G

HSC কৃষিশিক্ষা ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ১

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC agriculture 1st Paper mcq question and answer. HSC agriculture 1st Paper mcq Questions pdf download. HSC Krishi Shikkha 1st paper mcq pdf.

উচ্চ মাধ্যমিক
কৃষিশিক্ষা
প্রথম পত্র

বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-১

HSC Agriculture 1st Paper
MCQ
question and answer pdf download

১. কৃষি তথ্য সার্ভিসের সদর দপ্তর কোথায় অবস্থিত?
[ক] জয়দেবপুর
[খ] মহাখালী
[গ] ধানমন্ডি
✅ খামারবাড়ি

২. বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়?
[ক] ১৯৫৭
✅ ১৯৬১
[গ] ১৯৬৫
[ঘ] ১৯৯৯

৩. BARI-এর প্রধান কার্যালয় কোথায়?
[ক] জয়দেবপুর
[খ] মহাখালী
[গ] ধানম--
✅ গাজীপুর

৪. নিচের কোনটি দানাজাতীয় ফসল?
[ক] সূর্যমুখী
✅ কাউন
[গ] শনপাট
[ঘ] মেস্তা

৫. ফসলের নতুন নতুন জাত উদ্ভাবন ও উন্নয়ন সাধনের কাজ করে নিচের কোন প্রতিষ্ঠানটি?
✅ RARI
[খ] BINA
[গ] BARC
[ঘ] BRRI

৬. নিচের কোন প্রতিষ্ঠান কৃষক সভার আয়োজন করে?
✅ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর
[খ] বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন
[গ] বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল
[ঘ] বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট

নিচের ছকটি লক্ষ কর এবং ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দাও:

৭. উদ্দীপকে '?' চিহ্ন দ্বারা কোন ফসলকে বুঝানো হয়েছে?
[ক] তুলা
[খ] আখ
✅ বেগুন
[ঘ] পাট

৮. উদ্দীপকে উলি­খিত ফসলটির বৈশিষ্ট্য—
i. নিচু ও মাঝারি নিচু জমিতে চাষ করা হয়
ii. প্রতিটি গাছের নিবিড় যত্নের প্রয়োজন
iii. সমস্ত ফসল একত্রে সংগ্রহ করা হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯. পাটকে মাঠ ফসল বলার কারণ-
[ক] ফসলের নিবিড় যত্নের প্রয়োজন হয়
[খ] ফসলের লাভ ও ব্যয়ের অনুপাত বেশি হয়
✅ সমস্ত ফসল একত্রে পরিপক্ব ও সংগ্রহ করা হয়
[ঘ] ফসলের মূল্য মৌসুমের শুরুতে বেশি হয়

১০. ফসল ও অন্যান্য কৃষিজ সম্পদ উৎপাদনের বিজ্ঞানসম্মত পদ্ধতিকে কী বলে?
✅ কৃষি
[খ] কৃষি সেবা
[গ] কৃষি প্রযুক্তি
[ঘ] গবেষণা

১১. বিশ্বের সবচেয়ে পুরনো ও বৃহত্তম শিল্প কোনটি?
[ক] কুটির শিল্প
[খ] চামড়া শিল্প
✅ কৃষিশিল্প
[ঘ] খনিজ শিল্প

১২. খাদ্য নিরাপত্তা বিষয়টি সরাসরি কিসের সঙ্গে সম্পর্কযুক্ত?
[ক] কৃষি অর্থনীতি
✅ কৃষি উন্নয়ন
[গ] কৃষি অবকাঠামো
[ঘ] কৃষি ব্যবস্থাপনা

১৩. মাঠ ফসলের বৈশিষ্ট্য হলো-
i. একবর্ষজীবী ফসল
ii. সেচ ছাড়াই অনেক ফসল চাষ করা যায়
iii. নিচু ও মাঝারি নিচু জমিতে চাষ করা হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাও:
জববার হাওলাদার একজন সবজি চাষি। তিনি তার বাড়ির পাশের জমিতে ফুলকপি, পালংশাক ও টমেটোর চাষ করেন। এতে তিনি লাভবান হন।

১৪. উদ্দীপকের ফসলগুলোর ধরন কেমন?
[ক] মাঠ ফসল
✅ উদ্যান ফসল
[গ] মূল জাতীয় ফসল
[ঘ] কন্দ জাতীয় ফসল

১৫. উদ্দীপকের ফসলগুলোর বৈশিষ্ট্য হলো-
i. সাধারণত এরা বহুবর্ষজীবী
ii. উৎপাদন খরচ বেশি
iii. বীজ সারিবদ্ধভাবে বপন করা হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৬. বাংলাদেশের শতকরা কতভাগ মানুষ কৃষির উপর নির্ভরশীল?
[ক] ৬০
[খ] ৭০
✅ ৮০
[ঘ] ৯০

১৭. কৃষক সভার মূল উদ্দেশ্য কী?
✅ কৃষি উৎপাদন বৃদ্ধি
[খ] কৃষি জমির পরিমাণ বৃদ্ধি
[গ] কৃষকের সংখ্যা বৃদ্ধি
[ঘ] কৃষকদের অভিজ্ঞতা বৃদ্ধি

১৮. বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অনুষদ কতটি?
[ক] ৫টি
[খ] ৭টি
✅ ৬টি
[ঘ] ৮টি

১৯. বাংলাদেশে কৃষি গবেষণা প্রতিষ্ঠান হলো-
i. BARC
ii. BRRI
iii. CRRI

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ২০ ও ২১ নং প্রশ্নের উত্তর দাও:
ওহি গাজীপুরের জয়দেবপুর এলাকায় একটি গবেষণা প্রতিষ্ঠানে যায়। সেখানে জাতীয় কৃষি গবেষণা সিস্টেমের অন্যতম প্রধান অংশ হিসেবে ধান উৎপাদন সংশিস্নষ্ট গবেষণা ও উন্নয়ন কাজ হয়ে থাকে।

২০. উদ্দীপকের প্রতিষ্ঠানটির নাম কী?
[ক] RARI
[খ] BINA
[গ] BARC
✅ BRRI

২১. উদ্দীপকের প্রতিষ্ঠানটির কাজ হলো-
i. মৌসুম ভিত্তিক ধানের স্বল্পমেয়াদি জাত উদ্ভাবন করা
ii. লবণাক্ততা সহনশীল জাত কৃষকদের মাঝে সম্প্রসারণ
iii. উন্নত প্রযুক্তি কৃষকদের মাঝে সম্প্রসারণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২২. বাংলাদেশের মোট জনসংখ্যার শতকরা কত ভাগ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির সঙ্গে জড়িত?
✅ ৬২
[খ] ৫৫
[গ] ৬৬
[ঘ] ৮৬

২৩. বাংলাদেশে কৃষির উপখাতগুলো হচ্ছে-
i. প্রাণিসম্পদ
ii. শস্য
iii. বন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৪. মাঠ ফসলের বৈশিষ্ট্য হলো-
i. একটি গাছ থেকে দীর্ঘদিন ধরে ফসল পাওয়া যায়
ii. বেড়া নির্মাণের প্রয়োজন হয় না
iii. মাঠে সমষ্টিগতভাবে যত্ন নেওয়া হয়।

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

২৫. উদ্যান ফসলের উদাহরণ কোনটি?
[ক] পাট ও সরিষা
[খ] গম ও ধান
✅ টমেটো ও কাঁঠাল
[ঘ] মসুর ও ধান

২৬. ২০১৬ অর্থবছরে বাংলাদেশের জিডিপিতে প্রাণিসম্পদ খাতের অবদান শতকরা কত?
[ক] ৩৩. ৫৫%
✅ ১. ৬৬%
[গ] ৩. ৫৩%
[ঘ] ১. ৪৪%

২৭. আমাদের দেশে প্রাণিজ আমিষের প্রধান উৎস কোনটি?
[ক] ডাল
✅ মাছ
[গ] গরু
[ঘ] পোল্ট্রি

২৮. নিচের কোন প্রাণীটি গবাদিপশুর আওতায় পড়ে?
[ক] ডাল
✅ ঘোড়া
[গ] গরু
[ঘ] পোল্ট্রি

২৯. পোল্ট্রি পালনের মূল উদ্দেশ্য হচ্ছে—
[ক] মাংস ও দুধ উৎপাদন
✅ মাংস ও ডিম উৎপাদন
[গ] মাংস ও বাচ্চা উৎপাদন
[ঘ] ডিম ও জৈব সার উৎপাদন

hsc agriculture 1st paper mcq. hsc agriculture 1st paper guide pdf download. উচ্চমাধ্যমিক কৃষিশিক্ষা ১ম পত্র বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৩০. বাংলাদেশে মোট জনগোষ্ঠীর কত শতাংশের অধিক লোক মৎস্য খাতের উপর নির্ভরশীল?
[ক] ৬০
[খ] ৭০
✅ ১০
[ঘ] ৯০

৩১. মোহনা থেকে আহরিত মাছকে কোন পানির মাছ বলা হয়?
[ক] মিঠা পানির মাছ
✅ লোনা পানির মাছ
[গ] মুক্ত জলাশয়ের মাছ
[ঘ] ঘোলা পানির মাছ

৩২. তেলাপিয়া কোন জলাশয়ের মাছ?
[ক] মোহনার অঞ্চলের মাছ
✅ বদ্ধ জলাশয়ের মাছ
[গ] মুক্ত জলাশয়ের মাছ
[ঘ] ঘোলা পানির মাছ

৩৩. অভ্যন্তরীণ জলাশয়কে কয় ভাগে ভাগ করা যায়?
✅ দুই ভাগে
[খ] তিন ভাগে
[গ] চার ভাগে
[ঘ] পাঁচ ভাগে

৩৪. বাংলাদেশে মাথাপিছু বনভূমির পরিমাণ কত?
[ক] ০.০১৫ হেক্টর
[খ] ০.২০০ হেক্টর
[গ] ০.০১০ হেক্টর
✅ ০.০১৮ হেক্টর

৩৫. বাংলাদেশের কত ভাগ বন সরকার কর্তৃক সংরক্ষিত?
[ক] ৬০
[খ] ৭৯
✅ ৮৯
[ঘ] ৯০

৩৬. বাংলাদেশের বন এলাকাকে কয়টি অঞ্চলে বিভক্ত?
✅ ৪টি
[খ] ৫টি
[গ] ৬টি
[ঘ] ৭টি

৩৭. বাংলাদেশের মোট আয়তনের কত শতাংশ বনাঞ্চল রয়েছে?
[ক] ২২
[খ] ২৩
✅ ১৭
[ঘ] ৯০

৩৮. কয়টি জেলায় উপকূলীয় সবুজ বেষ্টনীয় বনাঞ্চল সৃষ্টি করা হয়েছে?
[ক] ৬৪টি জেলায়
[খ] ২০টি জেলায়
✅ ১০টি জেলায়
[ঘ] ১৫টি জেলায়

৩৯. কোনো দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য মোট ভূমির কত ভাগে বনাঞ্চল থাকা প্রয়োজন?
[ক] ১৭ ভাগ
[খ] ২০ ভাগ
✅ ২৫ ভাগ
[ঘ] ৩০ ভাগ

৪০. উঠোন বৈঠকের মাধ্যমে কৃষকদের মধ্যে কী পৌঁছে দেওয়া হয়?
[ক] কৃষি ঋণ
✅ কৃষি তথ্য ও সেবা
[গ] সার ও কীটনাশক
[ঘ] স্বাস্থ্য বিষয়ক তথ্য

৪১. কৃষক মাঠ স্কুলের প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয় কোন স্থান?
[ক] মাঠের কোনা
[খ] ক্লাব ঘর
✅ বনে
[ঘ] বাড়ির উঠান

৪২. একটি কৃষক সভায় অংশগ্রহণকারী কৃষক সদস্যের সংখ্যা সাধারণত কত হয়।
✅ ২০-৩৯ জন
[খ] ৫০-৬০ জন
[গ] ১০০ জন
[ঘ] ৩৩৩ জন

৪৩. কৃষি বিশ্ববিদ্যালয়ের অনুষদগুলো হলো-
i. কৃষি প্রকৌশল ও কারিগরি বিজ্ঞান অনুষ
ii. জীবন অনু
iii. কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিদ্যা অনুষদ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪৪. সবচেয়ে বেশি সংখ্যক কৃষি যন্ত্রপাতি উদ্ভাবনকারী বড় প্রতিষ্ঠান কোনটি?
[ক] বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
[খ] শেরেবাংলা নগর কৃষি বিশ্ববিদ্যালয়
✅ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট
ঘ মেসার্স রহমান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস

৪৫. বাংলাদেশের কৃষি গবেষণা প্রতিষ্ঠানগুলো হলো-
i. বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)
ii. বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই)
iii. আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট (ইবি)

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ৪৬ ও ৪৭ নং প্রশ্নের উত্তর দাও:
অভি একদিন সন্ধ্যায় তাদের টিভিতে একটি চ্যানেলে 'কৃষি দিবানিশি' অনুষ্ঠান দেখছিল। অনুষ্ঠানে কৃষিবিষয়ক বিভিন্ন সফল কাহিনী, তথ্য, সমস্যা সমাধান দেখানো হচ্ছিল। সে তার বাবার কাছে এমন কৃষিবিষয়ক আরও অনুষ্ঠান সম্পর্কে জানল।

৪৬. অভি কোন টিভি চ্যানেলে অনুষ্ঠানটি দেখছিল?
✅ বিটিভি
[খ] ইটিভি
[গ] এটিএন
[ঘ] চ্যানেল আই

৪৭. অভির বাবা তাকে আরও যে অনুষ্ঠান সম্পর্কে জানালো-
i. কৃষি ও জীবন সম্পর্কে
ii. BARC সম্পর্কে
iii. সবুজ বাংলা সম্পর্কে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪৮. মাঠ ফসল কোনটি?
[ক] আলু
[খ] পিঁয়াজ
✅ ভুট্টা
[ঘ] আদা

৪৯. পোল্ট্রি কোনটি?
[ক] ময়না
[খ] টিয়া
✅ টার্কি
[ঘ] ঘুঘু

৫০. উদ্যান ফসলের উদাহরণ-
i. আলু
ii. পেঁয়াজ
iii. ছোলা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ৫১ ও ৫২ নং প্রশ্নের উত্তর দাও:
কৃষি শিক্ষক ক্লাসে কৃষির বিভিন্ন ক্ষেত্র আলোচনা করছিলেন। এর মধ্যে সবচেয়ে বড় দুইটি ক্ষেত্র নিয়ে বেশি সময় আলোচনা করেন। ক্ষেত্রগুলো সকল মানুষের প্রধান মৌলিক চাহিদা পূরণ করে।

৫১. কৃষি শিক্ষক কোন দুইটি ক্ষেত্র নিয়ে বেশি আলোচনা করেন?
i. মাঠ ফসল
ii. উদ্যান ফসল
iii. পোল্ট্রি

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫২. কৃষি শিক্ষক দুটি ক্ষেত্র নিয়ে বেশি আলোচনার কারণ কোনটি?
✅ প্রধান খাদ্য
[খ] পুষ্টির চাহিদা পূর
[গ] অর্থনৈতিক গুরুত্ব
[ঘ] উৎপাদন ঝুঁকি

৫৩. দেশের মোট আবাদি জমির শতকরা কত ভাগ মাঠ ফসল?
[ক] ৩০
[খ] ৪৯
[গ] ৬০
✅ ৭০

৫৪. কোনটি আঁশ জাতীয় ফসল?
✅ কেনাফ
[খ] ধইরা
[গ] অড়হর
[ঘ] গর্জুন

৫৫. সবচেয়ে বেশি আবাদ হয় কোন সবজি?
[ক] বেগুন
✅ গোল আলু
[গ] মিষ্টি কুমড়া
[ঘ] লাউ

৫৬. মাছ কোন পর্বের?
[ক] আর্থ্রোপোডা
[খ] কাটা
[গ] অসট্রিকথিস
✅ কর্ডাটা

৫৭. পোল্ট্রির শ্রেণি কোনটি?
[ক] আর্থ্রোপোডা
[খ] কাটা
[গ] অসট্রিকথিস
✅ এভিস

৫৮. সামাজিক বনের সবচেয়ে উপকারী বৃক্ষ কোনটি?
[ক] আম
[খ] সেগুন
✅ কাঁঠাল
[ঘ] নিম

৫৯. বাস্তব কৃষি জ্ঞানের উৎস কোনটি?
✅ কৃষক
[খ] কৃষি বিজ্ঞানী
[গ] কৃষি সম্প্রসারণ কর্মী
[ঘ] এনজিও মাঠকর্মী

hsc agriculture 1st paper mcq. hsc agriculture 1st paper guide pdf download. উচ্চমাধ্যমিক কৃষিশিক্ষা ১ম পত্র বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৬০. দেশের সবচেয়ে বড় কৃষি শিক্ষা প্রতিষ্ঠান কোনটি?
✅ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
[খ] ঢাকা বিশ্ববিদ্যালয়
[গ] শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়
[ঘ] রাজশাহী বিশ্ববিদ্যালয়

৬১. কৃষি তথ্য সার্ভিস কোন বিষয়ে তথ্য সরবরাহ করে?
[ক] ফসল
[খ] মাছ
[গ] পশু পাখি
✅ কৃষির সকল ক্ষেত্র

৬২. প্রদর্শনী প্লট করে-
i. গবেষণা প্রতিষ্ঠান
ii. সম্প্রসারণ প্রতিষ্ঠান
iii. এনজিও

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬৩. কৃষি উপকরণ সরবরাহকারী সরকারি প্রতিষ্ঠান কোনটি?
✅ বিএডিসি
[খ] কৃষিতথ্য সার্ভিস
[গ] এসি আই
[ঘ] হার্ডস

৬৪. কৃষি তথ্য পাওয়ার যেকোনো সময় সবচেয়ে বড় দ্রুততম মাধ্যম কোনটি?
✅ ইন্টারনেট
[খ] মোবাইল ফোন
[গ] টেলিভিশন
[ঘ] রেডিও

৬৫. কৃষি গবেষণার নতুন প্রযুক্তি কৃষকদের দেওয়া কোন প্রতিষ্ঠানের কাজ?
[ক] গবেষণা প্রতিষ্ঠান
✅ সম্প্রসারণ প্রতিষ্ঠান
[গ] এনজিও
[ঘ] প্রশিক্ষণ প্রতিষ্ঠা

৬৬. কৃষি গবেষণা প্রতিষ্ঠানের মৌলিক কাজ কোনটি?
✅ জাত উদ্ভাবন
খ কৃষকের সমস্যা নিয়ে গবেষণা করা
[গ] রোগবালাই নিয়ে গবেষণা করা
[ঘ] উন্নত প্রযুক্তি উদ্ভাবন

৬৭. অভিজ্ঞ কৃষক কে?
[ক] বয়স্ক কৃষক
[খ] দক্ষ কৃষক
[গ] শিক্ষিত কৃষক
✅ জ্ঞানী কৃষক

৬৮. উঠোন বৈঠকে কতজন কৃষক অংশগ্রহণ করে?
[ক] ৫০-৬০ জন
[খ] ৪০-৫০ জন
[গ] ৩০-৪০ জন
✅ ২০-৩০ জন

৬৯. উঠোন বৈঠক কোথায় হয়?
[ক] গ্রোথ সেন্টার
[খ] কৃষক বিদ্যালয়ে
[গ] উপজেলা কৃষি অফিসে
✅ কৃষকের বাড়িতে

৭০. কৃষক বিদ্যালয় পরিচালনা করে-
✅ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর
[খ] এনজিও
[গ] কৃষি গবেষণা প্রতিষ্ঠান
[ঘ] কৃষি প্রশিক্ষণ অফিস

৭১. কৃষি গবেষণা প্রতিষ্ঠান কোনটি?
✅ BINA
[খ] ATI
[গ] BADC
[ঘ] BAU

৭২. কৃষক সভা কখন করা হয়?
[ক] নির্দিষ্ট তারিখে
[খ] নির্দিষ্ট সপ্তাহে
✅ জরুরি সময়
[ঘ] নির্দিষ্ট মাসে

৭৩. সরকারি কৃষির তথ্য ও সেবার উৎস কোনটি?
i. কৃষি তথ্য সার্ভিস
ii. ইন্টারনেট
iii. বিএডিসি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ৭৪ ও ৭৫ নং প্রশ্নের উত্তর দাও:
মজিদ কৃষক বিদ্যালয়ে গিয়ে উপকারী পোকা চিনতে পারে। সে পাশের গ্রামের আরেক কৃষক বিদ্যালয়ে গিয়ে ফসল ব্যবস্থাপনা সম্বন্ধে জানতে পারে। এগুলোর জ্ঞান নিজের জমিতে প্রয়োগ করে সুফল পেয়েছেন।

৭৪. কৃষক মজিদের বিদ্যালয় কোনটি?
i. আইপিএম
ii. আইসিএম
iii. আইএফএম

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৭৫. কৃষক মজিদ বিদ্যালয়ে কেন যায়?
[ক] লেখাপড়া শিখতে
✅ কৃষিজ্ঞান অর্জন করতে
[গ] প্রশিক্ষণ গ্রহণ করতে
[ঘ] অবসর সময় কাটাতে

৭৬. কোনটি তেল বীজ ফসল?
✅ কুসুমফুল
[খ] ফেলন
[গ] মেস্তা
[ঘ] কাউন

৭৭. দেশের উৎপাদিত মোট ফসলের কতভাগ উদ্যান ফসল?
[ক] ৬০
[খ] ৫০
[গ] ৪০
✅ ৩০

৭৮. কৃষক বিদ্যালয়ে এক ক্লাসে কতজন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন?
[ক] ৬০
✅ ৫০
[গ] ৪০
[ঘ] ৩০

৭৯. কৃষক সভায় কতজন কৃষক অংশগ্রহণ করেন?
✅ ৫০-৬০
[খ] ৬০-৭০
[গ] ৪০-৫৯
[ঘ] ৩৩-৮০

৮০. সরকারি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট কয়টি?
[ক] ২২
✅ ১২
[গ] ৪৫
[ঘ] ৩০

৮১. বাংলাদেশে জাতীয় কৃষি সংশিষ্ট গবেষণা প্রতিষ্ঠান কয়টি?
[ক] ৬০
[খ] ৩৫
[গ] ১৪
✅ ১৩

৮২. কৃষিতথ্য সার্ভিসের আঞ্চলিক কার্যালয় কয়টি?
✅ ১০
[খ] ৩৫
[গ] ১৪
[ঘ] ১৩

৮৩. কৃষিতথ্য পাওয়ার যেকোনো সময় সবচেয়ে সহজ উপায় কোনটি?
✅ অনলাইন
[খ] মোবাইল ফোন
[গ] ইলেকট্রনিক মিডিয়া
[ঘ] প্রকাশনা

৮৪. সবচেয়ে বেশি কৃষি তথ্যের ভা-ার কোনটি?
✅ ওয়েবসাইট
[খ] পত্রিকা
[গ] রেডিও
[ঘ] টেলিভিশন

৮৫. মাছের শ্রেণি হচ্ছে-
i. অসটিকথিস
ii. কনড্রিকথিস
iii. এভিস

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৬. কোনটি এনজিও?
[ক] BADC
✅ BRAC
[গ] BARC
[ঘ] BARI

৮৭. কৃষি উপকরণ সরবরাহকারী সরকারি প্রতিষ্ঠান কোনটি?
[ক] BADC
✅ ACI
[গ] GETCO
[ঘ] ALFA

৮৮. মোবাইল ফোনে কৃষি সমস্যার সমাধান দেয় কোনটি?
[ক] কৃষি সম্প্রসারণ অধিদপ্তর
[খ] কৃষি গবেষণা প্রতিষ্ঠান
[গ] কৃষি প্রশিক্ষণ প্রতিষ্ঠান
✅ কৃষিতথ্য সার্ভিস

৮৯. ধান নিয়ে গবেষণা করে কোন প্রতিষ্ঠান?
[ক] BARI
[খ] BJRI
[গ] BSRI
✅ BRRI

hsc agriculture 1st paper mcq. hsc agriculture 1st paper guide pdf download. উচ্চমাধ্যমিক কৃষিশিক্ষা ১ম পত্র বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৯০. কোনটি সবচেয়ে বড় গবেষণা প্রতিষ্ঠান
✅ BARI
[খ] BJRI
[গ] BSRI
[ঘ] BRRI

৯১. AIS কোন ধরনের প্রতিষ্ঠান?
[ক] গবেষণা
[খ] সম্প্রসারণ
[গ] উচ্চশিক্ষা
✅ প্রচার

৯২. বাংলাদেশে কৃষি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম কোনটি?
i. শিক্ষা
ii. গবেষণা
iii. সম্প্রসারণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৯৩. বাংলাদেশের কৃষকদের কৃষি তথ্য ও সেবা পাওয়ার সবচেয়ে সহজ উপায় কোনটি?
✅ মোবাইল ফোন
[খ] ইন্টারনেট
[গ] কৃষক সভা
[ঘ] কৃষি সম্প্রসারণ অফিস

৯৪. কোনটিতে ঝুঁকি কম লাভ বেশি?
[ক] গবাদিপশু
✅ উদ্যান ফসল
[গ] মাছ
[ঘ] পোল্ট্রি

HSC কৃষিশিক্ষা ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ১

৯৫. বাংলাদেশের জনসংখ্যার শতকরা কত ভাগ গ্রামে বাস করে?
✅ ৬৪.১৪
[খ] ৬৮.৫০
[গ] ৫৫.৭৬
[ঘ] ৪৫.৬৫

৯৬. দেশের মোট শ্রমশক্তির শতকরা কত ভাগ কৃষি খাতে নিয়োজিত?
✅ ৪০.৬০
[খ] ৮৮.৫০
[গ] ৫৫.৭৬
[ঘ] ৯৫.৬৫

৯৭. ২০১৭-২০১৮ অর্থবছরে জিডিপিতে কৃষির বিভিন্ন খাতের সমন্বিত অবদান শতকরা কত ভাগ?
✅ ১৪.১০
[খ] ৮৮.৭০
[গ] ৩৩.৯৯
[ঘ] ৩৫.৩৪

৯৮. ২০১৭-২০১৮ অর্থবছরে জিডিপিতে মৎস্য খাতের অবদান শতকরা কত ভাগ?
[ক] ৫.৬৫
[খ] ৪.৫৭
✅ ৩.৫৭
[ঘ] ৩৫.৩৪

৯৯. চলতি অর্থবছরে জাতীয় অর্থনীতিতে প্রাণিসম্পদের অবদান শতকরা কত ভাগ?
✅ ১.৫৪
[খ] ৮.৭০
[গ] ৩.৯৯
[ঘ] ৫.৩৪

১০০. মোট রফতানি আয়ের কত ভাগ পাটজাত দ্রব্য থেকে আসে?
[ক] ১.৫৪
[খ] ৮.৭০
✅ ৩.৬০
[ঘ] ৫.৩৪

1 comment: