G

HSC পরিসংখ্যান ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর হলি ক্রস কলেজ pdf download

হলি ক্রস কলেজ, ঢাকা
পরিসংখ্যান ১ম পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
বিষয় কোড: ১২৯

সময়: ২৫ মিনিট পূর্ণমান: ২৫
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]

HSC Statistics 1st Paper pdf download
MCQ
Question and Answer

১. বঙ্কিমতার অর্থ-
[ক] প্রয়োজনীয়তার অভাব
[খ] সুসামঞ্জস্যের অভাব
[গ] অসমতার অভাব
[ঘ] পরিঘাতের অভাব
উত্তর: [খ] সুসামঞ্জস্যের অভাব

২. কোনো তথ্যসারির প্রথম ও তৃতীয় চুতর্থকের গাণিতিক গড়কে কী বলে?
[ক] মিডরেঞ্জ
[খ] মিডহিঞ্জ
[গ] রেঞ্জ
[ঘ] মধ্যমা
উত্তর: [খ] মিডহিঞ্জ

৩. নিচের তথ্যগুলো লক্ষ কর-
i. পরিঘাত নির্ণয়ের দুইটি পদ্ধতি আছে
ii. শোধিত পরিঘাতের অপর নাম কেন্দ্রিয় পরিঘাত
iii. μ একটি গ্রিক অক্ষর

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii

⬔ নিচের উদ্দীপকের আলোকে ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও:
২, ১, ০, ৫, - ৬, ৭, - ৪

৪. তথ্যগুলোর ১ম চতুর্থক কত হবে?
[ক] - ৪
[খ] ৪
[গ] ৫
[ঘ] ৬
উত্তর: [ক] - ৪

৫. তথ্যগুলোর মধ্যমা নিচের কোনটি?
[ক] ১
[খ] ৪
[গ] ৫
[ঘ] ৬
উত্তর: [ক] ১

৬. x ও y এর ৪ জোড়া মান নিচে দেওয়া হলো-
x: ১০, ১২, ১৫, ২০।
y: ৩, ৩, ৩, ৩।

x ও y চলকের মাঝে কোন ধরনের সংশ্লেষ বিদ্যমান:
[ক] পূর্ণ ধনাত্মক
[খ] পূর্ণ ঋণাত্মক
[গ] শূন্য
[ঘ] কোনটিই নয়
উত্তর: [গ] শূন্য

⬔ নিচের উদ্দীপকের আলোকে ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দাও:
এ বছর প্রচন্ড খরার কারণে আখের উৎপাদন হ্রাস পেয়ে হঠাৎ করে চিনির দাম বেড়ে যায়। চিনির দাম বাড়ার কারণে চায়ের দাম বেড়ে যায়। কেননা উৎপাদন ও দাম পরস্পর সম্পর্কযুক্ত।

৭. আখের উৎপাদনের সাথে চিনির দামের-
[ক] ধনাত্মক সংশ্লেষ বিদ্যমান
[খ] ঋণাত্মক সংশ্লেষ বিদ্যমান
[গ] শূন্য সংশ্লেষ বিদ্যমান
[ঘ] কোনটিই নয়
উত্তর: [খ] ঋণাত্মক সংশ্লেষ বিদ্যমান

৮. উদ্দীপকের আলোকে চিনি ও চায়ের মধ্যে বিদ্যমান সহভেদাঙ্কের মান-
[ক] শূন্য
[খ] এক
[গ] দুই
[ঘ] তিন
উত্তর: [ক] শূন্য

৯. সহজ ক্রম সংশ্লেষাঙ্ক নির্ণয়ের সূত্র নিচের কোনটি?
[ ক] 6Σdi²/n(n-1)
[খ] 1 -6Σdi²/n(n²-1)
[গ] 1 +6Σdi²/n(n²-1)
[ঘ] 1 -6Σdi/n(n²-1)
উত্তর: [খ] 1 -6Σdi²/n(n²-1)

১০. সময়ের সাথে সম্পর্কিত যেকোনো সংখ্যাত্মক তথ্য বিন্যাস নিচের কোনটি?
[ক] বিস্তার
[খ] কালীন সারি
[গ] স্বাধীন চলক
[ঘ] সংশ্লেষাঙ্ক
উত্তর: [খ] কালীন সারি

১১. কালীন সারির উপাদান কয়টি?
[ক] ৩
[খ] ৪
[গ] ৫
[ঘ] ৬
উত্তর: [খ] ৪

১২. বাংলাদেশের সর্ববৃহৎ পরিসংখ্যানিক প্রতিষ্ঠান নিচের কোনটি?
[ক] BBS
[খ] BRRT
[গ] BARD
[ঘ] BIDS
উত্তর: [ক] BBS

HSC পরিসংখ্যান ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর - হলি ক্রস কলেজ, ঢাকা

১৩. বাংলাদেশের সর্বপ্রথম আদমশুমারি হয় কত সালে?
[ক] ১৯৬০
[খ] ১৯৭৪
[গ] ১৯৭৫
[ঘ] ১৯৮০
উত্তর: [খ] ১৯৭৪

১৪. পরিসংখ্যানের জনক কে?
[ক] বাউলী
[খ] আর.এ. ফিশার
[গ] হোরেস সেক্রিস্ট
[ঘ] কার্ল পিয়ারসন
উত্তর: [খ] আর.এ. ফিশার

১৫. গুণ ও ভাগ করা যায়-
i. শ্রেণিসূচক পরিমাপনে
ii. ক্রমিকসূচক পরিমাপনে
iii. আনুপাতিক পরিমাপনে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [খ] i ও iii

১৬. কাঁচা তথ্যকে সংক্ষিপ্ত ও বিশ্লেষণ উপযোগী করার প্রক্রিয়াই হলো-
[ক] সিদ্ধান্ত গ্রহণ
[খ] মন্তব্য
[গ] তথ্য উপস্থাপন
[ঘ] ত্রুটি সংশোধন
উত্তর: [গ] তথ্য উপস্থাপন

১৭. একটি পূর্ণাঙ্গ গণসংখ্যা নিবেশনে কয়টি কলাম থাকে?
[ক] ৩
[খ] ৪
[গ] ৫
[ঘ] ৬
উত্তর: [গ] ৫

১৮. যে লেখচিত্রের সাহায্যে ক্রমযোজিত গণসংখ্যা নিবেশনকে উপস্থাপন করা হয়, তাকে কী বলে?
[ক] গণসংখ্যা রেখা
[খ] আয়তলেখ
[গ] গণসংখ্যা বহুভুজ
[ঘ] অজিভ রেখা
উত্তর: [ঘ] অজিভ রেখা

১৯. পাই চিত্রের অপর নাম-
i. পাই চার্ট
ii. কৌণিক নকশা
iii. বৃত্তাকার চিত্র

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii

২০. ব্যাংকের সুদের হার, চক্রবৃদ্ধি সুদের হার, জনসংখ্যার হ্রাস-বৃদ্ধির হার, আনুপাতিক হার নির্ণয়ে ব্যবহৃত হয়-
[ক] গাণিতিক গড়
[খ] তরঙ্গ গড়
[গ] জ্যামিতিক গড়
[ঘ] প্রচুরক
উত্তর: [গ] জ্যামিতিক গড়

২১. আয়তলেখ হতে নিচের কোনটি নির্ণয় করা সম্ভব?
[ক] গড়
[খ] মধ্যমা
[গ] প্রচুরক
[ঘ] ভেদাঙ্ক
উত্তর: [গ] প্রচুরক

২২. কোনো চলকের গড় ১৫ এর প্রতিটি মানকে ৫ দ্বারা গুণ করে ২০ যো
[গ] করলে নতুন চলকের গড় কত হবে?
[ক] ৪
[খ] ৭৫
[গ] ৯০
[ঘ] ৯৫
উত্তর: [ঘ] ৯৫

⬔ নিচের উদ্দীপকের আলোকে ২৩ ও ২৪ নং প্রশ্নের উত্তর দাও:
একজন ছাত্রের সাপ্তাহিক পরীক্ষার পাঁচ বিষয়ের প্রাপ্ত নম্বর ১৬, ১২, ১৪, ১৫, ১৮।

২৩. প্রাপ্ত নম্বরের গাণিতিক গড় নিচের কোনটি?
[ক] ১২
[খ] ১৫
[গ] ১৬
[ঘ] ১৭
উত্তর: [খ] ১৫

২৪. প্রাপ্ত নম্বরের ভেদাঙ্ক নিচের কোনটি?
[ক] ৩
[খ] ৪
[গ] ৬
[ঘ] ১৫
উত্তর: [খ] ৪

২৫. Σx1 = ১৫০, n = ১৫ এবং σ = ১০ হলে CV = ?
[ক] ৫০%
[খ] ৮৫%
[গ] ৯৫%
[ঘ] ১০০%
উত্তর: [ঘ] ১০০%

পরিসংখ্যান ১ম পত্র
বহুনির্বাচনি অভীক্ষা

HSC Statistics 1st Paper pdf download
MCQ
Question and Answer


No comments:

Post a Comment