G

বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ ভর্তি প্রস্তুতি মডেল টেস্ট-৯

University Admission Test
ভার্সিটি ভর্তি প্রস্তুতি
প্রশ্ন সেট-৯

সময়ঃ ৫৫ মিনিট পূর্ণমানঃ ১২০

সাধারণ জ্ঞান
General Knowledge in Bangla
বাংলা
১। নষ্ট হওয়া স্বভাব যার- এক কথায় কী হবে?
ক. অবিনশ্বর
খ. নশ্বর
গ. নষ্টস্বভাব
ঘ. বিনষ্ট
উত্তরঃ খ. নশ্বর

২। কোন বাক্যে অনন্বয়ী অব্যয় রয়েছে?
ক. তাকে দিয়ে এ কাজ হবে না
খ. বৃষ্টি পড়ে ঝমঝম
গ. উঃ বড্ড লেগেছে
ঘ. তুমি ভাল ছাত্র, তাই সবাই তোমাকে ভালবাসে
উত্তরঃ গ. উঃ বড্ড লেগেছে

৩। নিচের কোনটি বিদেশী ধাতু?
ক. টান্
খ. কথ্
গ. বাধ্
ঘ. হারা
উত্তরঃ ক. টান্

৪। স্বপ্নে তব কূললক্ষ্ণী, কয়ে দিলা পরে- কে কবিকে বলে দিলেন?
ক. মা
খ. মাতা রুপে মাতৃভূমি
গ. বাংলা ভাষার অধিষ্ঠাত্রী দেবী
ঘ. উপরের কোনটিই নয়।
উত্তরঃ গ. বাংলা ভাষার অধিষ্ঠাত্রী দেবী

৫। কার ক্ষেতে ধান খেয়েছি যে, আমাকে এর মধ্যে পুরিলে?- এটি কার উক্তি?
ক. মৃত্যুঞ্জয়
খ. বিলাসী
গ. কমলাকান্ত
ঘ. প্রসন্ন গোয়ালিনী
উত্তরঃ গ. কমলাকান্ত

৬। অম্বু শব্দের অর্থ কোনটি?
ক. মেঘ
খ. সমুদ্র
গ. পানি
ঘ. পাথর
উত্তরঃ গ. পানি

৭। ধ্বনি বিপর্যয়ের উদাহারণ নয় কোনটি?
ক. রিকসা > রিসকা
খ. পিশাচ > পিচাশ
গ. লাফ > ফাল
ঘ. জানালা > জানলা
উত্তরঃ ঘ. জানালা > জানলা

৮। কোন দুটি বর্ণের সংযোগে ‘‘ষ্ণ’’ বর্ণটি গঠিত হয়েছে?
ক. ষ + ঞ
খ. ষ + ম
গ. ষ + ণ
ঘ. ষ + ষ
উত্তরঃ গ. ষ + ণ

৯। বাংলা সাহিত্যে ছন্দের জাদুকর বলা হয় কাকে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. সুকুমার রায়
গ. সত্যেন্দ্রনাথ দত্ত
ঘ. কামিনী রায়
উত্তরঃ গ. সত্যেন্দ্রনাথ দত্ত

১০। কুহেলি শব্দের অর্থ কি?
ক. সুর
খ. পাখি
গ. গান
ঘ. কুয়াশা
উত্তরঃ ঘ. কুয়াশা

১১। ‘‘আঠারো বছর বয়স’’ কবিতাটি কোন ছন্দে লেখা?
ক. মাত্রাবৃত্ত
খ. অক্ষরবৃত্ত
গ. ছন্দবৃত্ত
ঘ. অমিত্রাক্ষর ছন্দ
উত্তরঃ ক. মাত্রাবৃত্ত

১২। আমার পূর্ব বাংলা কবিতায় কেমন কালো চুলের উল্লেখ আছে?
ক. আবলুশের মত
খ. মেঘের মত
গ. অন্ধকারের মত
ঘ. কাকের চোখের মত
উত্তরঃ ঘ. কাকের চোখের মত

১৩। প্রবচন কোন সমাস?
ক. বহুব্রীহি
খ. তৎপরুষ
গ. অব্যয়ীভাব
ঘ. প্রাদি
উত্তরঃ ঘ. প্রাদি

১৪। কোনটি অপত্যার্থে গঠিত তদ্ধিতান্ত পদ?
ক. দাশরথি
খ. আগ্নেয়
গ. সভ্য
ঘ. শিশু
উত্তরঃ ক. দাশরথি

১৫। কোন বাক্যটিতে নিমিতার্থে চতুর্থী বিভক্তির প্রয়োগ দেখানো হয়েছে?
ক. তেলাপোকাকে ভয় পাই
খ. ভিক্ষুককে দান কর
গ. তাকে ডেনে আন
ঘ. বেলা যে পড়ে এল জলকে চল
উত্তরঃ ঘ. বেলা যে পড়ে এল জলকে চল

১৬। নিচের কোনটি বিসর্গ সন্ধি গঠিত শব্দ?
ক. নমস্কার
খ. সংবাদ
গ. পর্যন্ত
ঘ. বৃহস্পতি
উত্তরঃ ক. নমস্কার

১৭। বাঘার্স অব ক্যালে- অমর কীর্তিটি কার সৃষ্টি?
ক. ভিক্টর হুগো
খ. বালজাক
গ. বার্নার্ড শ্
ঘ. ফ্রাসোয়া রোঁদ্যা
উত্তরঃ ঘ. ফ্রাসোয়া রোঁদ্যা

১৮। হৈমন্তীর ছবির পশ্চাৎপটে কি ঝোলানো ছিল?
ক. গালিচা
খ. শতরঞ্চ
গ. মানচিত্র
ঘ. ছবি
উত্তরঃ খ. শতরঞ্চ

১৯। কোনটি শুদ্ধ শব্দ গুচ্ছ?
ক. সমিচীন, হরীতকী, বাল্মীকি
খ. সমীচিন, হরিতকী, বাল্মিকী
গ. সমিচীন, হরিতকী, বাল্মিকি
ঘ. সমিচিন, হরিতকি, চাল্মিকী
উত্তরঃ ক. সমিচীন, হরীতকী, বাল্মীকি

২০। বালতি শব্দটি কোন ভাষা থেকে বাংলায় এসেছে?
ক. হিন্দি
খ. তুর্কী
গ. পর্তুগিজ
ঘ. ফারসি
উত্তরঃ গ. পর্তুগিজ

২১। বাগধারা ব্যকরণের কোন অংশে আলোচিত হয়?
ক. রূপতত্ত্ব
খ. ধ্বনিতত্ত্ব
গ. অর্থতত্ত্ব
ঘ. বাক্যতত্ত্ব
উত্তরঃ ঘ. বাক্যতত্ত্ব

২২। কোনটি ক্রিয়াজত অনুসর্গ?
ক. থেকে
খ. নিমিত্ত
গ. কর্তৃক
ঘ. দ্বারা
উত্তরঃ গ. কর্তৃক

২৩। বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় কতদিন যাবৎ শয্যাগত ছিল?
ক. এক মাস
খ. দেড় মাস
গ. দুই মাস
ঘ. তিন মাস
উত্তরঃ খ. দেড় মাস

২৪। কোন দেশের নারীরা ছাতা ব্যবহারের অধিকারী ছিলেন না?
ক. তুরস্ক
খ. ইরাক
গ. ইরান
ঘ. মিশর
উত্তরঃ গ. ইরান

২৫। তুচ্ছার্থক বা ঘনিষ্ঠার্থক মধ্যম পুরুষের ভবিষ্যৎ কালের অনুজ্ঞার চলিত রীতির বিভক্তি কোনটি?
ক. -ইস
খ. - স
গ. - ও
ঘ. - ইও
উত্তরঃ খ. - স

ইংরেজি সাধারণ জ্ঞান
General Knowledge in
English
Read the following passage and answer questions 1 to 5.
Development plans have tended to concentrate on industrial investment. The growth of industry depends, however, on concomitant development in agriculture. A steady rise in productivity on the farms, where in almost all low-income countries a majority of the labor force works, is an essential condition of rapid over-all growth. Satisfactory development of agriculture is also necessary to provide an adequate market for an expanding industrial sector and to feed the growing urban population without burdening the balance of payments with heavy food imports. Diminishing surpluses in the high-income countries underline the need for a faster growth of agricultural productivity in low-income countries. Success in this should, moreover, lead to greater trade in agricultural products among the low-income countries themselves as well as to increased exports of some agricultural products to the high-income countries.

1. The passage states that participation of high-income countries should be limited to
A. 10 percent of their GNP
B. a supporting role
C. regulations stipulated by GATT
D. what low-income countries can absorb
Answer: B. a supporting role

2. People will be motivated to work if they are offered
A. social equality
B. better working conditions
C. more money
D. shorter hours
Answer: A. social equality

3. The word “Satisfactory” is a/an
A. noun
B. adjective
C. adverb
D. verb
Answer: B. adjective

4. Which of the following is mentioned for its influence upon the rate of economic growth?
A. an efficient financial and fiscal system
B. a trade surplus
C. a democratic government
D. little reliance upon foreign aid
Answer: A. an efficient financial and fiscal system

5. Industrial growth depends upon a parallel growth of the
A. labor force
B. agricultural system
C. balance of payments
D. urban population
Answer: B. agricultural system

6. The solitary’s scientist ___________ by himself has in many instances been replaced by a cooperative scientific team.
A. to make important discoveries
B. important discoveries were made
C. has made important discoveries
D. making important discoveries
Answer: D. making important discoveries

7. Not until Jenner developed the first anti-smallpox serum in 1796 ____ against this terrible disease.
A. protection was
B. protection was given
C. it was protected
D. was there protection
Answer: D. was there protection

8. The girls_____ a game called ‘bomb’ for almost ten minutes when the teacher suddenly ________ the classroom.
A. have played, will enter
B. were playing, entered
C. had been playing, entered
D. played, was entering
Answer: C. had been playing, entered

9. I can agree ___ you ____ this point but I cannot agree ____ his proposal.
A. with, on, to
B. with, in, with
C. to, on, with
D. with, to, on
Answer: A. with, on, to

10. The opposition failed to ¬¬¬¬¬__________ the ruling party’s philosophy.
A. fall in with
B. fall down
C. fall flat on
D. carry down
Answer: A. fall in with

11. There are six types of flamingos, all __________ have long legs, necks that curve sharply.
A. of them
B. that
C. of which
D. they
Answer: C. of which

Find the antonym of the capitalized words (Question 12-13)
12. MOLLIFY:
A. acquit
B. forbid
C. embarrass
D. provoke
Answer: D. provoke

13. EVACUATE:
A. desert
B. fill up
C. melt down
D. neutralize
Answer: B. fill up

14. When vigorous exercise, muscles require a much greater amount of oxygen than when they are at rest.
A.
B.
C.
D.
Answer: A.

15. “Jocund company” in Wordsworth’s “I Wandered Lonely As a Cloud” refers to-
A. a friend
B. a group of men who stood by
C. waves
D. daffodils
Answer: A. a friend

16. According to your text, Under the banyan tree depicts the following sentence.
“The rest of his life was one great consummate silence”. Here consummate means-
A. starts
B. slight
C. complete
D. full
Answer: C. complete

17. Weather in north is not ____ it is near Equator.
A. like humid as
B. as humid as
C. humid as
D. so humid that
Answer: B. as humid as

18. If an area is off limits to cars, it means that
A. speeding is forbidden in that area
B. the area is too far away for cars
C. it is forbidden for cars to enter that area
D. it is easy for cars to go there
Answer: C. it is forbidden for cars to enter that area

19. The number of people jogging in the Ramna Park, in the playgrounds, and even in the streets, is at least five times what they were a mere two years ago
A. is at least five times what they were
B. are at least five times what they were
C. is at least five times what it was
D. are at least five times what it was
Answer: C. is at least five times what it was

20. We have postponed _________ anyone the news until after New Year.
A. to tell
B. to be telling
C. telling
D. will tell
Answer: C. telling

21. More than any animal, the wolverine exemplifies the unbridled ferocity of “nature red in tooth and claw. ”
A. More than any animal
B. More than any other animal
C. More than another animal
D. Unlike any animal
Answer: B. More than any other animal

22. She needs to find________
A. a job
B. a work
C. work
D. A+C
Answer: D. A+C

23. An unexpected stroke of good luck
A. Fortune
B. Windfall
C. Boon
D. Breakthrough
Answer: B. Windfall

24. If the debate between the two Parliament members has heated up, then the debate is
A. intensifying
B. friendly
C. softening
D. satisfactory
Answer: A. intensifying

25. No other question is easier for students, who are likely to face University examination, to solve parallelism problem and to answer analogy correctly and in the easy way.
A. to solve parallelism problem and to answer analogy correctly and in the easy way.
B. to solve parallelism problem and to answer analogy correctly and easily.
C. to solve parallelism problem than to answer analogy problem correctly and easily.
D. to solve both parallelism and analogy problem easily and correctly.
Answer: C. to solve parallelism problem than to answer analogy problem correctly and easily.

General Knowledge about Bangladesh Affairs andGeneral Knowledge about International Affairs
সাধারণ জ্ঞান
বাংলাদেশ এবংআন্তর্জাতিকবিষয়াবলী
১। প্রথম সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন কতটি ছিল?
ক. ১৫ টি
খ. ২৫ টি
গ. ৩০ টি
ঘ. ৪৫ টি
উত্তরঃ ক. ১৫ টি

২। বিশেষ ক্ষমতা আইন প্রণয়ন হয় কত সালে?
ক. ১৯৯৮ সালে
খ. ১৯৯১ সালে
গ. ১৯৭৫ সালে
ঘ. ১৯৯৪ সালে
উত্তরঃ ঘ. ১৯৯৪ সালে

৩। বাংলাদেশের সর্বনিম্ন প্রশাসনিক স্তর কোনটি?
ক. জেলা পরিষদ
খ. উপজেলা পরিষদ
গ. ইউনিয়ন পরিষদ
ঘ. বিভাগ
উত্তরঃ গ. ইউনিয়ন পরিষদ

৪। জাতীয় সংসদে কোরামের জন্য কতজন সদস্যের উপস্থিতির প্রয়োজন হয়?
ক. ৯০
খ. ৭৫
গ. ৬০
ঘ. ৫০
উত্তরঃ গ. ৬০

৫। বাংলাদেশের সংবিধান কার্যকর হয়-
ক. ১৬ ডিসেম্বর, ১৯৭১
খ. ১৪ ডিসেম্বর, ১৯৭২
গ. ৪ নভেম্বর, ১৯৭২
ঘ. ১৬ ডিসেম্বর, ১৯৭২
উত্তরঃ ঘ. ১৬ ডিসেম্বর, ১৯৭২

৬। বাংলাদেশ প্রথম কোন আন্তর্জাতিক সংস্থায় সদস্যপদ লাভ করে?
ক. জাতিসংঘ
খ. আই. এল. ও
গ. ও. আই. সি
ঘ. কমনওয়েলথ
উত্তরঃ ঘ. কমনওয়েলথ

৭। বাংলাদেশে খেতাব প্রাপ্ত মহিলা মুক্তিযোদ্ধা কত জন?
ক. ১ জন
খ. ২ জন
গ. ৩ জন
ঘ. একজনও না
উত্তরঃ খ. ২ জন

৮। আফ্রিকা ও ইউরোপকে বিভক্ত করেছে-
ক. ডোভার প্রণালী
খ. জিব্রাল্টার প্রণালী
গ. বেরিং প্রণালী
ঘ. পাক প্রণালী
উত্তরঃ খ. জিব্রাল্টার প্রণালী

৯। Stop Genocide প্রামাণ্য চলচ্চিত্রটি কে তৈরী করেন?
ক. খান আতাউর রহমান
খ. জহির রায়হান
গ. সুভাষ দত্ত
ঘ. আমজাদ হোসেন
উত্তরঃ খ. জহির রায়হান

১০। ‘‘ভাটিয়ালী’’ বাংলাদেশের কোন অঞ্চলের গান?
ক. রংপুর
খ. ময়মনসিংহ
গ. রাজশাহী
ঘ. সিলেট
উত্তরঃ খ. ময়মনসিংহ

১১। ইসলামী উন্নয়ন ব্যাংক (IDB) কোন বছর প্রতিষ্ঠি হয়?
ক. ১৯৭২ সালে
খ. ১৯৭৩ সালে
গ. ১৯৭৪ সালে
ঘ. ১৯৭৫ সালে
উত্তরঃ খ. ১৯৭৩ সালে

১২। ফরাসী বিপ্লবের স্লোগান কী ছিল?
ক. সকলের জন্য স্বাধীনতা
খ. সব মানুষ সমান
গ. মৈত্রী স্বাধীনতা
ঘ. স্বাধীনতা সাম্য ভ্রাতৃত্ব
উত্তরঃ ঘ. স্বাধীনতা সাম্য ভ্রাতৃত্ব

১৩। রাশিয়ার প্রাক্তন জারদের বাসভবন এর নাম কি ছিল?
ক. ক্রেমলিন
খ. রেড স্কোয়ার
গ. এসকুরিয়েল
ঘ. নটরডেম
উত্তরঃ ক. ক্রেমলিন

১৪। লেইসে ফেয়ার নীতির প্রবক্তা কে?
ক. জে এস মিল
খ. ডেভিড রিকার্জে
গ. এডাম স্মিথ
ঘ. জে এম কিন্ম
উত্তরঃ ক. জে এস মিল

১৫। ভ্যাটিকান কোন শহরের পাশে অবস্থিত?
ক. রিত্ত ডি জেনিরো
খ. রোম
গ. এলেনস
ঘ. বৈরুত
উত্তরঃ খ. রোম

বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ ভর্তি প্রস্তুতি মডেল টেস্ট-৯ 🎓 University Admission Test 2023

১৬। সার্ক কৃষি তথ্য কেন্দ্র (SAIC) কোথায় অবস্থিত?
ক. ঢাকা
খ. নয়াদিল্লী
গ. কাঠমুন্ডু
ঘ. ক্যান্ডি
উত্তরঃ ক. ঢাকা

১৭। কোন Treaty এর মধ্য দিয়ে ইউরো মুদ্রা চালু হয়?
ক. Fouchat treaty
খ. Treaty of Amsterdam
গ. Rome treaty
ঘ. Maastricht treaty
উত্তরঃ ঘ. Maastricht treaty

১৮। তালুইগাছা সীমান্ত কোন জেলায় অবস্থিত?
ক. সাতক্ষীরা
খ. কুড়িগ্রাম
গ. ময়মনসিংহ
ঘ. সিলেট
উত্তরঃ ক. সাতক্ষীরা

১৯। বাংলাদেশ রাইফেলস (BDR)-এর প্রস্তাবিত নতুন নাম কি?
ক. বর্ডার ফোর্স অব বাংলাদেশ
খ. বাংলাদেশ সিকিউরিটি গার্ড
গ. বর্ডার গার্ডস অব বাংলাদেশ
ঘ. আমর্ড ফোর্সেস অব বাংলাদেশ বর্ডার
উত্তরঃ গ. বর্ডার গার্ডস অব বাংলাদেশ

২০। ঢাকার মিরপুরে অবস্থিত ‘‘কিংবদন্তী’’ ভাস্কর্যের স্থপতি কে?
ক. ভাস্কর রাশা
খ. মৃণাল হক
গ. হামিদুজ্জামান খান
ঘ. শামীম সিকদার
উত্তরঃ গ. হামিদুজ্জামান খান

২১। জিনজিয়াং শব্দের অর্থ কি?
ক. মুক্ত ভূখন্ড
খ. নতুন ভূখন্ড
গ. সংখ্যালঘুদের ভূখন্ড
ঘ. শান্তির ভূমি
উত্তরঃ খ. নতুন ভূখন্ড

২২। ২০০৯ সালের উইম্বলডন টেনিস পুরুষ এককে চ্যাম্পিয়ন হন কে?
ক. রাফায়েল নাদাল (স্পেন)
খ. লিটন হিউইট (অষ্ট্রেলিয়া)
গ. রজার ফেদেরার (সুইজারল্যান্ড)
ঘ. অ্যান্ডি রডিক (যুক্তরাষ্ট্র)
উত্তরঃ গ. রজার ফেদেরার (সুইজারল্যান্ড)

২৩। ‘‘দি আইডিয়া অব জাস্টিস’’ গ্রন্থের লেখক কে?
ক. অরুন্ধতি রায়
খ. অমর্ত্য সেন
গ. বিল ক্লিনটন
ঘ. হিলারি ক্লিনটন
উত্তরঃ খ. অমর্ত্য সেন

২৪। বিশেষ অলিম্পিকের প্রতিষ্ঠাতা কে?
ক. ইউনিম কেনেডি শ্রিভার (যুক্তরাষ্ট্র)
খ. অ্যান্তি রডিক (যুক্তরাষ্ট্র)
গ. ডব্লিউ স্টালিং কোলে (যুক্তরাষ্ট্র)
ঘ. শান ইয়াৎ সেন (চীন)
উত্তরঃ ক. ইউনিম কেনেডি শ্রিভার (যুক্তরাষ্ট্র)

২৫। বৃটিশ ইষ্ট ইন্ডিয়া কোম্পানি কোন সালে দিউয়ানী লাভ করে?
ক. ১৭৬৫
খ. ১৭৯৩
গ. ১৭৫৭
ঘ. ১৮৫৭
উত্তরঃ ক. ১৭৬৫

২৬। কার সময়ে বঙ্গভঙ্গ ঘোষিত হয়?
ক. লর্ড কর্নওয়ালিশ
খ. লর্ড ক্লাইভ
গ. লর্ড কার্জন
ঘ. লর্ড বেন্টিঙ্ক
উত্তরঃ গ. লর্ড কার্জন

২৭। ‘‘উলফা’’ কোন অঞ্চলের সন্ত্রাসবাদী দল?
ক. ত্রিপুরা
খ. আসাম
গ. নাগাল্যান্ড
ঘ. মনিপুর
উত্তরঃ খ. আসাম

২৮। ২০০৯ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন কে?
ক. বারাক হোসেন ওবামা
খ. পল ক্রগম্যান
গ. জ্যানিয়েন কাহনেমান
ঘ. জন বিফেশ
উত্তরঃ ক. বারাক হোসেন ওবামা

২৯। চে গুয়েভারা ছিলেন-
ক. বলিভিয়ার বিপ্লবী নেতা
খ. ডাচ সঙ্গীত শিল্পী
গ. কিউবার বিপ্লবী নেতা
ঘ. উরুগুয়ের লেখক
উত্তরঃ ক. বলিভিয়ার বিপ্লবী নেতা

৩০। মাওরিরা কোন দেশের আদিবাসী?
ক. অষ্ট্রেলিয়ার
খ. নিউ জিল্যান্ডের
গ. পাপুয়া নিউগিনির
ঘ. মরিশাস
উত্তরঃ খ. নিউ জিল্যান্ডের

৩১। প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানির সম্রাট কে ছিলেন?
ক. অটোভন বিসমার্ক
খ. জার নিকোলাম
গ. দ্বিতীয় উইলিয়াম
ঘ. ক্লিমেন শো
উত্তরঃ গ. দ্বিতীয় উইলিয়াম

৩২। ‘‘ডয়েচল্যান্ড’’ বলা হয় কোন দেশকে?
ক. জার্মানি
খ. জাপান
গ. সুইজারল্যান্ড
ঘ. ডেনমার্ক
উত্তরঃ ক. জার্মানি

৩৩। JTA কোন দেশের সংবাদ সংস্থা?
ক. চীন
খ. ইসরাইল
গ. থাইল্যান্ড
ঘ. ইন্দোনেশিয়া
উত্তরঃ খ. ইসরাইল

৩৪। ‘‘নির্বাণ’’ এর ধারণা কোন ধর্মের সাথে যুক্ত?
ক. হিন্দু ধর্ম
খ. বৌদ্ধ ধর্ম
গ. খ্রিষ্ট ধর্ম
ঘ. ইহুদী ধর্ম
উত্তরঃ খ. বৌদ্ধ ধর্ম

৩৫। হিস্পানিয়া কোন দেশের জাতীয় নাম?
ক. গ্রীস
খ. যুক্তরাষ্ট্র
গ. ফ্রান্স
ঘ. স্পেন
উত্তরঃ ঘ. স্পেন

৩৬। ইন্টার ফ্যাক্স কি?
ক. মার্কিন গোয়েন্দা সংস্থা
খ. মার্কিন বার্তা সংস্থা
গ. রাশিয়ার বার্তা সংস্থা
ঘ. বৃটেনের গোয়েন্দা
উত্তরঃ ক. মার্কিন গোয়েন্দা সংস্থা

৩৭। ‘‘আলাস্কা’’ উপনিবেশটি মার্কিন যুক্তরাষ্ট্র কার কাছ থেকে ক্রয় করে?
ক. ব্রিটেন
খ. রাশিয়া
গ. ফ্রান্স
ঘ. কানাডা
উত্তরঃ খ. রাশিয়া

৩৮। বাংলাদেশের অধিবাসী নয়?
ক. রাজবংশী
খ. মগ
গ. কুকী
ঘ. মাউরি
উত্তরঃ ঘ. মাউরি

৩৯। বাংলাদেশের কোথায় সাবমেরিন ল্যান্ডিং স্টেশন করা হয়?
ক. চট্টগ্রাম
খ. সেন্ট মার্টিন
গ. কক্সবাজার
ঘ. খুলনা
উত্তরঃ গ. কক্সবাজার

৪০। ঐতিহ্যবাহী ‘‘তাজহাট জমিদার বাড়ি’’ কোথায় অবস্থিত?
ক. দিনাজপুর
খ. রংপুর
গ. বগুড়া
ঘ. টাঙ্গাইল
উত্তরঃ খ. রংপুর

৪১। পরিবেশের সাথে জীবের সম্পর্ক সম্বন্ধীয় বিদ্যার নাম কি?
ক. ফিজিওলজি
খ. ইকোলজি
গ. এনটোমলজি
ঘ. সিসমোলজি
উত্তরঃ খ. ইকোলজি

৪২। বাংলাদেশে প্রথম নিরক্ষর জেলা কোনটি?
ক. মাগুরা
খ. সাতক্ষীরা
গ. কুমিল্লা
ঘ. গাজীপুর
উত্তরঃ ক. মাগুরা

৪৩। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য গঠিত কমিশনের নাম-
ক. নাথান কমিশন
খ. খুদা কমিশন
গ. ক্যাকাল কমিশন
ঘ. মেটাকাফ কমিশন
উত্তরঃ ক. নাথান কমিশন

৪৪। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?
ক. ঢাকা
খ. ময়নামতি
গ. রাজশাহী
ঘ. সোনার গাঁ
উত্তরঃ ঘ. সোনার গাঁ

৪৫। উপমহাদেশের প্রথম সবাক চলচ্চিত্রের নাম কি?
ক. পথের প্যাচাঁলী
খ. জামাই ষষ্ঠী
গ. আলী বাবা ও চল্লিশ চোর
ঘ. মুখ ও মুখোশ
উত্তরঃ খ. জামাই ষষ্ঠী

৪৬। জাপানের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি?
ক. ইউকিত্ত হাতোইয়ামা
খ. ফিলেসন ইয়াং
গ. জুনিচিরো কুইজোমি
ঘ. উ ডেন ইয়াহ
উত্তরঃ ক. ইউকিত্ত হাতোইয়ামা

৪৭। কোনটি বিশ্ব নারী দিবস?
ক. ৮ মার্চ
খ. ৮ সেপ্টেম্বর
গ. ৮ নভেম্বর
ঘ. ৮ জানুয়ারি
উত্তরঃ ক. ৮ মার্চ

৪৮। বাংলাদেশ ও ভারত পৃথককারী আন্তর্জাতিক রেখা কোনটি?
ক. ম্যাকমোহন লাইন
খ. র‌্যাডক্লিফ লাইফ
গ. হট লাইন
ঘ. ওয়ালেস লাইন
উত্তরঃ খ. র‌্যাডক্লিফ লাইফ

৪৯। ‘‘বালি’’ কোথায় অবস্থিত?
ক. মালয়েশিয়া
খ. ইরান
গ. ইন্দোনেশিয়া
ঘ. সুদান
উত্তরঃ গ. ইন্দোনেশিয়া

৫০। এশিয়ার প্রথম নারী প্রেসিডেন্টের নাম কি?
ক. চ্যাং স্যাং
খ. গ্লোরিয়া ম্যাকা পাগাল
গ. কোরাজান অ্যাকুইনো
ঘ. মেসবতী সুকর্ণ পুত্রী
উত্তরঃ গ. কোরাজান অ্যাকুইনো

No comments:

Post a Comment