G

HSC ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর সকল বোর্ড ২০১৮ pdf download

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Islamic History and Culture 2nd Paper mcq question and answer. HSC Islamic History and Culture 2nd Paper (mcq) Multiple Choice Questions Answers All Boards 2018 pdf download.

সকল বোর্ড ২০১৮
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
২য় পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
বিষয় কোড: [২৬৮]

সময়: ৩০ মিনিট               পূর্ণমান: ৩০
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]

HSC Islamic History and Culture 2nd Paper
Board Question Solution
MCQ
Question and Answer

১. আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?
[ক] ২৫ জন
[খ] ২৮ জন
[গ] ৩০ জন
[ঘ] ৩৫ জন
উত্তর: [ঘ] ৩৫ জন

◈ নিচের উদ্দীপকটি পড়ে ২ ও ৩নং প্রশ্নের উত্তর দাও :
দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।

২. উদ্দীপকের অনুরূপ ৬৯’র গণঅভুত্থানে নিহতরা হলেন-
[ক] ড. শাসসুজ্জোহা ও আসদ
[খ] মতিউর ও বাবুল
[গ] সার্জেন্ট জহুরুল হক ও ওয়াজিউল্লাহ
[ঘ] মনু মিয়া ও মতিউর
উত্তর: [ক] ড. শাসসুজ্জোহা ও আসদ

৩. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক] i ও ii

৪. হাজি মুহম্মদ মোহসিনে পৈতৃক নিবাস কোথায়?
[ক] পারস্য
[খ] আরব
[গ] ইরাক
[ঘ] আফগানিস্তান
উত্তর: [ক] পারস্য

◈ নিচের উদ্দীপকটি পড়ে ৫ ও ৬নং প্রশ্নের উত্তর দাও :
মেয়েকে মুক্তিযুদ্ধের গল্পের ফাঁকে ‘বাবা শরিফ ১৯৭০ খ্রিষ্টাব্দের নির্বাচনের কথা বলছিলেন। নিরংকুশ সংখ্যাগরিষ্ঠতা লাভের পরও কিভাবে বাঙালিদের সরকার গঠন হতে বিরত রাখা হয়। সর্বশেষ নিরীহ জনতার উপর রাতের আঁধারে সামরিক অভিয়ান চালিয়ে সম্পন্ন হয় ইতিহাসের জঘন্যতম হত্যাযজ্ঞ।

৫. উদ্দীপকের উল্লিখিত ঘটনাকে বলা হয়-
[ক] অপারেশন জেকপ
[খ] অপারেশন সার্চ লাইট
[গ] অপারেশন ঢাকা সিটি
[ঘ] অপারেশন হলি লাইট
উত্তর: [খ] অপারেশন সার্চ লাইট

৬. বাঙালিদের উপর নির্বিচার আক্রমণের ফলাফল-
i. প্রত্যক্ষ যুদ্ধের সূত্রপাত হয়
ii. অগণিত নারী ও শিশু হত্যার শিকার হয়
iii. বাঙালিরা অবদমিত হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক] i ও ii

৭. বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন ‘খ’ রাষ্ট্রের অনুরূপ ভূমিকা পালন করে-
[ক] ভারত
[খ] নেপাল
[গ] ভূটান
[ঘ] বার্মা (মিয়ানমার)
উত্তর: [ক] ভারত

৮. মুক্তিযুদ্ধে (১৯৭১ খ্রিষ্টাব্দ) আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেন যারা?
[ক] জগজিৎ সিং অরোরা ও এ. এ. কে. নিয়াজী
[খ] জেনারেল ওসমানী ও এ. এ. কে নিয়াজী
[গ] এ. কে. খন্দকার ও রাও ফরমান আলী
[ঘ] জ্যাকব ও জামশেদ
উত্তর: [ক] জগজিৎ সিং অরোরা ও এ. এ. কে. নিয়াজী

৯. ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?
[ক] আর্য
[খ] শক্
[গ] হুন
[ঘ] দ্রাবিড়
উত্তর: [ঘ] দ্রাবিড়

১০. সুলতান মাহমুদ সোমনাথ অভিযান করেন কত খিষ্টাব্দে?
[ক] ১০২৩
[খ] ১০২৪
[গ] ১০২৬
[ঘ] ১০৩০
উত্তর: [গ] ১০২৬

১১. আলাউদ্দিন হোসেনকে ‘জাহানসুজ’ বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক] i ও ii

◈ নিচের উদ্দীপকটি পড়ে ১২ ও ১৩নং প্রশ্নের উত্তর দাও :
‘ক’ দেশে ইতোপূর্বে অনেকেই স্থায়ী শাসন প্রতিষ্ঠার প্রয়াস চালিয়ে ব্যর্থ হন। বাসিত অপূর্বরূপ কৌশলে ঐ দেশে সফল অভিযান পরিচালনায় সক্ষম হন। তিনি বিজিত দেশে সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করে স্বদেশে ফিরে যান।

১২. উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ বিজেতা হলেন-
[ক] মুহাম্মদ বিন কাসিম
[খ] সুলতান খসরু মালিক
[গ] মুহাম্মদ ঘুরী
[ঘ] কুতুব উদ্দিন আইবেক
উত্তর: [গ] মুহাম্মদ ঘুরী

১৩. উক্ত বিজেতার অভিযানের ফলাফল ছিল-
i. রাজপুতগণের দুর্বলতা প্রকাশ
ii. মুসলিম সৈন্যদের শ্রেষ্ঠত্ব প্রমাণ
iii. বিজিত অঞ্চলে বিজেতার প্রত্যক্ষ শাসন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii
১৪. মোঙ্গল আক্রমণ প্রতিহত করার জন্য আলাউদ্দিন খলজি কর্তৃক গৃহীত পদক্ষেপ হলো-
i. নতুন কেল্লা স্থাপন
ii. গাজি মালিককে উত্তর-পশ্চিম সীমান্তে শাসনকর্তা নিয়োগ
iii. ব্যাপক সমরাস্ত্র আমদানি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক] i ও ii

১৫. কুতুব মিনার কোন ধরনের স্থাপত্যকীর্তি?
[ক] মসজিদ
[খ] দরগাহ
[গ] স্মৃতিস্তম্ভ
[ঘ] পর্যবেক্ষণ টাওয়ার
উত্তর: [গ] স্মৃতিস্তম্ভ

১৬. মুহাম্মদ বিন তুঘলক দেবগিরির নাম রাখেন-
[ক] আহমেদাবাদ
[খ] দৌলতাবাদ
[গ] ফিরোজাবাদ
[ঘ] তুঘলকাবাদ
উত্তর: [খ] দৌলতাবাদ

১৭. আকবরের ধর্মনীতির কারণ ছিল-
i. আধ্যাত্মিক অনুসন্ধিৎসা
ii. পরধর্মসহিষ্ণুতা
iii. গৃহশিক্ষক আবদুল লতিফের প্রভাব

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii

◈ নিচের উদ্দীপকটি পড়ে ১৮ ও ১৯নং প্রশ্নের উত্তর দাও :
সাম্রাজ্যের স্থায়িত্ব ও সংহতি রক্ষারপাশাপাশি জনকল্যাণের কথা বিবেচনা করে রাজা ত্র্যাডাম বাজারে পণ্যমূল্য নির্দিষ্ট করে দেন। এ কারণে তিনি ইতিহাসে মেধাবী রাজনৈতিকঅর্থনীতিবিদ হিসেবে খ্যাতি অর্জন করেন।

HSC ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর (সকল বোর্ড ২০১৮)

১৮. উদ্দীপকের শাসকের সাথে সুলতানী আমলের কোন শাসকের মিল রয়েছে?
[ক] জালাল উদ্দিন খলজি
[খ] আলাউদ্দিন খলজি
[গ] রুকনুদ্দিন ইব্রাহিম
[ঘ] শাহাবুদ্দিন ওমর
উত্তর: [খ] আলাউদ্দিন খলজি

১৯. উক্ত সংস্কারের ফলে-
i. চাষীরা ক্ষতিগ্রস্থ হয়
ii. সেনাবাহিনীর শক্তি বৃদ্ধি পায়
iii. ব্যবসা-বাণিজ্যের উন্নতি হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii

২০. বঙ্গভঙ্গের (১৯০৫ খ্রিষ্টাব্দে) কারণ হলো-
i. প্রশাসনিক
ii. রাজনৈতিক
iii. ধর্মীয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক] i ও ii

২১. শের শাহের পরবর্তী শাসক কে ছিলেন?
[ক] ইসলাম শাহ
[খ] ফিরোজ শাহ
[গ] আদিল শাহ
[ঘ] সিকান্দার শাহ
উত্তর: [ক] ইসলাম শাহ

২২. ‘দস্তুরুল আমল’ এ কয়টি আদেশ সন্নিবেশিত হয়?
[ক] ১১
[খ] ১২
[গ] ১৩
[ঘ] ১৫
উত্তর: [খ] ১২

২৩. সম্রাট শাহ জাহানের পুত্রদের মধ্যে দ্বন্দ্বের সূত্রপাত হয়-
i. সুষ্ঠু উত্তরাধিকার নীতির অভাব ও পুত্রদের চরিত্রগত পার্থক্য
ii. দারার প্রতি দুর্বলতা ও আওরঙ্গজেবের প্রতি অবহেলা
iii. শাহ জাহানের অসুস্থতা ও হেরেমের কর্তৃত্ব

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii

২৪. দ্বৈত-শাসন কত খ্রিষ্টাব্দে প্রবর্তিত হয়?
[ক] ১৭৬৩ খ্রিষ্টাব্দ
[খ] ১৭৬৪ খ্রিষ্টাব
[গ] ১৭৬৫ খিষ্টাব্দ
[ঘ] ১৭৬৭ খিষ্টাব
উত্তর: [গ] ১৭৬৫ খিষ্টাব্দ

২৫. খেলাফত ও অসহযোগ আন্দোলনের লক্ষ্য ছিল-
i. ভারতের স্বাধীনতা অর্জন
ii. তুরস্কের অখন্ডতা রক্ষা
iii. বিদেশি পণ্য বর্জন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii

২৬. যুক্তফ্রন্ট গঠনের প্রেক্ষাপট কী?
i. লাহোর প্রস্তাবের সংশোধন
ii. নির্বাচন নিয়ে টালবাহানা
iii. পূর্ব বাংলার স্বার্থ রক্ষায় প্রাদেশিক সরকারের ব্যর্থতা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii

◈ নিচের উদ্দীপকটি পড়ে ২৭ ও ২৮নং প্রশ্নের উত্তর দাও :
জলিল মিশর থেকে ধর্মীয় শিক্ষা লাভ করেন। দেশে ফিরে তিনি ধর্ম-সংস্কার আন্দোলন শুরু করেন। হাসান তাঁর সাথে যুক্ত হয়ে এটিকে রাজনৈতিক আন্দোলনে রূপ দেয়।

২৭. উদ্দীপকের জলিল ও হাসানের আন্দোলনের সাথে মিল পাওয়া যায়-
[ক] তিতুমীর ও গোলাম মাসুম
[খ] হাজী শরিয়ত উল্লাহ ও দুদু মিয়া
[গ] তিতুমীর ও মিসকিন শাহ
[ঘ] দুদু মিয়া ও গাজিউদ্দিন হায়দার
উত্তর: [খ] হাজী শরিয়ত উল্লাহ ও দুদু মিয়া

২৮. এ আন্দোলনের প্রকৃত উদ্দেশ্য ছিল-
i. ইসলামের শুদ্ধিকরণ
ii. মুসলমানদের রাজনৈতিকও সামাজিক সংস্কার সাধন
iii. বিধর্মীদের ইসলামী ভাবদর্শে আকৃষ্ট করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii

২৯. ভারতীয় জাতীয় কংগ্রেসের আশু লক্ষ্য ছিল-
i. ভারতীয়দের মধ্যে যোগসূত্র স্থাপন
ii. বৃহত্তর জাতীয় ঐক্য সৃষ্টি
iii. সামারিক খাতে বরাদ্দ বৃদ্ধি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক] i ও ii

৩০. ১৯৭০ খ্রিষ্টাব্দের সাধারণ নির্বাচনের গুরুত্ব কী?
i. বাঙালি জাতীয়তাবাদের বিজয়
ii. ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি
iii. পাকস্তিানের ভাঙনের সূচনা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii

No comments:

Post a Comment