G

এক কথায় প্রকাশ - (পর্ব-১)

বাংলা ব্যাকরণ
আলোচ্য বিষয়ঃ
এক কথায় প্রকাশ
(পর্ব-১)
এক কথায় প্রকাশ-(পর্ব-১) বাংলা ব্যাকরণ লেকচার শীট
আপনাকে যে ভুলিয়া থাকে = আপনভোলা, আত্মভোলা
আদি হইতে অন্ত পর্যন্ত = আদ্যন্ত, আদ্যোপান্ত
আদরের সহিত = সাদরে
আত্মার সম্বন্ধীয় = আধ্যাত্মিক
আত্ম বা যে নিজে বিষয়কেই সর্বস্ব বলিয়া মনে করে = আত্মসর্বস্ব
আত্ম বা নিজ সম্পর্কে সম্পর্কযুক্ত = আত্মীয়
আতপে শুষ্ক = আতপশুষ্ক
আঠা যুক্ত আছে যাহাতে = আঠাল, আঠালো
আচারে যাহার নিষ্ঠা আছে = আচারনিষ্ঠ
আচরণের যোগ্য = আচরণীয়
আকাশের ন্যায় রঙ = আকাশী
আকাশে চরিয়া বেড়ায় যাহা = খেচর, আকাশচারী
আকাশে গমন করে যে = বিহগ, বিহঙ্গ
অহং বা আত্ম সম্বন্ধে অতি চেতনার ভাব = অহমিকা
অস্থায়ীভাবে বাস করিবার মত স্থান = বাসা
অস্ত যাইতে উদ্যত = অস্তোন্মুখ, অস্তায়মান
অসম্ভব কান্ড ঘটাইতে অতিশয় পটু = অঘটনঘটনপটিয়সী
অশ্রুর দ্বারা সিক্ত = অশ্রুসিক্ত
অশ্বে আরোহণ করে যে ব্যক্তি বা সৈনিক = অশ্বারোহী
অশ্ব, রথ হস্তী পদাতিক সৈন্যের সমাহার = চতুরঙ্গ
অর্থ নাই যাহার = নিরর্থক 
অরিকে দমন করে যে = অরিন্দম
অভ্র লেহন করে যে = অভ্রংলেহী
অভিজ্ঞতার অভাব = অনভিজ্ঞতা
অবশ্য ঘটিবে যাহা = অবশ্যম্ভাবী
অপরের দোষ খুঁজে বেড়ায় যে = ছিদ্রান্বেষী
অপরাধ নাই যার = নিরপরাধ
অপত্য হইতে বিশেষ পার্থক্য না করিয়া = অপত্যনির্বিশেষে
অপকার করার ইচ্ছা = অপচিকীর্ষা
অন্যদিকে মন যাহার = অন্যমনস্ক
অন্যদিকে মন নাই যাহার = অন্যমনা
অন্য সময়/বার = বারান্তর
অন্য লিপিতে রূপান্তর = লিপান্তর
অন্য ভাষায় রূপান্তরিত = অনূদিত
অন্য দেশ = দেশান্তর
অন্ন ভক্ষণ করিয়া যে প্রাণ ধারণ করে = অনুগতপ্রাণ
অনেকের মধ্যে এক = অন্যতম
অনুসন্ধান করিতে ইচ্ছুক = অনুসন্ধিৎসু
অনুকরণ করিতে ইচ্ছুক = অনুচিকীষু
অনুকরণ করার ইচ্ছা = অনুচিকীর্ষা
অনায়াসে লাভ করা যায় যাহা = অনায়াসলভ্য
অতি শীতও নয়, গ্রীষ্মও নয় = নাতিশীতোষ্ণ
অতি দীর্ঘ নয় যাহা = নাতিদীর্ঘ
অগ্রে বর্তমান থাকে যে = অগ্রবর্তী
অগ্রে দান গ্রহণ করে যে = অগ্রদানী
অগ্রে জন্মগ্রহণ করেছে যে = অগ্রজ
অগ্রে গমন করে যে = অগ্রগামী
অগ্রসর হইয়া অভ্যর্থনা = প্রত্যুদগমন
অগ্রপশ্চাৎ বিবেচনা করিয়া কাজ করে না যে = অবিমৃষ্যকারী
অক্ষির সম্মুখে = প্রত্যক্ষ
অক্ষির অগোচরে = পরোক্ষ
অকালে যে বোধ = অকালবোধন
কোথাও নত কোথাও উন্নত = বন্ধুর
কূলের সমীপে = উপকূল
কাতর না হয়ে = অকাতরে
কর্মে অতিশয় কুশল = কর্মঠ
কণ্ঠের সমীপে = উপকণ্ঠ
এখন ভস্মে পরিণত হইয়াছে = ভস্মীভূত
এখন বশে আসিয়াছে = বশীভূত
একই স্বামীর পত্নী যারা = সপত্নী
একই সময়ে = যুগপৎ
একই সময় বর্তমান = সমসাময়িক
একই মায়ের সন্তান যাহারা = সহোদর
একই গুরুর শিষ্য যাহারা = সতীর্থ
এক হতে আরম্ভ করে = একাদিক্রমে
এক সঙ্গে পাঠ করে যে = সহপাঠী
এক বিষয়ে নিবিষ্টচিত্ত যার = একাগ্রচিত্ত
এ পর্যন্ত শত্ৰু নাই যার = অজাতশত্রু
এ পর্যন্ত যাহার শত্রু জন্মে নাই = অজাতশত্রু
এ পর্যন্ত দাড়ি গোঁফ জন্মায় নাই যার = অজাতশ্মশ্র
উপায় নাই যাহার = নিরুপায়
উপস্থিত বুদ্ধি আছে যাহার = প্রত্যুৎপন্নমতি
উপকারীর উপকার স্বীকার না করা = অকৃতজ্ঞতা
উপকারীর উপকার স্বীকার করে না যে = অকৃতজ্ঞ
উপকারীর উপকার স্বীকার করা-- কৃতজ্ঞতা
উপকারীর অপকার করে যে = কৃতঘ্ন
উপকারীর অপকার করা = কৃতঘ্নতা
উপকার করার ইচ্ছা = উপচিকীর্ষা
উপকার করতে ইচছুক = উপচিকীষু
উদরই সর্বস্ব যার = উদরসর্বস্ব
উড়ে যাচ্ছে যা = উড্ডীয়মান
ঈষৎ শিক্ষিত = শিক্ষিতকল্প
ঈষৎ রুগ্ন = রোগাটে
ঈষৎ উষ্ণ যাহা = ঈষদুষ্ণ, কবোষ্ণ, কদুষ্ণ
ঈষৎ আমিষ্য গন্ধবিশিষ্ট = আঁষটে
ঈশ্বরে (বা পরলোকে) যাহার বিশ্বাস নেই = নাস্তিক
ঈশ্বরে (বা পরলোকে) যাহার বিশ্বাস আছে = আস্তিক
ইহার তুল্য = ঈদৃশ
ইহলোকে যাহা সামান্য বা সাধারণ নয় = আলোক সামান্য
ইন্দ্রিয়কে জয় করেছে যে = জিতেন্দ্রিয়
ইতিহাস সম্পর্কিত যা = ঐতিহাসিক
ইতিহাস লেখেন যিনি = ঐতিহাসিক
আসমানের মত রঙ = আসমানী
আরাধনার যোগ্য = আরাধ্য
আয়ুর পক্ষে হিতকর = আয়ুষ্য
আয় বুঝে ব্যয় করে না = অমিতব্যয়ী
আয় অনুসারে ব্যয় করেন যিনি = মিতব্যয়ী
আমিষের অভাব = নিরামিষ
আমার তুল্য = সাদৃশ
আপনার রং লুকায় যে = বর্ণচোরা
আপনাকে যে হত্যা করে = আত্মঘাতী
আপনাকে কৃতার্থ মনে করেন যিনি = কৃতাৰ্থমন্য
আচরণের যোগ্য = আচরণীয়

No comments:

Post a Comment