G

বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ ভর্তি প্রস্তুতি মডেল টেস্ট-৮

University Admission Test
ভার্সিটি ভর্তি প্রস্তুতি
প্রশ্ন সেট-৮

সময়ঃ ৫৫ মিনিট পূর্ণমানঃ ১২০

সাধারণ জ্ঞান
General Knowledge in Bangla
বাংলা
১। অনি:শেষ কাব্যগ্রন্থটি কার লেখা?
ক. অমিয় চক্রবর্তী
খ. সৈয়দ আলী আহসান
গ. সুকান্ত ভট্টাচার্য
ঘ. শামসুর রহমান
উত্তরঃ ক. অমিয় চক্রবর্তী

২। কবর কবিতায় কথক শাপলার হাটে কি বিক্রি করতেন?
ক. তামাক
খ. মাজন
গ. তরমুজ
ঘ. শাপলা
উত্তরঃ গ. তরমুজ

৩। কোনটি মতুপ প্রত্যয় যোগে গঠিত শব্দ?
ক. গুণবাণ
খ. শ্রীমান
গ. মায়াবী
ঘ. হৈমন্তিক
উত্তরঃ খ. শ্রীমান

৪। কোন বাক্যে ভাবে সপ্তমী-র প্রয়োগ হয়েছে?
ক. সূর্যাস্তে চারদিক অন্ধকারে আবৃত হয়
খ. অন্ধজনে দেহ আলো
গ. লোকে কত কথা বলে
ঘ. বিপদে মোরে রক্ষা কর
উত্তরঃ ক. সূর্যাস্তে চারদিক অন্ধকারে আবৃত হয়

৫। নিচের কোনটি নিপাতনে সিদ্ধ?
ক. যদি+অপি=যদ্যাপি
খ. গো+অক্ষ=গবাক্ষ
গ. অহ:+অহ=অহরহ
ঘ. সম্ + বাদ=সংবাদ
উত্তরঃ খ. গো+অক্ষ=গবাক্ষ

৬। নিচের কোনটি দিগু সমাসের উদাহরণ নয়?
ক. পঞ্চনদ
খ. নবরত্ন
গ. পঞ্চবটী
ঘ. তেপায়া
উত্তরঃ ঘ. তেপায়া

৭। রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন?
ক. রক্তকরবী
খ. শেষের কবিতা
গ. উৎসর্গ
ঘ. বসন্ত
উত্তরঃ ঘ. বসন্ত

৮। ‘‘একটি তুলসী গাছের কাহিনী’’ গল্পে সবচেয়ে ছোট ঘরটিতে কতগুলো বিছানা পাতা হয়েছিল?
ক. চারটি
খ. পাঁচটি
গ. ছয়টি
ঘ. তিনটি
উত্তরঃ ক. চারটি

৯। ‘‘একুশের গল্প’’ রচনায় তপুর মিছিলে যাওয়া নিয়ে রেণুর সাথে রাগারাগি করেছিল কে?
ক. রাহাত
খ. নাজিম
গ. সানু
ঘ. তপু নিজে
উত্তরঃ ক. রাহাত

১০। দুর্নীতিবিরোধী সনদে কতটি দেশ স্বাক্ষর করেছে?
ক. ১৩০টি
খ. ১৪০টি
গ. ১৫০টি
ঘ. ১৬০টি
উত্তরঃ গ. ১৫০টি

১১। ‘‘কলিমদ্দি দফাদার’’ গল্পে সাইজদি খলিফার ছেলের বয়স কত চলে উল্লেখ ছিল?
ক. ১৪
খ. ১৫
গ. ১৬
ঘ. ১৭
উত্তরঃ গ. ১৬

১২। যৌবনের গান রচনাটি মূলত একটি-
ক. প্রবন্ধ
খ. নিবন্ধ
গ. অভিভাষণ
ঘ. প্রতিবেদন
উত্তরঃ গ. অভিভাষণ

১৩। বাঙালীদের মধ্যে কে সর্বপ্রথম ব্যাকরণ শাস্ত্র রচনা করেন?
ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ. রাজা রামমোহন রায়
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরঃ খ. রাজা রামমোহন রায়

১৪। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা যুক্ত বর্ণ কতটি?
ক. ৭টি
খ. ৮টি
গ. ৯টি
ঘ. ১০টি
উত্তরঃ খ. ৮টি

১৫। কোন শব্দটি বাংলা উপসর্গযোগে গঠিত?
ক. বিপথ
খ. বিশুদ্ধ
গ. বিনিদ্র
ঘ. বিবর্ণ
উত্তরঃ ক. বিপথ

১৬। পর্বত শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
ক. অদ্রি
খ. নর্গ
গ. বিধু
ঘ. শৈল
উত্তরঃ গ. বিধু

১৭। He is out of luck-এর সঠিক অনুবাদ-
ক. নিজের পায়ে কুড়াল মারা
খ. তার পোড়া কপাল
গ. তার কপালের দোষ
ঘ. হায়রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ
উত্তরঃ খ. তার পোড়া কপাল

১৮। ‘‘শাকসবজি’’ শব্দটি কোন দুইয়ের মিশ্রণ?
ক. তৎসম+ফারসি
খ. তদ্ভব+ফারসি
গ. পর্তুগিজ
ঘ. দেশি+আরবি
উত্তরঃ ক. তৎসম+ফারসি

১৯। কোনটি শুদ্ধ শব্দ গুচ্ছ?
ক. পৌরহিত্য, নিঘৃণ, জেষ্ঠ্য
খ. ঝঙ্কা, নিরীথ, দ্ব্যর্থ
গ. দুর্বিষহ, সমন্ধ, জিগীসা
ঘ. জৈষ্ঠ, সান্ত্বনা, দৌরত্ব
উত্তরঃ খ. ঝঙ্কা, নিরীথ, দ্ব্যর্থ

২০। কোন বাক্যটি দ্বিকর্মক ক্রিয়া দ্বারা গঠিত?
ক. চল খেলতে যাই
খ. আকাশের চাঁদ যেন মাটিতে নেমে এসেছে
গ. আমাকে বইটা দাও
ঘ. শিশুটি কাঁদে
উত্তরঃ গ. আমাকে বইটা দাও

২১। ‘‘আঠারো বছর বয়স’’ কবিতায় প্রতি চরণে মাত্রা সংখ্যা কত?
ক. ৮
খ. ১০
গ. ১২
ঘ. ১৪
উত্তরঃ ঘ. ১৪

২২। কবি জসিমুদ্দীনের জন্মস্থান কোথায়?
ক. রংপুরের পায়রাবন্দ গ্রামে
খ. ময়মনসিংহের দরিরামপুরে
গ. ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে
ঘ. চট্টগ্রামের সীতাকুন্ডে
উত্তরঃ গ. ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে

২৩। কোন বাক্যে বিশেষণের বিশেষণ রয়েছে?
ক. ধীরে চল
খ. ঘোড়া খুব দ্রুত চলে
গ. সে গুণবান
ঘ. মেটে কলসী
উত্তরঃ খ. ঘোড়া খুব দ্রুত চলে

২৪। বাক্যে একপদের পরে অন্য পদ শোনার ই্চ্ছাকে কি বলে?
ক. আসত্তি
খ. আকাঙ্খা
গ. যোগ্যতা
ঘ. আসক্তি
উত্তরঃ খ. আকাঙ্খা

২৫। কোনটি আলাদা?
ক. মৃত-মৃতা
খ. বৃদ্ধ-বৃদ্ধা
গ. দাদা-বৌদি
ঘ. শূদ্র-শূদ্রা
উত্তরঃ গ. দাদা-বৌদি

ইংরেজি সাধারণ জ্ঞান
General Knowledge in
English
1. Choose the correct sentence
Unafraid of neither lightening nor thunder during a storm, Mr. Raihan enjoyed walking in the park during heavy downpours.
A. Unafraid of neither lightening nor thunder
B. Afraid of both lightening and thunder
C. Unafraid of neither lightening or thunder
D. Unafraid of either lightening or thunder
Answer: D. Unafraid of either lightening or thunder

2. He wanted to have his mother dress ________ to preserve that for a long time.
A. dye
B. dying
C. to dye
D. dyed
Answer: D. dyed

Choose the appropriate preposition for the following sentences: (Question 3-5)
3. This ticket entitles you with a free meal in our new restaurant.
A. with . . . . in
B. for . . . . at
C. for . . . in
D. to. . . in
Answer: D. to. . . in

4. I think he will come _____________ within a week.
A. upon
B. close
C. round
D. through
Answer: C. round

5. I have hit _________ a good plan to get rid of him.
A. at
B. against
C. into
D. upon
Answer: D. upon

Choose the correct antonym of the capitalized word (Question 6-7)
6. DEPRAVED
A. Great
B. Enhanced
C. Moral
D. Prosperous
Answer: C. Moral

7. ANTIPATHY
A. Fondness
B. Obedience
C. Agreement
D. Admiration
Answer: A. Fondness

8. There are some ______________ I think are clever.
A. whom
B. who
C. which
D. that
Answer: B. who

Read the following passage carefully and select the best answers using the text. (Question9-13)
When drawing human figures, children often make the head too large for the rest of the body. A recent study offers some insights into this common disproportion in children’s illustration. As part of the study, researchers asked children between 4 and 7 years old to make several drawings of men. When they drew front view of male figures, the size of the heads was markedly enlargeD. However, when the children drew rear views of men, the size of the head was not so exaggerateD. The researchers suggest that children draw bigger heads when they know they must leave room for facial details. Therefore, the odd head size in children’s illustrations is a form of planning ahead and not an indication of a poor sense of scale.

9. The word “disproportion” in the passage refers to
A. equality
B. disavow
C. inadvertent
D. inconsistence
Answer: D. inconsistence

10. It can be inferred that, during the research project, the children drew
A. Pictures of men from different angles
B. Figures without facial expression.
C. Sketches of both men and women.
D. Only the front view of men.
Answer: A. Pictures of men from different angles

11. The word “markedly” in line 5 is closest in meaning to-
A. Modestly
B. Noticeably
C. Merely
D. Newly
Answer: B. Noticeably

12. The findings of the experiment described in the passage would probably be of LEAST interest to which of the following groups?
A. Teachers of art to children
B. Commercial artists
C. Experts in child development
D. Parents of young children
Answer: B. Commercial artists

13. The passage provides information to support which of the following conclusions?
A. Children under the age of 7 do not generally have a good sense of scale.
B. With training, young children can be taught to avoid disproportion in their art.
C. Children enlarge the size of the head because they sense that it is the most important part of the body.
D. Children plan ahead when they are drawing pictures.
Answer: D. Children plan ahead when they are drawing pictures.

14. Choose the incorrectly spelled word:
A. benevolance
B. scatter
C. pharmaceuticals
D. incongruous
Answer: A. benevolance

15. A debater must present____________arguments to win his/her point.
A. providential
B. rampant
C. convincing
D. concurrent
Answer: C. convincing

16. By next month Ms. Jones will be Mayor of Tallahassee for two years.
A. will be Mayor of Tallahassee
B. will have been Mayor of Tallahassee
C. will be mayor of Tallahassee
D. will have been mayor of Tallahassee
Answer: D. will have been mayor of Tallahassee

17. If father has decided to go along with his daughter’s demand to buy her a new car then the father____ to give her a car.
A. agrees
B. disagrees
C. fails
D. hates
Answer: A. agrees

18. One English proficiency test is the TOEFL and _______ is the IELTS.
A. other
B. another
C. others
D. the other
Answer: D. the other

19. ________ on an airplanes wings, the less the resistance on the craft and the greater its full efficiency.
A. The smaller the amount drag
B. The smaller drag
C. If the smaller the amount of drag
D. The smaller the amount of drag
Answer: D. The smaller the amount of drag

20. Quebec rises in a magnificent way above the St. Lawrence River.
A. rises in a magnificent way above
B. rises in a magnificent way, way above
C. rises magnificently above
D. rises magnificently way above
Answer: C. rises magnificently above

21. DELETE: DELETERIOUS::
A. mystery : mysterious
B. erase : erasing
C. expunge : harmful
D. expend : expendable
Answer: C. expunge : harmful

22. If I had the address, I would have delivered the package myself.
A. had the address
B. had the address
C. had had the address
D. had had the address
Answer: D. had had the address

23. -------------- a teacher in New EnglanD. Webster wrote the Dictionary of the American Language.
A. It was while
B. When
C. When was
D. While
Answer: D. While

24. The Prime minister is said ______ Australia next year.
A. that she will be visit
B. to be visiting
C. to visitD. to have visited
Answer: B. to be visiting

25. The result of the test was quite unambiguous. Here the synonym form of unambiguous supports the following.
A. clear
B. doubtful
C. surprising
D. illegal
Answer: A. clear

General Knowledge about Bangladesh Affairs
সাধারণ জ্ঞান
বাংলাদেশ বিষয়াবলী
১। বাংলাদেশের বন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
ক. চট্টগ্রাম
খ. গাজীপুর
গ. খুলনা
ঘ. বান্দরবান
উত্তরঃ ক. চট্টগ্রাম

২। বাংলাদেশে কয়টি ভূ-উপগ্রহ কেন্দ্র রয়েছে?
ক. ১-টি
খ. ২-টি
গ. ৩-টি
ঘ. ৪-টি
উত্তরঃ ঘ. ৪-টি

৩। ধান উৎপাদনে পৃথিবীতে বাংলাদেশের স্থান কত?
ক. চতুর্থ
খ. তৃতীয়
গ. দ্বিতীয়
ঘ. সপ্তম
উত্তরঃ ক. চতুর্থ

৪। ‘‘বাউলার চর’’ নিম্নের কোনটির পূর্ব নাম?
ক. নির্মল চর
খ. কুতুবদিয়া দ্বীপ
গ. নিঝুম দ্বীপ
ঘ. মনপুরা দ্বীপ
উত্তরঃ গ. নিঝুম দ্বীপ

৫। তাজিন ডং এর উচ্চতা কত?
ক. ২,৯২৮ ফুট
খ. ৩,১৮৫ ফুট
গ. ৪,২৯৮ ফুট
ঘ. ২,৩৯০ ফুট
উত্তরঃ খ. ৩,১৮৫ ফুট

৬। শেখ মুজিবুর রহমানকে জাতির জনক ঘোষনা দেয়া হয় কবে-
ক. ৩ মার্চ, ১৯৭১
খ. ২৭ মার্চ, ১৯৭১
গ. ৪ এপ্রিল, ১৯৭১
ঘ. ১ মে, ১৯৭২
উত্তরঃ ক. ৩ মার্চ, ১৯৭১

৭। আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কে ছিলেন?
ক. শেখ মুজিবুর রহমান
খ. মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
গ. শামসুল হক
ঘ. আবুল হাশিম
উত্তরঃ গ. শামসুল হক

৮। সম্প্রতি জাতিসংঘের কোন পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলায় ২য় বারের মত ভাষণ দেন?
ক. নিরাপত্তা পরিষদ
খ. সাধারণ পরিষদ
গ. অছি পরিষদ
ঘ. কোনটি নয়
উত্তরঃ খ. সাধারণ পরিষদ

৯। লাহোর প্রস্তাবের উপস্থাপক কে?
ক. শেরে বাংলা এ, কে ফজলুল হক
খ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
গ. মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
ঘ. শেখ মুজিবুর রহমান
উত্তরঃ ক. শেরে বাংলা এ, কে ফজলুল হক

১০। স্বাধীন বাংলাদেশের ঘোষনা পত্র কবে পাঠ করা হয়?
ক. ১৭ এপ্রিল, ১৯৭১
খ. ২৬ মার্চ, ১৯৭১
গ. ১০ মে, ১৯৭১
ঘ. ১০ এপ্রিল, ১৯৭১
উত্তরঃ ঘ. ১০ এপ্রিল, ১৯৭১

১১। মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নং সেক্টরের অধীনে ছিল?
ক. ১
খ. ২
গ. ৩
ঘ. ১১
উত্তরঃ খ. ২

১২। বাংলাদেশের সংবিধানে কতটি ভাগ আছে?
ক. ১৫-টি
খ. ১১-টি
গ. ১৪-টি
ঘ. ১৬-টি
উত্তরঃ খ. ১১-টি

১৩। ‘‘কাজী নজরুল ইসলাম চত্ত্বর’’ কোথায় অবস্থিত?
ক. ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ সংলগ্ন
খ. বাংলা একাডেমীতে
গ. শহীদ মিনার সংলগ্ন
ঘ. কবি নজরুল বিশ্ববিদ্যালয়
উত্তরঃ খ. বাংলা একাডেমীতে

১৪। ‘‘এশিয়াটিক সোসাইটি’’ কবে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৫৫ সালে
খ. ১৯৫২ সালে
গ. ১৯৬০ সালে
ঘ. ১৯৬৮ সালে
উত্তরঃ খ. ১৯৫২ সালে

১৫। সম্প্রতি জাতিসংঘ অ্যাওয়ার্ড ২০০৯ লাভকারী ব্যক্তির নাম কি?
ক. মনিরা রহমান
খ. আব্দুল্লাহ আল আজাদ
গ. শামসুল কবির
ঘ. জোবায়রা রহমান লিনু
উত্তরঃ ক. মনিরা রহমান

১৬। বাংলার বার ভূঁইয়াদের সংখ্যা কত?
ক. ১২
খ. ২৪
গ. ৩৬
ঘ. ২০
উত্তরঃ গ. ৩৬

১৭। চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন?
ক. লর্ড বেন্টিঙ্ক
খ. লর্ড কার্জন
গ. লর্ড মাউন্টব্যাটন
ঘ. লর্ড কর্নওয়ালিস
উত্তরঃ ঘ. লর্ড কর্নওয়ালিস

১৮। বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশনের চেয়ারম্যান ছিলেন?
ক. ডক্টর আব্দুল মজিদ খান
খ. ডক্টর কুদরত-ই-খুদা
গ. ডক্টর মফিজউদ্দিন
ঘ. প্রফেসর এম শামসুল হক
উত্তরঃ খ. ডক্টর কুদরত-ই-খুদা

১৯। বাংলাদেশের সর্ব বৃহৎ চিনি কল কোনটি?
ক. জয়পুরহাট চিনি কল
খ. কুষ্টিয়া চিনিকল
গ. কেরু এন্ড কোং লিঃ দর্শনা
ঘ. ঠাকুরগাঁও
উত্তরঃ গ. কেরু এন্ড কোং লিঃ দর্শনা

২০। মার্কিন যুক্তরাষ্ট্রের কোথায় প্রথম গ্রামীন ব্যাংকের মডেল তৈরী করা হয়?
ক. নিউইয়র্কে
খ. ওয়াশিংটনে
গ. ক্যালিফোর্নিয়ায়
ঘ. ফ্লোরিডায়
উত্তরঃ গ. ক্যালিফোর্নিয়ায়

২১। নিটওয়্যার রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কত?
ক. দ্বিতীয়
খ. তৃতীয়
গ. প্রথম
ঘ. পঞ্চম
উত্তরঃ খ. তৃতীয়

২২। বাংলাদেশের রেলওয়ে একমাত্র রজ্জুপথ বা রোডওয়ে কোথায় অবস্থিত?
ক. কোম্পানিগঞ্জ, সিলেট
খ. রাউজান, চট্টগ্রাম
গ. ভরুঙ্গামারী, চট্টগ্রাম
ঘ. কসবা, বি. বিড়ীয়া
উত্তরঃ ক. কোম্পানিগঞ্জ, সিলেট

২৩। বাংলাদশে মোট বিদ্যুৎ আদালতের সংখ্যা কতটি?
ক. ১০-টি
খ. ১২-টি
গ. ১৪-টি
ঘ. ১৬-টি
উত্তরঃ ঘ. ১৬-টি

বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ ভর্তি প্রস্তুতি মডেল টেস্ট-৮ 🎓 University Admission Test 2023

২৪। প্রাচীন বাংলার জনপদগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীনতম জনপদ ছিল কোনটি?
ক. বঙ্গ
খ. পুন্ড্র
গ. গৌড়
ঘ. সমতট
উত্তরঃ খ. পুন্ড্র

২৫। ‘‘ছিয়াত্তরের মনান্তর’’ বাংলা কত সালে সংগঠিত হয়?
ক. ১০৭৬ সালে
খ. ১৭৭০ সালে
গ. ১১৭০ সালে
ঘ. ১১৭৬ সালে
উত্তরঃ ঘ. ১১৭৬ সালে

General Knowledge about International Affairs
সাধারণ জ্ঞান
‘‘আন্তর্জাতিক বিষয়াবলী’’
১। নিচের কোন দেশটি অতীতে কখনো অন্য কোন দেশের উপনিবেশে পরিণত হয়নি-
ক. ইন্দোনেশিয়া
খ. মালয়েশিয়া
গ. ভারত
ঘ. থাইল্যান্ড
উত্তরঃ ঘ. থাইল্যান্ড

২। কোন রেখা দ্বারা উত্তর ও দক্ষিণ কোরিয়া দ্বিখন্ডিত?
ক. ৩৮° সমান্তরাল
খ. ৩০° সমান্তরাল
গ. ১৭° সমান্তরাল
ঘ. ১৮° সমান্তরাল
উত্তরঃ ক. ৩৮° সমান্তরাল

৩। হর্ন অফ আফ্রিকার কোন দেশে অবস্থিত?
ক. ইথিওপিয়া
খ. নাইজেরিয়া
গ. কেনিয়া
ঘ. সুদান
উত্তরঃ ক. ইথিওপিয়া

৪। গনতন্ত্র শ্রেষ্ঠ ও উৎকৃষ্ট শাসনব্যবস্থা উক্তিটি কার?
ক. মিল
খ. প্লেটো
গ. এরিস্টটল
ঘ. লর্ডব্রাইম
উত্তরঃ ঘ. লর্ডব্রাইম

৫। এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার পাওয়া ব্যক্তি কোন দেশের?
ক. জার্মানি
খ. ফ্রান্স
গ. বৃটেন
ঘ. যুক্তরাজ্য
উত্তরঃ ক. জার্মানি

৬। কাস্পিয়ান সাগর একটি?
ক. দীর্ঘতম সাগর
খ. বৃহত্তম সাগর
গ. গভীরতম হৃদ
ঘ. বৃহত্তম লবন হ্রদ
উত্তরঃ ঘ. বৃহত্তম লবন হ্রদ

৭। বৃটেনের কোন প্রধানমন্ত্রী ফকল্যান্ড যুদ্ধে জড়িয়ে পড়েন?
ক. জন মেজর
খ. টনি ব্লেয়ার
গ. মার্গারেট থ্যাচার
ঘ. জেমস কালাহন
উত্তরঃ গ. মার্গারেট থ্যাচার

৮। ‘‘অপারেশন ব্লু স্টার’’ নামের অভিযানটি কোথায় পরিচালনা করা হয়?
ক. ভারতের কাশ্মীর
খ. পূর্ব তিমুর
গ. মিন্দানাত্ত
ঘ. ভারতের পাঞ্জাব
উত্তরঃ ঘ. ভারতের পাঞ্জাব

৯। ইউরোপ শিল্প বিপ্লবের সূচনা হয়?
ক. ১৭৫০ সাল
খ. ১৭৫৪ সাল
গ. ১৭৫৬ সাল
ঘ. ১৭৫৮ সাল
উত্তরঃ ক. ১৭৫০ সাল

১০। ভিসুভিয়াস কি?
ক. সাগর
খ. আগ্নেয়গিরি
গ. হৃদ
ঘ. শহর
উত্তরঃ খ. আগ্নেয়গিরি

১১। প্লেটো কোন দেশে জন্মগ্রহণ করেন?
ক. ইটালী
খ. অষ্ট্রিয়া
গ. গ্রীস
ঘ. ফ্রান্স
উত্তরঃ গ. গ্রীস

১২। সুয়েজ খাল খনন করে কোন দেশ?
ক. সৌদি আরব
খ. ইরাক
গ. মিশর
ঘ. সুদান
উত্তরঃ গ. মিশর

১৩। এডমন্টন কি?
ক. আলবার্টার রাজধানী
খ. যুদ্ধ জাহাজ
গ. ক্ষেপনাস্ত্র
ঘ. আধুনিক যুদ্ধ বিমান
উত্তরঃ ক. আলবার্টার রাজধানী

১৪। আফ্রিকার বিখ্যাত হীরা খনি হচ্ছে?
ক. ট্রান্সভাল
খ. কিম্বার্লি
গ. কাসাই
ঘ. জাম্বি
উত্তরঃ খ. কিম্বার্লি

১৫। Lady width the lamp কাকে বলা হয়?
ক. সারাজিনী নাইড়ু
খ. উম্মে কুলসুম
গ. মাদার তেরেসা
ঘ. ফ্লোরেন্স নাইটেঙ্গল
উত্তরঃ ঘ. ফ্লোরেন্স নাইটেঙ্গল

১৬। ‘‘নিঙ্গুসিয়া হুই’’ নামক মুসলমানদের পবিত্র স্থানটি কোথায় অবস্থিত?
ক. চীন
খ. ফিলিপাইন
গ. ভুটান
ঘ. উত্তর কোরিয়া
উত্তরঃ ক. চীন

১৭। কোন দেশটি দক্ষিন আমেরিকার অন্তর্ভূক্ত নয়?
ক. বলিভিয়া
খ. উরুগুয়ে
গ. মেক্সিকো
ঘ. চিলি
উত্তরঃ গ. মেক্সিকো

১৮। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মধ্যে এ পর্যন্ত কতজন শান্তিতে নোবেল পুরুস্কার লাভ করে?
ক. ৪ জন
খ. ২ জন
গ. ৩ জন
ঘ. ৫ জন
উত্তরঃ ক. ৪ জন

১৯। ‘‘ওয়েলথ অব নেশনস’’ গ্রন্থটির রচয়িতা কে?
ক. কার্ল মার্কস
খ. এ্যাডাম স্মিথ
গ. রিকার্ডো
ঘ. ম্যাক্স ওয়েভার
উত্তরঃ খ. এ্যাডাম স্মিথ

২০। বিশ্বব্যাংকের অঙ্গ সংগঠন নয় কোনটি?
ক. IFC
খ. IDA
গ. MIGA
ঘ. IMF
উত্তরঃ ঘ. IMF

২১। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ভূ-গর্ভস্থ গ্যাস মজুদ রয়েছে কোন দেশে?
ক. রাশিয়া
খ. যুক্তরাষ্ট্র
গ. ইরান
ঘ. কাজাখস্তান
উত্তরঃ গ. ইরান

২২। যুক্তরাষ্ট্রের ব্যবহৃত ‘‘মানাস’’ বিমানঘাটি অবস্থিত?
ক. কিরঘিস্তান
খ. উজবেকিস্তান
গ. তাজিকিস্তান
ঘ. র্তুমেনিস্তান
উত্তরঃ ক. কিরঘিস্তান

২৩। বিশ্ব পরিবেশ দিবস ২০০৯-এর স্বাগতিক শহর কোনটি?
ক. আটলান্টা, কানাডা
খ. মেক্সিকো সিটি
গ. জেনেভা, সুইজারল্যান্ড
ঘ. লিসবন, পর্তুগাল
উত্তরঃ খ. মেক্সিকো সিটি

২৪। রেজা মোহাম্মদ শাহ পাহলভী কোন দেশের ছিলেন?
ক. সৌদী আরব
খ. ইরাক
গ. আফগানিস্তান
ঘ. ইরান
উত্তরঃ ঘ. ইরান

২৫। সভ্যতার ইতিহাসে ফিনিশীয়দের সবচেয়ে বড় অবদান-
ক. মুদার প্রচলন
খ. বর্নমালার উদ্ভব
গ. চিত্রলেখা
ঘ. আগ্নেয়াস্ত্র
উত্তরঃ খ. বর্নমালার উদ্ভব

No comments:

Post a Comment