G

HSC যুক্তিবিদ্যা ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর সকল বোর্ড pdf download

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Logic 1st Paper mcq question and answer pdf download

সকল বোর্ড
যুক্তিবিদ্যা
১ম পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
[বিষয় কোড : ১২১]
সময়: ৩০ মিনিট               পূর্ণমান: ৩০
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]

HSC Logic 1st Paper
Board Question Solution
MCQ
Question and Answer pdf download

১. কম্পিউটারের জনক কে?
[ক] ক্লিফোর্ড ব্রারি
[খ] চার্লস ব্যাবেজ
[গ] আইনস্টাইন
[ঘ] গটলব ফ্রেগে

২. কারণ হলো কার্যের ঘটনা। শূন্যস্থানে কোনটি বসবে?
[ক] পরবর্তী
[খ] পূর্ববর্তী
[গ] দূরবর্তী
[ঘ] সম্ভাব্য

৩. ‘‘সূর্য পূর্বদিকে উদিত হয় এবং পশ্চিমে অস্ত যায়।’’- এটি কোন ধরনের অনুপপত্তি?
[ক] অনিরীক্ষণজনিত অনুপপত্তি
[খ] কাকতালীয় অনুপপত্তি
[গ] ব্যক্তিগত ভ্রান্ত নিরীক্ষণ অনুপপত্তি
[ঘ] সার্বজনীন ভ্রান্ত নিরীক্ষণ অনুপপত্তি

নিচের উদ্দীপকটি পড়ে ৪ ও ৫নং প্রশ্নের উত্তর দাও :
দুই বন্ধু সফিক ও তুহিন প্রকৃতির আচরণ নিয়ে কথা বলছে। সফিক বলল, ‘‘যে বছর অধিক বৃষ্টিপাত হয় সে বছরই দেশে বন্যা হয়।’’ তুহিন বলল, ‘‘বন্ধু তোমার কথা সঠিক। প্রত্যেক ঘটনারই একটি কারণ থাকে।’’

৪. উদ্দীপকের সফিকের বক্তব্যে আরোহের কোন দিকটি ফুটে উঠেছে?
[ক] প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতি
[খ] পরীক্ষণ
[গ] ভ্রান্ত নিরীক্ষণ
[ঘ] নিরীক্ষণ

৫. উদ্দীপকে দুই বন্ধু সফিক ও তুহিনের বক্তব্য আরোহের যে দুটি দিককে ইঙ্গিত করে তাকে বলা হয়-
[ক] আরোহমূলক লম্ফ
[খ] আরোহের কূটাভাস
[গ] বস্তুগত ভিত্তি
[ঘ] আকারগত ভিত্তি

৬. কোন আরোহে আরোহমূলক লম্ফ থাকে না?
[ক] পূর্ণাঙ্গ আরোহ
[খ] বৈজ্ঞানিক আরোহ
[গ] অবৈজ্ঞানিক আরোহ
[ঘ] সাদৃশ্যানুমান

৭. যে সকল শব্দ কোনোভাবেই কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয়রূপে ব্যবহৃত হতে পারে না তাকে কী বলে?
[ক] পদযোগ শব্দ
[খ] সহপদযোগ্য শব্দ
[গ] পদনিরপেক্ষ শব্দ
[ঘ] বিবরণিক শব্দ

৮. যুক্তিবিদ্যায় 'A' বাক্য বলতে কোন ধরনের বাক্যকে বোঝায়?
[ক] বিশেষ সদর্থক বাক্য
[খ] বিশেষ নঞর্থক বাক্য
[গ] সার্বিক নঞর্থক বাক্য
[ঘ] সার্বিক সদর্থক বাক্য

৯. অনুমানে ব্যবহৃত আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের মধ্যে কী থাকে?
[ক] মিল
[খ] অমিল
[গ] অনিবার্য সম্পর্ক
[ঘ] কোনো সম্পর্ক থাকে না

১০. যে আশ্রয়বাক্যটিকে আবর্তন করতে হবে তাকে কী বলা হয়?
[ক] আবর্তনীয়
[খ] প্রতিবর্তনীয়
[গ] প্রতি আবর্তনীয়
[ঘ] আবর্তিত

১১. পরোক্ষ জ্ঞানের অন্যতম বাহন কোনটি?
[ক] বাক্য
[খ] প্রতীক
[গ] অবধারণ
[ঘ] অনুমান

১২. ‘‘যুক্তিবিদ্যা একাধারে একটি বিজ্ঞান ও একটি কলা।’’- কোন দুই যুক্তিবিদ এ কথা বলেন?
[ক] মিল ও হোয়েটলি
[খ] আই এম কপি ও অলড্রিস
[গ] ম্যানসেল ও টমসন
[ঘ] যোসেফ ও ফাউলার

১৩. এরিস্টটল প্রদত্ত যুক্তিবিদ্যাকে কী বলা হয়?
[ক] আধুনিক যুক্তিবিদ্যা
[খ] অবরোহ যুক্তিবিদ্যা
[গ] প্রতীকী যুক্তিবিদ্যা
[ঘ] সাবেকী যুক্তিবিদ্যা

১৪. বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বাংলা ১৩০৬ সালের ১১ জ্যৈষ্ঠ তারিখে জন্মগ্রহণ করেন। এখানে তার জন্মতারিখ কোন ধরনের অবান্তর লক্ষণ?
[ক] ব্যক্তিগত অবিচ্ছেদ্য
[খ] ব্যক্তিগত বিচ্ছেদ্য
[গ] শ্রেণিগত বিচ্ছেদ্য
[ঘ] শ্রেণিগত অবিচ্ছেদ্য

নিচের উদ্দীপকের আলোকে ১৫ ও ১৬ নং প্রশ্নের উত্তর দাও :
‘ক’ শ্রেণি: জীব
‘খ’ শ্রেণি: দার্শনিক, কবি, প্রফেসর
‘গ’ শ্রেণি: সিংহ, বাঘ, কুমির

১৫. উদ্দীপকে ‘ক’ শ্রেণি ও ‘খ’ শ্রেণির মধ্যকার সম্পর্কটি হচ্ছে-
[ক] জাতি-জাতি
[খ] জাতি-উপজাতি
[গ] উপজাতি-উপজাতি
[ঘ] জাতি-বিরুদ্ধ জাতি

১৬. উদ্দীপকে উল্লিখিত ‘খ’ শ্রেণি ও ‘গ’ শ্রেণির মধ্যে পার্থক্য নির্দেশক বিধেয়কটি হলো-
[ক] বিভেদক লক্ষণ
[খ] উপলক্ষণ
[গ] অবান্তর লক্ষণ
[ঘ] শ্রেণিগত বিচ্ছেদ অবান্তর লক্ষণ

১৭. জাতি ও উপজাতি কোন ধরনের পদ?
[ক] নিরপেক্ষ
[খ] সাপেক্ষ
[গ] বিরুদ্ধ
[ঘ] বিপরীত

১৮. দুটি ধারণার মধ্যে একটি সম্পর্কের মানসিক স্বীকৃতিকে কী বলে?
[ক] শব্দ
[খ] অনুমান
[গ] অবধারণ
[ঘ] যুক্তিবাক্য

১৯. পরফিরি বিধেয়ককে কয়টি শ্রেণিতে ভাগ করেছেন?
[ক] ২টি
[খ] ৩টি
[গ] ৪টি
[ঘ] ৫টি

HSC যুক্তিবিদ্যা ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর -সকল বোর্ড ২০১৮

২০. যে অনুমানের সিদ্ধান্ত আশ্রয়বাক্য অপেক্ষা কম ব্যাপক তা হলো-
[ক] আরোহ অনুমান
[খ] অবরোহ অনুমান
[গ] প্রকৃত অনুমান
[ঘ] অপ্রকৃত অনুমান

২১. ‘এখন গ্রীষ্মকাল’- এ বাক্যটির যৌক্তিক রূপ কোনটি?
[ক] এখন হয় গ্রীষ্মকাল
[খ] ঋতুটি হয় গ্রীষ্মকাল
[গ] কালটি হয় গ্রীষ্মকাল
[ঘ] সময়টি হয় গ্রীষ্মকাল

২২. একটি সহানুমানে যুক্তিবাক্যের সংখ্যা হবে-
[ক] পাঁচটি
[খ] চারটি
[গ] তিনটি
[ঘ] দুটি

নিচের উদ্দীপকটি পড় এবং ২৩ ও ২৪নং প্রশ্নের উত্তর দাও :
অবরোহ অনুমান
মাধ্যম অনুমান [?]

২৩. উদ্দীপকে ‘?’ চিহ্নিত স্থানে কী বসবে?
[ক] আরোহ অনুমান
[খ] অমাধ্যম অনুমান
[গ] সহানুমান
[ঘ] সাদৃশ্যানুমান

২৪. ছকের ‘?’ চিহ্নিত বিষয়টির আওতাভুক্ত হলো-
i. আবর্তন
ii. প্রতিবর্তন
iii. প্রতি-আবর্তন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

২৫. অবরোহ অনুমানের গতি-
[ক] ঊর্ধ্বমুখী
[খ] কেন্দ্রমুখী
[গ] বহুমুখী
[ঘ] নিম্নমুখী

২৬. প্রথম সংস্থানের বৈধ মূর্তি কোনটি?
[ক] CELARENT
[খ] CESARE
[গ] FESAPO
[ঘ] DISAMIS

২৭. সহানুমানে দ্বিতীয় আকারে মধ্যপদের অবস্থান কোনটি?
[ক] P ঝ
গগ
[খ] গ ঝ
চ গ
[গ] গ
চ ঝ
[ঘ] P গ
গঝ

২৮. ব্যাপ্যতার ক্ষেত্রে সার্বিক সদর্থক যুক্তিবাক্যের-
i. উদ্দেশ্য পদ ব্যাপ্য
ii. বিধেয় পদ ব্যাপ্য
iii. বিধেয় পদ অব্যাপ্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৯. যে সহানুমানের সবকটি যুক্তিবাক্য একই জাতীয় তাকে কী বলে?
[ক] শুদ্ধ সহানুমান
[খ] অমিশ্র সহানুমান
[গ] নিরপেক্ষ সহানুমান
[ঘ] প্রাকল্পিক সহানুমান

৩০. নিচের কোন দুটি আকারগত বিজ্ঞান?
[ক] যুক্তিবিদ্যা ও গণিত
[খ] যুক্তিবিদ্যা ও নন্দনতত্ত্ব
[গ] গণিত ও মনোবিজ্ঞান
[ঘ] কম্পিউটার ও নীতিবিদ্যা

উত্তরমালা: ১ [খ] ২ [খ] ৩ [ঘ] ৪ [ক] ৫ [ক] ৬ [গ] ৭ [গ] ৮ [ঘ] ৯ [গ] ১০ [ঘ] ১১ [ঘ] ১২ [ক] ১৩ [ঘ] ১৪ [ক] ১৫ [খ] ১৬ [ক] ১৭ [খ] ১৮ [গ] ১৯ [ঘ] ২০ [খ] ২১ [খ] ২২ [গ] ২৩ [খ] ২৪ [ঘ] ২৫ [ঘ] ২৬ [ক] ২৭ [ক] ২৮ [খ] ২৯ [খ] ৩০ [ক]

No comments:

Post a Comment