G

HSC সমাজবিজ্ঞান ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর সকল বোর্ড ২ pdf download

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Sociology 1st Paper mcq question and answer pdf download.

সকল বোর্ড
সমাজবিজ্ঞান
১ম পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
[বিষয় কোড : ১১৭]

সময়: ৩০ মিনিট               পূর্ণমান: ৩০
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]

HSC Sociology 1st Paper
Board Question Solution
MCQ
Question and Answer pdf download

১. 'Sociology' শব্দটির প্রবক্তা কে?
[ক] প্লেটো
[খ] এরিস্টটল
[গ] ইবনে খালদুন
[ঘ] অগাস্ট কোঁৎ
উত্তর: [ঘ] অগাস্ট কোঁৎ

২. Das Capital গ্রন্থটির রচয়িতা কে?
[ক] অগাস্ট কোঁৎ
[খ] কার্ল মার্কস
[গ] মাক্সওয়েবার
[ঘ] ডুর্খেইম
উত্তর: [খ] কার্ল মার্কস

৩. যখন একাধিক ব্যক্তি একই উদ্দেশ্য সাধনের জন্য সংঘবদ্ধ হয়ে বসবাস করে তখন তাকে কী বলে?
[ক] সংঘ
[খ] সমাজ
[গ] সম্প্রদায়
[ঘ] গোষ্ঠী বা দল
উত্তর: [ক] সংঘ

৪. মর্গানের মতে সিনডিয়াসমিয়ান যে ধরনের পরিবার-
[ক] দলগত
[খ] আপন জ্ঞাতি
[গ] প্রাথমিক
[ঘ] অস্থায়ী যুগল
উত্তর: [ঘ] অস্থায়ী যুগল

⬔ উদ্দীপকটি পড়ে ৫ ও ৬নং প্রশ্নের উত্তর দাও:
আ. রহিম মিঞা বাজিতপুর গ্রামের বাসিন্দা। তাদের গ্রামে বিভিন্ন পেশার মানুষ বাস করে। কেউ চাকরিজীবী, কেউ কৃষিজীবী, কেউ আবার মৎস্যজীবী।

৫. আ. রহিম মিঞার গ্রামের সাথে সাদৃশ্য রয়েছে কোনটির?
[ক] সমাজ কাঠামোর
[খ] সামাজিক স্তরবিন্যাসের
[গ] অর্থনৈতিক ব্যবস্থার
[ঘ] উৎপাদন ব্যবস্থার
উত্তর: [খ] সামাজিক স্তরবিন্যাসের

৬. উক্ত বিষয়ের বৈশিষ্ট্যের ক্ষেত্রে বলা যায়-
i. মাত্রায় অভিন্ন
ii. সার্বজনীন
iii. সামাজিক

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [খ] ii ও iii

৭. বৈজ্ঞানিক পদ্ধতির প্রথম ধাপ কোনটি?
[ক] উপাত্ত সংগ্রহ
[খ] সমস্যা নির্বাচন
[গ] যথার্থতা যাচাই
[ঘ] উপাত্তের শ্রেণিবিন্যাস
উত্তর: [খ] সমস্যা নির্বাচন

HSC সমাজবিজ্ঞান ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর (সকল বোর্ড ২০১৮)

৮. সামাজিকীকরণের প্রথম ও প্রধান মাধ্যম কোনটি?
[ক] পরিবার
[খ] শিক্ষা প্রতিষ্ঠান
[গ] সঙ্গীদল
[ঘ] ধর্মীয় আদর্শ
উত্তর: [ক] পরিবার

৯. একই আয় ও সুযোগ-সুবিধা ভোগকারী গোষ্ঠীকে বলে-
[ক] জাতি
[খ] পরিবার
[গ] শ্রেণি
[ঘ] সম্প্রদায়
উত্তর: [গ] শ্রেণি

১০. Mores শব্দের অর্থ কী?
[ক] প্রথা
[খ] আদর্শ যার তার শক্তিশালী নৈতিক তাৎপর্য রয়েছে
[গ] লোকাচার
[ঘ] আদর্শ
উত্তর: [গ] লোকাচার

১১. গ্রামীণ আর্থসামাজিক অবস্থা সম্পর্কে অনুসন্ধান করতে কোন গবেষণা পদ্ধতি ব্যবহার করা হয়?
[ক] জরিপ পদ্ধতি
[খ] ঐতিহাসিক পদ্ধতি
[গ] তুলনামূলক পদ্ধতি
[ঘ] পরীক্ষণ পদ্ধতি
উত্তর: [ক] জরিপ পদ্ধতি

১২. সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?
[ক] দুটি
[খ] তিনটি
[গ] চারটি
[ঘ] পাঁচটি
উত্তর: [ক] দুটি

১৩. ভৌগোলিক অবস্থানগত কারণে গড়ে উঠেছে-
i. রেশম শিল্প
ii. চা শিল্প
iii. কুটির শিল্প

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii

⬔ উদ্দীপকটি পড়ে ১৪ ও ১৫নং প্রশ্নের উত্তর দাও:
তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।

১৪. অনুচ্ছেদে সামাজিক নিয়ন্ত্রণের কীরূপ বাহনের ইঙ্গিত রয়েছে?
[ক] পরিবার
[খ] শিক্ষা
[গ] সঙ্গী সাথী
[ঘ] গণমাধ্যম
উত্তর: [ঘ] গণমাধ্যম

১৫. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক] i ও ii

১৬. কার্ল মার্কসের মতে সমাজের মৌল কাঠামো কোনটি?
[ক] আইন
[খ] অর্থনীতি
[গ] সংস্কৃতি
[ঘ] রাজনীতি
উত্তর: [খ] অর্থনীতি

১৭. ভদ্রবেশী অপরাধের উদাহরণের ক্ষেত্রে বলা যায়-
i. তহবিল তছরুফ না করা
ii. ট্রেডমার্ক নকল করা
iii. আয়কর না দেওয়া

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [গ] ii ও iii

১৮. Socialization কথাটির অর্থ কী?
[ক] সামাজিক প্রক্রিয়া
[খ] সামাজিক বিভাজন
[গ] সামাজিক পরিবর্তন
[ঘ] সামাজিক বিবর্তন
উত্তর: [ক] সামাজিক প্রক্রিয়া

১৯. মামাতো ফুফাতো ভাইবোনের বিবাহের ধরন কোনটি?
[ক] লেভিরেট
[খ] সরোরেট
[গ] প্যারালাল কাজিন
[ঘ] ক্রস কাজিন
উত্তর: [ঘ] ক্রস কাজিন

২০. সমাজ কাঠামোর রদবদল বলতে বোঝায় সামাজিক-
[ক] পরিবর্তন
[খ] বিবর্তন
[গ] উন্নয়ন
[ঘ] প্রগতি
উত্তর: [ক] পরিবর্তন

⬔ উদ্দীপকটি পড়ে ২১ ও ২২নং প্রশ্নের উত্তর দাও:
অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।

২১. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?
[ক] জাতিবর্ণ প্রথা
[খ] শ্রেণি মর্যাদা
[গ] সামাজিক শ্রেণি
[ঘ] সামাজিক স্থিতিশীলতা
উত্তর: [ক] জাতিবর্ণ প্রথা

২২. রহমতের মর্যাদা এখানে-
[ক] আরোপিত
[খ] অর্জিত
[গ] নির্বাচিত
[ঘ] বংশভিত্তিক
উত্তর: [খ] অর্জিত

২৩. বিশ্বের সকল মানব সমাজকে এক ও অভিন্ন ঐক্যতানে সমন্বিত করার প্রক্রিয়াকে কী বলে?
[ক] বিশ্বায়ন
[খ] তথ্যপ্রযুক্তি
[গ] স্যাটেলাইট
[ঘ] ইন্টারনেট
উত্তর: [ক] বিশ্বায়ন

২৪. Deviance শব্দের অর্থ কী?
[ক] মূল্যবোধ বিরোধী কার্যক্রম
[খ] অপরাধ
[গ] প্রবেশন
[ঘ] আচরণ
উত্তর: [ক] মূল্যবোধ বিরোধী কার্যক্রম

২৫. সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত
ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [খ] ii ও iii

⬔ উদ্দীপকটি পড়ে ২৬ ও ২৭নং প্রশ্নের উত্তর দাও:
রাসেলের বয়স দশ বছর। বাবা-মার সাথে আগারগাঁও বস্তিতে বাস করে। অভাবের তাড়নায় সে পটেকমারাসহ বিভিন্ন অপকর্ম করে বেড়ায়।

২৬. রাসেলের এরূপ কর্মকান্ড কী ধরনের অপরাধ?
[ক] ভদ্রবেশী
[খ] কিশোর অপরাধ
[গ] সংগঠিত
[ঘ] গতানুগতিক
উত্তর: [খ] কিশোর অপরাধ

২৭. পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-
[ক] অর্থনৈতিক
[খ] পারিবারিক
[গ] ব্যক্তিগত
[ঘ] দেশের জন্য
উত্তর: [ঘ] দেশের জন্য

২৮. জৈবিক জ্ঞাতির উদাহরণ কোনটি?
[ক] দোস্ত
[খ] শ্বশুর
[গ] চাচা
[ঘ] ধর্ম ভাই
উত্তর: [গ] চাচা

২৯. তথ্যপ্রযুক্তির বিস্ময়কর উন্নতি ঘটেছে কোনটির সহায়তায়?
i. কম্পিউটারের
ii. টেলিভিশনের
iii. সাবমেরিন ক্যাবলের

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [গ] i ও iii

⬔ উদ্দীপকটি পড়ে ৩০নং প্রশ্নের উত্তর দাও:
বুদ্ধিমত্তা - গায়ের রং [?] দেহের গড়ন - রোগব্যাধি?

৩০. ‘?’ চিহ্নিত স্থানে কোনটি বসবে?
[ক] সাংস্কৃতিক উপাদান
[খ] গোষ্ঠীগত উপাদান
[গ] ভৌগোলিক উপাদান
[ঘ] জৈবিক উপাদান
উত্তর: [ঘ] জৈবিক উপাদান

3 comments: