HSC অর্থনীতি ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৭

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC economics 1st paper mcq question and answer. HSC economic 1st paper mcq question pdf download. hsc economics 1st paper guide pdf.

উচ্চ মাধ্যমিক
অর্থনীতি
প্রথম পত্র

বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-৭

HSC Economics 1st Paper
 MCQ 
question and answer pdf download.

১. ভূমি, শ্রম ও মূলধনের মধ্যে সমন্বয় সাধন করে কে?
✅ সংগঠন
[খ] মালিক
[গ] শ্রমিক
[ঘ] বিনিয়োগকারী

২. অর্থনীতিতে সংগঠনের অর্থ কী?
[ক] উৎপাদন বৃদ্ধিকরণ
[খ] পণ্য বাজারজাতকরণ
✅ উপকরণগুলোর একত্রীকরণ ও তার সমন্ব সাধন
[ঘ] সুদক্ষ শ্রমিক নিয়োগ

৩. কোনটিকে অর্থনৈতিক উন্নয়নের ইঞ্জিন বা চালিকাশক্তি বলা হয়?
✅ সংগঠনকে
[খ] মালিককে
[গ] শ্রমিককে
[ঘ] বিনিয়োগকারীকে

৪. ‘কর্ম ও কর্মীর মধ্যে সামঞ্জস্যপূর্ণ পারস্পরিক সম্পর্ককে সংগঠন বলে’- কোন অর্থনীতিবিদ বলেছেন?
✅ মিলওয়ার্ড
[খ] মার্শাল
[গ] হুইলার
[ঘ] রবিন্স

৫. নিচের কোনটি ব্যবসায়ের ভিত্তি?
✅ সংগঠন
[খ] মালিক
[গ] শ্রমিক
[ঘ] বিনিয়োগকারী

৬. উৎপাদনের সর্বশেষ উপাদান কোনটি?
✅ সংগঠন
[খ] মালিক
[গ] শ্রমিক
[ঘ] বিনিয়োগকারী

৭. ব্যবসায়িক উদ্দেশ্যে উৎপাদনমুখী কার্যক্রম পরিচালনা ও নিয়ন্ত্রণ করাকে কী বলে?
✅ সংগঠন
[খ] মালিক
[গ] শ্রমিক
[ঘ] বিনিয়োগকারী

৮. কোনটি উৎপাদনের জীবন্ত উপকরণ-
✅ সংগঠন
[খ] মালিক
[গ] শ্রমিক
[ঘ] বিনিয়োগকারী

৯. উৎপাদন কর্মকান্ড-র সকল ঝুঁকি কে বহন করেন?
[ক] শ্রমিক
✅ উদ্যোক্তা
[গ] বিনিয়োগকারী
[ঘ] উৎপাদনকারী

১০. প্রশিকার পুরো নাম কোনটি?
✅ প্রশিক্ষণ, শিক্ষা ও কাজ
[খ] প্রাথমিক, শিক্ষা ও কার্যক্রম
[গ] প্রশিক্ষণ ও কাজ
[ঘ] শিক্ষা ও কাজ

১১. প্রশিকার কার্যক্রম প্রথম কোথায় শুরু হয়?
[ক] গাজিপুরের কয়েকটি গ্রামে
✅ মানিকগঞ্জের কয়েকটি গ্রামে
[গ] চাঁদপুরের কয়েকটি গ্রামে
[ঘ] মুন্সিগঞ্জের কয়েকটি গ্রামে

১২. এনজিওগুলোর মূল কার্যক্রম কোথায়?
ক শহরকেন্দ্রিক
✅ গ্রামকেন্দ্রিক
[গ] বসিত্মকেন্দ্রিক
[ঘ] রাজধানীকেন্দ্রিক

১৩. দারিদ্র্য বিমোচনের লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলো দরিদ্র জনগোষ্ঠীর জন্য কী করেছে?
[ক] বিনামূল্যে খাদ্য প্রদান
✅ কর্মসংস্থান সৃষ্টি
[গ] চাকরির ব্যবস্থা
[ঘ] বিদেশে প্রেরণের ব্যবস্থা

১৪. বাংলাদেশে মূলত কার নির্দেশনা ও পরিচালনায় ব্র্যাকের সাংগঠনিক কাঠামো গড়ে উঠেছে?
✅ ফজলে হাসান আবেদ
[খ] কাজী ফারুক
[গ] ড. ইউনূস
[ঘ] কাজী হায়াত

১৫. আশা কবে প্রতিষ্ঠিত হয়?
[ক] ১৯৯০ সালে
[খ] ১৯৯৪ সালে
✅ ১৯৯২ সালে
[ঘ] ১৯৯৬ সালে

১৬. কিছু উৎপাদনের জন্য ভূমি, শ্রম ও মূলধনের মধ্যে সমন্বয় সাধনের কাজকে কী বলা হয়?
✅ সংগঠন
[খ] মালিক
[গ] শ্রমিক
[ঘ] বিনিয়োগকারী

১৭. উৎপাদনের জন্য প্রয়োজনীয় উপাদানগুলোর সুষ্ঠু সমন্বয়ের কাজকে বলা হয়-
✅ সংগঠন
[খ] মালিক
[গ] শ্রমিক
[ঘ] বিনিয়োগকারী

১৮. শ্রম সংগঠনের মূল লক্ষ্য কী?
✅ মুনাফা অর্জন করা
[খ] মূলধন গঠন করা
[গ] নীতিমালা তৈরি করা
[ঘ] চাহিদা বাড়ানো

১৯. সংগঠনের কাজ-
i. ঝুঁকি গ্রহণ
ii. মূলধন সংগ্রহ
iii. আইন প্রণয়ন

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২০. Entrepreneur এর বাংলা প্রতিশব্দ কোনটি?
[ক] সংগঠন
[খ] মালিক
✅ উদ্দ্যোক্তা
[ঘ] বিনিয়োগকারী

২১. আধুনিক শিল্পের অধিনায়ক কে?
[ক] সংগঠন
[খ] মালিক
✅ উদ্দ্যোক্তা
[ঘ] বিনিয়োগকারী

২২. কোন সালে ফরাসি ভাষায় প্রকাশিত অভিধানে সর্বপ্রথম 'Entreprendre' শব্দটি ব্যবহৃত হয়?
[ক] ১৮২৩
[খ] ১৮৯৮
✅ ১৭২৩
[ঘ] ১৮৯৪

২৩. একজন সংগঠক কোন গুণের মাধ্যমে বর্তমানকে ভবিষ্যতে পরিগণনা করেন?
[ক] কর্মে দৃঢ়তা
✅ দূরদর্শিতা
[গ] স্বাধীনচেতা
[ঘ] সাংগঠনিক সক্ষমতা

২৪. একজন সংগঠক উৎপাদনের কয়টি উপকরণের মধ্যে সমন্বয়সাধন করে থাকেন?
[ক] ২
✅ ৩
[গ] ৪
[ঘ] ৫

২৫. কোন অর্থনীতিবিদ বলেছেন 'Entrepreneur is Engine of Economic Development.'?
✅ কেইন্স
[খ] এডাম স্মিথ
[গ] রিকার্ডো
[ঘ] মার্শাল

২৬. সংগঠনের সফলতা কার ওপর নির্ভর করে?
[ক] বিনিয়োগকারী
[খ] উৎপাদনকারী
[গ] শ্রমিকের
✅ দক্ষ সংগঠকের

২৭. একজন সংগঠকের কোন গুণাবলিটি থাকা অপরিহার্য?
[ক] কর্মে দৃঢ়তা
[খ] দূরদর্শিতা
[গ] স্বাধীনচেতা
✅ সাংগঠনিক সক্ষমতা

২৮. উপস্থিতি ও সম্ভাব্য পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য একজন সংগঠকের কোন গুণটি থাকা দরকার?
✅ বুদ্ধিমত্তা
[খ] তীব্র আকাঙ্ক্ষা
[গ] কর্মে দৃঢ়তা
[ঘ] স্বাধীনচেতা

২৯. নিচের কোনটি একজন সফল সংগঠকের একটি বিশেষ গুণ?
[ক] কর্মে দৃঢ়তা
✅ দূরদর্শিতা
[গ] স্বাধীনচেতা
[ঘ] সাংগঠনিক সক্ষমতা

hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC অর্থনীতি MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি অর্থনীতি নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক অর্থনীতি বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৩০. 'উদ্যোক্তার প্রধান কাজ হলো উৎপাদনের নতুন নতুন উপায় উদ্ভাবন করে তা প্রবর্তন করা' - প্রামাণ্য সংজ্ঞাটি কে দিয়েছেন?
✅ জে. বি. ক্লার্ক
[খ] এডাম স্মিথ
[গ] রিকার্ডো
[ঘ] মার্শাল

৩১. উদ্যোক্তার যোগ্যতা ও গুণাবলির ওপর নির্ভর করে-
i. ব্যবসায়ের সফলতা
ii. ব্যবসায়ের বিফলতা
iii. ব্যবসায়ের স্বাধীনতা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩২. একজন সফল ও আত্মবিশ্বাসী উদ্যোক্তার থাকা প্রয়োজন-
i. সাংগঠনিক ক্ষমতা
ii. ঝুঁকি গ্রহণের মানসিকতা
iii. বুদ্ধিমত্তা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও ররর

৩৩. একজন উদ্যোক্তা দ্রব্য উৎপাদনের সময় লক্ষ রাখেন-
i. উৎপাদিত দ্রব্যের উপযোগিতা
ii. ভোক্তার রুচি ও পছন্দ
iii. উৎপাদিত দ্রব্যের গুণাগুণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩৪. রায়হান একজন শিল্প উদ্যোক্তা বা সংগঠক। এক্ষেত্রে সংগঠক হিসেবে তিনি-
i. নীতি নির্ধারণ করবেন
ii. উৎপাদনের উপাদানগুলো একত্রিত করবেন
iii. ঝুঁকি গ্রহণ করবেন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩৫. কেয়ার'র কার্যক্রম শুরু হয় কখন?
[ক] ১৯৯০ সালে
[খ] ১৯৯৪ সালে
✅ ১৯৪৯ সালে
[ঘ] ১৯৯৬ সালে

৩৬. কেয়ার অর্থসংস্থান করে মূলত কোথা হতে?
[ক] UN
✅ USAID
[গ] UNDP
[ঘ] WB

৩৭.ব্র্যাকের কার্যক্রমগুলোকে কয় ভাগে ভাগ করা যায়?
[ক] তিন ভাগে
✅ চার ভাগে
[গ] পাঁচ ভাগে
[ঘ] ছয় ভাগে

৩৮. এদেশে এনজিওগুলো যেসব স্বাস্থ্য কার্যক্রমে জড়িত সেগুলো হলো-
i. গর্ভবতী মা'দের পরামর্শ
ii. স্বল্পমূল্যে স্যানিটারি পায়খানা সরবরাহ
iii. স্বাস্থ্যকর্মীদের বস্তুগত সাহায্য দান

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩৯. সংগঠনের সবচেয়ে প্রাচীন রূপ কোনটি?
✅ একমালিকানা
[খ] যৌথমূলধনী
[গ] অংশীদারি
[ঘ] সমবায়

৪০. দেশের কোম্পানি আইন অনুযায়ী কোন কারবারকে অবশ্যই নিবন্ধিত হতে হয়?
[ক] একমালিকানা
✅ যৌথ মূলধনী
[গ] অংশীদারি
[ঘ] সমবায়

৪১. শায়েখ উপকরণ সংগ্রহ এবং কারবার পরিচালনা পদ্ধতি নির্ধারণ করে। শায়েখের কর্মকান্ড-র সাথে কার মিল খুঁজে পাওয়া যায়?
[ক] শ্রমিকের
✅ উদ্যোক্তার
[গ] মহাজনের
[ঘ] শিল্পপতির

৪২. বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম এনজিওর নাম কী?
✅ ব্র্যাক
[খ] কেয়ার
[গ] কারিতাস
[ঘ] আশা

৪৩. এক মালিকানা সংগঠন বা কারবারে সদস্য কতজন থাকে?
✅ ১ জন
[খ] ৩ জন
[গ] ২ জন
[ঘ] ৪ জন

৪৪. বাংলাদেশে অংশীদারি সংগঠন কোন সালের আইন দ্বারা গঠিত ও পরিচালিত হয়?
[ক] ১৯১০
✅ ১৯৩২
[গ] ১৯৩০
[ঘ] ১৯৯৫

৪৫. যৌথ মূলধনী কারবারে যারা কারবারের অংশ ক্রয় করেন তাদেরকে কী বলে?
[ক] পরিচালক
✅ অংশীদার
[গ] সদস্য
[ঘ] কর্মী

৪৬. কোন কারবারের আইনগত অসিত্মত্ব নেই?
✅ একমালিকানা
[খ] যৌথমূলধনী
[গ] অংশীদারি
[ঘ] সমবায়

৪৭. অংশীদারি ব্যবসায় সৃষ্টি হয় কীসের মাধ্যমে?
[ক] অর্থের মাধ্যমে
✅ চুক্তির মাধ্যমে
[গ] অভিজ্ঞতার মাধ্যমে
[ঘ] বন্ধুত্বের মাধ্যমে

৪৮. কোন কারবারে বাইরের লোকজন শেয়ার কিনে ব্যবসায়ের মালিক হতে পারেন?
[ক] একক মালিকানা কারবারে
[খ] অংশীদারি কারবারে
✅ যৌথমূলধনী কারবারে
[ঘ] রাষ্ট্রীয় মালিকানা ঋণ কারবারে

৪৯. পুঁজিবাদী মালিকানার অসুবিধা এবং সমাজতান্ত্রিক মালিকানার স্বেচ্ছাচারিতার কারণে কোন ধরনের কারবার ব্যবস্থা বর্তমানে জনপ্রিয় হয়ে উঠেছে?
[ক] একক মালিকানা কারবারে
[খ] অংশীদারি কারবারে
✅ পিপিপি
[ঘ] রাষ্ট্রীয় মালিকানা ঋণ কারবারে

HSC অর্থনীতি ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৭

৫০. পৃথিবীর সকল দেশেই কোন ধরনের ব্যবসায় সংগঠনের সংখ্যা সর্বাধিক?
✅ একমালিকানা
[খ] যৌথমূলধনী
[গ] অংশীদারি
[ঘ] সমবায়

৫১. আলীপুর বাজারের টুটুল মিয়া নিজের অল্প পুঁজি দিয়ে মালপত্র ক্রয় করে বেচা-কেনা পরিচালনা করে। টুটুল মিয়ার কারবারটি কোন ব্যবসার মধ্যে পড়ে?
✅ একমালিকানা
[খ] যৌথমূলধনী
[গ] অংশীদারি
[ঘ] সমবায়

৫২. কোনটি একমালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্র?
✅ রেস্টুরেন্ট
[খ] সমবায়
[গ] অংশীদারি
[ঘ] কয়লা উত্তোলন

৫৩. ফেরিওয়ালা ও ভ্রাম্যমাণ দোকান কোন ব্যবসায়ের অন্তর্ভুক্ত হওয়া বাঞ্ছনীয়?
✅ একমালিকানা
[খ] যৌথমূলধনী
[গ] অংশীদারি
[ঘ] সমবায়

৫৪. একমালিকানা ব্যবসায়ের স্থায়িত্ব কার ওপর নির্ভরশীল?
[ক] সমবায় সমিতি
✅ মালিকের
[গ] আইনের
[ঘ] সরকারের

৫৫. কোন কারবারে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায়?
✅ একমালিকানা
[খ] যৌথমূলধনী
[গ] অংশীদারি
[ঘ] সমবায়

৫৬. নিজস্ব ব্যবস্থাপনা কোন ব্যবসায় সংগঠনের বৈশিষ্ট্য?
✅ একমালিকানা
[খ] যৌথমূলধনী
[গ] অংশীদারি
[ঘ] সমবায়

৫৭. একমালিকানা ব্যবসায়ের প্রধান বৈশিষ্ট্য কোনটি?
✅ একক মালিকানা
[খ] যৌথমূলধনী
[গ] অংশীদারি
[ঘ] সমবায়

৫৮. একমালিকানা ব্যবসায়ের যেকোনো বিষয় সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ সহজ হয় কেন?
[ক] মূলধনের পরিমাণ কম
[খ] কারবারের গ-- খুব ক্ষুদ্র
[গ] প্রত্যক্ষ নিয়ন্ত্রণ
✅ মালিকের সিদ্ধান্তই চূড়ান্ত

৫৯. কোন কারবার দীর্ঘস্থায়ী হয় না?
✅ একমালিকানা
[খ] যৌথমূলধনী
[গ] অংশীদারি
[ঘ] সমবায়

hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC অর্থনীতি MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি অর্থনীতি নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক অর্থনীতি বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৬০. কোন কারবারের ব্যবসায়ের নিয়ম কৌশল হিসাবপত্র সবকিছু গোপনীয় থাকে?
✅ একমালিকানা
[খ] যৌথমূলধনী
[গ] অংশীদারি
[ঘ] সমবায়

৬১. কোন কারবারের হিসাব 'Single Entry' পদ্ধতিতে রাখা হয়?
✅ একমালিকানা
[খ] যৌথমূলধনী
[গ] অংশীদারি
[ঘ] সমবায়

৬২. কোন কারবারের সম্পদের অবচয় কম হয়?
✅ একমালিকানা
[খ] যৌথমূলধনী
[গ] অংশীদারি
[ঘ] সমবায়

৬৩. কোন কারবারে ভুল সিদ্ধান্ত হলে কারবারি দেউলিয়া হয়ে যায়?
✅ একমালিকানা
[খ] যৌথমূলধনী
[গ] অংশীদারি
[ঘ] সমবায়

৬৪. কোন ধরনের কারবার ব্যবস্থা একচেটিয়া কারবার সৃষ্টিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে?
[খ] অংশীদারি কারবার
[খ] যৌথ মূলধনী কারবার
[গ] একমালিকানা কারবার
✅ ব্যবসায় ক্ষেত্রে

৬৫. অংশীদারি কারবারে কোন সমস্যাটি প্রায়ই লক্ষ করা যায়?
✅ অবিশ্বাস
[খ] জনগণের অনাস্থা প্রকাশ
[গ] সিদ্ধান্ত গ্রহণে কালক্ষেপণ
[ঘ] পরিচালনায় জটিলতা

৬৭. যৌথ মূলধনী কারবারের প্রতি জনগণের আস্থা অটুট থাকার কারণ কী?
[ক] কর্পোরেট অর্থায়ন
[খ] বহুসংখ্যক সদস্য
✅ আইনগত ভিত্তি
[ঘ] শেয়ার স্থানান্তরের সুযোগ

৬৮. বাংলাদেশে NGO-বিষয়ক ব্যুরো প্রতিষ্ঠিত হয় কত সালে?
[ক] ১৯৮১ সালে
✅ ১৯৯০ সালে
[গ] ১৯৯১ সালে
[ঘ] ১৯৯৬ সালে

৬৯. NGO-র যাত্রা শুরু হয় কবে?
[ক] ১৯৮১ সালে
✅ ১৯৪৫ সালে
[গ] ১৯৯১ সালে
[ঘ] ১৯৯৬ সালে

৭০. যেকোনো বেসরকারি সংগঠন যা সরকারি নিয়ন্ত্রণ থেকে মুক্ত, মুনাফাবিহীন, সন্ত্রাসবিহীন ও অরাজনৈতিক থাকে তাকে কী বলে?
[ক] বেসরকারি সংগঠন
[খ] বিমা কোম্পানি
✅ এনজিও
[ঘ] সমবায় সংস্থা

৭১. স্বেচ্ছাসেবী সংস্থা নিবন্ধীকরণ ও নিয়ন্ত্রণ আইন কোন সালে প্রণীত হয়?
[ক] ১৯৮১ সালে
✅ ১৯৯০ সালে
[গ] ১৯৯১ সালে
[ঘ] ১৯৯৬ সালে

৭২. এনজিও কখন রেজিস্ট্রি করতে হয়?
✅ শুরু হওয়ার পূর্বেই
[খ] শুরু হওয়ার পর
[গ] শুরু হওয়ার সময়
[ঘ] মুনাফা অর্জনের পর

৭৩. এনজিও তদারকি করে কোন সংস্থা?
[ক] বাণিজ্য মন্ত্রণালয়
✅ এনজিও ব্যুরো
[গ] মাইক্রোক্রেডিট অথরিটি
[ঘ] অর্থ মন্ত্রণালয়

৭৪. ওরিয়েন্টেশন হিসেবে এনজিও কত প্রকার?
✅ ২ প্রকার
[খ] ৩ প্রকার
[গ] ৪ প্রকার
[ঘ] ৫ প্রকার

৭৫. মালিকানার ভিত্তিতে এনজিও কত প্রকার?
[ক] ২ প্রকার
[খ] ৩ প্রকার
✅ ৪ প্রকার
[ঘ] ৫ প্রকার

৭৬. উদ্যোক্তা হিসেবে এনজিও কত প্রকার?
✅ ২ প্রকার
[খ] ৩ প্রকার
[গ] ৪ প্রকার
[ঘ] ৫ প্রকার

৭৭. কোনটি আন্তর্জাতিক এনজিও?
✅ ২ প্রকার
[খ] ৩ প্রকার
[গ] ৪ প্রকার
[ঘ] ৫ প্রকার

৭৮. এনজিও এর বৈশিষ্ট্য হলো-
i. মুনাফাবিহীন
ii. সন্ত্রাসবিহীন
iii. রাজনৈতিক সংগঠন

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও ii
[ঘ] i, ii ও iii

৭৯. সকল অংশীদার কর্তৃক স্বাক্ষরিত দলীলকে কী বলা হয়?
[ক] সংঘবিধি
✅ চুক্তিপত্র
[গ] দলিল
[ঘ] সংঘ স্মারক

৮০. অংশীদারি কারবারে চুক্তিতে ব্যবসায়ের লাভ-লোকসান বণ্টনের অনুপাত উল্লেখ না থাকলে মুনাফা বণ্টন হয় কীভাবে?
✅ সমানভাবে
[খ] মতামতের ভিত্তিতে
[গ] অগ্রাধিকার ভিত্তিতে
[ঘ] মূলধন বিনিয়োগ অনুপাতে

৮১. অংশীদারদের লাভ-লোকসান বণ্টনের অনুপাত উল্লেখ থাকে কোথায়?
[ক] সংঘবিধিতে
✅ চুক্তিপত্রে
[গ] দলিলে
[ঘ] সংঘস্মারকে

৮২. লিখিত চুক্তিকে কী বলে?
[ক] সংঘবিধি
[খ] চুক্তিপত্র
✅ দলিল
[ঘ] সংঘ স্মারক

৮৩. কীভাবে অংশীদারগণ ব্যবসায়ের সকল সিদ্ধান্ত গ্রহণ করেন?
[ক] আলাদা আলাদাভাবে
✅ সমবেতভাবে
[গ] তৃতীয় পক্ষের মাধ্যমে
[ঘ] চুক্তির মাধ্যমে

৮৪. অংশীদারি ব্যবসায় গঠনের জন্যে নিচের কোনটি অপরিহার্য?
[ক] সংঘবিধি
✅ চুক্তিপত্র
[গ] দলিল
[ঘ] সংঘ স্মারক

৮৫. মি. হানিফ এবং তার ছয়জন সহযোগী চুক্তিবদ্ধ হয়ে ব্যবসায় গঠন করেছিলেন। তারা এখন যৌথমূলধনী কোম্পানি গঠন করতে চায়। মি. হানিফ তার সহযোগীদের নিয়ে কোন ব্যবসায় গঠন করেছিলেন?
[ক] একমালিকানা
[খ] যৌথমূলধনী
✅ অংশীদারি
[ঘ] সমবায়

৮৬. অংশীদারি কারবারের দায় কেমন?
✅ অসীম
[খ] সীমিত খুব কম
[গ] চুক্তি
[ঘ] অনুযায়ী

৮৭. অংশীদারি ব্যবসায়ের আবির্ভাব ঘটার কারণ-
i. মূলধনের যোগান
ii. ব্যক্তিগত সামর্থ্যের সীমাবদ্ধতার অবসান
iii. বৃহদায়তন সুযোগ-সুবিধা ভোগ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৮৮. অংশীদার হতে হলে প্রয়োজন-
i. সকল অংশীদারকে অর্থ সরবরাহ করতে হবে
ii. মূলধন সরবরাহ ছাড়াও অংশীদার হওয়া যাবে
iii. প্রাপ্তবয়স্ক ও সুস্থ ব্যক্তি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ো এবং ৮৯ ও ৯০ নং প্রশ্নের উত্তর দাও:
সাজু ও হিব্রু দুই বন্ধু। তারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ পাস করে ঢাকার কাঁটাবনে একটি জায়গা নেয় যেখানে তারা বিজ্ঞাপনী সংস্থার ব্যবসায় করবে। তাই তারা দুজনে দু' লাখ টাকা মূলধন সংগ্রহ করে ব্যবসায় করার মনস্থ করে। সে প্রেক্ষিতে তারা শর্ত সাপেক্ষে চুক্তি করে।

৮৯. অংশীদারি ব্যবসায় গঠন করতে সাজু ও হিব্রু কীভাবে ব্যবসায়ের মূলধন যোগান দেয়?
[ক] সামর্থ্য অনুযায়ী
✅ চুক্তি অনুযায়ী
[গ] মুনাফা অনুযায়ী
[ঘ] স্বেচ্ছাকৃতভাবে

hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC অর্থনীতি MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি অর্থনীতি নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক অর্থনীতি বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৯০. সাজু ও হিব্রু কতিপয় সুবিধা লাভের আশায় তাদের অংশীদারি চুক্তিটি লিখিত ও নিবন্ধিত করতে চাচ্ছে। সুবিধাগুলো হলো-
i. চুক্তির অধিকার বলবৎ করার জন্য আইনগত সহযোগিতা লাভ
ii. অংশীদারি ব্যবসায়ের বিলুপ্তি ঠেকানো
iii. পারস্পারিক মতানৈক্য বা বিবাদ নিরসন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ো এবং ৯১ ও ৯২ নং প্রশ্নের উত্তর দাও:
রহিম ও করিম দুই বন্ধু মিলে ব্যবসায় করে। ১ বছর পর তারা তাদের আর এক বন্ধু জববারকে তাদের ব্যবসার পার্টনার হিসেবে নিল।

৯১. রহিম, করিম ও জববার যে কারবার করে তাকে কী বলে?
[ক] একমালিকানা কারবার
[খ] যৌথমূলধনী কারবার
✅ অংশীদারি কারবার
[ঘ] সমবায় কারবার

৯২. রহিম, করিম ও জববার-এর ব্যবসায় সুবিধা হলো-
i. শেয়ার হস্তান্তর
ii. ঝুঁকি বণ্টন
iii. করের সুবিধা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৯৩. অংশীদারি কারবারের সদস্য সংখ্যা কতজন?
[ক] ২ থেকে অসংখ্য
[খ] ২ থেকে ৩০
[গ] ২ থেকে ৫০
✅ ২ থেকে ২০

৯৪. মূলধন সরবরাহ না করেও কোনো ব্যক্তি অংশীদারি ব্যবসায়ের সদস্য হতে হলে কীসের প্রয়োজন হয়?
[ক] দক্ষতার
[খ] অভিজ্ঞতার
[গ] সুনামের
✅ অংশীদারদের সম্মতির

৯৫. অংশীদারি কারবারে কীভাবে মূলধন সংগ্রহ করা হয়?
✅ যৌথভাবে পুঁজি সরবরাহ করে
[খ] ব্যাংক থেকে ঋণপত্র বিক্রয় করে
[গ] শেয়ার ও ঋণপত্র বিক্রয় করে
[ঘ] সংরক্ষিত তহবিল সৃষ্টি করে

৯৬. অংশীদারি কারবারের সর্বনিম্ন সদস্য সংখ্যা কত?
✅ ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫

৯৭. অংশীদারি কারবারে সর্বাধিক কতজন সদস্য হতে পারে?
✅ ২০
[খ] ৩০
[গ] ৪০
[ঘ] ৫০

৯৮. অংশীদারি কারবারের অসুবিধা-
i. সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব
ii. স্থায়িত্ব কম
iii. বিশ্বাস ও আস্থার অভাব

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৯৯. সমবায় প্রতিষ্ঠানের প্রধান বৈশিষ্ট্য-
✅ সাম্যের নীতি
[খ] গণতান্ত্রিক ব্যবস্থা
[গ] দায়িত্বশীল
[ঘ] অর্থনীতির উন্নতি

১০০. সকলের সমান অধিকার, দায়িত্ব ও অংশীদারত্বের প্রয়োজন হয় কোন ধরনের সংগঠন?
[ক] অংশীদারি কারবার
[খ] যৌথ মূলধনী কারবার
✅ সমবায় কারবার
[ঘ] স্বায়ত্তশাসিত কারবার
Post a Comment (0)
Previous Post Next Post