G

HSC কৃষিশিক্ষা ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download পর্ব-২

উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি পর্ব-২
কৃষিশিক্ষা
১ম পত্র

বহুনির্বাচনি অভীক্ষা
বিষয় কোড: ২৩৯

সময়-২৫ মিনিট      পূর্ণমান-২৫
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]

HSC Agriculture 1st Paper pdf download
MCQ
Question and Answer

১.নিচের কোনটি দানাজাতীয় ফসল?
[ক] সূর্যমুখী
[খ] কাউন
[গ] শনপাট
[ঘ] মেস্তা
উত্তর: [খ] কাউন

২. ফসলের নতুন নতুন জাত উদ্ভাবন ও উন্নয়ন সাধনের কাজ করে নিচের কোন প্রতিষ্ঠানটি?
[ক] BARI
[খ] BINA
[গ] BARC
[ঘ] BRRI
উত্তর: [ক] BARI

◈ উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও:
 বিজয়ের জমিতে ফসলের কাক্সিক্ষত ফলন হয় না। সে তার জমির মাটি পরীক্ষা করে দেখল যে, অম্লমান ৮। পরবর্তীতে সে কৃষি কর্মকর্তার পরামর্শে উক্ত জমিতে ফসল উৎপাদনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে সফল হয়।

৩. উদ্দীপকে উলি­খিত অম্লমানে কোন উদ্ভিদ ভালো জন্মে?
[ক] কাঁঠাল
[খ] লেবু
[গ] কফি
[ঘ] নারিকেল
উত্তর: [ঘ] নারিকেল

৪. কাঙ্খিত ফসল উৎপাদনে বিজয়ের করণীয় পদক্ষেপ-
i. কাঠের ছাই প্রয়োগ করে
ii. লবণ দূরীভূত করে
iii. জিপসাম প্রয়োগ করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [গ] ii ও iii

৫.নিচের কোন প্রতিষ্ঠান কৃষক সভার আয়োজন করে?
[ক] কৃষি সম্প্রসারণ অধিদপ্তর
[খ] বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন
[গ] বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল
[ঘ] বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট
উত্তর: [ক] কৃষি সম্প্রসারণ অধিদপ্তর

◈ উদ্দীপকটি পড়ে ৬ ও ৭ নং প্রশ্নের উত্তর দাও:
 মাহমুদ আকতার তার জমিতে সবসময়ই রাসায়নিক সার ব্যবহার করে থাকে। ইদানিং তার জমির ফসলের উৎপাদন তুলনামূলকভাবে কমে গেছে। উপ-সহকারী কৃষি কর্মকর্তা তার জমি পরিদর্শন করে তাকে বিশেষ একধরনের শস্য চাষ করে সবুজ অবস্থায় মাটির সাথে মিশিয়ে দেওয়ার পরামর্শ দেন। সে উপ-সহকারী কৃষি কর্মকর্তার পরামর্শে বেশ উপকৃত হয়।

৬. মাহমুদ আকতারনিচের কোন শস্যটির চাষ করে?
[ক] ভুট্টা
[খ] শনপাট
[গ] সয়াবিন
[ঘ] চীনা বাদাম
উত্তর: [খ] শনপাট

৭. উপ-সহকারী কৃষি কর্মকর্তার পরামর্শে মাহমুদ আকতারের সাফল্যের কারণ হলো, উক্ত শস্য মৃত্তিকার-
i. উর্বরতা বাড়িয়ে দেয়
ii. অম্লত্ব কমিয়ে দেয়
iii. জৈব পদার্থ বাড়িয়ে দেয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii

৮. মৌমাছির চাষকে কী বলে?
[ক] সেরিকালচার
[খ] হর্টিকালচার
[গ] এপিকালচার
[ঘ] একুয়াকালচার
উত্তর: [গ] এপিকালচার

৯. অণুজীব সার মাটির-
i. অণুজীবের কার‌্যাবলি বাড়ায়
ii. ক্ষতিকর জীবাণু ধ্বংস করে
iii. স্বাস্থ্য উন্নত করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii

◈নিচের ছকটি লক্ষ কর এবং ১০ ও ১১ নং প্রশ্নের উত্তর দাও:
কৃষির ক্ষেত্র: ফসল মাঠ ফসল?

১০. উদ্দীপকে ‘?’ চিহ্ন দ্বারা কোন ফসলকে বুঝানো হয়েছে?
[ক] তুলা
[খ] আখ
[গ] বেগুন
[ঘ] পাট
উত্তর: [গ] বেগুন

১১. উদ্দীপকে উলি­খিত ফসলটির বৈশিষ্ট্য-
i. নিচু ও মাঝারি নিচু জমিতে চাষ করা হয়
ii. প্রতিটি গাছের নিবিড় যত্নের প্রয়োজন
iii. সমস্ত ফসল একত্রে সংগ্রহ করা হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [খ] i ও iii

১২. মাটির বিভিন্ন প্রকার পুষ্টি উপাদানের সহজলভ্যতা কীসের উপর নির্ভর করে?
[ক] মাটির উর্বরতা
[খ] মাটির ক্ষারত্বের তীব্রতা
[গ] মাটির অম্লত্বের তীব্রতা
[ঘ] মাটির উৎপাদন ক্ষমতা
উত্তর: [গ] মাটির অম্লত্বের তীব্রতা

১৩. অম্লমান অনুসারে মাটিকে কয় ভাগে ভাগ করা হয়?
[ক] ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫
উত্তর: [খ] ৩

১৪. বায়ুর আর্দ্রতা বেশি হলে ফসল উৎপাদনের ক্ষেত্রে কি ধরনের প্রভাব পড়তে পারে?
[ক] পানির ঘাটতি হয়
[খ] প্রস্বেদন বেড়ে যায়
[গ] ফলন কমিয়ে দেয়
[ঘ] পোকা ও রোগের আক্রমণ বেড়ে যায়
উত্তর: [ঘ] পোকা ও রোগের আক্রমণ বেড়ে যায়

◈ উদ্দীপকটি পড়ে ১৫ নং প্রশ্নের উত্তর দাও:
 গত বছর অমলেশ এর পেয়ারা বাগানে ফলের গায়ে ছোট বড় কালো দাগ পড়ে। এতে পেয়ারার বাজার মূল্য কমে যায়।

১৫. অমলেশ এর পেয়ারা কোন রোগে আক্রান্ত হয়েছিল?
[ক] শুটিমোল্ড
[খ] ফলপচা
[গ] পাউডারি মিলডিউ
[ঘ] অ্যানথ্রাকনোজ
উত্তর: [ঘ] অ্যানথ্রাকনোজ

HSC কৃষিশিক্ষা ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর - বোর্ড প্রশ্ন ২০১৮

১৬. সঠিকভাবে বীজ সংরক্ষণের ক্ষেত্রে উপযুক্ত আর্দ্রতা কত হওয়া উচিত?
[ক] ৪-৮%
[খ] ৬-১০%
[গ] ৮-১২%
[ঘ] ১০-১৪%
উত্তর: [গ] ৮-১২%

১৭. সবজি পচনের কারণ-
[ক] পোকা-মাকড়ের সংক্রমণ
[খ] বাছাইয়ের ত্রুটি
[গ] ত্বকের আবরণ
[ঘ] পরিবেশের প্রতিকূল অবস্থা
উত্তর: [ঘ] পরিবেশের প্রতিকূল অবস্থা

◈ উদ্দীপকটি পড়ে ১৮ ও ১৯ নং প্রশ্নের উত্তর দাও:
 মানিক একজন ধান চাষী। সম্প্রতি সে লক্ষ্য করে যে, তার ধান গাছের বাড়তি কমে গেছে এবং কুশির সংখ্যাও কম। কচি পাতার লম্বালম্বি শিরা বরাবর হালকা সবুজ ও হালকা হলদে রেখা দেখা যায়।

১৮. মানিকের ধান গাছ কোন রোগে আক্রান্ত হয়েছে?
[ক] ব্লাস্ট
[খ] উফরা
[গ] টুংরো
[ঘ] পাতা ঝলসানো
উত্তর: [গ] টুংরো

১৯. উক্ত রোগ প্রতিকারে মানিকের গৃহীত পদক্ষেপগুলো কী হতে পারে?
i. আলোর ফাঁদ ব্যবহার করা
ii. আক্রান্ত গাছ তুলে ফেলা
iii. অনুমোদিত বালাইনাশক ব্যবহার করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii

২০. অ্যাজোলা কোন ফসলের জন্য উপযোগী?
[ক] মসুর
[খ] তুলা
[গ] ধান
[ঘ] আখ
উত্তর: [গ] ধান

২১.নিচের কোনটি দীর্ঘ দিবা দৈর্ঘ্যরে উদ্ভিদ?
[ক] টমেটো
[খ] ফুলকপি
[গ] শিম
[ঘ] বাঁধাকপি
উত্তর: [ঘ] বাঁধাকপি

◈ উদ্দীপকটি পড়ে ২২ নং প্রশ্নের উত্তর দাও:
 কথিকা চিনির ঘন রস ব্যবহার করে তাদের বাগানের উৎপাদিত আম প্রক্রিয়াজাত করে দীর্ঘদিন সংরক্ষণের পরিকল্পনা গ্রহণ করে। উক্ত ফল সংরক্ষণের জন্য সে এক কেজি আমের জন্য দুই কেজি চিনি ব্যবহার করে।

২২. কথিকার ফল দ্বারা প্রক্রিয়াজাতকৃত খাদ্য কোনটি?
[ক] জেলি
[খ] মিষ্টি আচার
[গ] মোরব্বা
[ঘ] জ্যাম
উত্তর: [গ] মোরব্বা

২৩.নিচের কোনটি পেঁয়াজের জাত?
[ক] মুকুন্দপুরী
[খ] তাহেরপুরী
[গ] নাগপুরী
[ঘ] দিশারী
উত্তর: [খ] তাহেরপুরী

২৪. তেল জাতীয় ফসলের গুরুত্ব হচ্ছে-
[ক] সাবান, মোম, মাখন তৈরিতে ব্যবহৃত হয়
[খ] শর্করার প্রধান উৎস
[গ] শিকড়ে গুটি তৈরি হয়
[ঘ] উৎপাদন, প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ সহজ
উত্তর: [ক] সাবান, মোম, মাখন তৈরিতে ব্যবহৃত হয়

২৫. তাজা ফল ও সবজিতে কত শতাংশ পানি থাকে?
[ক] ৫০-৬০
[খ] ৬০-৭০
[গ] ৭০-৮০
[ঘ] ৮০-৯০
উত্তর: [গ] ৭০-৮০

উচ্চ মাধ্যমিক
কৃষিশিক্ষা ১ম পত্র
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

HSC Agriculture 1st Paper pdf download
MCQ
Question and Answer


No comments:

Post a Comment