G

SSC সাধারণ বিজ্ঞান (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর অধ্যায়-১৩ pdf download

৯ম-১০ম শ্রেণির গাইড
এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
সাধারণ বিজ্ঞান
ত্রয়োদশ অধ্যায়
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

Class 9-10 General Science MCQ Guide. SSC General Science MCQ Question-Answer.
SSC General Science
MCQ
Question and Answer pdf download

পাঠ সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়াদি
🔷 যোগাযোগ: যোগাযোগ হলো একস্থান থেকে অন্যস্থানে বা এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে বা এক যন্ত্র থেকে আরেক যন্ত্রে কথা-বার্তা, চিন্তাভাবনা বা তথ্যের আদান-প্রদান বা বিনিময় করা।

🔷 মাইক্রোফোন: যেকোনো বড় সভা বা অনুষ্ঠানের সময় বক্তা যে ইলেকট্রনিক যন্ত্রের সামনে দাঁড়িয়ে কথা বলেন তাকে বলা হয় মাইক্রোফোন। মাইক্রোফোন হলো এমন একটি যন্ত্র যা শব্দ শক্তিকে তড়িৎ সংকেতে পরিবর্তিত করে।

🔷 স্পিকার: শ্রোতা যে যন্ত্র থেকে জোরে শব্দ শুনতে পান তা হলো লাউড স্পিকার বা স্পিকার। স্পিকার হলো এমন একটি যন্ত্র যা তড়িৎ সংকেতকে শব্দ শক্তিতে পরিবর্তিত করে।

🔷 সংকেত: সংকেত হলো কোনো চিহ্ন বা কার্য বা শব্দ যা নির্দিষ্ট বার্তা বহন করে। যেমন: রেডিওর ক্ষেত্রে সংকেত হলো কোনো ঘাত বা শব্দ তরঙ্গ যা প্রেরণ করা হয়।

🔷 এনালগ সংকেত: এনালগ সংকেত হলো নিরবচ্ছিন্নভাবে পরিবর্তনশীল ভোল্টেজ বা কারেন্ট। যেমন: অডিও, ভিডিও, ভোল্টেজ হলো এনালগ সংকেতের উদাহরণ।

🔷 ডিজিটাল সংকেত: ডিজিটাল সংকেত বলতে বোঝায় এমন যোগাযোগ সংকেত যাদের প্রত্যেককে পৃথকভাবে চেনা যায়। এ অবস্থায় বাইনারি কোড অর্থাৎ ০ ও ১-এর সাহায্য নিয়ে যেকোনো তথ্য, সংখ্যা, অক্ষর বিশেষ ইত্যাদি বোঝানো এবং প্রেরিত হয়।

🔷 বেতার তরঙ্গ: যখন তড়িৎ তরঙ্গকে বাহক তরঙ্গ নামক এক প্রকার উচ্চ কম্পাঙ্কবিশিষ্ট তাড়িতচৌম্বক তরঙ্গের সাথে মিশ্রিত করা হয়; তখন ঐ মিশ্রিত তরঙ্গকে বেতার তরঙ্গ বলে।

🔷 মোডেম: যে যন্ত্র এনালগ ডেটাকে ডিজিটাল বা ডিজিটাল ডেটাকে এনালগে রূপান্তরিত করে তাকে মোডেম বলে।

🔷 টেলিভিশন: টেলিভিশন হলো এমন একটি যন্ত্র যার সাহায্যে আমরা দূরবর্তী কোনো স্থান থেকে শব্দ শোনার সঙ্গে বক্তার ছবিও টেলিভিশনের পর্দায় দেখতে পাই।

🔷 টেলিভিশনের আবিষ্কারক: স্কটিশ বিজ্ঞানী লজি বেয়ার্ড ১৯২৬ সালে টেলিভিশন আবিষ্কার করেন।

🔷 টেলিফোনের আবিষ্কারক: আলেকজান্ডার গ্রাহামবেল ১৮৭৫ সালে টেলিফোন আবিষ্কার করেন।

🔷 মোবাইল ফোন বা সেল ফোন: আজকাল এক ধরনের বহনযোগ্য টেলিফোন সেট দেখা যায়, যা মানুষের হাতে বা পকেটে থাকে। এ ধরনের টেলিফোনের নাম মোবাইল ফোন।

🔷 ফ্যাক্স: ফ্যাক্স হলো তার বা রেডিওর সাহায্যে গ্রাফিক্যাল তথ্য (ছবি, চিত্র, ডায়াগ্রাম বা লেখা) বা যেকোনো লিখিত ডকুমেন্ট হুবহু কপি করে প্রেরণ ও গ্রহণের একটি ইলেকট্রনিক ব্যবস্থা।

🔷 ফ্যাক্স এর আবিষ্কারক : স্কটল্যান্ডের বিজ্ঞানী আলেকজান্ডার বেইন ১৮৪২ সালে ফ্যাক্স আবিষ্কার করেন।

🔷 কম্পিউটার: কম্পিউটার শব্দের অর্থ গণক বা হিসাবকারী। কম্পিউটার হলো এমন একটি ডিভাইস, যা ডেটা বা উপাত্ত প্রক্রিয়াকরণ করে মানুষের জন্য প্রয়োজনীয় তথ্যে রূপান্তর করে।

🔷 সিপিইউ (CPU): CPU এর পূর্ণরূপ হলো- Central Processing Unit অর্থাৎ কম্পিউটারের যেখানে তথ্য প্রক্রিয়াজাত করা হয় তাকে সিপিইউ বা কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট বলা হয়।

🔷 অন্তর্গামী (Input): কম্পিউটার যেখানে তথ্য গ্রহণ করে তাকে বলা হয় (Input) অন্তর্গামী।

🔷 বহির্গামী (Output): যে প্রান্ত থেকে ফলাফল পাওয়া যায় সেটিই হলো বহির্গামী (Output)।

🔷 হার্ডওয়্যার: যে সকল ভৌত ডিভাইস দিয়ে কম্পিউটার তৈরি হয় তাদেরকে বলা হয় হার্ডওয়্যার। এগুলো হাত দ্বারা স্পর্শ করা যায়। যেমন: কিবোর্ড, মাউস, মনিটর, প্রিন্টার ইত্যাদি।

🔷 সফটওয়্যার: সফটওয়্যার হলো একসেট নির্দেশনা, যা কম্পিউটারকে কী কাজ করতে হবে তা নির্দেশনা দেয়। এগুলো হলো বিভিন্ন রকম প্রোগ্রাম। যেমন: উইন্ডোজ ৯৮, উইন্ডোজ ২০০৩ ও ২০০৭ ইত্যাদি।

🔷 ই-মেইল: ইলেকট্রনিক মেইলকে সংক্ষেপে বলা হয় ই-মেইল। ই-মেইল হলো ইন্টারনেটের মাধ্যমে বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন বা সহকর্মীদের সাথে দ্রুত যোগাযোগের উপায়।

🔷 তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: তথ্য তৈরি, সংরক্ষণ, আধুনিকীকরণ এবং আদান-প্রদান ও যোগাযোগের জন্য বিভিন্ন প্রযুক্তির ব্যবহার বা প্রয়োগকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে ব্যবহৃত যন্ত্রপাতি হলো- টেলিফোন, ফ্যাক্সমেশিন, রেডিও, টেলিভিশন, কম্পিউটার, ইন্টারনেট ইত্যাদি।

🔷 যোগাযোগের উদ্দেশ্য: যোগাযোগের উদ্দেশ্য হলো তথ্য আদান-প্রদান করা। এর মাধ্যমে মানুষ তার চিন্তা, ধারণা, অনুভব একে অন্যের কাছে প্রকাশ করতে পারে বা পৌঁছে দিতে পারে। পড়ালেখা, গবেষণা, ব্যবসায়-বাণিজ্য, শিল্প কারখানা, রাজনীতি, অর্থনীতি, কূটনীতি, পরিবহন ব্যবস্থাপনা, অপরাধী ধরা, অপরাধ দমন ইত্যাদি কাজ সার্থকভাবে ও দ্রুত সম্পাদন করা যায় উন্নত যোগাযোগের মাধ্যমে।

🔷 অডিও সংকেত: কোনো বক্তা বা উপস্থাপকের কথা বা কণ্ঠস্বর বা যেকোনো শব্দ তরঙ্গকে মাইক্রোফোনের সাহায্যে তড়িৎ সংকেতে রূপান্তরিত করা হয়। এভাবে উৎপন্ন তড়িৎ সংকেতই হলো অডিও সংকেত। যেমন:

🔷 ভিডিও সংকেত: ভিডিও সংকেতের উৎস হলো কোনো ছবি বা দৃশ্য। কোনো দৃশ্যকে টেলিভিশন ক্যামেরা ধারণ করে এবং স্ক্যানিং প্রক্রিয়ায় একে তড়িৎ সংকেতে রূপান্তরিত করা হয়। এই সংকেতের নাম ভিডিও সংকেত। যেমন:

🔷 ডিজিটাল সংকেত: ডিজিটাল কথাটি এসেছে ডিজিট শব্দ থেকে। সাধারণত ডিজিট শব্দটির অর্থ হলো সংখ্যা। ডিজিটাল সংকেত বলতে বোঝায় সেই যোগাযোগ সংকেত যাদের প্রত্যেককে পৃথকভাবে চেনা যায়। এই ব্যবস্থায় বাইনারি কোড অর্থাৎ ০ ও ১ এর সাহায্য নিয়ে যেকোনো তথ্য, সংকেত, অক্ষর, বিশেষ সংকেত ইত্যাদি বোঝানো হয়।

বোর্ড বইয়ের অনুশীলনীর
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. সকল নেটওয়ার্কের জননী কোনটি?
[ক] ই-মেইল
✅ ইন্টারনেট
[গ] মোবাইল
[ঘ] টেলিফোন

২. কম্পিউটারের ক্ষেত্রে প্রযোজ্য-
i. কম্পিউটার ভুল করে না ভুল শনাক্ত করতে পারে
ii. কম্পিউটার নিজে ভুল সংশোধন করতে পারে
iii. কম্পিউটার অক্লান্ত ও নির্ভুলভাবে কাজ করতে পারে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের চিত্রগুলো থেকে ৩ ও ৪নং প্রশ্নের উত্তর দাও :
৩. আবহাওয়ার সংবাদ শুনতে কোনটি কার্যকর?
[ক] P
[খ] Q
[গ] R
✅ S

৪. ‘P’ যন্ত্রটির অধিক ব্যবহার-
i. মাথা ব্যথা ও বমি বমি ভাব হতে পারে
ii. খিঁচুনি ও উচ্চ রক্তচাপ হতে পারে
iii. ভালো ঘুম হতে পারে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫. যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে ব্যবহৃত হয় নিচের কোনটি?
[ক] ই-মেইল
[খ] ইন্টারনেট
[গ] ফ্যাক্স
✅ কম্পিউটার

৬. রেডিওতে শব্দ প্রেরণ করা হয় কীভাবে?
[ক] তড়িৎ তরঙ্গকে শব্দ তরঙ্গে রূপান্তরিত করে
[খ] আলোক তরঙ্গরূপে
✅ শব্দ তরঙ্গকে তড়িৎ তরঙ্গে রূপান্তরিত করে
[ঘ] আলোক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে

৭. রঙিন টেলিভিশনে ব্যবহৃত রং কোনগুলো?
[ক] লাল, হলুদ, সবুজ
✅ লাল, আসমানী, সবুজ
[গ] লাল, কমলা, সবুজ
[ঘ] লাল, সাদা, সবুজ

৮. কোনটির সাহায্যে এনালগ ডেটাকে ডিজিটাল ডেটায় রূপান্তর করা যায়?
[ক] টেলিফোন
[খ] কম্পিউটার
✅ মডেম
[ঘ] রেডিও

৯. কোনটি কম্পিউটারের বৈশিষ্ট্য?
[ক] মানুষের তুলনায় ধীর গতিতে কাজ করে
✅ উপাত্ত প্রক্রিয়াকরণ করতে পারে
[গ] কম্পিউটার ভুল শনাক্ত করতে পারে না
[ঘ] কম্পিউটার নিজেকে নিজে সংশোধন করতে পারে

১০. বার্তা→ কথা→ কোড→ ছবি→ ডাটা ইত্যাদি→
প্রেরক যন্ত্র→যোগাযোগ চ্যানেল বা মাধ্যম
→ গ্রাহক যন্ত্র→ মানুষ দ্বারা গ্রহণ

উদ্দীপকটি কী নির্দেশ করে?
[ক] অডিও সংকেত
[খ] ভিডিও সংকেত
[গ] যোগাযোগ প্রক্রিয়া
✅ ইলেকট্রনিক যোগাযোগ মূল ধাপ

১১. কত সালে ফ্যাক্স আবিষ্কৃত হয়?
[ক] ১৮৭৫
[খ] ১৮৫০
✅ ১৮৪২
[ঘ] ১৯০৭

১২. মডেম এর কাজ কোনটি?
[ক] শব্দ প্রেরণ করা
[খ] গণনা কাজে সহায়তা করা
✅ ডিজিটাল সংক্রান্ত এনালগে পরিণত করা
[ঘ] একাউন্ট সংক্রান্ত তথ্য সংরক্ষণ করা

১৩. কোনটি আউটপুট ডিভাইস?
[ক] মাইক্রোফোন
[খ] মাউস
✅ স্পিকার
[ঘ] উইন্ডোজ-২০০৭

১৪. ট্রাফিক সিগন্যালে কোন বাতি সামনে এগিয়ে যাওয়ার অনুমতি নির্দেশ করে?
[ক] মনিটর ও প্রসেসর
[খ] স্ক্যানার ও মাইক্রোফোন
[গ] কিবোর্ড ও মনিটর
✅ কিবোর্ড ও মাউস

১৫. কোনটিকে সকল নেটওয়ার্কের জননী বলা হয়?
[ক] ই-মেইল
[খ] কম্পিউটার
✅ ইন্টারনেট
[ঘ] ফ্যাক্স

১৬. টেলিভিশন শব্দের বাংলা অর্থ কী?
[ক] বেতার যন্ত্র
[খ] মুঠোফোন
✅ দূরদর্শন
[ঘ] গণনা যন্ত্র

১৭. অধিক সংখ্যক কম্পিউটার নেটওয়ার্কের জন্য কোন সংকেত ব্যবহার করা উত্তম?
[ক] অডিও
[খ] ভিডিও
[গ] এনালগ
✅ ডিজিটাল

১৮. স্পিকার তড়িৎ সংকেতকে কীসে পরিবর্তন করে?
[ক] শক্তিতে
[খ] বায়ুতে
✅ শব্দে
[ঘ] ছবিতে

১৯. নিচের কোনটি সম্পর্কযুক্ত?
[ক] রেডিও-লজি বেয়ার্ড
[খ] টেলিভিশন-মার্কনি
✅ আলেকজান্ডার বেইন-ফ্যাক্স
[ঘ] জগদীশ চন্দ্র বসু-কম্পিউটার

২০. রেডিও প্রেরক ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হলো-
i. প্রেরণ ব্যবস্থা
ii. গ্রহণ ব্যবস্থা
iii. তরঙ্গ সঞ্চালন ব্যবস্থা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
✅ i ও iii
[ঘ] i, ii ও iii

যোগাযোগ কী - পৃষ্ঠা : ১৮৭-১৯০
সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২১. মাইক্রোফোনে কোন ধরনের শক্তির রূপান্তর ঘটে? (অনুধাবন)
✅ শব্দ → তড়িৎ
[খ] তড়িৎ → শব্দ
[গ] শব্দ → চুম্বক
[ঘ] চুম্বক → শব্দ

২২. যোগাযোগ কী? (অনুধাবন)
[ক] একটি প্রেরক
[খ] একটি গ্রাহক
✅ একটি আর্ট
[ঘ] একটি ভাষা

২৩. তড়িৎ সংকেতকে শব্দে পরিণত করে কোন যন্ত্র? (জ্ঞান)
[ক] মাইক্রোফোন
✅ স্পিকার
[গ] ডায়াফ্রাম
[ঘ] মাইক

২৪. যোগাযোগের জন্য অবশ্যই কোনটি দরকার? (অনুধাবন)
[ক] প্রেরক যন্ত্র
[খ] গ্রাহক যন্ত্র
✅ প্রেরক ও গ্রাহক যন্ত্র
[ঘ] সংকেত

২৫. যোগাযোগের সময় গ্রাহক প্রেরকের কাছে যে উত্তর পাঠায় তাকে কী বলে? (জ্ঞান)
[ক] ব্যাক সাউন্ড
[খ] ব্যাক রেসপন্স
[গ] ইয়েসকার্ড
✅ ফিডব্যাক

২৬. তথ্য আদান-প্রদানের মূল প্রক্রিয়া কী? (জ্ঞান)
✅ যোগাযোগ
[খ] ই-মেইল
[গ] ইন্টারনেট
[ঘ] ফেসবুক

২৭. সম্পর্কের উন্নতি নির্ভর করে কিসের উপর? (জ্ঞান)
✅ যোগাযোগ
[খ] উপহার আদান-প্রদান
[গ] ভালো ব্যবহার
[ঘ] অগ্রগতি

২৮. স্পিকারে কোনটি থাকে? (অনুধাবন)
[ক] একটি চৌম্বক পদার্থ
[খ] একটি অচৌম্বক পদার্থ
✅ একটি স্থায়ী চুম্বক
[ঘ] একটি অস্থায়ী চুম্বক

২৯. স্পিকারের Air Gap এর মধ্যে কী থাকে? (জ্ঞান)
[ক] ভয়েস রেকর্ডার
✅ ভয়েস কয়েল
[গ] এয়ার বল
[ঘ] চুম্বক

৩০. নিচের কোন যোগাযোগটি অপরগুলো থেকে আলাদা? (অনুধাবন)
[ক] সড়ক যোগাযোগ
[খ] নৌ যোগাযোগ
✅ তথ্য যোগাযোগ
[ঘ] আকাশ যোগাযোগ

৩১. ইলেকট্রনিক যোগাযোগের ধাপ কয়টি? (জ্ঞান)
[ক] ২
[খ] ৩
[গ] ৪
✅ ৫

৩২. শব্দ শক্তিকে তড়িৎ সংকেতে রূপান্তরিত করে নিচের কোন যন্ত্র? (অনুধাবন)
✅ মাইক্রোফোন
[খ] স্পিকার
[গ] হর্ন
[ঘ] মোবাইল

৩৩. শব্দের কম্পনকে মাইক্রোফোন কিসে রূপান্তরিত করে? (অনুধাবন)
[ক] তড়িৎ সংকেতে
✅ পরিবর্তনশীল তড়িৎ সংকেতে
[গ] ডায়াফ্রামে
[ঘ] বিবর্ধিত সংকেতে

৩৪. স্পিকারের মিথষ্ক্রিয়ার ফলে কী ঘটে? (অনুধাবন)
✅ কয়েল অগ্র-পশ্চাৎ যাতায়াত করে
[খ] কয়েল স্থির থাকে
[গ] ঝংকার সৃষ্টি হয়
[ঘ] ধ্বনি শোনা যায়

৩৫. প্রবাহ চিত্রের (A) তৈরিতে কে ভূমিকা রাখে? (প্রয়োগ)
[ক] যন্ত্র
✅ মানুষ
[গ] মাইক্রোফোন
[ঘ] কম্পিউটার

SSC সাধারণ বিজ্ঞান (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর অধ্যায়-১৩

৩৬. মাইক্রোফোনের মধ্যে ধাতুর পাতলা পাতটির নাম কী? (জ্ঞান)
✅ ডায়াফ্রাম
[খ] রেডিও
[গ] ট্রানজিস্টর
[ঘ] স্পিকার

৩৭. শব্দকে তড়িতে রূপান্তর করে কোনটি? (অনুধাবন)
✅ মাইক্রোফোন
[খ] স্পিকার
[গ] রেডিও
[ঘ] টেলিভিশন

৩৮. সংকেতরূপী বার্তা গ্রহণ করে এর অর্থ উদ্ধার করে কোনটি? (অনুধাবন)
[ক] প্রেরক যন্ত্র
✅ গ্রাহক যন্ত্র
[গ] এন্টেনা
[ঘ] স্পিকার

৩৯. বর্তমান সময়কে কী বলা হয়? (অনুধাবন)
[ক] শিল্প ও কারখানার যুগ
[খ] শিক্ষা ও সংস্কৃতির যুগ
✅ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগ
[ঘ] ব্যবসা-বাণিজ্যের যুগ

৪০. নিচের কোনটি যোগাযোগ? (উচ্চতর দক্ষতা)
✅ গল্প বলা
[খ] বসে থাকা
[গ] দৃশ্য দেখা
[ঘ] চুপ থাকা

৪১. শব্দ তরঙ্গকে কিসের সাহায্যে তড়িৎ সংকেতে রূপান্তরিত করা যায়? (অনুধাবন)
✅ মাইক্রোফোন
[খ] স্পিকার
[গ] ইন্টারনেট
[ঘ] কম্পিউটার

৪২. প্রবাহচিত্রে কোন গুরত্বপূর্ণ বিষয় অনুপস্থিত? (উচ্চতর দক্ষতা)
[ক] শিক্ষা
[খ] অর্থ
✅ মাধ্যম
[ঘ] মনোবল

৪৩. শব্দ থেকে তৈরি প্রতিবর্তী তড়িৎ প্রবাহ স্পিকারের কয়েলের সাথে সংযুক্ত হলে কাদের মধ্যে মিথষ্ক্রিয়া ঘটে? (উচ্চতর দক্ষতা)
[ক] তড়িৎক্ষেত্র ও কয়েল
✅ চৌম্বকক্ষেত্র ও চলক্ষেত্র
[গ] ভয়েস কয়েল ও চৌম্বকক্ষেত্র
[ঘ] চলক্ষেত্র ও অডিও সংকেত

৪৪. এক যন্ত্র থেকে অন্য যন্ত্রে তথ্যের বিনিময়কে কী বলা হয়? (জ্ঞান)
✅ যোগাযোগ
[খ] প্রেরক যন্ত্র
[গ] গ্রাহক যন্ত্র
[ঘ] মাইক্রোফোন

৪৫. যোগাযোগের মৌলিক নীতিমালার সাথে অমিল প্রকাশ করে কোনটি? (উচ্চতর দক্ষতা)
[ক] ভাষা হবে সহজ ও সুস্পষ্ট
[খ] প্রেরক এবং গ্রাহক যন্ত্র থাকবে
✅ জোরালোভাবে বক্তব্য উপস্থাপন
[ঘ] কথাবার্তার মধ্যে সৌজন্যবোধ

বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৪৬. যোগাযোগের জন্য প্রয়োজন- (অনুধাবন)
i. প্রেরক
ii. গ্রাহক
iii. মাধ্যম

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪৭. যেকোনো ইলেকট্রনিক যোগাযোগ ব্যবস্থায় থাকে- (অনুধাবন)
i. একটি প্রেরক যন্ত্র
ii. একটি যোগাযোগ মাধ্যম
iii. একটি গ্রাহক যন্ত্র

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪৮. টেপরেকর্ডারে আছে- (অনুধাবন)
i. মাইক্রোফোন
ii. স্পিকার
iii. ইন্টারনেট

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪৯. ভিসিআর-এ থাকে- (অনুধাবন)
i. ইন্টারনেট
ii. মাইক্রোফোন
iii. স্পিকার

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদ পড় এবং ৫০ ও ৫১নং প্রশ্নের উত্তর দাও:
সীমা ল্যান্ডফোনে জেরিনকে ক্লাসের পড়া জানতে চাইলে জেরিন তা জানাল।

৫০. সীমার যোগাযোগ কার্যক্রমে আছে- (প্রয়োগ)
i. প্রেরক যন্ত্র
ii. গ্রাহক যন্ত্র
iii. এন্টেনা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫১. তাদের মধ্যে এরূপ তথ্যের আদান-প্রদানকে কী বলা হয়? (অনুধাবন)
[ক] ফিডব্যাক
✅ যোগাযোগ
[গ] বার্তা প্রেরণ
[ঘ] বার্তা গ্রহণ

নিচের অনুচ্ছেদ পড় এবং ৫২ ও ৫৩নং প্রশ্নের উত্তর দাও :
রিয়াজদের স্কুলে গতকাল মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে প্রধান অতিথি কথা বলছিলেন। শ্রোতাবর্গ স্পষ্ট তা শুনছিলেন।

৫২. প্রধান অতিথি যার সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন তাকে কী বলে? (অনুধাবন)
✅ মাইক
[খ] টেপরেকর্ডার
[গ] গ্রামোফোন
[ঘ] বেতার

৫৩. উক্ত অনুষ্ঠানে ব্যবহৃত হয়েছিল- (প্রয়োগ)
i. রেডিও
ii. মাইক্রোফোন
iii. স্পিকার

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

সংকেত ও এর প্রকারভেদ - পৃষ্ঠা : ১৯০ ও ১৯১
সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৫৪. টেলিফোন লাইনের মাধ্যমে প্রেরণকৃত সংকেতের নাম কী? (জ্ঞান)
[ক] তড়িৎ সংকেত
[খ] আলোক সংকেত
✅ অডিও সংকেত
[ঘ] বিবর্ধিত সংকেত

৫৫. উৎস অনুসারে সংকেত কত প্রকার? (জ্ঞান)
[ক] ১
✅ ২
[গ] ৩
[ঘ] ৪

৫৬. প্রেরণের ওপর ভিত্তি করে সংকেত কত প্রকার? (জ্ঞান)
✅ ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫

৫৭. এনালগ ডেটাকে ডিজিটাল ডেটায় এবং ডিজিটাল ডেটাকে এনালগ ডেটায় পরিণত করে কোন যন্ত্র? (প্রয়োগ)
[ক] কম্পিউটার
✅ মোডেম
[গ] টিভি
[ঘ] টেলিফোন

৫৮. সংকেতকে বিবর্ধিত করলে কী বাড়ে? (জ্ঞান)
[ক] ক্ষমতা
✅ নয়েজ
[গ] মান ও ক্ষমতা
[ঘ] কাজ

৫৯. অডিও সংকেতের উৎস কোনটি? (অনুধাবন)
[ক] আধান
[খ] তরঙ্গ
[গ] ক্যামেরা
✅ শব্দ

৬০. অডিও সংকেত কেমন সংকেত? (জ্ঞান)
✅ দুর্বল সংকেত
[খ] শক্তিশালী সংকেত
[গ] বিবর্ধিত সংকেত
[ঘ] ক্ষুদ্র সংকেত

৬১. ভিডিও সংকেতের উৎস কী? (জ্ঞান)
✅ ছবি
[খ] শব্দ
[গ] আলো
[ঘ] কাহিনী

৬২. ভিডিও ভোল্টেজ কোন প্রকার সংকেতের উদাহরণ? (জ্ঞান)
✅ এনালগ
[খ] ডিজিটাল
[গ] অডিও
[ঘ] ভিডিও

৬৩. ডিজিট শব্দের অর্থ কী? (জ্ঞান)
[ক] ধারণা
[খ] ক্রমিক
✅ সংখ্যা
[ঘ] মান

৬৪. ডিজিটাল সংকেতের কয়টি কোড ব্যবহার করা হয়? (জ্ঞান)
[ক] ১
✅ ২
[গ] ৪
[ঘ] ৯

৬৫. বাইনারি কোড কী কী? (জ্ঞান)
[ক] ০ ও ক্ট ১
✅ ০, ১
[গ] ০, + ১১
[ঘ] ০, - ১

৬৬. ডিজিটাল ঘড়িতে কতক্ষণ পর পর সংখ্যা চেঞ্জ হয়? (জ্ঞান)
[ক] ৩০ সেকেন্ড
[খ] ৫৯ সেকেন্ড
✅ ১ মিনিট
[ঘ] ২ মিনিট

৬৭. কোন সিগন্যাল যেতে যেতে বিবর্ধিত হয়? (জ্ঞান)
[ক] এনালগ
✅ ডিজিটাল
[গ] অডিও
[ঘ] ভিডিও

৬৮. নিচের কোনটির কাঁটা অনবরত ঘুরতে থাকে? (অনুধাবন)
[ক] ডিজিটাল ঘড়ি
✅ এনালগ ঘড়ি
[গ] থামা ঘড়ি
[ঘ] দেয়াল ঘড়ি

৬৯. ক্রস কানেকশান হতে পারে কোনটিতে? (অনুধাবন)
✅ এনালগ ডিভাইসে
[খ] কম্পিউটারে
[গ] রেডিওতে
[ঘ] ডিজিটাল ডিভাইসে

৭০. স্যাটেলাইট থেকে তথ্য পাঠানো হয় কীভাবে? (অনুধাবন)
✅ সংকেতের মাধ্যমে
[খ] হাওয়ার মাধ্যমে
[গ] আলোর মাধ্যমে
[ঘ] শব্দের মাধ্যমে

৭১. এনালগ সংকেত ব্যবহৃত হয় না নিচের কোনটিতে? (অনুধাবন)
[ক] কেবল টিভি
[খ] রেডিও
[গ] টেলিফোন
✅ কম্পিউটার

৭২. নিরবচ্ছিন্নভাবে পরিবর্তনশীল ভোল্টেজ কোনটির উদাহরণ? (অনুধাবন)
✅ এনালগ সংকেত
[খ] ডিজিটাল সংকেত
[গ] ভিডিও সংকেত
[ঘ] স্পিকার

৭৩. ০ ও ১ এর সাহায্যে ডেটা সংগ্রহ করা হয় কোন পদ্ধতিতে? (অনুধাবন)
[ক] এনালগ সংকেতে
✅ ডিজিটাল সংকেতে
[গ] মোডেম
[ঘ] উচ্চ কম্পাঙ্কে

৭৪. সংকেতের মান হ্রাস পায় কীভাবে? (অনুধাবন)
✅ বিবর্ধিত করলে
[খ] নয়েজ কমালে
[গ] অনেক দূরে প্রেরণ করলে
[ঘ] অল্প দূরে প্রেরণ করলে

৭৫. সংকেত বিকৃত হয় কখন? (অনুধাবন)
✅ মান হ্রাস পেলে
[খ] বিবর্ধিত করলে
[গ] নয়েজ বৃদ্ধি পেলে
[ঘ] অনেক দূরে গেলে

৭৬. কোন সংকেত যেতে যেতে শক্তি সঞ্চয় করে? (অনুধাবন)
[ক] এনালগ
✅ ডিজিটাল
[গ] অডিও
[ঘ] ভিডিও

৭৭. দূরত্ব বেশি হলে এনালগ সংকেতের ক্ষমতা কী হয়? (উচ্চতর দক্ষতা)
[ক] বাড়তে থাকে
✅ কমতে থাকে
[গ] একই থাকে
[ঘ] কমে তারপর বাড়ে

৭৮. এনালগ ডাটা প্রেরণ করে কোনটি? (জ্ঞান)
[ক] কম্পিউটার
[খ] রাডার
[গ] ই-মেইল
✅ টেলিফোন

৭৯. এনালগ সংকেতের বৈশিষ্ট্য কোনটি? (অনুধাবন)
[ক] মান পরিবর্তন হয় না
✅ মান নিরবচ্ছিন্ন পরিবর্তিত হয়
[গ] পৃথকভাবে চেনা যায়
[ঘ] বাইনারি কোডের সাহায্য নিতে হয়

৮০. কোন সংকেতকে পৃথকভাবে চেনা যায়? (জ্ঞান)
✅ ডিজিটাল
[খ] এনালগ
[গ] ভিডিও
[ঘ] অডিও

৮১. কিসের উপর ভিত্তি করে সংকেতকে এনালগ ও ডিজিটাল এ দুইভাগে ভাগ করা হয়েছে? (উচ্চতর দক্ষতা)
[ক] উৎসের প্রকৃতি
✅ প্রেরণ কৌশল
[গ] উৎপত্তির ধরন
[ঘ] উৎপাদন খরচ

৮২. এনালগ উপাত্ত কিভাবে প্রেরিত হয়? (অনুধাবন)
[ক] বিচ্ছিন্নভাবে
✅ নিরবচ্ছিন্নভাবে
[গ] সরাসরিভাবে
[ঘ] কিছুক্ষণ পর পর

৮৩. ক্রস কানেকশানমুক্ত সংকেত পেতে আমাদের কোন সংকেত ব্যবহার করা উচিত? (উচ্চতর দক্ষতা)
[ক] এনালগ সংকেত
✅ ডিজিটাল সংকেত
[গ] মডারেট সংকেত
[ঘ] উচ্চ কম্পাঙ্ক বিশিষ্ট সংকেত

৮৪. অডিও সংকেত দূর-দূরান্তে প্রেরণ করা যায় না কেন? (উচ্চতর দক্ষতা)
✅ শক্তি কম থাকে
[খ] শক্তি বেশি থাকে
[গ] শক্তি থাকে না
[ঘ] শক্তি শূন্য থাকে

৮৫. কোনো চিহ্ন যা নির্দিষ্ট বার্তা বহন করে তাকে কী বলে? (জ্ঞান)
✅ সংকেত
[খ] এনালগ
[গ] ডিজিটাল
[ঘ] তরঙ্গ

৮৬. স্যাটেলাইট কী? (অনুধাবন)
[ক] প্রাকৃতিক উপগ্রহ
[খ] অডিও সংকেত
✅ কৃত্রিম উপগ্রহ
[ঘ] ভিডিও সংকেত

৮৭. অডিও সংকেতকে দূর-দূরান্তে প্রেরণ করা যায় না কেন? (অনুধাবন)
[ক] এর তরঙ্গ দৈর্ঘ্য কম
[খ] এর শব্দ কম
✅ এর কম্পাঙ্ক কম
[ঘ] এর প্রতিধ্বনি কম

৮৮. দৃশ্যকে কোন সংকেতে রূপান্তরিত করে পাঠানো হয়? (জ্ঞান)
[ক] অডিও সংকেত
✅ ভিডিও সংকেত
[গ] এনালগ সংকেত
[ঘ] ডিজিটাল সংকেত

৮৯. যেসব যোগাযোগ সংকেত-এর প্রত্যেককে পৃথকভাবে চেনা যায় তাকে কী বলে? (জ্ঞান)
[ক] এনালগ সংকেত
[খ] অডিও সংকেত
[গ] ভিডিও সংকেত
✅ ডিজিটাল সংকেত

৯০. যোগাযোগের কোন ব্যবস্থায় ডিজিটাল প্রযুক্তি বেশি ব্যবহৃত হয়? (জ্ঞান)
[ক] টেলিফোন
[খ] রেডিও
✅ কম্পিউটার
[ঘ] ভিডিও

৯১. এনালগ ও ডিজিটাল সংকেতের মধ্যে কোনটি উত্তম তা কয়টি বিষয় দিয়ে বিচার করা যায়? (জ্ঞান)
[ক] দুটি
✅ তিনটি
[গ] চারটি
[ঘ] পাঁচটি

৯২. কোনো শব্দ তরঙ্গকে মাইক্রোফোনের সাহায্যে তড়িৎ সংকেতে রূপান্তরিত করাকে কী বলা হয়? (জ্ঞান)
✅ অডিও সংকেত
[খ] ভিডিও সংকেত
[গ] এনালগ সংকেত
[ঘ] ডিজিটাল সংকেত

৯৩. টেলিভিশন ক্যামেরা দৃশ্যকে কোন প্রক্রিয়ায় তড়িৎ সংকেতে রূপান্তর করে? (জ্ঞান)
[ক] গ্রাফিক্স
[খ] এনিমেশন
✅ স্ক্যানিং
[ঘ] ড্রয়িং

বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৯৪. ডিজিটাল সংকেতের বৈশিষ্ট্য- (অনুধাবন)
i. এদের প্রত্যেককে পৃথকভাবে চেনা যায়
ii. এদের তরঙ্গ দৈর্ঘ্য খুব ছোট
iii. এ সংকেতে বাইনারি কোড ব্যবহার করা হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯৫. কম্পিউটার যেকোনো তথ্য সংরক্ষণ করে- (অনুধাবন)
i. ডিজিটাল ডেটা হিসেবে
ii. এনালগ ডেটা হিসেবে
iii. ০ ও ১ কোডের সাহায্যে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৯৬. মডেমের কাজ- (অনুধাবন)
i. এনালগ ডেটাকে ডিজিটাল ডেটায় রূপান্তরিত করে
ii. ডিজিটাল ডেটাকে এনালগ ডেটায় রূপান্তরিত করে
iii. সংকেতের মধ্যে ক্রস কানেকশান প্রতিরোধ করে

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
[গ] iii
✅ i ও ii

৯৭. এনালগ সংকেতের বৈশিষ্ট্য- (অনুধাবন)
i. এর ক্ষমতা যেতে যেতে কমতে থাকে
ii. বিবর্ধনের প্রয়োজন পড়ে
iii. এনালগ ডিভাইসের খরচও অনেক বেশি

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯৮. ডিজিটাল সংকেত- (প্রয়োগ)
i. নয়েজ ফ্রি
ii. এর ডিভাইস ব্যয়বহুল
iii. এতে ক্রস কানেকশানের সম্ভাবনা থাকে

নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ i ও ii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

৯৯. বাইনারি কোড এর সাহায্য নিয়ে প্রেরিত হয়- (অনুধাবন)
i. সংখ্যা
ii. অক্ষর
iii. বিশেষ সংকেত

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১০০. নয়েজ বেড়ে গেলে সংকেতের মান- (অনুধাবন)
i. বেড়ে যায়
ii. হ্রাস পায়
iii. বিকৃত হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

No comments:

Post a Comment