G

HSC যুক্তিবিদ্যা ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ১

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Logic 1st paper mcq question and answer. HSC Logic 1st paper mcq questions pdf download. HSC Logic 1st paper mcq guide pdf.

উচ্চ মাধ্যমিক
যুক্তিবিদ্যা
প্রথম পত্র

বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-১

HSC Logic 1st Paper
MCQ
question and answer pdf download

১. যুক্তিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ কী?
✅ Logic
[খ] Philosophy
[গ] Psychology
[ঘ] Logike

২. ‘Logos’ শব্দের অর্থ কী?
[ক] যুক্তি বা অনুমান
[খ] বুদ্ধি বা মেধা
[গ] স্মৃতি বা কল্পনা
✅ চিন্তা বা ভাষা

৩. 'Logic' শব্দটি গ্রিক কোন শব্দ থেকে এসেছে?
[ক] Logis
[খ] Logic
[গ] Logic
✅ Logike

৪. ‘Logos’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
[ক] ইংরেজি
✅ গ্রিক
[গ] ল্যাটিন
[ঘ] জার্মান

৫. যুক্তিবিদ্যার জনক কে?
[ক] প্লেটো
✅ এরিস্টটল
[গ] যোসেফ
[ঘ] আই.এম.কপি

৬. যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয় কী?
[ক] ভাষ্য
[খ] আবেগ
[গ] চিন্তা
✅ অনুমান

৭. যুক্তিবিদ্যাকে বিজ্ঞান ও কলা উভয়ই বলেছেন কোন যুক্তিবিদ?
✅ জে. এস. মিল
[খ] বেন
[গ] হ্যামিলটন
[ঘ] অ্যালড্রিস

৮. 'A system of logic' গ্রন্থটির লেখক কে?
[ক] এরিস্টটল
[খ] জেভন্স
✅ জে. এস. মিল
[ঘ] আই. এম. কপি

৯. মধ্যযুগীয় যুক্তিবিদ্যায় কোন শ্রেণির দার্শনিকদের ভূমিকা রয়েছে?
[ক] সোফিস্ট
[খ] বুলীয়
[গ] স্টোয়িক
✅ স্কলাস্টিক

১০. যুক্তিবিদ্যার মূল কাজ কোনটি?
[ক] আবেগকে নিয়ন্ত্রণ করা
[খ] যুক্তির প্রকাশ করা
[গ] বুদ্ধিবৃত্তিকে বিকশিত করা
✅ যুক্তির বৈধতা-অবৈধতা নির্ণয় করা

১১. বুৎপত্তিগত অর্থের দিক থেকে যুক্তিবিদ্যা হচ্ছে-
✅ ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞান
[খ] চিন্তা পদ্ধতির ফলিত কলা
[গ] সূত্র ও নিয়ম সংক্রান্ত বিজ্ঞান
[ঘ] অনুমান সম্পর্কিত জ্ঞান

১২.Aristotle কোন যুগের যুক্তিবিদ?
✅ প্রাচীন
[খ] মধ্য
[গ] আধুনিক
[ঘ] সাম্প্রতিক

১৩. মধ্যযুগীয় যুক্তিবিদ্যার জনক কে?
[ক] ইবনে সিনা
✅ আল-ফারাবি
[গ] আল-গায্যালি
[ঘ] ইবনে রুশদ

নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাও:
দৃশ্যকল্প ১: যুক্তিবিদ্যা সবসময় যুক্তিপদ্ধতির নিয়মাবলিকে আমাদের বাস্তব চিন্তা ক্ষেত্রে প্রয়োগ করার কৌশল শিক্ষা দেয়।
দৃশ্যকল্প ২: যুক্তিবিদ্যা যথার্থ যুক্তিপদ্ধতির নিয়মকানুন আবিষ্কার করে।

১৪. দৃশ্যকল্প-১ যুক্তিবিদ্যার যে প্রকৃতি নির্দেশ করছে তা হলো-
✅ যুক্তিবিদ্যা হলো কলা
[খ] যুক্তিবিদ্যা হলো বিজ্ঞান
[গ] যুক্তিবিদ্যা কলা ও বিজ্ঞান উভয়ই
[ঘ] যুক্তিবিদ্যা একটি বিমূর্ত বিষয়

১৫. দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ উভয়ই যুক্তিবিদ্যার-
i. স্বরূপ নির্দেশক
ii. পরিসর নির্দেশক
iii. বৈশিষ্ট্য নির্দেশক

নিচের কোনটি সঠিক?
[ক] ii ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৬. যুক্তিবিদ্যা কোন ধরনের বিজ্ঞান?
[ক] সদর্থক
[খ] নঞর্থক
✅ আদর্শনিষ্ঠ
[ঘ] নন্দনতাত্ত্বিক

১৭. জ্ঞান কত প্রকার?
✅ দুই
[খ] তিন
[গ] চার
[ঘ] পাঁচ

১৮. এরিস্টটলীয় যুক্তিবিদ্যাকে কোন যুগের যুক্তিবিদ্যা বলে অভিহিত করা হয়?
[ক] মধ্যযুগীয়
[খ] সাম্প্রতিক
✅ সাবেকী
[ঘ] প্রতীকী

১৯. রেনেসাঁ পরবর্তী সময়কে কোন যুগ বলে অভিহিত করা হয়?
✅ আধুনিক যুগ
[খ] প্রাচীন যুগ
[গ] মধ্যযুগ
[ঘ] সাম্প্রতিক যুগ

২০. ‘‘যুক্তিবিদ্যা হচ্ছে বৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তির পার্থক্য নির্দেশ করার জন্য ব্যবহৃত পদ্ধতি ও নীতিসমূহের একটি বিশিষ্ট বিদ্যা’’- উক্তিটি কোন যুক্তিবিদের?
[ক] টমসন
[খ] ওয়েলটন
[গ] হ্যামিলটন
✅ কপি

২১. যুক্তিবিদ্যা কোন বিষয়টির কারণে আদর্শনিষ্ঠ বিজ্ঞান?
[ক] কল্যাণ
[খ] সুন্দর
✅ সত্য
[ঘ] মঙ্গল

২২. যুক্তিবিদ্যার স্বতঃসিদ্ধ নিয়মগুলো হলো-
i. কার্যকারণ নিয়ম
ii. অভেদ নিয়ম
iii. বিরোধ নিয়ম

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৩. যুক্তিবিদ্যা হলো-
i. অনুমান সম্পর্কিত বিজ্ঞান
ii. ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কিত বিজ্ঞান
iii. আচরণ সম্পর্কিত বিজ্ঞান

নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ ii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

২৪. কলা বলতে বোঝায় -
i. দক্ষতা
ii. পটুত্ব
iii. কর্মনৈপুন্য

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের উদ্দীপকটি থেকে ২৫ ও ২৬ নং প্রশ্নের উত্তর দাও:
সুমন বিকেলে মাঠে খেলতে যাবার সময় লক্ষ করল আকাশে কালো মেঘ এবং জোরে বাতাস বইছে। সে জানে এটা ঝড়ের লক্ষণ। তাই সে সিদ্ধান্ত নিল চজ মাঠে খেলতে যাবে না৷

২৫. উদ্দীপকটি নিচের কোনটিকে নির্দেশ করে?
[ক] যুক্তিবাক্য
[খ] অনুমান
✅ অবধারন
[ঘ] ধারণ

২৬. স্বরূপগত দিক থেকে সুমনের চিন্তাটি-
i. বিজ্ঞান
ii. কলা
iii. আদর্শনিষ্ঠ

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৭. এরিস্টটল প্রদত্ত যুক্তিবিদ্যাকে কী বলা হয়?
[ক] আধুনিক যুক্তিবিদ্যা
[খ] অবরোহ যুক্তিবিদ্যা
[গ] প্রতীকী যুক্তিবিদ্যা
✅ সাবেকী যুক্তিবিদ্যা

২৮. ‘‘যুক্তিবিদ্যা একাধারে একটি বিজ্ঞান ও একটি কলা।’’ - কোন দুই যুক্তিবিদ একথা বলেন?
✅ মিল ও হোয়েটলি
[খ] আই.এম. কপি ও অ্যালড্রিস
[গ] ম্যানসেল ও টমসন
[ঘ] যোসেফ ও ফউলার

২৯. চিন্তা বা অনুমানের বাহন হলো-
i. যুক্তি
ii. যুক্তিবাক্য
iii. ভাষা

নিচের কোনটি সঠিক
[ক] i
[খ] ii
[গ] iii
✅ i ও ii

hsc logic mcq question answer. hsc logic guide pdf download. HSC যুক্তিবিদ্যা MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি যুক্তিবিদ্যা নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক যুক্তিবিদ্যা বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৩০. প্রধানত যুক্তিবিদ্যা হলো-
i. আদর্শনিষ্ঠ বিজ্ঞান
ii. চিন্তার বিজ্ঞান
iii. বিজ্ঞান ও কলা

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
[গ] i ও iii
✅ i, ii ও iiii

৩১. 'চিন্তা' হচ্ছে মানুষের একটি -
i. ইন্দ্রিয় নির্ভর প্রক্রিয়া
ii. বুদ্ধিমূলক প্রকিয়া
iii. জ্ঞান-নির্ভর প্রকিয়া

নিচের কোনটি সঠিক
[ক] i
[খ] ii
[গ] iii
✅ ii ও iii

নিচের উদ্দীপকের আলোকে ৪৪ ও ৪৫ নম্বর প্রশ্নের উত্তর দাও:
শাহীন শোয়েবকে বললো, ‘‘যুক্তিবিদ্যা অনুমানের নিয়মগুলোকে বাস্তবে প্রয়োগের কৌশল শিক্ষা দেয়।’’ কিন্তু শোয়েব বললো, এটি ঠিক নয়, ‘‘কারণ যুক্তিবিদ্যা শুধু আমাদের অনুমানের নিয়মসমূহ প্রণয়ন করে।’’ তারা যুক্তিবিদ্যার স্যারকে জিজ্ঞেস করলে তিনি বলেন, তোমাদের দুজনের বক্তব্যই সত্য।

৩২. উদ্দীপকে শাহীনের বক্তব্যে কী প্রকাশ পেয়েছে?
i. যুক্তিবিদ্যা একটি আদর্শমূলক বিজ্ঞান
ii. যুক্তিবিদ্যা একটি বর্ণনামূলক বিজ্ঞান
iii. যুক্তিবিদ্যা একটি কলাবিদ্যা

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
✅ iii
[ঘ] i, ii ও iii

৩৩. শাহীন, শোয়েব ও যুক্তিবিদ্যার শিক্ষকের বক্তব্য বিশ্লেষণ করলে বোঝা যায় যে-
[ক] যুক্তিবিদ্যা একটি বিজ্ঞান
[খ] যুক্তিবিদ্যা একটি কলা
[গ] যুক্তিবিদ্যা একটি বর্ণনামূলক বিজ্ঞান
✅ যুক্তিবিদ্যা বিজ্ঞান ও কলা উভয়ই

উদ্দীপকটি পড় এবং ৪৬ নম্বর প্রশ্নের উত্তর দাও:
১ গবেষণা
২ উপাত্ত
৩ তথ্য

৩৪. উদ্দীপকটি কোন বিজ্ঞানের পর্যায়ভুক্ত?
✅ তত্ত্বমূলক
[খ] আদর্শমূলক
[গ] বর্ণনামূলক
[ঘ] ব্যবহারিক

৩৫. ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কিত বিজ্ঞানকে কী বলা হয়?
[ক] দর্শন
✅ যুক্তিবিদ্যা
গ জ্ঞানবিদ্যা
[ঘ] অধিবিদ্যা

৩৬. জ্ঞান কত প্রকার?
✅ দুই
[খ] তিন
[গ] চার
[ঘ] পাঁচ

৩৭. এরিস্টটলীয় যুক্তিবিদ্যার মূলসূত্র কয়টি?
[ক] একটি
[খ] দুইটি
[গ] তিনটি
✅ চারটি

৩৮. সত্য, সুন্দর ও মঙ্গলের আদর্শ নিয়ে দর্শনের কোন শাখায় আলোচনা করা হয়?
[ক] জ্ঞানবিদ্যা
[খ] অধিবিদ্যা
✅ মূল্যবিদ্যা
[ঘ] বাস্তববিদ্যা

৩৯. 'An Introduction to Logic' গ্রন্থের রচয়িতা কে?
ক এরিস্টটল
[খ] জে. এস. মিল
[গ] আই. এম. কপি
✅ যোসেফ

৪০. গ্রিসের দার্শনিক কে?
[ক] যোসেফ
[খ] কপি
[গ] জে. এস. মিল
✅ এরিস্টটল

৪১. যুক্তিবিদ্যা কলা ও বিজ্ঞান উভয়ই, কারণ-
i. যুক্তিবিদ্যায় চিন্তার নিয়মাবলি আবিষ্কার ও প্রমাণ করে
ii. যুক্তিবিদ্যায় বৈধ ও অবৈধ যুক্তির পার্থক্য নির্দেশ করে
iii. যুক্তিবিদ্যায় যুক্তির ব্যবহারিক ও প্রায়োগিক কৌশল নির্দেশ করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
✅ i, ii ও iii

৪২. যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় হলো-
i. আকারগত সত্যতা
ii. বস্তুগত সত্যতা
iii. সার্বিক সত্যতা

নিচের কোনটি সঠিক
[ক] i
[খ] ii ও ii
[গ] i, i ও iii
✅ i, ii ও iii

৪৩. যুক্তিবিদ্যা বলতে বোঝায়-
i. আচরণ সম্পর্কিত বিজ্ঞান
ii. সৌন্দর্য সম্পর্কিত বিজ্ঞান
iii. চিন্তা-সংক্রান্ত বিজ্ঞান

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
✅ iii
[ঘ] i, i ও iii

৪৪. কপির সংজ্ঞায় যুক্তিবিদ্যার মূল উদ্দেশ্য ফুটে উঠেছে। যুক্তিবিদ্যার মূল উদ্দেশ্য হলো-
i. শুদ্ধ যুক্তি প্রতিষ্ঠা
ii. বৈধ ও অবৈধ যুক্তির পার্থক্য করা
iii. সহানুমান গঠন করা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪৫. প্রাচীন যুগকে কয়টি ধারায় বিভক্ত করা হয়? জ্ঞান
[ক] একটি
[খ] দুইটি
✅ তিনটি
[ঘ] চারটি

৪৬. প্রাচীন যুগের শ্রেষ্ঠ যুক্তিবিদ কে?
[ক] প্লেটো
[খ] পস্নুটো
✅ এরিস্টটল
[ঘ] জেনো

৪৭. যুক্তিবিদ্যার প্রথম শিক্ষক কে.
✅ এরিস্টটল
[খ] প্লেটো
[গ] ডেকার্ট
[ঘ] লাইবনিজ

৪৮. কোথায় সর্বপ্রথম যুক্তিবিদ্যার চর্চা শুরু হয়?
[ক] নরওয়ে
[খ] গ্রিস
[গ] ফ্রান্স
✅ জার্মান

৪৯. যুক্তিবিদ্যার প্রথম পাঠ্য সংস্করণের অন্তর্ভুক্ত কোনটি?
[ক] An Essay Concerning Human Understanding
[খ] A System of Logic
✅ Novum Organum
[ঘ] The Art of Thinking

HSC যুক্তিবিদ্যা ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ১

৫০. 'The Republic' গ্রন্থটি কার লেখা?
[ক] এরিস্টটল
[খ] সক্রেটিস
✅ প্লেটো
[ঘ] মিল

৫১. মধ্যযুগীয় যুক্তিবিদ্যার জনক কে?
✅ আল-ফারাবি
[খ] ইবনে সিনা
[গ] ইবনে রুশদ
[ঘ] ডান্স স্কটাস

৫২. মধ্যযুগে যুক্তিবিদ্যার ওপর সবচেয়ে বেশি কাজ করেছেন কোন যুক্তিবিদ?
[ক] আল কিন্দি
✅ আল ফারাবি
[গ] ইবনে সিনা
[ঘ] ইবনে রুশদ

৫৩. ‘জন ডান্স স্কটাস' কোন যুগের দার্শনিক ছিলেন?
[ক] প্রাচীন যুগ
✅ মধ্যযুগ
[গ] আধুনিক যুগ
[ঘ] সাম্প্রতিক যুগ

৫৪. মধ্যযুগের যুক্তিবিদন্ড
✅ পরফিরি
[খ] মিল
[গ] রাসেল
[ঘ] যোসেফ

৫৫. ভারতীয় উপমহাদেশে খ্রি. পূর্ব কত শতকে যুক্তিবিদ্যার উৎপত্তি হয়?
[ক] ৫ম
✅ ৬ষ্ঠ
[গ] ৭ম
[ঘ] ৮ম

৫৬. আধুনিক যুগের প্রথম যুক্তিবিদন্ড
[ক] আল ফারাবি
[খ] মিল
[গ] এরিস্টটল
✅ ফ্রান্সিস বেকন

৫৭. কোন গ্রন্থটি প্রতীকী যুক্তিবিদ্যা তথা আধুনিক যুক্তিবিদ্যার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হয়?
[ক] The Right Use of Reason
[খ] A System of Logic
[গ] The Art of Thinking
✅ Principia Mathematica

৫৮. আরোহ পদ্ধতির প্রবর্তক কে?
[ক] প্লেটো
[খ] এরিস্টটল
✅ মিল
[ঘ] বেইন

৫৯. আধুনিক যুগের যুক্তিবিদ কে?
✅ জন স্টুয়ার্ট মিল
[খ] ডান্স স্কোটাস
[গ] জেনো
[ঘ] আলফ্রেড হোয়াইটহেড

hsc logic mcq question answer. hsc logic guide pdf download. HSC যুক্তিবিদ্যা MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি যুক্তিবিদ্যা নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক যুক্তিবিদ্যা বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৬০.নিচের কোন দার্শনিকের যুক্তিচর্চা ছিল অন্তদর্শনমূলক?
[ক] এরিস্টটল
[খ] সক্রেটিস
✅ জন স্টুয়ার্ট মিল
[ঘ] জন লক

৬১. আধুনিক যুগের শেষ দার্শনিক কে?
[ক] বেকন
✅ হেগেল
[গ] প্লেটো ঘ জর্জ বুল

৬২. ‘Laws of Thought’ গ্রন্থটির রচয়িতা কে?
[ক] মিল
[খ] কপি
✅ জর্জ বুল
[ঘ] রাসেল

৬৩. 'Laws of Thought' গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?
[ক] ১৭৪৪
[খ] ১৭৫৪
[গ] ১৮৪৪
✅ ১৮৫৪

৬৪.জর্জ বুল প্রতীকী যুক্তিবিদ্যার প্রবর্তন করেন কেন?
[ক] যুক্তির সত্যতা যাচাইয়ের জন্য
[খ] যুক্তির দুর্বলতা বোঝানোর জন্য
✅ যুক্তির বৈধতা ও সত্যমান নির্ণয়ের জন্য
[ঘ] যুক্তির আকার ও প্রাসঙ্গিকতা বিচারের জন্য

৬৫. সোমাকে তার শিক্ষক প্রশ্ন করলেন- ‘‘বলতো সাম্প্রতিক যুগে কার যুক্তিবিদ্যাকে ‘Algebraic Logic’ বলা হয়?’’
[ক] লাইবনিজ
[খ] রাসেল
[গ] হেগেল
✅ জর্জ বুল

৬৬. সাম্প্রতিক যুগে যুক্তির বৈধতা নির্ধারণ হয় কীভাবে?
[ক] বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে
✅ ভাষার যৌক্তিক বিশ্লেষণের মাধ্যমে
[গ] গবেষণার মাধ্যমে
[ঘ] গাণিতিক পদ্ধতির মাধ্যমে

৬৭. যুক্তিবিদ্যায় জ্ঞানের প্রধান উৎস কয়টি?
[ক] একটি
✅ দুইটি
[গ] তিনটি
[ঘ] চারটি

৬৮. সুশৃঙ্খল ও সুসংবদ্ধ জ্ঞানের অপর নাম কী?
[ক] কলা
[খ] সংজ্ঞা
✅ বিজ্ঞান
[ঘ] তত্ব

৬৯. ‘‘যুক্তিবিদ্যা হচ্ছে যুক্তিপদ্ধতি সম্বন্ধীয় বিজ্ঞান ও কলাবিদ্যা’’- উক্তিটি কার?
[ক] হ্যামিলটন
[খ] টমসন
[গ] মিল
✅ হোয়েটলি

৭০. যুক্তিবিদ্যা একাধারে একটি বিজ্ঞান ও একটি কলা। কারা এরূপ কথা বলেন?
✅ মিল ও হোয়েটলি
[খ] পোর্ট ও রয়েল যুক্তিবিদগন
[গ] ম্যানসেল ও টমসন
[ঘ] যোসেফ ও ফাউলার

৭১. ‘ক’ পোর্ট রয্যাল (Port Royal) যুক্তিবিদ হিসেবে পরিচিত। ‘ক’ কাকে নির্দেশ করে?
[ক] মিলকে
✅ অ্যালড্রিচকে
[গ] যোসেফকে
[ঘ] কপিকে

৭২. যুক্তিবিদ্যাকে শুধু কলা বলেছেন কোন যুক্তিবিদ?
[ক] মিল
[খ] জেভন্স
✅ অ্যালড্রিচকে
[ঘ] টমশন

৭৩. যুক্তিবিদ্যা একটি কলাবিদ্যা। কারণ-
[ক] এটি অনুমান প্রক্রিয়ার সাহায্য নেয়
[খ] এটি বিষয়বস্তুর গভীরে প্রবেশ করে
✅ এটি জ্ঞানকে বাস্তবে প্রয়োগের কৌশল শিক্ষা দেয়
[ঘ] এটি বস্তুগত ও আকারগত সত্যতা নিয়ে আলোচনা করে

৭৪. ‘‘যুক্তিবিদ্যা চিন্তার নিয়ম সম্পর্কিত বিজ্ঞান’’ উক্তিটি কার?
[ক] হোয়েটলি
[খ] জে. এস. মিল
✅ টমশন
[ঘ] হ্যামিলটন

৭৫. আদর্শনিষ্ঠ বিজ্ঞান কোন ধরনের?
✅ মূল্যায়নধর্মী
[খ] বাস্তবানুগ
[গ] কল্পনা নির্ভর
[ঘ] অনুমাননির্ভর

৭৬. যুক্তিবিদ্যা 'আদর্শমূলক বিজ্ঞান' কীভাবে?
[ক] নিজস্ব মতবাদ মেনে চলে
[খ] আদর্শ নিয়ে আলোচনা করে
✅ সত্যের আদর্শ যুক্তি মূল্য নিরুপণ করে
[ঘ] মঙ্গল কামনায় যুক্তি নিরুপণ করে

৭৭. যুক্তিবিদ্যা কোন আদর্শের ভিত্তিতে বিষয়বস্তুকে মূল্যায়ন করে?
✅ সত্যের
[খ] নৈতিকতার
[গ] বৈধতার
[ঘ] সুন্দরের

৭৮. যে বিজ্ঞান বস্তুসত্তার প্রকৃতি নিয়ে আলোচনা করে তাকে কী বলে?
[ক] বিষয়নিষ্ঠ বিজ্ঞান
[খ] আদর্শনিষ্ঠ বিজ্ঞান
✅ বস্তুনিষ্ঠ বিজ্ঞান
[ঘ] আকারনিষ্ঠ বিজ্ঞান

৭৯. যে বিজ্ঞান বস্তুর আকার নিয়ে আলোচনা করে তাকে কী বলে?
[ক] বিষয়নিষ্ঠ বিজ্ঞান
[খ] আদর্শনিষ্ঠ বিজ্ঞান
[গ] বস্তুনিষ্ঠ বিজ্ঞান
✅ আকারনিষ্ঠ বিজ্ঞান

৮০. জ্ঞানের পদ্ধতি নির্দেশই যুক্তিবিদ্যার কাজ- কে বলেছেন?
✅ এরিস্টটল
[খ] মিল
[গ] যোসেফ
[ঘ] কপি

৮১. বিষয়বস্তুর ভিত্তিতে বিজ্ঞানের রূপ হলোত
i. আকারগত
ii. আদর্শগত
iii. বস্তুগত

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮২. ‘যুক্তিবিদ্যা একটি খাঁটি বিজ্ঞান’-কোন যুক্তিবিদগণ এটির অবতারণা করেন?
i. হ্যামিল্টন
ii. টমসন
iii. অ্যালড্রিচ

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৩. যুক্তিবিদ্যা কলা ও বিজ্ঞান উভয়ই কারণ-
i. যুক্তিবিদ্যা চিন্তার নিয়মাবলি আবিষ্কার ও প্রমাণ করে
ii. বৈধ ও অবৈধ যুক্তির পার্থক্য নির্দেশ করে
iii. যুক্তির ব্যবহারিক ও প্রায়োগিক কৌশল নির্দেশ করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৮৪. আদর্শনিষ্ঠ বিজ্ঞান হলো-
i. যুক্তিবিদ্যা
ii. নীতিবিদ্যা
iii. নন্দনতত্ত্ব

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] i ও iii
✅ i, ii ও iii

৮৫. যুক্তিবিদ্যা হলো-
i. বিজ্ঞানের মৌলসূত্র ও নিয়মাবলি সরবরাহ করে
ii. আদর্শনিষ্ঠ বিজ্ঞান
iii. প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত অনুমান করার বিজ্ঞান

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড় এবং ১৪০ ও ১৪১ নম্বর প্রশ্নের উত্তর দাও:
টুটুল তার বাবাকে বললোত ‘‘আমি এমন একটি বিষয় পড়তে চাই যা একইসাথে বিজ্ঞান ও কলা উভয়ই’’।

৮৬. অনুচ্ছেদে টুটুল কোন বিষয়ের স্বরূপ সম্পর্কে বলেছেন?
[ক] মনোবিজ্ঞান
[খ] নৃবিজ্ঞান
[গ] রসায়ন
✅ যুক্তিবিদ্যা

৮৭. টুটুলের ইঙ্গিতকৃত বিষয়টি একাধারে-
i. অধিবিদ্যা
ii. বিজ্ঞান
iii. কলাবিদ্যা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও রর
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৮. অনুমান কোন বিদ্যার মূল আলোচ্য বিষয়?
✅ যুক্তিবিদ্যা
[খ] অধিবিদ্যা
[গ] জ্ঞানবিদ্যা
[ঘ] নীতিবিদ্যা

৮৯. যুক্তিবিদ্যায় অনুমান কয় প্রকার?
✅ দুই খ তিন
[গ] চার
[ঘ] পাঁচ

hsc logic mcq question answer. hsc logic guide pdf download. HSC যুক্তিবিদ্যা MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি যুক্তিবিদ্যা নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক যুক্তিবিদ্যা বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৯০. আকারগত সত্যতা প্রতিষ্ঠা করে কোন যুক্তিবিদ্যা?
✅ অবরোহ
[খ] আরোহ
[গ] মাধ্যম
[ঘ] অমাধ্যম

৯১. যুক্তিবাক্যের মূল উপাদান কী?
✅ পদ
[খ] বাক্য
[গ] অনুমান
[ঘ] উদ্দেশ্য

৯২.যুক্তিবিদ্যা কীভাবে মানুষকে সাহায্য করে?
[ক] নৈতিকতার মাধ্যমে
✅ চিন্তা করার মাধ্যমে
[গ] ধার্মিক হওয়ার মাধ্যমে
[ঘ] দার্শনিক হওয়ার মাধ্যমে

৯৩. কোনো ঘটনাকে মনের মতো করে কৃত্রিম ভাবে সংঘটিত করে তা নিরীক্ষণ করাকে কী বলে?
[ক] প্রকল্প
[খ] নিরীক্ষণ
✅ পরীক্ষণ
[ঘ] কার্যকারন

৯৪. অনুমানের ভাষাগত প্রকাশকে কী বলে?
✅ যুক্তি
[খ] পদ
[গ]বাক্য
[ঘ] যুক্তিবাক্য

৯৫. নুসরাত পদের প্রকারভেদ মুখস্থ করছে। এগুলো কীসের সাথে সম্পর্কিত?
✅ যুক্তিবিদ্যা
[খ] বিজ্ঞান
[গ] কলা
[ঘ] নীতিবিদ্যা

৯৬. মানুষ চরিত্রগতভাবেই-
[ক] ভাববাদী
✅ যুক্তিবাদী
[গ] চিন্তাবাদী
[ঘ] বাস্তববাদী

৯৭. জারা তার বন্ধুকে বললোত উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যে এক ধরনের সম্পর্ক থাকে। এই সম্পর্কের নাম কী?
[ক] পদ
[খ] অবধারণ
✅ বিধেয়ক
[ঘ] বাক্য

৯৮. সুসংহত ও সুসংবদ্ধ চিন্তা যখন ভাষায় প্রকাশ পায় তখন তাকে কী বলে?
[ক] বাক্য
[খ] পদ
✅ যুক্তি
[ঘ] অনুমান

৯৯. যুক্তিবিদ্যার চর্চা কী জন্য সর্বাপেক্ষা যৌক্তিক?
[ক] স্বাস্থ্য ঠিক রাখা
[খ] চিন্তার সজীবতা
✅ জ্ঞানের প্রয়োগ
[ঘ] মানসিক দুর্বলতা

১০০. যুক্তিবিদ্যাকে বিজ্ঞান বলেছেন-
i. ম্যানসেল
ii. টমসন
iii. হ্যামিলটন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

No comments:

Post a Comment