G

HSC যুক্তিবিদ্যা ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ২

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Logic 1st paper mcq question and answer. HSC Logic 1st paper mcq questions pdf download. HSC Logic 1st paper mcq guide pdf.

উচ্চ মাধ্যমিক
যুক্তিবিদ্যা
প্রথম পত্র

বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-২

HSC Logic 1st Paper
MCQ
question and answer pdf download

১. দর্শনের জনক কে?
[ক] এরিস্টটল
[খ] প্লেটো
[গ] সক্রেটিস
✅ থেলিস

২. দর্শনের শাখা কয়টি?
[ক] ২
✅ ৩
[গ] ৪
[ঘ] ৫

৩. দর্শনের অন্যতম শাখা কোনটি?
[ক] মনোবিজ্ঞান
[খ] নীতিবিদ্যা
✅ মূল্যবিদ্যা
[ঘ] রূপবিদ্যা

৪. যুক্তিবিদ্যা দর্শনের কোন শাখার অন্তর্ভুক্ত?
[ক] জ্ঞানবিদ্যা
[খ] অধিবিদ্যা
✅ মূল্যবিদ্যা
[ঘ] মনোবিদ্যা

৫. 'যুক্তিবিদ্যা হলো দর্শনের সারসত্তা'- উক্তিটি কার?
[ক] মিল
[খ] এরিস্টটল
[গ] প্লেটো
✅ বার্ট্রান্ড রাসেল

৬. যুক্তিবিদ্যা ও দর্শন উভয়ই সত্য উদঘাটনে প্রয়াসী কেন?
✅ উভয়ই আদর্শ সত্য প্রতিষ্ঠা করতে চায়
[খ] উভয়ই জ্ঞানবিদ্যার অন্তর্ভুক্ত হতে চায়
[গ] উভয়ই কুসংস্কার দূর করতে চায়
[ঘ] উভয়ই মৌলিক সমস্যার সমাধান করতে চায়

৭. প্রকৃতির একটি বিশেষ বিভাগ সম্পর্কে সুনিশ্চিত জ্ঞানকে বলা হয়-
✅ বিজ্ঞান
[খ] যুক্তিবিদ্যা
[গ] নৃবিজ্ঞান
[ঘ] জ্ঞান

৮. যুক্তিবিদ্যা ও দর্শন যুক্তির শুদ্ধতার ওপর নির্ভরশীল কেন?
[ক] যুক্তি যাচাইয়ের জন্য
✅ অন্ধবিশ্বাস ও কুসংস্কার দূর করার জন্য
[গ] বৈজ্ঞানিক স্বীকৃতি লাভের জন্য
[ঘ] নির্বিচার নীতি প্রবর্তনের জন্য

৯. দর্শন ও যুক্তিবিদ্যার মধ্যে সাদৃশ্য বিষয় কী?
✅ সত্য উদঘাটন
[খ] ধর্মীয়বোধ সৃষ্টি
[গ] সুন্দরের চর্চা
[ঘ] শুদ্ধতার চর্চা

১০. আরিফ ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি বিষয়ে অধ্যয়নরত। তার পঠিত বিষয়টির উদ্দেশ্য হলো জগত এবং জীবন সম্পর্কে একটা সুসংবদ্ধ ও যুক্তিযুক্ত জ্ঞান প্রদান করা। সোহানের অধ্যয়নরত বিষয়টির নাম কী?
[ক] ভাষা বিজ্ঞান
✅ দর্শন
[গ] সমাজবিজ্ঞান
[ঘ] রাষ্ট্রবিজ্ঞান

১১. দর্শন ও যুক্তিবিদ্যার চর্চা শুরু হয়েছিল কোন দেশে?
✅ গ্রিসে
[খ] রোমে
[গ] ইরানে
[ঘ] ইতালিতে

১২. শিক্ষক ক্লাসে দুটি বিষয়ের কথা বললেন, যারা পরস্পরের ওপর নির্ভরশীল এবং একটি বৃহৎ অর্থে অপরটিকে অন্তর্ভুক্ত করে। এখানে কোন দুটি বিষয়কে বোঝানো হয়েছে?
[ক] রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান
[খ] নৃবিজ্ঞান ও মনোবিজ্ঞান
✅ যুক্তিবিদ্যা ও দর্শন
[ঘ] দর্শন ও গণিত

১৩. যুক্তিবিদ্যা অধ্যয়নের ফলে বিশেষভাবে আমরা যে মূল্যবোধ আয়ত্ত করতে পারি তা হলো-
[ক] ক্ষমা,
[খ] কল্যাণ
✅ সত্য
[ঘ] সৌন্দর্য

১৪. জ্ঞানের প্রকৃতি, উৎস ও উৎপত্তি নিয়ে আলোচনা করে দর্শনের কোন অংশ?
✅ Epistemology
[খ] Metaphysics
[গ] Axiology
[ঘ] Ethics

১৫. 'Metaphysics' শব্দের অর্থ কী?
[ক] নীতিবিদ্যা
✅ অধিবিদ্যা
[গ] যুক্তিবিদ্যা
[ঘ] মূল্যবিদ্যা

১৬. যুক্তিবিদ্যার মৌলিক নিয়মাবলির নিশ্চয়তা বিধান করে কোনটি?
✅ দর্শন
[খ] পদার্থবিজ্ঞান
[গ] রসায়নবিজ্ঞান
[ঘ] ভাষাবিজ্ঞান

১৭. দর্শনের ইংরেজি শব্দ Philosophy শব্দটি এসেছে-
i. Philos এবং sophia থেকে
ii. Philoso থেকে,
iii. গ্রিক শব্দ থেকে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৮. দর্শন চেষ্টা করেু
i. জীবন ও জগতের সব ধরনের সমস্যা চিহ্নিত করতে
ii. ভাষার যৌক্তিক বিশ্লেষণ করতে
iii. জীবন ও জগতের সব ধরনের সমস্যার সমাধান দিতে

নিচের কোনটি সঠিক?
ক i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৯. যুক্তিবিদ্যার স্বতঃসিদ্ধ যে বিষয়গুলো দর্শনের আলোচ্য বিষয়-
i. কার্যকারণ নিয়ম
ii. প্রকৃতির নিয়মানুবর্তিতার নিয়ম
iii. অভেদ নিয়ম

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২০. দর্শনের সাথে যুক্তিবিদ্যার মিল হিসেবে গ্রহণযোগ্য হচ্ছেত
i. মৌলিক নিয়মে নির্ভরতা
ii. তত্ত্বসমূহ দার্শনিক মানদন্ড- যাচাইকৃত
iii. নিয়মগুলো দর্শনের আলোচ্য বিষয়ভুক্ত

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড় এবং ২১ ও ২২ নং প্রশ্নের উত্তর দাও:
ভাবুক প্রকৃতির ছেলে ইমন। সে জগৎ ও জীবনের মৌলিক সমস্যা সমূহ সমাধানের লক্ষ্যে সব সময় ব্যাস্ত থাকে। যেমন- জড়, প্রাণ, মন, আত্মা, স্রষ্টা ইত্যাদি বিষয়ক সমস্যা। এসকল সমস্যা সমাধানের উপায় গুলোকে সে যুক্তিবিদ্যার আলোকে যাচাই করতে চায়।

২১. ইমনের জীবনাচরণে কোন বিষয়ের প্রভাব পরিলক্ষিত হয়?
✅ দর্শন
[খ] নীতিশাস্ত্র
[গ] নন্দনতত্ত্ব
[ঘ] সমাজবিজ্ঞান

২২. অনুচ্ছেদে উল্লেখিত সমস্যাসমূহ সমাধানে উক্ত বিষয়টির যে সকল শাখা অবদান রাখে
i. অধিবিদ্যা
ii. জ্ঞানতত্ব
iii. মূলবিদ্যা

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৩. Ethics শব্দের অর্থ কী?
[ক] নন্দনতত্ত্ব
[খ] যুক্তিবিদ্যা
✅ নীতিবিদ্যা
[ঘ] দর্শন

২৪. 'Ethos' শব্দের অর্থ কী?
[ক] কৌশল
[খ] পন্থা
[গ] প্রথা
✅ চরিত্র

২৫. ইংরেজি Ethics শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
✅ গ্রিক
[খ] ল্যাটিন
[গ] হিব্রু
[ঘ] জাপানি

২৬. শাব্দিক অর্থে নীতিবিদ্যাকে কী বলা হয়?
✅ চরিত্র বিষয়ক বিদ্যা
[খ] নৈতিকতা বিষয়ক বিদ্যা
[গ] আচরন বিষয়ক বিদ্যা
[ঘ] যুক্তি বিষয়ক বিদ্যা

২৭. নীতিবিদ্যা দর্শনের কোন শাখার অন্তর্ভুক্ত?
[ক] জ্ঞানবিদ্যা
[খ] অধিবিদ্যা
✅ মূল্যবিদ্যা
[ঘ] নন্দনতত্ত্ব

২৮. জনির ভালো-মন্দ, নৈতিক-অনৈতিক বোধ খুবই প্রবল। তার মধ্যে কোন বিষয়ের প্রভাব রয়েছে?
[ক] যুক্তিবিদ্যার
✅ নীতিবিদ্যার
[গ] নন্দনতত্ত্বের
[ঘ] জ্ঞানবিদ্যার

২৯. মানুষ উন্নত জীবনের ধারক হতে পারে কীভাবে?
[ক] বুদ্ধি ও শক্তির সমন্বয়ে
✅ যুক্তি ও বিবেকের সমন্বয়ে
[গ] অর্থ ও বুদ্ধির সমন্বয়ে
[ঘ] শক্তি ও অর্থের সমন্বয়ে

hsc logic mcq question answer. hsc logic guide pdf download. HSC যুক্তিবিদ্যা MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি যুক্তিবিদ্যা নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক যুক্তিবিদ্যা বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৩০. সমাজে বসবাসকারী সুস্থ ও প্রাপ্তবয়স্ক মানুষের ইচ্ছাকৃত আচরণ কোন শাস্ত্রের আলোচনার বিষয়?
✅ নীতিবিদ্যা
[খ] যুক্তিবিদ্যা
[গ] গণিত
[ঘ] দর্শন

৩১. ‘ব্যবসায় নীতিবিদ্যা' নীতিবিদ্যার কোন শাখায় আলোচনা করা হয়?
✅ প্রায়োগিক নীতিবিদ্যা
[খ] তাত্ত্বিক নীতিবিদ্যা
[গ] পরানীতিবিদ্যা
[ঘ] জীবনীতিবিদ্যা

৩২. যুক্তিবিদ্যা ও নীতিবিদ্যা উভয়ই আদর্শনিষ্ঠ বিজ্ঞান কেন?
[ক] ভালো-মন্দকে নির্ধারণ করার জন্য
✅ সত্যের আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য
[গ] কুসংস্কার দূর করার জন্য
[ঘ] আচরণ পর্যালোচনা করার জন্য

৩৩. যৌক্তিকতা → ? → নৈতিকতা → নীতিবিদ্যা
উপরের প্রশ্নচিহ্নিত ঘরে কোনটি হবে?
[ক] মনোবিদ্যা
✅ যুক্তিবিদ্যা
[গ] দর্শন
[ঘ] নন্দনতত্ত্ব

৩৪. প্রাতিষ্ঠানিকভাবে কত সাল থেকে ব্যবসায় নীতিবিদ্যার চর্চা শুরু হয়?
✅ ১৯৭০
[খ] ১৯৭৫
[গ] ১৯৮০
[ঘ] ১৯৮৫

৩৫. 'কল্যাণ' ধারণাটি নিচের কোন বিষয়টির সাথে সম্পর্কযুক্ত?
✅ নীতিবিদ্যা
[খ] যুক্তিবিদ্যা
[গ] আদর্শবিদ্যা
[ঘ] নন্দনতত্ত্ব

৩৬. সমাজ ও রাষ্ট্র স্বীকৃত জীবিকা অর্জনের মাধ্যমকে কী বলে?
[ক] ব্যবসায়
✅ পেশা
[গ] বৃদ্ধি
[ঘ] চাকরি

৩৭. জহির একজন ডাক্তার। সে সব সময় দেরিতে হাসপাতালে আসে এবং রোগীকে অবহেলা করে। তার মধ্যে কীসের অভাব রয়েছে?
✅ পেশাগত নৈতিকতার
[খ] ব্যবসায় নৈতিকতার
[গ] ঔচিত্য বোধের
[ঘ] মানবিকতার

৩৮. ন্যায়-অন্যায়, ভালো-মন্দ, উচিত-অনুচিত ইত্যাদি মূল্যায়নধর্মী বক্তব্য তোমার পাঠ্যপুস্তকের কোন বিয়ষকে নির্দেশ করে?
[ক] যুক্তিবিদ্যা
✅ নন্দনতত্ত্ব
[গ] মনোবিদ্যা
[ঘ] নীতিবিদ্যা

৩৯. ইংরেজি 'Moral' শব্দটি কোন ল্যাটিন শব্দ থেকে এসেছে?
[ক] Morality
✅ Mores
[গ] Ethos
[ঘ] Philos

৪০. 'নীতিবিদ্যা হচ্ছে দর্শনের সেই শাখা যা নৈতিকতা, নৈতিক সমস্যা ও নৈতিক অবধারণ সম্পর্কিত আলোচনা করে’ - উক্তিটি কার?
[ক] লিলির
[খ]ওয়েবারের
✅ ফ্রানকেনা
[ঘ] হেগেলের

৪১. আমাদের ঔচিত্যবোধ সংক্রান্ত আলোচনা করে কোন শাস্ত্র?
✅ নীতিবিদ্যা
[খ] ভাষাবিদ্যা
[গ] অধিবিদ্যা
[ঘ] যুক্তিবিদ্যা

৪২. যুক্তিবিদ্যা ও নীতিবিদ্যা উভয়শাস্ত্রের লক্ষ্য কী?
[ক] আচরণ নিয়ন্ত্রণ
[খ] দুর্নীতি নিয়ন্ত্রণ
✅ মানুষের কল্যাণ সাধন
[ঘ] কর ফাঁকি নিয়ন্ত্রণ

৪৩. জয় তার ছোট ভাইকে উচিত-অনুচিত সম্পর্কিত ধারণা দিলেন। উত্ত বিষয়টি কোন বিষয়ের আলোচনায় ফুটে ওঠে?
[ক] কলাবিদ্যা
✅ নীতিবিদ্যা
[গ] অধিবিদ্যা
[ঘ] যুক্তিবিদ্যা

৪৪. নীতিবিদ্যা সমাজে বসবাসকারী মানুষের-
i. আচরণ নিয়ন্ত্রণ
ii. আচরণ সম্পর্কিত বিজ্ঞান
iii. আদর্শনিষ্ঠ বিজ্ঞান

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪৫. সাম্প্রতিককালে প্রায়োগিক নীতিবিদ্যার নতুন ধারা হিসেবে যাত্রা শুরু করে-
i. ব্যবসায় নীতিবিদ্যা
ii. জীব নীতিবিদ্যা
iii. পেশাগত নীতিবিদ্যা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪৬. নীতিবিদ্যা পার্থক্য নির্দেশ করে-
i. ভালো ও মন্দের
ii. উচিত ও অনুচিতের
iii. মঙ্গল ও কল্যাণের

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪৭. সুমন সাহে একটি স্বনামধন্য কোম্পানির মালিক। তার কোম্পানিতে উৎপাদনকৃত পণ্যের গুণগত মান ও পরিমাণ বজায় রাখেন। এ কারণে অন্যান্য কোম্পানির মালিকরা তার ব্যক্তিত্বের প্রশংসা করেন। এখানে সুমন সাহেবের কোম্পানি ও উৎপাদনকৃত পণ্যের নৈতিক যুক্তি হলো-
i. দৃষ্টিভঙ্গির সত্যতা তুলে ধরা
ii. অসৎ মুনাফা বৃদ্ধির কৌশল বর্জন করা
iii. অন্য প্রতিষ্ঠানের মালিকদের নৈতিক দায়িত্ববোধ জাগ্রত করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৪৮ ও ৪৯ নম্বর প্রশ্নের উত্তর দাও:
ভেজালবিরোধী অভিযানে ম্যাজিস্ট্রেট রোকন উদ্দৌলা অত্যন্ত সুনাম অর্জন করেছেন। খাদ্যে ভেজাল মেশানো একটি পুরোনো সমস্যা হলেও এর থেকে পরিত্রাণের পথ অনেকেই খুঁজে পাননি। তবে ম্যাজিস্ট্রেট সাহেব খুবই হতাশ হয়েছেন ওজনে কম দেওয়ার অভিনব পদ্ধতিগুলোর ব্যবহার দেখে।

৪৮. ম্যাজিস্ট্রেটের ভূমিকায় যে দিকটি ফুটে উঠেছে-
i. নীতিবিদ্যার প্রভাব
ii. যুক্তিবিদ্যার প্রভাব
iii. নন্দনতত্ত্বের প্রভাব

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪৯. খাদ্যে ভেজাল মেশানোর কারণ হিসেবে যুক্তিসংগত কোনটি?
[ক] অর্থ সংকট
✅ নৈতিকতার অভাব
[গ] আইনের দূর্বলতা
[ঘ] যুক্তির অভাব

HSC যুক্তিবিদ্যা ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ২

উদ্দীপকটি পড়ে ৫০ ও ৫১ নম্বর প্রশ্নের উত্তর দাও:
স্বপন ক্লাসে নিয়মিত পড়া শিখে আসে, ক্লাসে কারো সাথে ঝগড়া করে না, কারো কোনোকিছু না বলে ধরে না। এজন্যই সবাই তাকে ভালোবাসে। তার বন্ধু রাফিনও ভাল ছেলে; তবে সে সব সময় যুক্তির অনুসরণ করে কথা বলে ও সে অনুযায়ী কাজ করে ।

৫০. স্বপনের গুণগুলোর সম্পর্ক আছে যে বিদ্যার সাথে-
[ক] দর্শন
[খ] যুক্তিবিদ্যা
✅ নীতিবিদ্যা
[ঘ] নন্দনতত্ত্ব

৫১. স্বপন ও রাফিনের সাথে সম্পর্কিত বিষয় দুটির ক্ষেত্রে প্রযোজ্য, উভয়ই-
✅ আদর্শনিষ্ঠ বিজ্ঞান
[খ] আকারগত বিজ্ঞান
[গ] বস্তুগত বিজ্ঞান
[ঘ] সব বিজ্ঞানের সেরা বিজ্ঞান

৫২. নন্দনতত্ত্ব শব্দের ইংরেজি প্রতিশব্দ কী?
[ক] Philosophy
[খ] Logic
✅ Aesthetics
[ঘ] Axiology

৫৩. ইংরেজি Aesthetics শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
[ক] Philosophy
✅ Aesthetikos
[গ] Aesthetics
[ঘ] Axiology

৫৪. 'Aesthetikos' শব্দের অর্থ কী?
[ক] আনন্দময়
[খ] মঙ্গলজনক
[গ] কল্যাণকর
✅ সংবেদনশীল

৫৫. গ্রিক দার্শনিক এরিস্টটল কোন গ্রন্থে কলা বা নন্দনতত্ত্বের বিষয় নিয়ে আলোচনা করেন?
✅ পোয়েটিকস
[খ] দি পলিটিকস
[গ] দি কনস্টিটিউশন
[ঘ] দি রিপাবলিক

৫৬. কোন যুক্তিবিদ 'aesthetics' শব্দটি নন্দনতত্ত্বের ক্ষেত্রে প্রথম ব্যবহার করেন?
ক এরিস্টটল
[খ] প্লেটো
✅ বৌমগার্টেন
[ঘ] কান্ট

৫৭. নন্দন শব্দের অর্থ কী?
[ক] সুন্দর
✅ আনন্দ
[গ] মঙ্গল
[ঘ] সত্য

৫৮. যুক্তিবিদ্যা ও নন্দনতত্ত্বের বিষয়বস্তু কেমন?
[ক] বিচারধর্মী
[খ] বিশ্লেষণধর্মী
✅ মূল্যায়নধর্মী
[ঘ] কল্যাণধর্মী

৫৯. ফারুক স্যার অত্যন্ত মনোমুগ্ধকর বাচনভঙ্গিতে কবিতা আবৃত্তি করেন, যা শুধু শুনতেই ইচ্ছা করে। ফারুক স্যারের আবৃত্তির গুণটি কোন বিদ্যার বৈশিষ্ট্য প্রকাশ করে?
[ক] নীতিবিদ্যা
[খ] অধিবিদ্যা
✅ নন্দনতত্ত্ব
[ঘ] মনোবিদ্যা

hsc logic mcq question answer. hsc logic guide pdf download. HSC যুক্তিবিদ্যা MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি যুক্তিবিদ্যা নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক যুক্তিবিদ্যা বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৬০. নন্দনতত্ত্ব শব্দটি বাংলা ভাষায় চালু করেন কে?
[ক] বুদ্ধদেব বসু
[খ] জীবনানন্দ দাশ
✅ রবীন্দ্রনাথ ঠাকুর
[ঘ] কাজী নজরুল ইসলাম

৬১. সৌন্দর্য নিয়ে আলোচনা করে কোন বিদ্যা?
[ক] যুক্তিবিদ্যা
[খ] নীতিবিদ্যা
✅ নন্দনতত্ত্ব
[ঘ] মনোবিজ্ঞান

৬২. নন্দনতত্ত্ব আনন্দের খোরাক জোগায় কীভাবে?
[ক] নৈতিকতার মাধ্যমে
✅ নান্দনিক মূল্য সৃষ্টির মাধ্যমে
[গ] অর্থ উপার্জনের মাধ্যমে
[ঘ] কল্যাণ কামনার মাধ্যমে

৬৩. নন্দনতত্ত্বের সৃষ্টি হয়েছে কার হাত ধরে?
✅ এরিস্টটল
[খ] প্লেটো
[গ] যোসেফ
[ঘ] মিল

৬৪. নন্দনতত্ত্বের অন্যতম লক্ষ্য কোনটি?
✅ শিল্পকর্মের সৌন্দর্য যাচাই করা
[খ] নৈতিক শিক্ষা দেওয়া
[গ] সত্য-মিথ্যা যাচাই করা
[ঘ] বচনের বৈধতা নির্ণয় করা

৬৫. কবিতা, গান, শিল্পকর্ম আমাদের মনে কীসের সৃষ্টি করে?
✅ নান্দনিক অনুভূতি
[খ] ধর্মীয় অনুভূতি
[গ] মানবিক অনুভূতি
[ঘ] সামাজিক অনুভূতি

৬৬. সৌন্দর্য, শিল্প, রুচিবোধ ও রসবোধ নিয়ে আলোচনা করে কোন বিদ্যা?
[ক] নীতিবিদ্যা
✅ নন্দনতত্ত্ব
[গ] গণিত
[ঘ] যুক্তিবিদ্যা

৬৭. শিক্ষক ক্লাসে পড়াতে গিয়ে যুক্তিবিদ্যার সাথে সম্পর্কযুক্ত এমন একটি বিষয়ের কথা বললেন যেটি মঙ্গল ও সৌন্দর্য সম্পর্কিত আলোচনা ও মূল্যায়ন করে। উক্ত বিষয়টির নাম কী?
[ক] যুক্তিবিদ্যা
✅ নন্দনতত্ত্ব
[গ] দর্শন
[ঘ] অধিবিদ্যা

৬৮. যুক্তিবিদ্যা ও নন্দনতত্ত্ব উভয়ই-
i. আদর্শনিষ্ঠ বিদ্যা
ii. বস্তুনিষ্ঠ বিদ্যা
iii. মূল্যবিদ্যার শাখা

নিচের কোনটি সঠিক?
[ক]i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬৯. যুক্তিবিদ্যা ও কম্পিউটার বিজ্ঞান উভয়ই ব্যবহারিক বিজ্ঞান কেন?
ক সমস্যা সমাধানের জন্য
✅ মানুষের কল্যাণ সাধনের জন্য
[গ] বৈজ্ঞানিক জ্ঞানের জন্য
[ঘ] প্রতীক ব্যবহারের জন্য

৭০. কম্পিউটার বিজ্ঞানের মৌলিক তত্ত্ব হলো-
i. গাণিতিক যুক্তিবিজ্ঞান
ii. অ্যালগরিদম তত্ত্ব
iii. ওয়েব ব্রাউজিং

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৭১. কম্পিউটার এর যেসব ক্ষেত্রে যুক্তিবিদ্যার প্রয়োগ লক্ষণীয়-
i. কম্পিউটার স্থাপত্য
ii. প্রোগ্রামিং এর ভাষা
iii. সফটওয়্যার প্রকৌশল

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৭২. যুক্তিবিদ্যা কম্পিউটার বিজ্ঞানকে দিয়েছে-
i. সম্মিলনী ভিত্তি কাঠামো
ii. উৎপাদন ব্যয় কমানোর নির্দেশনা
iii. গাণিতিক সমস্যা গণনের বিভিন্ন দিক

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৭৩. যুক্তিবিদ্যা ও কম্পিউটার বিজ্ঞানের প্রকৃতিগত বিষয়াবলির মাধ্যমে যেসব সাদৃশ্য পরিলক্ষিত হয়-
i. উভয় ক্ষেত্রে প্রাপ্ত সিদ্ধান্ত গ্রহণযোগ্য বা বিশ্বাসযোগ্য
ii. উভয় ক্ষেত্রে প্রাপ্ত সিদ্ধান্ত পদ্ধতিগত ও যৌক্তিক
iii. উভয় ক্ষেত্রে প্রাপ্ত সিদ্ধান্ত আকস্মিক ও সম্ভাব্য

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৭৪ ও ৭৫ নম্বর প্রশ্নের উত্তর দাও:
বর্তমানে ব্যবসায় বাণিজ্য এবং বিপণন সম্পূর্ণ প্রযুক্তি নির্ভর। প্রযুক্তির কল্যাণেই ব্যবসায়ের ক্ষেত্রে এসেছে বিস্ময়কর পরিবর্তন ও সাফল্য।

৭৪. ব্যবসায়-বাণিজ্যের উন্নতিকল্পে উদ্দীপকে উল্লেখিত পদ্ধতির ব্যবহার কোন দিকটির সাথে তুলনীয়?
[ক] কম্পিউটারের সীমিত কার্যক্রম
[খ]কম্পিউটারের কর্মপ্রবাহ
✅ কম্পিউটারের স্বকীয় বৈশিষ্ট্য
[ঘ] কম্পিউটারের আবিষ্কার

৭৫. উদ্দীপকের কম্পিউটারের সাথে ব্যবহারিক সম্পর্ক রয়েছে এমন বিদ্যা হিসেবে সমর্থনযোগ্য হচ্ছে-
i. গণিতশাস্ত্র
ii. প্রতীকী যুক্তিবিদ্যা
iii. নীতিবিদ্যা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৭৬. শাব্দিক অর্থে শিক্ষা কী?
✅ জ্ঞানার্জনের প্রয়াস
[খ] বড় হওয়া
[গ] অভিজ্ঞতা অর্জন
[ঘ] দৈহিক বিকাশ

৭৭. শিক্ষা শব্দ দ্বারা ব্যাপক অর্থে বোঝায়-
[ক] লালন পালন করা
✅ জীবনব্যাপী ক্রমবিকাশ
[গ] শিক্ষক বা শিক্ষা দান সম্পর্কে
[ঘ] অন্তর্নিহিত প্রতিভার বিকাশ

৭৮. ইংরেজি Education শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
[ক] বাংলা
[খ] গ্রিক
✅ ল্যাটিন
[ঘ] জার্মানি

৭৯. ল্যাটিন 'Educatio' শব্দের বাংলা অর্থ কী?
[ক] গঠন করা
✅ গড়ে তোলা
[গ] সাহায্য করা
[ঘ] দান করা

৮০. শিক্ষা বলতে কয়টি ধারণাকে বোঝায়?
[ক] ১
[খ] ২
✅ ৩
[ঘ] ৪

৮১. যুক্তিবিদ্যার কোন অংশের আলোচনা বিচার ক্ষমতা বৃদ্ধি করে?
[ক] যুক্তিবাক্য
✅ অবধারণ
[গ] পদ
[ঘ] অনুমান

৮২. ‘‘জীবিত ও মৃতলোকের মধ্যে যে তফাত সেই তফাত হচ্ছে শিক্ষিত ও অশিক্ষিতের মধ্যে’’ - কে বলেছেন?
[ক] হ্যামিলটন
[খ] বারকার
✅ এরিস্টটল
[ঘ] প্লেটো

৮৩. সুসংবদ্ধ ও সুশৃঙ্খল চিন্তাকে উৎসাহিত করে কোন শাস্ত্র?
ক নীতিবিদ্যা
✅ যুক্তিবিদ্যা
[গ] দর্শন
[ঘ] গণিত

৮৪. প্লেটো এবং এরিস্টটলের মতে শিক্ষা কীসের প্রক্রিয়া?
[ক] জীবনে প্রতিষ্ঠিত হওয়ার
✅ সুস্থ দেহে সুস্থ মন তৈরির
[গ]যৌক্তিক জ্ঞান বৃদ্ধির
[ঘ] সামাজিক জ্ঞান বৃদ্ধির

৮৫. আচরণের ইতিবাচক পরিবর্তনের জন্য কীসের প্রয়োজন?
✅ পরিশুদ্ধ মনোভাব
[খ]বৈজ্ঞানিক চিন্তা
[গ] যৌক্তিক ক্ষমতা
[ঘ] জটিল চিন্তাশক্তি

৮৬. কোনটিকে সব বিজ্ঞানের মূল বিজ্ঞান বলা হয়?
[ক] গণিত
[খ] নীতিবিদ্যা
[গ] মনোবিজ্ঞান
✅ যুক্তিবিদ্যা

৮৭. গবেষণায় সহায়তার জন্য শিক্ষা ও যুক্তিবিদ্যা উভয়ই কী প্রণয়ন করে?
[ক] যুক্তি পদ্ধতি
[খ] চিন্তা পদ্ধতি
✅ প্রকল্প
[ঘ] সিদ্ধান্ত

৮৮. কোন দুটি বিষয়ের মধ্যকার অনুবন্ধ অপরিহার্য?
[ক] যুক্তিবিদ্যা ও নীতিবিদ্যা
[খ] যুক্তিবিদ্যা ও নন্দনতত্ব
✅ যুক্তিবিদ্যা ও শিক্ষা
[ঘ] যুক্তিবিদ্যা ও ভাষাশিক্ষা

৮৯. কীসের মাধ্যমে আমাদের অভ্যাস, মনোভাব ও দক্ষতার বিকাশ হয়?
[ক] যুক্তিবিদ্যা
✅ শিক্ষা
[গ] গণিত
[ঘ] কম্পিউটার বিজ্ঞান

hsc logic mcq question answer. hsc logic guide pdf download. HSC যুক্তিবিদ্যা MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি যুক্তিবিদ্যা নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক যুক্তিবিদ্যা বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৯০. ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কিত বিজ্ঞানকে কী বলা হয়?
[ক] দর্শন
[খ] জ্ঞানবিদ্যা
✅ যুক্তিবিদ্যা
[ঘ] অধিবিদ্যা

৯১. শিক্ষাদর্শন অনুযায়ী মানুষের আচরণের স্থায়ী পরিবর্তন বলতে বোঝায়-
i. ব্যক্তিত্বের বিকাশকে
ii. অভিজ্ঞতা অর্জনকে
iii. অজানা বিষয় আয়ত্ত করাকে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
গ ii ও iii
✅ i, ii ও iii

৯২. অবৈধ বিষয় থেকে বৈধ বিষয় পার্থক্য করতে তুমি কোন বিদ্যার জ্ঞান সহায়ক বলে মনে করো?
[ক] মনোবিজ্ঞান
✅ যুক্তিবিদ্যা
[গ] পদার্থবিদ্যা
[ঘ] সমাজবিজ্ঞান

৯৩. কুসংস্কার ও অন্ধবিশ্বাস দূর করে কোন শাস্ত্র?
[ক] গণিত
✅ যুক্তিবিদ্যা
[গ] শিক্ষা
[ঘ] নন্দনতত্ত্ব

৯৪. আমাদের চিন্তা ও অনুমান প্রকাশের মাধ্যম কী?
[ক] পদ
[খ] যুক্তিবাক্য
✅ ভাষা
[ঘ] অবধারণ

৯৫. যুক্তিবিদ্যার ক্ষেত্রে সঠিক ও যথাযথ অনুমান পদ্ধতি কোনটি?
[ক] আরোহ
✅ অবরোহ
[গ] পরীক্ষণ
[ঘ] তুলনামূলক

৯৬. মানুষকে শুদ্ধ চিন্তার অভ্যাস গঠনে সহায়তা করে কোন
ব্যায়াম?
[ক] শিক্ষা
✅ যুক্তিবিদ্যা
[গ] দর্শন
[ঘ] গণিত

৯৭. যুক্তি প্রদান মানুষের কোন ধরনের ক্ষমতা?
✅ সহজাত
[খ] প্রত্যক্ষ
[গ] পরোক্ষ
[ঘ] অভিজ্ঞতালব্ধ

৯৮. যুক্তিবিদ্যা আমাদের কোন ধরনের চিন্তায় সহায়তা করে?
[ক] বিমর্ত
[খ] মূর্ত
✅ যৌক্তিক
[ঘ] বৈজ্ঞানিক

৯৯. বাস্তব জীবনে যুক্তিবিদ্যা ও যুক্তিচিন্তন প্রয়োগের গুরুত্বপূর্ণ ক্ষেত্র কোনটি?
✅ দার্শনিক যুক্তিবিদ্যা
[খ] স্টোয়িক যুক্তিবিদ্যা
[গ] এরিস্টটলীয় যুক্তিবিদ্যা
[ঘ] অ্যাবিসিনিয়ান যুক্তিবিদ্যা

১০০. কোন বিষয়ের জ্ঞান আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করে সঠিক পথে চলতে সহায়তা করে?
[ক] ভাষাবিদ্যা
[খ] অধিবিদ্যা
✅ যুক্তিবিদ্যা
[ঘ] নন্দনতত্ত্ব

No comments:

Post a Comment