G

HSC যুক্তিবিদ্যা ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৪

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Logic 2nd paper mcq question and answer. HSC Logic 2nd paper mcq questions pdf download. HSC Logic 2nd paper mcq guide pdf.

উচ্চ মাধ্যমিক
যুক্তিবিদ্যা
দ্বিতীয় পত্র

বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-৪

HSC Logic 2nd Paper
MCQ
question and answer pdf download

১. প্রকল্পের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নয় কোনটি?
[ক] প্রাসঙ্গিকতা
[খ] যৌক্তিকতা
✅ বিরোধিতা
[ঘ] বিরোধমুক্ত ধারণা

২. বৈধ প্রকল্পের আবশ্যিক শর্ত কোনটি?
[ক] সম্ভাব্য কারণ
[খ] অপর্যাপ্ত কারণ
[গ] অনির্দিষ্ট কারণ
✅ বাস্তব কারণ

৩. একটি প্রকল্প কখন বৈধ হিসেবে প্রমাণিত হয়?
✅ প্রকল্পের শর্তগুলো পূরণ হলে
[খ] প্রয়োজনীয় হলে
[গ] যৌক্তিক হলে
[ঘ] স্থায়ী হলে

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও:
ধ্রুব কলেজ থেকে বাড়ি ফিরে দেখলো তার পড়ার টেবিলে রাখা ‘চোখের বালি’ বইটি নেই। তখন সে ধারণা করলো হয়তো বইটি কেউ চুরি করে নিয়ে গেছে। কিছুক্ষণ পর দেখলো যে বইটি তার পড়ার টেবিলের নিচেই পড়ে আছে।

৪. ধ্রুবর প্রাথমিক ধারণাটি যুক্তিবিদ্যার কোন বিষয়ের সাথে সংশিস্নষ্ট?
✅ প্রকল্প
[খ] অনুমান
[গ] আকস্মিকতা
[ঘ] সম্ভাবনা

৫. উদ্দীপক নির্দেশ করে
i. সম্ভাবনা ও আকস্মিকতা
ii. সম্ভাবনা ও প্রকল্প
iii. আকস্মিকতা ও প্রকল্প

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৬. 'সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে' - এটা কার মতবাদ ছিল?
✅ টলেমী
[খ] কোপারনিকাস
[গ] এডিসন
[ঘ] নিউটন

নিচের অনুচ্ছেদটি পড়ে ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তর দাও:
তমাল নিয়মিত কলেজে ক্লাস করেছে, যেকোনো সমস্যায় শিক্ষকগণের পরামর্শ নিয়েছে এবং বাড়িতেও পড়ালেখায় যথেষ্ট সময় দিয়েছে। কিন্তু পরীক্ষায় ফেল করেছে। তার বন্ধুরা বললো, তমাল অধিক পড়ালেখার কারণে ফেল করেছে।

৭. তমালের বন্ধুদের গৃহীত প্রকল্পটি হলো-
[ক] সুনির্দিষ্ট প্রকল্প
[খ] বাস্তব প্রকল্প
✅ আত্মবিরোধী প্রকল্প
[ঘ] অবৈধ প্রকল্প

৮. উদ্দীপকের প্রকল্পটি কেন গ্রহণযোগ্য নয়?
✅ স্ববিরোধিতার জন্য
[খ] অপর্যাপ্ততার জন্য
[গ] অস্পষ্টতার জন্য
[ঘ] অপ্রাসঙ্গিকতার জন্য

৯. কোন ধরনের প্রকল্প কোনো ঘটনার সঠিক ব্যাখ্যা দিতে পারে না?
[ক] বৈধ প্রকল্প
[খ] সুনির্দিষ্ট প্রকল্প
✅ অস্পষ্ট প্রকল্প
[ঘ] আত্মসঙ্গতিপূর্ণ প্রকল্প

১০. আরিফা নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিত থাকে ও পড়াশোনা করে কিন্তু পরীক্ষায় সে অকৃতকার্য হয়েছে। বলা হলো পড়াশোনা করাই তার অকৃতকার্য হওয়ার কারণ। গৃহীত প্রকল্পটি একটি-
[ক] বৈধ প্রকল্প
[খ] সাময়িক প্রকল্প
[গ] বাস্তব প্রকল্প
✅ স্ববিরোধী

১১. নিচের কোনটি বৈধ প্রকল্পের শর্ত?
✅ বাস্তব কারণ
[খ] ঘটনার নিরীক্ষণ
[গ] আরোহ সমন্বয়
[ঘ] সংকট উত্তরক দৃষ্টান্ত

১২. কোনো ঘটনা ব্যাখ্যা দেয়ার জন্য যে সাময়িক প্রকল্প নেয়া হয় তাকে কী বলে?
[ক] বর্ণনামূলক প্রকল্প
✅ কাজ চালানো প্রকল্প
[গ] প্রতিবেদক অনুকল্প
[ঘ] সংকট উত্তরক দৃষ্টান্ত

১৩. সংকট উত্তরক দৃষ্টান্ত পাওয়া যায় কীভাবে?
[ক] ধারণা গঠনে
✅ পরীক্ষণে
[গ] কার্যকারণে
[ঘ] প্রকৃতির নিয়মে

১৪. যাচাইকরণ কত প্রকার?
✅ ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫

১৫. নিরীক্ষণ ও পরীক্ষণের মাধ্যমে প্রকল্প প্রমাণ করাকে কী বলে?
[ক] সংকট উত্তরক দৃষ্টান্ত
✅ প্রত্যক্ষ সমর্থন
[গ] পরোক্ষ সমর্থন
[ঘ] আরোহ সমন্বয়

১৬.কোনো ঘটনাকে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা দেয়ার আনুমানিক ধারণাকে বলে-
[ক] দ্বিকল্প
[খ] অনুকল্প
✅ প্রকল্প
[ঘ] আরোহ

১৭. বিজ্ঞানীদের ‘ইথারে'র ধারণাটি নিচের কোন প্রকল্পকে নির্দেশ করে?
[ক] নিয়ম সংক্রান্ত
✅ কাজ চালানো প্রকল্প
[গ] বর্ণনা সংক্রান্ত
[ঘ] ব্যাখামূলক

১৮. Hypothesis কোন ধরনের শব্দ?
[ক] গ্রিক
[খ] ল্যাটিন
✅ ইংরেজি
[ঘ] পর্তুগীজ

১৯. প্রকল্প সব সময় -
i. নির্দিষ্ট হতে হবে
ii. যাচাইযোগ্য হতে হবে
iii. স্ববিরোধী হতে হবে

নিচের কোনটি সঠিক
[ক] i
[খ] ii
✅ i ও ii
[ঘ] i, ii ও iii

২০. কোনো একটি প্রকল্পকে বৈধ হতে প্রয়োজন-
i. সুনির্দিষ্টতা
ii. প্রাসঙ্গিকতা
iii. অপ্রত্যয়যোগ্যতা

নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

উদ্দীপকটি পড়ে ২১ ও ২২ নম্বর প্রশ্নের উত্তর দাও:
করিম সাহেব নতুন বাসায় উঠার পর তার ছেলে অসুস্থ হলে, তার স্ত্রী বললেন, বাসায় জ্বীন ভূতের আনাগোনা আছে। কথাটি করিম সাহেবের বিশ্বাস না হওয়ায় তিনি একজন ডাক্তার নিয়ে আসলেন। ডাক্তার পরীক্ষা- নিরীক্ষা করে দেখলেন যে, বাসাটি অনেকদিন ব্যবহৃত না হওয়ায় বিভিন্ন ধরনের জীবাণুর জন্ম হয়েছে। এজন্য তিনি কিছু ওষুধপত্র দিলেন যেগুলো সেবনের ফলে তার ছেলে সুস্থ হয়ে উঠলো।

২১. উদ্দীপকে করিম সাহেব-এর বাসায় জ্বীন ভূতের আনাগোনা দ্বারা কোন ধরনের প্রকল্পকে বোঝানো হয়েছে?
✅ অবাস্তব
[খ] স্ববিরোধপূর্ণ
[গ] অসঙ্গতিপূর্ণ
[ঘ] সুনির্দিষ্ট

২২. উদ্দীপকে করিম সাহেব-এর বাসায় 'জ্বীন ভূতের আনাগোনা' এবং ডাক্তারের গৃহীত সিদ্ধান্ত হতে কোন দুটি বিষয় প্রকাশ পায়?
i. অসঙ্গত প্ৰকল্প
ii. সঙ্গত প্ৰকল্প
iii. প্রতিবেদক অনুগল্প

নিচের কোনটি সঠিক
[ক] i
[খ] ii
✅ i ও ii
[ঘ] i, ii ও iii

উদ্দীপকটি পড়ে ২৩ ও ২৪ নম্বর প্রশ্নের উত্তর দাও:
বাগানে একটি ফুলও নাই এটা দেখে সামিনা চিৎকার করে কাঁদতে থাকলে প্রতিবেশী নাবিলা বললো, আমি সুমনকে একটি ব্যাগ হাতে নিয়ে বাগান থেকে বেরিয়ে যেতে দেখেছি। তখন সামিনা বুঝল মনে হয় সুমনই ফুলগুলি নিয়ে গেছে। পরে তার ঘরে গিয়ে সামিনা ফুল দেখে নিশ্চিত হলো যে, সুমনই ফুল নিয়ে গেছে। অন্যদিকে, সাদিয়া অসুস্থ হয়ে পড়লে আশেপাশের বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের রোগ এবং চিকিৎসার কথা বলে। সাদিয়ার বাবা তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে তিনি বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা দিয়ে সে অনুযায়ী
চিকিৎসা করেন।

২৩. উদ্দীপকে সুমন সম্পর্কে সামিনা যে সিদ্ধান্ত নিলেন তা হলো-
i. প্রত্যক্ষ যাচাই
ii. পরোক্ষ যাচাই
iii. নিরীক্ষণের মাধ্যমে যাচাই

নিচের কোনটি সঠিক
[ক] i
[খ] i ও iii
[গ] i ও ii
✅ i, ii ও iii

২৪. উদ্দীপকে সামিনা ও সাদিয়ার বাবার বক্তব্য যুক্তিযুক্ত হবার কারণ-
i. নিরীক্ষণের মাধ্যমে যাচাই
ii. পরীক্ষণের মাধ্যমে যাচাই
iii. প্রত্যক্ষ যাচাই

নিচের কোনটি সঠিক
[ক] i
[খ] ii
[গ] i ও ii
✅ i, ii ও iii

উদ্দীপকটি পড়ে ২৫ ও ২৬ নম্বর প্রশ্নের উত্তর দাও:
শামীম ও কৌশিক রাতের বেলায় বাড়ি আসছে। হঠাৎ শামীম চিৎকার করে বললো, ঐ দেখ রাস্তার পাশে ভূত দাঁড়িয়ে আছে। কৌশিক বললো, না এটি ভূত নয়, নিশ্চয়ই কোনো কলা গাছ হেলে আছে।

২৫. কৌশিকের বক্তব্যটি কী ধরনের?
[ক] আনুমানিক
[খ] বর্ণনামূলক
✅ কুসংস্কার
[ঘ] বৈজ্ঞানিক

২৬. শামীম ও কৌশিকের বক্তব্যে মিল কোথায়?
[ক] সংজ্ঞায়
[খ] বিভাগে
[গ] ব্যাখায়
✅ প্রকল্পে

উদ্দীপকটি পড়ে ২৭ ও ২৮ নম্বর প্রশ্নের উত্তর দাও:
সুমন ও রাজন দুই ভাই কলেজ মাঠে খেলতে গিয়ে আর ফিরে আসেনি। খুঁজে না পাওয়ায় সবার ধারণা হলো তাদেরকে ভূতে ধরে নিয়ে গেছে।

২৭. সবার ধারণা এর প্রকৃতি কীরূপ?
[ক] প্রাকৃতিক
[খ] ঐশ্বরিক
[গ] বৈজ্ঞানিক
✅ অবাস্তব

২৮. বর্ণিত ঘটনাটি যুক্তিবিদ্যার কোন বিষয়ের সাথে সম্পর্কিত?
✅ প্রকল্প
[খ] সংজ্ঞা
[গ]বিভাগ
[ঘ] সম্ভাব্যত

২৯. কোন ঘটনার কারণ আবিষ্কার করতে সম্ভাবনাপূর্ণ বিষয়কে কী বলে অনুমান করা হয়?
[ক] ফলাফল
[খ] কারণ
[গ] উদ্দেশ্য
✅ প্রকল্প

hsc logic mcq question answer. hsc logic guide pdf download. HSC যুক্তিবিদ্যা MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি যুক্তিবিদ্যা নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক যুক্তিবিদ্যা বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৩০. প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ hypothesis কোন শব্দ থেকে এসেছে?
[ক] hypothesis
✅ hupothesis
[গ] hypothesis
[ঘ] huepothesi

৩১. 'জানালার কাঁচ ভাঙ্গা দেখে আমি ব্যাখ্যার জন্য একটি ধারণা গঠন করি যে, কেউ হয়ত ঢিল ছুড়ে কাঁচটি ভেঙ্গে দিয়েছে’ - একে আমরা কী বলব?
[ক] পরীক্ষামূলক সমর্থন
[খ] নিরীক্ষণ
✅ আনুমানিক ধারণা
[ঘ] পরীক্ষণ

৩২. প্রকল্পের মূল/মূখ্য উদ্দেশ্য কী?
[ক] ঘটনা সম্পর্কে প্রাথমিক জ্ঞানার্জন
[খ] সময় সাশ্রয়করণ
✅ ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান
[ঘ] ঘটনার প্রকৃত কারণ উপাদান

৩৩. প্রাসঙ্গিকভাবে কোনো ধারণা গ্রহণ করাকে কী বলা হয়?
[ক] ব্যাখ্যা
[খ] অনুমান
✅ প্রকল্প
[ঘ] সম্ভাব্যতা

৩৪. 'প্রকল্প হলো একটি ব্যাখ্যাদানের প্রচেষ্টা’ত উক্তিটি কার?
[ক] মিলের
[খ] বেইনের
[গ] বোসাঙ্কের
✅ কপির

৩৫. বাস্তব জীবনের সমস্যা সমাধানের জন্য আমরা প্রাথমিকভাবে কীসের ওপর ভিত্তি করে অগ্রসর হই?
[ক] অভিজ্ঞতার
✅ প্রকল্পের
[গ] সিদ্ধান্তের
[ঘ] ঘটনার সত্যতার

৩৬.বৈজ্ঞানিক গবেষণা শুরু হয় কীভাবে?
[ক] কার্যের মাধ্যমে
[খ] কারণের মাধ্যমে
✅ প্রকল্প গঠনের মাধ্যমে
[ঘ] অপনয়নের মাধ্যমে

৩৭. প্রকল্প আরোহ অনুসন্ধানের কোন স্তর?
[ক] প্রাথমিক
[খ] সর্বশেষ
[গ] সহযোগী
✅ মধ্যবর্তী

৩৮. প্রকল্পের ক্ষেত্রে আনুমানিক কারণকে কোন প্রক্রিয়ায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়?
✅ আরোহাত্মক
[খ] অবরোহাত্মক
[গ] অপনয়ন
[ঘ] ব্যতিরেকী

৩৯. প্রকল্পের উৎস হিসেবে গণ্য করা হয় কোনটিকে?
[ক] প্রকল্পের সংখ্যাকে
[খ] প্রকল্পের উপাদানকে
✅ প্রকল্প গঠনের উপায়কে
[ঘ] প্রকল্পের সংজ্ঞাকে

HSC যুক্তিবিদ্যা ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৪

৪০. প্রকল্পের সত্যতা কোন বিষয়ের ওপর নির্ভর করে?
[ক] বাস্তব অভিজ্ঞতার
✅ ঘটনার বাস্তবতার
[গ] ঘটনার সম্ভাব্যতার
[ঘ] ঘটনা নিরীক্ষণের

৪১. প্রকল্পকে তিন শ্রেণিতে ভাগ করেছেনত
[ক] মিল
[খ] ওয়েলটন
[গ] বেকন
✅ কার্ভেথ রিড

৪২. কোনো ঘটনা কার দ্বারা সংঘটিত হয়েছে তা জানার জন্য কোন প্রকল্প গ্রহণ করতে হয়?
[ক] কর্ম সংক্রান্ত প্রকল্প
✅ কর্তা সংক্রান্ত প্রকল্প
[গ] নিয়ম সংক্রান্ত প্রকল্প
[ঘ] বস্তু সংক্রান্ত প্রকল্প

৪৩. কারণ সংক্রান্ত প্রকল্পকে কী বলে?
✅ ব্যাখ্যামূলক প্রকল্প
[খ] যাচাইমূলক প্রকল্প
[গ] বাস্তব প্রকল্প
[ঘ] নিরীক্ষণমূলক প্রকল্প

৪৪. প্রকল্প প্রণয়ন করতে হয়-
i. কার্যকারণ সম্পর্ক নির্ণয় করতে
ii. প্রকৃত কারণ নির্ণয় করতে
iii. চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪৫. প্রকল্পের উদ্দেশ্য হলো-
i. ঘটনার সঠিক কারণ নির্ণয় করা
ii. বিজ্ঞানের অগ্রগতিকে ত্বরান্বিত করা
iii. ঘটনার ব্যাখ্যাদানের প্রচেষ্টা

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪৬. প্রকল্পের ব্যবহার অপরিহার্য-
i. বৈজ্ঞানিক অনুসন্ধানের জন্য .
ii. বৈজ্ঞানিক গবেষণার জন্য
iii. বিভিন্ন ঘটনার রহস্য উদ্ঘাটনের জন্য

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ৪৭ ও ৪৮ নম্বর প্রশ্নের উত্তর দাও:
রফিক সাহেব একজন সরকারি চাকরিজীবী। একদিন অফিস থেকে ঘরে ফিরে এসে পকেটে হাত দিয়ে দেখেন যে, মানিব্যাগ নেই। পরবর্তীতে তিনি ধারণা করলেন যে, বাসে পকেটমার মানিব্যাগটি নিয়ে গেছে অথবা ভুলে অফিসের ড্রয়ারে রেখে এসেছেন।

৪৭. উদ্দীপকে উল্লিখিত বিষয়বস্তুর সাথে পাঠ্যসূচির কোন বিষয়ের মিল রয়েছে?
[ক] ব্যাখার
[খ] শ্রেণিকরণের
[গ] সম্ভাবনার
✅ প্রকল্পের

৪৮. উদ্দীপকে উল্লিখিত বিষয়বস্তুর বৈশিষ্ট্য হলো-
i. এটি একটি আনুমানিক ধারণা
ii. এটি সত্য কিংবা মিথ্যা হতে পারে
iii. এটি বৈজ্ঞানিক গবেষণার ভিত্তি

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪৯. ঘটনা নিরীক্ষণ করা হয় প্রকল্পের কোন স্তরে?
✅ প্রথম
[খ] দ্বিতীয়
[গ] তৃতীয়
[ঘ] চতুর্থ

৫০. প্রকল্পের কোন স্তরে আনুমানিক ধারণা গঠন করা হয়?
[ক] প্রথম
✅ দ্বিতীয়
[গ] তৃতীয়
[ঘ] চতুর্থ

৫১. প্রকল্পের তৃতীয় স্তর কোনটি?
[ক] ঘটনার নিরীক্ষণ
[খ] পরীক্ষামূলক সমর্থন
✅ সিদ্ধান্ত গ্রহণ
[ঘ] আনুমানিক ধারণা গঠন

৫২. যেকোনো প্রকল্পের নিয়ম বা তত্ত্বে উপনীত হওয়ার ক্ষেত্রে কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর?
[ক] ঘটনার নিরীক্ষণ
[খ] আনুমানিক ধারণা গঠন
[গ] সিদ্ধান্ত স্থাপন
✅ পরীক্ষামূলক সমর্থন

৫৩. কোন বিজ্ঞানী সুনির্দিষ্ট ও সঠিক পদ্ধতিতে প্রকল্প প্রণয়নের পক্ষপাতী?
ক টলেমী
[খ] কোপার্নিকাস
✅ নিউটন
[ঘ] আইনস্টাইন

৫৪. প্রকল্পের কোন স্তরে অনুমিত সিদ্ধান্ত যাচাই করা হয়?
[ক] প্রথম
[খ] দ্বিতীয়
[গ] তৃতীয়
✅ চতুর্থ

৫৫. প্রকল্পের দ্বিতীয় স্তরের মাধ্যমেত
i. আনুমানিক ধারণা গঠন করা হয়
ii. সিদ্ধান্ত গ্রহণ করা হয়
iii. প্রয়োজনীয় তথ্যের সন্নিবেশ ঘটানো হয়।

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫৬. প্রকল্প গঠনের উদ্দেশ্য কোনটি?
[ক] ঘটনার স্বরূপ জানা
✅ ঘটনার কারণ নির্ণয় করা
[গ] ঘটনায় যুক্তি প্রয়োগ করা
[ঘ] ঘটনার বিবৃতি দেওয়া

৫৭. একটি প্রকল্প কখন বৈধ হিসেবে প্রমাণিত হয়?
✅ প্রকল্পের শর্তগুলো পূরণ করলে
[খ] প্রয়োজনীয় হলে
[গ] যৌক্তিক হলে
[ঘ] স্থায়ী হলে

৫৮. প্রকল্পের শর্ত কোনটি?
✅ সুনির্দিষ্টতা
[খ] স্ববিরোধীতা
[গ] বাস্তবতাহীনতা
[ঘ] অপ্রাসঙ্গিকতা

৫৯. একটি প্রকল্প কখন বৈধ হিসেবে প্রমানিত হয়?
✅ প্রকল্পের শর্ত পূরণ করলে
[খ] প্রয়োজনীয় হলে
[গ] যৌক্তিক হলে
[ঘ] স্থায়ী হলে

hsc logic mcq question answer. hsc logic guide pdf download. HSC যুক্তিবিদ্যা MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি যুক্তিবিদ্যা নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক যুক্তিবিদ্যা বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৬০. ‘বিষয়বস্তু সম্পর্কে যথাযথ জ্ঞান থাকাই নাবিলার পরীক্ষায় ফেল করার কারণ'- এখানে প্রকল্পের কোন শর্তটি ভঙ্গ করা হয়েছে?
✅ স্ববিরোধী
[খ] অযৌক্তিক
[গ] অস্পষ্ট
[ঘ] অপ্রসাঙ্গিক

৬১. কোন ধরনের প্রকল্প ঘটনার সঠিক ব্যাখ্যা দিতে পারে না?
[ক] বৈধ প্রকল্প
[খ] সুনির্দিষ্ট প্রকল্প
✅ অস্পষ্ট প্রকল্প
[ঘ] আত্মসংগতিপূর্ণ প্রকল্প

৬২.ঝিলমিল হঠাৎ হঠাৎ কামড়ায়, দৌড়ায়, আর পানি দেখলে ভয় পায়। তাই দেখে হিরণ বলল, ‘ওকে ভুতে ধরেছে।'- প্রকল্পটি কোন ধরনের?
✅ অযৌক্তিক প্রকল্প
[খ] বৈধ প্রকল্প
[গ] সুনির্দিষ্ট প্রকল্প
[ঘ] বাস্তব প্রকল্প

৬৩. বাস্তব কারণভিত্তিক প্রকল্পকে কী বলে?
[ক] সত্য প্রকল্প
✅ বৈধ প্রকল্প
[গ] প্রায়োগিক প্ৰকল্প
[ঘ] নিয়ম সংক্রান্ত প্রকল্প

৬৪. 'কচু খেলে চুলকানি ভালো হয়’ত এটি প্রকল্পের কোন শর্ত বিরোধী?
[ক] ১ম
✅ ২য়
[গ] ৩য়
[ঘ] ৪র্থ

৬৫. বৈধ প্রকল্পের শর্ত কোনটি?
[ক] প্রকল্পে একক ব্যক্তির প্রাধান্য থাকবে
✅ প্রকল্পকে আত্মসঙ্গতিপূর্ণ হতে হবে
[গ] প্রকল্পকে জটিল হতে হবে
[ঘ] প্রকল্প অপ্রাসঙ্গিক হলেও চলবে

৬৬. একটি বৈধ প্রকল্পের ভিত্তি হিসেবে নিচের কোনটি জরুরি?
✅ অসিত্মত্বশীল বস্তু
[খ] ইন্দ্রিয়গ্রাহ্য বস্তু
[গ] অবাস্তব বিষয়
[ঘ] অনুমাননির্ভর বস্তু

৬৭. প্রকল্পের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি?
[ক] যৌক্তিকতা
[খ] সুনির্দিষ্টতা
✅ প্রাসঙ্গিকতা
[ঘ] প্রমাণযোগ্যতা

৬৮. কোন তথ্যটি প্রকল্পের ক্ষেত্রে সহায়ক?
[ক] প্রকল্প হবে অনুমিত ঘটনাভিত্তিক
✅ প্রকল্প হবে বাস্তব ঘটনাভিত্তিক
[গ] প্রকল্প হবে আত্মবিরোধী
[ঘ] প্রকল্প হবে অনির্দিষ্ট ও অস্পষ্ট

৬৯. কোন ধরনের প্রকল্প মূল্যহীন হিসেবে বিবেচিত হয়?
✅ অস্পষ্ট
[খ] স্পষ্ট
[গ] যৌক্তিক
[ঘ] সত্য

৭০. নিচের কোনটি অবৈধ প্রকল্পের দৃষ্টান্ত?
✅ অসম্পূর্ণ প্রকল্প
[খ] প্রাসঙ্গিক প্রকল্প
[গ] যৌক্তিক প্রকল্প
[ঘ] স্ববিরোধমুক্ত প্রকল্প

৭১. কোনো প্রকল্পকে যদি করা না যায় তাহলে সেটি কী হবে?
✅ অবৈধ
[খ] বৈধ
[গ] অপ্রমাণিত
[ঘ] অযোগ্য

৭২. প্রকল্পকে কীভাবে যাচাই করা হয়?
[ক] অনুমানের মাধ্যমে
[খ] ব্যাখ্যার মাধ্যমে
[গ] বিবৃতির মাধ্যমে
✅ পরীক্ষণের মাধ্যমে

৭৩. প্রকল্পের শর্ত হলো-
i. প্রমাণযোগ্যতা
ii. প্রাসঙ্গিকতা
iii. সুনির্দিষ্টতা

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৭৪. ঘর থেকে বের হওয়ার সময় দুটি শালিক দেখে ধারণা করা হলো যে, দিনটি ভালো যাবে। প্রকল্পটি হলো-
i. স্ববিরোধী
ii. অযৌক্তিক
iii. অবাস্তব

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৭৫. বৈধ প্রকল্পের বৈশিষ্ট্য হলো-
i. যাচাইযোগ্যতা
ii. সমর্থনযোগ্যতা
iii. প্রাসঙ্গিকতা

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ৭৬ ও ৭৭ নম্বর প্রশ্নের উত্তর দাও:
‘হাজার বছর ধরে' চলচ্চিত্রের একটি দৃশ্যে একজন অভিনেতা বলছে যে, ‘গ্রামে ওলা বিবি আইছে, মাঝি বড়িতে তিনজন কলেরায় মইরা গেছে।' এ দৃশ্য দেখে তানিয়া বললো, এ সব আজগুবী, অবাস্তব ও ভিত্তিহীন বিশ্বাস। প্রকৃতপক্ষে আমাদের বিশ্বাস হতে হবেত যৌক্তিক, বৈজ্ঞানিক নিয়মের সাথে সঙ্গতিপূর্ণ।

৭৬. উদ্দীপকে বর্ণিত তানিয়ার বক্তব্যের সাথে মিল রয়েছে-
[ক] প্রকল্পের প্রাসঙ্গিকতার
[খ] প্রকল্পের প্রকারভেদের
[গ] প্রকল্পের স্তরের
✅ বৈধ প্রকল্পের শর্তসমূহের

৭৭. উদ্দীপকে উল্লিখিত বিষয়টির বৈশিষ্ট্য হলো-
i. এটি আত্মবিরোধী হয় না
ii. এটি সত্যের সাথে সংগতিপূর্ণ হয়
iii. এটি যাচাইযোগ্য হয়

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৭৮. নিচের কোনটি প্রকল্পের প্রমাণের অন্তর্ভুক্ত?
✅ যাচাইকরণ
[খ] অসংগত
[গ] অনির্দিষ্ট
[ঘ] অপর্যাপ্ত

৭৯. বৈধ প্রকল্প কখন সূত্র বা নিয়মে উন্নীত হয়?
✅ প্রমাণ করলে
[খ] বর্ণনা করলে
[গ] সুনির্দিষ্ট হলে
[ঘ] যৌক্তিক হলে

৮০. ভূকেন্দ্রিক প্রকল্পটি কে প্রণয়ন করেন?
[ক] গ্যালেলিও
✅ টলেমী
[গ] নিউটন
[ঘ] কোপার্নিকান

৮১. ‘পৃথিবী হলো মহাবিশ্বের কেন্দ্র'- এ কথা কে বলেছেন?
[ক] বেকন
✅ টলেমী
[গ] এডিসন
[ঘ] কোপার্নিকান

৮২. কোনো প্রকল্প বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা তা নির্ণয়ের মানদন্ড কোনটি?
✅ যাচাইকরণ
[খ] গ্রহণযোগ্যতা
[গ] ছাঁটাইকরণ
[ঘ] নিরীক্ষণ

৮৩. Verification শব্দের অর্থ কী?
✅ যাচাইকরণ
[খ] বাছাইকরণ
[গ] ছাঁটাইকরণ
[ঘ] সিদ্ধান্তগ্রহণ

৮৪. কোনো প্রকল্পের প্রত্যক্ষ প্রমাণে কোনটির সহায়তা নেয়া যায়?
✅ নিরীক্ষণ
[খ] অবরোহ অনুমান
[গ] ঘটনা সংকলন
[ঘ] কল্পনাশক্তি

৮৫. প্রকল্প প্রমাণের দ্বিতীয় প্রমাণটি কী?
[ক] সমর্থন
✅ অনন্য সাধারণ প্রকৃতি
[গ] আরোহ সমন্বয়
[ঘ] স্বয়ংসম্পূর্ণ প্রকৃতি

৮৬. নিরীক্ষন ও পরীক্ষণের সাহায্যে প্রকল্প প্রমাণ করাকে কী বলে?
✅ প্রত্যক্ষ সমর্থন
[খ] পরোক্ষ সমর্থন
[গ] আরোহ সমন্বয়
[ঘ] সংকট উত্তরক দৃষ্টান্ত

৮৭. প্রত্যক্ষ অভিজ্ঞতার ভিত্তিতে যাচাইকৃত প্রকল্পকে কী বলে?
[ক] যাচাইকরণ
✅ প্রত্যক্ষ যাচাইকরণ
[গ] পরোক্ষ যাচাইকরণ
[ঘ] বাছাইকরণ

৮৮. কখন প্রকল্প তত্ত্বের মর্যাদা লাভ করে?
[ক] প্রাসঙ্গিক হলে
✅ যাচাইয়ের মাধ্যমে প্রমাণিত হলে
[গ] যৌক্তিক হলে
[ঘ] বাস্তব ঘটনা নির্ভর হলে

৮৯. প্রকল্প প্রণয়নে ঘটনা ব্যাখ্যায় পর্যাপ্ত না হলে কী ঘটে?
[ক] প্রকল্পটি বাতিল হয়
[খ] প্রকল্পটি অপ্রাসঙ্গিক হয়
[গ] প্রকল্পটি বৈধ হয়
✅ প্রকল্পটি অবৈধ হয়

hsc logic mcq question answer. hsc logic guide pdf download. HSC যুক্তিবিদ্যা MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি যুক্তিবিদ্যা নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক যুক্তিবিদ্যা বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৯০. সংকট উত্তরক দৃষ্টান্তের অপর নাম কী?
[ক] অনন্য দৃষ্টান্ত
[খ] চরম অনুমান
✅ চরম দৃষ্টান্ত
[ঘ] চরম আরোহ

৯১. প্রতিদ্বন্দ্বী প্রকল্পগুলোর মধ্যে সংঘাত নিরসন করে-
✅ চরম দৃষ্টান্ত
[খ] সাময়িক প্রকল্প
[গ] প্রতিবেদক অনুকল্প
[ঘ] আরোহ সমন্বয়

৯২. প্রকল্পের প্রমাণ হলোন্ডে
i. অনন্য সাধারণ প্রকৃতি
ii. স্বয়ংসম্পূর্ণ প্রকৃতি
iii. আরোহ সমন্বয়

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৯৩. সংকট উত্তরক দৃষ্টান্ত কত প্রকার?
✅ দুই
[খ] তিন
[গ] চার
[ঘ] পাঁচ

৯৪. সংকট উত্তরক দৃষ্টান্ত পাওয়া যায় কীভাবে?
[ক] প্রকৃতির নিয়মে
[খ] কার্যকারনে
[গ] ধারণা গঠনে
✅ পরীক্ষণে

৯৫. যখন পরীক্ষণের সাহায্যে নিয়ন্ত্রিত পরিবেশে সংকট উত্তরক দৃষ্টান্ত সংগ্রহ করা হয় তখন তাকে কী বলে?
[ক] চরম দৃষ্টান্ত
[খ] চরম সংকট
✅ চরম পরীক্ষণ
[ঘ] চরম নিরীক্ষণ

৯৬. ‘ভবিষ্যদ্বাণী করার ক্ষমতা হলো প্রকল্পের অন্যতম প্রমাণ’ উক্তিটি কোন যুক্তিবিদের?
✅ হিউওয়েল
[খ] বেকন
[গ] বেইন
[ঘ] মিল

৯৭. প্রকল্পকে প্রত্যক্ষভাবে যাচাই করা হয়-
i. অবরোহ পদ্ধতির সাহায্যে
ii. নিরীক্ষণের সাহায্যে
iii. পরীক্ষণের সাহায্য

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৯৮. পরীক্ষণের মাধ্যমে প্রাপ্ত বিশেষ দৃষ্টান্ত হলো-
i. সংকট উত্তরক পরীক্ষণ
ii. চরম পরীক্ষণ
iii. চরম সংকটের পরীক্ষণ

নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ৯৯ ও ১০০ নম্বর প্রশ্নের উত্তর দাও:
কোনো এক চোর সিঁদ কেটে একটি বাড়িতে চুরি করল। অনুসন্ধানকারী দারোগা কয়েকজনকে চোর বলে সন্দেহ করলেন। তিনি বুঝে উঠতে পারলেন না, কে প্রকৃত চোর। এরূপ অবস্থায় তিনি সিঁদ কাটা মাটির উপর একটি পায়ের ছাপ দেখতে পেলেন। এ পায়ের ছাপ পরীক্ষা করেই তিনি
প্রকৃত চোরকে ধরে ফেললেন।

৯৯. উদ্দীপকে ‘পায়ের ছাপ' প্রকল্পের কীসের আওতাভুক্ত?
[ক] চরম পরীক্ষণের
✅ চরম দৃষ্টান্তের
[গ] ব্যাখ্যামূলক প্রকল্পের
[ঘ] বর্ণনামূলক প্রকল্পের

১০০. উক্ত প্রকল্পটি
i. একটি প্রকল্পের সত্যতাকে প্রমাণ করে
ii. অন্যান্য প্রকল্পের সত্যতাকে অপ্রমাণ করে
iii. ব্যাখ্যাদানে সাহায্য করে

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

No comments:

Post a Comment