G

HSC অর্থনীতি ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর দিনাজপুর বোর্ড pdf download

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Economics 1st Paper MCQ with Answer. HSC Economics 1st Paper (mcq) Multiple Choice Question Answers Dinajpur Board 2019 pdf download.

দিনাজপুর বোর্ড
অর্থনীতি ১ম পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
বিষয় কোড: [১০৯]

সময়: ৩০ মিনিট        পূর্ণমান: ৩০
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]

HSC Economics 1st Paper
Board Question Solution
MCQ
Question and Answer

১. শূন্য স্থিতিস্থাপকতার ক্ষেত্রে যোগানরেখার আকৃতি হবে-
[ক] ভূমি অক্ষের সমান্তরাল
[খ] লম্ব অক্ষের সমান্তরাল
[গ] বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী
[ঘ] বাম থেকে ডান দিকে নিম্নগামী

২. TFC ও TVC এর সমষ্টিকে কী বলা হয়?
[ক] AC
[খ] MC
[গ] TC
[ঘ] VC

৩. মাত্রাগত উৎপাদন বিধির ক্ষেত্রে-
[ক] কিছু উপকরণ স্থির ও কিছু উপকরণ পরিবর্তনীয় হয়
[খ] একটি উপকরণ বাড়ানো হয়, যখন অন্য উপকরণ স্থির থাকে
[গ] সকল উপকরণ পরিবর্তনীয় হয়
[ঘ] একটি উপকরণ স্থির ও অন্যান্য উপকরণ পরিবর্তনীয় হয়

নিচের চিত্রটি লক্ষ কর এবং ৪ ও ৫নং প্রশ্নের উত্তর দাও :

৪. KL রেখার ঢাল কত?
[ক] -২
[খ] ১/২
[গ] -১/২
[ঘ] ২

৫. রেখাটি সমান্তরালভাবে ডানে স্থানান্তরিত হলে ঢালের মান-
[ক] বাড়বে
[খ] কমবে
[গ] স্থির থাকবে
[ঘ] শূন্য হবে

৬. পর্যায়গত উপযোগ ধারণা ব্যাখ্যা করেন কোন অর্থনীতিবিদ?
[ক] জে, আর হিক্স
[খ] মার্শাল
[গ] ওয়ালরাস
[ঘ] জেভনস্

৭. যে বাজারে একজন ক্রেতা এবং একজন বিক্রেতা বিদ্যমান সেই বাজারকে কী বলে?
[ক] ডুয়োপলি
[খ] অলিগোপলি
[গ] ডুয়োপসনি
[ঘ] দ্বি-পাক্ষিক একচেটিয়া বাজার

৮. পূর্ণপ্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালে কোনো ফার্ম ভারসাম্য অবস্থায়-
i. অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
ii. স্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
iii. ন্যূনতম ক্ষতি স্বীকার করে উৎপাদন করতে পারে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯. শ্রমের দক্ষতার সূত্র কোনটি?
[ক] সময় উৎপাদনের পরিমাণ
[খ] উৎপাদনের পরিমাণ সময়
[গ] উৎপাদনের পরিমাণ উপকরণের পরিমাণ
[ঘ] উপকরণের পরিমাণ সময়

নিচের ছকটি লক্ষ কর এবং ১০ ও ১১নং প্রশ্নের উত্তর দাও :
শ্রম মোট উৎপাদন
১ একক ২০ একক
২ একক ৩৬ একক
৩ একক ৪৮ একক
৪ একক ৫৬ একক

১০. চতুর্থ একক শ্রমের প্রান্তিক উৎপাদন কত?
[ক] ৮ একক
[খ] ১২ একক
[গ] ১৬ একক
[ঘ] ২০ একক

১১. উদ্দীপকে-
[ক] প্রান্তিক উৎপাদন ক্রমবর্ধমান
[খ] প্রান্তিক উৎপাদন স্থির
[গ] প্রান্তিক উৎপাদন ক্রমহ্রাসমান
[ঘ] প্রান্তিক উৎপাদন ঋণাত্মক

১২. একই পেশায় মজুরি হারের পার্থক্যের কারণ-
i. শিক্ষাগত যোগ্যতা
ii. দক্ষতার পার্থক্য
iii. শারীরিক যোগ্যতা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৩. যে মূলধন একাধিক উৎপাদন কার্যে ব্যবহৃত হয় তাকে কী বলে?
[ক] চলতি মূলধন
[খ] ভাসমান মূলধন
[গ] নিমজ্জমান মূলধন
[ঘ] স্থায়ী মূলধন

১৪. মূলধনের বৈশিষ্ট্য কোনটি?
[ক] মূলধন প্রকৃতি প্রদত্ত ও উৎপাদনশীল
[খ] মূলধন মানবসৃষ্ট ও পুনরায় উৎপাদনে ব্যবহৃত হয়
[গ] মূলধন জীবন্ত সত্তা ও পুনরায় উৎপাদনে ব্যবহৃত হয়
[ঘ] মূলধন উৎপাদনক্ষেত্রের সকল উপকরণের সমন্বয় সাধন করে উৎপাদন বৃদ্ধি করে

১৫. চুক্তিবদ্ধ খাজনার অপর নাম কী?
[ক] নিম খাজনা
[খ] নিট খাজনা
[গ] মোট খাজনা
[ঘ] অর্থনৈতিক খাজনা

১৬. মূলধন সরবরাহ না করেও কোনো ব্যক্তি অংশীদারি ব্যবসায়ের সদস্য হতে হলে কিসের প্রয়োজন হয়?
[ক] দক্ষতার
[খ] অভিজ্ঞতার
[গ] সুনামের
[ঘ] অংশীদারদের সম্মতির

HSC অর্থনীতি ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর (দিনাজপুর বোর্ড ২০১৯)

১৭. CCA কী?
[ক] Capital Consumption Allowance
[খ] Cost of Capital in Average
[গ] Cost of Capital Assumed
[ঘ] Current Cost of Administration

১৮. বদ্ধ অর্থনীতির ক্ষেত্রে-
i. GNP = GDP
ii. X-M অনুপস্থিত
iii. GNP > GDP

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ১৯ ও ২০নং প্রশ্নের উত্তর দাও :

১৯. চিত্রানুসারে জমির খাজনার পরিমাণ হলো-
[ক] ১৫ টাকা
[খ] ৭৫ টাকা
[গ] ১৫০ টাকা
[ঘ] ২২৫ টাকা

২০. জমির চাহিদা রেখা G বিন্দুতে DD1 এর সমান্তরাল হলে মোট খাজনার উপর কী প্রভাব পড়বে?
[ক] ৫ টাকা হ্রাস পাবে
[খ] ৫ টাকা বৃদ্ধি পাবে
[গ] ৭৫ টাকা হ্রাস পাবে
[ঘ] ৭৫ টাকা বৃদ্ধি পাবে

২১. সসীম বিহিত মুদ্রা কোনটি?
[ক] ০.৫ টাকা
[খ] ১০ টাকা
[গ] ২০ টাকা
[ঘ] ৫০ টাকা

২২. অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. দামস্তর দ্বিগুণ হবে
ii. দামস্তর চারগুণ হবে
iii. অর্থের মূল্য অর্ধেক হবে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৩. ব্যবহারের মাধ্যমে যখন দ্রব্যের উপযোগ নিঃশেষ করা হয়, তখন তাকে বলে-
[ক] ভোগ
[খ] সঞ্চয়
[গ] বিনিয়োগ
[ঘ] সরকারি ব্যয়

২৪. ব্যয় পদ্ধতিতে জাতীয় আয় কী?
[ক] ভোগ + সঞ্চয় + বিনিয়োগ + নিট রপ্তানি
[খ] ভোগ + বিনিয়োগ + সরকারি ব্যয় + নিট রপ্তানি
[গ] বিনিয়োগ + মুনাফা + সরকারি ব্যয় + নিট রপ্তানি
[ঘ] মুনাফা + সরকারি ব্যয় + ভোগ + নিট রপ্তানি

২৫. একটি পাবলিক লিমিটেড কোম্পানিতে কতজন সদস্য থাকে?
[ক] ২ থেকে ২০ জন
[খ] ২০ থেকে ৫০ জন
[গ] ২ থেকে অসংখ্য
[ঘ] ৭ থেকে অসংখ্য

২৬. ‘অর্থনীতি হলো নির্বাচনের বিজ্ঞান’-কে বলেছেন?
[ক] বেনহাম
[খ] স্যামুয়েলসন
[গ] কার্ল মার্কস
[ঘ] এল, রবিন্স

২৭. মুক্ত বাজার অর্থনীতিতে দ্রব্যসামগ্রীর দাম নির্ধারিত হয়-
i. বাজার চাহিদা ও যোগানের যৌথ ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে
ii. স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার দ্বারা
iii. কেন্দ্রীয় কর্তৃপক্ষের নির্দেশে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

২৮. সমাজে মর্যাদা বৃদ্ধি পায় কোন দ্রব্য ভোগের মাধ্যমে?
[ক] গিফেন দ্রব্য
[খ] ভেবলেন দ্রব্য
[গ] নিত্য দ্রব্য
[ঘ] প্রয়োজনীয় দ্রব্য

নিচের উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০নং প্রশ্নের উত্তর দাও :

২৯. যদি ‘X’ দ্রব্যের তুলনায় ‘Y’ দ্রব্যের প্রয়োজন বেশি হয়, তবে উদ্দীপকের কোন বিন্দুতে উৎপাদনকারী সর্বোচ্চ উৎপাদনকারী সর্বোচ্চ উৎাদন করবে?
[ক] A
[খ] P
[গ] Q
[ঘ] R

৩০. উদ্দীপকের ‘C’ বিন্দুতে কী নির্দেশ করে?
[ক] অপূর্ণ নিয়োগ ও অধিক উৎপাদন
[খ] পূর্ণ নিয়োগ ও অধিক উৎপাদন
[গ] সম্পদের অপূর্ণ ব্যবহার ও বেকারত্ব
[ঘ] সম্পদের পূর্ণ ব্যবহার ও বেকারত্ব

উত্তরমালা: ১ [খ] ২ [গ] ৩ [গ] ৪ [গ] ৫ [গ] ৬ [ক] ৭ [ঘ] ৮ [ঘ] ৯ [খ] ১০ [ক] ১১ [গ] ১২ [ঘ] ১৩ [খ] ১৪ [খ] ১৫ গ ১৬ [গ] ১৭ [ক] ১৮ [ক] ১৯ [খ] ২০ [ঘ] ২১ [ক] ২২ [খ] ২৩ [ক] ২৪ [খ] ২৫ [ঘ] ২৬ [খ] ২৭ [ক] ২৮ [খ] ২৯ [ক] ৩০ [গ]
 

1 comment: