G

HSC অর্থনীতি ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download ঢাকা বোর্ড

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Economics 2nd Paper MCQ with Answer. HSC Economics 2nd Paper (mcq) Multiple Choice Question Answers Dhaka Board 2019 pdf download.

ঢাকা বোর্ড
অর্থনীতি ২য় পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
বিষয় কোড: [১১০]

সময়: ৩০ মিনিট        পূর্ণমান: ৩০
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]

HSC Economics 2nd Paper
Board Question Solution
MCQ
Question and Answer

১. EPZ এর পূর্ণরূপ কী?
[ক] Export Promotion Zone
[খ] Export Procuring Zone
[গ] Export Production Zone
[ঘ] Export Processing Zone
উত্তর: [ঘ] Export Processing Zone

◈ উদ্দীপকটি পড়ে ২ ও ৩নং প্রশ্নের উত্তর দাও:
শরিফা একটি শিল্প প্রতিষ্ঠানে কাজ করে। G শিল্প হতে মোট রপ্তানি আয়ের প্রায় ৮০% অর্জিত হয়। এটি দেশের জন্য গুরুত্বপূর্ণ হলেও G শিল্পের সমস্যা প্রচুর।

২. উদ্দীপকে উল্লিখিত শিল্প কোনটি?
[ক] পাট শিল্প
[খ] তৈরী পোশাক শিল্প
[গ] চামড়া শিল্প
[ঘ] বিড়ি শিল্প
উত্তর: [খ] তৈরী পোশাক শিল্প

৩. উদ্দীপকের শিল্পটিকে দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ বলার কারণ হলো-
i. এটি দেশের উদ্যোক্তা সৃষ্টিতে অবদান রাখে
ii. এটি কর্মসংস্থানে বড় ভূমিকা পালন করে
iii. এটি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আয় বৃদ্ধিতে সহায়তা করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii

৪. চামড়া শিল্প হলো-
i. একটি বৃহৎ শিল্প
ii. রপ্তানি মুখী শিল্প
iii. প্রক্রিয়াকরণ শিল্প

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii

৫. জনসংখ্যার ঘনত্ব পরিমাপের সূত্র কোনটি?
[ক] DP = TB ÷ TP
[খ] DP = TP ÷ TA
[গ] DP = TD ÷ TR
[ঘ] DP = TD ÷ TA
উত্তর: [খ] DP = TP ÷ TA

৬. বাংলাদেশে মুদ্রাস্ফীতির কারণ-
i. জনসংখ্যা বৃদ্ধি
ii. উদার ঋণনীতি
iii. আমদানি নিয়ন্ত্রণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii

৭. ম্যালথাসের মতে জনসংখ্যা নিয়ন্ত্রণে প্রাকৃতিক নিরোধ নয় কোনটি?
[ক] দুর্ভিক্ষ
[খ] মহামারি
[গ] নৈতিক সংযম
[ঘ] যুদ্ধ
উত্তর: [গ] নৈতিক সংযম

◈ উদ্দীপকটি পড়ে ৮নং প্রশ্নের উত্তর দাও:

৮. উদ্দীপকে লম্ব অক্ষে কী নির্দেশ করে?
[ক] মাথাপিছু আয়
[খ] সময়
[গ] জনসংখ্যার পরিমাণ
[ঘ] সময় ও মাথাপিছু আয়
উত্তর: [ক] মাথাপিছু আয়

৯. দুয়ের অধিক দেশের মধ্যে সংঘটিত বাণিজ্যকে বলে-
[ক] অভ্যন্তরীণ বাণিজ্য
[খ] আঞ্চলিক বাণিজ্য
[গ] আন্তর্জাতিক বাণিজ্য
[ঘ] স্থানীয় বাণিজ্য
উত্তর: [গ] আন্তর্জাতিক বাণিজ্য

১০. বাংলাদেশ নিচের কোন দ্রব্যটি রপ্তানি করে না?
[ক] চা
[খ] তেল
[গ] হিমায়িত খাদ্য
[ঘ] ঔষধ
উত্তর: [খ] তেল

১১. নিচের কোন কৃষিজাত পণ্যটি বাংলাদেশে চাহিদার তুলনায় কম উৎপাদন হয়?
[ক] ধান
[খ] পাট
[গ] গম
[ঘ] তামাক
উত্তর: [গ] গম

১২. সরকারের আয়ের প্রধান খাত কোনটি?
[ক] সরকারি ঋণ
[খ] কর রাজস্ব
[গ] কর বহির্ভুত রাজস্ব
[ঘ] বৈদেশিক অনুদান
উত্তর: [খ] কর রাজস্ব

HSC অর্থনীতি ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর (ঢাকা বোর্ড ২০১৯)

◈ উদ্দীপকটি পড়ে ১৩ ও ১৪নং প্রশ্নের উত্তর দাও:
মি. ত একজন অসাধু মাছ ব্যবসায়ী। সে মাছে ফরমালিন দেওয়ার কারণে ভ্রাম্যমাণ আদালত তার নিকট হতে ১০,০০০ টাকা আদায় করে।

১৩. উদ্দীপকের আদায়কৃত অর্থকে কী বলে?
[ক] কর
[খ] জরিমানা
[গ] ঋণ
[ঘ] ফি
উত্তর: [খ] জরিমানা

১৪. উদ্দীপকে উল্লিখিত শাস্তিমূলক অর্থদণ্ড হয়-
i. কর ফাঁকি দিলে
ii. খাবারে ভেজাল মেশালে
iii. ট্রাফিক আইন না মানলে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii

১৫. স্বাধীনতা পরবর্তী কয়টি দ্বি-বার্ষিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে?
[ক] ৪
[খ] ৩
[গ] ২
[ঘ] ১
উত্তর: [ঘ] ১

১৬. বাংলাদেশের ভৌগোলিক আয়তন হলো-
[ক] ১৪৭৫৭০ বর্গ কি. মি.
[খ] ১৪৯৫৭০ বর্গ কি. মি.
[গ] ১৫১৫৭০ বর্গ কি. মি.
[ঘ] ১৫৫৫৭০ বর্গ কি.মি
উত্তর: [ক] ১৪৭৫৭০ বর্গ কি. মি.

১৭. বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য হলো-
i. অনুন্নত কৃষি
ii. অনুন্নত অবকাঠামো
iii. বৈদেশিক বাণিজ্যে ঘাটতি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii

১৮. কৃষকেরা স্বেচ্ছায় পরস্পরের জমি একত্রিত করে যে খামার গড়ে তোলে তাকে বলে-
[ক] ব্যক্তিগত খামার
[খ] ক্ষুদ্রায়তন খামার
[গ] সমবায় খামার
[ঘ] যৌথ খামার
উত্তর: [গ] সমবায় খামার

১৯. কোনটি কৃষির সবচেয়ে বড় উপ-খাত?
[ক] শস্য ও শাকসবজি
[খ] প্রাণিসম্পদ
[গ] মৎস্য
[ঘ] বনজসম্পদ
উত্তর: [ক] শস্য ও শাকসবজি

◈ উদ্দীপকটি পড়ে ২০ ও ২১নং প্রশ্নের উত্তর দাও:
মি. ‘ক’ তার ২ ছেলে ও স্ত্রীসহ কৃষিকাজ করে। তার ১ বিঘা জমিতেই চাষাবাদ করে জীবিকা নিবাহ করে।

২০. মি. ‘ক’ এর খামারটি কী ধরনের খামার?
[ক] বাণিজ্যিক খামার
[খ] যৌথ মূলধনী খামার
[গ] সমবায়ী খামার
[ঘ] জীবন নির্বাহী খামার
উত্তর: [ঘ] জীবন নির্বাহী খামার

২১. উদ্দীপকে উল্লিখিত খামারটিতে-
i. ব্যবস্থাপনা অদক্ষ
ii. মুনাফা হয়
iii. ছদ্মবেশী বেকার বিদ্যমান

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: খ] i ও iii

◈ উদ্দীপকটি পড়ে ২২ ও ২৩নং প্রশ্নের উত্তর দাও:
আমির সাহেব সেমিনারে আলোচনাকালে বলেন, বাংলাদেশে জনগণ নিরাপদ খাদ্যের অভাবে ক্যান্সার, হার্ট, কিডনিসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হচ্ছে। এজন্য তিনি সরকার, ব্যবসায়ী ও উৎপাদকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।

২২. আমির সাহেবের আলোচনায় অসুখ ছড়ানোর কারণ-
[ক] নিরাপদ খাদ্যের অভাব
[খ] পর্যাপ্ত খাদ্যের অভাব
[গ] নগর উন্নয়নের কারণে
[ঘ] শিল্পায়নের কারণে
উত্তর: [ক] নিরাপদ খাদ্যের অভাব

২৩. আমির সাহেবের আলোচনার ফলে-
i. ব্যবসায়ীরা লাভবান হবে
ii. সরকারের সচেতনতা বাড়বে
iii. জনসচেতনতা বাড়বে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [গ] ii ও iii

২৪. বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে সাক্ষরতায় হার ১০০% G উন্নীত করা, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে ২০০৬-২০১৮ সালের জন্য একটি পরিকল্পনা গ্রহণ করা হলো- গৃহীত পরিকল্পনাটি কোন ধরনের?
[ক] দ্বি-বার্ষিক
[খ] স্বল্পমেয়াদী
[গ] মধ্যমেয়াদী
[ঘ] দীর্ঘমেয়াদী
উত্তর: [ঘ] দীর্ঘমেয়াদী

২৫. খাদ্য নিরাপত্তার দিক কয়টি?
[ক] ২
[খ] ৩
[গ] ৫
[ঘ] ৬
উত্তর: [খ] ৩

২৬. চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ কত সালে প্রতিষ্ঠিত হয়?
[ক] ১৯৮৯
[খ] ১৯৯১
[গ] ১৯৯৩
[ঘ] ১৯৯৫
উত্তর: [ঘ] ১৯৯৫

২৭. ব্যবসায় প্রতিষ্ঠানের অর্থায়নের অভ্যন্তরীণ উৎস কোনটি?
[ক] অবণ্টিত মুনাফা
[খ] বণ্টিত মুনাফা
[গ] জামানতবিহীন বন্ড
[ঘ] কর্পোরেট বন্ড
উত্তর: [ক] অবণ্টিত মুনাফা

২৮. অত্যধিক অর্থের প্রচলনকে মুদ্রাস্ফীতি বলে সংজ্ঞাটি কার?
[ক] ক্রাউথার
[খ] কুলবর্ন
[গ] হট্রে
[ঘ] স্যামুয়েলসন
উত্তর: [গ] হট্রে

◈ উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০নং প্রশ্নের উত্তর দাও:
মি. X বিগত ৫ বৎসরের দ্রব্য মূল্য নিয়ে বিচলিত নন। কারণ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়লেও তা সাধারণ মানুষের সহনশীলতায় আছে।

২৯. উদ্দীপকের দ্রব্য মূল্য বৃদ্ধি পাওয়াকে কী বলে?
[ক] মুদ্রাস্ফীতি
[খ] মুদ্রা সংকোচন
[গ] মুদ্রার প্রচলন
[ঘ] মুদ্রার অবমূল্যায়ন
উত্তর: [ক] মুদ্রাস্ফীতি

৩০. উদ্দীপকের উল্লিখিত মুদ্রাস্ফীতিতে-
i. ঋণগ্রহীতার উৎসাহিত হবে
ii. অর্থনৈতিক কর্মকাণ্ডকে উৎসাহিত করে
iii. জীবনযাত্রার উপর বিরূপ প্রভাব ফেলে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii

No comments:

Post a Comment