প্রকৃতি ও প্রত্যয় বলতে কি বোঝ? বিস্তারিত আলোচনা

বাংলা ব্যাকরণ
আলোচ্য বিষয়ঃ

প্রকৃতি ও প্রত্যয়
সংজ্ঞাঃ শব্দ বা ধাতুর পরে বর্ণ বা বর্ণসমষ্টি যুক্ত হয়ে নতুন গঠিত হয় এসব বর্ণ বা বর্ণ সমষ্টিকে প্রত্যয় বলে। সাধিত শব্দ থেকে প্রত্যয় বিচ্ছিন্ন করে যে অংশটুকু পাওয়া যায় তাকে প্রকৃতি বলে।

প্রত্যয়ের প্রকারভেদঃ
প্রত্যয় দু’প্রকার- ১. কৃৎ প্রত্যয় ও ২. তদ্ধিত প্রত্যয়। 

ক)  কৃৎপত্যয়ঃ ধাতুর সঙ্গে সব প্রত্যয় যুক্ত হয়ে শব্দ গঠিত হয় তাদের কৃৎ-প্রত্যয় বলে। কৃৎপ্রত্যয়ে প্রকৃতির আগে √ চিহ্ন ব্যবহৃত হয়।
উদাহরণঃ √ নাচ্+অন=নাচন, √ চল্+অন্ত= চলন্ত।

খ)  তদ্ধিত প্রত্যয়ঃ শব্দের সঙ্গে যে সব প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয় সেগুলোকে তদ্ধিত প্রত্যয় বলে। 
উদাহরণঃ দেশ+ঈ = দেশী, সাপ+উড়ে=সাপুড়ে।

প্রকৃতি ও প্রত্যয়ের মধ্যে পার্থক্যঃ
শব্দ বা ধাতুর পরে যে ধ্বনি বা ধ্বনিসমষ্টি যুক্ত হয় তা হল প্রত্যয়, আর প্রত্যয় সাধিত শব্দ থেকে প্রত্যয় বাদ দিলে যে অংশটুকু থাকে তাকে প্রকৃতি বলে। এক কথায় শব্দ বা ক্রিয়ামূলই প্রকৃতি আর প্রকৃতির সাথে যুক্ত অংশ হল প্রত্যয়। 
উদাহরণঃ মিঠা+আই= মিঠাই, এখানে মিঠা হল প্রকৃতি, আই হল প্রত্যয়। চল+অন্ত= চলন্ত এখানে চল হল প্রকৃতি, অন্ত হল প্রত্যয় 

প্রত্যয় ও বিভক্তির মধ্যে পার্থক্যঃ
ক) প্রত্যয় ধাতু বা শব্দের পরে যুক্ত হয়। এই প্রত্যয় সাধিত শব্দ কেবল বিভক্তি যুক্ত হলে বাক্যে ব্যবহৃত হতে পারে। কিন্তু বিভক্তিযুক্ত হওয়ার পর আর কোন প্রত্যয় যুক্ত হতে পারে না। 
খ) অপ্রাণিবাচক শব্দে ব্যবহৃত বহুবচনবোধক প্রত্যয় হল আবলী, গুচ্ছ, দাম, নিকর, পুঞ্জ, রাজি, মালা, রাশি। 
গ) উন্নত প্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত প্রত্যয় হল গণ, বৃন্দ, মন্ডলী, বর্গ। 
ঘ) কতিপয় গুরুত্বপূর্ণ প্রকৃতি-প্রত্যয়।

প্রকৃতি ও প্রত্যয় | বাংলা ব্যাকরণ লেকচার শীট

কৃৎ প্রত্যয়
১। অন 
√ কাঁদ+অন =কাঁদন
√ নাচ্+অন= নাচন 
√ যা+অন= যাওন
√ বাঁদ্+অন=বাঁধন 
√ চল্+অন= চলন
√ ঝুল্+অন=ঝুলন 

২। অনা
খেল্+অনা=খেলনা 
রাঁধ্+অনা= রান্না 
র্ঝ+অনা=ঝরনা 
কাঁদ্+অনা=কান্না 
দুল্+অনা=দোলনা 

৩। অনী
রাঁধ্+অনী=রাঁধনী রাঁধুনী রাঁধনি
কাঁদ্+অনী= কাঁদনী কাঁদুনী কাঁদুনি
র্চি+অনী=চিরনী চিরুনী চিরুনি
চাল্+অনী= চালনী  চালুনী   চালুনি 

৪। অন্ত
জী+অন্ত= জীয়ন্ত, জ্যান্তফুট্+অন্ত = ফুটন্ত 
ভাস্+অন্ত= ভাসন্তউঠ্+অন্ত= উঠন্ত 
উড়্+অন্ত= উড়ন্তফল্+অন্ত= ফলন্ত 

৫। তা
পড়্+তা= পড়তা
বহ্ +তা বহতা 

৬। তি
উঠ্+ইতি = উঠতি
চল্+তি = চলতি 
র্ভ+তি= ভরতি
কাট+তি= কাটতি 
বাড়্+ তি = বারতি
ঘাট্+ তি = ঘাটতি 

৭। আ
র্ধ+ আ= ধরা 
রাঁধ+আ = রাঁধা 
বল্+ আ= বলা 
কাঁদ+আ= কাঁদা 
হাস্+ আ= হাসা
নাচ্+আ = নাচা 
শুন্+ আ= শোনা
 শো+ আ = শোয়া 
 
৮। আরী আরী;  উরী  উরি
ডুব্+আরী= ডুবারী  ডুবারি   ডুবুরি 
ধুন্+ আরী= ধুনারী   ধুনারী, ধুনুরী   ধুনুরি 
পূজ্ + আরী = পূজারি 

৯। ই
হাস্ +ই= হাসি
ছুট্+ই= ছুটি 
ভাজ্ + ই = ভাজি 
ডুব্ + ই= ডুবি 

সংস্কৃত কৃৎ প্রত্যয়
১। অক (নক)
কৃ+অক = কারক
পচ্+ অক = পাচক 
নী + অক = নায়ক
পঠ্+ অক = পাঠক 
হন+ অক = ঘাতক
 গৈ+অক = গায়ক 
 
২। অন্ (অনট)  
নী+ অন= নয়ন
শ্রু+অন= শ্রবণ 
ভুজ্+ অন = ভোজন 
ভক্ষ + অন= ভক্ষণ 
ছিদ্র+ অন= ছেদন
অধি + ই + অন= অধ্যয়ন 

৩। পানীয় 
পা+অনীয় = পানীয়
কৃ+অনীয় = করণীয়
স্মৃ+ অনীয় = স্মরণীয়
রম্+ অনীয় = রমনীয় 
দৃশ্+অনীয়= দর্শনীয়
পাল্+ অনীয়= পালনীয় 

৪। তব্য 
দা+তব্য= দাতব্য
গম্+ তব্য = গন্তব্য 
বচ্+ তব্য= বক্তব্য 

৫। ইন্ (ঈ কার হয়)  
জি+ ইন= জয়ী
শ্রম্+ ইন= শ্রমী 
স্থা+ ইন= স্থায়ী
রনজ্ + ইন= রাগী 
সত্য+ বদ্ + ইন = সত্যবাদী 

৬। ত (ক্ত)  
খ্যা+ ত= খ্যাত
জ্ঞা +ত = জ্ঞাত 
লুপ্ + ত = লুপ্ত
বচ্+ ত = উক্ত 
লভ্+ ত = লব্ধ
দহ্+ ত = দগ্ধ 
বুধ্+ ত= বুদ্ধ
গাহ্ + ত = গাঢ় 
ভজ্+ ত = ভক্ত
হ্ষ্ + ত = হ্ষ্ট 
সৃজ্ + ত = সৃষ্ট
শম্+ ত = শান্ত 

৭। তি (ক্তি)  
গম্+ তি = গতি
ভজ্ + তি = ভক্তি 
সৃজ্ + তি = সৃষ্টি 
খ্য্+ তি = খ্যাতি 
ম্+ তি = মতি
শুধ্ + তি = শুদ্ধি 
 গৈ + তি = গীতি
 শক্+ তি = শক্তি 
দৃশ+তি = দৃষ্টি
কৃত্+তি= কীর্তি 

৮। তৃ (তৃচ্)  
পা+ তৃচ= পিতৃ
মা+তৃচ= মাতা, মাতৃ 
দা+তৃচ= দাতৃ, দাতা
কৃ+তৃচ+ঈ= কর্ত্রী 
নী+ তৃচ= নেতা, নেতৃ
নী+তৃচ+ঈ= নেত্রী 
যুধ্ + তৃচ= যোদ্ধা
সৃজ্ + তৃচ= স্রষ্টা 

৯। বর 
নশ্ + বর = নশ্বর
ভাস্ + বর = ভাস্বর 
ধাযা+ য= ধার্য
চত্ + বর= চত্বর 

১০। য
দৃশ্+ য= দৃশ্য
সৃ+য= সূর্য 
ধৃ+ য= ধার্য
হস্ + য = হাস্য 
কৃ+ য= কার্য 
বহ্ + য = বাহ্য 
বিদ্+ য= বেদ্য
লভ্+ য = লভ্য 

১১। র 
নম্+র = নম্র
দীপ্+ র = দীপ্র 
শুক্+ র = শুক্র
সূ+ র= সূর 
শুচ্+ র= শুদ্র

বাংলা তদ্ধিত প্রত্যয়
১। অট  ট, টা 
দাপ+ ট= দাপট
জমা+ট= জমাট 
মাথা+ট = মাথট
ভরা+ট = ভারাট 
এক + টা = একটা

২। আই 
বামন + আই= বামনাই
চোর+ আই = চোরাই 
মিঠা+ আই = মিঠাই
চড়া+ আই= চড়াই 
নিম+ আই= নিমাই
নান্দা+ আই= নন্দাই 
ধান+ আই = ধানাই
মান+ আই= মানাই 

৩। ইয়া এ 
জাল+ ইয়া= জালিয়া   জেলে 
শহর+ ইয়া= শহরিয়া, শহুরে 
বেগুন+ ইয়া= বেগুনিয়া   বেগুনে 
উত্তর+ ইয়া = উত্তরিয়া  উত্তরে 
মাটি+ ইয়া = মাটিয়া  মেটে 
বালি+ ইয়া= বালিয়া  বেলে 
পাথর+ ইয়া = পাথরিয়া  পাথুরে 
হলুদ+ ইয়া= হলুদিয়া  হলদে 
মা+ ইয়া = মাইয়া  মেয়ে 

৪। উয়া ও 
গাছ+ উয়া= গাছুয়া  গাউছ্যা  গেছো 
বন+ উয়া= বনুয়া  বউন্যা বুনো 
মাঠ + উয়া = মাঠুয়া  মাউঠ্যা  মেঠো 
ঝড়+ উয়া = ঝড়–য়া  ঝড়–য়া  ঝড়ো 
ঘর+ উয়া = ঘরোয়া ঘ’রো 
বাত + উয়া = বাতুয়া  বেতো 

সংস্কৃত তদ্ধিত প্রত্যয়
১। অ (ষ্ণ)  
মনু+ অ = মানব
দনু+ অ = দানব 
যদু+ অ = যাদব
শক্তি+ অ= শাক্ত 
হেমন্ত + অ = হৈমন্ত
ভরত+ অ= ভারত 
রঘু+ অ = রাঘব
পুত্র + অ = পৌত্র 
বিধি + অ = বৈধ
লঘু+ অ = লাঘব 
প্রজ্ঞ + অ= প্রাজ্ঞ
যুবন+ অ= যৌবন 
সূর+ অ= সৌর
তপঃ+ অ = তাপস 

২। ই (ষ্ণি)  
দশরথ+ ই = দাশরথি
সুমিত্রা+ই = সৌমিত্রি 
রাবণ+ ই = রাবণি

৩। ইক (ষ্ণিক)  
বেদ+ ইক = বৈদিক
সমুদ্র+ ইক= সামুদ্রিক 
দিন+ইক = দৈনিক
বর্ষ+ ইক= বার্ষিক 
লোক+ইক = লৌকিক
সমাজ+ইক= সামাজিক 
মাস+ ইক= মাসিক
নৌ+ ইক= নাবিক 
নগর+ ইক= নাগরিক
বিজ্ঞান+ইক= বৈজ্ঞানিক 
ধর্ম+ইক= ধার্মিক
নীতি+ ইক= নৈতিক 

৪। ইমা (ইমন্)  
গুরু+ইমা= গরিমা
নীল+ ইমা= নীলিমা 
মহৎ+ ইমা= মাহিমা
দীর্ঘ+ ইমা= দ্রাঘিমা 
রক্ত+ ইমা= রক্তিমা
লঘু+ ইমা= লাঘিমা 
লাল+ ইমা= লালিমা
কাল+ ইমা= কালিমা 

৫। ঈন (নীন)  
বিশ্বজন+ঈন= বিশ্বজনীন
সর্বজন+ ঈন= সার্বজনীন 

৬। ঈয় (নীন)  
বর্গ+ ঈয় = বর্গীয়
মানব+ ঈয়= মানবীয় 
জিহবামূল+ ঈয়=জিহবামূলীয়
ভারত+ঈয়= ভারতীয় 
 দেশ+ ঈয়= দেশীয়
 স্বর্গ+ ঈয় = স্বর্গীয় 
ইউরোপ+ ঈয়= ইউরোপীয়

৭। এয় (ষ্ণয়)  
গঙ্গা+ এয়= গাঙ্গেয়
ভগিনী+ এয়= ভাগিনেয় 
অতিথি+ এয়= আতিথেয়
অগ্নি+ এয়= আগ্নেয় 
পথ + এয় = পাথেয় 

৮। য 
দন্ত+ য = দন্ত্য
মূর্ধন+য = মূর্ধন্য 
অন্ত+ য= অন্ত্য
ওষ্ঠ+য ঔষ্ঠ্য, ওষ্ঠ্য 
দিতি+ য= দৈত্য
বন+ য= বন্য
ধন+ য = ধন্য
গ্রাম+ য=গ্রাম্য 
কঠিন+ য= কাঠিন্য
ধর্ম+ য= ধর্ম্য 
চোর+ য= চৌর্য
 কবি+য= কাব্য 
ধীর+ য= ধৈর্য
 নৌ+ য= নাব্য 
প্রচুর+ য+ প্রাচুর্য
প্রচুর+য= প্রাচুর্য 
মানুষ+য = মনুষ্য

৯। বান্ (বতুপ)  
ধন+বান= ধনবান
জ্ঞান+ বান= জ্ঞানবান 
বল+বান= বলবান
বিদ্যা+বান= বিদ্যাবান 

১০। বী (বিন্)  
মেধা + বী = মেধাবী
মায়া+ বী= মায়াবী 
 তেজস্+ বী= তেজস্বী
 তপস+বী= তপস্বী 
যশস+বী= যশস্বী

বিগত সালের প্রশ্নাবলি
ঢাকা বিশ্ববিদ্যালয়
১.প্রত্যয়  বিভক্তিহীন নামপদকে কী বলে?
[ ঘ ইউনিট-২০১৮-১৯]
ক. ধাতু
খ. প্রতিনাম
গ. প্রাতিপদিক
ঘ. কৃদন্ত
উত্তর: গ

২. বাংলা ভাষার ত্ব যে ধরনের বাক্যরণিক উপাদান-
[ খ ইউনিট-২০১৭-১৮]
ক. উপসর্গ
খ. ফলা
গ. প্রত্যয়
ঘ. বিশেষণ
উত্তর: গ

৩. প্রত্যয়ঘটিত অশুদ্ধ শব্দের দৃষ্টান্ত হলো-
[ খ ইউনিট-২০১৭-১৮]
ক. পুরস্কার
খ. অধরাত্রি
গ. প্রতিদ্বন্দ্বীতা
ঘ. স্টেডিয়াম
উত্তর: গ

৪. বাংলা কৃদন্ত শব্দ কোটি?
[ ক ইউনিট-২০১৭-১৮]
ক. বহতা
খ. মৌন
গ. জ্যান্ত
ঘ. দাপট
উত্তর: গ

৫. বাক্য এর প্রকৃতি প্রত্যয় কোনটি?
[ গ ইউনিট-২০১৭-১৮]
ক. √ বাক+ত
খ. √ বচ্+ য
গ. √ বাক্ + য
ঘ. √ বাচ্+ য
উত্তর: খ

৬. কোনটি প্রত্যয়ান্ত শব্দ?
[ ঘ ইউনিট-২০১৭-১৮]
ক. লামা
খ. জামা
গ. গামা
ঘ. হেমা
উত্তর: ঘ

৭. ঐকতান শব্দের প্রকৃতি ও প্রত্যয়- 
[ গ ইউনিট-২০১৬-১৭]
ক. তএকতান+অ
খ. ঐক্য+তান
গ. এক+তান
ঘ. একতা+ইন
ঙ. এক+তান
উত্তর: ক

৮. দুঃখ +ইত = দুঃখিত কোন প্রত্যয়যোগ সঠিক শব্দ?
[ গ ইউনিট-২০১৬-১৭]
ক. বাংলা কৃৎ প্রত্যয়
খ. সংস্কৃত কৃৎ প্রত্যয়
গ. বিদেশি তদ্ধিত প্রত্যয়
ঘ. সংস্কৃত তদ্ধিত প্রত্যয়
উত্তর: ঘ

৯. গাঙ্গেয় শব্দের প্রসারিত রূপ কোনটি?
[ ক ইউনিট-২০১৬-১৭]
ক. গঙ্গাজল স্নাত
খ. গঙ্গার দিকে
গ. গঙ্গার মতো পবিত্র
ঘ. গঙ্গার অপতা
উত্তর: ঘ

অন্যান্য বিশ্ববিদ্যালয়

১. ক্রিয়াপদের মূল অংশকে বলা হয়
[ রা,বি ইউনিট ক-২০১৮-১৯]
ক. ধাতু
খ. উক্তি
গ. যতি
ঘ. প্রকৃতি
উত্তর: ক

২. প্রাচুর্য শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি?
[ রা.বি ইউনিট-ক ২০১৮-১৯]
ক. প্রা+চুর্য
খ. প্রচুর+য
গ. প্রাচুর+যা
ঘ. প্রচুর+য্য
উত্তর: খ

৩. সংগতিপূর্ণ প্রত্যয়ের জোড় কোনটি?
[ চ.বি ঘ ইউনিট-২০১৮-১৯]
ক. রাখাল দোকানদার
খ. চলন্ত, জেলে
গ. নিভন্ত, পাঠক
ঘ. ঘরোয়া, কাটতি
উত্তর: গ

৪. শ্রবণ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
[ খু.বি খ ইউনিট-২০১৮-১৯]
ক. √ শ্রু+ অনট্
খ. √  শ্রু+ অন
গ. √ শ্রুব+ অনট্
ঘ. √ শ্রব+অন
উত্তর: খ

৫. খাটি বাংলা ধাতু কোনটি?
[ রা.বি ইউনিট ক-২০১৮-১৯]
ক. অঙ্ক
খ. আক
গ. ডর
ঘ. কৃৎ
উত্তর: খ

৬. টকসহই শব্দে সেই কোন ধরনের প্রত্যয়?
[ কু,বি , খ ইউনিট-২০১৮-১৯]
ক. বিদেশি তদ্ধিত
খ. সংস্কৃত কৃৎ
গ. বাংলা কৃৎ
ঘ. সংস্কৃত তদ্ধিত
উত্তর: ক

বাংলা ২য় পত্রের বাছাইকৃত বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

কতিপয় নমুনা প্রশ্ন

১। রক্ত শব্দের প্রকৃতি প্রত্যয় হল- 
ক)  রুজ+ত
খ)  রন+ত 
গ)  রক+ক্ত
ঘ)  রনজ+ত
উত্তরঃ ঘ

২। কোনটি বাংলা তদ্ধিত প্রত্যয়যুক্ত শব্দ? 
ক)  রাঁধুনী
খ)  ঘরামি 
গ)  ধোলাই
ঘ)  পানীয় 
উত্তরঃ খ

৩। মহিমা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? 
ক)  মহি+মা
খ)  মহা+ইমা 
গ)  মহৎ+ইমন
ঘ)  ম+হিমা 
উত্তরঃ গ

৪। স্মরণীয় শব্দের প্রকৃতি প্রত্যয় নির্ণয় কর। 
ক)  স্মৃ+অনীয়
খ)  সরঃ+নীয় 
গ)  স্ম+অরনীয়
ঘ)  সর+অনীয় 
উত্তরঃ ক

৫। সৌজন্য শব্দের প্রকৃতি ও প্রত্যয়-
ক)  সুজন+য
খ)  সু+জন্য 
গ)  সৌজন্য+অ
ঘ)  সুজন+অন্য 
উত্তরঃ ক

৬। গ্রহণীয় শব্দের প্রকৃতি ও প্রত্যয় হল- 
ক)  গ্রহ+অনীয়
খ)  গ্রহণ+ঈয় 
গ)  গ্রহ+অণীয়
ঘ)  গ্র+অনীয় 
উত্তরঃ খ

৭। জয় শব্দের প্রকৃতি প্রত্যয়- 
ক)  জ+অচ
খ)  জ+অঙ 
গ)  জি+অচ
ঘ)  জি+অঙ 
উত্তরঃ গ

৮। প্রত্যয়যোগে গঠিত- 
ক)  পইপই
খ)  হইচই 
গ)  টইটই
ঘ)  লাগসই 
উত্তরঃ ঘ

৯। প্রত্যয়জাত শব্দ-
ক)  অগ্রিম
খ)  অভাব 
গ)  অতীশ
ঘ)  অনুতাপ 
উত্তরঃ ক

১০। জেলে শব্দের প্রকৃতি কি? 
ক)  জাল+ইয়া
খ)  জেল+এ 
গ)  জাল+আ
ঘ)  জালা+এ
উত্তরঃ ক

১১। বাদী শব্দের প্রকৃতি প্রত্যয়- 
ক)  বাদ+ঈ
খ)  বাদ+ই 
গ)  বদ+ইন
ঘ)  বা+আদি 
উত্তরঃ ক

১২। করণীয় শব্দের প্রকৃতি প্রত্যয়-
ক)  কর+নীয়খ)  কৃ+অনীয় 
গ)  করণ+ঈষঘ)  কী+অনীয় 
উত্তরঃ খ

১৩। নীতি শব্দের প্রকৃতি প্রত্যয়-
ক)  নীত+ই
খ)  নী+ক্তি 
গ)  নৃ+ইতি
ঘ)  নৃ+ঈতি 
উত্তরঃ খ

১৪। শৈব শব্দের প্রকৃতি প্রত্যয়-
ক)  শৃ+অব
খ)  শী+অব 
গ)  শিব+অ
ঘ)  শৈ+অব 
উত্তরঃ গ

১৫। লালিমা শব্দের প্রকৃতি প্রত্যয়- 
ক)  লাল+ইমা
খ)  লাল+ইমন 
গ)  লালি+অম
ঘ)  লালিম+আ 
উত্তরঃ খ

১৬। মেঠো শব্দের প্রকৃতি প্রত্যয় ও প্রত্যয় কি?
ক)  মাঠ+ও
খ)  মাঠ+উয়া 
গ)  মেঠ+ও
ঘ)  মেঠ+উয়া 
উত্তরঃ খ

১৭। মুক্ত শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? 
ক)  মু+ক্ত
খ)  মুক+ত 
গ)  মুহ+ক্ত
ঘ)  মুচ+ক্ত 
উত্তরঃ ঘ

১৮। শৈশব এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি? 
ক)  শিশু+ব
খ)  শিশু+ষ্ণ 
গ)  শৈ+শব
ঘ)  শিশ+ব 
উত্তরঃ খ

১৯। জ্যান্তশব্দটির প্রকৃতি প্রত্যয় কি? 
ক)  জী+অন্ত
খ)  জ্যান+ত
গ)  জ+এ্যাস্ত
ঘ)  জান+তচ
উত্তরঃ ক

২০। কার্য শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি ঠিক? 
ক)  কৃ+য
খ)  কর+য 
গ)  কৃ+র্য
ঘ)  কর+র্য্য 
উত্তরঃ ক

২১। প্রত্যয়গতভাবে শুদ্ধ কোনটি?
ক)  উৎকর্ষতা
খ)  উৎকর্ষ 
গ)  উৎকৃষ্ট
ঘ)  উৎকৃষ্টতা 
উত্তরঃ গ

২২। নিচের কোনটি কৃৎ প্রত্যয়? 
ক)  বচ+তব্য
খ)  তিল+অ 
গ)  সর্প+ইল
ঘ)  মেধা+বীন 
উত্তরঃ ক

২৩। পুষ্পাঞ্জলি শব্দটি কি ভাবে গঠিত? 
ক)  প্রত্যয় যোগে
খ)  সন্ধি যোগে 
গ)  উপসর্গ যোগে
ঘ)  সমাস যোগে 
উত্তরঃ ক

২৪। নিপাতনে সিদ্ধ প্রত্যয়যুক্ত শব্দ- 
ক)  চৈত্র
খ)  শৈব
গ)  সৌর
ঘ)  দৈব
উত্তরঃ গ

২৫। প্রত্যয়ঘটিত শব্দ- 
ক)  দুরন্ত
খ)  বসন্ত
গ)  ডুবন্ত
ঘ)  অনন্ত
উত্তরঃ গ

আরো পড়ুনঃ পদ প্রকারণ
Post a Comment (0)
Previous Post Next Post