G

HSC অর্থনীতি ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ১

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC economics 1st paper mcq question and answer. HSC economic 1st paper mcq question pdf download. hsc economics 1st paper guide pdf.

উচ্চ মাধ্যমিক
অর্থনীতি
প্রথম পত্র

বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-১

HSC Economics 1st Paper
 MCQ 
question and answer pdf download.

১. মানুষ কেন অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হয়?
[ক] অভাবের তুলনায় সম্পদ বেশি থাকায়
✅ অভাবের তুলনায় সম্পদ কম থাকায়
[গ] সম্পদ সীমিত কিন্তু অভাব সসীম
[ঘ] অভাব সীমিত কিন্তু সম্পদ অসীম পড়ে

২. কীসের জন্য মানুষ তার সকল অভাব একসাথে পূরণে সমস্যায় পড়ে?
✅ সম্পদের স্বল্পতার জন্য
[খ] অভাবের তীব্রতার জন্য
[গ] তুলনামূলক গুরুত্বের কারণে
[ঘ] সমন্বয় সাধনের কারণে

৩. অসীম অভাব এবং সম্পদের দুষ্প্রাপ্যতার ভিত্তিতে মানবজীবনে কোন সমস্যার সূত্রপাত ঘটে?
[ক] পারিবারিক সমস্যার
[খ] ব্যক্তিগত সমস্যার
✅ মৌলিক অর্থনৈতিক সমস্যার
[ঘ] সামাজিক সমস্যার

৮. অসীম অভাব পূরণের জন্য সম্পদের পরিমাণ কেমন?
[ক] অসীম
[খ] অধিক
[গ] প্রচুর
✅ সীমিত

৫. কোনটি মানবজীবনের মূল অর্থনৈতিক সমস্যা?
✅ সম্পদের দুষ্প্রাপ্যতা
[খ] অসীম অভাব
[গ] অসীম সম্পদ
[ঘ] সীমিত অভাব

৬. অধ্যাপক রবিন্সের অর্থনীতির সংজ্ঞা থেকে মানবজীবনের কয়টি অর্থনৈতিক সমস্যার ধারণা পাওয়া যায়?
[ক] দুইটি
✅ তিনটি
[গ] চারটি
[ঘ] পাঁচটি

৭. অর্থনীতিতে সর্বপ্রথম 'দুষ্প্রাপ্যতা' ধারণাটির ব্যবহার করেন কে?
[ক] পল এ. স্যামুয়েলসন
✅ এল. রবিন্স
[গ] অ্যাডাম স্মিথ
[ঘ] আলফ্রেড মার্শাল

৮. মানুষের জীবনে অভাব ও আকাঙ্ক্ষার ধরন কেমন?
✅ অসীম
[খ] সসীম
[গ] নগণ্য
[ঘ] স্থির

৯. অর্থনীতিকে কল্যাণের বিজ্ঞান হিসেবে অভিহিত করেছেন কে?
[ক] এডাম স্মিথ
[খ] পল এ. স্যামুয়েলসন
✅ অধ্যাপক মার্শাল
[ঘ] কার্ল মেনজার

১০. শরীফ অন্ন, বস্ত্র, বাসস্থানের চাহিদা ঠিকমতো পূরণ করতে পারছে না। এটি কোন ধরনের চাহিদাকে নির্দেশ করে?
✅ মৌলিক মানবিক চাহিদা
[খ] গৌণ মানবিক চাহিদা
[গ] অমৌলিক চাহিদা
[ঘ] বিলাস জাতীয় চাহিদা

১১. মৌলিক অর্থনৈতিক সমস্যার প্রকৃতি হয়ে থাকে-
i. দুষ্প্রাপ্যতা
ii. সম্পদের বিকল্প ব্যবহার
iii. নির্বাচন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১২. প্রয়োজনীয় দ্রব্যের অভাবকে ভাগ করা যায়-
i. জীবনধারণের জন্য
ii. অভ্যাসজনিত কারণে
iii. বিলাসের জন্য

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১৩ ও ১৪ নং প্রশ্নের উত্তর দাও।
তানিয়া দরিদ্র পরিবারের সন্তান। সে টাকার অভাবে অনেক সময় না খেয়ে থাকে। না খেয়ে থাকাতে তার শরীরে বিভিন্ন রোগ-ব্যাধি বাসা বাঁধতে শুরু করেছে। বর্তমান বিশ্বে তানিয়ার মতো অনেক শিশু প্রায়ই না খেয়ে থাকে।

১৩. অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে তানিয়ার খাবারের চাহিদাকে কী বলা যায়?
[ক] নির্বাচন
✅ অভাব
[গ] দুষ্প্রাপ্যতা
[ঘ] বণ্টন

১৪. তানিয়ার মতো শিশুদের না খেয়ে থাকার জন্য প্রধানত দায়ী-
i. সম্পদের দুষ্প্রাপ্যতা
ii. অসীম অভাব
iii. শিশুদের প্রতি অবহেলা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৫. অভাবের তুলনায় সম্পদের সীমাবদ্ধতাকে কী বলে?
✅ দুষ্প্রাপ্যতা
[খ] নির্বাচন
[গ] যোগান
[ঘ] চাহিদা

১৬. মৌলিক অর্থনীতিতে সমস্যার প্রকৃতি বিশ্লেষণে কে প্রথম অবদান রাখেন?
✅ স্যামুয়েলসন
[খ] কেইনস
[গ] অ্যাডাম স্মিথ
[ঘ] মার্শাল

১৭. চাহিদার তুলনায় সম্পদের যোগানের ঘাটতিই হলো-
✅ দুষ্প্রাপ্যতাক. নির্বাচন
[গ] অর্থনৈতিক ব্যবস্থা
[ঘ] অর্থনৈতিক সমস্যা

১৮. অর্থনীতিকে 'সম্পদের বিজ্ঞান' বলে অভিহিত করেছেন কোন অর্থনীতিবিদ?
✅ অ্যাডাম স্মিথ
[খ] এল. রবিন্স
[গ] আলফ্রেড মার্শাল
[ঘ] পি. এ. স্যামুয়েলসন

১৯. মানবজীবনে প্রয়োজনের তুলনায় সম্পদের স্বল্পতাকে কী বলে?
[ক] সম্পদের ঘাটতি
[খ] সীমাহীন চাহিদা
[গ] সীমাহীন অভাব
✅ সম্পদের দুষ্প্রাপ্যতা

২০. অর্থনৈতিক সমস্যার প্রধান কারণ কোনটি?
[ক] সসীম অভাব
[খ] সীমিত উৎপাদন
[গ] সঠিক নির্বাচন
✅ সীমিত সম্পদ

২১. সম্পদের দক্ষ ব্যবহারের জন্য অভাবের অগ্রাধিকার বাছাইয়ের প্রক্রিয়াটি হলো-
[ক] দুষ্প্রাপ্যতা
✅ নির্বাচন
[গ] উৎপাদন
[ঘ] মৌলিক সমস্যা

২২. অসংখ্য অভাব থেকে গুরুত্ব অনুসারে কিছু অভাব বাছাই করাকে কী বলে?
[ক] দুষ্প্রাপ্যতা
✅ নির্বাচন
[গ] উৎপাদন
[ঘ] মৌলিক সমস্যা

২৩. অর্থনীতিতে 'নির্বাচন প্রয়োজনীয়, কারণ-
i. অভাব অসীম কিন্তু সম্পদ সীমিত
ii. সকল অভাব সমান গুরুত্বপূর্ণ
iii. সম্পদের বিকল্প ও দক্ষ ব্যবহার সম্ভব

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৪. অর্থনৈতিক সমস্যা হচ্ছে-
i. উৎপাদন, বণ্টন ও ভোগ
ii. দুটি উৎপন্ন দ্রব্যের সম্ভাব্য সংমিশ্রণ
iii. উৎপাদন কৌশল নির্বাচন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৫. অধ্যাপক এল. রবিন্সের সংজ্ঞা বিশ্লেষণ করলে পাওয়া যায়-
i. অসীম অভাব
ii. সীমিত সম্পদ
iii. সম্পদের পূর্ণ ব্যবহার

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৬. 'মানুষ বাছাই করতে বাধ্য হয় বলে অর্থনৈতিক সমস্যা দেখা দেয়' - উক্তিটি কার?
✅ বেনহাম
[খ] কেইন্স
[গ] মার্শাল
[ঘ] রিকার্ডো

২৭. অর্থনীতিকে 'সম্পদের বিজ্ঞান' বলে অভিহিত করেছেন কোন অর্থনীতিবিদ?
[ক] এল. রবিন্স
[খ] মার্শাল
✅ অ্যাডাম স্মিথ
[ঘ] স্যামুয়েলসন

২৮. আধুনিক অর্থনীতির জনক কাকে বলা হয়?
[ক] এডাম স্মিথ
[খ] মার্শাল
✅ পি. এ. স্যামুয়েলসন
[ঘ] ডেভিড রিকার্ডো

২৯. মানবজীবনে অর্থনৈতিক সমস্যার মূলে রয়েছে কোনটি?
[ক] সম্পদের প্রাচুর্যতা
[খ] সম্পদের বাহ্যিকতা
[গ] সম্পদের হস্তান্তরযোগ্যতা
✅ সম্পদের সীমাবদ্ধতা

hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC অর্থনীতি MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি অর্থনীতি নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক অর্থনীতি বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৩০. মানবজীবনে অসীম অভাব সমস্যাটি সমাধানের জন্য প্রয়োজন হলো-
i. সম্পদের উৎপাদন বৃদ্ধি
ii. গুরুত্ব অনুযায়ী অভাবের নির্বাচন
iii. সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৩১. অর্থনীতিকে 'স্বল্পতার বিজ্ঞান' (science of scarcity) হিসেবে ব্যাখ্যা দিয়েছেন কে?
[ক] অ্যাডাম স্মিথ
[খ] পল এ. স্যামুয়েলসন
[গ] অধ্যাপক মার্শাল
✅ এল. রবিন্স

৩২. 'An Eassy on the Nature and Significance of Economic Science' গ্রন্থটি কত সালে প্রকাশিত?
✅ ১৯৩২
[খ] ১৯৩৪
[গ] ১৯৩৫
[ঘ] ১৯৪৮

৩৩. কোনটি অনুসারে মানুষ অসংখ্য অভাব থেকে তার অভাবগুলোকে নির্বাচন করে?
[ক] যোগান
[খ] চাহিদা
✅ গুরুত্ব
[ঘ] আকাঙ্ক্ষা

৩৪. ব্যক্তিগত বা জাতীয় জীবনে কী থেকে সকল অর্থনৈতিক কর্মকান্ড-র উৎপত্তি?
✅ সম্পদের দুষ্প্রাপ্যতা থেকে
[খ] অর্থনৈতিক সমস্যা থেকে
[গ] নির্বাচন সমস্যা থেকে
[ঘ] অফুরন্ত সম্পদ থেকে

৩৫. অসীম অভাব এবং দুষ্প্রাপ্যতার মধ্যে সমন্বয় সাধনকে কী বলে?
[ক] বণ্টন
✅ নির্বাচন
[গ] ভোগ
[ঘ] উৎপাদন

৩৬. কীসের প্রেক্ষিতে অর্থনীতিবিদ এল. রবিন্স অর্থনীতিকে স্বল্পতার বিজ্ঞান বলে অভিহিত করেন?
✅ দুষ্প্রাপ্যতা
[খ] অসীম অভাব
[গ] নির্বান
[ঘ] সম্পদের প্রাচুর্যতা

৩৭. সম্পদের দুষ্প্রাপ্যতা থেকে কোন সমস্যাটির উদ্ভব হয়?
[ক] বণ্টন
✅ নির্বাচন
[গ] ভোগ
[ঘ] উৎপাদন

৩৮. দুষ্প্রাপ্যতা বলতে মূলত সম্পদের কোনটিকে বোঝায়?
[ক] অবাধলভ্যতাকে
[খ] নির্দিষ্ট পরিমাণকে
✅ অপ্রতুলতাকে
[ঘ] প্রচুরতাকে

৩৯. কোন দ্রব্যের ক্ষেত্রে দুষ্প্রাপ্যতার ধারণা কার্যকর হয় না?
✅ মুক্ত
[খ] অর্থনৈতিক
[গ] বিলাসজাত
[ঘ] মধ্যবর্তী

৪০. 'মানুষ যে সকল পণ্যসামগ্রী চায় তার যোগানের সীমাবদ্ধতাই হলো দুষ্প্রাপ্যতা'- কে বলেছেন?
[ক] বেনহাম
[খ] রবিন্স
✅ স্যামুয়েলসন
[ঘ] লিপসি

৪১. অর্থনীতিকে 'প্রশাসনিক বিজ্ঞান' বলে অভিহিত করেন- কোন অর্থনীতিবিদ?
[ক] L. Robbins
[খ] Adam Smith
✅ Oskar Lange
[ঘ] Paul A. Samuelson

৪২. প্রতিটি দেশে, সমাজের প্রতিটি স্তরে মানুষ তার অভাবের সাথে সংগ্রাম করে, কারণ-
i. অভাব অনাদি ও অনন্ত
ii. মানুষের প্রত্যাশা অসীম
iii. সম্পদ সীমিত

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪৩. অসীম অভাব ও সীমিত সম্পদ থেকে উদ্ভব ঘটে-
i. বিকল্প ব্যবহার
ii. দুষ্প্রাপ্যতা
iii. নির্বাচন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪৪. মৌলিক অর্থনৈতিক সমস্যা-
i. কী উৎপাদন করতে হবে
ii. কীভাবে উৎপাদন করতে হবে
iii. কার জন্য উৎপাদন করতে হবে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪৫. অপ্রচুর সম্পদ দ্বারা অসংখ্য অভাব পূরণের জন্য মানুষ যে সমস্যার সম্মুখীন হয়-
i. সম্পদের স্বল্পতার সমস্যা
ii. অভাব নির্বাচনের সমস্যা
iii. বিকল্প দ্রব্য না পাওয়ার সমস্যা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

HSC অর্থনীতি ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ১

নিচের উদ্দীপকটি পড়ো এবং ৪৬ ও ৪৭ নং প্রশ্নের উত্তর দাও।
ইমরানকে তার মা ৫০০ টাকা দিল বাজার থেকে তাদের পরিবারের জন্য চাল, আলু, ওষুধ ও একটি সাবান আনতে। ইমরান বাজারে গিয়ে পণ্যগুলোর দাম জিজ্ঞেস করে বুঝতে পারল এই পরিমাণ টাকায় সব জিনিস কেনা সম্ভব নয়। তবে সবকটি পণ্যই তার পরিবারে কম-বেশি গুরুত্বপূর্ণ।

৪৬. ইমরান কোন পণ্যগুলো ৫০০ টাকায় ক্রয় করবে?
✅ যে পণ্যগুলো তার পরিবারের জন্য বেশি গুরুত্বপূর্ণ
[খ] যে পণ্যগুলোর দাম খুবই সস্তা
[গ] যে পণ্যগুলো কম পছন্দের
[ঘ] যে পণ্যগুলো পরিবারের জন্য মোটামুটি গুরুত্বপূর্ণ

৪৭. পণ্য কেনার পূর্বে ইমরানকে লক্ষ করতে হবেত উচ্চতর দক্ষতা-
i. অভাবের গুরুত্ব প্রতি
ii. অর্থের সর্বোত্তম ব্যবহারের দিকে
iii. উক্ত টাকায় প্রয়োজনীয় পণ্য কেনার প্রতি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪৮. 'অর্থনীতি হলো নির্বাচনের বিজ্ঞান' - কে বলেছেন?
[ক] বেনহাম
✅ স্যামুয়েলসন
[গ] এল. রবিন্স
[ঘ] কার্ল মার্কস

৪৯. অসংখ্য অভাবের তুলনায় সম্পদের স্বল্পতাকে অর্থনীতিতে কী বলে?
✅ দুষ্প্রাপ্যতা
[খ] নির্বাচন
[গ] অসীম অভাব
[ঘ] বিকল্প ব্যবহার

৫০. অর্থনীতির জময় সমস্যাদ্বয় কী?
✅ দুষ্প্রাপ্যতা ও নির্বাচন
[খ] দুষ্প্রাপ্যতা ও সীমাবদ্ধতা
[গ] অসীমতা ও নির্বাচন
[ঘ] স্বল্পতা ও প্রতিদ্বনি্দ্বতা

৫১. অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে হয় কী কারণে?
✅ সম্পদের দুষ্প্রাপ্যতা
[খ] সম্পদের চাহিদা
[গ] সম্পদের যোগান
[ঘ] সম্পদের নির্বাচন

৫২. অর্থনীতিতে নির্বাচনের সমস্যা বলতে কী বোঝায়?
✅ অভাবের গুরুত্ব নির্বাচন
[খ] সম্পদের নির্বাচন
[গ] প্রযুক্তি নির্বাচন
[ঘ] মালিকানা নির্বাচন

৫৩. সমাজতন্ত্রে ভোক্তার স্বাধীনতা কেমন?
[ক] অত্যধিক
✅ সীমাবদ্ধ
[গ] মুক্ত
[ঘ] অসীম

৫৪. অর্থনৈতিক সমস্যা সৃষ্টির পেছনে মূল কারণ কোনটি?
[ক] অসীম অভাব
✅ সম্পদের সীমাবদ্ধতা
[গ] সম্পদের প্রাচুর্যতা
[ঘ] নির্বাচন সমস্যা

৫৫. কী উৎপাদন করা হবে, কীভাবে উৎপাদন করা হবে ও কার জন্য উৎপাদন করা হবে- এগুলো কী ধরনের সমস্যা?
[ক] উৎপাদনগত
[খ] বিনিময়গত
✅ নির্বাচনগত
[ঘ] বণ্টনগত

৫৬. কীভাবে উৎপাদন করা হবে- বিষয়টি কোন রেখার মাধ্যমে প্রকাশ করা যায়?
✅ উৎপাদন সম্ভাবনা রেখা
[খ] সম-উৎপাদন রেখা
[গ] মোট উৎপাদন রেখা
[ঘ] প্রান্তিক উৎপাদন রেখা

৫৭. উৎপাদন সম্ভাবনা রেখার ঢালের বিভিন্ন মানের ওপর ভিত্তি করে সুযোগ ব্যয়কে কয় ভাগে ভাগ করা যায়?
[ক] ২
✅ ৩
[গ] ৪
[ঘ] ৫

৫৮. উৎপাদন সম্ভাবনা রেখার ঢালকে কী বলা হয়?
[ক] PPC রেখা
[খ] MC রেখা
[গ] AC রেখা
✅ MRPT রেখা

৫৯. রহিম মিয়া তার জমিতে ধান ও পাট এক সাথে উৎপাদন করতে চাইল। এ ধারণাটি কোন রেখা দ্বারা প্রকাশ করা যায়?
[ক] নিরপেক্ষ রেখা
[খ] সম-উৎপাদন রেখা
✅ উৎপাদন সম্ভাবনা রেখা
[ঘ] সুযোগ ব্যয় রেখা

hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC অর্থনীতি MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি অর্থনীতি নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক অর্থনীতি বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৬০. স্বল্পতার সমস্যা কোন রেখার মাধ্যমে সমাধান করা যায়?
✅ PPC
[খ] MC
[গ] AC
[ঘ] TC

৬১. PPC এর পূর্ণ নাম কী?
[ক] Possibility Production Curve
[খ] Possible Production Curve
✅ Production Possibility Curve
[ঘ] Product Possibility Curve

৬২. ক্রমহ্রাসমান সুযোগ ব্যয় রেখার আকৃতি কীরূপ হয়?
[ক] নিম্নগামী সরলরেখা
[খ] মূল বিন্দুর দিকে অবতল
[গ] ঊর্ধ্বগামী সরলরেখা
✅ কেন্দ্রবিন্দুর দিকে উত্তল

৬৩. ক্রমবর্ধমান সুযোগ ব্যয় রেখার আকৃতি কীরূপ হয়?
✅ মূল বিন্দুর দিকে অবতল
[খ] মূল বিন্দুর দিকে উত্তল
[গ] কেন্দ্রবিন্দুর দিকে উত্তল
[ঘ] ঊর্ধ্বগামী সরলরেখা

৬৪. স্থির সুযোগ ব্যয় রেখার আকৃতি কীরূপ হয়?
[ক] মূল বিন্দুর দিকে অবতল
✅ সরলাকৃতির
[গ] মূল বিন্দুর দিকে উত্তল
[ঘ] ঊর্ধ্বগামী সরলরেখা

৬৫. সমাজের সম্ভাব্য বিকল্প পছন্দসমূহের তালিকা প্রকাশ করে কোন রেখা?
[ক] সুযোগ ব্যয় রেখা
[খ] যোগান রেখা
[গ] বাজেট রেখা
✅ উৎপাদন সম্ভাবনা রেখা

৬৬. একটি জিনিস পাওয়ার জন্য অন্য একটি জিনিস ত্যাগ করতে হয় অর্থনীতির ভাষায় একে কী বলে?
[ক] ভোগ
✅ সুযোগ ব্যয়
[গ] নির্বাচন
[ঘ] পছন্দক্রম

৬৭. উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে কোনো বিন্দু কী নির্দেশ করে?
[ক] বেকারত্ব
[খ] পূর্ণ নিয়োগ
[গ] অর্জনযোগ্য অঞ্চল
✅ অ-অর্জনযোগ্য অঞ্চল

৬৮. উৎপাদন সম্ভাবনা রেখার উপরিস্থিত বিন্দু কী নির্দেশ করে?
[ক] বেকারত্ব
✅ পূর্ণ নিয়োগ
[গ] অভাবের গুরুত্ব
[ঘ] স্বল্প উৎপাদন

৬৯. উৎপাদন ব্যয়ের প্রকৃতি বিশ্লেষণের জন্য সুযোগ ব্যয় ধারণার প্রবর্তন করেন কোন অর্থনীতিবিদগণ?
[ক] ক্লাসিক্যাল
[খ] কেইনসীয়
[গ] নিওক্লাসিক্যাল
✅ আধুনিক

৭০. উৎপাদন সম্ভাবনা রেখা কয়টি পণ্যের সর্বাধিক পরিমাণ উৎপাদন নিয়ে আলোচনা করে?
✅ ২টি
[খ] ৩টি
[গ] ৫টি
[ঘ] ৪টি

৭১. তারেক তার সীমাবদ্ধ সম্পদের সাহায্যে দুটি দ্রব্যের সংমিশ্রণে পণ্য উৎপাদন করে। অর্থনীতিতে এটি কী দ্বারা প্রকাশ করা হয়?
[ক] উৎপাদন ব্যয় রেখা
[খ] যোগান রেখা
✅ উৎপাদন সম্ভাবনা রেখা
[ঘ] চাহিদা রেখা

৭২. একটি কলম ও একটি পেন্সিল কেনার জন্য মিনার কাছে ১০ টাকা আছে। কিন্তু সে ১০ টাকা দিয়ে একটি কলম ও একটি পেন্সিল না কিনে দুটি কলম কিনল। অর্থনীতির ভাষায় একে কী বলা হয়?
[ক] উপযোগ
[খ] বিনিময়
✅ সুযোগ ব্যয়
[ঘ] খরচ

৭৩. উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে ব্যাখ্যা করা যায়-
i. কোন পণ্য উৎপাদন করা হবে
ii. কীভাবে উৎপাদন করা হবে
iii. কার জন্য উৎপাদন করা হবে।

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৭৪. অর্থনৈতিক সমস্যা সমাধানে মানুষের কর্মপ্রচেষ্টাকে কয় ভাগে ভাগ করা যায়?
✅ চার
[খ] পাঁচ
[গ] ছয়
[ঘ] সাত

৭৪. কোনটি জাতীয় উন্নয়নের মূল চাবিকাঠি?
✅ উৎপাদন
[খ] বিনিময়
[গ] ভোগ
[ঘ] বণ্টন

৭৫. কোনটি মানুষের সকল অর্থনৈতিক কর্মকান্ড-র মূল কেন্দ্রবিন্দু?
[ক] উৎপাদন
[খ] বিনিময়
✅ ভোগ
[ঘ] বণ্টন

৭৬. কখন অর্থনৈতিক সমস্যা দূর হয়ে অর্থনৈতিক কল্যাণ প্রতিষ্ঠিত হবে?
[ক] কম বণ্টন হলে
✅ সুষম বণ্টন হলে
[গ] অতি উৎপাদন হলে
[ঘ] বিনিময় প্রক্রিয়া সহজ হলে

৭৭. অর্থনৈতিক সমস্যা সমাধানের শেষ পর্যায় কোনটি?
[ক] উৎপাদন
[খ] বিনিময়
✅ ভোগ
[ঘ] বণ্টন

৭৮. উৎপাদনে অংশগ্রহণের মূল্য হিসেবে ভূমির মালিক কী পায়?
✅ খাজনা
[খ] মজুরি
[গ] মূলধন
[ঘ] সুদ

৭৯. পরস্পরের মধ্যে দ্রব্য ও সেবার হস্তান্তর প্রক্রিয়াকে কী বলে?
[ক] উৎপাদন
✅ বিনিময়
[গ] ভোগ
[ঘ] বণ্টন

৮০. উৎপাদনে অংশগ্রহণের মূল্য হিসেবে মূলধনের মালিক কী পায়?
[ক] মুনাফা
[খ] মজুরি
✅ সুদ
[ঘ] অর্থ

৮১. কী থেকে বিনিময় প্রথার উৎপত্তি ঘটে?
[ক] অক্ষমতা থেকে
[খ] অভাব থেকে
[গ] দরিদ্রতা থেকে
✅ পারস্পরিক নির্ভরশীলতা থেকে

৮২. উৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে মানুষ তাদের অভাব মিটানোর জন্য কী সৃষ্টি করে?
✅ উপযোগ
[খ] দ্রব্য
[গ] উপকরণ
[ঘ] সেবা

৮৩.কোন বণ্টনব্যবস্থা কাম্য নয়?
[ক] সম্পদের পূর্ণবণ্টন হওয়া
[খ] কিছু লোকের উপকৃত হওয়া
✅ কিছু লোকের হাতে সম্পদ জমা হওয়া
[ঘ] সকলের হাতে সম্পদ জমা হওয়া

৮৪. মানুষের অভাব পূরণ করা যায়-
i. বিভিন্ন দ্রব্যের মাধ্যমে
ii. উৎপাদনের মাধ্যমে
iii. সেবার মাধ্যমে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৮৫ ও ৮৬ নং প্রশ্নগুলোর উত্তর দাও:
রমেশ মজুমদার স্যার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এমন একটি অর্থব্যবস্থা আছে যেখানে বিভিন্ন অর্থনৈতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে দামব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ সেখানে স্বয়ংক্রিয় দামব্যবস্থার মাধ্যমে বিভিন্ন দ্রব্যের উৎপাদন ও দাম নির্ধারণ হয়।

৮৫. রমেশ মজুমদার স্যার কোন অর্থব্যবস্থার কথা বলেছেন?
[ক] মিশ্র
[খ] ইসলামি
✅ ধনতান্ত্রিক
[ঘ] সমাজতান্ত্রিক

৮৬. অনুচ্ছেদে স্বয়ংক্রিয় দামব্যবস্থা বলতে বোঝানো হয়েছে-
i. চাহিদা ও যোগান দ্বারা দাম নির্ধারণ
ii. যোগানের তুলনায় চাহিদা বেশি
iii. চাহিদা ও যোগান পরস্পর সমান

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৭. ধনতন্ত্রে অদৃশ্য শক্তিকে কী বলে?
[ক] সরকারি পরিকল্পনা
✅ দামব্যবস্থা
[গ] জনশক্তি
[ঘ] সামাজিক কল্যাণ

৮৮. ব্যক্তিগত উদ্যোগের সর্বাধিক স্বাধীনতা কোন অর্থব্যবস্থায় রয়েছে?
[ক] মিশ্র
[খ] ইসলামি
✅ পুঁজিবাদী
[ঘ] সমাজতান্ত্রিক

৮৯. ধনতন্ত্রে অদৃশ্য হাত বলতে কোনটিকে বোঝানো হয়েছে?
✅ স্বয়ংক্রিয় দামব্যবস্থা
[খ] চাহিদা
[গ] যোগান
[ঘ] বাজার ভারসাম্য

hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC অর্থনীতি MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি অর্থনীতি নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক অর্থনীতি বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৯০. স্বয়ংক্রিয় মূল্য ব্যবস্থা কোন অর্থনীতির প্রধান বৈশিষ্ট্য?
[ক] সমাজতান্ত্রিক অর্থনীতি
[খ] ইসলামী অর্থনীতি
✅ পুঁজিবাদী অর্থনীতি
[ঘ] মিশ্র অর্থনীতি

৯১. দ্রব্যসামগ্রীর দাম বাজার প্রক্রিয়ার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত হয় কোন অর্থব্যবস্থায়?
✅ ধনতান্ত্রিক
[খ] মিশ্র
[গ] নির্দেশমূলক
[ঘ] ইসলামি

৯৩. ধনতান্ত্রিক অর্থনীতিতে ফার্মের মূল অর্থনৈতিক লক্ষ্য কোনটি?
[ক] মাত্রাগত ব্যয় সুবিধা অর্জন
[খ] ভোক্তার সন্তুষ্টি সর্বাধিকীকরণ
[গ] সম্পদ বণ্টনে দক্ষতা অর্জন
✅ মুনাফা সর্বোচ্চকরণ

৯৪. কোন অর্থব্যবস্থায় উৎপাদনের মূল লক্ষ্য মুনাফা অর্জন?
[ক] ইসলামি
✅ ধনতান্ত্রিক
[গ] মিশ্রঘ নির্দেশমূলক

৯৫. মুক্ত বাজার অর্থনীতিতে দ্রব্যসামগ্রীর দাম নির্ধারিত হয়ত
i. বাজার চাহিদা ও যোগানের যৌথ ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে
ii. স্বয়ংক্রিয় দামব্যবস্থার দ্বারা
iii. কেন্দ্রীয় কর্তৃপক্ষের নির্দেশে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯৬. 'গণভোগ তহবিল' কীভাবে গঠন করা হয়?
[ক] ব্যক্তিগত চাঁদা দ্বারা
[খ] দলগত চাঁদা দ্বারা
[গ] সরকারের সাহায্য দ্বারা
✅ জাতীয় উৎপাদন দ্বারা

৯৭. কোন সালে সর্বপ্রথম রাশিয়ায় সমাজতন্ত্রের গোড়াপত্তন হয়?
✅ ১৯১৭
[খ] ১৯২৩
[গ] ১৯৩০
[ঘ] ১৯৪৫

৯৮. কোন অর্থনৈতিক ব্যবস্থায় ব্যক্তিগত মালিকানা অনুপস্থিত?
[ক] ধনতান্ত্রিক
✅ সমাজতান্ত্রিক
[গ] মিশ্র অর্থনীতি
[ঘ] ইসলামি অর্থনীতি

৯৯. বাজার প্রক্রিয়ায় প্রতিযোগিতা নেই কোন অর্থব্যবস্থায়?
[ক] মিশ্র
[খ] পুঁজিবাদে
[গ] ইসলামি
✅ সমাজতন্ত্রে

১০০. কোন অর্থনৈতিক ব্যবস্থায় জমি, কারখানা, খনি ও অন্যান্য সম্পদের ওপর রাষ্ট্রীয় মালিকানা বজায় থাকে?
[ক] মিশ্র
[খ] পুঁজিবাদে
[গ] ইসলামি
✅ সমাজতন্ত্রিক

No comments:

Post a Comment