G

HSC পরিসংখ্যান ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর বোর্ড প্রশ্ন ২ pdf download

বোর্ড প্রশ্ন
সকল বোর্ড ২
পরিসংখ্যান ১ম পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
বিষয় কোড: ১২৯

সময়: ২৫ মিনিট পূর্ণমান: ২৫
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]

HSC Statistics 1st Paper pdf download
MCQ
Question and Answer

১. প্রথম n স্বাভাবিক সংখ্যার মধ্যমা কোনটি?
[ক] n/2
[খ] n + 1/2
[গ] n(n + 1)/2
[ঘ] n² - 1/1
উত্তর: [খ] n + 1/2

২. গাণিতিক গড়-
i. মূল ও মাপনির উপর নির্ভরশীল
ii. তথ্যসারির সব মানের উপর নির্ভরশীল
iii. চরম মান দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii

৩. ২, ১২, ২২, ...., ৯২ সংখ্যাগুলোর যোজিত গড় কত?
[ক] ৪৫
[খ] ৪৬
[গ] ৪৭
[ঘ] ৫৫
উত্তর: [গ] ৪৭

⬔ নিচের তথ্যের আলোকে ৪ ও ৫নং প্রশ্নের উত্তর দাও:
বাংলাদেশের উত্তরাঞ্চলের ৪টি জেলার ধান উৎপাদনের তথ্য দেওয়া হলো:
জেলা | কৃষকের সংখ্যা | গড় উৎপাদন (টনে) | ভেদাঙ্ক।
রংপুর: ৫০, ৭৫, ২৫।
দিনাজপুর: ৩৫, ৬২, ১৬।
বগুড়া: ২০, ৩০, ৪৯।
পাবনা: ৪৫, ৭৮, ৩৬।

৪. রংপুর ও পাবনা জেলার ধান উৎপাদনের সম্মিলিত গড়:
[ক] ৬৯.৬৫
[খ] ৭৬.৪২
[গ] ৬২.৩২
[ঘ] ৭০.৬৫
উত্তর: [খ] ৭৬.৪২

৫. কোন জেলার ধান উৎপাদন অধিক স্থিতিশীল?
[ক] রংপুর
[খ] দিনাজপুর
[গ] বগুড়া
[ঘ] পাবনা
উত্তর: [খ] দিনাজপুর

৬. বিস্তারের আপেক্ষিক পরিমাপ কোনটি?
[ক] পরিসর
[খ] গড় ব্যবধান
[গ] পরিমিত ব্যবধান
[ঘ] বিভেদাঙ্ক
উত্তর: [ঘ] বিভেদাঙ্ক

৭. bxy = ০.৯৪ এবং byx = ১.০১ হলে rxy = কত?
[ক] ০.৯৪
[খ] ০.৯৫
[গ] ০.৯৭
[ঘ] ০.৯৮
উত্তর: [গ] ০.৯৭

৮. বাংলাদেশে পরিসংখ্যান ব্যুরোর পরিসংখ্যান বিষয়ক কার্যক্রম-
i. আদমশুমারি
ii. কৃষিশুমারি
iii. জাতীয় আয় নিরূপণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii

৯. বাংলাদেশে প্রকাশিত পরিসংখ্যানের সীমাবদ্ধতা হলো-
i. ত্রæটিপূর্ণ তথ্যসংগ্রহ পদ্ধতি
ii. দক্ষ তথ্য সংগ্রহকারীর অভাব
iii. রিপোর্ট প্রকাশে বিলম্ব

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii

১০. শীতকালে গরম কাপড়ের চাহিদা বৃদ্ধি পায়। এটি কালীন সারির কোন ধরনের উপাদান নির্দেশ করে?
[ক] সাধারণ ধারা
[খ] অনিয়মিত ভেদ
[গ] চক্রক্রমিক ভেদ
[ঘ] ঋতুগত ভেদ
উত্তর: [ঘ] ঋতুগত ভেদ

১১. সংশ্লেষাঙ্ক-
i. মূল ও মাপনি হতে স্বাধীন
ii. নির্ভরাঙ্কদ্বয়ের জ্যামিতিক গড়ের সমান
iii. সর্বদাই ধনাত্মক

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক] i ও ii

১২. কত বছর পর পর আদমশুমারি অনুষ্ঠিত হয়?
[ক] ৫ বছর
[খ] ১০ বছর
[গ] ১২ বছর
[ঘ] ২০ বছর
উত্তর: [খ] ১০ বছর

১৩. বয়স ও উচ্চতা কোন ধরনের পরিমাপন স্কেল?
[ক] নামসূচক
[খ] ক্রমিক সূচক
[গ] শ্রেণিসূচক
[ঘ] আনুপাতিক
উত্তর: [ঘ] আনুপাতিক

১৪. নিচের কোনটি গুণবাচক চলকের উদাহরণ?
[ক] বয়স
[খ] উচ্চতা
[গ] ওজন
[ঘ] মেধা
উত্তর: [ঘ] মেধা

⬔ নিচের সারণি হতে ১৫ ও ১৬নং প্রশ্নের উত্তর দাও:
শ্রেণিব্যাপ্তি: ১০-১৯, ২০-২৯, ৩০-৩৯, ৪০-৪৯, ৫০-৫৯।
গণসংখ্যা: ২, ৮, ১২, ৬ ৭।

১৫. উদ্দীপকটির সর্বোচ্চ শ্রেণির আপেক্ষিক গণসংখ্যা কত?
[ক] ০.১৭
[খ] ০.২৩
[গ] ০.২০
[ঘ] ০.৩৪
উত্তর: [গ] ০.২০

১৬. উদ্দীপকের জন্য কোন লেখটি উপযুক্ত?
[ক] আয়তলেখ
[খ] গণসংখ্যা রেখা
[গ] গণসংখ্যা বহুভুজ
[ঘ] অজিভ রেখা
উত্তর: [ঘ] অজিভ রেখা

১৭. জনসংখ্যা বৃদ্ধির হার নির্ণয়ে কোন পরিমাপটি উপযুক্ত?
[ক] গাণিতিক গড়
[খ] জ্যামিতিক গড়
[গ] মধ্যমা
[ঘ] প্রচুরক
উত্তর: [ক] গাণিতিক গড়

HSC পরিসংখ্যান ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর - বোর্ড প্রশ্ন ২০১৮

১৮. তথ্যসারির কোনো একটি মান শূন্য হলে নিচের কোন পরিমাপটি নির্ণয় করা যায় না?
[ক] গাণিতিক গড়
[খ] জ্যামিতিক গড়
[গ] মধ্যমা
[ঘ] প্রচুরক
উত্তর: [খ] জ্যামিতিক গড়

১৯. ৫ জন ছাত্রের পরিসংখ্যান বিষয়ে প্রাপ্ত নম্বর ১৫, ১৮, ১৪, ১৬ ও ১৭ হলে নিচের কোন সংখ্যাটি হতে ব্যবধানের সমষ্টি শূন্য হবে?
[ক] ১৪
[খ] ১৫
[গ] ১৬
[ঘ] ১৭
উত্তর: [গ] ১৬

২০. দুটি অসম সংখ্যার গড় ব্যবধান ৩ হলে, পরিসর কত?
[ক] - ৬
[খ] ৩
[গ] ৬
[ঘ] ৯
উত্তর: [গ] ৬

২১. বিস্তার পরিমাপের ক্ষেত্রে-
i. ভেদাঙ্ক একটি ধনাত্মক সংখ্যা
ii. পরিসর কখনো ঋণাত্মক হতে পারে না
iii. বিভেদাঙ্ক একটি এককমুক্ত বিশুদ্ধ সংখ্যা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii

২২. ভিন্ন এককবিশিষ্ট দুটি তথ্যসারির তুলনা করতে নিচের কোন বিস্তার পরিমাপটি ব্যবহৃত হয়?
[ক] গড় ব্যবধান
[খ] চতুর্থক ব্যবধান
[গ] ভেদাঙ্ক
[ঘ] বিভেদাঙ্ক
উত্তর: [ঘ] বিভেদাঙ্ক

২৩. যদি y = mx + c হয়, তবে x ও y এর মধ্যকার সংশ্লেষাঙ্কের মান হবে-
[ক] - ১
[খ] ০
[গ] ০.৫
[ঘ] ১
উত্তর: [ঘ] ১

২৪. নিচের কোনটি পূর্ণ ধনাত্মক সংশ্লেষ প্রকাশ করে?
[ক] ⊾
[খ] ⟀
[গ] ∟
[ঘ] ∠
উত্তর: [খ] ⟀

২৫. বঙ্কিমতা কত প্রকার?
[ক] ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫
উত্তর: [ক] ২


পরিসংখ্যান ১ম পত্র
বহুনির্বাচনি অভীক্ষা

HSC Statistics 1st Paper pdf download
MCQ
Question and Answer


No comments:

Post a Comment