G

HSC সমাজবিজ্ঞান ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর সকল বোর্ড ৩ pdf download

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Sociology 2nd Paper mcq question and answer pdf download.

সকল বোর্ড ৩
সমাজবিজ্ঞান
২য় পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
[বিষয় কোড : ১১৮]
সময়: ৩০ মিনিট               পূর্ণমান: ৩০
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]

HSC Sociology 2nd Paper
Board Question Solution
MCQ
Question and Answer pdf download

১. নবোপলীয় যুগের সূচনা হয় কত খ্রিষ্টপূর্বে?
[ক] ৪,০০০ অব্দে
[খ] ৫,০০০ অব্দে
[গ] ৬,০০০ অব্দে
[ঘ] ৭,০০০ অব্দে
উত্তর: [ঘ] ৭,০০০ অব্দে

২. বাংলাদেশের সংস্কৃতির বিদ্যমান রূপ হলো-
i. গ্রামীণ সংস্কৃতি
ii. বস্তুগত সংস্কৃতি ও অবস্তুগত সংস্কৃতি
iii. নগর সংস্কৃতি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [খ] i ও iii

৩. ‘আচ্ছিক’ ও ‘লামদানী’ নামে গোত্র দুটি যে নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত-
[ক] চাকমা
[খ] রাখাইন
[গ] গারো
[ঘ] মনিপুরী
উত্তর: [গ] গারো

⬔ নিচের উদ্দীপকটি পড়ে ৪ ও ৫নং প্রশ্নের উত্তর দাও:
১ বছর বয়সী ছবির বাবা সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করলে ছবির মা ছবির চাচাকে বিয়ে করেন।

৪. উদ্দীপকে ছবির মায়ের বিবাহ রীতিকে কী বলে?
[ক] অন্তর্বিবাহ
[খ] বহির্বিবাহ
[গ] সরোরেট
[ঘ] লেভিরেট
উত্তর: [ঘ] লেভিরেট

৫. উক্ত বিবাহের কারণ হলো-
i. সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য
ii. সন্তান-সন্ততি লালন-পালনের জন্য
iii. সুন্দরী রমণীর লালসার শিকার

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক] i ও ii

৬. পাহাড়পুরে আবিষ্কৃত বেশিরভাগ মুদ্রাই-
[ক] অষ্টম শতাব্দীর
[খ] ত্রয়োদশ শতাব্দীর
[গ] পঞ্চাদশ শতাব্দীর
[ঘ] ষোড়শ শতাব্দীর
উত্তর: [ঘ] ষোড়শ শতাব্দীর

৭. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে জন্মগ্রহণ করেন?
[ক] ১৯১৬ সালে
[খ] ১৯১৮ সালে
[গ] ১৯২০ সালে
[ঘ] ১৯২৩ সালে
উত্তর: [গ] ১৯২০ সালে

৮. বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?
[ক] স্যার ফজলে হাসান আবেদ
[খ] শফিকুল ইসলাম
[গ] ড. হোসনে আরা
[ঘ] ড. আখতার হামিদ খান
উত্তর: [ঘ] ড. আখতার হামিদ খান

৯. বাংলাদেশের সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তার উপযুক্ত কারণ হলো-
i. বাংলাদেশের সমাজ, সভ্যতা ও সংস্কৃতি সম্পর্কে জানার জন্য
ii. বাংলাদেশের পরিবার, বিবাহ ও সামাজিক সমস্যা সম্পর্কে জানার জন্য
iii. বাংলাদেশের অতীত ইতিহাস সম্পর্কে জানার জন্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক] i ও ii

১০. ‘আমার কাছে উন্নয়ন মানে হচ্ছে দেশের অধিকাংশ মানুষের আয় অথবা সম্পদ বৃদ্ধির প্রক্রিয়া’- উক্তিটি কার?
[ক] এডাম স্মিথ
[খ] ড. মুহাম্মদ ইউনূস
[গ] কার্ল মার্কস
[ঘ] ডাডলি সিয়ার্স
উত্তর: [খ] ড. মুহাম্মদ ইউনূস

⬔ নিচের উদ্দীপকটি পড় এবং ১১ ও ১২নং প্রশ্নের উত্তর দাও:
শীতের ছুটিতে অপু তার বন্ধু-বান্ধবীর সাথে কুমিল্লার একটি পাহাড়ি অঞ্চলে বেড়াতে যায়। সেখানে খ্রিষ্টীয় অষ্টম শতাব্দী পর্যন্ত বৌদ্ধ সংস্কৃতি ও সভ্যতার বিকাশ ঘটেছিল।

১১. উদ্দীপকে অপুর বেড়াতে যাওয়া সভ্যতাটি পাঠ্যপুস্তকের কোন সভ্যতাকে ইঙ্গিত করে?
[ক] মহাস্থানগড়
[খ] উয়ারী বটেশ্বর
[গ] পাহাড়পুর
[ঘ] ময়নামতি
উত্তর: [ঘ] ময়নামতি

১২. উক্ত সভ্যতাটির ঐতিহাসিক গুরুত্ব হলো-
i. এ যুগের সমাজ ও সংস্কৃতি ছিল প্রধানত ধর্ম দ্বারা প্রভাবিত
ii. ধ্বংসাবশেষ-এ মন্দির ও বিহারই বেশি ছিল
iii. স্থানীয় নৃপতিরা মন্দির তৈরিতে অবদান রেখেছিল

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii

১৩. Culture শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন কে?
[ক] জোনস
[খ] ই.বি.টেইলর
[গ] ম্যাকাইভার
[ঘ] ফ্রান্সিস বেকন
উত্তর: [ঘ] ফ্রান্সিস বেকন

১৪. গ্রাম ও শহরের স্তরবিন্যাসের ক্ষেত্রে যে উপাদানগুলো অপরিহার্য-
i. পেশা ও শ্রম
ii. ভূমি ও বংশ মর্যাদা
iii. ক্ষমতা ও মর্যাদা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [খ] i ও iii

১৫. খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?
[ক] রাজা
[খ] হেডম্যান
[গ] মন্ত্রী
[ঘ] কারবারী
উত্তর: [গ] মন্ত্রী

HSC সমাজবিজ্ঞান ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর (সকল বোর্ড ২০১৭)

⬔ নিচের উদ্দীপকটি পড় এবং ১৬ ও ১৭নং প্রশ্নের উত্তর দাও:
জেবুন নেছার বয়স ৬৫ বছর। এ বৃদ্ধ বয়সে পাশে কেউ নেই। ছেলে-মেয়ে নাতী-নাতনী সবাই বিদেশে। তবে প্রতিদিন জেবুন নেছার সাথে মোবাইলে ভিডিও কলের মাধ্যমে ছেলে- মেয়ে, নাতী-নাতনীর সাথে কথা হয়।

১৬. উদ্দীপকে বাংলাদেশের সমকালীন সমাজ কীরৃপ পরিবর্তনের ইঙ্গিত রয়েছে?
[ক] সামাজিক পরিবর্তন
[খ] মনস্তাত্ত্বিক পরিবর্তন
[গ] প্রযুক্তিগত পরিবর্তন
[ঘ] ধর্মীয় পরিবর্তন
উত্তর: [গ] প্রযুক্তিগত পরিবর্তন

১৭. উক্ত পরিবর্তনের ফলে-
i. যোগাযোগ সহজতর হয়েছে
ii. কৃষিক্ষেত্রে পরিবর্তন হয়েছে
iii. শিল্পের প্রসার বৃদ্ধি পেয়েছে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii

১৮. ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?
[ক] ১৬৭
[খ] ১৮৮
[গ] ২৭৮
[ঘ] ২৮৮
উত্তর: [ঘ] ২৮৮

১৯. নব্য প্রস্তর যুগের বৈশিষ্ট্য হলো-
i. পর্যাপ্ত খাদ্য উৎপাদন ব্যবস্থা
ii. আগুনের বহুমুখী ব্যবহার
iii. বিনিময় প্রথার উদ্ভব

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii

২০. ‘আকবরনামা’ গ্রন্থের লেখক কে?
[ক] আল-বেরুনী
[খ] সম্রাট আকবর
[গ] আবুল ফজল
[ঘ] রাজা রামমোহন রায়
উত্তর: [গ] আবুল ফজল

২১. ‘অপারেশন সার্চলাইট’ হলো-
[ক] নিরস্ত্র নিরীহ পাকিস্তানিদের ওপর হামলা
[খ] নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
[গ] পাকিস্তানি শাসকগোষ্ঠীর অপারেশন
[ঘ] বাঙালি ও পাকিস্তানিদের যুদ্ধ
উত্তর: [গ] পাকিস্তানি শাসকগোষ্ঠীর অপারেশন

২২. গ্রামীণ সমাজে ঐতিহ্য ও ঐক্য পরিলক্ষিত হয়-
[ক] জ্ঞাতি সম্পর্কের জন্য
[খ] সহানুভূতির জন্য
[গ] সহজ-সরল মানুষের জন্য
[ঘ] যৌথ পরিবারের জন্য
উত্তর: [ক] জ্ঞাতি সম্পর্কের জন্য

⬔ নিচের উদ্দীপকটি পড়ে ২৩ ও ২৪নং প্রশ্নের উত্তর দাও:
বাসু সরেন সবসময় মঙ্গলের জন্য সূর্যকে পূজা করেন। তার মতে বিশ্বব্রহ্মান্ডের সৃষ্টিকর্তা হলো ঠাকুর জিও আর জাগতিক দেবতা মারাংবুরু।

২৩. উদ্দীপকে বাসু সরেন কোন নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত?
[ক] চাকমা
[খ] সাঁওতাল
[গ] গারো
[ঘ] মারমা
উত্তর: [খ] সাঁওতাল

২৪. উক্ত নৃগোষ্ঠী অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করে মৃতদেহ আগুনে পুড়ায়, কারণ-
i. স্বর্গ-নরকের প্রতি বিশ্বাস
ii. আত্মার শান্তির জন্য
iii. সামাজিক রীতিনীতির জন্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক] i ও ii

২৫. Unemployment এর বাংলা প্রতিশব্দ কী?
[ক] বেকারত্ব
[খ] বেকার সমস্যা
[গ] নিরক্ষরতা
[ঘ] অজ্ঞতা
উত্তর: [ক] বেকারত্ব

২৬. যে প্রক্রিয়ায় একটি লক্ষ্যে সমগ্র পৃথিবীকে একই পরিবারভুক্ত করে-
[ক] শিল্পায়ন
[খ] নগরায়ণ
[গ] বিশ্বায়ন
[ঘ] তথ্যপ্রযুক্তি
উত্তর: [গ] বিশ্বায়ন

২৭. বর্তমানে মাদকাসক্তি কীরূপ সমস্যা হিসেবে পরিগণিত?
[ক] আন্তর্জাতিক
[খ] জাতীয়
[গ] আঞ্চলিক
[ঘ] স্থানীয়
উত্তর: [ক] আন্তর্জাতিক

২৮. নৃবিজ্ঞানী লুইস হেনরী মর্গানের মতে জ্ঞাতি সম্পর্ক কত প্রকার?
[ক] দুই প্রকার
[খ] তিন প্রকার
[গ] চার প্রকার
[ঘ] পাঁচ প্রকার
উত্তর: [ক] দুই প্রকার

২৯. বাংলাদেশের সামাজিক উন্নয়নের মূল ধাপ হলো-
[ক] দেশের জনগণের উন্নয়ন
[খ] বেসরকারি সংস্থার উন্নয়ন
[গ] অবকাঠামোগত উন্নয়ন
[ঘ] কারিগরি শিক্ষার উন্নয়ন
উত্তর: [গ] অবকাঠামোগত উন্নয়ন

৩০. বাংলাদেশের শহর ক্ষমতা কাঠামোর অন্যতম প্রকৃতি কোনটি?
[ক] সম্পত্তি
[খ] শিক্ষা
[গ] পেশা
[ঘ] জেন্ডার
উত্তর: [খ] শিক্ষা

No comments:

Post a Comment