G

HSC বিলাসী গল্পের (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর

একাদশ-দ্বাদশ শ্রেণির বাংলা ১ম পত্র গাইড
এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Bangla 1st Paper Bilashi MCQ Question and Answer pdf download

বিলাসী
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

HSC Bangla 1st Paper Golpo
Bilashi
Saratchandra Chattopaddhoy
MCQ
Question and Answer pdf download

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১। মৃত্যুঞ্জয়ের আম কাঁঠালের বাগানটিা কোথায় ছিল?
[ক] গ্রামের একপ্রান্তে
[খ] গ্রামের মাঝে
[গ] মাঠের মাঝে
[ঘ] গ্রাম ছেড়ে দূরে কোথাও
উত্তরঃ [ক] গ্রামের একপ্রান্তে

২। মৃত্যুঞ্জয়ের পোড়ো বাড়িটা কোথায় ছিল?
[ক] আম বাগানের মধ্যে
[খ] আম বাগানের বাইরে
[গ] গ্রামের মধ্যখানে
[ঘ] গ্রামের বাইরে
উত্তরঃ [ক] আম বাগানের মধ্যে

৩। মৃত্যুঞ্জয়ের খাওয়া পরা কীভাবে চলত?
[ক] আমের দিনে আম বাগানটা জমা দিয়ে
[খ] গান গাওয়ার অর্থ দিয়ে
[গ] চাষবাস করে
[ঘ] গরু ছাগল লালন পালন করে
উত্তরঃ [ক] আমের দিনে আম বাগানটা জমা দিয়ে

৪। মৃত্যুঞ্জয়ের বইগুলো কেমন ছিল?
[ক] ছেঁড়া-খোঁড়া
[খ] নতুন
[গ] মোটামুটি
[ঘ] ভাল
উত্তরঃ [ক] ছেঁড়া-খোঁড়া

৫। কী কারণে গ্রামের লোকজন মৃত্যুঞ্জয়ের সাথে উপযাচক হয়ে কথা বলত?
[ক] মৃত্যুঞ্জয় দোকান থেকে তাদের খাবার কিনে খাওয়াত বলে
[খ] মৃত্যুঞ্জয় ভালো গান গাইতে পারত বলে
[গ] মৃত্যুঞ্জয়ের মুখে গল্প শুনবে বলে
[ঘ] মৃত্যুঞ্জয় ভাল ছাত্র ছিল বলে
উত্তরঃ [ক] মৃত্যুঞ্জয় দোকান থেকে তাদের খাবার কিনে খাওয়াত বলে

৬। কারা তাদের ছেলেদের গোপনে স্কুলের মাইনা হারিয়ে গেছে, বই চুরি গেছে বলে মৃত্যুঞ্জয়ের কাছে টাকা আদায় করে নিত?
[ক] ছেলের বাপেরা
[খ] ছেলের মায়েরা
[গ] ছেলের শিক্ষকরা
[ঘ] ছেলের আত্মীয়রা
উত্তরঃ [ক] ছেলের বাপেরা

৭। অসুস্থ অবস্থায় ন্যাড়া মৃত্যুঞ্জয়কে কেমন দেখল?
[ক] কঙ্কালসার
[খ] ভাল
[গ] মোটামুটি
[ঘ] হতামাজনক
উত্তরঃ [ক] কঙ্কালসার

৮। ন্যাড়া যখন অসুস্থ মৃত্যুঞ্জয়কে দেখতে গিয়েছিল তখন বিলাসী কি করছিল?
[ক] বিলাসী ভাত রান্না করছিল
[খ] মৃত্যুঞ্জয়কে শিয়রে বসে বাতাস করছিল
[গ] মৃত্যুঞ্জয়ের হা পা টিপে দিচ্ছিল
[ঘ] মৃত্যুঞ্জয়ের সাথে বসে গল্প করছিল
উত্তরঃ [খ] মৃত্যুঞ্জয়কে শিয়রে বসে বাতাস করছিল

৯। বুড়ো মালো পেশায় কী ছিল?
[ক] সাপুড়ে
[খ] চিকিৎসক
[গ] শিক্ষক
[ঘ] বংশীবাদক
উত্তরঃ [ক] সাপুড়ে

১০। অসুস্থ মৃত্যুঞ্জয়কে দেখে আসার পর কতদিন ন্যাড়া মৃত্যুঞ্জয়ের খরব নেয় নাই?
[ক] প্রায় এক মাস
[খ] প্রায় তিন মাস
[গ] প্রায় দুই মাস
[ঘ] প্রায় এক বছর
উত্তরঃ [গ] প্রায় দুই মাস

১১। মৃত্যুঞ্জয় যে বিলাসীকে বিয়ে করেছে তা ন্যাড়া প্রথমে কার কথার মাধ্যমে জানতে পারে?
[ক] মৃত্যুঞ্জয়ের জ্ঞাতি খুড়ার কথার মাধ্যমে
[খ] মৃত্যুঞ্জয়ের মাধ্যমে
[গ] বিলাসীর মাধ্যমে
[ঘ] বুড়ো মালোর মাধ্যমে
উত্তরঃ [ক] মৃত্যুঞ্জয়ের জ্ঞাতি খুড়ার কথার মাধ্যমে

১২। বিলাসীকে বিয়ে করার অপরাধে খুড়ার নেতৃত্বে ন্যাড়ারা কতজন লাঠিসোটা নিয়ে মৃত্যুঞ্জয়ের বাড়িতে আক্রমণ চালিয়েছিল?
[ক] সাত-আটজন
[খ] দশ-বারোজন
[গ] চার-পাঁচজন
[ঘ] পনেরো-বিশজন
উত্তরঃ [খ] দশ-বারোজন

১৩। ন্যাড়া ও তার দলবলকে খুড়ার নেতৃত্বে মৃত্যুঞ্জয়ের বাড়ির উঠোনে দেখতে পেয়ে বিলাসীর কী অবস্থা হলো?
[ক] ভয়ে নীলবর্ণ হয়ে গেল
[খ] প্রতিবাদী হয়ে এগিয়ে আসল
[গ] মৃত্যুঞ্জয়কে ডাকতে লাগল
[ঘ] ভয়ে মূর্ছা গেল
উত্তরঃ [ক] ভয়ে নীলবর্ণ হয়ে গেল

১৪। খুড়া যখন মৃত্যুঞ্জয়ের বাড়ি আক্রমণ করল তখন মৃত্যুঞ্জয় কী করছিল?
[ক] শুয়ে ছিল
[খ] বই পড়ছিল
[গ] গল্প করছিল
[ঘ] গান করছিল
উত্তরঃ [ক] শুয়ে ছিল

১৫। মৃত্যুঞ্জয়ের বাড়ি আক্রমণ করার পর খুড়া বিলাসীকে কী বলেছিল?
[ক] অকথ্য ভাষায় গালিগালাজ করেছিল
[খ] বৌমা বলে মধুর সম্বোধন করছিল
[গ] তার কসাথে যেতে বলেছিল
[ঘ] তাদের বিযে মেনে নিয়েছে বলেছিল
উত্তরঃ [ক] অকথ্য ভাষায় গালিগালাজ করেছিল

১৬। খুড়া যখন বিলাসীকে অকথ্য ভাষায় গালিগালাক করছিল তখন খুড়াতে লক্ষ করে বিলাসী কী বলেছিল?
[ক] আমার দোষ হয়েছে মাফ করে দিন
[খ] বাবা আমাকে বাবুর সাথে নিকা দিয়েছে জানো?
[গ] তুমি আমাকে কিছু বলার কে?
[ঘ] এখনই এখান থেকে চলে যাও, নইলে বিপদে পড়বে
উত্তরঃ [খ] বাবা আমাকে বাবুর সাথে নিকা দিয়েছে জানো?

১৭। ‘অকাল কুষ্মান্ড’ এর অর্থ হলো -
[ক] অকর্মণ্য ব্যক্তি
[খ] কুমড়ো খায় এমন ব্যক্তি
[গ] কুমড়ো বিক্রেতা
[ঘ] কুমার
উত্তরঃ [ক] অকর্মণ্য ব্যক্তি

১৮। এডেন কিসের জন্য বিখ্যাত?
[ক] টেনিস খেলার জন্য
[খ] সামুদ্রিক লবণ তৈরির জন্য বিখ্যাত
[গ] পোশাক বিক্রেতা দেশ হিসেবে
[ঘ] জাহাজ তৈরির জন্য বিখ্যাত
উত্তরঃ [খ] সামুদ্রিক লবণ তৈরির জন্য বিখ্যাত

১৯। মালো কাকে বলে?
[ক] রঙ মিস্ত্রী
[খ] সাপের ওঝা
[গ] কাঠ মিস্ত্রী
[ঘ] প্রাথমিক
উত্তরঃ [খ] সাপের ওঝা

২০। ধূচনি কী?
[ক] ধন্যা পাতা
[খ] বহু ছিদ্রবিশিষ্ট বাঁশের ঝুড়ি
[গ] ধুতরা গাছ
[ঘ] ধনি লোক
উত্তরঃ [খ] বহু ছিদ্রবিশিষ্ট বাঁশের ঝুড়ি

২১। মনসা কে?
[ক] হিন্দু ধর্মানুসারে সাপের দেবী
[খ] মনের রেখা
[গ] মনের চবি
[ঘ] মন সম্বন্ধে যে জানে
উত্তরঃ [ক] হিন্দু ধর্মানুসারে সাপের দেবী

২২। ভূজ্যি উচ্ছুগ্যু কী?
[ক] মৃতের আত্মার সদগতি কামনা করে ব্রাহ্মণকে যে ভোজ্য উৎসর্গ করা হয় তা
[খ] ব্রাহ্মণের জন্য আলাদ রান্না করা বিশেষ খাবার
[গ] মৃতের আত্মার শান্তির জন্য তেলছাড়া রান্না
[ঘ] লবণ ও তেলছাড়া যে রান্না ব্রাহ্মণ খায়
উত্তরঃ [ক] মৃতের আত্মার সদগতি কামনা করে ব্রাহ্মণকে যে ভোজ্য উৎসর্গ করা হয় তা

২৩। মৃত্যুঞ্জয়ের থার্ড ক্লাসে ওঠার ব্যাপারটি প্রত্নতাত্তি¡কের গবেষণার বিষয় বলতে কী বোঝানো হয়েছে?
[ক] মৃত্যুঞ্জয় থার্ড ক্লাসে ওঠাার পর বহুদিন ধরে তার প্রমোশন নেই
[খ] প্রত্নতাত্তি¡কেরা মৃত্যুঞ্জয়কে বিশেষভাবে পছন্দ করত
[গ] থার্ড ক্লাসে উঠে। মৃত্যুঞ্জয় দারুণ ফলাফল করেছিল
[ঘ] অনেক সাধনার পর মৃত্যুঞ্জয় থার্ড ক্লাসে উঠেছিল
উত্তরঃ [ক] মৃত্যুঞ্জয় থার্ড ক্লাসে ওঠাার পর বহুদিন ধরে তার প্রমোশন নেই

২৪। অকস্মাৎ বিলাসী পোড়ো বাড়িতে ন্যাড়াকে আসতে দেখে চমকে উছিল কারণ -
[ক] পোড়া বাড়িতে লোকজনের স্বাভাবিক যাতায়াত ছিল না বলে
[খ] মৃত্যুঞ্জয়ের সুহৃদ থাকতে পারে সে ধারণা বিলাসীর ছিল না বলে
[গ] ন্যাড়ার ভয়াবহ চেহারা দেখে ভয়ে
[ঘ] ন্যাড়া বিলাসীর পূর্ব পরিচিত ছিল না বলে
উত্তরঃ [খ] মৃত্যুঞ্জয়ের সুহৃদ থাকতে পারে সে ধারণা বিলাসীর ছিল না বলে

২৫। ‘কিন্তু যে বস্তুটি এই অসাধ্য সাধন করিয়া তুলিয়াছিল তাহার পরিচয়ও যদিও পাই নাই কিন্তু আর একদিন পাইয়েছিলাম। ’ কোন বস্তুটির ইংগিত করা হয়েছে?
[ক] ভালোবাসা
[খ] অর্থ
[গ] মন্ত্রটন্ত্র
[ঘ] প্রভাব-প্রতিপত্তি
উত্তরঃ [ক] ভালোবাসা

২৬। বিলাসী ন্যাড়াকে ঘন জঙ্গলের পথে একটু পা ফেলে যাওয়ার কথা বলে মূলত কিসের ইংগিত করেছে?
[ক] পথের পিচ্ছিলতা
[খ] সাপের ভয়
[গ] জন্তু জানোয়ারের ভয়
[ঘ] জ্বিন ভূতের ভয়
উত্তরঃ [খ] সাপের ভয়

২৭। ‘সত্যযুগ’ এর মানে কী?
[ক] হিন্দু পুরাণে বর্ণিত চার যুগের প্রথম যুগ
[খ] সত্য ন্যায়ের যুগ
[গ] হিন্দু পুরাণে বর্ণিত চার যুগের দ্বিতীয় যুগ
[ঘ] হিন্দু পুরাণে বর্ণিত চার যুগের চতুর্থ যুগ
উত্তরঃ [ক] হিন্দু পুরাণে বর্ণিত চার যুগের প্রথম যুগ

২৮। ‘অকালকুষ্মান্ডটা একটা সাপুড়ে মেয়ে নিকা করে এনেছে’ -বাক্যটির দ্বারা বুঝানো হয়েছে -
[ক] অকমণ্য ব্যক্তি একটি সাপুড়ে-মেয়ে বিয়ে করে এনেছে
[খ] অকালে কুমড়ো খাওয়া একটি সাপুড়ে মেয়ে বিয়ে করে এনেছে
[গ] ডিমের কুসুম খাওয়া একটা সাপুড়ে মেয়ে বিয়ে করে এনেছে
[ঘ] অকর্মণ্য ব্যক্তি একটি সাপুড়ে মেয়ে দ্বিতীয় বার বিয়ে করে এনেছে
উত্তরঃ [ক] অকমণ্য ব্যক্তি একটি সাপুড়ে-মেয়ে বিয়ে করে এনেছে

২৯। ‘অকস্মাৎ লাঠি সোটা হাতে এতগুলো লোককে উঠানোর উপরে দেখিয়া ভয়ে নীলবর্ণ হয়ে গেল’ -এ কথাটির অর্থ হলো -
[ক] ভীষণ ভয় পেয়ে গেল
[খ] অল্প ভয় পেল
[গ] তেমন একটা ভয় পায় নি
[ঘ] নীল রং এর প্রতি আসক্তি বেড়ে গেল
উত্তরঃ [ক] ভীষণ ভয় পেয়ে গেল

বিলাসী গল্পের বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর একাদশ-দ্বাদশ শ্রেণির গাইড HSC Bangla 1st Paper Bilashi MCQ Question and Answer

৩০। ‘রসাতলে যাওয়া’ বাগধারার অর্থটিকে অন্য আরেকটি কোন বাগধারা দিয়ে প্রকাশ করা যায়?
[ক] গোল্লায় যাওয়া
[খ] তীর্থের কাক
[গ] সোনার সোহাগ
[ঘ] তামার বিষ
উত্তরঃ [ক] গোল্লায় যাওয়া

৩১। তাদের গ্রামে ফিরিয়া আসা চলে কী? এটি হলো -
i. অস্তিবাচক বাক্য
ii. নেতিবাচক বাক্য
iii. প্রশ্নবাচক বাক্য

নিচের কোনটি সঠিক?
[ক] iii
[খ] i, iii
[গ] ii, iii
[ঘ] i, ii ও iii
উত্তরঃ [ক] iii

৩২। নেতিবাচক বাক্যকে প্রশ্নবাচক বাক্যে রূপান্তর করতে হলে -
i. কি, কী ইত্যাদি প্রশ্নবোধক সর্বনাম বা ক্রিয়া বিশেষণ যোগ করতে হবে
ii. নেতিবাচক বাক্যের না-সূচক শব্দটি বাদ দিতে হবে এবং বাক্যের শেষে প্রশ্ন চিহ্ন বসাতে হবে
iii. জানতে চাই, মনে হচ্ছে, ইত্যাদি ক্রিয়াপদ ব্যবহার করতে হবে

নিচের কোনটি সঠিক?
[ক] i, ii
[খ] i, iii
[গ] ii, iii
[ঘ] i, ii ও iii
উত্তরঃ [ক] i, ii

৩৩। একলা যেতে ভয় করবে না তো? -উক্তিটি কার?
[ক] মৃত্যুঞ্জয়ের
[খ] ন্যাড়ার
[গ] বিলাসীর
[ঘ] মালোর
উত্তরঃ [গ] বিলাসীর

৩৪। এতে দোষ কী -এ প্রশ্নবাচক বাক্যটির নেতিবাচক হবে -
i. এতে দোষ নেই?
ii. এতে দোষ কোথায়?
iii. এতে দোষের নেই?

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i, iii
[গ] ii, iii
[ঘ] i, ii ও iii
উত্তরঃ [ক] i

৩৫। ‘বিলাসী’ গল্পে চিত্রিত হয়েছে তৎকালীন সমাজের -
i. অনুদারতা, নিষ্ঠুরতা, রক্ষণশীলতা
ii. অনুদারতা, অশুভ চেহারা
iii. ইতিবাচক দিক, সুন্দর চেহারা

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i, iii
[গ] ii, iii
[ঘ] i, ii
উত্তরঃ [ঘ] i, ii

৩৬। একটি গল্পের কাহিনীতে থাকে -
i. সূচনা, মধ্যাংশ, সমাপ্তি
ii. সূচনা, সমাপ্তি
iii. সূচনা, অন্তমধ্যাংশ, মধ্যাংশ

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i, iii
[গ] ii, iii
[ঘ] i, ii ও iii
উত্তরঃ [ক] i

৩৭। ‘বিলাসী’ গল্পে যে সমাজের চিত্র আঁকা হয়েছে তা -
i. অনুদান
ii. রক্ষণশীল
iii. প্রগতিশীল

নিচের কোনটি সঠিক?
[ক] i, ii
[খ] i, iii
[গ] ii, iii
[ঘ] i, ii ও iii
উত্তরঃ [ক] i, ii

৩৮। ‘বিলাসী’ গল্পের নায়িকা বিলাসী ছিল -
i. কর্মনিপুণ, বুদ্ধিমতি ও সেবাব্রতী
ii. হিংসুটে, স্বার্থপর, অলস
iii. ঝগড়াটে, বোকা, স্বার্থপর

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i, iii
[গ] ii, iii
[ঘ] i, ii ও iii
উত্তরঃ [ক] i

উদ্দীপকটি পড় এবং ৩৯ ও ৪০ নং প্রশ্নের উত্তর দাও:
মাধবপুর গ্রামের ছেলেরা চার কিলোমিটার পথ পায়ে হেঁটে বিদ্যা অর্জন করতে চায়। তাদের চলার পথ মোটেই ভালো না। বর্ষার সময়, গ্রীষ্মের সময় সমানভাবেই তাদের কাজ করতে হয়। তারপরও যারা কষ্ট করে বিদ্যা লাভ করে তারাও গ্রামে থাকে না শহরে চলে যায়। ফলে মাধবপুর গ্রামের উন্নতি আর হয় না।

৩৯। মাধবপুর গ্রামের দৃশ্যটি তোমার পঠিত কোন গল্পে পাওয়া যায়?
[ক] হৈমন্তী
[খ] একটি তুলসী গাছের কাহিনী
[গ] অপরাহ্নের গল্প
[ঘ] বিলাসী
উত্তরঃ [ঘ] বিলাসী

৪০। উদ্দীপকে ‘বিলাসী’ গল্পের যে দিকটি ফুটে উঠেছে -
i. গ্রাম বাংলার দুর্ভাগ্যের চিত্র
ii. গ্রাম বাংলার শিক্ষার করুণ চিত্র
iii. গ্রামের প্রতি শিক্ষিত মানুষের অবহেলার চিত্র

নিচের কোনটি সঠিক?
[ক] i, ii
[খ] i, iii
[গ] ii, iii
[ঘ] i, ii ও iii
উত্তরঃ [ঘ] i, ii ও iii

৪১। বিলাসী গল্পের লেখক কে?
[ক] মাইকেল মধুসূদন
[খ] শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
[গ] কাজী নজরুল ইসলাম
[ঘ] রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ [খ] শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

7 comments: