G

HSC তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায়-০৫

একাদশ-দ্বাদশ শ্রেণির (ICT) আইসিটি গাইড
এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
পঞ্চম অধ্যায়

Information and Communication Technology pdf download
ICT
MCQ
Question and Answer

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. প্রথম প্রজন্মের ভাষা বলা হয় কোনটিকে?
ক. যান্ত্রিক ভাষা
খ. অ্যাসেম্বলি ভাষা
গ. উচ্চস্তরের ভাষা
ঘ. অতি উচ্চস্তরের ভাষা
উত্তরঃ (ক)

২. উচ্চস্তরের ভাষাকে যান্ত্রিক ভাষায় রূপান্তরিত করাকে কী বলে?
ক. প্রসেসিং
খ. ডিবাগিং
গ. অনুবাদ
ঘ. মডিউল
উত্তরঃ (গ)

৩. কোন ভাষা কোনো ধরনের রূপান্তর ছাড়া কম্পিউটার সরাসরি নির্বাহ করতে পারে?
ক. মেশিন ভাষা
খ. অ্যাসেম্বলি ভাষা
গ. উচ্চস্তরের ভাষা
ঘ. মধ্যম স্তরের ভাষা
উত্তরঃ (ক)

৪. মেশিনের ভাষায় রূপান্তরিত প্রোগ্রামকে কী বলা হয়?
ক. অ্যাসেম্বলার
খ. কম্পাইলার
গ. ইন্টারপ্রিন্টার
ঘ. অবজেক্ট প্রোগ্রাম
উত্তরঃ (ঘ)

৫. মেশিন ভাষায় অনুদিত হয় কোনটি? [দি.বো. ২০২২]
ক. অপারেন্ট
খ. লেবেল
গ. কমেন্ট
ঘ. অপারেশন কোড
উত্তরঃ (ঘ)

৬. কোনটি অনুবাদক প্রোগ্রাম?
ক. অ্যাসেম্বলি ল্যাংগুয়েজ
খ. কম্পাইলার
গ. পাইথন
ঘ. ফক্সপ্রো
উত্তরঃ (খ)

৭. কোন ভাষায় লিখিত প্রোগ্রাম কম্পিউটার সরাসরি বুঝতে পারে?
ক. মেশিন ভাষা
খ. হাই লেভেল ভাষা
গ. 4GL
ঘ. চতুর্থ প্রজন্মের ভাষা
উত্তরঃ (ক)

৮. কোনটি স্বাভাবিক ভাষা? [য.বো. ২০২২]
ক. 4GL
খ. 5GL
গ. মেশিনভাষা
ঘ. অ্যাসিম্বলী ভাষা
উত্তরঃ (খ)

৯. কোন অনুবাদক দিয়ে সম্পূর্ণ প্রোগ্রামটি একসাথে অনুবাদ করা সম্ভব?
ক. অ্যাসেম্বলার
খ. কম্পাইলার
গ. ইন্টারপ্রিটার
ঘ. মেশিন ভাষা
উত্তরঃ (খ)

১০. কোন ভাষা দিয়ে কম্পিউটারের মেমোরি-অ্যাড্রেসের সঙ্গে সরাসরি সংযোগ সাধন সম্ভব?
ক. মেশিন ভাষা
খ. হাই লেভেল ভাষা
গ. অ্যাসেম্বলি ভাষা
ঘ. চতুর্থ প্রজন্মের ভাষা
উত্তরঃ (ক)

১১. কোনটি উচ্চস্তরের ভাষা?
ক. অ্যাডা
খ. অ্যাসেম্বলি ল্যাংগুয়েজ
গ. পাইথন
ঘ. মেশিন ল্যাংগুয়েজ
উত্তরঃ (গ)

১২. যান্ত্রিক ভাষাকে কোন স্তরের ভাষা বলা হয়?
ক. উচ্চস্তরের
খ. মধ্যস্তরের
গ. নিম্নস্তরের
ঘ. অতি উচ্চস্তরের
উত্তরঃ (গ)

১৩. অ্যাসেম্বলি ভাষা অনুবাদ করে—
ক. কম্পাইলার
খ. ইন্টারপ্রেটার
গ. অ্যাসেম্বলার
ঘ. ভিডিও
উত্তরঃ (গ)

১৪. মানুষের ভাষার সাথে কোন ভাষার মিল আছে?
ক. উচ্চস্তরের
খ. নিম্নস্তরের
গ. যান্ত্রিক
ঘ. অ্যাসেম্বলি
উত্তরঃ (ক)

১৫. মেশিন ভাষার সুবিধা কোনটি? [ঢা. বো. ২০২২]
ক. প্রোগ্রাম সহজে লেখা যায়
খ. সবধরনের মেশিনে ব্যবহার উপযোগী
গ. প্রোগ্রাম সরাসরি ও দ্রুত কার্যকরি হয়
ঘ. প্রোগ্রামের ভুল সহজে শনাক্ত করা যায়
উত্তরঃ (গ)

১৬. কোন ভাষায় লিখিত প্রোগ্রাম কম্পিউটার সরাসরি বুঝতে পারে? [ঢা. বো. ২০২০]
ক.মেশিন ভাষা
খ. উচ্চস্তরের ভাষা
গ. অ্যাসেম্বলি ভাষা
ঘ. চতুর্থ প্রজন্মের ভাষা
উত্তরঃ (ক)

১৭. নিচের কোনটি অনুবাদক প্রোগ্রাম?
ক. ইন্টারপ্রেটার
খ. সি++
গ. পাইথন
ঘ. প্যাসকেল
উত্তরঃ (ক)

১৮. উৎস প্রোগ্রামকে একত্রে বস্তু প্রোগ্রামে রূপান্তর করে কোনটি? [দি.বো. ২০২২]
ক. কম্পাইলার
খ. ইন্টারপ্রেটার
গ. লিংকার
ঘ. অ্যাসেম্বলার
উত্তরঃ (ক)

১৯. অনুবাদক সফটওয়্যার কয় ধরনের? [চ. বো. ২০২০]
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
উত্তরঃ (খ)

২০. প্রোগ্রামিং ভাষার সর্বনিম্নস্তর কোনটি? [য. বো. ২০২০]
ক. মেশিন
খ. অ্যাসেম্বলি
গ. হাই লেভেল
ঘ. ভেরি হাই লেভেল
উত্তরঃ (ক)

২১. ইন্টারপ্রেটার প্রোগ্রামকে-
ক. এক লাইন এক লাইন করে অনুবাদ করে
খ. একসাথে পুরো প্রোগ্রাম অনুবাদ করে
গ. একসাথে পাঁচ লাইন করে অনুবাদ করে
ঘ. অর্ধেক অর্ধেক লাইন অনুবাদ করে
উত্তরঃ (ক)

২২. 4GL বলতে বুঝায়- [কু. বো. ২০২০]
ক. অতি উচ্চস্তরের ভাষা
খ. উচ্চস্তরের ভাষা
গ. মধ্যম স্তরের ভাষা
ঘ. নিমণস্তরের ভাষা
উত্তরঃ (ক)

২৩. কোনটি চতুর্থ প্রজন্মের ভাষা? [দি.বো. ২০২২]
ক. BASIC
খ. PASCAL
গ. INTELLECT
ঘ. CSL
উত্তরঃ (ঘ)

২৪. কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহৃত হয় কোনটি? [দি.বো. ২০২২]
ক. PYTHON
খ. HTML
গ. COBOL
ঘ. PROLOG
উত্তরঃ (ঘ)

২৫. নিচের কোনটি তৃতীয় প্রজন্মের ভাষা?
ক. Math-matci
খ. Matlab
গ. C
ঘ. অ্যাসেম্বলি ভাষা
উত্তরঃ (গ)

২৬. নিচের কোনটি চতুর্থ প্রজন্মের ভাষা?
ক. C
খ. FORTRAN
গ. SQL
ঘ. ALGOL
উত্তরঃ (গ)

২৭. প্রোগ্রামের ত্রুটি সংশোধনের পদ্ধতিকে কি বলা হয়?
ক. Encoding
খ. Amending
গ. Debugging
ঘ. Correction
উত্তরঃ (গ)

২৮. প্রকৌশলগত সমস্যা সমাধানের ভাষা কোনটি?
ক. PYTHON
খ. HTML
গ. BASIC
ঘ. FORTRAN
উত্তরঃ (ঘ)

২৯. C++ কোন প্রজন্মের ভাষা?
ক. প্রথম
খ. দ্বিতীয়
গ. তৃতীয়
ঘ. চতুর্থ
উত্তরঃ (গ)

৩০. 4GL বলতে কী বুঝায়?
ক. অতি উচ্চতর ভাষা
খ. উচ্চতর ভাষা
গ. মধ্যম স্তরের ভাষা
ঘ. নিম্নস্তরের ভাষা
উত্তরঃ (ক)

৩১. সকল ধনাত্মক পূর্ণসংখ্যাকে কি বলা হয়? [চ. বো. ২০২০]
ক. কারেক্টার
খ. ইন্টিজার
গ. রিয়াল
ঘ. ডাবল
উত্তরঃ (খ)

৩২. অ্যাসেম্বলি ভাষা কোন প্রজন্মের ভাষা? [দি. বো. ২০২০]
ক. ১ম
খ. ২য়
গ. ৩য়
ঘ. ৪র্থ
উত্তরঃ (খ)

৩৩. প্রবাহচিত্র কী?
ক. বিশেষ চিহ্ন সংবলিত ধারাবাহিক প্রোগ্রাম নির্বাহ চিত্র
খ. প্রোগ্রামের চিত্র
গ. প্রোগ্রামের উন্নয়ন চিত্র
ঘ. প্রোগ্রামের অংশের চিত্র
উত্তরঃ (ক)

৩৫. প্রোগ্রাম ফ্লোচার্টে প্রক্রিয়াকরণের জন্য কোন প্রতীকটি ব্যবহৃত হয়? [ব. বো. ২০২০]
ক. বৃত্ত
খ. সামান্তরিক
গ. আয়তক্ষেত্র
ঘ. রম্বস
উত্তরঃ (গ)

৩৭. Printf ( ) এর সাহায্যে ডেটা কোথায় পাঠান হয়? [দি. বো. ২০২০]
ক. ইনপুট মান ইনপুট মাধ্যমে
খ. আউটপুট মান আউটপুট মাধ্যমে
গ. ইনপুট মান আউটপুট মাধ্যমে
ঘ. আউটপুট মান ইনপুট মাধ্যমে
উত্তরঃ (গ)

৪০. ফ্লোচার্টেএই প্রতীকটির অর্থ হলো- [মা.বো. ২০২২]
ক. প্রক্রিয়াকরণ
খ. শুরু
গ. সংযোগ
ঘ. সিদ্ধান্ত
উত্তরঃ (গ)

৪১. প্রোগ্রামে কোন ধরনের ভুলের জন্য কম্পিউটার বার্তা দেয়? [কু. বো. ২০২২]
ক. সিনট্যাক্স ভুল
খ. লজিক্যাল ভুল
গ. ডেটা ভুল
ঘ. যে কোনো ভুল
উত্তরঃ (ক)

৪২. সমপ্রকৃতির ডেটার সমাবেশকে কি বলা হয়? [সি.বো. ২০২২]
ক. স্ট্রাকচার
খ. ফাংশন
গ. লিংকলিস্ট
ঘ. অ্যারে
উত্তরঃ (ঘ)

৪৩. ++n এর সমতুল্য মান কোনটি? [মা.বো. ২০২২]
ক. n = n + 1
খ. n = n + 2
গ. n = n - 1
ঘ. n = n - 2
উত্তরঃ (ক)

৪৪. প্রোগ্রামের ভুলত্রুটি খুঁজে বের করে তা সংশোধনের পদ্ধতিকে কি বলে? [সি.বো. ২০২২]
ক. কোডিং
খ. ডিকোডিং
গ. এনকোডিং
ঘ. ডিবাগিং
উত্তরঃ (ঘ)

৪৫. সুডো শব্দের অর্থ কী?
ক. শৃঙ্খলা
খ. পদ্ধতি
গ. ত্রুটি
ঘ. ছদ্ম
উত্তরঃ (ঘ)

৪৬. কোনটি সম্পর্কযুক্ত অপারেটর? [রা. বো. ২০২০]
ক.+
খ. > =
গ. AND
ঘ. <<
উত্তরঃ (খ)

৪৭. ‘সি’ হচ্ছে -
ক. অপারেটিং সিস্টেম
খ. প্যাকেজ প্রোগ্রাম
গ. উচ্চতর প্রোগ্রামিং ভাষা
ঘ. নিম্নস্তর প্রোগ্রামিং ভাষা
উত্তরঃ (গ)

৪৮. C ভাষায় লেখা প্রোগ্রামকে কি কোড বলা হয়? [মা.বো.২০২০]
ক. আসকি
খ. সোর্স
গ. অবজেক্ট
ঘ. ইউনি
উত্তরঃ (খ)

৪৯. প্রোগ্রামের ভিত্তি কোনটি?
ক. কোডিং
খ. ফ্লোচার্ট
গ. ডিবাগিং
ঘ. প্রসিডিউ
উত্তরঃ (ক)

৫০. কোনটি সি ভাষায় ফাংশন? [ঢা. বো.-২০২০]
ক.int
খ. stdio.h
গ. prinf()
ঘ. for
উত্তরঃ (গ)

৫১. সি-ভাষায় উপাত্ত গ্রহণের কমান্ড কোনটি? [ঢা. বো.-২০২০]
ক. main()
খ. print()
গ. scanf()
ঘ. getch()
উত্তরঃ (গ)

৫২. তিনটি পূর্ণসংখ্যা (a, b, c) কী-বোর্ডের দ্বারা ইনপুট নেয়ার জন্য ইনপুট ফাংশনের সঠিক ব্যবহার নিচের কোনটি? [চ. বো. ২০২০]
ক. scanf (“%d, %d, %d”, &amp;b, &amp;c);
খ. scanf (“%d, %d, %d”, &amp;a, &amp;b, &amp;c);
গ. scanf (“%d, % % %d d d”, &amp;a, &amp;b, &amp;c);
ঘ. scanf (“% d % d % d”, a, b, c);
উত্তরঃ (খ)

৫৩. কোনটি পুনরাবৃত্তিমূলক স্টেটমেন্ট? (অনুধাবন)
ক. IF - THEN
খ. FOR - THEN
গ. DO - LOOP
ঘ. FOR - LOOP
উত্তরঃ (ঘ)

৫৪. শর্তসাপেক্ষ স্টেটমেন্টগুচ্ছকে নির্বাহ করার জন্য সি প্রোগ্রামিং ভাষায় কোন লুপ ব্যবহৃত হয়?
ক. for লুপ
খ. do while লুপ
গ. for while লুপ
ঘ. while লুপ
উত্তরঃ (গ)

৫৫. < = কোন ধরনের অপারেটর?
ক. গাণিতিক
খ. রিলেশনাল
গ. লজিক্যাল
ঘ. কম অথবা সমান
উত্তরঃ (খ)

৫৬. সি ভাষায় রিলেশনাল অপারেটর কয় ধরনের? [চ.বো. ২০২২]
ক. ২
খ. ৩
গ. ৫
ঘ. ৬
উত্তরঃ (ঘ)

৫৭. ‘C’ প্রোগ্রামিং ভাষাটি কোন্ সময়ে উদ্ভাবিত হয়?
ক. ১৯৬০ সালে
খ. ১৯৭০ সালের শেষের দিকে
গ. ১৯৬০ সালে
ঘ. ১৯৭১ সালে
উত্তরঃ (ক)

৫৮. ‘C’ ভাষাটি কোন্ অপারেটিং সিস্টেম ব্যবহার করে উদ্ভাবন করা হয়?
ক. Unix
খ. Linux
গ. Mac
ঘ. Android
উত্তরঃ (ক)

৫৯. নিচের কোনটি কী ওয়ার্ড?
ক. int
খ. main
গ. printf
ঘ. include
উত্তরঃ (ক)

৬০. ‘%d’-কোন্ ধরনের উপাত্ত নিয়ে কাজ করে?
ক. দশমিক পূর্ণসংখ্যা
খ. ক্যারেক্টার
গ. স্ট্রিং পূর্ণসংখ্যা
ঘ. ফ্লোটিং পয়েন্ট মান
উত্তরঃ (ক)

৬১. ফ্লোচার্ট কত প্রকার?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
উত্তরঃ (ক)

৬২. y = a<sup>2</sup> + b<sup>2</sup> একটি গাণিতিক রাশিমালা হলে C প্রোগ্রামের ভাষায় রাশিমালাটির সঠিক রূপান্তর কোনটি?
ক. y = a<sup>2</sup> + b * b
খ. y = a<sup>2</sup> + b * 2
গ. y = a * a + b<sup>2</sup>
ঘ. y = a * a + b * b
উত্তরঃ (ঘ)

৬৩. Y = p<sup>2</sup>x + 1'> (2,3)1'>1'> এর সমতুল্য সি এক্সপ্রেশন- [রা. বো. ২০২২]
i. Y = (pw(p.2)* x + 1'> (2,3)1'>1'>
ii. Y = (pow (2.p)* x+1'> (2,3)1'>
iii. Y = p*p*x + 1'> (2,3)1'>1'>

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, iiওiii
উত্তরঃ (খ)

৬৪. নিচের কোনটি সঠিক চলক? [ব. বো. ২০২০]
ক. -1 test
খ. test 1
গ. test @ 1
ঘ. test-1
উত্তরঃ (ঘ)

৬৫. y = a<sup>2</sup> + b<sup>2</sup> গাণিতিক রাশিমালাটিতে স্বাধীন চলক কয়টি?
ক. ১টি
খ. ২টি
গ. ৩টি
ঘ. ৪টি
উত্তরঃ (ক)

৬৬. C প্রোগ্রামের ভাষায় লেখা প্রোগ্রামকে কী বলা হয়?
ক. গন্তব্য প্রোগ্রাম
খ. উৎস প্রোগ্রাম
গ. ইউনিকোড
ঘ. আসকি বোড
উত্তরঃ (খ)

৬৭. কোনটি রিলেশনাল অপারেটর -
ক. +
খ. = =
গ. AND
ঘ. OR
উত্তরঃ (খ)

৬৮. কোন ফাংশনটি সি প্রোগ্রামের জন্য অত্যাবশ্যকীয়?
ক. printf()
খ. main()
গ. getch()
ঘ. scanf()
উত্তরঃ (খ)

৬৯. getch ( ) এর জন্য প্রয়োজনীয় Header file কোনটি? [ব.বো. ২০২২]
ক. stdio.h
খ. conio.h
গ. math.h
ঘ. graphics.h
উত্তরঃ (খ)

৭০. হেডার ফাইল হল- [কু. বো. ২০২২]
i. stdio.h
ii. math.h
iii. printf.h

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ (ক)

৭১. সি ভাষায় নিচের কোন ফাংশন দ্বারা ডেটা ইনপুট করা হয়?
ক. printf()
খ. abs()
গ. float()
ঘ. scanf()
উত্তরঃ (ঘ)

৭২. সি ভাষায় নিচের কোন ফাংশন দ্বারা প্রোগ্রামের ফলাফল প্রকাশ করা যায়?
ক. printf()
খ. sqrt()
গ. main()
ঘ. scanf()
উত্তরঃ (ক)

৭৩. আউটপুট স্টেটমেন্ট হলো-
i. printf ( )
ii. gets ( )
iii. puts ( )

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ (খ)

৭৪. C প্রোগ্রামিং ভাষায় long integer চলক মেমোরিতে কত বাইট জায়গা নেয়? [কু. বো. ২০২০]
ক. ২ বাইট
খ. ৪ বাইট
গ. ৮ বাইট
ঘ. ১৬ বাইট
উত্তরঃ (ঘ)

৭৫. সি ভাষায় নিচের কোন ফাংশন দ্বারা বর্গমূল নির্ণয় করা যায়?
ক. printf()
খ. abs()
গ. sqrt()
ঘ. scanf()
উত্তরঃ (গ)

৭৬. নিচের কোনটি অ্যারে চলক?
ক. m(5)
খ. m[5]
গ. m5
ঘ. m_5
উত্তরঃ (খ)

৭৭. নিচের কোনটি Two dimensonal অ্যারে চলক?
ক. m(4,5)
খ. m(4)(5)
গ. m[4][5]
ঘ. m[4,5]
উত্তরঃ (ঘ)

৭৮. সি ভাষায় কোনটি সঠিক চলক?
ক. int 5X;
খ. int main;
গ. int x5;
ঘ. int x-5;
উত্তরঃ (গ)

৭৯. C ভাষায় সঠিক চলক কোনটি? [ব.বো. ২০২২]
ক. st-name
খ. $ stname
গ. l stname
ঘ. l st-name
উত্তরঃ (ক)

৮০. for(i=2; i<10; i = i+2) print f(“%d”,i); স্টেটমেন্টটির ফলাফল কোনটি? [য. বো. ২০২২]
ক. 1,3,5,7,9
খ. 2,4,6,8,10
গ. 1,2,3,4,5,6,7,8,9
ঘ. 1,2,3,4,5,6,7,8,9,10
উত্তরঃ (খ)

৮১. প্রোগ্রাম রান করলে b এর মান কত হবে? [ঢা. বো. ২০২২]
ক. ৩
খ. ৪
গ. ৫
ঘ. ৬
উত্তরঃ (ঘ)

৮২. ICT লেখাটি কতবার প্রদর্শিত হবে? [চ.বো. ২০২২]
ক. ১
খ. ২
গ. ৩
ঘ. ৫
উত্তরঃ (খ)

৮৩. নিচের কোন ভেরিয়েবলটি ভগ্নাংশ ডেটা ধারণ করে?
ক. intx,y, s;
খ. floaty;
গ. x = 235;
ঘ. y=188.75
উত্তরঃ (খ)

৮৪. সি ভাষায় নতুন লাইন তৈরির ব্যাকসস্নাস ক্যারেক্টার কোনটি
ক. \a
খ. \b
গ. \n
ঘ. \r
উত্তরঃ (গ)

৮৫. সি ভাষায় Switch কী?
ক. ভেরিয়েবল
খ. ফাংশন
গ. কী-ওয়ার্ড
ঘ. অপারেন্ড
উত্তরঃ (গ)

৮৬. সি ভাষায় প্রোগ্রাম রচনা করা হয় কোন বন্ধনীর ভিতরে?
ক. ( )
খ. { }
গ. < >
ঘ. [ ]
উত্তরঃ (খ)

HSC ICT MCQ pdf download

৮৭. সি ভাষায় &amp;&amp; কে কোন ধরনের অপারেটর বলা হয়? [রা. বো. ২০২২]
ক. Arithmetic
খ. Relation
গ. Logical
ঘ. Assignment
উত্তরঃ (গ)

৮৮. উৎস প্রোগ্রামকে একত্রে বস্তু প্রোগ্রামে রূপান্তর করে কোনটি?
ক. কম্পাইলার
খ. ইন্টারপ্রিটার
গ. লিঙ্কার
ঘ. অ্যাসেম্বলার
উত্তরঃ (ক)

৮৯. double ডেটা টাইপের জন্য ফরমেট স্পেসিফায়ার কোনটি? [রা. বো. ২০২২]
ক. %d
খ. %f
গ. %lf
ঘ. %s
উত্তরঃ (গ)

৯০. ইন্টিজার টাইপের ডেটার ফরমেট স্পেসিফাইয়ার কোনটি?
ক. %c
খ. %d
গ. %f
ঘ. %s
উত্তরঃ (খ)

৯১. ‘সি’ ভাষায় ইন্টিজার ডেটা টাইপ কত বিটের?
ক. ৮
খ. ১৬
গ. ৩২
ঘ. ৬৪
উত্তরঃ (গ)

৯২. ‘সি++’ ভাষা কোন ধরনের প্রোগ্রামিং মডেল অনুসরণ করে?
ক. স্ট্রাকচার্ড
খ. অবজেক্ট ওরিয়েন্টেড
গ. ভিজুয়াল
ঘ. ইভেন্ট ড্রাইভেন
উত্তরঃ (খ)

৯৩. সি প্রোগ্রামিং-এ কোন স্টেটমেন্টটি নির্বাহযোগ্য নয়?
ক. #include<stdio.h>
খ. main()
গ. /*its a program*/
ঘ. printf();
উত্তরঃ (গ)

৯৪. C প্রোগ্রামের কাঠামো সিকুয়েন্স কোনটি? [ঢা. বো. ২০২২]
ক. main ( ) → # include
খ. # include → main ( )
গ. main()→#include<>
ঘ. # include < > → main ( )
উত্তরঃ (ঘ)

৯৫. সি ভাষায় পূর্ণ সংখ্যার ডেটা টাইপ কোনটি?
ক. ক্যারেক্টার
খ. ইন্টিজার
গ. স্ট্রিং
ঘ. ফ্লোটিং
উত্তরঃ (খ)

৯৬. &amp; &amp; কোন ধরনের লজিক্যাল অপারেটর-
ক. লজিক্যাল AND অপারেশন সম্পন্ন করে
খ. লজিক্যাল OR অপারেশন সম্পন্ন করে
গ. লজিক্যাল NOT অপারেশন সম্পন্ন করে
ঘ. লজিক্যাল NAND অপারেশন সম্পন্ন করে
উত্তরঃ (ক)

৯৭. for (i = 1; i < 8; i+ = 2)printf(“%d”; i)
কোনটি উপরের স্টেটমেন্টের ফলাফল?
ক. ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭
খ. ১ ৩ ৫ ৭
গ. ২ ৪ ৬ ৮
ঘ. ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮
উত্তরঃ (খ)

আইসিটি বহুপদি সমাপ্তিসূচক প্রশ্ন ও উত্তর একাদশ-দ্বাদশ শ্রেণি | ICT mcq question and answer for Class 11-12 | HSC ICT Guide MCQ with Answer.

৯৮. প্রোগ্রাম ডিজাইনের অন্তর্ভূক্ত কাজ হচ্ছে- [ব. বো. ২০২০]
i. এলগরিদম প্রণয়ন
ii. প্রবাহচিত্র তৈরি
iii. সুডোকোড তৈরি

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ (ক)

৯৯. প্রোগ্রাম রচনার জন্য প্রয়োজন- [চ.বো. ২০২২]
i. সমস্যা শনাক্তকরণ
ii. প্রোগ্রাম বাগ করা
iii. প্রোগ্রাম ডিবাগিং করা

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ (খ)

১০০. C প্রোগ্রামিং ভাষার জন্য কোন অনুবাদক প্রোগ্রাম ব্যবহৃত হয়? [কু. বো. ২০২০]
i. কম্পাইলার
ii. ইন্টারপ্রেটার
iii. অ্যাসেম্বলার

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ (ক)

১০১. লাইব্রেরি ফাংশন হচ্ছে- [ঢা. বো.-২০২০]
i. পূর্ব থেকে তৈরিকৃত বিভিন্ন বিষয়বস্তু
ii. এক ধরনের বিশেষ স্টেটমেন্ট
iii. শুধুমাত্র গাণিতিক কার্যে ব্যবহারযোগ্য নির্দেশ

নিচের কোনটি সঠিক?
ক. i
খ. i ও ii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ (খ)

১০২. প্রোগ্রাম তৈরির ধাপে কোডিং হলো- [ঢা. বো.-২০২০]
i. সমস্যার বিশ্লেষণের সাথে সম্পর্কিত
ii. প্রোগ্রামিং ভাষার সাহায্যে করা
iii. প্রোগ্রাম তৈরির পর ভুল খোঁজা

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও ii
ঘ. i, ii ও ii
উত্তরঃ (ক)

১০৩. সি ভাষার হেডার ফাইল হচ্ছে- [ঢা. বো.-২০২০]
i. প্রোগ্রামের আবশ্যকীয় অংশ
ii. ডেটাটাইপ ধারণকারী ফাইল
iii. ফাংশনের বর্ণনা ধারণকারী ফাইল

নিচের কোনটি সঠিক?
ক. i
খ. i ও iii
গ. ii ও ii
ঘ. i, ii ও ii
উত্তরঃ (খ)

১০৪. সি-প্রোগ্রামের ক্ষেত্রে- [ঢা. বো.-২০২০]
i. প্রোগ্রাম কম্পাইলার করার জন্য Alt এবং F9 কী-দ্বয় একত্রে চাপতে হবে
ii. প্রোগ্রাম সেভ করার জন্য Alt এবং S কী-দ্বয় একত্রে চাপতে হবে
iii. প্রোগ্রাম রান করার জন্য Ctrl এবং F9 কী-দ্বয় একত্রে চাপতে হবে

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ (খ)

১০৫. মেশিন ভাষা- [চ. বো. ২০২০]
i. অন্যান্য ভাষা হতে দ্রুত নির্বাহ হয়
ii. যন্ত্রের ওপর নির্ভরশীল থাকে
iii. তাড়াতাড়ি প্রোগ্রাম লেখা যায়

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ (ক)

১০৬. মেশিন ভাষার প্রোগ্রাম- [চ. বো. ২০২০]
i. সরাসরি ও দ্রুত কার্যকর হয়
ii. কম্পিউটার সংগঠন বর্ণনা করে
iii. লেখা সহজ ও সাধারণের ব্যবহার উপযোগী

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ (ক)

১০৭. মেমোরি অ্যাড্রেস নিয়ে সরাসরি কাজ হয়- [য. বো. ২০২০]
i. মেশিন ভাষায়
ii. অ্যাসেম্বলি ভাষায়
iii. C তে

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i , ii ও iii
উত্তরঃ (ক)

১০৮. এই প্রতীকটির অর্থ হলো — [মা.বো. ২০২০]
i. ইনপুট
ii. আউটপুট
iii. প্রক্রিয়াকরণ

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ (ক)

১০৯. ‘কম্পাইলার ও ইন্টারপ্রেটার’ এর মধ্যে পার্থক্য রয়েছে - [দি. বো. ২০২০]
i. প্রোগ্রামিং অনুবাদের ক্ষেত্রে
ii. কাজের গতির ক্ষেত্রে
iii. ভুল প্রদর্শনের ক্ষেত্রে

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ (ঘ)

১১০. কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট হলো-
i. if
ii. switch
iii. for

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ (খ)

১১১. হেডার ফাইল হলো-
i. stdio.h
ii. math.h
iii. input.h

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ (ক)

১১২. C প্রোগ্রামের ভাষায় লুপ নিয়ন্ত্রণের উপায়গুলো হচ্ছে -
i. for
ii. do while
iii. array

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ (ক)

১১৩. যে কোনো প্রোগ্রাম রচনার জন্য গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে -
i. সমস্যা নির্ধারণ ও বিশ্লেষণ
ii. অ্যালগরিদম ও ফ্লোচার্ট তৈরি
iii. প্রোগ্রাম কোডিং ডিবাগিং

নিচের কোনটি সঠিক?
ক. i
খ. i ও ii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ (ঘ)

১১৪. উচ্চস্তরের ভাষাকে মেশিনের ভাষায় পরিবর্তনের জন্য ব্যবহৃত অনুবাদক প্রোগ্রামগুলো হলো -
i. অ্যাসেম্বলার
ii. কম্পাইলার
iii. ইন্টারপ্রেটার

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ (গ)

১১৫. কোনো প্রোগ্রাম লেখার কাজ শেষ করার পর যে ত্রুটি থাকতে পারে-
i. নির্বাহজনিত ত্রুটি
ii. যুক্তিসংক্রান্ত ত্রুটি
iii. চিহ্নসংক্রান্ত ত্রুটি

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ (ঘ)

১১৬. 4GL সম্পর্কিত তথ্য-
i. একে RAD টুল বলা হয়
ii. এর সাহায্যে কম্পিউটারের সাথে সংযোগ স্থাপন করা যায়
iii. অপারেটিং সিস্টেম তৈরির জন্য ব্যবহৃত হয়

নিচের কোনটি সঠিক?
ক. i
খ. i ও ii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ (ক)
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বহুনির্বাচনি প্রশ্ন-উত্তর অধ্যায়-৫ একাদশ-দ্বাদশ শ্রেণি HSC ICT MCQ Question and Answer Chapter-5
১১৭. ‘সি’ ভাষায় গাণিতিক অপারেটরের সাহায্যে-
i. যোগ করা যায়
ii. ছোট বড় তুলনা করা যায়
iii ভাগশেষ নির্ণয় করা যায়

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ (খ)

১১৮. float type চলকের জন্য মেমোরিতে কত বাইট জায়গার প্রয়োজন হয়? [রা. বো. ২০২২]
ক. ১
খ. ২
গ. ৪
ঘ. ৮
উত্তরঃ (গ)

১১৯. অবজেক্ট ওরিয়েন্টেড ভাষা হলো-
i. C
ii. C++
iii. Java

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ (ঘ)

১২০. নিচের কোনটি দ্বি-মাত্রিক অ্যারের উদাহরণ? [রা. বো. ২০২২]
ক. mark [5, 6]
খ. mark (5, 6)
গ. mark [5] [6]
ঘ. mark (5) (6)
উত্তরঃ (গ)

১২১. প্রোগ্রাম রান করলে আউটপুট মান 3 হবে যখন- [ঢা.বো. ২০২২]
i. b = a + +;
ii. b = a - -;
iii. b + = a;

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i,iiওiii
উত্তরঃ (ঘ)

১২২. "Hello World!" লেখাটি ৫বার প্রদর্শনের ক্ষেত্রে C স্টেটমেন্ট- [রা. বো. ২০২২]
i. for(n = 1; n < 6; n + +) print f("Hello World");
ii. n = 3; do {print f("Hello World!") n + + ;} while (n < = 8);
iii. n = 5; while (n<10) {print f ("Hello World!"); n + +;}

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ (খ)

আইসিটি অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর একাদশ-দ্বাদশ শ্রেণি | ICT mcq question and answer for Class 11-12 | HSC ICT Guide MCQ with Answer.

উদ্দীপটি পড় এবং ১২৩ এবং ১২৪ নং উত্তর দাও:
main ( )
{
int n;
scanf (“%d”, &amp; n);
printf (“%d”, sqrt (n);
}

১২৩. উদ্দীপকে ব্যবহৃত ডেটা টাইপ কোনটি? [ব. বো. ২০২০]
ক. Primary
খ. User defined
গ. Derived
ঘ. Empty
উত্তরঃ (খ)

১২৪. উদ্দীপকে আবশ্যক হেডার ফাইল কোনটি? [ব. বো. ২০২০]
i. stdio.h
ii. conio.h
iii. math.h

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ (খ)

নিচের উদ্দীপকটি পড় এবং ১২৫ ও ১২৬ নং প্রশ্নের দাও:
X = 100;
Xl = 5;
X = X% 10;

১২৫. X এর মান কত? [ব. বো. ২০২০]
ক. 0
খ. 2
গ. 10
ঘ. 20
উত্তরঃ (গ)

১২৬. উদ্দীপকে ব্যবহৃত অপারেটর হচ্ছে- [ব. বো. ২০২০]
i. Arithmetic
ii. Assignment
iii. Logical

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ (গ)

উদ্দীপকটি পড়ে ১২৭-১২৯ নং প্রশ্নের উত্তর দাও-
জেরি সি-ভাষায় একটি প্রোগ্রাম রচনা করে যাতে দুইটি সংখ্যার যোগফল নির্ণয় করা যায়। প্রোগ্রামটি রান করার পর ২টি সংখ্যা প্রদান করলে ফলাফলে শুধু ২য় সংখ্যাটি প্রদর্শিত হয়।

১২৭. উদ্দীপকে প্রদর্শিত ভুলের কারণ কোনটি? [মা.বো. ১৬]
ক. কোডিং
খ. ডিবাগিং
গ. অ্যালগরিদম
ঘ. ফ্লোচার্ট
উত্তরঃ (ক)

১২৮. উদ্দীপকে উদ্ভূত সমস্যার কারণ কোনটি?
ক. সঠিক হেডার ফাইল উল্লেখ না করা
খ. ইনপুটে ভগ্নাংশ সংখ্যা প্রদান করা
গ. আউটপুট ফাংশনে ভুল চলক ঘোষণা করা
ঘ. প্রয়োজনীয় চলক ঘোষণা না করা
উত্তরঃ (গ)

১২৯. উদ্দীপকের ন্যায় প্রোগ্রাম তৈরির ক্ষেত্রে প্রয়োজন- [ঢা. বো.-২০২০]
i. বিশেষ ডেটাবেজ প্রোগ্রামিং ভাষা জানা থাকা
ii. চলক ও ডেটা টাইপ সম্পর্কে ধারণা থাকা
iii. ইনপুট আউটপুট সম্পর্কে সঠিক ধারণা থাকা

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও ii
ঘ. i, ii ও ii
উত্তরঃ (গ)

নিচের উদ্দীপকটি পড় এবং ১৩০ ও ১৩১নং প্রশ্নের উত্তর দাও।
# include < stdio.h>
main ( )
{
int a = 3, b;
b = + + a;
printf (“%d”, b);
}

১৩০. প্রোগ্রাম রান করলে printf ( ) ফাংশনে b এর মান কত হবে? [চ. বো. ২০২০]
ক. ৩
খ. ৪
গ. ৫
ঘ. ৬
উত্তরঃ (খ)

১৩১. অতিরিক্ত লাইন না লিখে প্রোগ্রাম রান করলে Printf ( ) ফাংশনে b এর মান ৮ হবে কী পরিবর্তন করলে? [চ. বো. ২০২০]
ক. b = a ++
খ. b = a - -
গ. b = a - 5
ঘ. b = a + 5
উত্তরঃ (ঘ)

নিচের উদ্দীপকটি পড় এবং ১৩২ ও ১৩৩নং প্রশ্নের উত্তর দাও:
লিমার তৈরিকৃত ওয়েব পেজে একটি নতুন ছবি সংযুক্ত করল। ফলে তার পেইজটি আরও দৃষ্টিনন্দন হলো।

১৩২. ‘%f’ কাজ করে- [য. বো. ২০২০]
i. ইন্টিজার
ii. ফ্লোট
iii. রিয়েল

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ (ক)

১৩৩. কোনটি কম মেমোরি ও রিসোর্স নিয়ে সহজে প্রোগ্রাম লেখা যায়? [য. বো. ২০২০]
ক. এ্যাকসেস
খ. ওরাকল
গ. সি
ঘ. পাইথন
উত্তরঃ (গ)

নিচের উদ্দীপকটি পড় এবং ১৩৪ নং প্রশ্নের উত্তর দাও:
আবু হানিফ মোছাল্লী সাহেব একাউন্টিং সফটওয়্যার তৈরির সময় প্রতিটি মডিউল ছোট ছোট করে বিভক্ত করে সমাধানের ধাপ নির্ধারণ করেন। কিন্তু সফটওয়্যারটি তৈরির পর সেটি পরীক্ষা করে দেখা যায় প্রদত্ত ডেটার জন্য ফলাফল ভুল প্রদর্শিত হচ্ছে।

১৩৪. উদ্দীপকে আবু হানিফ মোছাল্লী সাহেব কোন টুলসগুলোকে নির্দেশ করেছেন? [মা. বো. ২০২০]
i. প্রোগ্রাম কোডিং
ii. অ্যালগরিদম
iii. ফ্লোচার্ট

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ (ঘ)

নিচের উদ্দীপকের আলোক ১৩৫ ও ১৩৬ নং প্রশ্নের উত্তর দাও।

১৩৫. প্রোগ্রামটি রান করলে এবং কী বোর্ডে 10 টাইপ করলে কত ফলাফল পাওয়া যাবে? [দি. বো. ২০২০]
ক. 25
খ. 30
গ. 45
ঘ. 55
উত্তরঃ (ঘ)

১৩৬. 10 সংখ্যাটি ঠিক রেখে ফলাফল 381 পেতে লুপ স্টেটমেন্টে কী ধরনের পরিবর্তন করতে হবে? [দি. বো. ২০২০]
ক.s = s*i
খ. s = s + i*i
গ. s = s + i*i*i
ঘ. s = s + i * i * i * i
উত্তরঃ (খ)

নিচের উদ্দীপক অনুসারে ১৩৭ ও ১৩৮ নং প্রশ্নের উত্তর দাও:
#include <stdio.h >
main ( )
{
int a, s = 0;
for(a = 1; a < = 5; a + +)
s = s + a;
print f ("%d", s);
}

১৩৭. প্রোগ্রামটির আউটপুট কত? [ব.বো. ২০২২]
ক. 1
খ. 5
গ. 10
ঘ. 15
উত্তরঃ (ঘ)

১৩৮. "a" এর মানের কোন কোন পরিবর্তনে আউটপুট 6 হবে? [ব.বো. ২০২২]
ক. a = 1, a = a + 2
খ. a = 2, a = a + 1
গ. a = 2, a = a + 2
ঘ. a = 0, a = a + 1
উত্তরঃ (গ)

নিচের উদ্দীপকটি পড় এবং ১৩৯ ও ১৪০নং প্রশ্নের উত্তর দাও:
#include < stdio. h>
main ( )
{
int a = 3, b;
b = 2* a;
printf("% d", b);
}

১৩৯.. for(i = 2; i < = 10; i = i + 2) এর print f("%d", i) ধারা কোনটি? [য.বো. ২০২২]
ক. 1,2,3,4,5,6,7,8,9,10
খ. 2, 4, 6, 8, 10
গ. 1, 3, 5, 7, 9
ঘ. 2, 3, 4 5, 6, 7, 8, 9, 10
উত্তরঃ (খ)

১৪০. নিচের কোনটি সংরক্ষত শব্দ নয়? [চ.বো. ২০২২]
ক. break
খ. if
গ. else
ঘ. function
উত্তরঃ (ঘ)

নিচের উদ্দীপকটি পড় এবং ১৪১ ও ১৪২নং প্রশ্নের উত্তর দাও:
# include <stdio.h>
# include<conio.h>
main ()
{
int a, b, c;
print f (“Enter Value;”);
scan f (“%d%d”, &amp;a,&amp;b);
c=a + b;
print f (“\nc@%d”,c);
getch ();
}

১৪১. উদ্দীপকে প্রাপ্ত আউটপুটে- [রা. বো. ২০২০]
i. c এর মান প্রদর্শন করবে
ii. যোগফল প্রদর্শন করবে
iii. a ও b এর মান প্রদর্শন করবে

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ (ক)

১৪২. উদ্দীপকে প্রোগ্রামের আউটপুটে ভগ্নাংশ মান পেতে হলে- [রা. বো. ২০২০]
i. ডেটা টাইপ পরিবর্তন করতে হবে
ii. ফরমেট স্পেসিফায়ার পরিবর্তন করতে হবে
iii. ভগ্নাংশ মান ইনপুট দিতে হবে

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ (ক)

১৪৩. C ভাষায় কোন ধরনের অনুবাদক প্রোগ্রাম ব্যবহার করা হয়?
i. Compiler
ii. Interpreter
iii. Assembler

নিচের কোনটি সঠিক?
ক. i
খ.ii
গ.iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ (ক)

নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং ১৪৪ ও ১৪৫ নং প্রশ্নের উত্তর দাও।
#include<stdio.h>
main ()
{
float x;
print (“Enter the number”)
scanf(“%d” ,&amp;x);
}

১৪৪. প্রোগ্রামে ডিক্লেয়ার করা float x এর x কী?
ক. ভেরিয়েবল
খ. ধ্রুবক
গ. স্টেটমেন্ট
ঘ. লাইব্রেরি ওয়ার্ড
উত্তরঃ (ক)

১৪৫. প্রোগ্রামে ভুল লেখা %d এর পরিবর্তে যেটি ব্যবহার করা যেতে পারে-
i. % f
ii. % .2f
iii. % s

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ (ক)

নিচের অনুচ্ছেদটি পড় এবং ১৪৬ ও ১৪৭নং প্রশ্নের উত্তর দাও।
সি প্রোগ্রামিং ল্যাংগুয়েজে বিভিন্ন ধরনের অপারেটর ব্যবহার করা হয়। যেমন- +, -, (), *, / প্রভৃতি ক্যারেক্টারগুলো হলো অপারেটর। তাছাড়া ANSI এর মান অনুযায়ী সি ল্যাংগুয়েজে ৩২টি কীওয়ার্ডআছে।

১৪৬. নিচের কোনটি লজিক্যাল অপারেটর?
ক. < =
খ. << =
গ. &amp;&amp;
ঘ. <<
উত্তরঃ (গ)

১৪৭. সি প্রোগ্রামিং ল্যাংগুয়েজে কীওয়ার্ড হলো-
i. auto
ii. double
iii. union

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ (ঘ)

নিচের উদ্দীপকটি পড়ে ১৪৮ ও ১৪৯নং প্রশ্নের উত্তর দাও।
ইব্রাহিম একটি সফটওয়্যার কোম্পানিতে ইন্টারভিউ দিতে এসেছে। কোন সংখ্যা জোড় না বিজোড় তা বের করার জন্য একটি প্রোগ্রাম লিখতে বলায় সে সি-ল্যাংগুয়েজে একটি প্রোগ্রাম রচনা করল।

১৪৮. সি ল্যাংগুয়েজে কী ওয়ার্ডের সংখ্যা কতটি?
ক. ১৫
খ. ২২
গ. ৩৫
ঘ. ৪৭
উত্তরঃ (ঘ)

১৪৯. উদ্দীপকে উল্লিখিত সি প্রোগ্রামিং ভাষায়-
i. শুরু হয় একটি ফাংশন main () এর মাধ্যমে
ii. ডেটা ইনপুট নেয়ার জন্য Read() ফাংশন ব্যবহৃত হয়
iii. প্রতিটি Statement-এর শেষে সেমিকোলন (;) দিতে হয়

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i ,ii ও iii
উত্তরঃ (গ)

নিচের উদ্দীপকটি পড়ে ১৫০ ও ১৫১নং প্রশ্নের উত্তর দাও।
সুহাইল আল মাখতুম একটি প্রোগ্রাম রচনা করল এবং প্রোগ্রামটি নির্বাহ করার পর সব ভুল একসাথে দেখালো।

১৫০. অনুবাদক প্রোগ্রামটি হলো-
ক. ইন্টারপ্রেটার
খ. কম্পাইলার
গ. অ্যাসেম্বলার
ঘ. লিংকার
উত্তরঃ (খ)

১৫১. উদ্দীপকে উল্লিখিত অনুবাদক প্রোগ্রামটির বৈশিষ্ট্য হলো-
i. উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে অনুবাদ করে
ii. সম্পূর্ণ প্রোগ্রামটিকে একসাথে পড়ে এবং একসাথে অনুবাদ করে
iii. প্রোগ্রামে কোন ভুল থাকলে তা জানিয়ে দেয়

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i ,ii ও iii
উত্তরঃ (ঘ)

নিচের উদ্দীপকটি পড়ে ১৫২ ও ১৫৩নং প্রশ্নের উত্তর দাও।
ইকবাল একটি প্রোগ্রাম রচনা করার জন্য প্রথমে প্রোগ্রামটির অ্যালগরিদম তৈরি করে এর আলোকে কোড লিখল।

১৫২. অ্যালগরিদম হলো-
ক. চিত্রের সাহায্যে সমস্যা সমাধান করার পদ্ধতি
খ. ডিবাগিং
গ. সুডোকোড
ঘ. ধাপে ধাপে সমস্যা সমাধান করার পদ্ধতি
উত্তরঃ (গ)

১৫৩. উদ্দীপকে উল্লিখিত অ্যালগরিদমের বৈশিষ্ট্য হলো-
i. সহজে প্রোগ্রামের উদ্দেশ্য বুঝতে সহায়তা করে
ii. প্রোগ্রামের ভুল নির্ণয়ে সহায়তা করে
iii. প্রোগ্রাম পরিবর্তন ও পরিবর্ধনে সহায়তা করে

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i ,ii ও iii
উত্তরঃ (ঘ)

নিচের উদ্দীপকটি পড়ে ১৫৪ ও ১৫৫নং প্রশ্নের উত্তর দাও।
প্রোগ্রামার ইকবালকে তার কোম্পানির সিস্টেম এনালিস্ট আবু হানিফ মোছাল্লী চিত্রের মাধ্যমে একটি প্রোগ্রাম কীভাবে রচনা করা হবে তা দেখিয়ে দিল। ইকবাল এর আলোকে প্রোগ্রাম রচনা শুরু করল।

১৫৪. উদ্দীপকের চিত্রের সাহায্যে সমস্যা সমাধান করার পদ্ধতিকে কি বলা হয়?
ক. অ্যালগরিদম
খ. ডিবাগিং
গ. সুডোকোড
ঘ. ফ্লোচার্ট
উত্তরঃ (ঘ)

১৫৫. উদ্দীপকে উল্লিখিত বিষয়টির বৈশিষ্ট্য হলো-
i. জ্যামিতিক বা সাংকেতিক চিহ্নের মাধ্যমে প্রোগ্রামের পরিকল্পনা
ii. প্রোগ্রাম প্রবাহের দিক অনুধাবন করা যায়
iii. ধাপে ধাপে সমস্যা সমাধান করার পদ্ধতি

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i ,ii ও iii
উত্তরঃ (ক)

নিচের উদ্দীপকটি পড়ে ১৫৬ ও ১৫৭নং প্রশ্নের উত্তর দাও।

১৫৬. উদ্দীপকে লিখিত প্রথম হেডার ফাইলটির সঠিক রূপ কোনটি-
ক. <Stdio.h>
খ. <STDIO.H>
গ. <STDio.H>
ঘ. <stdio.h>
উত্তরঃ (ঘ)

১৫৭. উদ্দীপকে উল্লিখিত printf() এবং scanf() ফাংশনদ্বয়ের কাজ হলো-
i. আউটপুট দেখানো
ii. ইনপুট নেয়া
iii. পর্দায় প্রদর্শন করা এবং প্রিন্ট করা

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i ,ii ও iii
উত্তরঃ (ক)

নিচের উদ্দীপকটি পড় এবং ১৫৮ ও ১৫৯ নং প্রশ্নের উত্তর দাও:
for(c =2; c<=10; c=c+2)
{printf("ICT");
if (c= = 6)
break;}

১৫৮. ICT লেখাটি কতবার প্রদর্শিত হবে?
ক. ১
খ. ২
গ. ৩
ঘ. ৫
উত্তরঃ (খ)

১৫৯. if শর্তটি বাদ দিলে ICT লেখাটি কতবার প্রদর্শিত হবে?
ক. ১
খ. ২
গ. ৩
ঘ. ৫
উত্তরঃ (ঘ)

নিচের উদ্দীপকটি পড় এবং ১৬০ ও ১৬১ নং প্রশ্নের উত্তর দাও:
#include <stdio.h>
main ( )
{
int m
print f("Enter your marks");
Scan f("%d", &amp; m);
print f("%d.", &amp; m);
}

১৬০. উদ্দীপকে m এর জন্য কত বাইট জায়গা প্রয়োজন? [য.বো. ২০২২]
ক. ১
খ. ২
গ. ৪
ঘ. ৮
উত্তরঃ (খ)

১৬১. উদ্দীপকের কোন স্টেটমেন্টটি ভুল? [য.বো. ২০২২]
ক. int m
খ. print f("Enter your marks");
গ. Scan f("%d", &amp;m);
ঘ. print f("%d.",&amp;m);
উত্তরঃ (ঘ)

1 comment:

  1. Anonymous2:11:00 PM

    সরাসরি কম্পিউটারের সাথে সংযোগ স্থাপন করে কোন ভাষা

    ReplyDelete