G

HSC ভূগোল ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর বোর্ড প্রশ্ন সমাধান-২ pdf download

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Geography 1st Paper MCQ with Answer pdf download

বোর্ড প্রশ্ন সমাধান-২
ভূগোল ১ম পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
বিষয় কোড: [১২৫]

সময়: ২৫ মিনিট        পূর্ণমান: ২৫
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]

HSC Geography 1st Paper
Board Question Solution
MCQ
Question and Answer pdf download

১. উদ্দীপকে ‘ক’ অঞ্চলে বৃষ্টিপাতের প্রধান কারণ হচ্ছে:
চিত্র: (বাংলাদেশের মানচিত্র)
i. তাপমাত্রা কমে যাওয়ায় উচ্চচাপের সৃষ্টি
ii. বায়ুর গতিপথে পর্বতের বাধা
iii. দ. পশ্চিম থেকে আগত জলীয় বাষ্পপূর্ণ বায়ু

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [গ] ii ও iii

২. চন্দ্র ও সূর্যের জোয়ার উৎপাদন করার ক্ষমতার অনুপাত কত?
[ক] ১১ : ৪
[খ] ১১ : ৫
[গ] ১১ : ৬
[ঘ] ১১ : ৭
উত্তর: [খ] ১১ : ৫

৩. কোন কারণে সমুদ্রস্রোতের সৃষ্টি হয়?
i. পৃথিবীর আবর্তন
ii. বায়ুপ্রবাহ
iii. উষ্ণতার তারতম্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii

㋡ উদ্দীপকটি পড়ে ৪ ও ৫নং প্রশ্নের উত্তর দাও:
চিত্র: (বাংলাদেশের মানচিত্র)

৪. উদ্দীপকে ‘ক’ চিহ্নিত স্থানে কোন ধরনের বনভূমি দেখা যায়?
[ক] চিরহরিৎ
[খ] গরানবন
[গ] শালবন
[ঘ] পত্রপতনশীল
উত্তর: [খ] গরানবন

৫. উদ্দীপকে ‘ক’ চিহ্নিত স্থানের জীববৈচিত্র্য সংরক্ষণে প্রয়োজন:
i. অভ্যন্তরীণ নদীখাতে নৌ চলাচল নিয়ন্ত্রণ করা
ii. নদীর উজানে বাঁধ নির্মাণ করা
iii. বন্য প্রাণীর অবাধ চলাচল নিশ্চিত করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [খ] i ও iii

৬. ভারত মহাসাগরীয় স্রোত কোনটি?
[ক] ক্যানারী
[খ] ইরমিনজার
[গ] বাহামা
[ঘ] আগুলহাস
উত্তর: [ঘ] আগুলহাস

৭. মহাদেশগুলোর বাইরের দিকে সমুদ্রের অগভীর অংশকে কী বলে?
[ক] মহী সোপান
[খ] মহীস্ফীতি
[গ] মহী খাদ
[ঘ] মহী ঢাল
উত্তর: [ক] মহী সোপান

৮. নির্দিষ্ট পরিবেশে গড়ে ওঠা জীবমন্ডলের বৃহৎ ভৌগোলিক একককে কী বলে?
[ক] বাস্তুবিদ্যা
[খ] বাস্তুসংস্থান
[গ] বায়োম
[ঘ] বনভূমি
উত্তর: [গ] বায়োম

৯. বাংলাদেশের কোন অঞ্চলে ব-দ্বীপ অবস্থিত?
[ক] উত্তর-পূর্ব
[খ] উত্তর-পশ্চিম
[গ] দক্ষিণ-পূর্ব
[ঘ] দক্ষিণ-পশ্চিম
উত্তর: [ঘ] দক্ষিণ-পশ্চিম

১০. হিমালয় কোন ধরনের পর্বত?
[ক] ভঙ্গিল
[খ] আগ্নেয়
[গ] চ্যুতি-স্তুপ
[ঘ] ক্ষয়জাত
উত্তর: [ক] ভঙ্গিল

১১. অশ্মমন্ডল ও গুরুমন্ডল বিচ্ছেদকারী তলকে কী বলে?
[ক] কনরাড বিযুক্তি
[খ] মোহো বিযুক্তি
[গ] উইচার্ট বিযুক্তি
[ঘ] গুটেনবার্
[গ] বিযুক্তি
উত্তর: [খ] মোহো বিযুক্তি

১২. প্রাকৃতিক ভূগোলের কোন শাখায় নদনদীর উৎপত্তি নিয়ে আলোচনা করা হয়?
[ক] পানি বিদ্যা
[খ] জলবায়ু বিদ্যা
[গ] সমুদ্র বিদ্যা
[ঘ] ভূমিরূপ বিদ্যা
উত্তর: [ঘ] ভূমিরূপ বিদ্যা

১৩. পার্বত্য এলাকায় নদীর পানি হঠাৎ খাড়া ঢালে নিচে পতিত হলে তাকে কী বলে?
[ক] কাসকেড
[খ] খরস্রোত
[গ] জলপ্রপাত
[ঘ] গিরিখাত
উত্তর: [খ] খরস্রোত

১৪. বায়ুতে অক্সিজেনের শতকরা হার কত?
[ক] ১৫
[খ] ১৭
[গ] ১৯
[ঘ] ২১
উত্তর: [ঘ] ২১

㋡ উদ্দীপকটি পড়ে ১৫ ও ১৬নং প্রশ্নের উত্তর দাও:
চিত্র:
ভূগোল ১ম পত্র (HSC Geography 1st Paper MCQ) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৫. উদ্দীপকে ‘ক’ চিত্রটি কোন ধরনের ভূমিরূপ?
[ক] অশ্মক্ষুরাকৃতি হ্রদ
[খ] প্লাবন ভূমি
[গ] কর্দম ছিপি
[ঘ] বাঁকের চর
উত্তর: [ক] অশ্মক্ষুরাকৃতি হ্রদ

১৬. উদ্দীপকে ‘ক’ ভূমিরূপটি গঠিত হয়:
i. নদীর দু’টি বাঁক পরস্পর সনিড়বকটে প্রবাহিত হলে
ii. দু’টি বাঁকের মধ্যবর্তী অংশ ক্ষয় হয়ে একত্রে প্রবাহিত হলে
iii. বাঁকের মধ্যবর্তী অংশ ক্ষয় না হয়ে প্রবাহিত হলে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক] i ও ii

১৭. পৃথিবীর ভূত্বক কয়টি বৃহৎ প্লেট দ্বারা গঠিত?
[ক] ৫
[খ] ৭
[গ] ৯
[ঘ] ১১
উত্তর: [খ] ৭

১৮. বাংলাদেশে কালবৈশাখী ঝড় কোন দিক থেকে আসে?
[ক] উত্তর-পূর্ব
[খ] উত্তর-পশ্চিম
[গ] দক্ষিণ-পূর্ব
[ঘ] দক্ষিণ-পশ্চিম
উত্তর: [খ] উত্তর-পশ্চিম

১৯. কোন মহাসাগরের প্রবল বায়ুপ্রবাহ গর্জনশীল চল্লিশা নামে পরিচিত?
[ক] উত্তর মহাসাগর
[খ] উত্তর প্রশান্ত মহাসাগর
[গ] দক্ষিণ মহাসাগর
[ঘ] দক্ষিণ আটলান্টিক মহাসাগর
উত্তর: [খ] উত্তর প্রশান্ত মহাসাগর

㋡ উদ্দীপকটি পড়ে ২০ ও ২১নং প্রশ্নের উত্তর দাও:
রায়াদের বাড়ি বাংলাদেশের মধ্যাঞ্চলে যা আনুমানিক এক লক্ষ বছর পূর্বে গঠিত সোপান ভূমি। এখানে আনারস, কলা ও কাঁঠাল অধিক উৎপন্ন হয়।

২০. রায়াদের বাড়ি কোন যুগে গঠিত?
[ক] প্লাইস্টোসিন
[খ] ওলিগোসিন
[গ] মায়োসিন
[ঘ] ইয়োসিন
উত্তর: [ক] প্লাইস্টোসিন

২১. উদ্দীপকে ইঙ্গিতকৃত অঞ্চলের মূল বৈশিষ্ট্য হচ্ছে:
i. প্লাবন ভূমি
ii. মৃত্তিকা লালচে বর্ণের
iii. গজারী বন দ্বারা আবৃত

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [গ] ii ও iii

২২. বায়ু দূষণ প্রতিরোধে কার্যকরী হলো:
i. বনায়ন কার্যক্রম জোরদার করা
ii. জীবাশ্ম জ্বালানির ব্যবহার বৃদ্ধি করা
iii. যানবাহন নির্গত দূষিত গ্যাস নিয়ন্ত্রণ করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [খ] i ও iii

㋡ উদ্দীপকটি পড়ে ২৩ ও ২৪নং প্রশ্নের উত্তর দাও:
বৃষ্টিপাত জলীয়বাষ্পপূর্ণ বায়ু
উষ্ণ অঞ্চল
মেঘ

২৩. উদ্দীপকে কোন ধরনের বৃষ্টিপাত দেখানো হয়েছে?
[ক] পরিচলন
[খ] শৈলৎক্ষেপ
[গ] ঘূর্ণিবাত
[ঘ] সংঘর্ষ
উত্তর: [ক] পরিচলন

২৪. উদ্দীপকের বৃষ্টিপাত নিচের কোন জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য?
[ক] ভূমধ্যসাগরীয়
[খ] মহাদেশীয়
[গ] মৌসুমি
[ঘ] নিরক্ষীয়
উত্তর: [ঘ] নিরক্ষীয়

২৫. পৃথিবীপৃষ্ঠে সমুদ্রভাগের ক্ষেত্রফল কত মিলিয়ন বর্গকিলোমিটার?
[ক] ৩৪১
[খ] ৩৬১
[গ] ৩৭১
[ঘ] ৩৮১
উত্তর: [খ] ৩৬১

3 comments: