G

HSC ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর সকল বোর্ড

HSC ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর সকল বোর্ড

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Islamic History and Culture 2nd Paper mcq question and answer. HSC Islamic History and Culture 2nd Paper (mcq) Multiple Choice Questions Answers All Boards 2019 pdf download.

সকল বোর্ড

উচ্চমাধ্যমিক
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
২য় পত্র

বহুনির্বাচনি অভীক্ষা
বিষয় কোড: [২৬৮]

সময়: ৩০ মিনিট                                                                                              পূর্ণমান: ৩০
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]

HSC Islamic History and Culture
2nd Paper
Board Question Solution
MCQ
Question and Answer

১. সোমনাথ মন্দির কোথায় অবস্থিত?
[ক] দিল্লি
[খ] রাজস্থান
[গ] উত্তর প্রদেশ
[ঘ] গুজরাট
উত্তর: [ঘ] গুজরাট

২. ইসলামের আবির্ভাবের পূর্বে ভারতীয় উপমহাদেশের সাথে কাদের যোগাযোগ ছিল?
[ক] আরব শেখদের
[খ] আরব সৈনিকদের
[গ] আরব কবিদের
[ঘ] আরব বণিকদের
উত্তর: [গ] আরব কবিদের

৩. ভারতের নিম্নবর্ণের হিন্দুরা কেন ইসলামের প্রতি আকৃষ্ট হয়?
i. ইসলামের সাম্য ও শান্তির বার্তা পেয়ে
ii. আরব বণিকদের সাথে ব্যবসায় করার উদ্দেশ্যে
iii. শাসকের নিপীড়ন থেকে মুক্তি লাভের আশায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [খ] i ও iii

8. আরবদের সিন্ধু আক্রমণের পরোক্ষ কারণ ছিল-
i. দেবল বন্দরে জলদস্যুদের জাহাজ লুণ্ঠন
ii. সীমান্তের নিরাপত্তা বিধান
iii. পারস্যবাসীকে রাজার সাহায্য দান

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [গ] ii ও iii

৫. ‘আরবদের সিন্ধু বিজয় একটি নিষ্ফল উপাখ্যান’-এ উক্তিটি কোন ঐতিহাসিকের?
[ক] ঈশ্বরী প্রসাদ
[খ] স্টেনলী লেনপুল
[গ] পি. কে. হিট্টি
[ঘ] এ. বি. এম. হবিবুল্লাহ
উত্তর: [খ] স্টেনলী লেনপুল

৬. সিপাহি বিপ্লবের প্রাক্কালে ভারতের গভর্নর জেনারেল ছিলেন-
[ক] লর্ড ডালহৌসি
[খ] লর্ড ক্যানিং
[গ] লর্ড কর্নওয়ালিস
[ঘ] লর্ড কার্জন
উত্তর: [খ] লর্ড ক্যানিং

৭. যুক্তফ্রন্টের কোন দলটি এ. কে. ফজলুল হকের নেতৃত্বাধীন ছিল?
[ক] আওয়ামী মুসলিম লীগ
[খ] নেজামে ইসলাম
[গ] কৃষক-শ্রমিক পার্টি
[ঘ] গণতন্ত্রী দল
উত্তর: [গ] কৃষক-শ্রমিক পার্টি

৮. ১৯৯৬ এর ছয় দফা আন্দোলনের গুরুত্ব অপরিসীম। কারণ-
i. এটা বাঙালির বাঁচার দাবি
ii. এটা ছিল বাংলার অধিকার প্রতিষ্ঠার পদক্ষেপ
iii. এর মাধ্যমে পশ্চিম পাকিস্তানিদের ঐক্য দৃঢ় হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক] i ও ii

৯. আগরতলা মামলার মোট আসামী কতজন?
[ক] ৩০
[খ] ৩৫
[গ] ৩৬
[ঘ] ৩৭
উত্তর: [খ] ৩৫

১০. ১৯৪৭ সালে পাকিস্তান জাতীয়তাবাদের ভিত্তি ছিল-
[ক] ধর্ম
[খ] ভাষা
[গ] শিক্ষা
[ঘ] বর্ণ
উত্তর: [ক] ধর্ম

১১. প্রাচ্যের হোমার কাকে বলা হয়?
[ক] আল-ফারাবি
[খ] ফেরদৌসি
[গ] উনসুরী
[ঘ] হাফিজ
উত্তর: [খ] ফেরদৌসি

◈ উদ্দীপকটি পড়ে ১২ ও ১৩নং প্রশ্নের উত্তর দাও :
খিলাফত লাভ করে খলিফা আব্দুল মালিক বিভিন্ন প্রদেশের শাসনকর্তাদের প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েন। এ সুযোগ বুঝে রোমানরাও মুসলিম সাম্রাজ্যে হানা দিতে শুরু করেন।

১২. খলিফা আবদুল মালিকের সাথে দিল্লির কোন
সুলতানের তুলনা করা যায়?
[ক] কুতুব উদ্দিন আইবেক
[খ] ইলতুৎমিশ
[গ] ফিরোজ শাহ
[ঘ] বাহরাম শাহ
উত্তর: [খ] ইলতুৎমিশ

১৩. উক্ত সুলতানের শাসনামলে কারা হানা দিয়েছিল?
[ক] পারসিকরা
[খ] আফগানরা
[গ] রোমানরা
[ঘ] মোঙ্গলরা
উত্তর: [ঘ] মোঙ্গলরা

১৪. কোন আব্বাসি খলিফা ইলতুৎমিশকে উপাধি প্রদান করেন?
[ক] মুসতান সিরবিল্লাহ
[খ] মনসুর
[গ] মামুন
[ঘ] হারুন অর রশিদ
উত্তর: [ক] মুসতান সিরবিল্লাহ

১৫. কুতুবউদ্দিন আইবেক ছিলেন-
i. রাজনীতিতে দূরদর্শী
ii. অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী
iii. ধর্মের ব্যাপারে উদাসীন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক] i ও ii

১৬. মুঘল ও আফগানরা ভারতবর্ষে এসেছিলেন-
i. ভারতবর্ষে কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য
ii. ভাগ্য পরিবর্তনের আশায়
iii. লুটতরাজ করার জন্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক] i ও ii

১৭. ফোর্ট উইলিয়াম দুর্গটি কোথায় অবস্থিত?
[ক] সুলতানটি
[খ] নোবিন্দপুর
[গ] কলকাতা
[ঘ] বিহার
উত্তর: [গ] কলকাতা

◈ উদ্দীপকটি পড়ে ১৮ ও ১৯নং প্রশ্নের উত্তর দাও :
জুমার নামাজের খুৎবায় ইমাম সাহেব মুসল্লিদেরকে সঠিকভাবে ধর্মচর্চার মাধ্যমে ইসলাম কর্তৃক অবশ্য পালনীয় কর্তব্য যথাযথভাবে পালন করার পরামর্শ দেন।

১৮. উদ্দীপকে বাংলার কোন সংস্কারককে ইঙ্গিত করা হয়েছে?
[ক] তিতুমীর
[খ] বেগম রোকেয়া
[গ] আব্দুল লতিফ
[ঘ] হাজী শরীয়ত উল্লাহ
উত্তর: [ঘ] হাজী শরীয়ত উল্লাহ

১৯. উক্ত সংস্কারকের আন্দোলনের মূলে ছিল-
i. অনৈসলামিক রীতনীতি পরিহার
ii. ইসলামকে কুসংস্কারমুক্ত করা
iii. মুসলিম সমাজকে আত্মচেতনায় উদ্বুদ্ধ করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii

২০. নিচের কোন ব্যক্তি দক্ষ কুস্তিগীর ছিলেন?
[ক] হাজী শরীয়ত উল্লাহ
[খ] দুদু মিয়া
[গ] তিতুমীর
[ঘ] গোলাম মাসুম
উত্তর: [গ] তিতুমীর

২১. মুহাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?
[ক] দাক্ষিণাত্য
[খ] দৌলতাবাদ
[গ] মুফাস্সরবাদ
[ঘ] আফগানপুর
উত্তর: [খ] দৌলতাবাদ

২২. ‘তুযুক-ই-বাবর’ কোন ভাষায় রচিত?
[ক] ফারসি
[খ] তুর্কি
[গ] হিন্দি
[ঘ] ইংরেজি
উত্তর: [খ] তুর্কি

২৩. নিম্নের কোন যুদ্ধে প্রথম কামান ব্যবহার করা হয়?
[ক] তরাইনের প্রথম যুদ্ধ
[খ] তরাইনের দ্বিতীয় যুদ্ধ
[গ] পানিপথের প্রথম যুদ্ধ
[ঘ] পানিপথের দ্বিতীয় যুদ্ধ
উত্তর: [গ] পানিপথের প্রথম যুদ্ধ

২৪. শেরশাহের প্রকৃত নাম ছিল-
[ক] হাসান
[খ] ইব্রাহিম
[গ] ফরিদ
[ঘ] ফজল
উত্তর: [গ] ফরিদ

২৫. কনৌজের যুদ্ধে শেরশাহের জয়লাভের ফলে-
i. হুমায়ুন ভারতবর্ষ ত্যাগ করতে বাধ্য হন
ii. শেরশাহ দিল্লির সিংহাসন দখল করেন
iii. আফগানরা ভারতবর্ষ ত্যাগ করেন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক] i ও ii

২৬. ১৯৭০ সালে পাকিস্তান জাতীয় পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়-
[ক] ৬ অক্টোবর
[খ] ১২ নভেম্বর
[গ] ৭ ডিসেম্বর
[ঘ] ১৭ ডিসেম্বর
উত্তর: [গ] ৭ ডিসেম্বর

২৭. বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii

২৮. স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?
[ক] আগ্রাবাদ
[খ] কালুরঘাট
[গ] মুজিবনগর
[ঘ] মেহেরপুর
উত্তর: [খ] কালুরঘাট

২৯. ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পাক হানাদারদের দোসর ছিল কারা?
i. রাজাকার বাহিনী
ii. আল বদর বাহিনী
iii. বিহারী সম্প্রদায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii

৩০. ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনী আত্মসমর্পণ করে কত তারিখে?
[ক] ১৩ ডিসেম্বর
[খ] ১৪ ডিসেম্বর
[গ] ১৫ ডিসেম্বর
[ঘ] ১৬ ডিসেম্বর
উত্তর: [ঘ] ১৬ ডিসেম্বর

No comments:

Post a Comment