এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Economics 2nd Paper MCQ with Answer
ঢাকা বোর্ড ২০১৯
অর্থনীতি দ্বিতীয় পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
বিষয় কোড: [১১০]
সময়: ৩০ মিনিট পূর্ণমান: ৩০
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]
HSC Economics 2nd Paper
Board Question Solution
MCQ
Question and Answer
১. EPZ এর পূর্ণরূপ কী?
[ক] Export Promotion Zone
[খ] Export Procuring Zone
[গ] Export Production Zone
[ঘ] Export Processing Zone
উত্তর: [ঘ] Export Processing Zone
◈ উদ্দীপকটি পড়ে ২ ও ৩নং প্রশ্নের উত্তর দাও:
শরিফা একটি শিল্প প্রতিষ্ঠানে কাজ করে। G শিল্প হতে মোট রপ্তানি আয়ের প্রায় ৮০% অর্জিত হয়। এটি দেশের জন্য গুরুত্বপূর্ণ হলেও G শিল্পের সমস্যা প্রচুর।
২. উদ্দীপকে উল্লিখিত শিল্প কোনটি?
[ক] পাট শিল্প
[খ] তৈরী পোশাক শিল্প
[গ] চামড়া শিল্প
[ঘ] বিড়ি শিল্প
উত্তর: [খ] তৈরী পোশাক শিল্প
৩. উদ্দীপকের শিল্পটিকে দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ বলার কারণ হলো-
i. এটি দেশের উদ্যোক্তা সৃষ্টিতে অবদান রাখে
ii. এটি কর্মসংস্থানে বড় ভূমিকা পালন করে
iii. এটি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আয় বৃদ্ধিতে সহায়তা করে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii
৪. চামড়া শিল্প হলো-
i. একটি বৃহৎ শিল্প
ii. রপ্তানি মুখী শিল্প
iii. প্রক্রিয়াকরণ শিল্প
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii
৫. জনসংখ্যার ঘনত্ব পরিমাপের সূত্র কোনটি?
[ক] DP = TB ÷ TP
[খ] DP = TP ÷ TA
[গ] DP = TD ÷ TR
[ঘ] DP = TD ÷ TA
উত্তর: [খ] DP = TP ÷ TA
৬. বাংলাদেশে মুদ্রাস্ফীতির কারণ-
i. জনসংখ্যা বৃদ্ধি
ii. উদার ঋণনীতি
iii. আমদানি নিয়ন্ত্রণ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii
৭. ম্যালথাসের মতে জনসংখ্যা নিয়ন্ত্রণে প্রাকৃতিক নিরোধ নয় কোনটি?
[ক] দুর্ভিক্ষ
[খ] মহামারি
[গ] নৈতিক সংযম
[ঘ] যুদ্ধ
উত্তর: [গ] নৈতিক সংযম
◈ উদ্দীপকটি পড়ে ৮নং প্রশ্নের উত্তর দাও:
৮. উদ্দীপকে লম্ব অক্ষে কী নির্দেশ করে?
[ক] মাথাপিছু আয়
[খ] সময়
[গ] জনসংখ্যার পরিমাণ
[ঘ] সময় ও মাথাপিছু আয়
উত্তর: [ক] মাথাপিছু আয়
৯. দুয়ের অধিক দেশের মধ্যে সংঘটিত বাণিজ্যকে বলে-
[ক] অভ্যন্তরীণ বাণিজ্য
[খ] আঞ্চলিক বাণিজ্য
[গ] আন্তর্জাতিক বাণিজ্য
[ঘ] স্থানীয় বাণিজ্য
উত্তর: [গ] আন্তর্জাতিক বাণিজ্য
১০. বাংলাদেশ নিচের কোন দ্রব্যটি রপ্তানি করে না?
[ক] চা
[খ] তেল
[গ] হিমায়িত খাদ্য
[ঘ] ঔষধ
উত্তর: [খ] তেল
১১. নিচের কোন কৃষিজাত পণ্যটি বাংলাদেশে চাহিদার তুলনায় কম উৎপাদন হয়?
[ক] ধান
[খ] পাট
[গ] গম
[ঘ] তামাক
উত্তর: [গ] গম
১২. সরকারের আয়ের প্রধান খাত কোনটি?
[ক] সরকারি ঋণ
[খ] কর রাজস্ব
[গ] কর বহির্ভুত রাজস্ব
[ঘ] বৈদেশিক অনুদান
উত্তর: [খ] কর রাজস্ব
মি. ত একজন অসাধু মাছ ব্যবসায়ী। সে মাছে ফরমালিন দেওয়ার কারণে ভ্রাম্যমাণ আদালত তার নিকট হতে ১০,০০০ টাকা আদায় করে।
১৩. উদ্দীপকের আদায়কৃত অর্থকে কী বলে?
[ক] কর
[খ] জরিমানা
[গ] ঋণ
[ঘ] ফি
উত্তর: [খ] জরিমানা
১৪. উদ্দীপকে উল্লিখিত শাস্তিমূলক অর্থদণ্ড হয়-
i. কর ফাঁকি দিলে
ii. খাবারে ভেজাল মেশালে
iii. ট্রাফিক আইন না মানলে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii
১৫. স্বাধীনতা পরবর্তী কয়টি দ্বি-বার্ষিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে?
[ক] ৪
[খ] ৩
[গ] ২
[ঘ] ১
উত্তর: [ঘ] ১
১৬. বাংলাদেশের ভৌগোলিক আয়তন হলো-
[ক] ১৪৭৫৭০ বর্গ কি. মি.
[খ] ১৪৯৫৭০ বর্গ কি. মি.
[গ] ১৫১৫৭০ বর্গ কি. মি.
[ঘ] ১৫৫৫৭০ বর্গ কি.মি
উত্তর: [ক] ১৪৭৫৭০ বর্গ কি. মি.
১৭. বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য হলো-
i. অনুন্নত কৃষি
ii. অনুন্নত অবকাঠামো
iii. বৈদেশিক বাণিজ্যে ঘাটতি
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii
১৮. কৃষকেরা স্বেচ্ছায় পরস্পরের জমি একত্রিত করে যে খামার গড়ে তোলে তাকে বলে-
[ক] ব্যক্তিগত খামার
[খ] ক্ষুদ্রায়তন খামার
[গ] সমবায় খামার
[ঘ] যৌথ খামার
উত্তর: [গ] সমবায় খামার
১৯. কোনটি কৃষির সবচেয়ে বড় উপ-খাত?
[ক] শস্য ও শাকসবজি
[খ] প্রাণিসম্পদ
[গ] মৎস্য
[ঘ] বনজসম্পদ
উত্তর: [ক] শস্য ও শাকসবজি
◈ উদ্দীপকটি পড়ে ২০ ও ২১নং প্রশ্নের উত্তর দাও:
মি. ‘ক’ তার ২ ছেলে ও স্ত্রীসহ কৃষিকাজ করে। তার ১ বিঘা জমিতেই চাষাবাদ করে জীবিকা নিবাহ করে।
২০. মি. ‘ক’ এর খামারটি কী ধরনের খামার?
[ক] বাণিজ্যিক খামার
[খ] যৌথ মূলধনী খামার
[গ] সমবায়ী খামার
[ঘ] জীবন নির্বাহী খামার
উত্তর: [ঘ] জীবন নির্বাহী খামার
২১. উদ্দীপকে উল্লিখিত খামারটিতে-
i. ব্যবস্থাপনা অদক্ষ
ii. মুনাফা হয়
iii. ছদ্মবেশী বেকার বিদ্যমান
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: খ] i ও iii
◈ উদ্দীপকটি পড়ে ২২ ও ২৩নং প্রশ্নের উত্তর দাও:
আমির সাহেব সেমিনারে আলোচনাকালে বলেন, বাংলাদেশে জনগণ নিরাপদ খাদ্যের অভাবে ক্যান্সার, হার্ট, কিডনিসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হচ্ছে। এজন্য তিনি সরকার, ব্যবসায়ী ও উৎপাদকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।
২২. আমির সাহেবের আলোচনায় অসুখ ছড়ানোর কারণ-
[ক] নিরাপদ খাদ্যের অভাব
[খ] পর্যাপ্ত খাদ্যের অভাব
[গ] নগর উন্নয়নের কারণে
[ঘ] শিল্পায়নের কারণে
উত্তর: [ক] নিরাপদ খাদ্যের অভাব
২৩. আমির সাহেবের আলোচনার ফলে-
i. ব্যবসায়ীরা লাভবান হবে
ii. সরকারের সচেতনতা বাড়বে
iii. জনসচেতনতা বাড়বে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [গ] ii ও iii
২৪. বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে সাক্ষরতায় হার ১০০% G উন্নীত করা, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে ২০০৬-২০১৮ সালের জন্য একটি পরিকল্পনা গ্রহণ করা হলো- গৃহীত পরিকল্পনাটি কোন ধরনের?
[ক] দ্বি-বার্ষিক
[খ] স্বল্পমেয়াদী
[গ] মধ্যমেয়াদী
[ঘ] দীর্ঘমেয়াদী
উত্তর: [ঘ] দীর্ঘমেয়াদী
২৫. খাদ্য নিরাপত্তার দিক কয়টি?
[ক] ২
[খ] ৩
[গ] ৫
[ঘ] ৬
উত্তর: [খ] ৩
২৬. চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ কত সালে প্রতিষ্ঠিত হয়?
[ক] ১৯৮৯
[খ] ১৯৯১
[গ] ১৯৯৩
[ঘ] ১৯৯৫
উত্তর: [ঘ] ১৯৯৫
২৭. ব্যবসায় প্রতিষ্ঠানের অর্থায়নের অভ্যন্তরীণ উৎস কোনটি?
[ক] অবণ্টিত মুনাফা
[খ] বণ্টিত মুনাফা
[গ] জামানতবিহীন বন্ড
[ঘ] কর্পোরেট বন্ড
উত্তর: [ক] অবণ্টিত মুনাফা
২৮. অত্যধিক অর্থের প্রচলনকে মুদ্রাস্ফীতি বলে সংজ্ঞাটি কার?
[ক] ক্রাউথার
[খ] কুলবর্ন
[গ] হট্রে
[ঘ] স্যামুয়েলসন
উত্তর: [গ] হট্রে
◈ উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০নং প্রশ্নের উত্তর দাও:
মি. X বিগত ৫ বৎসরের দ্রব্য মূল্য নিয়ে বিচলিত নন। কারণ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়লেও তা সাধারণ মানুষের সহনশীলতায় আছে।
২৯. উদ্দীপকের দ্রব্য মূল্য বৃদ্ধি পাওয়াকে কী বলে?
[ক] মুদ্রাস্ফীতি
[খ] মুদ্রা সংকোচন
[গ] মুদ্রার প্রচলন
[ঘ] মুদ্রার অবমূল্যায়ন
উত্তর: [ক] মুদ্রাস্ফীতি
৩০. উদ্দীপকের উল্লিখিত মুদ্রাস্ফীতিতে-
i. ঋণগ্রহীতার উৎসাহিত হবে
ii. অর্থনৈতিক কর্মকাণ্ডকে উৎসাহিত করে
iii. জীবনযাত্রার উপর বিরূপ প্রভাব ফেলে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii
No comments:
Post a Comment