G

HSC জীববিজ্ঞান ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর অধ্যায়-০৯ pdf download

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
জীববিজ্ঞান ২য় পত্র
৯ম অধ্যায়
 বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর 

HSC Biology 2nd Paper pdf download
Chapter-09
 MCQ 
Question and Answer

১. ডিম্বাশয়ের ফলিকলের বৃদ্ধিতে সাহায্যকারী হরমোন হলো -
[ক] থারক্সিন
[খ] থাইরয়েড
[গ] পিটুইটারি
[ঘ] এন্ড্রোজেন
সঠিক উত্তর: [গ]

২. ডিম্বাণু কোথায় সৃষ্টি হয়?
[ক] যোনিতে
[খ] ডিম্বাশয়ে
[গ] ডিম্বনালিতে
[ঘ] জরায়ুতে
সঠিক উত্তর: [খ]

৩. নিচের কোন কাজটি এস্ট্রোজেন হরমোন নিয়ন্ত্রণ করে?
[ক] স্ত্রীদেহে রক্ত জমাট বাঁধায়
[খ] মেদ বৃদ্ধি
[গ] পাকস্থলীর কাজ
[ঘ] জরায়ু গাত্রের হ্রাস
সঠিক উত্তর: [ক]

৪. ভ্রূণ গঠনের ধাপসমূহ -
i. ক্লিভেজ
ii. গ্যাস্ট্রুলেশন
iii. অর্গানোজেনেসিস

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [ঘ]

৫. মহিলাদের জন্য প্রযোজ্য পদ্ধতি কোনটি?
[ক] কনডম
[খ] খাবার বড়ি
[গ] ভ্যাসেকটমি
[ঘ] সবগুলো
সঠিক উত্তর: [খ]

৬. গর্ভবতী মায়ের কোন টিকা নিতে হয়?
[ক] যক্ষ্মা
[খ] হাম
[গ] টিটেনাস
[ঘ] বসন্ত
সঠিক উত্তর: [গ]

৭. শুক্রাশয় হতে নিঃসৃত হরমোন কোনটি?
[ক] ইস্ট্রোজেন
[খ] টেস্টোস্টেরন
[গ] প্রোজেস্টেরন
[ঘ] অ্যান্ড্রোজেন
সঠিক উত্তর: [খ]

৮. বিশ্বে প্রতি বছর কতজন লোক গনোরিয়ায় আক্রান্ত হয়?
[ক] ৫০ মিলিয়ন
[খ] ১০০ মিলিয়ন
[গ] ১৫০ মিলিয়ন
[ঘ] ২০০ মিলিয়ন
সঠিক উত্তর: [ঘ]

৯. বাংলাদেশের ভৌগলিক প্রেক্ষাপটে মেয়েদের বয়:সন্ধিকাল কত?
[ক] ১১-১৪ বছর
[খ] ১২-১৫ বছর
[গ] ১৪-১৭ বছর
[ঘ] ৮-৯ বছর
সঠিক উত্তর: [ক]

১০. যোনিপথের দৈর্ঘ্য কত?
[ক] ২-৩ সে. মি.
[খ] ৮-১০ সে. মি.
[গ]১৫-২০ সে. মি.
[ঘ] ২০-২৫ সে. মি.
সঠিক উত্তর: [খ]

১১. অন্ডকোষের অস্বাভাবিকতায় কোন হরমোনের ভারসাম্যহীনতা দায়ী?
[ক] লুটিনাইজিং
[খ] মুলেটিং
[গ] প্রোজেস্টেরন
[ঘ] পিটুইটারি
সঠিক উত্তর: [ঘ]

১২. নিচের কোনটি একলিঙ্গ প্রাণীর উদাহরণ?
[ক] মানুষ
[খ] গরু
[গ] ছাগল
[ঘ] সবগুলো
সঠিক উত্তর: [ঘ]

১৩. ডিম্বাশয়ের সর্বাপেক্ষা বাইরের আবরণ হলো -
[ক] টিউনিকা অ্যালবুজিনিয়া
[খ] শ্বেত আবরক
[গ] জার্মিনাল এপিথেলিয়াম
[ঘ] স্ট্রোমা
সঠিক উত্তর: [গ]

১৪. দেহে প্রোজেস্ট্রেরনের মাত্রা কমে যাওয়ার কারণ হলো -
i. দেহে অতিরিক্ত এস্ট্রোজেন
ii. চিনিযুক্ত খাবার
iii. পর্যাপ্ত ব্যায়াম

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [ক]

১৫. গর্ভাবস্থায় জরায়ু কত গুণ বৃদ্ধি পায়?
[ক] ১০ গুণ
[খ] ২০ গুণ
[গ] ৩০ গুণ
[ঘ] ৫০ গুণ
সঠিক উত্তর: [খ]

১৬. কোন হরমোন মেয়েদের রজঃচক্র নিয়ন্ত্রণে ভূমিকা রাখে?
[ক] প্রোজেস্টেরন
[খ] ইস্ট্রোজেন
[গ] প্রোল্যাকটিন
[ঘ] ক ও খ উভয়ই
সঠিক উত্তর: [ঘ]

১৭. সিমেন তৈরির জন্য পর্যাপ্ত রস নি:সরণ করা নিচের কোনটির প্রধান কাজ?
[ক] শুক্রাশয়
[খ] সেমিনাল ভেসিকল
[গ] এপিডিডাইমিস
[ঘ] ক্ষেপন নালি
সঠিক উত্তর: [খ]

১৮. নিচের কোনটি থেকে শুক্রাণুর অ্যাক্রোসোম সংখ্যা সৃষ্টি হয়?
[ক] রাইবোসোম
[খ] গলজি বডি
[গ] মাইটোকন্ড্রিয়া
[ঘ] সেন্ট্রিওল
সঠিক উত্তর: [খ]

১৯. কোন হরমোন রজঃচক্র শুরু করতে সাহায্য করে?
[ক] গোনাডোট্রফিক
[খ] অ্যাড্রেনাল
[গ] স্টিমুলেটিং
[ঘ] এস্ট্রোজেন
সঠিক উত্তর: [গ]

২০. নারীদেহের কোন হরমোনের প্রভাবে পলিসিস্টিক ও ভারী সিন্ড্রোম দেখা যায়?
[ক] প্রোজেস্টেরন
[খ] অ্যান্ড্রোজেন
[গ] এস্ট্রোজেন
[ঘ] থাইরয়েড
সঠিক উত্তর: [খ]

২১. অগ্রপিটুইটারি হতে নিঃসৃত হরমোন কোনটি?
[ক] প্রোটেস্টেরন
[খ] প্রোল্যাকটিন
[গ] ইস্ট্রোজেন
[ঘ] সেক্সকর্টিকয়েড
সঠিক উত্তর: [খ]

২২. বিশ্বে প্রথম টেস্টটিউব বেবির নাম কী?
[ক] লুইস ব্রাউন
[খ] ফ্রিদা লুইস
[গ] ডলি
[ঘ] ব্রাউন
সঠিক উত্তর: [ক]

২৩. সেমিনাল ফ্লুইড তৈরি হয়-
i. সেমিনাল ভেসিকলের ক্ষরণে
ii. প্রোস্টেট গ্রন্থির ক্ষরণে
iii. পিটুইটারি গ্রন্থির ক্ষরণে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [ক]

২৪. নিচের কোন হরমোনটি জরায়ুর মুখ প্রসারিত করে?
[ক] রিলাক্সিন
[খ] ল্যুটিনাইজিং
[গ] গোনাডোট্রপিন
[ঘ] অ্যান্ড্রোগ্যামোন
সঠিক উত্তর: [ক]

২৫. শুক্রাণু উৎপন্নকারী অঙ্গকে বলা হয় -
[ক] আনুষঙ্গিক জনন অঙ্গ
[খ] মুখ্য জনন অঙ্গ
[গ] ডিম্বাশয়
[ঘ] ফেলোপিয়ান নালি
সঠিক উত্তর: [খ]

২৬. শুক্রাশয়ের কোন কোষ থেকে যৌন হরমোন নি:সৃত হয়?
[ক] ইন্টারস্টিশিয়াল কোষ
[খ] সংবেদি কোষ
[গ] লেডিগ কোষ
[ঘ] সারটোলি কোষ
সঠিক উত্তর: [ক]

২৭. মানুষের সঙ্ঘমে ক্ষরিত বীর্যের পরিমাণ কত?
[ক] ১. ৫-৪ মি. লি.
[খ] ৭-৮ মি. লি.
[গ] ১০-১২ মি. মি.
[ঘ] ১৫-২০ মি. মি.
সঠিক উত্তর: [ক]

২৮. ব্লাস্টোমিয়ারের তরল পূর্ণ গহবর কোনটি?
[ক] ব্লাস্টোমিয়ার
[খ] ব্লাস্টোসিল
[গ] ট্রফোব্লাস্ট
[ঘ] জোনা পেলুসিডা
সঠিক উত্তর: [খ]

২৯. নিষেকে সৃষ্ট জাইগোট ভ্রূণে পরিণত হয় কোন প্রক্রিয়ায়?
[ক] ইমপ্ল্যানটেশন
[খ] ব্লাস্টোসিস্ট
[গ] এমব্রায়োজেনেসিস
[ঘ] ক্লিভেজ
সঠিক উত্তর: [গ]

৩০. গর্ভ নিরোধের রাসায়নিক পদ্ধতি -
i. কনডম
ii. শুক্রনাশক জেলি
iii. ফেনা বা ফোম বড়ি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [খ]

৩১. কুমারী নারীর যৌনিপথে যে পর্দা থাকে তার নাম কী?
[ক] পেরিটোনিয়াম
[খ] অর্ধভেদ্য পর্দা
[গ] হাইমেন
[ঘ] অ্যাম্পুলা
সঠিক উত্তর: [গ]

৩২. শুক্রাশয়ের শীর্ষে ও পশ্চাতে কুন্ডলীকৃত কমা সদৃশ অঙ্গটির নাম কী?
[ক] স্ক্রোটাম
[খ] শুক্রনালি
[গ] এপিডিডাইমিস
[ঘ] মুত্রনালি
সঠিক উত্তর: [গ]

৩৩. নিচের কোনটি HIV ভাইরাসের প্রতিলিপি সৃষ্টিতে বাধা দেয়?
[ক] Zindovodine
[খ] Stavudine
[গ] Nevirapine
[ঘ] Zaleitabine
সঠিক উত্তর: [গ]

৩৪. নিচের কোনটিতে অযৌন প্রজনন দেখা যায়?
[ক] গরুতে
[খ] ছাগলে
[গ] মানুষে
[ঘ] ব্যাকটেরিয়াতে
সঠিক উত্তর: [ঘ]

৩৫. পুরুষের স্থায়ী বন্ধ্যাকরণ পদ্ধতির নাম কী?
[ক] ভ্যাসেকটিমি
[খ] টিউবেকটমি
[গ] নিউরেকটমি
[ঘ] লাইগেশন
সঠিক উত্তর: [ক]

৩৬. কোনটি স্ত্রীজননতন্ত্রের অংশ?
[ক] ডিম্বাশয়
[খ] শুক্রাশয়
[গ] প্রস্টেট গ্লান্ড
[ঘ] শিশ্ন
সঠিক উত্তর: [ক]

৩৭. শুক্রাণুগুলোর অ্যাক্রোমোস হতে নিঃসৃত এনজাইম কোনটি?
[ক] অ্যামাইলেজ
[খ] ম্যালটেজ
[গ] হায়ালুরোনিভেজ
[ঘ] লাইপেজ
সঠিক উত্তর: [গ]

৩৮. স্তনদানে নিঃসৃত হরমোন কোনটি?
[ক] ল্যাকটোজ
[খ] লাইপেজ
[গ] প্রোল্যাকটিন
[ঘ] ম্যালটেজ
সঠিক উত্তর: [গ]

৩৯. ভ্রূণের মস্তিষ্ক বিকশিত হয় কোন সপ্তাহ থেকে?
[ক] ২য়
[খ] ৩য়
[গ] ৪র্থ
[ঘ] ৫ম
সঠিক উত্তর: [ঘ]

৪০. প্রোটোজোয়াজনিত রোগের উদাহরণ কোনটি?
[ক] সিফিলিস
[খ] গনোরিয়া
[গ] ট্রাইকোমোনাসিস
[ঘ] ক্ল্যামাইডিয়া
সঠিক উত্তর: [গ]

৪১. পুং প্রজননতন্ত্রের প্রধান অঙ্গের প্রত্যেকটিতে-
i. কমা সৃদশ ভাস ডিফারেন্স থাকে
ii. ইন্টারস্টিশিয়াল কোষ থাকে
iii. ২-৩ টি সেমিনিফেরাস নালিকা থাকে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [গ]

৪২. ডিপ্লয়েড জাইগোট কোন প্রক্রিয়ায় বিভাজিত হয়?
[ক] অ্যামাইটোসিস
[খ] মাইটোসিস
[গ] মায়োসিস
[ঘ] হ্রাসমূলক বিভাজন
সঠিক উত্তর: [খ]

৪৩. সাধারণত একটি মানব সন্তান কত সপ্তাহ মায়ের গর্ভে অবস্থান করে?
[ক] ২০-২৫ সপ্তাহ
[খ] ৩৪-৩৮ সপ্তাহ
[গ] ৪৫-৫০ সপ্তাহ
[ঘ] ৫৫-৬০ সপ্তাহ
সঠিক উত্তর: [খ]

৪৪. স্ত্রী যৌন হরমোনগুলো হলো -
i. টেস্টোস্টেরন
ii. ইস্ট্রোজেন
iii. প্রোজেস্টেরন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [খ]

৪৫. রজঃস্রাব শুরুর ঘটনাকে কী বলে?
[ক] পেলভিস
[খ] মেনার্কি
[গ] স্ট্রেচ
[ঘ] সঙ্গম
সঠিক উত্তর: [খ]

৪৬. ডিম্বাণু কোথায় পরিস্ফুটিত হয়?
[ক] ভ্রূণে
[খ] ডিম্বাশয়ে
[গ] শুক্রাশয়ে
[ঘ] জরায়ুতে
সঠিক উত্তর: [খ]

৪৭. বর্তমান বিশ্বে কতজন টেস্টটিউব বেবি রয়েছে?
[ক] ২০ লক্ষ
[খ] ৫০ লক্ষ
[গ] ৭০ লক্ষ
[ঘ] ৮০ লক্ষ
সঠিক উত্তর: [খ]

৪৮. গ্যাস্ট্রলেশন পর্যায়ে কোষগুলোর মাইগ্রেশনের কারণে ভ্রূণের কয়টি স্তর সৃষ্টি হয়?
[ক] ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫
সঠিক উত্তর: [খ]

৪৯. কোনটির রূপান্তরিত রূপ শুক্রাণু?
[ক] প্রাইমারি স্পার্মাটোজেনেসিস
[খ] সেকেন্ডারি স্পার্মাটোসাইট
[গ] স্পার্মাটিড
[ঘ] প্রাইমারি উওসাইট
সঠিক উত্তর: [গ]

৫০. কয়দিন পর্যন্ত রজঃস্রাব চলে?
[ক] ১-২ দিন
[খ] ৪-৫ দিন
[গ] ৮-৯ দিন
[ঘ] ১৫-১৬ দিন
সঠিক উত্তর: [খ]

৫১. পুরুষের যোনাকাঙ্ক্ষার অনুপস্থিতি ও পৌরষত্বের প্রকাশহীনতাকে কী বরে?
[ক] মনোপজ
[খ] অ্যান্ড্রোপজ
[গ] অ্যাথেরোস্ক্লেরোসিস
[ঘ] ক্যান্সার
সঠিক উত্তর: [খ]

৫২. ভাস ডিফারেন্স এর অপর নাম কী?
[ক] শুক্রাশয়
[খ] শুক্রনালি
[গ] ক্ষেপণ নালি
[ঘ] মূত্রনালি
সঠিক উত্তর: [খ]

৫৩. সবুজ ১৫ বছর বয়সি কিশোর। তার পরিবারের সদস্যরা তার এই বয়সে যেসব পরিবর্তন দেখতে পায় তা হলো -
i. গলার স্বর গম্ভীর হওয়া
ii. বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ সৃষ্টি হওয়া
iii. পেশি বলিষ্ঠ ও শক্তিশালি হওয়া

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [ঘ]

৫৪. গনোরিয়া রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া কোনটি?
[ক] Treponema pallidum
[খ] Neisseria gonoirhoeae
[গ] Typhonium sp
[ঘ] Saccharum sp
সঠিক উত্তর: [খ]

৫৫. ব্যাকটেরিয়াজনিত যৌনবাহিত রোগ হলো -
i. AIDS
ii. সিফিলিস
iii. গনোরিয়া

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [খ]

৫৬. ফেলোপিয়ান নালির স্ফীত অংশ কোনটি?
[ক] ইনফান্ডিবুলাম
[খ] অ্যাম্পুলা
[গ] ইসথমাস
[ঘ] পেরিটোনিয়াম
সঠিক উত্তর: [খ]

৫৭. নিচের কোনটি ব্লাস্টোমিয়ারের স্তর?
[ক] মরুলা
[খ] ক্লিভেজ
[গ] ব্লাস্টোসিস্ট
[ঘ] ট্রফোব্লাস্ট
সঠিক উত্তর: [ঘ]

৫৮. শুক্রাণু ও ডিম্বাণুর মিলনের ফলে কোনটি তৈরি হয়?
[ক] জনন গ্রন্থি
[খ] জাইগোট
[গ] ডিম্বাশয়
[ঘ] জরায়ু
সঠিক উত্তর: [খ]

৫৯. মরুলার মাইক্রোমিয়ার বিশিষ্ট প্রান্তকে কী বলে?
[ক] অ্যানিমেল পোল
[খ] ভেজিটটিভ পোল
[গ] ব্লাস্টোপোর
[ঘ] ব্লাস্টোসিসস্ট পোল
সঠিক উত্তর: [ক]

৬০. ডিম্বাণুকে নিষিক্ত করতে কতগুলো শুক্রাণুর প্রয়োজন হয়?
[ক] ১টি
[খ] ২টি
[গ] ৩টি
[ঘ] ৪টি
সঠিক উত্তর: [ক]

৬১. পুরুষের প্রধান হরমোন কোনটি?
[ক] এস্ট্রোজেন
[খ] অ্যান্ড্রোজেন
[গ] টেস্টোস্টেরন
[ঘ] গোনাডোট্রাফিক
সঠিক উত্তর: [গ]

৬২. অঙ্গহানীর জন্য দায়ী কারণগুলোকে কী বলা হয়?
[ক] ট্রাইসোমি
[খ] সেক্স লিংকড ব্যাধি
[গ] টেরাটোজেন
[ঘ] জিনগত সমস্যা
সঠিক উত্তর: [গ]

৬৩. যৌন মিলনের ফলে ডিম্বপাতের পর-
i. শুক্রাণু থেকে অ্যান্ড্রোগ্যামোন ক্ষরিত হয়
ii. ডিম্বাণু থেকে গাইনোগ্যামোন ক্ষরিত হয়
iii. ফার্টিলাইজিন ও অ্যান্টিফার্টিলাইজিনের কারণে শুক্রাণু ও ডিম্বাণু আবদ্ধ হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [ঘ]

HSC জীববিজ্ঞান ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর অধ্যায়-০৯

৬৪. লেবিয়া মেজোরার উপরে অবস্থিত মাংসপিন্ড হলো -
[ক] ভগাঙ্কুর
[খ] লেবিয়া মাইনোরা
[গ] রূগী
[ঘ] হাইসে
সঠিক উত্তর: [ক]

৬৫. ফলিকল কোষ হতে ক্ষরিত হরমোন কোনটি?
[ক] ইস্ট্রোজেন
[খ] প্রোজেস্টেরন
[গ] গোনাডোট্রাফিক
[ঘ] পিটুইটারি
সঠিক উত্তর: [ক]

৬৬. কত সালে সিফিলিস রোগের জীবাণুটি আবিষ্কৃত হয়?
[ক] ১৯০০
[খ] ১৯০৫
[গ] ১৯১০
[ঘ] ১৯১৫
সঠিক উত্তর: [খ]

৬৭. FSH একটি -
[ক] এনজাইম
[খ] হরমোন
[গ] জৈব এসিড
[ঘ] এসিড
সঠিক উত্তর: [খ]

৬৮. কত ভাগ লোক ডিম্বপাতে ব্যর্থতাজনিত রোগ ভুগে?
[ক] ১০%
[খ] ২০%
[গ] ৩০%
[ঘ] ৪০%
সঠিক উত্তর: [ক]

৬৯. মানুষের শুক্রাণুর অ্যাক্রোসোম থেকে যে এনজাইম ক্ষরিত হয় তার নাম কী?
[ক] প্রোটিয়েজ
[খ] হায়ালুরোডিনেজ
[গ] অ্যানহাইড্রেজ
[ঘ] জিলাইটিনেজ
সঠিক উত্তর: [খ]

৭০. ডিম্বাশয়ের কোন স্থান হতে প্রোজেস্টেরন এর উৎপত্তি ঘটে?
[ক] কর্পাস ল্যুটিয়াম
[খ] মথ পিউবিস
[গ] ক্লাইটোরিস
[ঘ] লেবিয়া মেজরা
সঠিক উত্তর: [ক]

৭১. উন্নত দেশে কাচের টিউবে গর্ভধারণকে সফল করার জন্য প্রয়োগ করা হচ্ছে-
i. ভ্যাসেকটমি
ii. আকুপাংচার
iii. হিপনোথেরাপি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও ii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [গ]

৭২. কুমারীদের যোনিপথ অবরোধকারী পর্দার নাম কী?
[ক] রূগী
[খ] লেবিয়া মেজরা
[গ] হাইমেন
[ঘ] মন্স পিউবিস
সঠিক উত্তর: [গ]

৭৩. ভ্রুণের বিকাশ ও শক্তির জন্য প্রয়োজন কী?
[ক] স্টার্চ
[খ] লিপিড
[গ] গ্লুকোজ
[ঘ] স্টেরয়েড
সঠিক উত্তর: [গ]

৭৪. ডিম্বাণু নিষিক্ত না হলে স্ত্রী যৌন চক্রের ২৬ তম দিনে চুপসে যায় কোনটি?
[ক] মিউকাস
[খ] কর্পাস লুটিয়াম
[গ] এন্ডোমেট্রিয়াম
[ঘ] হরমোন
সঠিক উত্তর: [খ]

৭৫. মিজান এর গনোরিয়া রোগ হয়েছে। এর ফলে তার-
i. শিশ্নের মাথা চুলকায় ও লাল হয়ে ওঠে
ii. প্রসাবের সময় জ্বালা যন্ত্রণা হয়
iii. মলত্যাগের সময় পায়ুর ব্যথা বৃদ্ধি পায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [ঘ]

৭৬. জরায়ুতে টিউমার বা সিস্ট থাকলে সে জরায়ুকে কী ধরনের জরায়ু বলে?
[ক] হাইপোপ্লাষ্টিক
[খ] ফাইব্রয়েড
[গ] সিস্টিক
[ঘ] মায়োটোমিক
সঠিক উত্তর: [খ]

৭৭. বহিঃযৌনাঙ্গের অন্তর্ভুক্ত কোনটি?
[ক] ক্ষেপণনালি
[খ] মূত্রনালি
[গ] স্ক্রোটাম
[ঘ] প্রোস্টেট গ্রন্থি
সঠিক উত্তর: [গ]

৭৮. কোন বয়সে নারীদের প্রজনন অক্ষমতা দেখা দেয়?
[ক] ২০ বছরে
[খ] ২৩ বছরে
[গ] ৩০ বছরে
[ঘ] ৪০ বছরে
সঠিক উত্তর: [ঘ]

৭৯. ব্লাস্টুলা থেকে গ্য্যাস্টুলা গঠন করার পদ্ধতিকে কী বলে?
[ক] ব্লাস্টুলেশন
[খ] গ্যাস্টুলেশন
[গ] মাইগ্রেশন
[ঘ] আর্কেন্টেরন
সঠিক উত্তর: [ঘ]

৮০. প্রায় কত ধরনের ফিটাল অস্বাভাবিকতা দেখা যায়?
[ক] ১০০০
[খ] ২০০০
[গ] ৩০০০
[ঘ] ৪০০০
সঠিক উত্তর: [ঘ]

৮১. গনোরিয়ায় পুরুষের কোন অংশটি আক্রান্ত হলে ব্যথাযুক্ত রক্তবীর্যপাত হয়?
[ক] শুক্রাশয়
[খ] প্রোস্টেট গ্রন্থি
[গ] কাউপার গ্রন্থি
[ঘ] সেমিনাল ভেসিকল
সঠিক উত্তর: [ঘ]

৮২. স্ত্রীর বন্ধ্যাকরণ পদ্ধতির কী নামে পরিচিত?
[ক] ভ্যাসেকটমি
[খ] টিউবেকটমি
[গ] নিরেকটমি
[ঘ] ওভারেকটমি
সঠিক উত্তর: [খ]

৮৩. ভ্রূণের মাঝের স্তর থেকে সৃষ্ট হাইপোমিয়ার পরিণত হয়ে-
i. সংবেদি অঙ্গ গঠন করে
ii. হৃদপেশি গঠন করে
iii. উপাঙ্কিক কঙ্কাল গঠন করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [গ]

৮৪. গর্ভনিরোধের প্রাচীনতম পদ্ধতি কোনটি?
[ক] বীর্ষ বহির্গমন
[খ] নিরাপদকাল অনুসরণ
[গ] যান্ত্রিক উপায়
[ঘ] রাসায়নিক পদ্ধতি
সঠিক উত্তর: [ক]

৮৫. শ্বসনতন্ত্রের আবির্ভাব ঘটে কোন স্তরে?
[ক] এন্ডোক্রাইন
[খ] হাইপোমেয়ার
[গ] এপিমেয়ার
[ঘ] মেসোমেয়ার
সঠিক উত্তর: [ক]

৮৬. পুরুষদের প্রধান যৌন হরমোন কোনটি?
[ক] টেস্টোস্টেরন
[খ] ডাই হাইড্রোটেস্টোস্টেরন
[গ] অ্যানড্রেস্ট্রো-৪ এই-৩, ১৭ ডায়োন
[ঘ] ইস্ট্রোজেন
সঠিক উত্তর: [ক]

৮৭. শুক্রাশয়ের ইন্টারস্টিশিয়াল কোষ হতে কয় ধরনের হরমোন ক্ষরিত হয়?
[ক] ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫
সঠিক উত্তর: [খ]

৮৮. মেয়েদের প্রজনন ক্ষমতার সূচনা ঘটায় কোনটি?
[ক] যোনি
[খ] ডিম্বাশয়
[গ] রজঃচক্র
[ঘ] স্ক্রোটাম
সঠিক উত্তর: [গ]

৮৯. মেয়েদের প্রথম রজঃচক্রকে কী বলা হয়?
[ক] থেলারচি
[খ] পিউবারচি
[গ] মেনারচি
[ঘ] হরমোন
সঠিক উত্তর: [গ]

৯০. ডিম্বাণুর সাইটোপ্লাজমের নাম কী?
[ক] জোনা পেলুসিডা
[খ] করেনা রেডিয়েটা
[গ] উওপ্লাজম
[ঘ] প্রোটোপ্লাজম
সঠিক উত্তর: [গ]

উদ্দীপকটি পড়ো এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও:
নেহা অনেক দিন ধরে রাতে খুব ঘামছে, কয়েক সপ্তাহ ধরে 380 সে. বা তার ওপরে জ্বর থাকছে ও দীর্ঘদিন যাবত ডায়রিয়ায় ভুগছে। এছাড়া ইদানিং সে সবকিছু অস্পষ্ট দেখতে শুরু করেছে ও তীব্র অবসাদ অনুভব করছে।

৯১. নেহার যে রোগ হয়েছে তার জন্য দ্বায়ী কোনটি?
[ক] ব্যাকটেরিয়া
[খ] ভাইরাস
[গ] প্রোটোজোয়া
[ঘ] ছত্রাক
সঠিক উত্তর: [খ]

৯২. নেহার রোগটি হতো না, যদি সে-
i. নিরাপদ যৌন আচরণ করতো
ii. রক্ত গ্রহণের পূর্বে উক্ত রোগের জীবাণু পরীক্ষা করে নিতো
iii. ইনজেকশন নেবার সময় প্রতিবার নতুন সূঁচ ব্যবহার করতো

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [ঘ]


No comments:

Post a Comment