G

HSC যুক্তিবিদ্যা ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৫

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Logic 2nd paper mcq question and answer. HSC Logic 2nd paper mcq questions pdf download. HSC Logic 2nd paper mcq guide pdf.

উচ্চ মাধ্যমিক
যুক্তিবিদ্যা
দ্বিতীয় পত্র

বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-৫

HSC Logic 2nd Paper
MCQ
question and answer pdf download

১. কার্যকারণের মূল কথা হলো-
i. সব ঘটনার পেছনে একটি কারণ আছে
ii. কারণ ছাড়া কোন ঘটনাই সংঘটিত হতে পারে না
iii. কারণ ছাড়া কার্য ঘটে না

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ২ ও ৩ নম্বর প্রশ্নের উত্তর দাও:
তামান্না ও সাদিয়া প্রতিদিনের মতো কলেজে যাচ্ছে, কলেজের কাছে আসতেই তামান্না সাদিয়াকে বললো, দেখ ছাত্রছাত্রীরা ছোটাছুটি করছে। সাদিয়া বললো, চল আমরা তাড়াতাড়ি বাড়ি যাই, মনে হয় মারামারি হচ্ছে।

২. ছাত্রছাত্রীরা ছোটাছুটি করলে মারামারি হয়। সাদিয়ার ধারণাটি যে ধরনেরত
i. অভিজ্ঞতাভিত্তিক
ii. অনুমানভিত্তিক
iii. বুদ্ধিভিত্তিক

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও ii

৩. উদ্দীপকে যে তথ্যটি তুলে ধরা হয়েছে তা কোন মতবাদকে সমর্থন করে?
[ক] পরিশেষ পদ্ধতি
✅ অন্বয়ী পদ্ধতি
[গ] সহপরিবর্তন পদ্ধতি
[ঘ] ব্যতিরেকী পদ্ধতি

উদ্দীপকের আলোকে ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও:
রুমানার মা বললেন, রুমানার A+ পাওয়ার কারণ ভিকারুননিসায় পড়াশোনা করা। রুমানার খালা বললেন, আমার মেয়ে ভালো প্রাইমারি স্কুলে পড়েছে।তাই এখন সে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে।

৪. রুমানার মায়ের বক্তব্যে অন্বয়ী পদ্ধতির কোন অনুপপত্তি ঘটেছে?
✅ অনিরীক্ষণ
[খ] ভ্রান্ত নিরীক্ষণ
[গ] শর্তকে কারণ হিসেবে বিবেচনা করা
[ঘ] কাকতালীয়

৫. রুমানার মা ও খালার বক্তব্যে মিল হচ্ছে-
i. উভয়ের ক্ষেত্রে অনুপপত্তি ঘটেছে
ii. উভয়েই কার্যকারণ নির্ণয়ে সচেষ্ট
iii. উভয়ই পরীক্ষণমূলক পদ্ধতি

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও ii

নিচের উদ্দীপকটি পড় এবং ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর দাও:
দৃশ্যকল্প-১: আলেয়া দীর্ঘদিন ধরে অসুস্থ। ডাক্তারের পরামর্শ মতে বিভিন্ন ঔষধের সাথে পানি মিশিয়ে খেল। এতে সে সুস্থ হলো। অতএব, সে সিদ্ধান্ত নিল পানি রোগ মুক্তির কারণ।
দৃশ্যকল্প-২: লিপির জন্মদিনের কেক যারা খেয়েছিল তারাই অসুস্থ হয়েছিল। যারা খায়নি তারা অসুস্থ হয়নি। অতএব, কেক অসুস্থতার কারণ।

৬. দৃশ্যকল্প-১ এ কোন পদ্ধতিকে নির্দেশ করে?
[ক] ব্যতিরেকী পদ্ধতি
✅ অন্বয়ী পদ্ধতি
[গ] সহপরিবর্তন পদ্ধতি
[ঘ] যৌথ অন্বয়ী-ব্যাতিরেকি পদ্ধতি

৭. উদ্দীপকের যে দৃশ্যকল্পে অনুপপত্তি ঘটেছেত
i. দৃশ্যকল্প-১
ii. দৃশ্যকল্প-২
iii. দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২

নিচের কোনটি সঠিক
✅ i
[খ] ii
[গ] iii
[ঘ] i ও ii

নিচের উদ্দীপকটি পড় এবং এর ভিত্তিতে ৮ ও ৯ নম্বর প্রশ্নের উত্তর দাও:
মিজানের জ্বর। ডাক্তার জ্বর মাপার জন্য থার্মোমিটার দিয়ে দেখলেন তাপমাত্রা যত বাড়ে পারদের স্তরও তত বাড়ে। ওষুধ আনতে গিয়ে মিজানের বাবা দেখলেন ওষুধের সরবরাহ কম বলে ওষুধের দাম বেশি।

৮. উদ্দীপকে ‘তাপমাত্রা পারদের স্তর বৃদ্ধি’ কোন ধরনের পরিবর্তন?
[ক] প্রত্যক্ষ পরিবর্তন
[খ] পরোক্ষ পরিবর্তন
✅ সদর্থক পরিবর্তন
[ঘ] নঞর্থক পরিবর্তন

৯. উদ্দীপকে ১ম পরিবর্তন ও ২য় পরিবর্তনের মধ্যে তুলনা করলে দেখা যায় যে উভয়-
[ক] অন্বয়ী পদ্ধতি
[খ] ব্যতিরেকী পদ্ধতি
✅ সহপরিবর্তন পদ্ধতি
[ঘ] পরিবেশ পদ্ধতি

নিচের উদ্দীপক থেকে ১০ ও ১১ নম্বর প্রশ্নের উত্তর দাও:
মিনু রবিবারের পরীক্ষা দিতে যাবার আগে ডিম খেয়েছিল। তাই সে দিনের পরীক্ষাটি খারাপ হয়েছে। কিন্তু আজ ডিম খায়নি এবং পরীক্ষা ভালো হয়েছে।

১০. উদ্দীপকটি কোন ধরনের পরীক্ষণাত্মক পদ্ধতির দৃষ্টান্ত?
[ক] অন্বয়ী
✅ ব্যতিরেকী
[গ] সহপরিবর্তন
[ঘ] পরিশেষ

১১. ডিম খাওয়ার সঙ্গে পরীক্ষা খারাপ দেয়ার সম্পর্কটি-
i. কার্যকারণের ভ্রান্ত প্রয়োগ
ii. শর্তকে কারণ মনে করা
iii. সহকার্যকে কারণ মনে করা

নিচের কোনটি সঠিক
[ক] i
✅ ii
[গ] iii
[ঘ] i, ii ও ii

১২. কার্য-কারণ কোন ধরনের পদ?
[ক] জাতিবাচক পদ
✅ সাপেক্ষ পদ
[গ] সদর্থক পদ
[ঘ] বিশিষ্ট পদ

১৩. অন্যান্য সকল অবস্থা অপরিবর্তিত থাকলে- ‘প্যারাসিটামল খেলে জ্বর সারে।' - এটি যে পদ্ধতির সাহায্যে প্রাপ্ত সিদ্ধান্ত তা হলো-
[ক] অন্বয়ী পদ্ধতি
✅ ব্যতিরেকী পদ্ধতি
[গ] যৌথ অন্বয়ী-ব্যতিরেকী
[ঘ] পরিশেষ পদ্ধতি

১৪. সহপরিবর্তন পদ্ধতির রূপ কয়টি?
✅ ২টি
[খ] ৩টি
[গ] ৪টি
[ঘ] ৫টি

১৫. নিচের কোনটি মিশ্র কার্য?
[ক] বাতাসের বেগ
[খ] দাঁড়ের টান
✅ নৌকার বেগ
[ঘ] নদীর স্রোত

১৬. ‘অপনয়ন' কথার অর্থ কী?
✅ বর্জন
[খ] গ্রহণ
[গ] অর্জন
[ঘ] বিয়োজক

১৭. কোনো অফিসে ১০ জন কর্মচারী পেটের পীড়ায় আক্রান্ত হলো। এক্ষেত্রে কার্যকারণ নির্ণয়ের জন্য কোন পদ্ধতি গ্রহণ করতে হবে?
✅ অন্বয়ী
[খ] ব্যতিরেকী
[গ] সহপরিবর্তন
[ঘ] পরিশেষ

১৮. সহপরিবর্তন পদ্ধতি কোন কোন পদ্ধতির বিশেষ রূপান্তরিত অবস্থা?
✅ অন্বয়ী ও ব্যতিরেকী
[খ] ব্যতিরেকী ও পরিশেষ
[গ] অন্বয়ী ও পরিশেষ
[ঘ] পরিশেষ ও যৌথ পদ্ধতি

১৯. অন্বয়ী পদ্ধতি কোন ধরনের?
✅ সাদৃশ্যের
[খ] পার্থক্যের
[গ] পরিবর্তনের
[ঘ] বৈসাদৃশ্যের

২০. জামিল সাহেব চলন্ত ট্রেনে দেখছেন গাছপালা, ক্ষেত খামার পিছনের দিকে দৌড়াচ্ছে। এটি কোন বিষয়ের সাথে সম্পর্কযুক্ত?
✅ নিরীক্ষণ
[খ] পরীক্ষণ
[গ] প্রকল্প
[ঘ] সামান্যীকরণ

২১. আম খেলে ফোঁড়া হয়’ নিম্নের কোনটির সাথে সম্পর্কিত?
[ক] ব্যতিরেকী পদ্ধতি
✅ অন্বয়ী পদ্ধতি
[গ] যৌথ অন্বয়ী-ব্যতিরেকী
[ঘ] ব্যতিরেকী

২২. পরীক্ষণ নির্ভর পদ্ধতি কোনটি?
[ক] অন্বয়ী পদ্ধতি
[খ] সহপরিবর্তন
[গ] যৌথ অন্বয়ী-ব্যতিরেকী
✅ ব্যতিরেকী

২৩. কার্য ও কারণ সম্পর্ক নির্ণয়ের নিশ্চিত পদ্ধতি কোনটি?
[ক] অন্বয়ী
✅ ব্যতিরেকী
[গ] সহপরিবর্তন
[ঘ] পরিশেষ

২৪. ‘কার্যকে বাদ দিলে যদি কারণের কোনো অঙ্গহানি না ঘটে তাহলে তা কারণ বা কারণের অংশ নয়'- এটি কোন পদ্ধতির অপনয়নের সূত্র?
[ক] অন্বয়ী
✅ ব্যতিরেকী
[গ] সহপরিবর্তন
[ঘ] পরিশেষ

২৫. অন্বয়ী-ব্যতিরেকী পদ্ধতির যৌথরূপ কোনটি?
[ক] অন্বয়ী
[খ] ব্যতিরেকী
✅ যৌথ অন্বয়ী-ব্যতিরেকী
[ঘ] সহপরিবর্তন

২৬. কারণের গুণগত বৈশিষ্ট্য কী?
[ক] বস্তুর নিত্যতা
[খ] শক্তির নিত্যতা
✅ অভেদ নিয়ম
[ঘ] আপেক্ষিকতার নিয়ম

২৭. সহপরিবর্তন শব্দটির অর্থ হলো-
[ক] বিপরীত পরিবর্তন
✅ পারস্পরিক পরিবর্তন
[গ] ধীরে ধীরে পরিবর্তন
[ঘ] প্রগতির সঙ্গে পরিবর্তন

২৮. একটি হোস্টেলে ১৫ জন ছাত্র ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত হলো। এ ক্ষেত্রে কার্য-কারণ নির্ণয়ের জন্য কোন পদ্ধতি গ্রহণ করতে হবে?
✅ অন্বয়ী
[খ] ব্যতিরেকী
[গ] সহপরিবর্তন
[ঘ] পরিশেষ

২৯. প্রয়োগক্ষেত্রের ব্যাপকতা, সহজ-সরল ও প্রকল্প প্রণয়নে সহায়তাত কোন পদ্ধতির সুবিধা?
✅ অন্বয়ী
[খ] ব্যতিরেকী
[গ] সহপরিবর্তন
[ঘ] পরিশেষ

hsc logic mcq question answer. hsc logic guide pdf download. HSC যুক্তিবিদ্যা MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি যুক্তিবিদ্যা নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক যুক্তিবিদ্যা বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৩০. ‘কার্যকারণ নীতি’ আরোহের কোন ধরনের ভিত্তি?
✅ আকারগত
[খ] বস্তুগত
[গ] আদর্শগত
[ঘ] গুণগত

৩১. কাকতালীয় অনুপপত্তির উদ্ভব হয় কোন ক্ষেত্রে?
[ক] সহপরিবর্তন পদ্ধতি
[খ] অন্বয়ী পদ্ধতি
[গ] পরিশেষ পদ্ধতি
✅ ব্যতিরেকী পদ্ধতি

৩২. 'সব বিষয়ে মিল' এবং শুধু একটি বিষয়ে অমিল' - যে পদ্ধতির মূল বিবেচ্য বিষয় তাহলো-
i. অন্বয়ী পদ্ধতির
ii. ব্যতিরেকী পদ্ধতির
iii. যৌথ অন্বয়ী-ব্যতিরেকী পদ্ধতির

নিচের কোনটি সঠিক
[ক] i
✅ ii
[গ] iii
[ঘ] i, ii ও iii

৩৩. ব্যতিরেকী পদ্ধতির ক্ষেত্রে কোন বক্তব্যটি যথার্থ?
i. নিশ্চিত সিদ্ধান্ত পাওয়া যায়
ii. অন্য পদ্ধতির সিদ্ধান্ত যাচাই করা যায়
iii. সম্পূর্ণ নিরীক্ষণের পদ্ধতি

নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৪. ‘পরিশেষ পদ্ধতির’ অর্থ হলো-
i. যোগফল
ii. বিয়োগফল
iii. ভাগশেষ

নিচের কোনটি সঠিক
[ক] i
✅ ii
[গ] iii
[ঘ] i, ii ও iii

৩৫. যৌথ অন্বয়ী-ব্যতিরেকী পদ্ধতির সুবিধা-
i. নিশ্চিত সিদ্ধান্ত
ii. প্রায়োগিক
iii. প্রকল্প সহায়ক

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
✅ ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

উদ্দীপকটি পড়ে ৩৬ ও ৩৭ নম্বর প্রশ্নের উত্তর দাও:
তথ্য-১:
পূর্বগ - অনুগ
X, Y, Z - L, M, N
X, P, Q - L, S, T
X, U, V - L, W, X
সুতরাং, X হয় L এর কারণ।
তথ্য-২:
পূর্বগ - অনুগ
X, Y, Z – L, M, N
X, Y, - L, M
সুতরাং, Z হচ্ছে N এর কারণ।

৩৬. উদ্দীপকে তথ্য-১ এ কোন পদ্ধতির প্রকাশ ঘটেছে?
✅ অন্বয়ী পদ্ধতি
[খ] ব্যতিরেকী পদ্ধতি
[গ] যৌথ অন্বয়ী- ব্যতিরেকী পদ্ধতি
[ঘ] সহপরিবর্তন পদ্ধতি

৩৭. উদ্দীপকে ১নং ও ২নং তথ্য দ্বারা নিচের কোনটি নির্দেশ করে?
✅ অন্বয়ী ব্যতিরেকী
[খ] ব্যতিরেকী-অন্বয়ী
[গ] সহপরিবর্তন-পরিশেষ
[ঘ] পরিশেষ-সহপরিবর্তন

৩৮. নেপচুন গ্রহ ও আর্গন গ্যাস আবিষ্কারে প্রয়োগ করা হয়েছে কোন পদ্ধতি?
[ক] ব্যতিরেকী
✅ পরিশেষ
[গ] সহপরিবর্তন
[ঘ] যৌথ

উদ্দীপকটি পড়ে ৩৯ ও ৪০ নম্বর প্রশ্নের উত্তর দাও:
কাফি'র এক আত্মীয় হঠাৎ মারা গেল। কাফি কিছুতেই নিজের মনকে বোঝাতে পারছিল না। তাই সে ডাক্তারের কাছে ছুটে গেল। ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে জানালো যে, তার আত্মীয় হৃদরোগের কারণে মারা গেছেন।

৩৯. উদ্দীপকে ডাক্তারের পরীক্ষা-নিরীক্ষার উদ্দেশ্য কী?
[ক] প্রকৃতির নিয়ম আবিষ্কার করা
[খ] অপনয়নের সূত্র আবিষ্কার করা
✅ কার্যকারণ নিয়ম আবিষ্কার করা
[ঘ] আকারগত কারণ আবিষ্কার করা

HSC যুক্তিবিদ্যা ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৫

৪০. উদ্দীপকে যে নিয়মের ইঙ্গিত পাওয়া যায় তা একটিত
i. স্বতঃমিথ্যা নিয়ম
ii. স্বতঃসিদ্ধ নিয়ম
iii. সর্বজনীন নিয়ম

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
✅ ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

উদ্দীপকটি পড়ে ৪১ ও ৪২ নম্বর প্রশ্নের উত্তর দাও:
গণি মিয়ার ছোট ছেলের জন্মের পরই ঐ বছর তার ক্ষেতে ভালো কৃষক ফসল হলো। এ থেকে তিনি ধারণা করলেন ছেলের জন্মই তার ক্ষেতের ভালো ফসলের কারণ।

৪১. উদ্দীপকে বর্ণিত ধারণাতে কোন পদ্ধতির ভ্রান্ত প্রয়োগ ঘটেছে?.
[ক] পরিশেষ
[খ] অন্বয়ী
[গ] সহপরিবর্তন
✅ ব্যতিরেকী

৪২. উদ্দীপকে বর্ণিত ছেলের জন্ম ও ভালো ফসল এর মধ্যে নেই-
i. কার্যকারণ সম্পর্ক
ii. যৌক্তিক সম্পর্ক
iii. কাকতালীয় সম্পর্ক

নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

উদ্দীপকটি পড়ে ৪৩ নম্বর প্রশ্নের উত্তর দাও:
কলি তার বান্ধবী বিথিকে বললো যে, আমি যেদিন চটপটি খাই, সেদিনই আমার পেটের সমস্যা দেখা দেয়, বিথি জিজ্ঞাসা করল, যেদিন চটপটি খাওনা সেদিন কি পেটে সমস্যা হয়? কলি বললো, ‘না’। তারা মনে করল চটপটি খাওয়ার জন্যই পেটে সমস্যা হয়।

৪৩. উদ্দীপকে বর্ণিত কলির বক্তব্যের মাধ্যমে কীসের প্রতিফলন ঘটেছে?
[ক] যৌথ অন্বয়ী-ব্যতিরেকী পদ্ধতির
✅ অন্বয়ী পদ্ধতির
[গ] সহপরিবর্তন পদ্ধতির
[ঘ] পরিশেষ পদ্ধতির

৪৪. বৈজ্ঞানিক পদ্ধতির উদ্দেশ্য হলো বস্তু বা ঘটনাসমূহের আকার আবিষ্কার করা’- উক্তিটি কার?
✅ বেকন
[খ] বেইন
[গ] মিল
[ঘ] রিড

৪৫. মিলের পরীক্ষণাত্মক পদ্ধতির অপর নাম কী?
✅ আরোহমূলক পদ্ধতি
[খ] অবরোহমূলক পদ্ধতি
[গ] সহায়ক পদ্ধতি
[ঘ] নিরীক্ষণমূলক পদ্ধতি

৪৬.নিচের কোন পদ্ধতি পরীক্ষণমূলক পদ্ধতির ভিত্তি হিসেবে কাজ করে?
[ক] ব্যতিরেকী
[খ] যৌথ অন্বয়ী-ব্যতিরেকী
✅ অপনয়ন
[ঘ] পরিশেষ

৪৭. কোনো ঘটনাবলির অবান্তর বিষয়কে পর্যবেক্ষণ থেকে বাদ দেওয়াকে কী বলে?
✅ অপনয়ন
[খ] কার্যকারণ
[গ] অবরোহ
[ঘ] আরোহু

৪৮. পরীক্ষণ পদ্ধতিকে অপনয়নের পদ্ধতি বলে অভিহিত করেছেন-
[ক] ওয়েলটন ও বেইন
[খ] কার্ডেথ রিড ও জেভেন্স
[গ] এরিস্টটল ও বেকন
✅ মিল ও বেইন

৪৯. 'পূর্ববর্তী ঘটনার মধ্য থেকে যে অংশ বাদ দিলে কার্যের কোন ক্ষতি হয় না, সে অংশটি কারণের অংশ হতে পারেনা।’ ওপরে বর্ণিত অপনয়নের সূত্রটি কে প্রদান করেন?
[ক] জে এস মিল
[খ] ড. পি কে রায়
✅ বেইন
[ঘ] কপি

৫০. কোন যুক্তিবিদ অপনয়ন সূত্র প্রণয়ন করেন?
[ক] রিড
✅ বেইন
[গ] বেকন
[ঘ] মিল

৫১. কার্যকারণ সম্পর্ক নির্ণয়ে অপনয়ন পদ্ধতির সূত্র কয়টি?
ক দুইটি
[খ] তিনটি
✅ চারটি
[ঘ] পাঁচটি

৫২. অপনয়ন পদ্ধতির ধরন কীরূপ?
[ক] ইতিবাচক
✅ নেতিবাচক
[গ] সদর্থক
[ঘ] সার্বিক

৫৩. পরীক্ষণমূলক পদ্ধতি হলো-
i. অন্বয়ী পদ্ধতি
ii. ব্যতিরেকী পদ্ধতি
iii. সহপরিবর্তন পদ্ধতি

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৫৪. অপনয়নের সূত্রগুলো আবিষ্কার করেন-
i. মিল
ii. যোসেফ
iii. বেন

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii


নিচের উদ্দীপকটি পড়ে ৫৫ ও ৫৬ নম্বর প্রশ্নের উত্তর দাও:
শিহাব স্কুল হতে ফিরে দেখল যে ওর বাবা বিছানায় শুয়ে আছে। বাবার কাছে গিয়ে বুঝতে পারল যে ওর বাবার জ্বর হয়েছে। জ্বর পরীক্ষা করার জন্য শিহাব বাবার কপালে হাত দিল এবং বুঝতে পারল যে, বাবার জ্বর হয়েছে।

৫৫. উদ্দীপকে বর্ণিত ঘটনার সাথে পাঠ্যপুস্তকের কোন বিষয়ের মিল রয়েছে?
✅ পরীক্ষণের
[খ] কার্যকারণের
[গ] ঘটনার
[ঘ] কারণের

৫৬. উক্ত বিষয়ের বৈশিষ্ট্য হলো, এটি-
i. অভিজ্ঞতা নির্ভর
ii. প্রমাণ নির্ভর
iii. নিরীক্ষণ নির্ভর

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৫৭. অন্বয়ী কী ধরনের পদ্ধতি?
✅ নিরীক্ষণধর্মী
[খ] ব্যতিরকী পদ্ধতি
[গ] জটিল পদ্ধতি
[ঘ] সহপরিবর্তন পদ্ধতি

৫৮. 'কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের প্রথম পদ্ধতির নাম কী?
✅ অন্বয়ী পদ্ধতি
[খ] ব্যতিরকী পদ্ধতি
[গ] যৌথ পদ্ধতি
[ঘ] সহপরিবর্তন পদ্ধতি

৫৯. যুক্তিবিদ মিলের কার্যকারণ প্রমাণ পদ্ধতির মধ্যে কোনটি সর্বাধিক উৎকৃষ্ট?
✅ অন্বয়ী পদ্ধতি
[খ] যৌথ পদ্ধতি
[গ] সহপরিবর্তন পদ্ধতি
[ঘ] পরিশেষ পদ্ধতি

hsc logic mcq question answer. hsc logic guide pdf download. HSC যুক্তিবিদ্যা MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি যুক্তিবিদ্যা নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক যুক্তিবিদ্যা বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৬০. অন্বয়ী পদ্ধতির স্বরূপ কী?
[ক] কারণ থেকে কার্য আবিষ্কার করা হয়
[খ] কার্য থেকে কারণ আবিষ্কার করা হয়
✅ কার্য ও কারণ দুই-ই আবিষ্কার করা হয়
[ঘ] সার্বিক সিদ্ধান্ত টানা হয়

৬১. একটি হোস্টেলে ২০ জন ছাত্র ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত হলো। এক্ষেত্রে কার্যকারণ নির্ণয়ের জন্য কোন পদ্ধতি গ্রহণ করতে হবে?
✅ অন্বয়ী
[খ] ব্যতিরেকী
[গ] সহপরিবর্তন
[ঘ] পরিশেষ

৬২. প্রয়োগক্ষেত্রের ব্যাপকতা, সহজ-সরল ও প্রকল্প প্রণয়নে সহায়তা কোন পদ্ধতির সুবিধা?
✅ অন্বয়ী
[খ] ব্যতিরেকী
[গ] সহপরিবর্তন
[ঘ] পরিশেষ

৬৩. অন্বয়ী পদ্ধতির সিদ্ধান্ত কেমন হবে?
[ক] নিশ্চিত
[খ] স্থায়ী
✅ সম্ভাব্য
[ঘ] অসম্ভব

৬৪. কোন পদ্ধতি প্রয়োগে গবেষণাগারে যন্ত্রপাতির প্রয়োজন হয় না?
[ক] ব্যতিরেকী
[খ] পরিশেষ
[গ] সহপরিবর্তন
✅ অন্বয়ী

৬৫. চন্দ্রগ্রহণ, ঘূর্ণিঝড়, বন্যার মতো ঘটনা ব্যাখ্যার জন্য কোন পদ্ধতি সহায়ক?
[ক] ব্যতিরেকী
✅ অন্বয়ী
[গ] পরিশেষ
[ঘ] সহপরিবর্তন

৬৬. অন্বয়ী পদ্ধতিতে অপনয়নের কোন সূত্র প্রয়োগ করা হয়?
✅ প্রথম
[খ] দ্বিতীয়
[গ] তৃতীয়
[ঘ] চতুর্থ

৬৭. কার্য থেকে কারণ এবং কারণ থেকে কার্য উভয় দিকে গমন করা যায় কোন পদ্ধতিতে?
[ক] পরিশেষ পদ্ধতিতে
[খ] সহপরিবর্তন পদ্ধতিতে
✅ অন্বয়ী পদ্ধতিতে
[ঘ] যৌথ অন্বয়-ব্যতিরেকী পদ্ধতিতে

৬৮. অন্বয়ী পদ্ধতিকে ‘একক অন্বয়ী পদ্ধতি' হিসেবে অভিহিত করেছেন কোন যুক্তিবিদ?
[ক] মেলোন ও যোসেফ
[খ] কফি ও জেভন্স
[গ] বেইন ও রিড
✅ কফি ও মেলোন

৬৯. ব্যতিরেকী পদ্ধতিতে অপনয়নের কোন সূত্র প্রয়োগ করা হয়?
[ক] প্রথম
✅ দ্বিতীয়
[গ] তৃতীয়
[ঘ] চতুর্থ

৭০. কার্যকারণ সংক্রান্ত কোন প্রমাণ পদ্ধতিতে কেবল দুটো দৃষ্টান্ত প্রয়োজন হয়?
✅ ব্যতিরেকী
[খ] অন্বয়ী
[গ] যৌথ
[ঘ] পরিশেষ

৭১. চুম্বকের আকর্ষণ’ এ বিষয়টির কার্যকারণ সম্পর্ক কোন পদ্ধতিতে আবিষ্কার করা হয়?
[ক] অন্বয়ী
✅ ব্যতিরেকী
[গ] সহপরিবর্তন
[ঘ] পরিশেষ

৭২. কোন পদ্ধতিতে পার্থক্যের বিষয় প্রথম দৃষ্টান্তে উপস্থিত থাকে, দ্বিতীয় দৃষ্টান্তে অনুপস্থিত থাকে?
[ক] অন্বয়ী
✅ ব্যতিরেকী
[গ] পরিশেষ
[ঘ] সহপরিবর্তন

৭৩. পুত্র সন্তানের জন্মদানই করিম সাহেবের ব্যবসায় উন্নতির একমাত্র কারণ - এখানে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
✅ কার্যকারণ সংকান্ত অনুপপত্তি
[খ] অনিরীক্ষণজনিত
[গ] কাকতালীয় অনুপপত্তি
[ঘ] অবৈধ সার্বিকীকরণ অনুপপত্তি

৭৪. শিক্ষক শ্রেণিকক্ষে বলেন, পরীক্ষণমূলক একটি পদ্ধতির সাহায্যে নিশ্চিত তথ্য পাওয়া যায়। নিচের কোনটি শিক্ষকের বর্ণিত পদ্ধতি?
[ক] অন্বয়ী
[খ] যৌথ অন্বয়ী-ব্যতিরেকী
[গ] সহপরিবর্তন
✅ ব্যতিরেকী

৭৫. ‘পা পিছলে যাওয়াই হলো লোকটির গাছ থেকে পড়ে যাওয়ার কারণ’- এ সিদ্ধান্তে কোন অনুপপত্তি ঘটেছে?
✅ কাকতালীয় অনুপপত্তি
[খ] অনিরীক্ষণজনিত অনুপপত্তি
[গ] দূরবর্তী শর্তকে কারণ হিসেবে গ্রহণজনিত অনুপপত্তি
[ঘ] শর্তকে কারণ হিসেবে গ্রহণজনিত অনুপপত্তি

৭৬. 'লবণ দিলে তরকারি স্বাদ হয়, না দিলে হয় না’- এখানে কোন অনুপপত্তি ঘটেছে?
[ক] কাকতালীয় অনুপপত্তি
[খ] অবৈধ সার্বিকীকরণ অনুপপত্তি
✅ কার্যকারণ সংক্রান্ত অনুপপত্তি
[ঘ] কার্য-অবস্থান সংক্রান্ত অনুপপত্তি

৭৭. যেকোনো একটি শর্তকে কারণ হিসেবে গ্রহণ করলে কোন অনুপপত্তি ঘটবে?
[ক] কারণজনিত
✅ শর্তজনিত
[গ] কার্যজনিত
[ঘ] ব্যাখ্যাজনিত

৭৮. ‘পরীক্ষায় ভালো ফলাফল তার সংসারের সমৃদ্ধির কারণ’- এখানে কোন অনুপপত্তি ঘটেছে?
[ক] কাকতালীয় অনুপপত্তি
[খ] কার্যকারণ সংক্রান্ত অনুপপত্তি
[গ] সহ-অবস্থান অনুপপত্তি
✅ দূরবর্তী শর্তকে কারণ হিসেবে গ্রহণজনিত অনুপপত্তি

৭৯. দূরবর্তী শর্তকে কারণ মনে করা কোন ধরনের অনুপপত্তি?
[ক] কাকতালীয় অনুপপত্তি
✅ কার্যকারণ সংক্রান্ত অনুপপত্তি
[গ] সহ-অবস্থানজনিত অনুপপত্তি
[ঘ] দূরবর্তী শর্তকে কারণ হিসেবে গ্রহণজনিত অনুপপত্তি

৮০. কারণ ও শর্তের মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারে না কোন পদ্ধতি?
✅ ব্যতিরেকী পদ্ধতি
[খ] পরিশেষ পদ্ধতি
[গ] অন্বয়ী পদ্ধতি
[ঘ] সহপরিবর্তন পদ্ধতি

৮১. ব্যতিরেকী পদ্ধতির সাহায্যে স্থাপিত সিদ্ধান্ত কীরূপ?
[ক] সম্ভাব্য
[খ] অসত্য
[গ] সন্দেহজনক
✅ নিশ্চিত

৮২. ব্যতিরেকী পদ্ধতি হলোত
i. পরীক্ষণের পদ্ধতি
ii. সম্ভাব্য সিদ্ধান্তের পদ্ধতি
iii.কার্যকারণ আবিষ্কারের পদ্ধতি

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৩. ব্যতিরেকী পদ্ধতির অনুপপত্তি হলো-
i. কাকতালীয় অনুপপত্তি
ii. কার্যকারণ সংক্রান্ত অনুপপত্তি
iii. দূরবর্তী শর্তকে কারণ হিসেবে গ্রহণজনিত অনুপপত্তি

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৮৪ ও ৮৫ নম্বর প্রশ্নের উত্তর দাও:
দৃশ্যপট-১: গ্রুপের সব ছাত্র ভালো ফলাফল করেছে কারণ তারা পরীক্ষার জন্য সবাই ভালো প্রস্তুতি নিয়েছে।
দৃশ্যপট-২: নিশার জলন্ত মোমটি একটি কাঁচের গস্নাস উপুর করে রাখার ফলে নিভে গেলো। কারণ মোমটির উপর গস্নাসটি উপুর করে রাখাতে সেখানে অক্সিজেনের অভাব ঘটল।

৮৪. দৃশ্যপট-২ কার্যকারণ প্রমাণের কোন পদ্ধতিটিকে নির্দেশ করে?
[ক] অন্বয়ী
✅ ব্যতিরেকী
[গ] সহপরিবর্তন
[ঘ] পরিশেষ

৮৫. দৃশ্যপট-১ ও ২ এর পদ্ধতি দুটির মধ্যে সাদৃশ্য হচ্ছে-
i. উভয়ই কার্যকারণ প্রমাণ পদ্ধতি
ii. দুটি পদ্ধতির পরিধি সমান
iii. দুটিতেই দৃষ্টান্ত নিরীক্ষণ করা হয়

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৬. পরীক্ষণমূলক তৃতীয় পদ্ধতির অর্থ কোনটি?
✅ মিল ও পার্থক্যের পদ্ধতি
[খ] অমিল ও পার্থক্যের পদ্ধতি
[গ] যুক্তি ও পার্থক্যের পদ্ধতি
[ঘ] মুক্তি ও পার্থক্যের পদ্ধতি

৮৭. যৌথ পদ্ধতিতে কয়টি দৃষ্টান্ত প্রয়োজন?
[ক] একটি
✅ দুটি
[গ] তিনটি
[ঘ] চারটি

৮৮. যৌথ অন্বয়ী-ব্যতিরেকী পদ্ধতির অর্থ কোনটি?
✅ মিল ও পার্থক্যের পদ্ধতি
[খ] অমিল ও পার্থক্যের পদ্ধতি
[গ] যুক্তি ও পার্থক্যের পদ্ধতি
[ঘ] মুক্তি ও পার্থক্যের পদ্ধতি

৮৯. যৌথ অন্বয়ী-ব্যতিরেকী পদ্ধতির অসুবিধা কোনটি?
[ক] নিরীক্ষণধর্মী পদ্ধতি
[খ] অন্বয়ীর পরিবর্তিত রূপ
[গ] প্রকল্প গঠনের সহায়ক
✅ সম্ভাব্য সিদ্ধান্ত

hsc logic mcq question answer. hsc logic guide pdf download. HSC যুক্তিবিদ্যা MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি যুক্তিবিদ্যা নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক যুক্তিবিদ্যা বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৯০. যৌথ পদ্ধতি কোন কোন পদ্ধতির সমন্বিত রূপ?
✅ অন্বয়ী ও ব্যতিরেকী
[খ] অন্বয়ী ও পরিশেষ
[গ] ব্যতিরেকী ও পরিশেষ
[ঘ] ব্যতিরেকী ও সহপরির্তন

৯১. যৌথ অন্বয়ী-ব্যতিরেকী পদ্ধতিতে কয়টি অনুপপত্তি সংঘটিত হয়?
[ক] একটি
✅ দুটি
[গ] তিনটি
[ঘ] চারটি

৯২. কার্যের পূর্ববর্তী সংশিস্নষ্ট বিষয়াবলি নিরীক্ষণ না করে সিদ্ধান্ত নিলে কোন অনুপপত্তি ঘটে?
✅ অবস্থাবলির অনিরীক্ষণ অনুপপত্তি
[খ] অবস্থাবলির নিরীক্ষণ অনুপপত্তি
[গ] কাকতালীয় অনুপপত্তি
[ঘ] সহ অবস্থান অনুপপত্তি

৯৩. সহপারবতন পদ্ধতির অপপ্রয়োগে কয়টি অনুপপত্তি ঘটে?
[ক] দুটি
✅ তিনটি
[গ] চারটি
[ঘ] পাঁচটি

৯৪. সহপরিবর্তন পদ্ধতি কোন ধরনের পদ্ধতি?
✅ নিরীক্ষণভিত্তিক পদ্ধতি
[খ] পরীক্ষণভিত্তিক পদ্ধতি
[গ] অনিরীক্ষণভিত্তিক পদ্ধতি
[ঘ] অপরীক্ষণভিত্তিক পদ্ধতি

৯৫. নিরীক্ষণের মাধ্যমে কী সংগ্রহ করা হয়?
[ক] উপাত্ত
[খ] তথ্য
✅ দৃষ্টান্ত
[ঘ] প্রমাণ

৯৬. ‘দেশের তরুণ সমাজ যত বেশি শিক্ষিত ও সচেতন হয়ে উঠে, দেশ থেকে দুর্নীতি তত দ্রুত অপসারিত হতে থাকে। উদ্দীপকে কার্যকারণ পদ্ধতির কোন বিষয়টি প্রযোজ্য?
[ক] অন্বয়ী পদ্ধতি
[খ] ব্যতিরেকী পদ্ধতি
✅ সহপরিবর্তন পদ্ধতি
[ঘ] পরিশেষ পদ্ধতি

৯৭. কয়েকটি শর্তের সমষ্টিকে কী বলা হয়?
[ক] ঘটনা
[খ] অনুপপত্তি
✅ কারণ
[ঘ] বস্তু

৯৮. সহপরিবর্তন পদ্ধতির ভ্রান্ত প্রয়োগে কোন ধরনের অনুপপত্তি ঘটে?
✅ কার্যকারণ সংক্রান্ত অনুপপত্তি
[খ] অনিরীক্ষণ অনুপপত্তি
[গ] নিরীক্ষণ অনুপপত্তি
[ঘ] কাকতালীয় অনুপপত্তি

৯৯. কোন পদ্ধতি গুণগত পরিবর্তনে সহায়ক ভূমিকা পালনে ব্যর্থ?
[ক] অন্বয়ী পদ্ধতি
✅ সহপরিবর্তন পদ্ধতি
[গ] যৌথ পদ্ধতি
[ঘ] পরিশেষ পদ্ধতি

নিচের উদ্দীপকটি পড় এবং ১০০ নম্বর প্রশ্নের উত্তর দাও:
লোকে যতবেশি ভেজাল খাদ্য খাচ্ছে, ততবেশি তাদের স্বাস্থ্যহানী ঘটছে। সুতরাং ভেজাল খাদ্যই স্বাস্থ্যহানীর কারণ।

১০০. উদ্দীপকে কোন অনুপপত্তি ঘটেছে?
[ক] সহ-কার্যজনিত অনুপপত্তি
✅ অনিরীক্ষণ অনুপপত্তি
[গ] কার্যকারণ সংক্রান্ত অনুপপত্তি
[ঘ] কাকতালীয় অনুপপত্তি

No comments:

Post a Comment