঘ] আইন

SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২৬. আইন বলতে বোঝায়- [বরগুনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
i. সমাজ স্বীকৃত নিয়মকানুনকে
ii. রাষ্ট্রকর্তৃক অনুমোদিত নিয়মকানুনকে
iii. ব্যক্তিগতভাবে অনুমোদিত নিয়মকানুনকে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৭. আইনের শাসনের প্রাধান্য থাকলে সরকার এবং জনগণ- [সন্ধানী স্কুল এন্ড কলেজ, গাংনী, মেহেরপুর]
i. ক্ষমতার অপব্যবহার করবে
ii. আইনের বিধান মেনে চলবে
iii. ক্ষমতার অপব্যবহার থেকে বিরত থাকবে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

২৮. আইনের শাসনের অভাবে অবশ্যম্ভাবী হয়ে ওঠে- [হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়, চাঁদপুর; রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয়, জয়পুরহাট]
i. অবিশ্বাস
ii. আন্দোলন ও বিপ্লব
iii. নতুন আইন প্রণয়ন

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৯. সরকারি আইন হলো- [সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ; শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়; আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজ, চাঁদপুর]
i. সাংবিধানিক আইন
ii. প্রশাসনিক আইন
iii. ফৌজদারি আইন ও দণ্ডবিধি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩০. আইনের শাসন অনুপস্থিত থাকলে, থাকে না- [এসবি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কিশোরগঞ্জ]
i. স্বাধীনতা ও সাম্য
ii. গণতন্ত্র ও সরকার
iii. সামাজিক মূল্যবোধ ও গণতন্ত্র

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩১. সামাজিক স্বাধীনতার অন্তর্ভুক্ত হলো- [আল হেরা একাডেমি, পাবনা]
i. জীবনরক্ষা
ii. পারিবারিক গোপনীয়তা রক্ষা
iii. সম্পত্তি ভোগ ও বৈধ পেশা গ্রহণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩২. অর্থনৈতিক স্বাধীনতা বলতে বোঝায়- [আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজ, চাঁদপুর; বরগুনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
i. সম্পত্তি ভোগ ও বৈধ পেশা গ্রহণ
ii. যোগ্যতা অনুযায়ী পেশা গ্রহণ
iii. উপযুক্ত পারিশ্রমিক লাভ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৩. সাম্য ও স্বাধীনতা সম্পর্কে রাষ্ট্রবিজ্ঞানীদের ধারণা হলো- [বরগুনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
i. এরা পরস্পর পরিপূরক
ii. এরা পরস্পর বিরোধী
iii. এরা পরস্পর সম্পূরক

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৪ ও ৩৫ নং প্রশ্নের উত্তর দাও :
জনাব তারেক ও আমজাদ সাহেব সরকারি স্কুলে শিক্ষকতা করেন। তাদের পারস্পরিক সম্পর্ক বজায় রাখতে প্রচলিত বিধিবিধান রয়েছে। তারেক সাহেব বললেন, ব্যক্তির সাথে রাষ্ট্রের এবং রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক বজায় রাখতে বিভিন্ন আইনের সৃষ্টি হয়েছে। [বাজিতপুর রাজ্জাকুন্নেছা পাইলট উচ্চ বিদ্যালয়, কিশোরগঞ্জ]

৩৪. কোন আইনের মাধ্যমে তারেক ও আমজাদ সাহেবের মধ্যে সম্পর্ক বজায় থাকে?
[ক] সরকারি
✅ বেসরকারি
[গ] মুসলিম
[ঘ] আন্তর্জাতিক

৩৫. তারেক সাহেবের বক্তব্যে যে আইনের প্রতিফলন ঘটেছে-
i. বেসরকারি
ii. আন্তর্জাতিক
iii. সরকারি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৬ ও ৩৭ নং প্রশ্নের উত্তর দাও :
গার্মেন্টস শ্রমিকরা বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের জন্য পল্টন ময়দানে সমাবেশ করে। উক্ত সমাবেশে এক শ্রমিক বক্তব্য রাখতে গিয়ে বলেন, শ্রম দেই আমরা আর তার ফায়দা লুটেন মালিকরা। [সন্ধানী স্কুল এন্ড কলেজ, গাংনী, মেহেরপুর]

৩৬. অনুচ্ছেদে কোন স্বাধীনতার কথা প্রতিফলিত হয়েছে?
[ক] সামাজিক
[খ] ব্যক্তি
✅ অর্থনৈতিক
[ঘ] জাতীয়

৩৭. উক্ত স্বাধীনতা নিশ্চিত হলে-
i. নাগরিকরা আর্থিক সুবিধা পাবে
ii. অন্যান্য স্বাধীনতা ভোগ করা যায়
iii. নাগরিকরা শোষণমুক্ত থাকে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৮ ও ৩৯ নং প্রশ্নের উত্তর দাও :
আবদুর রহমান বেশ ধার্মিক মানুষ। সে ধর্মকার্যের ব্যাপারে খুব যত্নবান। ধর্মীয় চেতনা দ্বারা অনুপ্রাণিত হয়ে সে সিদ্ধান্ত নিয়েছে কর্মজীবনে চাকরি না করে ব্যবসা করবে। [নেত্রকোনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]

৩৮. রহমানের চাকরি না করে ব্যবসা করার সিদ্ধান্তটি কোন স্বাধীনতার অন্তর্ভুক্ত?
[ক] ব্যক্তি
✅ সামাজিক
[গ] রাজনৈতিক
[ঘ] জাতীয়

৩৯. উদ্দীপক অনুযায়ী রহমান উপভোগ করছে-
i. রাজনৈতিক স্বাধীনতা
ii. ব্যক্তি স্বাধীনতা
iii. সামাজিক স্বাধীনতা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৪০ ও ৪১ নং প্রশ্নের উত্তর দাও :
দিদার ও অপু দুই বন্ধু একদিন প্রতিবেশীর গাছ থেকে পেয়ারা পাড়তে গিয়ে ধরা পড়ে। বাড়িওয়ালা দুজনকে থানায় সোপর্দ করেন। দিদারের বাবা প্রভাবশালী হওয়ায় তিনি তাকে থানা থেকে ছাড়িয়ে আনেন। অপুর বাবা দরিদ্র হওয়ায় মিনতি করেও অপুকে ছাড়িয়ে আনতে পারেননি।
[হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়, চাঁদপুর]

৪০. দিদারের ক্ষেত্রে আইনের কোন দিকটির প্রয়োগ হয়নি?
[ক] আইনের একাগ্রতা
✅ আইনের দৃষ্টিতে সাম্যতা
[গ] আইনের পক্ষপাতিত্ব
[ঘ] আইনের ধারাবাহিকতা

৪১. উক্ত দিকটি সমাজে প্রতিষ্ঠিত হলে আইনের দৃষ্টিতে-
i. ধনী গরিব সকলেই সমান হবে
ii. সকলের জন্য আইন সমানভাবে প্রযোজ্য হবে
iii. কেউ বাড়তি সুবিধা পাবে না

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

💘 বিষয়ক্রম অনুযায়ী বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

⚛ ভূমিকা 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ২০

SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৪২. কোন সংস্থা আইন প্রণয়ন করে? (অনুধাবন)
[ক] সমাজ
[খ] জাতিসংঘ
[গ] পরিবার
✅ রাষ্ট্র

৪৩. রাষ্ট্র আইন প্রণয়ন করে কেন? (জ্ঞান)
[ক] শত্রুর মোকাবিলা করার জন্য
✅ নাগরিকদের সুখশান্তির জন্য
[গ] প্রবৃদ্ধি অর্জনের জন্য
[ঘ] বৈদেশিক বাণিজ্যের জন্য

৪৪. আইনের চোখে সকল মানুষ কোন ধরনের? (অনুধাবন)
[ক] নীতিবান
✅ সমান
[গ] ভিন্ন
[ঘ] ক্ষমতাহীন

৪৫. রাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদের কোনটি জানা আবশ্যক বলে তোমার মনে হয়? (উচ্চতর দক্ষতা)
[ক] শাসন বিভাগের ক্ষমতা
✅ নাগরিক জীবনে আইনের শাসনের গুরুত্ব
[গ] সামাজিক আচার-আচরণ
[ঘ] জাতীয় সংসদের কার্য্যাবলি

SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৪৬. রাষ্ট্রের নাগরিক হিসেবে যে ধরনের বিষয় জানা আবশ্যক- (অনুধাবন)
i. সাম্যের ধারণা
ii. আইন
iii. স্বাধীনতা

নিচের কোনটি সঠিক?
[ক] র
[খ] i ও ii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

⚛ আইন : আইনের প্রকারভেদ, আইনের উৎস ও নাগরিক জীবনে আইনের শাসন 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ২০, ২১ ও ২২
🍭 সমাজ স্বীকৃত এবং রাষ্ট্র কর্তৃক অনুমোদিত নিয়ম কানুনকে বলা হয়- আইন।
🍭 ব্যক্তিস্বাধীনতার রক্ষক হলো- আইন।
🍭 কতগুলো প্রথা, রীতিনীতি এবং নিয়মকানুনের সমষ্টি হলো- আইন।
🍭 আইনকে ভাগ করা যায় তিনভাগে যথা- সরকারি, বেসরকারি ও আন্তর্জাতিক।
🍭 আইনের অন্যতম উৎস- ধর্মীয় অনুশাসন ও ধর্মগ্রন্থ।
🍭 আধুনিককালে আইনের প্রধান উৎস- আইনসভা।
🍭 আইনের শাসন হচ্ছে- সবাই আইনের অধীন।

SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৪৭. সমাজের যেসব নিয়ম রাষ্ট্র অনুমোদন করে সেগুলো কীসে পরিণত হয়? (জ্ঞান)
✅ আইনে
[খ] ধর্মীয় বিধানে
[গ] প্রথাতে
[ঘ] সামাজিক রীতিতে

৪৮. মানুষের মঙ্গলের জন্য কী প্রণয়ন করা হয়? (জ্ঞান)
[ক] স্বাধীনতা
[খ] সংবিধান
✅ আইন
[ঘ] সাম্য

৪৯. আইনের পেছনে কার কর্তৃত্ব থাকে? (জ্ঞান)
✅ রাষ্ট্রের
[খ] প্রশাসনের
[গ] নাগরিকের
[ঘ] সমাজের

৫০. আইন ভঙ্গ করলে কীসের বিধান আছে? (জ্ঞান)
[ক] তিরস্কার
[খ] পুরস্কার
✅ শাস্তির
[ঘ] শান্তির

৫১. রাষ্ট্র বা সার্বভৌম কর্তৃপক্ষ আইনের ক্ষেত্রে কীরূপ ভূমিকা পালন করে? (উচ্চতর দক্ষতা)
✅ আইন প্রণয়ন ও প্রয়োগ করতে সাহায্য করে
[খ] মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে
[গ] ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্ক নির্ধারণ করে
[ঘ] বেসরকারি কর্তৃপক্ষের সাথে সম্পর্ক নির্ধারণ করে

৫২. আইনের মৌলিক বৈশিষ্ট্য কয়টি? (জ্ঞান)
[ক] ৩
✅ ৫
[গ] ৮
[ঘ] ১০

৫৩. কোনটি কতকগুলো প্রথা, রীতিনীতি এবং নিয়মকানুনের সমষ্টি? (অনুধাবন)
[ক] স্বাধীনতা
[খ] সাম্য
[গ] অধিকার
✅ আইন

৫৪. সাজু সমাজ স্বীকৃত ও রাষ্ট্রকর্তৃক অনুমোদিত নিয়ম পালন করেন না। তিনি কোনটি করেছেন? (প্রয়োগ)
✅ আইন লঙ্ঘন
[খ] ধর্মীয় অনুশাসন লঙ্ঘন
[গ] স্বাধীনতা লঙ্ঘন
[ঘ] প্রথা লঙ্ঘন

৫৫. ইউসুফ সব সময় অপরাধমূলক কাজ থেকে নিজেকে দূরে রাখে। ইউসুফ কোনটিকে ভয় পায়? (প্রয়োগ)
✅ শাস্তিকে
[খ] আইনকে
[গ] দুর্নীতিকে
[ঘ] অপরাধকে

৫৬. শাস্তির ভয়ে মানুষ কোনটি থেকে বিরত থাকে? (জ্ঞান)
[ক] সাম্য
[খ] স্বাভাবিক কর্মকাণ্ড
✅ অপরাধ
[ঘ] অধিকার

৫৭. আইন প্রণয়ন করে কে? (জ্ঞান)
[ক] মন্ত্রণালয়
[খ] সচিবালয়
[গ] প্রধানমন্ত্রী
✅ রাষ্ট্র

৫৮. কোনটি স্বাধীনতার রক্ষক হিসেবে কাজ করে? (জ্ঞান)
[ক] স্বাধীনতা
✅ আইন
[গ] সাম্য
[ঘ] সংবিধান

৫৯. অসিত পাল ধনী এবং বাদল গরিব। অপরাধ করার ফলে তাদের একই মেয়াদে শাস্তি হয়। আইনের কোন বৈশিষ্ট্যটি এখানে ফুটে উঠেছে? (প্রয়োগ)
[ক] বৈষম্য
[খ] বৈসাদৃশ্য
✅ সর্বজনীনতা
[ঘ] বাহ্যিক আচরণ

৬০. “সমাজের সকল ব্যক্তি আইনের দৃষ্টিতে সমান”-এখানে আইনের কোন বৈশিষ্ট্যটি প্রতিফলিত হয়েছে? (জ্ঞান)
[ক] বিধিবদ্ধ নিয়ম
✅ সর্বজনীন
[গ] ব্যক্তিস্বাধীনতার রক্ষক
[ঘ] রাষ্ট্রীয় অনুমোদন

৬১.‘?’ চিহ্নিত স্থানে কী হবে? (প্রয়োগ)
[ক] বেসরকারি আইন
[খ] আন্তর্জাতিক আইন
[গ] ধর্মীয় আইন
✅ সরকারি আইন

৬২. সরকারি আইন কত প্রকার? (জ্ঞান)
✅ ৩
[খ] ৪
[গ] ৫
[ঘ] ৭

৬৩. বিচারবিভাগ পরিচালিত হয় কোন আইনে? (জ্ঞান)
[ক] সাংবিধানিক
✅ ফৌজদারি ও দণ্ডবিধি
[গ] বেসরকারি
[ঘ] আন্তর্জাতিক

৬৪. কোন আইনের মাধ্যমে ব্যক্তির অধিকার রক্ষার ব্যবস্থা নেওয়া হয়? (জ্ঞান)
[ক] প্রশাসনিক
[খ] বেসরকারি
[গ] সাংবিধানিক
✅ ফৌজদারি ও দণ্ডবিধি

৬৫. রাষ্ট্রের শাসন বিভাগ ও এর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের কর্মকাণ্ড নিয়ন্ত্রণের জন্য কোন আইন প্রণয়ন করা হয়? (জ্ঞান)
[ক] সাংবিধানিক
[খ] বেসরকারি
[গ] ফৌজদারি
✅ প্রশাসনিক

৬৬. কোন আইনের মাধ্যমে প্রশাসনিক কাজকর্ম পরিচালিত হয়ে থাকে? (অনুধাবন)
[ক] সরকারি
[খ] সাংবিধানিক
[গ] ফৌজদারি
✅ প্রশাসনিক

৬৭. জনাব ‘ক’ একটি দেশের রাষ্ট্রপ্রধান। তিনি রাষ্ট্র পরিচালনায় কোন আইন প্রয়োগ করেন? (প্রয়োগ)
[ক] ফৌজদারি
[খ] আন্তর্জাতিক
✅ সাংবিধানিক
[ঘ] বেসরকারি

৬৮. রাষ্ট্রের সংবিধানে কোন আইন উল্লেখ থাকে? (জ্ঞান)
[ক] প্রশাসনিক
[খ] ফৌজদারি
✅ সাংবিধানিক
[ঘ] বেসরকারি

৬৯. কোন আইনের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয়? জ্ঞান)
✅ সাংবিধানিক
[খ] বেসরকারি
[গ] ফৌজদারি ও দণ্ডবিধি
[ঘ] প্রশাসনিক

৭০. বেসরকারি আইনে কোনটি পরিলক্ষিত হয়? (জ্ঞান)
✅ ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্ক
[খ] গোষ্ঠীর সাথে গোষ্ঠীর সম্পর্ক
[গ] রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক
[ঘ] সমাজের সাথে সমাজের সম্পর্ক

৭১. ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্ক রাখার জন্য যেসব আইন প্রণয়ন ও প্রয়োগ করা হয় তাকে কী বলে? (জ্ঞান)
✅ বেসরকারি আইন
[খ] ব্যক্তিগত আইন
[গ] পারিবারিক আইন
[ঘ] মানবিক আইন

৭২. জাওয়াদ ব্যবসা করার উদ্দেশ্যে একটি অফিসঘর ভাড়া করেন। ঘরের মালিকের সাথে সে একটি চুক্তিতে আবদ্ধ হন। জাওয়াদের এ চুক্তি কোন আইনের অন্তর্ভুক্ত? (প্রয়োগ)
[ক] সরকারি
✅ বেসরকারি
[গ] আন্তর্জাতিক
[ঘ] জাতীয়

৭৩. আন্তর্জাতিক আইনের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? (উচ্চতর দক্ষতা)
[ক] ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্ক
[খ] গোষ্ঠীর সাথে গোষ্ঠীর সম্পর্ক
[গ] সমাজের সাথে সমাজের সম্পর্ক
✅ রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক

৭৪. কীভাবে আন্তর্জাতিক সমস্যার সমাধান করা হয়? (অনুধাবন)
[ক] সরকারি আইনের মাধ্যমে
[খ] প্রশাসনিক আইনের মাধ্যমে
[গ] বেসরকারি আইনের মাধ্যমে
✅ আন্তর্জাতিক আইনের মাধ্যমে

৭৫. সেলিম বাংলাদেশের নাগরিক। বর্তমানে সে মালয়েশিয়া বাস করে। তার প্রতি রাষ্ট্রের ব্যবহার কেমন হবে তা কোন আইনের মাধ্যমে নির্ধারিত হবে? (প্রয়োগ)
✅ আন্তর্জাতিক
[খ] সাংবিধানিক
[গ] বেসরকারি
[ঘ] প্রশাসনিক

৭৬. বাংলাদেশ ও ভারতের মধ্যে সমুদ্রসীমানা সংক্রান্ত সমস্যার সমাধান করা হয় কোন আইনের মাধ্যমে? (প্রয়োগ)
[ক] সরকারি
[খ] বেসরকারি
✅ আন্তর্জাতিক
[ঘ] প্রশাসনিক

৭৭. দীর্ঘকাল যাবৎ কোনো নিয়ম সমাজে চলতে থাকলে তাকে কী বলে? (জ্ঞান)
✅ প্রথা
[খ] সাম্য
[গ] নাগরিক আইন
[ঘ] সংস্কৃতি

৭৮. সৈকতের গ্রামের মাতব্বররা প্রচলিত আচার-আচরণের ভিত্তিতে বিচার করে থাকে। এটি আইনের কোন উৎসকে সমর্থন করে? (প্রয়োগ)
✅ চিরাচরিত প্রথা
[খ] বিচারকের রায়
[গ] আইন পরিষদ
[ঘ] ন্যায়বোধ

৭৯. প্রথা আইনে পরিণত হয় কখন? (জ্ঞান)
✅ রাষ্ট্র সৃষ্টির পর
[খ] রাষ্ট্র সৃষ্টির পূর্বে
[গ] আধুনিক রাষ্ট্র সৃষ্টির পূর্বে
[ঘ] সুলতানি আমলের সময় থেকে

৮০. রাষ্ট্র সৃষ্টির পূর্বে কীসের মাধ্যমে মানুষের আচরণ নিয়ন্ত্রিত হতো? (জ্ঞান)
[ক] ধর্মের
[খ] আইনি গ্রন্থের
✅ প্রথার
[ঘ] পরিবারের

৮১. যুক্তরাজ্যের অনেক আইন কীসের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে? (জ্ঞান)
✅ প্রথা
[খ] ধর্ম
[গ] বিচারিক রায়
[ঘ] ন্যায়বোধ

৮২. কোনটি সমাজজীবনকে সুন্দর ও শৃঙ্খলভাবে পরিচালিত করতে সহায়তা করে? (অনুধাবন)
✅ ধর্মীয় অনুশাসন
[খ] ন্যায়বোধ
[গ] বিচারকের রায়
[ঘ] সামাজিক রীতিনীতি

৮৩. কোন ধর্মের প্রচলিত রীতিনীতি আইন হিসেবে গণ্য হয়েছে? (জ্ঞান)
[ক] খ্রিষ্টান
[খ] জৈন
[গ] বৌদ্ধ
✅ ইসলাম

৮৪. আমাদের দেশের পারিবারিক সম্পত্তি আইনে কোনটির প্রভাব বিদ্যমান? (উচ্চতর দক্ষতা)
[ক] প্রথার
✅ ধর্মের
[গ] বিচারকের রায়ের
[ঘ] আইনবিদদের গ্রন্থের

৮৫. অনেকে ইংরেজি গল্প, উপন্যাস পড়তে গিয়ে অনেক সময় শব্দার্থ বুঝতে অভিধানের সাহায্য নেয়, ঠিক তেমনি বিচারকগণ বিচারকার্য সম্পাদনে কীসের সাহায্য নেন? (প্রয়োগ)
[ক] সরকারের
[খ] আইনসভার
✅ আইনবিশারদের গ্রন্থের
[ঘ] ধর্মীয় গ্রন্থের

৮৬. শব্দের অর্থ বুঝতে না পারলে অভিধান সাহায্য করে। এ দিকটি আইনের কোন উৎসের সাথে সাদৃশ্যপূর্ণ? (প্রয়োগ)
[ক] প্রথা
[খ] ধর্ম
✅ আইনবিদদের গ্রন্থ
[ঘ] বিচারকের রায়

৮৭. ‘ল অব দ্যা কনস্টিটিউশন’ কার লেখা? (জ্ঞান)
✅ ডাইসি
[খ] লর্ড ব্রাইস
[গ] জন লক
[ঘ] ম্যাকিয়াভেলি

৮৮. আদালতে উত্থাপিত মামলা সমাধান করার জন্য কোনো আইন বিদ্যমান না থাকলে বিচারকগণ তা কীভাবে সমাধান করেন? (অনুধাবন)
[ক] সামাজিক রীতির মাধ্যমে
[খ] ধর্মীয় অনুশাসনের মাধ্যমে
✅ ন্যায়বোধের মাধ্যমে
[ঘ] অর্থনৈতিক অবস্থার ভিত্তিতে

৮৯. প্রচলিত আইন অস্পষ্ট হলে বিচারকগণ কীসের ওপর ভিত্তি করে আইনের ব্যাখ্যা দেন? (অনুধাবন)
[ক] আইনবিদের গ্রন্থের
[খ] ধর্মের
[গ] সংবিধানের
✅ প্রজ্ঞা ও বিচারবুদ্ধির

৯০. সাহাবুদ্দিন সাহেব একজন বিচারক। তিনি একটি মামলার জন্য প্রযোজ্য আইন না পাওয়ায় নিজের বিচারবুদ্ধি দিয়ে রায় প্রদান করেন। এ ধরনের রায় প্রদান আইনের কোন ধরনের উৎস? (প্রয়োগ)
✅ ন্যায়বোধ
[খ] বিজ্ঞানসম্মত আলোচনা
[গ] ধর্মীয় সিদ্ধান্ত
[ঘ] আইন পরিষদ

৯১. নিচের কোনটি আইনের উৎস? (জ্ঞান)
✅ আইনসভা
[খ] শাসন বিভাগ
[গ] আদালত
[ঘ] সরকার

৯২. কোনটির সাথে সংগতি রেখে আইনসভা নতুন আইন প্রণয়ন করে? (জ্ঞান)
[ক] প্রথার
✅ জনমতের
[গ] সরকারের
[ঘ] ধর্মীয় অনুশাসনের

৯৩. পুরাতন আইনে সংশোধনের প্রয়োজন হয় কেন? (উচ্চতর দক্ষতা)
✅ যুগের চাহিদা পূরণে
[খ] নতুন আইনের প্রয়োজনে
[গ] জনগণের আকাঙ্ক্ষার কারণে
[ঘ] সরকারের আমূল পরিবর্তনে

৯৪. ‘কেউ আইনের ঊর্ধ্বে নয়, সকলে আইনের অধীন’-এটি নিচের কোনটির অর্থ? (জ্ঞান)
[ক] সাম্য
[খ] স্বাধীনতা
✅ আইনের শাসন
[ঘ] ন্যায়বিচার

৯৫. আইনের দৃষ্টিতে সকল নাগরিকের সমান অধিকার প্রাপ্তির সুযোগকে কী বলে? (জ্ঞান)
✅ আইনের শাসন
[খ] স্বাধীনতা
[গ] ন্যায়বিচার
[ঘ] সাম্য

৯৬. ‘সবার উপরে আইন’-এর অর্থ কী? (জ্ঞান)
[ক] আইনের গতিশীলতা
[খ] আইনের শাসন
✅ আইনের প্রাধান্য
[ঘ] আইনের চোখে সবাই সমান

৯৭. কোনটির প্রাধান্য থাকলে জনগণ আইনের বিধান মেনে চলবে? (জ্ঞান)
[ক] ধর্মের
[খ] ন্যায়বোধের
[গ] বিচারকের রায়ের
✅ আইনের শাসনের

৯৮. সমাজে অনাচার, অরাজকতার সৃষ্টি হয় কোনটির অনুপস্থিতিতে? (জ্ঞান)
[ক] ধর্মের
✅ আইনের
[গ] ন্যায়বোধের
[ঘ] বিবেকের

৯৯. সাম্য, স্বাধীনতা ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য কোনটি অত্যাবশ্যক? (জ্ঞান)
[ক] নির্বাচন
[খ] সরকার
[গ] ন্যায়পাল
✅ আইনের শাসন

১০০. আইনের শাসনের দ্বারা কাদের মধ্যে সুসম্পর্ক সৃষ্টি হয়? (জ্ঞান)
✅ শাসক ও শাসিতের
[খ] সবল ও দুর্বলের
[গ] ধনী ও গরিবের
[ঘ] রাজনীতিবিদ ও অর্থনীতিবিদের

১০১. শ্যামপুর গ্রামের মানুষের সমাজজীবনে অরাজকতা দেখা দিয়েছে। সেখানে কোনটির অভাব পরিলক্ষিত হয়? (প্রয়োগ)
[ক] স্বাধীনতা
[খ] নাগরিক অধিকার
✅ আইনের শাসন
[ঘ] বিচারালয়

১০২. কোনটির জন্য আইনের শাসন অপরিহার্য? (উচ্চতর দক্ষতা)
[ক] ধনী-গরিবের ভেদাভেদের জন্য
[খ] অশান্তি ও হানাহানির জন্য
[গ] স্বাধীনতা হরণের জন্য
✅ স্থিতিশীল রাষ্ট্র ব্যবস্থার জন্য

১০৩. ‘ক’ রাষ্ট্র ‘খ’ রাষ্ট্রের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে চায়। এজন্য কোন আইন প্রয়োগ করা প্রয়োজন? (প্রয়োগ)
[ক] সরকারি
✅ আন্তর্জাতিক
[গ] ফৌজদারি
[ঘ] বেসরকারি

SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১০৪. আইনের বৈশিষ্ট্য হচ্ছে- (অনুধাবন)
i. এটি মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে
ii. এটি রাষ্ট্র কর্তৃক অনুমোদিত ও স্বীকৃত
iii. এটি সকলের ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১০৫. বিচারকগণ বিচার কাজ করতে গিয়ে প্রয়োজনীয় আইন না পেলে বিচার কাজ সম্পাদন করেন- (অনুধাবন)
i. নিজস্ব ন্যায়বোধ দ্বারা
ii. বিজ্ঞানসম্মত আলোচনা দ্বারা
iii. নিজেদের বিবেক দ্বারা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১০৬. আইনের উৎসের অন্তর্ভূক্ত হলো- (অনুধাবন)
i. প্রথা
ii. রীতিনীতি
iii. সুযোগ-সুবিধা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১০৭. আইন প্রণয়ন করা হয়- (উচ্চতর দক্ষতা)
i. মানুষের আচরণ নিয়ন্ত্রণে
ii. ব্যক্তির সম্পর্ক নির্ধারণে
iii. মানুষের মঙ্গলের জন্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১০৮. আইনের বিভিন্ন উৎস- (অনুধাবন)
i. বিচারকের রায়
ii. প্রথা
iii. ধর্ম

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১০৯. ধর্মীয় অনুশাসন আইনে পরিণত হয়েছে- (অনুধাবন)
i. হিন্দু ধর্মীয় অনুশাসন
ii. মুসলিম ধর্মীয় অনুশাসন
iii. খ্রিষ্টান ধর্মীয় অনুশাসন

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১১০. আইনের মৌলিক বৈশিষ্ট্যগুলো হলো- (উচ্চতর দক্ষতা)
i. সর্বজনীনতা
ii. বিধিবদ্ধ নিয়মাবলি
iii. ব্যক্তিস্বাধীনতার রক্ষাকবচ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১১১. সমাজের শক্ত ভিত দুর্বল হয়ে যায়- (প্রয়োগ)
i. অশান্তির ফলে
ii. বিশৃঙ্খলার কারণে
iii. হানাহানির জন্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১১২. আইনবিশারদদের বিজ্ঞানসম্মত গ্রন্থ- (অনুধাবন)
i. ল অব দ্যা কনস্টিটিউশন
ii. ল অব দ্যা পার্লামেন্ট
iii. কমেনটরিজ অন দ্যা লজ অব ইংল্যান্ড

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১১৩. বেসরকারি আইনের ক্ষেত্রে বলা যায়- (অনুধাবন)
i. ব্যক্তির সাথে ব্যক্তির চুক্তি এর উদাহরণ
ii. সামাজিক শৃঙ্খলা বজায় রাখে
iii. শাসন বিভাগ পরিচালিত হয়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১১৪. সরকারি আইনের ক্ষেত্রে প্রযোজ্য তথ্য- (উচ্চতর দক্ষতা)
i. প্রশাসনিক আইনের সাথে শাসন বিভাগ জড়িত
ii. সাংবিধানিক আইনের সাথে গ্রাম্য আদালত জড়িত
iii. ফৌজদারি আইনের সাথে বিচার বিভাগ জড়িত

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১১৫. আন্তর্জাতিক আইনের মাধ্যমে নির্ধারিত হয়- (উচ্চতর দক্ষতা)
i. বিভিন্ন রাষ্ট্রের পারস্পরিক আচরণ
ii. আন্তর্জাতিক সমস্যার সমাধান
iii. একই রাষ্ট্রের নাগরিকদের ব্যবহার

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১১৬. একটি রাষ্ট্রে আইনের প্রয়োজনীয়তা রয়েছে- (উচ্চতর দক্ষতা)
i. সাম্য প্রতিষ্ঠার জন্য
ii. ব্যক্তি স্বাধীনতা রক্ষার জন্য
iii. স্বাধীনতাকে সংকুচিত করার জন্য

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১১৭. আইনের শাসনের লক্ষ্য হচ্ছে- (উচ্চতর দক্ষতা)
i. রাষ্ট্রব্যবস্থা স্থিতিশীল রাখা
ii. নাগরিক অধিকার প্রতিষ্ঠিত করা
iii. গণতান্ত্রিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠিত করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১১৮. প্রশাসনিক আইন প্রণয়ন করা হয়- (অনুধাবন)
i. শাসন বিভাগ নিয়ন্ত্রণের জন্য
ii. বিচার বিভাগ নিয়ন্ত্রণের জন্য
iii. শাসন বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের কর্মকাণ্ড নিয়ন্ত্রণের জন্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১১৯. আইনসভার ক্ষেত্রে প্রযোজ্য- (উচ্চতর দক্ষতা)
i. নতুন আইন প্রণয়ন করে
ii. সামাজিক শৃঙ্খলা বজায় রাখে
iii. পুরাতন আইন সংশোধন করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১২০. ধর্ম থেকে এসেছে- (অনুধাবন)
i. বেসরকারি আইন
ii. পারিবারিক আইন
iii. সম্পত্তি আইন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর pdf download

নিচের অনুচ্ছেদটি পড়ে ১২১ ও ১২২ নং প্রশ্নের উত্তর দাও :
কামাল সাহেব ২ কোটি টাকা ঋণ গ্রহণ করলেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে মাত্র ১ কোটি টাকা দিয়েই দায়মুক্ত হন। অপরদিকে কলিম মিয়া কৃষিকাজের জন্য ব্যাংক থেকে ৫ হাজার টাকা ঋণ গ্রহণ করে। কিন্তু নির্দিষ্ট সময় শেষে সুদসহ টাকা পরিশোধ করতে না পারায় তার ৬ মাসের জেল হয়।

১২১. অনুচ্ছেদের কামাল ও কলিম মিয়ার ক্ষেত্রে কোন বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে? (প্রয়োগ)
[ক] আইনগত সাম্য
✅ আইনের বৈষম্য
[গ] ব্যক্তি স্বাধীনতা
[ঘ] রাজনৈতিক প্রভাব

১২২. কামাল ও কলিম সাহেবের ক্ষেত্রে আইনের সমপ্রয়োগের জন্য প্রয়োজন- (উচ্চতর দক্ষতা)
i. আইনের শাসন প্রতিষ্ঠা
ii. শাসক ও শাসিতের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলা
iii. সকলের জন্য আইনের সাম্য নিশ্চিত করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ১২৩ ও ১২৪ নং প্রশ্নের উত্তর দাও :
মিশু তার বাবার সাথে ঢাকার শেরেবাংলা নগরে স্থাপিত একটি ভবন দেখতে যায়। মিশুর বাবা বলেন এখানে দেশের নির্বাচিত ব্যক্তিরা আইন তৈরি করে তবে তারাও কিন্তু আইনের ঊর্ধ্বে নয়।

১২৩. মিশু তার বাবার সাথে কোন ভবনে যায়? (প্রয়োগ)
[ক] বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে
✅ জাতীয় সংসদ ভবনে
[গ] গণপূর্ত ভবনে
[ঘ] গণভবনে

১২৪. মিশুর বাবার উক্তিটি দ্বারা যা বোঝায়- (উচ্চতর দক্ষতা)
i. আইনের চোখে সবাই সমান
ii. সরকার ও জনগণের মধ্যকার সম্পর্ক
iii. আইনের শাসন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের ছকটি দেখে ১২৫ ও ১২৬ নং প্রশ্নের উত্তর দাও :

১২৫. ছকে ‘?’ চিহ্নিত স্থানে কোনটিকে নির্দেশ করা হয়েছে? (প্রয়োগ)
✅ সরকারি আইন
[খ] বেসরকারি আইন
[গ] আন্তর্জাতিক আইন
[ঘ] বেসামরিক আইন

১২৬. উক্ত আইনের ক্ষেত্রে প্রযোজ্য বিষয় হচ্ছে- (উচ্চতর দক্ষতা)
i. বিচার বিভাগ নিয়ন্ত্রিত হয়
ii. শাসন বিভাগ নিয়ন্ত্রিত হয়
iii. নাগরিকের অধিকার সংরক্ষিত হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

⚛ স্বাধীনতা : স্বাধীনতার বিভিন্ন রূপ, আইন ও স্বাধীনতা : বোর্ড বই, পৃষ্ঠা- ২২ ও ২৩
🍭 নিজের ইচ্ছা অনুযায়ী যেকোনো কাজ করাকে বলে- স্বাধীনতা।
🍭 স্বাধীনতার রূপ- পাঁচ প্রকার।
🍭 ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশে সহায়তা করে- স্বাধীনতা।
🍭 প্রত্যেক স্বাধীন রাষ্ট্র ভোগ করে- জাতীয় স্বাধীনতা।
🍭 স্বাধীনতার রক্ষক ও অভিভাবক হিসেবে কাজ করে- আইন।
🍭 ‘আইনের নিয়ন্ত্রণ আছে বলেই স্বাধীনতা রক্ষা পায়’ বলেছেন- উইলোবি।
🍭 হিটলারের আইন ছিল- মানবতাবিরোধী।
🍭 ‘যেখানে আইন থাকে না, সেখানে স্বাধীনতা থাকতে পারে না’ বলেছেন- জন লক।

SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১২৭. সাধারণ অর্থে স্বাধীনতা বলতে কী বোঝায়? (অনুধাবন)
✅ ইচ্ছা অনুযায়ী যে কোনো কাজ করা
[খ] আইন অনুযায়ী কাজ করা
[গ] রীতি অনুযায়ী কাজ করা
[ঘ] ধর্মীয় অনুশাসন অনুসরণ করা

১২৮. সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে কোনটি? (অনুধাবন)
[ক] প্রকৃত স্বাধীনতা
✅ সীমাহীন স্বাধীনতা
[গ] সীমাবদ্ধ স্বাধীনতা
[ঘ] অপ্রকৃত স্বাধীনতা

১২৯. আরশান সাহেব অন্যের কাজে হস্তক্ষেপ না করে নিজের ইচ্ছানুযায়ী নির্দিষ্ট সীমার মধ্যে কাজ করেন। আরশান সাহেবের বিষয়টিকে কী বলা যাবে? (প্রয়োগ)
[ক] সাম্য
[খ] কর্তব্য
[গ] অধিকার
✅ স্বাধীনতা

১৩০. স্বাধীনতা ব্যক্তির কী বিকাশে সহায়তা করে? (জ্ঞান)
✅ ব্যক্তিত্ব
[খ] যোগ্যতা
[গ] দক্ষতা
[ঘ] মেধা

১৩১. অধিকার ভোগের ক্ষেত্রে বাধা অপসারণ করে কোনটি? (অনুধাবন)
[ক] আইন
[খ] সাম্য
✅ স্বাধীনতা
[ঘ] আকাঙ্ক্ষা

১৩২. ধর্মচর্চা কোন ধরনের স্বাধীনতার অন্তর্ভুক্ত? (অনুধাবন)
✅ ব্যক্তিগত
[খ] সামাজিক
[গ] রাজনৈতিক
[ঘ] জাতীয় স্বাধীনতা

১৩৩. পারিবারিক গোপনীয়তা রক্ষা করা কোন ধরনের স্বাধীনতা? (জ্ঞান)
✅ ব্যক্তি
[খ] রাজনৈতিক
[গ] অর্থনৈতিক
[ঘ] সামাজিক

১৩৪. রাজীব কত টাকা বেতন পায় তা সে গোপন রাখে। এটা তার কোন প্রকার স্বাধীনতা? (প্রয়োগ)
✅ ব্যক্তি
[খ] সামাজিক
[গ] রাজনৈতিক
[ঘ] অর্থনৈতিক

১৩৫. কোন ধরনের স্বাধীনতা মানুষের একান্ত নিজস্ব বিষয়? (জ্ঞান)
[ক] জাতীয়
✅ ব্যক্তিগত
[গ] অর্থনৈতিক
[ঘ] সামাজিক

১৩৬. গ্রামের জনাব ‘ক’ এর ভোগ-দখলের কারণে জোবায়ের তার নিজের সম্পত্তি ভোগ করতে পারছে না। জোবায়েরের কোন স্বাধীনতা নষ্ট হচ্ছে? (প্রয়োগ)
[ক] ব্যক্তি
[খ] অর্থনৈতিক
[গ] রাজনৈতিক
✅ সামাজিক

SSC পৌরনীতি ও নাগরিকতা (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর অধ্যায়-০৩

১৩৭. বৈধ পেশা গ্রহণ কোন ধরনের স্বাধীনতা?
 (অনুধাবন)
✅ সামাজিক
[খ] ব্যক্তি
[গ] অর্থনৈতিক
[ঘ] রাজনৈতিক

১৩৮. কোন স্বাধীনতা ভোগের মাধ্যমে নাগরিক জীবন বিকশিত হয়? (জ্ঞান)
✅ সামাজিক
[খ] অর্থনৈতিক
[গ] ব্যক্তিগত
[ঘ] জাতীয়

১৩৯. সমাজে বসবাসকারী মানুষের সামাজিক স্বাধীনতার প্রয়োজন পড়ে কেন? (অনুধাবন)
[ক] গোপনীয়তা রক্ষার জন্য
✅ অধিকার রক্ষার জন্য
[গ] নির্বাচিত হওয়ার জন্য
[ঘ] যোগ্যতানুযায়ী পেশা গ্রহণের জন্য

১৪০. মুন্নী মনে করে একজন সচেতন নাগরিক হিসেবে তার ভোট প্রদানের অধিকার আছে। এটি কোন ধরনের স্বাধীনতা নির্দেশ করে? (প্রয়োগ)
[ক] ব্যক্তি
✅ রাজনৈতিক
[গ] সামাজিক
[ঘ] অর্থনৈতিক

১৪১. ভোটাধিকার নাগরিকের কোন ধরনের স্বাধীনতা? (জ্ঞান)
✅ রাজনৈতিক
[খ] সামাজিক
[গ] ব্যক্তি
[ঘ] অর্থনৈতিক

১৪২. জনাব ‘ঢ’ এর সংসদ সদস্য নির্বাচিত হওয়ার ইচ্ছা। তার এ ইচ্ছা কোন ধরনের স্বাধীনতাকে নির্দেশ করে? (জ্ঞান)
[ক] জাতীয়
[খ] সামাজিক
✅ রাজনৈতিক
[ঘ] অর্থনৈতিক

১৪৩. কোন স্বাধীনতার মাধ্যমে ব্যক্তি রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণের সুযোগ লাভ করে? (জ্ঞান)
✅ রাজনৈতিক
[খ] অর্থনৈতিক
[গ] সামাজিক
[ঘ] জাতীয়

১৪৪. কোন ব্যবস্থায় রাজনৈতিক স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ? (জ্ঞান)
✅ গণতান্ত্রিক
[খ] স্বৈরাচারী
[গ] সমাজতান্ত্রিক
[ঘ] শাসনতান্ত্রিক

১৪৫. নিগার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে। সে মনে করে, যোগ্যতা অনুয়ায়ী পেশা গ্রহণ করার অধিকার তার আছে।। এটি নিগারের কোন ধরনের স্বাধীনতাকে নির্দেশ করে? (প্রয়োগ)
[ক] রাষ্ট্রীয়
✅ অর্থনৈতিক
[গ] সামাজিক
[ঘ] রাজনৈতিক

১৪৬. বাংলাদেশ কেমন রাষ্ট্র? (জ্ঞান)
[ক] বিশৃঙ্খল
✅ স্বাধীন
[গ] প্রজাতান্ত্রিক
[ঘ] অগণতান্ত্রিক

১৪৭. কীসের জন্য মূলত নাগরিকরা অর্থনৈতিক স্বাধীনতা ভোগ করে? (অনুধাবন)
[ক] সম্পত্তি
[খ] বৈধ পেশা
✅ আর্থিক সুবিধা
[ঘ] অর্থনৈতিক উন্নয়ন

১৪৮. কোন স্বাধীনতা না থাকলে অন্যান্য স্বাধীনতা ভোগ করা যায় না? (জ্ঞান)
[ক] জাতীয়
[খ] সামাজিক
✅ অর্থনৈতিক
[ঘ] রাজনৈতিক

১৪৯. সমাজের অন্য শ্রেণির শোষণ থেকে মুক্ত থাকার জন্য কোনটি প্রয়োজন? (জ্ঞান)
[ক] সামাজিক স্বাধীনতা
[খ] ব্যক্তিগত স্বাধীনতা
✅ অর্থনৈতিক স্বাধীনতা
[ঘ] মৌলিক স্বাধীনতা

১৫০. কোন স্বাধীনতার ফলে একটি রাষ্ট্র অন্য রাষ্ট্রের কর্তৃত্বমুক্ত থাকে? (জ্ঞান)
[ক] ব্যক্তিগত
[খ] সামাজিক
✅ জাতীয়
[ঘ] রাজনৈতিক

১৫১. প্রত্যেক স্বাধীন রাষ্ট্র কোনটি ভোগ করে? (জ্ঞান)
✅ জাতীয় স্বাধীনতা
[খ] অর্থনৈতিক স্বাধীনতা
[গ] রাজনৈতিক স্বাধীনতা
[ঘ] সামাজিক স্বাধীনতা

১৫২. আইন ও স্বাধীনতার সম্পর্ক নিয়ে কাদের মধ্যে মতবিরোধ রয়েছে? (জ্ঞান)
[ক] রাজনীতিবিদদের
[খ] সমাজবিজ্ঞানীদের
✅ রাষ্ট্রবিজ্ঞানীদের
[ঘ] সিভিল সোসাইটির

১৫৩. প্রকৃতপক্ষে আইন ও স্বাধীনতার সম্পর্ক কীরূপ? (জ্ঞান)
[ক] সমান্তরাল
✅ ঘনিষ্ঠ
[গ] বিরোধী
[ঘ] সাংঘর্ষিক

১৫৪. আইন কীসের অভিভাবক হিসেবে কাজ করে? (জ্ঞান)
[ক] সমাজের
✅ স্বাধীনতার
[গ] সম্প্রদায়ের
[ঘ] শাসিতের

১৫৫. “স্বাধীনতার অভিভাবক হিসেবে কোনটি বিবেচ্য? (অনুধাবন)
✅ আইন
[খ] সাম্য
[গ] চাহিদা
[ঘ] প্রত্যাশা

১৫৬. আইন কীভাবে স্বাধীনতাকে রক্ষা করে? (অনুধাবন)
[ক] আইনবিরোধী কাজ করে
[খ] আইনকে অসম্মান করে
[গ] অন্যায়কে প্রশ্রয় দিয়ে
✅ সকল প্রকার বিরোধী শক্তিকে প্রতিহত করে

১৫৭. কী কারণে মানুষ স্বাধীনতা ভোগ করতে পারে? (প্রয়োগ)
[ক] বৈধ পেশা গ্রহণের জন্য
[খ] যোগ্যতানুযায়ী কাজ করার জন্য
✅ আইনের নিয়ন্ত্রণ থাকার জন্য্য
[ঘ] মৌলিক অধিকার ভোগ করার জন্য

১৫৮. নাগরিকের স্বাধীনতাকে সম্প্রসারিত করে কোনটি? (জ্ঞান)
[ক] সাম্য
✅ আইন
[গ] কর্তব্য
[ঘ] অধিকার

১৫৯. হিটলার কোন দেশের নাগরিক ছিলেন? (জ্ঞান)
[ক] ভারতের
[খ] ইটালির
✅ জার্মানির
[ঘ] ফ্রান্সের

১৬০. হিটলারের আইন কোন ধরনের ছিল? (জ্ঞান)
[ক] শিথিল প্রকৃতির
[খ] খুব ভালো
✅ মানবতাবিরোধী
[ঘ] জটিল

SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৬১. রাজনৈতিক স্বাধীনতা বলতে যে ধরনের স্বাধীনতাকে বোঝায়- (অনুধাবন)
i. আইন শ্রেণিভেদে প্রযোজ্য
ii. ভোটদানের স্বাধীনতা
iii. নির্বাচিত হওয়ার স্বাধীনতা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

১৬২. স্বাধীনতা বলতে বোঝায়- (অনুধাবন)
i. অন্যদের ক্ষতি করা
ii. যে কাজ করায় অন্যের ক্ষতি হয় না
iii. নিজের ইচ্ছানুযায়ী নির্দিষ্ট সীমায় কাজ করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

১৬৩. স্বাধীনতার বিভিন্ন ধরনগুলো হলো- (অনুধাবন)
i. ব্যক্তিস্বাধীনতা
ii. সামাজিক স্বাধীনতা
iii. অর্থনৈতিক স্বাধীনতা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৬৪. স্বাধীনতা ব্যক্তির- (অনুধাবন)
i. আর্থিক উন্নয়নে সহায়তা করে
ii. ব্যক্তিত্ব বিকাশে সহায়তা করে
iii. অধিকার ভোগের ক্ষেত্রে বাধা অপসারণ করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৬৫. আইন কাজ করে থাকে স্বাধীনতার- (অনুধাবন)
i. অভিভাবক হিসেবে
ii. একক হিসেবে
iii. রক্ষক হিসেবে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৬৬. ব্যক্তিস্বাধীনতা হলো- (অনুধাবন)
i. ধর্মচর্চা করা
ii. নির্বাচিত হওয়া
iii. পারিবারিক গোপনীয়তা রক্ষা করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৬৭. আইন ও স্বাধীনতা সম্পর্কে বলা যায়- (অনুধাবন)
i. স্বাধীনতা আইনের শর্ত
ii. আইন স্বাধীনতাকে সম্প্রসারিত করে
iii. আইন স্বাধীনতার রক্ষক

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

১৬৮. বাংলাদেশ রাষ্ট্রের ক্ষেত্রে প্রযোজ্য- (উচ্চতর দক্ষতা)
i. স্বাধীন রাষ্ট্র
ii. রাষ্ট্রীয় স্বাধীনতা ভোগ করে
iii. অন্য রাষ্ট্রের হস্তক্ষেপ থেকে মুক্ত

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ১৬৯ ও ১৭০ নং প্রশ্নের উত্তর দাও :
সুমি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট দিতে গেলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এতে সে ভোট প্রদান না করে বাড়ি ফিরে আসে। তবে আইন রক্ষাকারী বাহিনীর সহায়তায় সে পুনরায় ভোটকেন্দ্রে গিয়ে ভোটদান করে। হুমকিদাতাদেরকে গ্রেফতার করা হয়।

১৬৯. সুমি প্রাণনাশের হুমকিতে ভোট প্রদান থেকে বিরত থাকে। এতে তার কোন স্বাধীনতা খর্ব হয়? (প্রয়োগ)
[ক] ব্যক্তি
[খ] অর্থনৈতিক
✅ রাজনৈতিক
[ঘ] সামাজিক

১৭০. হুমকিদাতাগণ আইনের রক্ষাকারী বাহিনী কর্তৃক গ্রেফতার হয়। এতে পরিচয় পাওয়া যায় ঐ সমাজের- (উচ্চতর দক্ষতা)
i. আইনের শাসনের
ii. সামাজিক শাসনের
iii. শক্ত ভিতের

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের ছকটি দেখে ১৭১ ও ১৭২ নং প্রশ্নের উত্তর দাও :

১৭১. প্রদত্ত ছকের ‘?’ চিহ্নিত স্থানে নিচের কোনটিকে নির্দেশ করে? (প্রয়োগ)
[ক] সাম্য
✅ আইন
[গ] সরকার
[ঘ] অধিকার

১৭২. উক্ত বিষয়টি নাগরিকদের প্রয়োজন- (উচ্চতর দক্ষতা)
i. সুষ্ঠু জীবনের জন্য
ii. স্বাধীনতার রক্ষার জন্য
iii. অধিকার রক্ষার জন্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

⚛ সাম্য : সাম্যের বিভিন্ন রূপ, সাম্য ও স্বাধীনতার সম্পর্ক 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ২৪ ও ২৫
🍭 সমাজে সবার সমান মর্যাদাকে বলা হয়- সাম্য।
🍭 সাম্যের রূপ- ছয় প্রকার।
🍭 সমাজের সকল সদস্যদের সমানভাবে সামাজিক সুযোগ-সুবিধা ভোগ করাকে বলে- সামাজিক সাম্য।
🍭 রাষ্ট্রীয় কাজে সকলের অংশগ্রহণের সুযোগ-সুবিধাকে বলে- রাজনৈতিক সাম্য।
🍭 যোগ্যতা অনুযায়ী প্রত্যেকের কাজ করার ও ন্যায্য মজুরি পাওয়ার সুযোগকে বলে- অর্থনৈতিক সাম্য।
🍭 জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষ সকলের আইনের দৃষ্টিতে সমান থাকাকে বলে- আইনগত সাম্য।
🍭 গণতন্ত্রের ভিত্তিরূপে কাজ করে- সাম্য ও স্বাধীনতা।

SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৭৩. কোন অর্থে সাম্য বলতে সমাজে সবার সমান মর্যাদাকে বোঝায়? (জ্ঞান)
[ক] প্রকৃত
✅ শব্দগত
[গ] ব্যাপক
[ঘ] সাধারণ

১৭৪. সাম্য বলতে কী বোঝায়? (অনুধাবন)
[ক] ধনীদের মর্যাদাকে
[খ] সরকারের মর্যাদাকে
[গ] গরিবদের মর্যাদাকে
✅ সমাজে সবার সমান মর্যাদাকে

১৭৫. আইনের অন্যতম মৌলিক বৈশিষ্ট্য কোনটি? (অনুধাবন)
[ক] সাম্প্রদায়িকতা
✅ বিধিবদ্ধ নিয়মাবলি
[গ] অভ্যন্তরীণ আচরণের সাথে যুক্ত
[ঘ] গণতান্ত্রিক মূল্যবোধ

১৭৬. আমিন মনে করে ধনী-গরিব সকলেরই শিক্ষা অর্জনের অধিকার রয়েছে। তার মনোভাবে কোন ধরনের সাম্য প্রকাশ পেয়েছে? (প্রয়োগ)
[ক] আইনগত
✅ সামাজিক
[গ] অর্থনৈতিক
[ঘ] ধর্মীয়

১৭৭. বন্যা পরবর্তী সাহায্য কার্যক্রমে পটুয়াখালীর পাথরঘাটা এলাকার ‘ক’ চৌধুরী অন্যদের চেয়ে বেশি সাহায্য পেল। এখানে কোনটি লঙ্ঘিত হয়েছে? (প্রয়োগ)
[ক] স্বাভাবিক সাম্য
[খ] ব্যক্তিগত সাম্য
✅ সামাজিক সাম্য
[ঘ] রাজনৈতিক সাম্য

১৭৮. জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সমাজের সকল সদস্যদের সমানভাবে সামাজিক সুযোগ-সুবিধা ভোগ করাকে কী বলে? (জ্ঞান)
✅ সামাজিক সাম্য
[খ] রাজনৈতিক সাম্য
[গ] অর্থনৈতিক সাম্য
[ঘ] আইনগত সাম্য

১৭৯. রাষ্ট্রীয় কাজে সকলের অংশগ্রহণের সুযোগ-সুবিধা থাকাকে কোন ধরনের সাম্য বলে? (অনুধাবন)
[ক] আইনগত
[খ] সামাজিক
✅ রাজনৈতিক
[ঘ] ব্যক্তিগত

১৮০. কোনটি রাজনৈতিক সাম্য? (জ্ঞান)
✅ নির্বাচিত হওয়া
[খ] বৈধ পেশা গ্রহণ
[গ] মানুষে মানুষে ব্যবধান না করা
[ঘ] বিনা বিচারে আটক না করা

১৮১. যোগ্যতা অনুযায়ী প্রত্যেকের কাজ করার ও ন্যায্য মজুরি পাওয়ার সুযোগকে কী বলে? (জ্ঞান)
✅ অর্থনৈতিক সাম্য
[খ] রাজনৈতিক সাম্য
[গ] সামাজিক সাম্য
[ঘ] স্বাভাবিক সাম্য

১৮২. মুহিন একজন বেসরকারি কর্মকর্তা। সে বিশ্বাস করে কাজের ভিত্তিতে ন্যায্য মজুরি পাওয়ার স্বাধীনতা তার আছে। এটি মুহিনের কোন ধরনের স্বাধীনতা নির্দেশ করে? (প্রয়োগ)
✅ অর্থনৈতিক
[খ] ব্যক্তিগত
[গ] সামাজিক
[ঘ] রাজনৈতিক

১৮৩. বেকারত্ব হতে মুক্তি লাভ কোন ধরনের সাম্যের অন্তর্ভুক্ত? (অনুধাবন)
[ক] আইনগত
[খ] সামাজিক
✅ অর্থনৈতিক
[ঘ] রাজনৈতিক

১৮৪. বৈধ পেশা গ্রহণ কোন সাম্যের অন্তর্ভুক্ত? (জ্ঞান)
[ক] রাজনৈতিক
[খ] আইনগত
[গ] সামাজিক
✅ অর্থনৈতিক

১৮৫. জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের আইনের দৃষ্টিতে সমান থাকাকে কী বলে? (জ্ঞান)
✅ আইনগত সাম্য
[খ] রাজনৈতিক সাম্য
[গ] ব্যক্তিগত সাম্য
[ঘ] সামাজিক সাম্য

১৮৬. জন্মগতভাবে প্রত্যেক মানুষ স্বাধীন এবং সমান- এটি কোন সাম্যের অর্থ? (জ্ঞান)
[ক] ব্যক্তিগত
[খ] সামাজিক
[গ] আইনগত
✅ স্বাভাবিক

১৮৭. বর্তমানে কোন সাম্যের ধারণা প্রায় অচল? (জ্ঞান)
✅ স্বাভাবিক
[খ] রাজনৈতিক
[গ] অর্থনৈতিক
[ঘ] সামাজিক

১৮৮. মানুষে মানুষে কোনো ব্যবধান না করাকে কী বলে? (জ্ঞান)
[ক] রাজনৈতিক সাম্য
[খ] অর্থনৈতিক সাম্য
✅ ব্যক্তিগত সাম্য
[ঘ] সামাজিক সাম্য

১৮৯. হামিদ ও আসাদ দুই ভাই। তাদের বাবা-মা উভয়কে সমান অধিকার প্রদান করেন। তার পরিবারে কোন ধরনের সাম্য প্রতিষ্ঠিত হয়েছে? (প্রয়োগ)
[ক] অর্থনৈতিক
✅ ব্যক্তিগত
[গ] রাজনৈতিক
[ঘ] সামাজিক

১৯০. সাম্য ও স্বাধীনতার পারস্পরিক সম্পর্ক নিয়ে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে কয়টি ধারণা রয়েছে? (জ্ঞান)
✅ ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫

১৯১. রাষ্ট্র যত সাম্যভিত্তিক হবে সেখানে তত কী নিশ্চিত হবে? (জ্ঞান)
[ক] আইনের শাসন
[খ] শৃঙ্খলা
[গ] মূল্যবোধ
✅ স্বাধীনতা

১৯২. কোনটি গণতন্ত্রের ভিত্তিরূপে কাজ করে? (জ্ঞান)
✅ সাম্য ও স্বাধীনতা
[খ] আইন ও সাম্য
[গ] আইন ও স্বাধীনতা
[ঘ] সাম্য ও সুযোগ

১৯৩. কোনটি সমাজের উঁচু-নিচুর ভেদাভেদ দূর করে? (অনুধাবন)
[ক] আইন
[খ] স্বাধীনতা
✅ সাম্য
[ঘ] ন্যায়বিচার

১৯৪. সকলের সুযোগ-সুবিধাগুলো ভোগ করার অধিকার প্রদান করে কোনটি? (অনুধাবন)
[ক] আইন
[খ] সাম্য
✅ স্বাধীনতা
[ঘ] গণতন্ত্র

১৯৫. সাম্য মানেই- (অনুধাবন)
[ক] আইন
✅ স্বাধীনতা
[গ] সুযোগ
[ঘ] শৃঙ্খলা

SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৯৬. আইনগত সাম্য বলতে বোঝায়- (অনুধাবন)
i. আইনের দৃষ্টিতে সকলে সমান
ii. বিনাবিচারে কাউকে আটক না রাখা
iii. বিনা অপরাধে কাউকে গ্রেফতার না করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৯৭. জনাব ‘ঢ’ একটি রাজনৈতিক দলের প্রধান। সেদেশের গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে চাইলে যেটা করা প্রয়োজন- (উচ্চতর দক্ষতা)
i. সাম্য সৃষ্টি
ii. স্বাধীনতা রক্ষা
iii. কঠোর আন্দোলন

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৯৮. বাস্তবে জন্মগতভাবে প্রত্যেক মানুষ সমান হতে পারে না- (অনুধাবন)
i. আইনগতভাবে
ii. শারীরিকভাবে
iii. মানসিকভাবে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

১৯৯. সাম্য বলতে বোঝায়- (অনুধাবন)
i. কোনো শ্রেণির জন্য বিশেষ সুযোগ-সুবিধার অবসান
ii. সকলের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধার ব্যবস্থা করা
iii. যোগ্যতা অনুযায়ী সমান সুযোগ-সুবিধা ভোগ করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২০০. অর্থনৈতিক সাম্যের অন্তর্ভুক্ত হলো- (অনুধাবন)
i. নির্বাচিত হওয়া
ii. বৈধ পেশা গ্রহণ
iii. বেকারত্ব থেকে মুক্তি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

২০১. নাগরিকের রাজনৈতিক সাম্য হলো- (অনুধাবন)
i. মতামত প্রকাশ
ii. নির্বাচিত হওয়া
iii. ভোট দেওয়ার অধিকার

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২০২. রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ, চলাফেলা ও জীবনধারণের জন্য সাম্যভিত্তিক সমাজ গঠন অসম্ভব- (উচ্চতর দক্ষতা)
i. অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া
ii. সামাজিক স্বাধীনতা ছাড়া
iii. রাজনৈতিক স্বাধীনতা ছাড়া

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২০৩. সাম্যের রূপের অন্তর্ভুক্ত- (অনুধাবন)
i. সামাজিক সাম্য
ii. অর্থনৈতিক সাম্য
iii. স্বাভাবিক সাম্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২০৪. সাম্য ও স্বাধীনতার জন্য যৌক্তিক বিষয় হচ্ছে- (উচ্চতর দক্ষতা)
i. এরা পরস্পর নির্ভরশীল
ii. এরা পরস্পরের রক্ষক
iii. এরা গণতন্ত্রের ভিত্তিরূপে কাজ করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২০৫. সাম্য ও স্বাধীনতার ক্ষেত্রে প্রযোজ্য বিষয় হচ্ছে- (উচ্চতর দক্ষতা)
i. উঁচু-নিচু ভেদাভেদ দূর করে
ii. শিক্ষিতদের মর্যাদা দান করে
iii. সকলের সুযোগ-সুবিধাগুলো ভোগ করার অধিকার দান করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ২০৬ ও ২০৭ নং প্রশ্নের উত্তর দাও :
নারী শ্রমিক মিতা ইট ভাঙার কাজ করেন। কর্মক্ষেত্রে সমান শ্রম দেওয়া সত্ত্বেও পুরুষ শ্রমিক রফিকের চেয়ে কম পারিশ্রমিক পান। এর ফলে মিতা এক ধরনের বৈষম্যের শিকার হন।

২০৬. মিতা কোন ধরনের সাম্য থেকে বঞ্চিত হচ্ছে? (প্রয়োগ)
[ক] সামাজিক
✅ অর্থনৈতিক
[গ] আইনগত
[ঘ] স্বাভাবিক

২০৭. উক্ত সাম্যের ক্ষেত্রে প্রযোজ্য- (উচ্চতর দক্ষতা)
i. যোগ্যতা অনুযায়ী প্রত্যেকের কাজ করার সুযোগ
ii. ন্যায্য মজুরি পাওয়ার সুযোগ
iii. রাষ্ট্রীয় কাজে সকলের অংশগ্রহণের সুযোগ

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

No comments:

Post a Comment