G

HSC রক্তে আমার অনাদি অস্থি কবিতার (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর

একাদশ-দ্বাদশ শ্রেণির বাংলা ১ম পত্র গাইড
এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
Rokte Amar Onadi Osthi Kobitar MCQ Question and Answer 
pdf download

রক্তে আমার অনাদি অস্থি
দিলওয়ার

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
সুপ্রিয় শিক্ষার্থীগণ! ভালবাসা নিও। বহুনির্বাচনি প্রশ্নপদ্ধতি মুখস্থনির্ভর নয়, পাঠ্যবইনির্ভর মৌলিক বিদ্যা। তাই অনুশীলন অংশ শুরু করার পূর্বে কবিতাটির শিখন ফল, পাঠ পরিচিতি, লেখক পরিচিতি, উৎস পরিচিতি, বস্তুসংক্ষেপ, নামকরণ, শব্দার্থ ও টীকা এবং বানান সতর্কতা সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য জানা একান্ত আবশ্যক।

⚛ অনুশীলন অংশে যা যা থাকছে (Practice)
✑ অনুশীলনীর প্রশ্ন ও উত্তর
✑ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
✑ অনুশীলনীর বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
✑ মাস্টার ট্রেইনার কর্তৃক যাচাইকৃত বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
ক. সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
খ. বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন ও উত্তর
গ. অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন ও উত্তর

❒ পাঠ সহায়ক অংশ (Supplement)
বহুনির্বাচনি পদ্ধতি মুখস্থনির্ভর বিদ্যা নয়, পাঠ্যবই নির্ভর মৌলিক বিদ্যা। তাই অনুশীলন অংশ শুরু করার আগে গল্প/কবিতার শিখন ফল, পাঠ পরিচিতি, লেখক পরিচিতি, উৎস পরিচিতি, বস্তুসংক্ষেপ, নামকরণ, শব্দার্থ ও টীকা ও বানান সতর্কতা সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যাবলি উপস্থাপন করা হয়েছে। এসব বিষয়গুলো জেনে নিলে আলোচ্য কবিতার যেকোনো বহুনির্বাচনি প্রশ্নের উত্তর দেয়া সম্ভব হবে।

❒ শিখন ফল
✍ বাংলাদেশের নদ-নদীর স্বরূপ নির্ণয় করতে পারবে।
✍ সাগরদুহিতা, নদীমাতৃক বাংলাদেশের বন্দনার তাৎপর্য বর্ণনা করতে পারবে।
✍ বিদেশি আগ্রাসনের প্রতি কবির দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করতে পারবে।
✍ স্বদেশের প্রতি কবির মমত্ববোধের স্বরূপ বর্ণনা করতে পারবে।
✍ কবি হৃদয়ের দৃঢ়চেতনার স্বরূপ জানতে পারবে।

❒ পাঠ-পরিচিতি
‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতাটি কবির একই নামের কাব্যগ্রন্থের নাম-কবিতা। ‘রক্তে আমার অনাদি অস্থি’ ১৯৮১ খ্রিষ্টাব্দে সিলেট থেকে প্রথম প্রকাশিত হয়। সংকলিত কবিতাটি কবীর চৌধুরীর উদ্দেশে উৎসর্গিত। ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতায় দিলওয়ার সাগরদুহিতা ও নদীমাতৃক বাংলাদেশের বন্দনা করেছেন এবং গণমানবের শিল্পী হিসেবে নিজের প্রত্যয় ও প্রতিশ্রুত ঘোষণা করেছেন। কবি বলেছেন, এই বাংলায় জীবনরূপ যেসব নদী নিরন্তর বয়ে চলেছে, গণশিল্পীর তুলি হাতে সেই বিচিত্র জীবনেরই তিনি রূপকার। তবে, বহমান জীবন এখানে বাধাহীন নয়। প্রবহমান নদীর বাঁকে বাঁকে পাতা রয়েছে মৃত্যুর ফাঁদ। কিন্তু কবি একথা জানাতে ভোলেন না যে, তিনি তাঁর স্বপ্নকে বিশাল বঙ্গোপসাগরের শক্তির কাছে আমানত রেখেছেন। এই শক্তিই সাগরের ঘূর্ণ্যমান ভয়াল জলরাশির মতো তাঁর ক্রোধকে শক্তিমান করেছে। আর এই ক্রোধ কেবল কবির একার নয়, সমগ্র জনগোষ্ঠীর সম্পদে পরিণত হয়েছে। এ কারণে বিদেশি নরদানবের আগ্রাসন এ জনগোষ্ঠীকে দমাতে পারে না। বিদেশিরা হয়ত জানে না যে, আবহমান ছুটে চলা নদীর মতোই কবি নিজের অস্তিত্বে ধারণ করে আছেন ঐ জাতিসত্তার শোণিত ও অস্থি।
কবিতাটি ছয় মাত্রার মাত্রাবৃত্ত ছন্দে রচিত। প্রতি পঙ্ক্তি ৬+৬ মাত্রার পূর্ণপর্বে এবং ২ মাত্রার অপূর্ণ পর্বে বিন্যস্ত।

❒ কবি পরিচিতি
নাম : দিলওয়ার।
পুরো নাম : দিলওয়ার খান।
পিতার নাম : মৌলভী মোহাম্মদ হাসান খান, মাতার নাম : রহিমুন্নেসা।
দিলওয়ার ১৯৩৭ খ্রিষ্টাব্দের পহেলা জানুয়ারি সিলেট শরহসংলগ্ন সুরমা নদীর দক্ষিণ তীরবর্তী ভার্থখলা গ্রামে জন্মগ্রহণ করেন। জীবনের শুরু থেকেই তিনি জনমনের সাথে একাত্মতা প্রকাশ করে পারিবারিক ‘খান’ পদবি বর্জন করেন। সাধারণ্যে দিলওয়ার ‘গণমানুষের কবি’ হিসেবে সমধিক পরিচিত।
শিক্ষাজীবন : দিলওয়ার জি. সি. হাইস্কুল সিলেট থেকে প্রবেশিকা ও এম. সি. কলেজ সিলেট থেকে উচ্চমাধ্যমিক পাস করেন।
কর্মজীবন : কর্মজীবনে প্রথম দুমাস শিক্ষকতা করলেও ১৯৬৭ খ্রিস্টাব্দে ‘দৈনিক সংবাদ’ পত্রিকায় এবং ১৯৭৩-৭৪ খ্রিস্টাব্দে ‘দৈনিক গণকণ্ঠে’ সহকারী সম্পাদক হিসেবে তিনি কাজ করেন।
সাহিত্যকর্ম : কাব্যগ্রন্থ : ‘জিজ্ঞাসা’, ‘ঐকতান’, ‘উদ্ভিন্ন উল্লাস’, ‘স্বনিষ্ঠ সনেট’, ‘রক্তে আমার অনাদি অস্থি’, ‘দুই মেরু দুই ডানা’, ‘অনতীত পঙক্তিমালা’ প্রভৃতি।
প্রবন্ধগ্রন্থ : বাংলাদেশ জন্ম না নিলে।
ছড়াগ্রন্থ : ‘দিলওয়ারের শতছড়া’, ‘ছড়ায় অ আ ক খ।’
পুরস্কার ও সম্মাননাবাংলা একাডেমি পুরস্কার ও বাংলাদেশ সরকার প্রদত্ত ‘একুশে পদক’ প্রভৃতি।
জীবনাবসান : কবি দিলওয়ার ১০ অক্টোবর ২০১৩ খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন।

❒ উৎস পরিচিতি
‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতাটি কবি দিলওয়ারের একই নামের কাব্যগ্রন্থের নাম-কবিতা। ‘রক্তে আমার অনাদি অস্থি’ ১৯৮১ খ্রিষ্টাব্দে সিলেট থেকে প্রথম প্রকাশিত হয়। সংকলিত কবিতাটি কবীর চৌধুরীর উদ্দেশ্যে উৎসর্গিত।

❒ বস্তুসংক্ষেপ
গণমানুষের কবি দিলওয়ার। বাংলা সাহিত্যে এমন সৌভাগ্যবান কবি কমই আছেন, যারা গণমানুষের কাছে এমন গ্রহণযোগ্যতা পেয়েছেন। স্বদেশ ও দেশের মানুষের জন্য এক ব্যতিক্রমধর্মী ভালোবাসার মন্ত্র তাঁর কবিতার পরতে পরতে বিধৃত হয়েছে। ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতাটি কবির একই নামের কাব্যগ্রন্থের নাম-কবিতা। কবিতাটি ১৯৮১ খ্রিষ্টাব্দে সিলেট থেকে প্রথম প্রকাশিত হয়।

‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতায় কবি দিলওয়ার নদীমাতৃক বাংলাদেশের বন্দনা করেছেন এবং গণমানবের শিল্পী হিসেবে নিজের প্রত্যয় ও প্রতিশ্রুতি ঘোষণা করেছেন। কবি বলেছেন এই বাংলায় জীবনছাত্রী যেসব নদী নিরন্তর বয়ে চলেছে, গণশিল্পীর তুলি হাতে সেই বিচিত্র জীবনের রূপকার তিনি। তবে যৌবনাবেগ দান করে যমুনা কবিকে করে প্রেমিক। যমুনার কাছ থেকে তিনি গ্রহণ করেছেন নতুন প্রেমের স্পন্দন। যার সম্মিলিত রূপ চিন্তন বাংলাদেশের রূপ এবং সহজ-সরল বাঙালি জাতি। সুরমা তাঁর খেলার সাথী। তাইতো পদ্মা, মেঘনা, সুরমা, যমুনা, গঙ্গা, কর্ণফুলীর বুকে তিনি গণমানুষের তুলি দেখতে পান। কবির এই শাশ্বত উচ্চারণের মাধ্যমে তিনি বাঙালি জাতিসত্তা নির্মাণে নদীর অবদানের বিষয়টি তুলে ধরেছেন। বাঙালি জাতিসত্তার এই চেতনা কবি নিজের অস্তিত্বে ধারণ করেছেন। এই স্রোতস্বিনী নদীগুলোর মিলিত শক্তি বঙ্গোপসাগরকে ভয়াল। শক্তির উৎস হিসেবে রূপান্তরিত করেছে। তাই তিনি তাঁর স্বপ্নকে বিশাল বঙ্গোপসাগরের শক্তির কাছে আমানত রেখেছেন। এ ক্রোধ কবির একার নয়। এ ক্রোধ সমগ্র বাঙালি জাতির সম্পদে পরিণত হয়েছে। এ কারণে বিদেশি নরদানবের আগ্রাসন বাঙালি জাতিকে দমাতে পারে না। কারণ, বিদেশিরা জানে না আবহমান ছুটে চলা নদীর মতোই কবি নিজের অস্তিত্বে ধারণ করে আছে এই জাতিসত্তার শোণিত ও অস্থি।

❒ নামকরণের সার্থকতা যাচাই
গণমানুষের কবি দিলওয়ার বাংলা সাহিত্যের আলোড়ন সৃষ্টিকারী একজন কবি। সাধারণ মানুষের প্রাণের মাঝে তিনি যত সহজে মিশে যেতে পেরেছেন তা অতি দুর্লভ। তাঁর ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতাটি একই নামের কাব্যের নাম-কবিতা। বিষয়বস্তুর ওপর ভিত্তি করে এই কবিতার নামকরণ করা হয়েছে।

‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতায় কবি সাগরদুহিতা নদীমাতৃক বাংলাদেশের প্রশস্তি গেয়েছেন এবং গণমানুষের শিল্পী হিসেবে নিজের প্রত্যয় ও প্রতিশ্রুতি ঘোষণা করেছেন। কবি বলেছেন এই বাংলায় জীবনদাত্রী যেসব নদী নিরন্তর বয়ে চলেছে গণশিল্পীর তুলি হাতে কবি সেই বিচিত্র জীবনের রূপকার। তবে বহমান জীবন এখানে বাধাহীন নয়। প্রবহমান নদীর বাঁকে বাঁকে পাতা রয়েছে মৃত্যুর ফাঁদ। কবি তাঁর যৌবনশক্তি পেয়েছেন পদ্মার কাছ থেকে। যমুনার কাছে পেয়েছেন প্রেমশক্তি, আর সুরমার কাছে পেয়েছেন উর্বরা শক্তি, যার সমন্বয়ে নির্মিত হয়েছে বাংলার শোণিত এবং অস্থি। কবি তার স্বপ্নকে বঙ্গোপসাগরের শক্তির কাছে আমানত রেখেছেন। এই শক্তিই সাগরের ঘূর্ণ্যমান ভয়াল জলরাশির মতো তার ক্রোধকে শক্তিমান করেছে, যা কবির একার নয় সমগ্র জাতিসত্তায় ধারণ করেছে, যা বিদেশিরা জানে না। এজন্য তাদের আগ্রাসনও জাতিকে দমাতে পারে না। কারণ, আবহমান ছুটে চলা নদীর মতোই কবি নিজের অস্তিত্বে ধারণ করে আছেন বাঙালি জাতিসত্তার শোণিত ও অস্থি। সার্বিক বিচারে বলা যায়, কবিতার নাম ‘রক্তে আমার অনাদি অস্থি’ রাখা সার্থক, সুন্দর ও সুষমামণ্ডিত হয়েছে।

❒ শব্দার্থ ও টীকা
হেম - সুবর্ণ। সোনা।
পলিতে গলিত হেম - গলিত সোনা মেশানো পলিমাটি।
গণমানব - প্রান্তিক জনগণ।
গণমানবের তুলি - শিল্পী-জনতার তুলি। কবি এখানে গণমানবের শিল্পী হিসেবে নিজের পরিচয় জ্ঞাপন করেছেন।
মারণ বেলা - হনন কাল। বিনাশ কাল।
ঘূর্ণি - ঘূর্ণ্যমান জলরাশি। আবর্তিত জলরাশি।
প্রাণের জাহাজ - এখানে জনতা ও জনসম্পদ বোঝাতে ‘প্রাণের জাহাজ’ কথাটি ব্যবহৃত হয়েছে।
নরদানব - নরপশু। মানুষরূপী দানব। এখানে বিদেশি নরপিশাচদের বোঝানো হয়েছে।
অশেষ নদী ও ঢেউ - আবহমান ছুটে চলা নদী ও ঢেউ।
রক্তে আমার অনাদি অস্থি - জাতিসত্তার শোণিত এবং অস্থি যে কবি নিজের অস্তিত্বে ধারণ করে আছেন, এখানে সে-কথাই আলংকারিক ভাষায় ব্যক্ত হয়েছে।

❒ বানান সতর্কতা
পদ্মা, গঙ্গা, মুগ্ধ, মারণ, প্রাণ, স্বপ্ন, ঘূর্ণি, ক্রোধ, অশেষ, রক্তে, অস্থি।

HSC Bangla 1st Paper Guide.
Rokte Amar Onadi Osthi Kobita MCQ Question and Answer pdf download
রক্তে আমার অনাদি অস্থি
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

⚛ অনুশীলনীর বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. “রক্তে আমার অনাদি অস্থি” ‘প্রাণ স্বপ্ন’ কে কোথায় রেখেছেন?
[ক] ভয়াল ঘুর্ণিতে
☑️ বঙ্গোপসাগরে
[গ] গনমানবের বুকে
[ঘ] নরদানবের মুখে

২. ‘কত বিচিত্র জীবনের রং’ বলতে বোঝানো হয়েছে জীবন-
[ক] বহুমাত্রিক
[খ] ভিন্নধর্মী
☑️ সংগ্রামশীল
[ঘ] সম্পদশালী

অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ সংখ্যক প্রশ্নের উত্তর দাও।
এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়।
এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়।

৩. উদ্দীপকে “রক্তে আমার অনাদি অস্থি” কবিতায় কোন ভাবের প্রতিফলন ঘটেছে?
[ক] নদীর প্রবহমানতা
[খ] সমুদ্রের ভয়াল জলরাশির শক্তি
[গ] কবির অমিত মনোবল
☑️ গণমানবের শক্তি

৪. উক্ত দিকটি কোন চরণে প্রকাশ পেয়েছে?
☑️ ভয়াল ঘূর্ণি সে আমার ক্রোধ
[খ] এই ক্রোধ জ্বলে আমার স্বজন/গণমানবের বুকে-
[গ] মুগ্ধ মরণ বাঁকে বাঁকে ঘুরে/কাটায় মারণ বেলা!
[ঘ] রক্তে আমার অনাদি অস্থি,

মাস্টার ট্রেইনার কর্তৃক যাচাইকৃত বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
ক কবি পরিচিতি : (বোর্ড বই থেকে)

৫. কবি দিলওয়ার কোন জেলায় জন্মগ্রহণ করেন?
[ক] ঢাকা
[খ] খুলনা
[গ] পাবনা
☑️ সিলেট

৬. কবি কত সালে জন্মগ্রহণ করেন?
[ক] ১৮৮০
[খ] ১৯৩০
☑️ ১৯৩৭
[ঘ] ১৯৩৮

৭. কবি ১৯৩৭ সালের কত তারিখে জন্মগ্রহণ করেন?
☑️ ১ জানুয়ারি
[খ] ১ মার্চ
[গ] ১ এপ্রিল
[ঘ] ১ জুন

৮. কবি দিলওয়ার সিলেট জেলার কোন গ্রামে জন্মগ্রহণ করেন?
[ক] কীর্তনখোলা
☑️ ভার্থখলা
[গ] ভার্থপুর
[ঘ] ভার্থখালি

৯. কবি দিলওয়ারের পূর্ণ নাম কী?
[ক] দিলওয়ার কবির
[খ] দিলওয়ার শেখ
[গ] মোহাম্মদ দিলওয়ার
☑️ দিলওয়ার খান

১০. কবির মায়ের নাম কী?
[ক] করিমুন্নেসা
☑️ রহিমুন্নেসা
[গ] আসমা বেগম
[ঘ] লুৎফুন্নেসা

১১. কবির পিতার নাম কী?
[ক] দিলদার খান
[খ] মোশারফ খান
☑️ মৌলভী মোহাম্মদ হাসান খান
[ঘ] খান মোহাম্মদ হাসান

১২. কবি দিলওয়ার কী হিসেবে সমধিক পরিচিত?
[ক] বিদ্রোহী কবি
☑️ গণমানুষের কবি
[গ] মানতাবাদী কবি
[ঘ] সাম্যবাদী কবি

১৩. কবি দিলওয়ার কত দিন শিক্ষকতা করেন?
☑️ দুই মাস
[খ] তিন মাস
[গ] চার মাস
[ঘ] পাঁচ মাস

১৪. কত খ্রিষ্টাব্দে দিলওয়ার দৈনিক সংবাদ’ পত্রিকায় কাজ করেন?
[ক] ১৯৬৪ খ্রি.
[খ] ১৯৬৫ খ্রি. 
গ১৯৬৬ খ্রি. 
[ঘ] ১৯৬৭ খ্রি. 

১৫. কোন কারণে কবি পেশা পরিত্যাগ করলেন?
[ক] অর্থকষ্টে
☑️ স্বাস্থ্যগত
[গ] অতৃপ্তিতে
[ঘ] দুনীতির

১৬. কবি কত সালে ‘দৈনিক সংবাদ’ পত্রিকায় কাজ শুরু করেন?
[ক] ১৯৩৭
[খ] ১৯৪৭
[গ] ১৯৫৭
☑️ ১৯৬৯

১৭. কবি দিলওয়ার কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন? (জ্ঞান)
[ক] ১৯৩৫ খ্রি. 
[খ] ১৯৩৬ খ্রি. 
☑️ ১৯৩৭ খ্রি. 
[ঘ] ১৯৩৮ খ্রি. 

১৮. সিলেট শহরের পাশ দিয়ে কোন নদী বয়ে গেছে? (জ্ঞান)
[ক] পদ্মা নদী
[খ] মেঘনা নদী
[গ] যমুনা নদী
☑️ সুরমা নদী

১৯. ভার্থখলা গ্রাম সুরমা নদীর কোন দিকে?
[ক] পূর্ব দিকে
[খ] পশ্চিম দিকে
[গ] উত্তর দিকে
☑️ দক্ষিণ দিকে

২০. কবি দিলওয়ার কোন গ্রামে জন্মগ্রহণ করেন?
[ক] সুবর্ণগ্রাম
☑️ ভার্থখলা
[গ] পরানপুর
[ঘ] গোয়ালখালি

২১. কবি দিলওয়ার তাঁর নাম থেকে কোন পদবি বাদ দেন?
☑️ খান
[খ] খাঁ
[গ] সৈয়দ
[ঘ] ভূঁইয়া

২২. কবি দিলওয়ারের পিতার নাম কী?
☑️ মৌলভী মোহাম্মদ হাসান খান
[খ] মোহাম্মদ দিলবার খান
[গ] মাও. কামাল হোসেন
[ঘ] সৈয়দ হাসানুল হক

২৩. কবি দিলওয়ারের মায়ের নাম কী?
[ক] করিমুন্নেসা
[খ] লতিফুন্নেসা
☑️ রহিমুন্নেসা
[ঘ] ফজিলাতুন্নেসা

২৪. কবি দিলওয়ার কী হিসেবে সমধিক পরিচিত?
[ক] বিদ্রোহী কবি
☑️ গণমানুষের কবি
[গ] মানবতাবাদী কবি
[ঘ] দুঃখ বাদী কবি

২৫. কবি দিলওয়ার পারিবারিক কোন পদবি বর্জন করেন?
☑️ খান
[খ] মোহাম্মদ
[গ] সৈয়দ
[ঘ] শেখ

২৬. কত খ্রিষ্টাব্দে দিলওয়ার দৈনিক সংবাদ' পত্রিকায় কাজ করেন?
[ক] ১৯৬৪ খ্রি. 
[খ] ১৯৬৫ খ্রি. 
[গ] ১৯৬৬ খ্রি. 
☑️ ১৯৬৭ খ্রি. 

২৭. ‘জিজ্ঞাসা’ কাব্যটি প্রকাশিত হয় কত সালে?
[ক] ১৯৪৩ সালে
☑️ ১৯৫৩ সালে
[গ] ১৯৬৩ সালে
[ঘ] ১৯৬৪ সালে

২৮. কোনটি দিলওয়ার রচিত কাব্যগ্রন্থ নয়?
[ক] ঐকতান
[খ] রক্তে আমার অনাদি অস্থি
☑️ বাংলাদেশ জন্ম না নিলে
[ঘ] দুই মেরু দুই ডানা

২৯. ‘উদ্ভিন্ন উল্লাস’ দিলওয়ার রচিত কোন ধরনের রচনা?
[ক] কবিতা
☑️ কাব্যগ্রন্থ
[গ] উপন্যাস
[ঘ] প্রবন্ধ

৩০. নিচের কোনটি দিলওয়ারের ছড়াগ্রন্থ?
[ক] দিলওয়ারের ছড়া-ভুবন
[খ] দিলওয়ারের অ, আ, ক, খ
☑️ দিলওয়ারের শত ছড়া
[ঘ] দিলওয়ারের ছড়া জগৎ

৩১. কবি দিলওয়ারের কাব্যগ্রন্থ নয় নিচের কোনটি?
[ক] জিজ্ঞাসা
[খ] ঐকতান
[গ] উদ্ভিন্ন উল্লাস
☑️ ছায়ানট

৩২. নিচের কোনটি কবির প্রবন্ধ গ্রন্থ?
[ক] বইপড়া
[খ] সবুজপত্র
[গ] প্রবন্ধ সংগ্রহ
☑️ বাংলাদেশ জন্ম না নিলে

৩৩. ‘ছড়ায় অ আ ক খ’ গ্রন্থটি কার লেখা?
☑️ দিলওয়ার
[খ] সুকুমার রায়
[গ] সুকান্ত ভট্টাচার্য
[ঘ] রবীন্দ্রনাথ ঠাকুর

৩৪. কবি কত সালে মৃত্যুবরণ করেন?
[ক] ২০০৩
[খ] ২০০৪
[গ] ২০১০
☑️ ২০১৩

৩৫. কবি দিলওয়ার কোন পত্রিকায় ‘সহকারী সম্পাদক হিসেবে কাজ করেন?
[ক] দৈনিক ইত্তেফাক
☑️ দৈনিক গণকণ্ঠ
[গ] দৈদিন কালের কণ্ঠ
[ঘ] দৈনিক সবুজপত্র

৩৬. কবি দিলওয়ার ‘দৈনিক গণকণ্ঠে’ কী হিসেবে কাজ করেন?
[ক] সম্পাদক
☑️ সহকারী সম্পাদক
[গ] লেখক
[ঘ] সাংবাদিক

৩৭. কবি দিলওয়ার কত সাল পর্যস্ত ‘দৈনিক গণকণ্ঠে’ সহকারী সম্পাদক হিসেবে কাজ করেন?
[ক] ১৯৭০-৭২ সাল
☑️ ১৯৭৩-৭৪ সাল
[গ] ১৯৭৪-৭৫ সাল
[ঘ] ১৯৭৫-৭৬ সাল

৩৮. কবি দিলওয়ার সাংবাদিক পেশা বাদ দেন কেন?
[ক] রাজনৈতিক কারণে
[খ] পারিবারিক কারণে
☑️ স্বাস্থ্যগত কারণে
[ঘ] অর্থনৈতিক কারণে

৩৯. কবি দিলওয়ারের প্রথম কাব্যগ্রন্থের নাম কী?
[ক] বনফুল
[খ] জীবন-জিজ্ঞাসা
☑️ জিজ্ঞাসা
[ঘ] সোনালী কাবিন

৪০. কবি দিলওয়ারের প্রথম কাব্যগ্রন্থ কত সালে প্রকাশিত হয়?
[ক] ১৯৫০ সালে
[খ] ১৯৫১ সালে
[গ] ১৯৫২ সালে
☑️ ১৯৫৩ সালে

৪১. ‘বাংলাদেশ জন্ম না নিলে’ কোন ধরনের রচনা?
☑️ প্রবন্ধগ্রন্থ
[খ] উপন্যাস
[গ] ছোট গল্প
[ঘ] কাব্যগ্রন্থ

৪২. নিচের কোনটি দিলওয়ারের কাব্যগ্রন্থ?
[ক] বাঁশী
☑️ ঐকতান
[গ] ছোটগল্প
[ঘ] কাব্যগ্রন্থ

খ মূল পাঠ : (বোর্ড বই থেকে)

৪৩. কবি যমুনা নদীর কাছে কী চেয়েছেন?
[ক] পানি
[খ] উর্বরতা
[গ] যৌবন
☑️ প্রেম

৪৪. কবি দিলওয়ার কার কাছে যৌবন চেয়েছেন?
☑️ পদ্মার
[খ] মেঘনার
[গ] যমুনার
[ঘ] সুরমার

৪৫. কবির মতে কোন নদীর বুকের পলিতে গলিত হেম?
[ক] পদ্মা
[খ] মেঘনা
☑️ সুরমা
[ঘ] কর্ণফুলি

৪৬. কবির মতে মানুষের জীবনের রং কেমন?
[ক] কালো
☑️ নানা বর্ণের মিশ্রণ
[গ] লাল
[ঘ] সবুজ

৪৭. ‘রেখেছি আমার প্রাণ স্বপ্নকে’-এর পরের চরণটি কী?
[ক] কাটার মারণবেলা
[খ] চারদিকে করে খেলা
☑️ বঙ্গোপসাগরেই
[ঘ] উপমা যে তার নেই

৪৮. প্রকৃতিতে নিরন্তর কে বয়ে চলে?
[ক] কবি নিজে
☑️ নদী
[গ] সাগর
[ঘ] জীবন ধারা

৪৯. নদীর বুকে গণমানুষের জীবনচিত্র আঁকার জন্য কে তুলি ধরেছেন?
[ক] চিত্রশিল্পী
[খ] বঙ্গোপসাগর
☑️ কবি নিজেই
[ঘ] দেশের জনগণ

৫০. কবি তাঁর প্রাণ স্বপ্নকে কোথায় রেখেছেন?
[ক] নদীর বুকে
[খ] পাহাড়ে
[গ] গ্রামে
☑️ বঙ্গোপসাগরে

৫১. কবির অনাদি অস্থি কোথায়?
[ক] দেহে
☑️ রক্তে
[গ] মাথায়
[ঘ] হাতে

৫২. ‘নিরবধি’ বলতে কী বোঝায়?
[ক] সবখানে
☑️ সবসময়
[গ] নির্জনতা
[ঘ] নীরবে থাকা

৫৩. কবির স্বজনেরা জ্বলে কেন?
[ক] আগুনের তাপে
[খ] হিংসায়
☑️ অন্যায়ের প্রতিবাদে
[ঘ] অভিশাপে

৫৪. প্রাণের জাহাজ বলতে কবি কী বুঝিয়েছেন?
[ক] বড় জাহাজ
[খ] প্রিয় জাহাজ
☑️ জাতির সম্পদ
[ঘ] প্রচুর সম্পদ

৫৫. ‘গলিত হেম’ বলতে কী বোঝায়?
[ক] গলিত মাটি
[খ] খাঁটি সেনা
☑️ গলিত সোনা
[ঘ] উর্বরতা

৫৬. ‘সুরমা’ নদীর পলিকে কবি কীসের সাথে তুলনা করেছেন?
[ক] উর্বরতা
☑️ গলিত সোনা
[গ] হীরক
[ঘ] রুপা

৫৭. কবি নরদানব বলেছেন কাকে?
☑️ হানাদারকে
[খ] রাক্ষসকে
[গ] সন্ত্রাসীকে
[ঘ] ডাকাতকে

৫৮. ‘গণমানবের তুলি’ বলতে কবি কী বুঝিয়েছেন?
[ক] আঁকার জন্য তুলি
☑️ জনতার তুলি
[গ] শিল্পী মন
[ঘ] সৃজনশীলতা

৫৯. কবি গণমানবের প্রতি কী অনুভব করেন?
☑️ দায়বদ্ধতা
[খ] স্বপ্ন
[গ] আশা
[ঘ] প্রতিহিংসা

৬০. কবি সুরমার পলিকে গলিত হেম বলেছেন কেন?
☑️ উর্বর শক্তির জন্য
[খ] খাঁটি সোনা বলে
[গ] নদীকে ভালোবেসে
[ঘ] সুরমার তীরে জন্ম বলে

৬১. কবি দিলওয়ারের ‘খান’ পদবি বর্জন করার মাঝে কোন চেতনা ফুটে উঠেছে?
☑️ সাম্যবাদী
[খ] পরোপকারী
[গ] সাম্প্রদায়িক
[ঘ] বৈষম্যমূলক

৬২. ‘পলিতে গলিত হেম’- চরণটির পূর্বের চরণ কোনটি?
[ক] পদ্মা তোমার কাজল বুকের
[খ] যমুনা তোমার কাজল বুকের
[গ] মেঘনা তোমার কাজল বুকের
☑️ সুরমা তোমার কাজল বুকের

৬৩. কবি বঙ্গোপসাগরে কী রেখেছেন?
[ক] খনিজ সম্পদ
[খ] অস্তিত্ব
☑️ প্রাণ স্বপ্ন
[ঘ] জীবনবাজি

৬৪. কবি জীবন নদীর ছবি আঁকতে গিয়ে বঙ্গোপসাগরে কেন প্রাণ স্বপ্ন রেখেছেন?
[ক] বঙ্গোপসাগর নদী থেকে বড় বলে
[খ] বঙ্গোপসাগর সব নদীর কেন্দ্র বলে
☑️ জীবন নদীর বি¯তৃত পটভূমি আঁকার অভিলাষে
[ঘ] বঙ্গোপসাগর সবচেয়ে বড় বলে

৬৫. কবির মতে নদীর বুকে কীসের ফাঁদ পাতা রয়েছে?
[ক] খনিজ সম্পদের
[খ] জলদস্যুর
☑️ মৃত্যুর
[ঘ] মাছের

৬৬. কবির মতে, মানুষের জীবনের রং কেমন?
[ক] ধূসর
[খ] উজ্জ্বল
[গ] সাদা
☑️ রঙিন তুলিতে আঁকা নানা বর্ণের মিশ্রণ

৬৭. “এমন স্নিগ্ধ নদী কাহার, কোথায় এমন ধূম্র পাহাড়’ -উদ্দীপকের কোন ভাবনা কবি দিলওয়ারের ভাবনাকে মনে করিয়ে দেয়?
[ক] বাংলাদেশের দক্ষিণের সৌন্দর্য
☑️ নদীমাতৃক বাংলাদেশের বন্দনা
[গ] বাংলার চির প্রবহমানতা
[ঘ] বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধতা

৬৮. ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতাটি কবি দিলওয়ারের কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত?
[ক] উদ্ভিন্ন উল্লাস
[খ] সপৃথিবী রইবো সজীব
☑️ রক্তে আমার অনাদি অস্থি
[ঘ] বাংলাদেশ জন্ম না নিলে

৬৯. কবি তাঁর প্রাণশক্তি কোথায় রেখেছেন?
[ক] যমুনা নদীতে
[খ] পদ্মা নদীতে
[গ] সুরমার পলি মাটিতে
☑️ বঙ্গোপসাগরে

৭০. গণশিল্পীর তুলি হাতে কবি কোন ছবি আঁকবেন?
[ক] গণমানুষের ছবি
☑️ জীবনরূপ বাংলার নদীর বয়ে চলার ছবি
[গ] প্রিয়ার ছবি
[ঘ] নদীর ছবি

৭১. “মুগ্ধ মরণ বাঁকে বাঁকে কাটায় মারণ বেলা!”-কবিতাংশের অন্তর্নিহিত অর্থ কী?
[ক] মরণের আহবানে মুগ্ধ হয়ে বেলা পার করা
☑️ নদীর বাঁকে বাঁকে পাতা আছে মৃত্যুর ফাঁদ
[গ] নদীর বাঁকে যে মৃত্যুর ফাঁদ পাতা আছে, কবি তাতে মুগ্ধ
[ঘ] জনগণের জীবনে মৃত্যু ফাঁদ হলো নদী

৭২. ‘রক্তে আমার অনাদি অস্থি’-কবিতায় ‘রক্তে আমার অনাদি অস্থি’ বাক্যটি কতবার ব্যবহার করা হয়েছে?
☑️ একবার
[খ] দুইবার
[গ] তিনবার
[ঘ] চারবার

৭৩. ‘অভিযানে বীর সেনাদল জ্বালাও মশাল, চল আগে চল!’-উদ্দীপকের কোন ভাবনা কবি দিলওয়ার ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতায় ফুটিয়ে তুলেছেন?
☑️ অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম
[খ] রাজনৈতিক সংগঠনের স্লোগান
[গ] অন্যায়ের প্রকোপে বিধ্বস্ত বাংলাদেশ
[ঘ] মশাল জ্বালিয়ে প্রতিবাদ করা

৭৪. ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতায় ‘রক্তে আমার অনাদি অস্থি’ বলতে কী বোঝায়?
[ক] কবির রক্ত অস্থিতে অনাদি
[খ] অনাদি অস্থিতে কবি রক্তাক্ত
☑️ জাতিসত্তার শোণিত অস্থি, যা কবি নিজের অস্তিত্বে ধারণ করেছেন
[ঘ] কবির রক্তে আদিমানবের অস্থি

৭৫. বিদেশি নরদানবের আগ্রাসন কেন বাঙালি জনগোষ্ঠীকে দমাতে পারে না?
[ক] বাঙালির ক্রোধ বেশি বলে
☑️ ক্রোধে উন্মত্ত বাঙালি ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করে বলে
[গ] বাঙালি যুদ্ধোন্মাদ বলে
[ঘ] বাঙালি জনগোষ্ঠীর শক্তি বেশি বলে

৭৬. ‘যখনই বোঝাই প্রাণের জাহাজ নরদানবের মুখে।’-চরণদ্বয়ের মর্মার্থ কী?
[ক] যখন নররাক্ষসেরা আঘাত করে জাহাজে
[খ] যখন প্রাণের জাহাজ দানব কর্তৃক বন্দি হয়
☑️ যখন অত্যাচারিতের জনগণ ও সম্পদের ওপর আগ্রাসনী মানসিকতা
[ঘ] যখন মানুষেরা জাহাজ ডুবি হয়ে মরে

৭৭. স্বজনেরা কেন ক্রোধে জ্বলে?
[ক] আগ্রাসীদের প্রকোপে
[খ] কবির প্রতি অভিমান করে
[গ] দেশের স্বাধীনতা আনায়নের জন্য
☑️ অন্যায়ের প্রতিবাদে

৭৮. “প্রাণের জাহাজ’ বলতে কবি কী বুঝিয়েছেন?
☑️ জনতা ও জনসম্পদ
[খ] মানুষের জীবন
[গ] কবির জন্মভূমির মানুষেরা
[ঘ] কবির মানসপ্রিয়া

৭৯. ‘উপমা যে তার নেই’ বলতে কবি কী বুঝিয়েছেন?
[ক] কবি উপমা খুঁজে পান নি
[খ] কবি উপমা দিতে চান নি
☑️ বর্ণনা করে এর শেষ করা যাবে না বলে তুলনা/উপমা নেই বলেছেন
[ঘ] উপমা প্রয়োগে বাহুল্য দোষ হবে বলে উপমা দেন নি

৮০. ‘এই ক্রোধে জ্বলে আমার স্বজন”-এখানে কবি কোন স্বজনের কথা বলেছেন?
[ক] কবির পরিবারের লোকজন
[খ] কবির প্রিয়জন
☑️ কবির জন্মভূমির মানুষেরা
[ঘ] কবির মানসপ্রিয়া

৮১. নিচের কোনটি সমার্থক নয়?
[ক] নরপশু
[খ] নরদানব
[গ] বিদেশী নরপিশাচ
☑️ নরখাদক

৮২. ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতায় কবি যৌবনের প্রত্যাশা করেছেন কার কাছে?
☑️ পদ্মা
[খ] মেঘনা
[গ] যমুনা
[ঘ] গঙ্গা

৮৩. ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতায় যমুনার কাছে কী প্রত্যাশা করা হয়েছে?
☑️ প্রেম
[খ] যৌবন
[গ] মরণ
[ঘ] স্বপ্ন

৮৪. কার কাজল বুকের পলিতে গলিত হেম?
[ক] পদ্মা
[খ] মেঘনা
[গ] যমুনা
☑️ সুরমা

৮৫. ‘পলিতে গলিত হেম’- বলতে কী বোঝানো হয়েছে?
☑️ সোনা মেশানো পলিমাটি
[খ] কাদা মেশানো সোনা
[গ] রুপা মেশানো বালিকণা
[ঘ] রূপা মেশানো পলিকণা

৮৬. ‘গণমানবের তুলি’ বলতে কী বোঝায়?
☑️ জনগণের তুলি
[খ] শিল্পী জনতার তুলি
[গ] রং তুলি
[ঘ] ছবি আঁকার তুলি

৮৭. ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতায় চারদিকে কী খেলা করে?
[ক] ছবির রং
☑️ জীবনের রং
[গ] মৃত্যুর রং
[ঘ] স্বপ্নের রং

৮৮. ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতায় কবি মরণকে কী বলে চিহ্নিত করেছেন?
☑️ মুগ্ধ
[খ] আনন্দের
[গ] ভয়ঙ্কর
[ঘ] বীভৎস

৮৯. কবি তাঁর ‘প্রাণের স্বপ্নকে’ কোথায় রেখেছেন?
[ক] মহাসাগরে
☑️ বঙ্গোপসাগরে
[গ] পদ্মা নদীতে
[ঘ] মেঘনা নদীতে

৯০. ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতায় কবির ক্রোধ কীসের ন্যায় প্রকাশ পেয়েছে?
[ক] ঘূর্ণিঝড়
☑️ ভয়াল ঘূর্ণি
[গ] কালবৈশাখী
[ঘ] দাবানল

৯১. কবির ক্রোধ কোথায় জ্বলে?
[ক] কুলি মজুরের বুকে
[খ] ধনিক শ্রেণির বুকে
☑️ গণমানুষের বুকে
[ঘ] ভীনদেশিদের বুকে

৯২. ‘প্রাণের জাহাজ’- বলতে কী বোঝানো হয়েছে?
☑️ জনগণের সম্পদ
[খ] রাষ্ট্রীয় সম্পদ
[গ] বৈশ্বিক
[ঘ] বিদেশের সম্পদ

৯৩. ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতায় পদ্মা নদীর নাম কতবার ব্যবহৃত হয়েছে?
[ক] দুই বার
☑️ তিন বার
[গ] চারবার
[ঘ] পাঁচবার

৯৪. কল্লোল বর্ষাকালের চিত্রা নদী দেখে বিস্মিত। চিত্রার তখন ভরা যৌবন থৈ থৈ জল।
- ‘চিত্রা’ নদীর ‘রক্তে আমার অনাদি অস্থি' কবিতায় বর্ণিত কোন নদীকে নির্দেশ করে?
[ক] গঙ্গা
☑️ পদ্মা
[গ] মেঘনা
[ঘ] যমুনা
গ শব্দার্থ ও টীকা : (বোর্ড বই থেকে)

৯৫. নিচের কোন শব্দটি ‘অস্থি’ শব্দটির সমার্থক নয়?
[ক] হাড়
[খ] কঙ্কাল
☑️ চর্ম
[ঘ] অতিশয় শীর্ণ

৯৬. নিচের কোনটি ভিন্নার্থক?
[ক] সুবর্ণ
[খ] সোনা
[গ] হেম
☑️ কারুশিল্প

৯৭. ‘পলিতে গলিত হেম’-বাক্যের অর্থ কী?
☑️ গলিত সোনা মেশানো পলিমাটি
[খ] সোনা গলে জলে ভেসে যাওয়া
[গ] পলিমাটির রং সোনার মতো
[ঘ] কারুকার্যময় পলিমাটি

৯৮. ‘গণমানবের তুলি’ শব্দের অর্থ কী?
[ক] জনগণকে তুলে নেওয়া
[খ] জনগণের সম্পদ
☑️ গণমানবের শিল্পী রূপ তুলি
[ঘ] জনগণের রং তুলি

৯৯. ‘গণমানব’ শব্দের অর্থ কী?
[ক] ধনী মানুষ
[গ] শহরের মানুষ
[গ] অভিজাত মানুষ
☑️ প্রান্তিক মানুষ

রক্তে আমার অনাদি অস্থি কবিতার বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর একাদশ-দ্বাদশ শ্রেণির গাইড | Rokte Amar Onadi Osthi Kobitar MCQ Question and Answer

১০০. ‘হেম’ শব্দের অর্থ কী?
☑️ সোনা
[খ] রুপা
[গ] তামা
[ঘ] পিতল

১০১. ‘ঘূর্ণি’ শব্দের অর্থ কী?
[ক] ঘূর্ণ্যমান
☑️ ঘূর্ণ্যমান জলরাশি
[গ] ঘূর্ণিঝড়
[ঘ] ঘূর্ণিবায়ু

১০২. ‘গণমানব’ শব্দের অর্থ কী?
[ক] নাগরিক মানুষ
[খ] শহরের মানুষ
[গ] অভিজাত মানুষ
☑️ প্রাস্তিক মানুষ

১০৩. নিচের কোনটি মাধ্যমে কবি গণমানবের শিল্পী হিসেবে নিচের পরিচয় জ্ঞাপন করেছেন?
[ক] শিল্পী সত্তার তুলি
[খ] আমজনতার তুলি
☑️ গণমানবের তুলি
[ঘ] গণমানুষের তুলি

১০৪. জনতা ও জনসম্পদ বোঝাতে কবি দিলওয়ার কোন কথাটি ব্যবহার করেছেন?
☑️ প্রাণের জাহাজ
[খ] প্রাণের তরী
[গ] জীবন জাহাজ
[ঘ] জীবনতরী

১০৫. ‘হেম’ শব্দের অর্থ কী?
☑️ সোনা
[খ] রুপা
[গ] তামা
[ঘ] পিতল

১০৬. ‘নিরবধি’ শব্দের সমার্থক শব্দগুচ্ছ কোনটি?
[ক] সবসময়, নিরিবিলি
☑️ বিরামহীন, শেষহীন
[গ] ক্লাস্তিহীন, নিরস্তন
[ঘ] শেষহীন, সীমাহীন

ঘ পাঠ পরিচিতি : (বোর্ড বই থেকে)

১০৭. কতমাত্রার মাত্রাবৃত্ত ছন্দে ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতাটি রচিত?
[ক] ২ মাত্রার মাত্রাবৃত্ত
[খ] ৪ মাত্রার মাত্রাবৃত্ত
☑️ ৬ মাত্রার মাত্রাবৃত্ত
[ঘ] ৮ মাত্রার মাত্রাবৃত্ত

১০৮. কবিতাটির ছন্দ বিভাজন কী রকম?
[ক] ৬ + ৫ + ২
☑️ ৬ + ৬ + ২
[গ] ৬ + ৪ + ২
[ঘ] ৬ + ৩ + ২

১০৯. ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতাটি কার উদ্দেশ্যে উৎসর্গিত?
[ক] মুনীর চৌধুরী
[খ] জহির রায়হান
[গ] সিরাজুল ইসলাম চৌধুরী
☑️ কবীর চৌধুরী

১১০. ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেয়া হয়েছে?
[ক] স্বপৃথিবী
[খ] স্বনিষ্ঠ সনেট
[গ] দিলওয়ারের নির্বাচিত কবিতা
☑️ রক্তে আমার অনাদি অস্থি

১১১. ‘রক্তে আমার অনাদি অস্থি’ কাব্যটি কত সালে প্রকাশিত হয়?
[ক] ১৯৮০ সালে
☑️ ১৯৮১ সালে
[গ] ১৯৮২ সালে
[ঘ] ১৯৮৩ সালে

১১২. ‘রক্তে আমার অনাদি অস্থি’ কাব্যগ্রন্থ কোত্থেকে প্রথম প্রকাশিত হয়?
[ক] যশোর
[খ] রাজশাহী
☑️ সিলেট
[ঘ] চট্টগ্রাম

১১৩. কবি দিলওয়ার কীসের রূপকার?
[ক] বাংলার প্রকৃতির
[খ] বাংলার নদী নদীর
☑️ বাংলার বিচিত্র জীবনরূপের
[ঘ] বাংলার সাধারণ জনগণের

১১৪. কবি দিলওয়ার তাঁর স্বপ্নকে কোথায় আমানত রেখেছেন?
[ক] পদ্মায়
[খ] মেঘনায়
[গ] যমুনায়
☑️ বঙ্গোপসাগরে

১১৫. ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতায় কে কবির ক্রোধকে শক্তিমান করেছে?
[ক] নদী
[খ] সমুদ্র
[গ] নদীর ঢেউ
☑️ সমুদ্রের বিশাল জলরাশি

১১৬. কোনটি কবি দিলওয়ার-এর একার না থেকে সমগ্র জনগোষ্ঠীর সম্পদে পরিণত হয়েছে?
☑️ ক্রোধ
[খ] হাসি
[গ] হিংসা
[ঘ] জীবন

১১৭. ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতাটি কয় মাত্রায় রচিত?
[ক] চার মাত্রা
[খ] পাঁচ মাত্রা
☑️ ছয় মাত্রা
[ঘ] সাত মাত্রা

১১৮. ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতাটি কোন ছন্দে রচিত?
[ক] অক্ষরবৃত্ত
[খ] স্বরবৃত্ত
☑️ মাত্রাবৃত্ত
[ঘ] অষ্টক

ঙ বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন ও উত্তর:

১১৯. ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতায় পদ্মা নদী সম্পর্কে বলা যায়-
i. কবি এই নদীর যৌবন প্রত্যাশী
ii. কবি যেন এ নদীর বুকে গণমানবের তুলি
iii. এ নদীর চারদিকে বিচিত্র জীবনের রং খেলা করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
☑️ i, ii ও iii

১২০. ‘মারণবেলা’ কথাটির অর্থ-
i. হনন কাল
ii. বিনাশ কাল
iii. সংগ্রাম কাল

নিচের কোনটি সঠিক?
☑️ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১২১. ‘ঘূর্ণি’ শব্দের অর্থ -
i. ঘূর্ণ্যমান জলরাশি
ii. ঊর্মিময় জলরাশি
iii. আবর্তিত জলরাশি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
☑️ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১২২. ‘মুগ্ধ মরণ বাঁকে বাঁকে ঘুরে’ চরণটির মর্মবাণী হলো-
i. জীবনের সাথে মরণের সম্পৃক্ততা
ii. নদীর বাঁকে বাঁকে মৃত্যুর ফাঁদ পাতা
iii. মৃত্যু এখানে বাধাহীন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
☑️ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১২৩. ‘নরদানব’ বলতে বোঝানো হয়-
i. মানুষরূপী দানব
ii. নরপশু
iii. বিদেশি নরপিশাচ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] ii ও iii
☑️ i, ii ও iii

১২৪. বিদেশিদের আগ্রাসনের বিরুদ্ধে ক্রোধে জ্বলে-
i. কবি
ii. সেনারা
iii. কবির স্বজনেরা

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
☑️ iii
[ঘ] i, ii ও iii

১২৫. ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতায় ফুটে উঠেছে-
i. বাংলার প্রকৃতিতে নদীর অবদান
ii. বাঙালি জাতিসত্তার রূপ
iii. বিদেশিদের রূপ

নিচের কোনটি সঠিক?
[ক] i
☑️ i ও ii
[গ] iii
[ঘ] i, ii ও iii

১২৬. কবি সাহিত্য সাধনার স্বীকৃতিস্বরূপ লাভ করেছেন-
i. একুশে পদক
ii. জুলিও কুরি পদক
iii. বাংলা একাডেমি পুরস্কার

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
☑️ i ও iii
[ঘ] i, ii ও iii

১২৭. কবির কাব্যগ্রন্থ হলো-
i. জিজ্ঞাসা
ii. ঐকতান
iii. বাংলাদেশ জন্ম না নিলে

নিচের কোনটি সঠিক?
[ক] i
☑️ i ও ii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১২৮. কবি দিলওয়ারের কবিতার মূল সুর হলো-
i. মাটি ও মানুষের প্রতি ভালোবাসা
ii. দায়বদ্ধতা
iii. জীবনাচরণ

নিচের কোনটি সঠিক?
[ক] i
☑️ i ও ii
[গ] iii
[ঘ] i, ii ও iii

১২৯. রক্তে আমার অনাদি অস্থি’ কবিতায় ফুটে উঠেছে-
i. নদীমাতৃক বাংলার চিত্র
ii. জাতিসত্তার শোণিত অস্তিত্বের বিলোপ
iii. নিজের অস্তিত্বের সাথে জাতিসত্তার অস্থির সম্মিলন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
☑️ i ও ii
[ঘ] i, ii ও iii

১৩০. আগ্রাসী শক্তির বিরুদ্ধে ক্রোধে জ্বলে-
i. কবি
ii. কবির স্বজনেরা
iii. বাঙলার গণমানব

নিচের কোনটি সঠিক?
☑️ i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

১৩১. ‘অশেষ নদী ও ঢেউ’ বলতে বোঝানো যায়-
i. অসংখ্য নদী ও স্রোত
ii. জীবন বৈচিত্র্যের স্রোত অসংখ্য
iii. শেষ হয় না এমন নদী ও ঢেউ

নিচের কোনটি সঠিক?
☑️ i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

১৩২. ‘স্বনিষ্ঠ সনেট’ কাব্যগ্রন্থটির রচয়িতা হলেন-
i. মাইকেল মধুসূদন দত্ত
ii. অমিয় চক্রবর্তী
iii. দিলওয়ার

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
☑️ iii
[ঘ] i, ii ও iii

১৩৩. ‘নরদানব’ বলতে বোঝানো হয়-
i. নরপশু
ii. মানুষরূপী দানব
iii. বিদেশি নরপিশাচ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
☑️ i, ii ও iii

১৩৪. কবি দিলওয়ার সম্পর্কে বলা যায় -
i. গণমানুবের মুক্তি তাঁর লক্ষ্য
ii. বিভেদমুক্ত কল্যাণী পৃথিবীর তিনি স্বাপ্নিক
iii. গণমানুষের প্রতি দায়বদ্ধ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
☑️ i, ii ও iii

১৩৫. কবি দিলওয়ারের কাব্যগ্রন্থ হলো -
i. ‘ঐকতান’, ‘উদ্ভিন্ন উল্লাস’
ii. রক্তে আমার অনাদি অস্থি, স্বনিষ্ঠ সনেট
iii. Facing the Music নির্বাচিতা

নিচের কোনটি সঠিক?
☑️ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৩৬. কবি দিলওয়ারের ছড়া গ্রন্থ হলো -
i. দিলওয়ারের শতছড়া
ii. এলাটিং বেলাটিং
iii. ছড়ায় অ আ ক খ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
☑️ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৩৭. কবি দিলওয়ার ---
i. কবি
ii. লেখক
iii. ছড়াকার

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
☑️ i, ii ও iii

১৩৮. কবি দিলওয়ারের প্রাপ্ত পুরস্কারগুলো হচ্ছে-
i. বাংলা একাডেমি পুরস্কার
ii. একুশে পদক
iii. ইউনেস্কো পুরস্কার

নিচের কোনটি সঠিক?
☑️ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৩৯. কবি দিলওয়ারের কবিতার মূল সুর-
i. দেশ, মাটি ও মানুষের প্রতি আস্থা
ii. বিভেদমুক্ত কল্যাণী পৃথিবীর প্রতি আস্থা
iii. গণমানুষের মুক্তির প্রতি আস্থা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
☑️ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৪০. ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতায় পদ্মা নদী সম্পর্কে বলা যায়-
i. কবি এই নদীর যৌবন প্রত্যাশী
ii. কবি যেন এ নদীর বুকে গণমানবের তুলি
iii. এ নদীর চারদিকে বিচিত্র জীবনের রং খেলা করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
☑️ i, ii ও iii

১৪১. কবি দিলওয়ার যে সকল নদীর বুকে নিজেকে নিরবধি গণমানবের তুলি বলেছেন সেগুলো হলো -
i. পদ্মা, যমুনা, সুরমা
ii. মেঘনা,গঙ্গা, কর্ণফুলী
iii. ইছামতি, তিস্তা, চিত্রা

নিচের কোনটি সঠিক?
☑️ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৪২. ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতায় প্রথম স্তবকে ফুটে উঠেছে-
i. নদীমাতৃক বাংলাদেশের কথা
ii. সোনা মেশানো পলিমাটির কথা
iii. ঘূর্ণ্যমান বিশাল জলরাশির কথা

নিচের কোনটি সঠিক?
☑️ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৪৩. ‘গণমানব’ কথাটি ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতায় ব্যবহৃত হয়েছে-
i. প্রান্তিক জনগণের অর্থ
ii. শিল্পী জনতার অর্থে
iii. সাধারণ জনগণের অর্থে

নিচের কোনটি সঠিক?
☑️ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৪৪. ‘মুগ্ধ মরণ বাঁকে বাঁকে ঘুরে’ চরণটির মর্মবাণী হলো-
i. জীবনের সাথে মরণের সম্পৃক্ততা
ii. নদীর বাঁকে বাঁকে মৃত্যুর ফাঁদ পাতা
iii. মৃত্যু এখানে বাধাহীন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
☑️ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৪৫. ‘রক্তে আমার অনাদি অস্থি' কবিতাটিতে চিত্রিত হয়েছে-
i. সাগরদুহিতা ও নদীমাতৃক বাংলাদেশের চিত্র
ii. বিদেশি আগ্রাসনের প্রতি কবির দৃষ্টিভঙ্গি
iii. স্বদেশের প্রতি কবির মমত্ববোধ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
☑️ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৪৬. ‘মারণবেলা' কথাটির অর্থ-
i. হনন কাল
ii. বিনাশ কাল
iii. সংগ্রাম কাল

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
☑️ i, ii ও iii

১৪৭. ‘ঘূর্ণি’ শব্দের অর্থ -
i. ঘূর্ণ্যমান জলরাশি
ii. ঊর্মিময় জলরাশি
iii. আবর্তিত জলরাশি

নিচের কোনটি সঠিক?
☑️ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৪৮. গণমানবের কবি হিসেবে দিলওয়ার ঘোষণা করেছেন নিজের-
i. প্রত্যয়
ii. দ্রোহ
iii. প্রতিশ্রুতি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
☑️ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৪৯. বাংলার বহমান জীবন-
i. আড়ষ্ট
ii. বাধাহীন নয়
iii. প্রতিবন্ধকতাপূর্ণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
☑️ ii ও iii
[ঘ] i, ii ও iii

১৫০. বিদেশি নরদানবের আগ্রাসন এ দেশের জনগোষ্ঠীকে দমাতে পারে না কারণ-
i. বঙ্গোপসাগরের শক্তি কবির ক্রোধকে শক্তিশালী করেছে
ii. কবির ক্রোধ কেবল কবির একার নয়
iii. কবির ক্রোধ সমগ্র জনগোষ্ঠীর সম্পদে পরিণত হয়েছে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
☑️ i, ii ও iii

১৫১. কবি নিজের অস্তিত্বে ধারণ করে আছেন-
i. জাতিসত্তার আবেগ
ii. জাতিসত্তার শোণিত
iii. জাতিসত্তার অস্থি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
☑️ ii ও iii
[ঘ] i, ii ও iii

১৫২. ‘নরদানব' বলতে বোঝায়-
i. বিশাল আকৃতির দানব
ii. নরপশু
iii. মানুষরূপী দানব

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
☑️ ii ও iii
[ঘ] i, ii ও iii

১৫৩. ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতায় কবি বন্দনা করেছেন-
i. সাগরদুহিতা বাংলাদেশের
ii. নদীমাতৃক বাংলাদেশের
iii. বাঙালির জাতিসত্তার

নিচের কোনটি সঠিক?
☑️ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৫৪. প্রবহমান নদীর বুকে পাতা আছে-
i. বিনাশii. মৃত্যুর ফাঁদ
iii. সৌন্দর্য

নিচের কোনটি সঠিক?
☑️ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৫৫. কাদের উপর কবির ক্রোধ আপতিত হয়েছে?
i. বিদেশিদের প্রতি
ii. ধনিক শ্রেণির প্রতি
iii. নরদানবদের প্রতি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
☑️ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৫৬. বিদেশিরা কবি দিলওয়ার সম্পর্কে যা জানে না, তা হলো-
i. কবির অস্তিত্বের কথা
ii. কবির জাতিসত্তার কথা
iii. কবির দেশের প্রতি মমত্ববোধের কথা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
☑️ i, ii ও iii

চ অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

❒ নিচের উদ্দীপকটি পড়ে ১৫৭ ও ১৫৮ নং প্রশ্নের উত্তর দাও।
আমি বাংলায় গান গাই
আমি আমার আমিকে চিরদিন এই
বাংলায় খুঁজে পাই

১৫৭. উদ্দীপকের ভাবের সাথে নিচের কোন ভাবের সাদৃশ্য আছে?
[ক] ঐকতান
☑️ রক্তে আমার অনাদি অস্থি
[গ] লোক-লোকান্তর
[ঘ] তাহারেই পড়ে মনে

১৫৮. উদ্দীপক ও কবিতায় প্রকাশিত হয়েছে-
i. দেশপ্রেম
ii. জাতীয়তাবোধ
iii. মানবপ্রেম

নিচের কোনটি সঠিক?
[ক] i
☑️ i ও ii
[গ] iii
[ঘ] i, ii ও iii

❒ নিচের উদ্দীপকটি পড়ে ১৫৯-১৬১ নং প্রশ্নের উত্তর দাও।
ও নদীরে-
একটি কথা শুধাই শুধু তোমারে
বল কোথায় তোমার দেশ
তোমার নেইকি চলার শেষ।
[-আধুনিক গান/শিল্পী : হেমন্ত মুখোপাধ্যায়]

১৫৯. জীবনের বিচিত্র রং কোথায় খেলা করে?
[ক] পথেঘাটে
[খ] গ্রামে
[গ] শহরে
☑️ চারিদিকে

১৬০. কবি নিজের ক্রোধকে কীসের সাথে তুলনা করেছেন?
[ক] আগুনের
☑️ ভয়াল ঘূর্ণির
[গ] নদীর স্রোতের
[ঘ] পলিমাটির

১৬১. উদ্দীপকে ও ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতায় উঠে এসেছে-
i. নদীর কথা
ii. প্রকৃতি চেতনা
iii. নদীর প্রতি ভালোবাসা

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
[গ] iii
☑️ i, ii ও iii

❒ নিচের উদ্দীপকটি পড়ে ১৬২ ও ১৬৩ নং প্রশ্নের উত্তর দাও।
“নদীর পারে নদী গেছে নদীর নাহি শেষ
কত অজানা গাঁ পেরিয়ে কত না-জানা দেশ।
সাত সাগরের পণ্য চলে সওদাগরের নায়
সুধার ধারা গড়িয়ে পড়ে গঞ্জ নগর ছায়।”

১৬২. উদ্দীপকের ভাবটির সাথে কবি দিলওয়ার খানের যে মনোভাবের সাদৃশ্য রয়েছে-
i. স্বদেশপ্রেম
ii. নদীমাতৃক বাংলার সৌন্দর্যমুগ্ধতা
iii. বাংলার অসংখ্য নদীর প্রাচুর্যের বর্ণনায় মননশীলতা

নিচের কোনটি সঠিক?
☑️ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৬৩. উদ্দীপকের কবিতাংশ প্রতিনিধিত্ব করে কোন চরণকে?
[ক] কত বিচিত্র রং
[খ] পদ্মা যমুনা সুরমা মেঘনা গঙ্গা কর্ণফুলী
[গ] রেখেছি আমার প্রাণ স্বপ্নকে বঙ্গোপসাগরেই
☑️ পদ্মা সুরমা মেঘনা যমুনা. . . অশেষ নদী ও ঢেউ

❒ নিচের উদ্দীপকটি পড়ে ১৬৪ ও ১৬৫ নং প্রশ্নের উত্তর দাও।
“নদীর জলে আগুন ছিল
আগুন ছিল বৃষ্টিতে
. . . . . . . . . . . . . . . . . . . 
আগুন ছিল মুক্তিসেনার
স্বপ্ন ঢলের বন্যায়
প্রতিবাদের প্রবল ঝড়ে
কাঁপছিল সব অন্যায়।”
তখন সত্যি মানুষ ছিলাম

১৬৪. উদ্দীপকের বিষয়ভাবনা ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতার কোন চরণের প্রতিনিধিত্ব করে?
[ক] রেখেছি আমার প্রাণ স্বপ্নকে বঙ্গোপসাগরেই
[খ] কত বিচিত্র জীবনের রং
☑️ এই ক্রোধ জ্বলে আমার স্বজন গণমানবের বুকে
[ঘ] রক্তে আমার অনাদি অস্থি

১৬৫. কবির কোন ভাবনাটিকে উদ্দীপকের সাথে সামঞ্জস্যপূর্ণ বলে মনে হয়?
[ক] স্বদেশপ্রেম
☑️ আপসহীন প্রতিবাদী
[গ] স্বদেশের ওপর বিদেশী শক্তির আগ্রাসন
[ঘ] বিদেশের মানুষের কাছে স্বদেশের পরিচয় তুলে ধরা

❒ নিচের উদ্দীপকটি পড়ে ১৬৬ ও ১৬৭ নং প্রশ্নের উত্তর দাও।
নীলয় ইছামতি নদীকে খুব ভালোবাসে। এর সৌন্দর্যে সে মুগ্ধ। সে যেন এই নদীর প্রেম প্রত্যাশী।

১৬৬. উদ্দীপকটি কোন দিক থেকে ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ?
[ক] মানুষের প্রতি নদীর প্রেম
☑️ নদীর প্রতি মানুষের প্রেম
[গ] নদী ও মানুষের পারস্পরিক নির্ভরতা
[ঘ] নদীর সৌন্দর্য

১৬৭. উদ্দীপকের ইছামতি নদী ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতার কোন নদীর সঙ্গে তুলনীয়?
[ক] পদ্মা
[খ] মেঘনা
☑️ যমুনা
[ঘ] সুরমা

❒ নিচের উদ্দীপকটি পড়ে ১৬৮ ও ১৬৯ নং প্রশ্নের উত্তর দাও।
গঙ্গা আমার মা, পদ্মা আমার মা
ও আমার দুই চোখে দ্ইু জলের ধারা
মেঘনা যমুনা।

১৬৮. উদ্দীপকটি তোমার পাঠ্যবইয়ের কোন কবিতাকে নির্দেশ করে?
[ক] বাংলাদেশ
[খ] এই পৃথিবীতে এক
☑️ রক্তে আমার অনাদি অস্থি
[ঘ] সোনার তরী

১৬৯. উক্ত কবিতায় আরও যে সকল নদীরনাম আছে তা হলো-
i. কর্ণফুলী
ii. চিত্রা
iii. সুরমা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
☑️ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

❒ উদ্দীপকটি পড়ে ১৭০ ও ১৭১ নং প্রশ্নের উত্তর দাও।
অনেক নদী আছে বর্ষার প্লাবনে ডুবে যায়। বাংলার বুকে জটার মতো নদীর প্যাচ। সেখানে বড় বড় ঢেউয়ের আঘাতে তীরগুলি ভেঙে পড়ে। বিচিত্র এই সব নদীর খেলা।

১৭০. উদ্দীপকের ভাব কোন রচনায় ফুটে উঠেছে?
[ক] নবান্ন
☑️ রক্তে আমার অনাধি অস্থি
[গ] বিদ্রোহী
[ঘ] দেশ

১৭১. উদ্দীপকের ভাবনাটি নিচের কোন চরণের সাথে সামঞ্জস্যপূর্ণ?
[ক] পাড়ায় পাড়ায় ওঠে উৎসব, তাই বন্ধ মাঠের কাজ
☑️ পদ্মা, সুরমা, মেঘনা, যমুনা অশেষ নদী ও ঢেউ
[গ] শির নেহারি নত শির, ঐ শিখর হিমাদ্রির
[ঘ] সুধার ধারা গড়িয়ে পড়ে গঞ্জ নগর ছায়

❒ উদ্দীপকটি পড়ে ১৭২ ও ১৭৩ নং প্রশ্নের উত্তর দাও।
আমি ভালোবাসি আমার
নদীর বালুচর
সন্ধ্যেবেলার ভিড়ে।

১৭২. উদ্দীপকটি ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতার কোন অংশের সঙ্গে তুলনীয়?
[ক] নদীর পাড়ের চিত্র
☑️ বাংলার নদী ও প্রকৃতি
[গ] ছুটে চলা নদী
[ঘ] প্রবহমান শান্ত— নদী

১৭৩. উদ্দীপক এবং ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতায় ফুটে উঠেছে-
i. গ্রামের চিত্র
ii. নদীর চিত্র
iii. জীবনের চিত্র

নিচের কোনটি সঠিক?
☑️ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

❒ উদ্দীপকটি পড়ে ১৭৪ ও ১৭৫ নং প্রশ্নের উত্তর দাও।
নদীমাতৃক আমাদের এই দেশ। ছোট বড় মিলিয়ে অসংখ্য নদী রয়েছে আমাদের দেশে। নদী তার শান্ত—রূপে প্রকাশ পেলেও কখনো সে ভয়াল মূর্তি ধারণ করে।

১৭৪. উদ্দীপকটি ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতার কোন দিকের সাথে সাদৃশ্যপূর্ণ?
[ক] নদীর ভয়ঙ্কর রূপ
[খ] নদীর স্বপ্নরূপ
[গ] বিচিত্র জীবনের রূপ
☑️ প্রবহমান নদীর বিচিত্র রূপ

১৭৫. উদ্দীপকে বর্ণিত এসকল নদী ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতায় বর্ণিত যেসকল নদীকে নির্দেশ করে তা হলো-
i. পদ্মা, যমুনা
ii. মেঘনা, সুরমা
iii. গঙ্গা, কর্ণফুলী

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
☑️ i, ii ও iii


❒ রিভিশন অংশ (Revision)
আলোচ্য অংশে জ্ঞানভাণ্ডারকে সমৃদ্ধ করার জন্য বাড়ির কাজ, গুরুত্বপূর্ণ তথ্যকণিকা, জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক আরও কিছু প্রশ্ন ও উত্তর উল্লেখ করা হয়েছে। এ অংশটি অনুশীলনের মাধ্যমে পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি ও Revision সম্পূর্ণ হয়ে যাবে।

❒ বাড়ির কাজ
✍ ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতার আলোকে নদীমাতৃক বাংলাদেশের সৌন্দর্য আলোচনা কর।
✍ ‘রক্তে আমার অনাদি অস্থি’ - কবিতায় নদীকে বাঙালির প্রেরণার প্রতীক হিসেবে উপস্থাপন করা হয়েছে- আলোচনা কর।
✍ বিদেশি শত্রুদের আগ্রাসন ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতার আলোকে ব্যাখ্যা কর।
✍ ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতার আলোকে স্বদেশের প্রতি কবির মমত্ববোধের স্বরূপ বিশ্লেষণ কর।

❒ গুরুত্বপূর্ণ তথ্যকণিকা
✍ দিলওয়ার ১৯৩৭ খ্রিষ্টাব্দের পহেলা জানুয়ারি সিলেটের ভার্থখলা গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পুরো নাম দিলওয়ার খান।
✍ পদ্মা, যমুনা, সুরমা, মেঘনা, গঙ্গা, কর্ণফুলী- এদেশের প্রধান প্রধান নদী।
✍ ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতায় কবি মানব জীবনের সংকটকে তুলে ধরেছেন।
✍ পলিতে গলিত হেম হলো গলিত সোনা মেশানো পলিমাটি।
✍ জনতা ও জনসম্পদ বোঝাতে ‘প্রাণের জাহাজ' কথাটি ব্যবহৃত হয়েছে।
✍ ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতাটি একই নামের কাব্যগ্রন্থের নাম’- কবিতা, এটি ১৯৮১ সালে সিলেট থেকে প্রথম প্রকাশিত হয়।
✍ এ কবিতায় নদীমাতৃক বাংলার বন্দনা করা হয়েছে এবং কবি নিজেকে গণমানুষের কবি হিসেবে নাম প্রতিষ্ঠা করেছেন।

No comments:

Post a Comment