HSC গার্হস্থ্য বিজ্ঞান ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৬

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Home Science 1st paper mcq question and answer. HSC Home Science 1st paper mcq questions pdf download. HSC Home Science 1st paper mcq guide pdf.

উচ্চ মাধ্যমিক
গার্হস্থ্য বিজ্ঞান
প্রথম পত্র

বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-৬

HSC Home Science 1st Paper
 MCQ 
question and answer pdf download

১. বাড়ি ও ফ্ল্যাট নির্মাণে প্রয়োজন কোনটি?
[ক] পরিবেশ
[খ] আলো-বাতাস
✅ জমি
[ঘ] বিদ্যুৎ

২. বাড়ির নকশাতে কয়টি মূল এলাকা থাকে?
[ক] ২
✅ ৩
[গ] ৪
[ঘ] ৫

৩. গৃহ পরিকল্পনার জন্য প্রথম প্রয়োজন কোনটি?
[ক] স্থান নির্বাচন
✅ বাড়ির নকশা
[গ] পরিবেশ
[ঘ] বৈধতা

৪. বাড়ির স্থায়িত্ব নির্ভর করে কিসের ওপর?
✅ নির্মাণসামগ্রী
[খ] বিদ্যুৎ
[গ] আলো-বাতাস
[ঘ] পরিবেশ

৫. ঝুঁকিমুক্ত আবাসস্থান নির্মাণের জন্য সরকার কোনটি প্রণয়ন করেছে?
[ক] পরিকল্পনা
✅ নীতিমালা
[গ] খসড়া
[ঘ] বৈধতা

৬. কোনটি প্রাকৃতিক আলোর উৎস?
[ক] মোমবাতি
[খ] ফ্লোরেসেন্ট বাল্ব
✅ সূর্য
[ঘ] ধূমকেতু

৭. সকল কর্মক্ষমতার উৎস কোনটি?
[ক] বায়ু
✅ সূর্য
[গ] সমুদ্র
[ঘ] বৃক্ষ

৮. কোন মুখী গৃহ উত্তম?
[ক] উত্তর-পূর্ব
✅ দক্ষিণ-পূর্ব
[গ] দক্ষিণ-পশ্চিম
[ঘ] উত্তর-পশ্চিম

৯. প্রতিটি সদস্যের জন্য গৃহে কমপক্ষে কত বর্গফুট আয়তন প্রয়োজন?
[ক] ১৫০
[খ] ১৮০
✅ ২০০
[ঘ] ২৫০

১০. গ্রীষ্মকালে পড়ন্ত সূর্যের তাপ কোন দিকের ঘরগুলোকে উত্তপ্ত করে?
[ক] পূর্ব
✅ পশ্চিম
[গ] উত্তর
[ঘ] দক্ষিণ

১১. বাড়ি নির্মাণের জন্য কোন আকৃতির জমি ভালো?
[ক] লম্বাকৃতি
✅ বর্গাকৃতি
[গ] ত্রিভুজাকৃতি
[ঘ] গোলাকৃতি

১২. কোন ধরনের কক্ষ উত্তম?
✅ আয়তাকার
[খ] ত্রিভুজাকার
[গ] এল প্যাটার্ন
[ঘ] ইউ প্যাটার্ন

১৩. সরকার আবাসস্থান নির্মাণের নীতিমালা প্রণয়ন করেছেন গৃহকে-
i. নিরাপদ রাখতে
ii. ঝুঁকিমুক্ত রাখতে
iii. আরামদায়ক রাখতে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৪. জমি নির্বাচন নির্ভর করে-
i. পরিবারের আয়ের ওপর
ii.. সদস্য সংখ্যার ওপর
iii. রুচির ওপর

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৫. জমি, বাড়ি ও ফ্ল্যাট নির্বাচনে যাতায়াত ব্যবস্থায় লক্ষ করা হয়-
i. যানবাহনের সহজলভ্যতা
ii. উন্নত যোগাযোগ ব্যবস্থা
iii. আরামদায়ক যাতায়াত ব্যবস্থা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ১৬ ও ১৭নং প্রশ্নের উত্তর দাও :
শাহানারা তার বাড়ি তৈরির জন্য একটি সংস্থার অনুমোদন নিলেন। পরবর্তীতে প্রকৌশলী তার বাড়ির নকশা পরিকল্পনার সময় কয়েকটি মূল এলাকা নির্বাচন করলেন।

১৬. শাহানারা কোন সংস্থার অনুমোদন নিয়েছেন?
[ক] পৌর কর্তৃপক্ষ
✅ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ
[গ] বিভাগীয় উন্নয়ন কর্তৃপক্ষ
[ঘ] থানা পরিষদ কর্তৃপক্ষ

১৭. প্রকৌশলী যে এলাকাগুলো নির্বাচন করলেন-
i. কর্ম এলাকা
ii. বিশ্রাম এলাকা
iii. বিনোদন এলাকা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ১৮ ও ১৯নং প্রশ্নের উত্তর দাও :
মোশারফ করিম বাড়ি নির্মাণ করার জন্য বর্গাকৃতির জমি নির্বাচন করলেন। কিন্তু তিনি জমি ভরাট করে মাটি শক্ত হওয়ার আগেই বাড়ি নির্মাণ করেন বলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হন।

১৮. মোশারফ করিম যে ধরনের সমস্যায় পড়বেন-
i. বাড়িতে ফাটল দেখা দিতে পারে
ii. বাগান করতে পারবেন না
iii. বাড়ি ধসে পড়তে পারে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৯. মোশারফ করিম উল্লিখিত আকারের জমি নির্বাচনের কারণ কী?
[ক] নির্মাণ ব্যয় কম হবে
[খ] বাড়ি মজবুত হবে
[গ] আলো-বাতাস পাওয়া যাবে
✅ বাড়ি নির্মাণ সুন্দর হবে

২০. মানুষ পরিবার গঠন করে। কারণ মানুষ-
✅ সঙ্গপ্রিয়
[খ] গৃহ পছন্দ করে
[গ] পরিবার প্রিয়
[ঘ] আরামপ্রিয়

নিচের উদ্দীপকটি পড় এবং ২১ ও ২২নং প্রশ্নের উত্তর দাও :
রুনা বাসগৃহ নির্বাচনের ব্যাপারে খুব সচেতন। সে তার সহকর্মীদের এ ব্যাপারে সচেতন করে। সে বলে, ‘‘উপযুক্ত গৃহই আমাদের সুস্থ ও সুন্দর জীবনের চাবিকাঠি।’’

২১. ‘‘উপযুক্ত বাসস্থানই আমাদের সুস্থ ও সুন্দর জীবনের চাবিকাঠি।’’ কারণ গৃহ-
i. আমাদের নিরাপত্তা দেয়
ii. আব্রু রক্ষা করে
iii. মূল্যবোধ গঠনে সহায়তা করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২২. রুনার দৃষ্টিতে বাসস্থান নির্বাচনের বিবেচ্য বিষয় হচ্ছে-
[ক] ভালো ফ্ল্যাট নির্বাচন
[খ] বড় রাস্তার পাশে ফ্ল্যাট নির্বাচন
[গ] বাণিজ্যিক এলাকা
✅ আবাসিক এলাকা

২৩.গ্রামাঞ্চলে বাড়িগুলো তৈরি হয়-
i. টিন দিয়ে
ii. ছন দিয়ে
iii. লৌহ দিয়ে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৪. দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজকর্ম আমরা গৃহে সম্পাদন করে থাকি। এ কাজগুলো হচ্ছে-
i. খাদ্য তৈরি
ii. পড়াশুনা
iii. মেহমানদারি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৫. প্রাকৃতিক শোভা গৃহের সৌন্দর্য বর্ধন করে। প্রাকৃতিক দৃশ্য হচ্ছে-
i. পাহাড়
ii. নদী
iii. লেক

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৬. বাসস্থান নির্বাচন করতে হয়-
i. পরিবারের সদস্যদের সংখ্যার ওপর ভিত্তি করে
ii. পরিবারের সদস্যদের বয়সের ওপর ভিত্তি করে
iii. পরিবারের সদস্যদের কর্মতৎপরতার ওপর ভিত্তি করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৭. বাসগৃহের স্থান নির্বাচনের ক্ষেত্রে কাছাকাছি থাকতে হবে-
i. স্কুল
ii. মসজিদ
iii. বাজার

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৮. একটি গৃহের সুখ শান্তি নির্ভর করে-
i. স্নেহ-ভালোবাসার ওপর
ii. আচার-ব্যবহারের ওপর
iii. কর্তব্য সচেতনতার ওপর

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৯. প্রতিবেশী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে-
i. নিরাপত্তার ক্ষেত্রে
ii. সামাজিক বন্ধনের ক্ষেত্রে
iii. কর্মসংস্থানের ক্ষেত্রে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC গার্হস্থ্য বিজ্ঞান MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি গার্হস্থ্য বিজ্ঞান নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক গার্হস্থ্য বিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৩০. প্রাকৃতিক সৌন্দর্য বাসগৃহের-
i. শোভা বৃদ্ধি করে
ii. মানসিক প্রশান্তি দেয়
iii. স্থায়ীত্ব বৃদ্ধি করে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩১. জমি, বাড়ি বা ফ্ল্যাট কেনার সময় নজর দিতে হবে-
i. জমির আশপাশের পরিবেশ উন্নত কিনা
ii. ফ্ল্যাটে আলো-বাতাস চলাচল কীরূপ
iii. বিদ্যুতের সুবিধা আছে কিনা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩২. নকশা তৈরির সময় প্রতিটি কক্ষের জন্য বিবেচনা করতে হবে-
i. উচ্চতা
ii. দালানের প্রশস্ততা
iii. কক্ষ সংখ্যা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩৩. বাড়ির নকশা পরিকল্পনার বিবেচ্য বিষয়-
i. কক্ষের স্থান নির্বাচন
ii. কক্ষের আকার ও আয়তন
iii. আসবাবপত্র সংস্থাপন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩৪. ঘরের দেয়াল বড় হওয়া উচিত। দেয়াল ঘেঁষে স্থাপন করলে সুন্দর দেখাবে-
i. খাট
ii. সোফা
iii. দরজা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৫. বাড়ির নকশা পরিকল্পনায় অবসর ও বিনোদন এলাকায় থাকে-
i. বসার কক্ষ
ii. পড়ার কক্ষ
iii. টিভি দেখার ব্যবস্থা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩৬. নকশা অনুমোদনের পর স্থপতিকে দিয়ে তৈরি করতে হয়-
i. কাঠামো নকশা
ii. স্যানিটারি নকশা
iii. বৈদ্যুতিক নকশা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩৭. উত্তর বা পশ্চিম দিকের পরিবর্তে ঘরের অবস্থান হওয়া উচিত-
i. দক্ষিণ দিকে
ii. পূর্ব দিকে
iii. উত্তর-পশ্চিম দিকে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৮. দেয়াল আলমারির উপযোগিতা বৃদ্ধি করা যায়-
i. দরজায় পর্দা লাগিয়ে
ii. দরজায় আয়না লাগিয়ে
iii. দরজায় ড্রয়ার স্থাপন করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৯. খাবার ঘরে ওয়াল কেবিনেট সংস্থাপন করে মেঝেতে প্রশস্ত জায়গাপাওয়া যায়। কেবিনেটের মধ্যে রাখা যায়-
i. তৈজসপত্র
ii. নানা ধরনের কৌটা
iii. বক্স

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪০. ঘরে প্রাকৃতিক আলোর সুবন্দোবস্ত করা যায়-
i. কক্ষে বড় পর্দা স্থাপন করে
ii. কক্ষে বড় গ্লাসের জানালা স্থাপন করে
iii. কক্ষে বড় গ্লাসের দরজা স্থাপন করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৪১. বায়ুর উপাদানগুলোর মধ্যে রয়েছে-
i. অক্সিজেন ২০.৯৩%
ii. নাইট্রোজেন ৭৮.১০%
iii. কার্বন ডাইঅক্সাইড ০.৩১%

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪২. বায়ুর অন্যান্য উপাদান রয়েছে ০.৯৪%। এর মধ্যে রয়েছে-
i. হিলিয়াম
ii. ক্রিপটন
iii. আর্গন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪৩.বড় কক্ষ পৃথকভাবে ব্যবহার করা যায়-
i. ফ্লোন্ডিং দরজা দিয়ে
ii. পর্দা দিয়ে
iii. বোর্ডের পার্টিসন দিয়ে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪৪.নিষি্ক্রয় গ্যাস বলতে বোঝায়-
i. জলীয় বাষ্প
ii. হিলিয়াম
iii. নিয়ন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪৫. গ্রীষ্মকালে কোন দিকের কক্ষে বায়ু প্রবাহিত হয়?
[ক] উত্তর দিক
[খ] পূর্ব দিক
✅ দক্ষিণ দিক
[ঘ] পশ্চিম দিক

৪৬. পরিবারের সদস্যদের জন্য গৃহে কী পরিমাণ আয়তন আরামদায়ক?
[ক] ১০০ বর্গফুট
[খ] ১৫০ বর্গফুট
[গ] ২০০ বর্গফুট
✅ ৩০০ বর্গফুট

৪৭. সব কর্মক্ষমতার উৎস হিসেবে কোনটি সমর্থনযোগ্য?
[ক] প্রকৃতি
✅ সূর্যের আলো
[গ] কৃত্রিম আলো
[ঘ] পরিবেশ

৪৮. শীতকালে কোনদিকে বাতাস প্রবাহিত হয়?
[ক] পূর্ব
[খ] পশ্চিম
✅ উত্তর
[ঘ] দক্ষিণ

৪৯. ঢাকা মহানগরী এলাকায় বাড়ি নির্মাণের জন্য কোন কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন?
[ক] পৌর কর্তৃপক্ষ
✅ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ
[গ] থানা পরিষদ কর্তৃপক্ষ
[ঘ] ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ

৫০. কক্ষে বায়ু চলাচল নির্ভর করে-
i. কক্ষের অবস্থানের ওপর
ii. ভেন্টিলেশন ব্যবস্থার ওপর
iii. বৈদ্যুতিক পাখা স্থাপনের ওপর

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
✅ i, ii ও iii

HSC গার্হস্থ্য বিজ্ঞান ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৬

৫১. বাড়ির নকশা পরিকল্পনার সময় নির্বাচন করতে হয়-
i. কর্ম এলাকা
ii. আরাম ও বিশ্রামের এলাকা
iii. অবসর ও বিনোদন এলাকা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৫২. কোনো স্থানে বায়ু চলাচল বন্ধ হয়ে গেলে সে স্থানটি-
i. উষ্ণ হয়
ii. আর্দ্র হয়
iii. দূষিত হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৫৩. ঘরের গোপনীয়তা রক্ষার ক্ষেত্রে যে বিষয়টি পরিলক্ষিত হয়-
i. দেয়াল
ii. সস্নাইড
iii. পার্টিশন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৫৪. বাসস্থানের এলাকা নির্বাচনের সময় চিন্তা করা উচিত-
i. এলাকার পরিবেশ
ii. ওই এলাকার বাড়ি ভাড়া
iii. ওই এলাকার জীবনযাত্রার মান

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫৫. আদিম যুগে মানুষ কোথায় বাস করত?
[ক] গৃহে
✅ পাহাড়ের গুহায়
[গ] নদীর তীরে
[ঘ] শহরে

৫৬. মানুষ সাধারণত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোথায় বাস করে?
[ক] নৌকায়
[খ] জঙ্গলে
✅ গৃহ
[ঘ] বাজারে

৫৭.কোনটি সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করে?
[ক] বাসগৃহ
✅ বিদ্যালয়
[গ] ধর্মীয় প্রতিষ্ঠান
[ঘ] সমাজ

৫৮. পরিবারকে কেন্দ্র করে কী গড়ে ওঠে?
[ক] বিদ্যালয়
✅ আবাসন
[গ] মসজিদ
[ঘ] মন্দির

৫৯. ‘‘বাসগৃহ এমন একটি জায়গায় হওয়া উচিত, যেখানে সকলে পরস্পর স্নেহ মমতার বন্ধনে আবদ্ধ।’’ কে বলেছেন?
[ক] Gross
[খ] Crandall
✅ Lita Bane
[ঘ] Maloch

hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC গার্হস্থ্য বিজ্ঞান MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি গার্হস্থ্য বিজ্ঞান নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক গার্হস্থ্য বিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৬০. বাসগৃহের জন্য কোন বিষয়টি সর্বপ্রথমে বিবেচনা করতে হবে?
[ক] ভূমি
✅ পরিবেশ
[গ] আবহাওয়া
[ঘ] স্থলভাগের দৃশ্য

৬১. কোন ধরনের ভূমিতে বাড়ি নির্মাণ করা উচিত?
✅ উঁচু ভূমিতে
[খ] সমতল ভূমিতে
[গ] নিচু ভূমিতে
[ঘ] পাহাড়ী ভূমিতে

৬২. বাসগৃহ নির্মাণের ক্ষেত্রে ভূমির উপরিভাগ হতে কী পরিমাণ মাটি নিচের দিকে শক্ত হওয়া উচিত?
[ক] ১ হতে ৩ ফুট
✅ ২ হতে ৩ ফুট
[গ] ২ হতে ৪ ফুট
[ঘ] ৫ হতে ৭ ফুট

৬৩. কোন ধরনের জমিতে গৃহ নির্মাণ করতে হলে অনেক গভীরে ভিত্তি দিতে হয়?
[ক] নিচু জমিতে
[খ] উঁচু জমিতে
✅ ভরাট জমিতে
[ঘ] স্যাঁতসেঁতে জমিতে

৬৪. কোনটি গৃহের সৌন্দর্য বৃদ্ধি করে?
✅ প্রাকৃতিক শোভা
[খ] লাল মাটি
[গ] নদীর দৃশ্য
[ঘ] পাহাড়ের দৃশ্য

৬৫. মানুষকে জীবন অতিবাহিত করতে হয়-
[ক] ধর্মের মধ্য দিয়ে
✅ কর্মের মধ্য দিয়ে
[গ] চাকরি করে
[ঘ] ব্যবসায় করে

৬৬. আদিম মানুষ পৃথিবীতে কোন বস্তুটির অভাব প্রথম অনুভব করল?
✅ আশ্রয়
[খ] ধর্ম
[গ] অর্থ
[ঘ] খাদ্য

৬৭. মানুষ কোথায় সংসার রচনা করে?
✅ গৃহে
[খ] বিদ্যালয়ে
[গ] মন্দিরে
[ঘ] মসজিদে

৬৮. কোন অঞ্চলে জমির দাম অত্যন্ত বেশি?
[ক] পাহাড়ী অঞ্চলে
✅ শহরাঞ্চলে
[গ] নদী তীরবর্তী অঞ্চলে
[ঘ] বনভূমি অঞ্চলে

৬৯. কর্মব্যস্ততার পর মানুষ কোথায় বিশ্রাম নেয় ও আরাম অনুভব করে?
✅ গৃহে
[খ] পাঠশালায়
[গ] বাজারে
[ঘ] শহরে

৭০. সামাজিকতা ও পারিবারিক বন্ধন রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে-
[ক] বিদ্যালয়
✅ গৃহ
[গ] অফিস
[ঘ] বাজার

৭১. গৃহ মানুষকে কী গড়ে তুলতে সহায়তা করে?
✅ সভ্য সমাজ
[খ] পারিবারিক বন্ধন
[গ] শিক্ষা ব্যবস্থা
[ঘ] ভদ্রতা

৭২. কোন দিক বিবেচনা করে বাসগৃহ নির্বাচন করতে হবে?
✅ পারিবারিক আয়
[খ] পারিবারিক ব্যয়
[গ] পারিবারিক সৌহাদ্র
[ঘ] পারিবারিক বন্ধন

৭৩. বাড়ির শোভা বৃদ্ধি ও মানসিক প্রশান্তি দেয় কোনটি?
[ক] যোগাযোগ
[খ] বাড়ির আকার
[গ] প্রতিবেশী
✅ প্রাকৃতিক সৌন্দর্য

৭৪. কোন ধরনের উঁচু ভূমিতে বাড়ি নির্মাণ মজবুত হয়?
✅ শক্ত মাটিতে
[খ] দোআঁশ মাটিতে
[গ] লাল মাটিতে
[ঘ] পলিযুক্ত মাটিতে

৭৫. বাড়ি নির্মাণের জন্য জমি হতে হবে-
✅ বর্গাকৃতির
[খ] ত্রিভূজাকৃতির
[গ] লম্বা আকৃতির
[ঘ] গোলাকার

৭৬. ৪ কাঠা জমিতে কত বর্গফুট মেঝেবিশিষ্ট বাড়ি নির্মাণ করা যায়?
[ক] ১৪০০ বর্গফুট
[খ] ১৮০০ বর্গফুট
✅ ১৯০০ বর্গফুট
[ঘ] ২০০০ বর্গফুট

৭৭. ৩ কাঠা জমিতে কত বর্গফুট মেঝেবিশিষ্ট বাড়ি নির্মাণ করা যায়?
[ক] ১২০০ বর্গফুট
[খ] ১৩০০ বর্গফুট
✅ ১৪০০ বর্গফুট
[ঘ] ১৫০০ বর্গফুট

৭৮. ইমারত নির্মাণ বিধিমালা কত সালে প্রণীত হয়?
[ক] ২০০৫ সালে
[খ] ২০০৬ সালে
[গ] ২০০৭ সালে
✅ ২০০৮ সালে

৭৯. পরিবারের জীবনযাপন পদ্ধতি ও গৃহের অবকাঠামো স্থির করে
✅ পরিকল্পনা
[খ] নকশা
[গ] আকার
[ঘ] ভূমির অবস্থান

৮০. ১০০০ বর্গফুট বাড়ি করার জন্য রান্নাঘরের আয়তন কত হতে হবে-
✅ ৭ ফুট × ৬ ফুট
[খ] ৫ × ৩ ফুট
[গ] ৮ × ৫ ফুট
[ঘ] ৭ × ৪ ফুট

৮১. বাড়ির নকশা প্রস্তুত করার সময় কোন বিষয়টির প্রতি প্রথমে দৃষ্টি দিতে হবে?
[ক] কক্ষের আয়তন
✅ কক্ষের অবস্থান
[গ] কক্ষের নকশা
[ঘ] কক্ষের রং

৮২. মানুষের নিরাপদ আশ্রয়স্থল কোনটি?
[ক] পাঠশালা
[খ] মসজিদ
✅ ঘর
[ঘ] বাজার

৮৩. পৌর এলাকায় বাড়ি নির্মাণের জন্য অনুমোদন প্রয়োজন-
[ক] রাজউকের
[খ] সরকারের
✅ পৌর কর্তৃপক্ষের
[ঘ] ওয়াসার

৮৪. নকশা পরিকল্পনায় কোন বিষয়টি গুরুত্বপূর্ণ?
✅ কক্ষের স্থান
[খ] আসবাবপত্র
[গ] পর্দা
[ঘ] জানালা

৮৫. সাধারণত ঘরের শয়নকক্ষের অবস্থান কোন দিকে হওয়া উচিত?
[ক] উত্তর বা পশ্চিম দিকে
[খ] উত্তর বা পূর্ব দিকে
✅ দক্ষিণ বা পূর্ব দিকে
[ঘ] দক্ষিণ বা উত্তর দিকে

৮৬. ছোট আকারের ফ্ল্যাট ও পরিবারের লোকসংখ্যা বেশি হলে কীভাবে প্রাইভেসি রক্ষা করা যায়?
✅ পার্টিসন দিয়ে
[খ] পর্দা দিয়ে
[গ] চাদর দিয়ে
[ঘ] ফোল্ডিং দরজা দিয়ে

৮৭. কোনটি ঘরের সৌন্দর্য বিকাশে সহায়তা করে?
✅ আকার
[খ] আসবাবপত্র
[গ] রং
[ঘ] নকশা

৮৮. গৃহে বায়ু চলাচল কয়টি উপায়ে হতে হবে?
✅ দুটি
[খ] তিনটি
[গ] চারটি
[ঘ] পাঁচটি

৮৯. কীভাবে দেয়াল আলমারির উপযোগিতা বৃদ্ধি করা যায়?
[ক] পর্দা লাগিয়ে
✅ আয়না লাগিয়ে
[গ] প্লাইউড লাগিয়ে
[ঘ] রং লাগিয়ে

hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC গার্হস্থ্য বিজ্ঞান MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি গার্হস্থ্য বিজ্ঞান নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক গার্হস্থ্য বিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৯০. কোন কক্ষের মধ্যদিয়ে যাতায়াত করা বাঞ্ছনীয় নয়?
[ক] খাবার কক্ষ
[খ] করিডোর
✅ শয়ন কক্ষ
[ঘ] গেস্টরুম

৯১. সকল কর্মক্ষমতার উৎস কোনটি?
✅ সূর্য
[খ] চন্দ্র
[গ] পাহাড়
[ঘ] নদী

৯২. বড় কক্ষে কীভাবে প্রাকৃতিক আলোর সুবন্দোবস্ত করা যায়?
[ক] জানালা খোলা রেখে
✅ কাঁচের জানালা স্থাপন করে
[গ] প্লাইউডের দরজা ব্যবহার করে
[ঘ] বড় পর্দা ব্যবহার করে

৯৩. কক্ষে আলোর তীব্রতা হ্রাসের জন্য কী ব্যবহার করা যেতে পারে?
✅ পর্দা দিয়ে
[খ] ঝালর দিয়ে
[গ] ড্রেসিং টেবিল দিয়ে
[ঘ] কাঁচ দিয়ে

৯৪. জীবনধারণের প্রধান উপাদান কোনটি?
✅ বায়ু
[খ] পানি
[গ] আলো
[ঘ] গৃহ

৯৫. বায়ুর মধ্যে কতভাগ অক্সিজেন থাকে?
[ক] ১০.৯৩%
✅ ২০.৯৩%
[গ] ৩০.৯৩%
[ঘ] ৪০.৯৩%

৯৬. বায়ুতে নাইট্রোজেনের পরিমাণ কত?
[ক] ৬৮.১০%
[খ] ৫৮.১০%
✅ ৭৮.১০%
[ঘ] ৮৮.১০%

৯৭. কক্ষকে শীতল বায়ু সঞ্চালিত করে ঠা-া রাখে-
[ক] সিলিং ফ্যান
[খ] টেবিল ফ্যান
✅ এয়ারকন্ডিশনার
[ঘ] সৌরবিদ্যুৎ

৯৮. মানুষের যে চাহিদা গৃহে পূরণ হয়-
i. অর্থনৈতিক চাহিদা
ii. সামাজিক চাহিদা
iii. মানসিক চাহিদা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৯৯. বাসগৃহের মাধ্যমে তৃপ্ত হবে-
i. পরিবারের আরাম
ii. পরিবারের নিরাপত্তা
iii. পরিবারের অর্থ

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১০০. স্থান নির্বাচনের বিবেচ্য বিষয়-
i. পরিবেশ
ii. ভূমি
iii. স্থলভাগের দৃশ্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
Post a Comment (0)
Previous Post Next Post