G

এক কথায় প্রকাশ - (পর্ব-২)

বাংলা ব্যাকরণ
আলোচ্য বিষয়ঃ
এক কথায় প্রকাশ
(পর্ব-২)
এক কথায় প্রকাশ-(পর্ব-২) বাংলা ব্যাকরণ লেকচার শীট
কথায় যাহা বর্ণনা করা যায় না = অনির্বচনীয়/অবর্ণনীয়
কোথাও হইতে যাহার ভয় নাই = অকুতোভয়
কন্যার সঙ্গে পৃথক বিচার না করিয়া = কন্যা নির্বিশেষে
কর্মে অতিশয় দক্ষ = কর্মকুশল
কর্মে অতিশয় তৎপর = ত্বরিতকর্মা
কর্মের তত্ত্বাবধান যিনি করেন = কর্মাধ্যক্ষ, কর্মকর্তা
কর্মের জন্য নিয়োজিত ব্যক্তি = কর্মচারী
কম বয়স যাহার = কমবয়সী
কোন ভয় নাই যাহার = অকুতোভয়
কষ্টে গমন করা যায় যেখানে = দুর্গম
কি করতে হবে তা বুঝতে পারে না যে = কিংকর্তব্যবিমূঢ়
কেবল নিজেকে নিয়ে ব্যস্ত থাকে যে = আত্মনিষ্ঠ
কোনটা দিক, কোনটা বিদিক, এই জ্ঞান নাই যাহার = দিগ্বিদিকজ্ঞানশূন্য
কেহ জানিতে না পারে এইরূপভাবে = অজ্ঞাতসারে
ক্রমকে বজায় রাখিয়া = যথাক্রমে, ক্রমান্বয়ে
ক্রমে যাহা আসিয়াছে = ক্রমাগত
খ্যাতি আছে যার = খ্যাতিমান
খাইবার ইচ্ছা = ক্ষুধা
খাইবার যোগ্য = খাদ্য
খাওয়ার জন্য যে খরচ = খাইখরচ
খেলায় দক্ষ যিনি = খেলোয়াড়
খুন করিয়াছে যে = খুনী
গ্রীবা যার সুন্দর = সুগ্রীব
গলায় ফাঁস আটিয়ে যে মৃত্যুদন্ড = ফাঁসি
গোপন করার ইচ্ছা = জুগুপ্সা
গাছে পাকা = গাছপাকা
গাছ হইতে পাড়া = গাছপাড়া
গঙ্গার অপত্য = গাঙ্গেয়
গ্রামে প্রস্তুত = গ্রাম্য বা গ্রাম্যজাত
গোলাপের মত রং যাহার = গোলাপী
গভীর রাত্রি = নিশীথ
গোপন করিবার যোগ্য = গোপনীয়
ঘুমাচ্ছে যে = ঘুমন্ত
ঘরের অভাব = হা ঘর
ঘর নাই যার = হা ঘরে
ঘৃতের অল্প গন্ধ যাহাতে = ঘৃতগন্ধী
ঘৃণার যোগ্য = ঘৃণ্য, ঘৃণার্হ
ঘি মাখা ভাত = ঘিভাত
ঘুমাইয়া আছে যে = সুপ্ত
ঘর্ষণ বা পেষণজাত সুগন্ধ = পরিমল
চৈত্র মাসের ফসল = চৈতালী
চাঁদের মতো = চাঁদপনা
চলার শক্তি = চলচ্ছক্তি
চেটে খাওয়া যায় যা = লেহ্য
চুষিয়া খাওয়া যায় যা = চোষ্য
চোখের নিমেষ না ফেলিয়া = অনিমেশ
চক্ষু দ্বারা গৃহীত = চাক্ষুষ
চক্ষুর দ্বারা নিষ্পন্ন = চাক্ষুষ
চক্ষুর সম্মুখে = প্রত্যক্ষ
চক্ষুর আড়ালে = পরোক্ষ
চক্ষুর দ্বারা দৃষ্ট = প্রত্যক্ষীভূত
চন্দ্রের সঙ্গে সম্পর্কযুক্ত = চান্দ্র
চন্দ্র চূড়ান্তে যাহার = চন্দ্রচূড়
চর্বণ করিয়া খাওয়া যায় যাহা = চৰ্য্য
চাটু করে যে = চাটুকার
চিরস্থায়ী নয় যাহা = নশ্বর
চিরকাল ব্যাপিয়া স্থায়ী = চিরস্থায়ী
ছেলে ধরে যে = ছেলেধরা
ছায়া প্রধান তরু = ছায়াতরু
ছল করিয়া কান্না = মায়াকান্না
জীবন পর্যন্ত = আজীবন
জানার ইচ্ছা = জিজ্ঞাসা
জানতে ইচ্ছুক = জিজ্ঞাসু
জলপানের জন্য দেয় অর্থ = জলপানি
জন্ম হতে শুরু করে = আজন্ম
জানু পর্যন্ত লম্বিত = আজানুলম্বিত
জটা আছে যার = জটিল
জয় করিবার ইচ্ছা = জিগীষা
জায়া ও পতি = দম্পতি
জয়সূচক উৎসব = জয়ন্তী
জয়লাভ করিয়াছেন যিনি = জয়ী
জীবন্ত থাকিয়া মৃত = জীবন্ত
জ্বল জ্বল করিতেছে যাহা = জাজ্বল্যমান
জলে ও স্থলে চরে এমন = উভচর
ডুবে যাচ্ছে যা = ডুবন্ত
ঢাকার তৈরি = ঢাকাই
ঢাক বাজায় যে = ঢাকী
তিন ফলের সমাহার = ত্রিফলা
তন্তু দ্বারা বয়ন করে যে = তাঁতী
তিন রাস্তার সমাহার = তেমাথা
ত্বরায় গমন করে যে = তুরগ, তুরঙ্গ, তুরঙ্গম
তুলার দ্বারা তৈরি = তুলোট, তুলট
দিবসের মধ্যভাগ = মধ্যাহ্ন
দিবসের প্রথম ভাগ = পূর্বাহ্
দিবস ও রজনীর সন্ধিক্ষণ = গোধূলি
দর্শনশাস্ত্র জানেন যিনি = দার্শনিক
দিবসের শেষ ভাগ = অপরাহু
দুবার জন্মে যা = দ্বিজ
দুবার ফসল জন্মে যাতে = দুফসলা/দোফসলা
দমন করা যায় না যা = অদম্য
দুইয়ের মধ্যে একটি = অন্যতম
দিনে একবার আহার করে যে = একাহারী
দান করেন যিনি = দাতা
দিন ও রাত্রি ব্যাপিয়া = দিবারাত্রি, আহোরাত্র
দিনের আলো ও রাত্রির অন্ধকারে = সন্ধিক্ষণ/গোধূলী
দেখিবার ইচ্ছা = দিদৃক্ষা
দুঃখে দমন করা যায় যাহাকে = দুর্দমনীয়
দার পরিগ্রহ করেন নাই যিনি = অকৃতদার
দারে থাকে যে = দৌবারিক
দূর ভবিষ্যৎ ভাবিয়া দেখে না যে = অদূরদর্শী
দ্বার রক্ষা করে যে = দ্বরী, দ্বারবান, দারোয়ান
ধার আছে যাতে = ধারালো
ধনুকের ধ্বনি = টঙ্কার

No comments:

Post a Comment