G

HSC ভূগোল ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের বোর্ড প্রশ্ন সমাধান pdf download - ১

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Geography 2nd Paper MCQ with Answer pdf download

বোর্ড প্রশ্ন সমাধান-১
ভূগোল ২য় পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
বিষয় কোড: [১২৬]

সময়: ২৫ মিনিট        পূর্ণমান: ২৫
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]

HSC Geography 2nd Paper
Board Question Solution
MCQ
Question and Answer pdf download

১. শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসা প্রভৃতি ভূগোলের কোন শাখার আলোচ্য বিষয়?
[ক] নগর ভূগোল
[খ] বসতি ভূগোল
[গ] রাজনৈতিক ভূগোল
[ঘ] সাংস্কৃতিক ভূগোল
উত্তর: [ঘ] সাংস্কৃতিক ভূগোল

◈ নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং ২ ও ৩নং প্রশ্নের উত্তর দাও:
চিত্র: বাংলাদেশের মানচিত্র

২. উদ্দীপকের ‘ক’ স্থানটির বসতি কোন প্রকার?
[ক] পুঞ্জীভূত
[খ] সারিবদ্ধ
[গ] গোলাকার
[ঘ] বিচ্ছিন্ন
উত্তর: [ক] পুঞ্জীভূত

৩. উদ্দীপকে ‘খ’ স্থানের বসতির অনুকূল বৈশিষ্ট্য হচ্ছে:
i. অনুর্বর কৃষি জমি
ii. পলল সমৃদ্ধ মৃত্তিকা
iii. পার্বত্য ভূ-ভাগ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [খ] i ও iii

৪. বাণিজ্যসংক্রান্ত আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তি করে কোন সংস্থা?
[ক] WTO
[খ] APTA
[গ] SAPTA
[ঘ] NAFTA
উত্তর: [ক] WTO

৫. সমুদ্রবেষ্টিত দেশ কোনটি?
[ক] জাপান
[খ] ভারত
[গ] উত্তর কোরিয়া
[ঘ] দক্ষিণ কোরিয়া
উত্তর: [ক] জাপান

৬. লৌহ ও ইস্পাত উৎপাদনে এশিয়ার শীর্ষদেশ কোনটি?
[ক] ভারত
[খ] জাপান
[গ] চীন
[ঘ] দঃ কোরিয়া
উত্তর: [গ] চীন

৭. ব্রাজিল কোন দেশের উপনিবেশ ছিল?
[ক] ফ্রান্স
[খ] স্পেন
[গ] পর্তুগাল
[ঘ] গ্রেট ব্রিটেন
উত্তর: [গ] পর্তুগাল

৮. মানচিত্রে জনসংখ্যার বণ্টন দেখানোর জন্য উপযুক্ত পদ্ধতি হলো:
i. স্তম্ভলেখ
ii. ছায়াপাত
iii. বিন্দু

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [গ] ii ও iii

৯. মানুষের সম্পূর্ণ বধিরতা সৃষ্টির মাত্রা কত ডেসিবল?
[ক] ৬০
[খ] ৮০
[গ] ১০০
[ঘ] ১২০
উত্তর: [ঘ] ১২০

১০. প্রাকৃতিক পরিবেশ নিয়ন্ত্রিত চিন্তাধারা কোনটি?
[ক] নিমিত্ত বাদ
[খ] সম্ভাবনা বাদ
[গ] পরিবেশ বাদ
[ঘ] নব্য সম্ভাবনা বাদ
উত্তর: [ক] নিমিত্ত বাদ

১১. স্থায়ী বসতি গড়ে ওঠার জন্য প্রয়োজন:
i. পানির সহজলভ্যতা
ii. অনুকূল জলবায়ু
iii. রাজনৈতিক স্থিতিশীলতা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii

১২. কোনো বছরে জন্মগ্রহণকারী শিশুর মোট সংখ্যা ÷ ঐ বছরের মধ্যকালীন মোট জনসংখ্যা ✕ ১০০০ উপরের সূত্রটি দ্বারা নির্ণয় করা যায়:
[ক] স্থূল প্রজনন হার
[খ] নিট প্রজনন হার
[গ] মোট জন্মহার
[ঘ] স্থূল জন্মহার
উত্তর: [ঘ] স্থূল জন্মহার

১৩. বাংলাদেশের উত্তরে অবস্থিত ভারতের:
[ক] আসাম ও ত্রিপুরা
[খ] মেঘালয় ও ত্রিপুরা
[গ] মেঘালয় ও আসাম
[ঘ] আসাম ও মনিপুর
উত্তর: [গ] মেঘালয় ও আসাম
ভূগোল ২য় পত্র (HSC Geography 2nd Paper MCQ) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
◈ উদ্দীপকের আলোকে ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাও:
একটি খাদ্যশস্যের বৈজ্ঞানিক নাম Triticum Sativum এর প্রধান জাতগুলোর আদিভূমির একটি স্থান হলো উত্তর আমেরিকা। পরবর্তীকালে এ অঞ্চল থেকে শস্যটি সারা বিশ্বে বিস্তারলাভ করে।

১৪. উদ্দীপকে ইঙ্গিতকৃত শস্যটি কোনটি?
[ক] যব
[খ] ভুট্টা
[গ] ধান
[ঘ] গম
উত্তর: [ঘ] গম

১৫. উদ্দীপকে ইঙ্গিতকৃত শস্যটি উৎপাদনের জন্য প্রয়োজন:
i. ১৫° - ২০° সে. তাপমাত্রা
ii. ৫০ সে.মি. - ১০০ সে.মি. বৃষ্টিপাত
iii. কর্দমময় দোআঁশ মৃত্তিকা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii

◈ উদ্দীপকের আলোকে ১৬ ও ১৭ নং প্রশ্নের উত্তর দাও:
ঐশী বাবার সাথে বেড়াতে গিয়ে দেখল পাহাড়ের ঢালে সবুজে আচ্ছাদিত ভূমি। বাবা বললেন ইহা এক ধরনের কৃষি পদ্ধতি।

১৬. ঐশীর বাবা কোন ধরনের কৃষি পদ্ধতির ইঙ্গিত করেছেন?
[ক] প্রগাঢ়
[খ] ব্যাপক
[গ] মিশ্র
[ঘ] বাগান
উত্তর: [ঘ] বাগান

১৭. উদ্দীপকে ইঙ্গিতকৃত কৃষি পদ্ধতির বৈশিষ্ট্য হচ্ছে:
i. নারী শ্রমিকের আধিক্য
ii. ছায়াদানকারী বৃক্ষ
iii. স্বাভাবিক বৃষ্টিপাত

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক] i ও ii

১৮. বাংলাদেশের প্রচলিত রপ্তানি পণ্য কোনটি?
[ক] তৈরি পোশাক
[খ] পাটজাত দ্রব্য
[গ] হিমায়িত চিংড়ি
[ঘ] পাকা চামড়া
উত্তর: [খ] পাটজাত দ্রব্য

১৯. আখের আদিভূমি কোথায় অবস্থিত?
[ক] ব্রাজিল
[খ] মেক্সিকো
[গ] থাইল্যান্ড
[ঘ] ভারত
উত্তর: [ঘ] ভারত

২০. বাংলাদেশে সাশ্রয়ী পরিবহন ব্যবস্থা কোনটি?
[ক] রেলপথ
[খ] নৌপথ
[গ] সড়কপথ
[ঘ] আকাশপথ
উত্তর: [খ] নৌপথ

২১. নিচের কোন খনিজ উৎপাদনে ভারত বিশ্বে প্রথম?
[ক] অভ্র
[খ] বক্সাইট
[গ] ম্যাঙ্গানিজ
[ঘ] ফেলসফার
উত্তর: [ক] অভ্র

২২. কোন বিভাগে ডুয়েল গেজ রেলপথ রয়েছে?
[ক] ঢাকা
[খ] চট্টগ্রাম
[গ] খুলনা
[ঘ] সিলেট
উত্তর: [ক] ঢাকা

২৩. OPEC কত সালে গঠিত হয়?
[ক] ১৯৫০
[খ] ১৯৫৫
[গ] ১৯৬০
[ঘ] ১৯৬৫
উত্তর: [গ] ১৯৬০

২৪. অভ্যন্তরীণ অভিগমনের কারণ হলো:
[ক] সংস্কৃতির ভিন্নতা
[খ] জনসংখ্যার চাপ
[গ] জলবায়ু পরিবর্তন
[ঘ] ধর্মীয় কারণ
উত্তর: [খ] জনসংখ্যার চাপ

২৫. মংলা বন্দর কোন জেলায় অবস্থিত?
[ক] পটুয়াখালী
[খ] বরগুনা
[গ] খুলনা
[ঘ] বাগেরহাট
উত্তর: [ঘ] বাগেরহাট


HSC Geography 2nd Paper
MCQ
Question and Answer

ভূগোল ২য় পত্র
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর


No comments:

Post a Comment