G

HSC বাংলা ২য় পত্র (Suggestion) সাজেশন ২০২৪

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
বাংলা ২য় পত্র
চূড়ান্ত সাজেশন ২০২৪

HSC Bangla 2nd Paper Suggestion 2024 pdf download

ক বিভাগ (ব্যাকরণ)-৩০

১। এ অংশ হতে একটি প্রশ্নের উত্তর দিতে হবে। ৫
১. ম-ফলা ও য-ফলা উচ্চারণের যেকোনো পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
২. উচ্চারণ রীতি কাকে বলে? বাংলা উচ্চারণের পাঁচটি নিয়ম লেখ।
৩. বাংলা ‘এ’ ধ্বনি উচ্চারণের যেকোনো পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
৪. ব-ফলা উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
৫. বাংলা ‘অ’ ধ্বনি উচ্চারণের যেকোনো পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।

অথবা, নিচের যেকোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখ।
বিজ্ঞপ্তি, একাডেমি, অধ্যাপক,গদ্য, ব্রহ্মান্ত, ঋগবেগ, ছাত্র, ভবিষ্যৎ, দীনবন্ধু, চিহ্ন, অত্যাচার, খাদ্য , ঔষুধ, প্রজ্ঞা, তটিনী, ঐশ্বর্য, অমাবস্যা, ভষ্মীভূত, ব্রহ্মা-, আধ্যাত্মিক, শ্রদ্ধাস্পদ, অনুবীক্ষণ, প্রত্যয়, অনিঃশেষ, প্রশ্ন, ধন্যবাদ, চিহ্ন, নদী, আশ্রয়, অধ্যাপক, সভ্য, মন, খাদ্য, অনিঃশেষ, মন্তব্য, ঐকতান, লক্ষণ, পদ্ম, অধ্যাপক, শ্রেষ্ঠ।

২। এ অংশ হতে একটি প্রশ্নের উত্তর দিতে হবে। ৫
১. বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
২. বাংলা বানানে ই-কার (ি) ব্যবহারের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
৩. বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের আধুনিক নিয়ম অনুসারে অ-তৎসম শব্দের যেকোনো পাঁচটি বানানের সূত্র উদাহরণসহ লেখ। 
৪. আধুনিক বাংলা বানানের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ। 
৫. বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে তৎসম শব্দের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।

অথবা, নিচের যেকোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান লেখ।
প্রাণীজগত, কুপমন্ডুক, মনোকষ্ট, স্বাশত, হীনমন্যতা, স্বরস্বতী, প্রাণীজগত, দুরাদষ্ট, চলৎশক্তি, বিভিষিকা, পিপিলীকা, মুহুমূহূ, দারিদ্রতা, সুধুমাত্র, ক্ষনজীবি, পরিষ্কার, ইতিমধ্যে, শ্রজীবি, বয়কনিষ্ঠ, দূরদর্শীতা, নূন্যতম, পানিনি, অনুসূয়া, ষান্মায়িক, মনোপুত, অধ্যাবসায়, অত্যান্ত, ইংরেজী, প্রাণীবিদ্যা, পৈত্রিক, বাংগালী, বানিজ্য, ব্যার্থ।

৩। এ অংশ হতে একটি প্রশ্নের উত্তর দিতে হবে। ৫
i. বিশেষ্যের শ্রেণিবিভাগ উদাহরণসহ আলোচনা কর।
ii. যোজক কী? যোজক শব্দের শ্রেণিবিভাগ উদাহরণসহ লেখ।
iii. উদাহরণসহ সর্বনাম পদের শ্রেণিবিভাগ আলোচনা কর।
iv. আবেগ শব্দ কাকে বলে? আবেগ শব্দের শ্রেণিবিভাগ উদাহরণসহ আলোচনা কর। 
v. সাপেক্ষ সর্বনাম কী? সাপেক্ষ সর্বনামের পাঁচটি প্রয়োগ দেখাও।

অথবা,
১. নিচের অনুচ্ছেদ থেকে পাঁচটি সর্বনাম নির্বাচন কর:
কবি কাজী নজরুলের জীবনের পরিণাম অত্যন্ত করুন। মস্তিষ্কের পক্ষাঘাতে আক্রান্ত হয়ে ১৯৪২ সাল থেকেই তিনি ছিলেন জীবিত থেকেই মৃত। দীর্ঘকাল তিনি ছিলেন নির্বাক ও ভাবশূন্য। ১৯৭৬ সালে কবির জীবন প্রদীপ নির্বাপিত হলে তার সমাধি হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ প্রাঙ্গণে। গানে তিনি এ আশা ব্যক্ত করে ছিলেন ‘মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই’। তার সে ইচ্ছা পূর্ণ হয়েছে।

২. নিচের অনুচ্ছেদ থেকে পাঁচটি ক্রিয়া বিশেষণ চিহ্নিত কর:
বাবা সকালে দ্রুত বেরিয়ে গেছেন। তখন টিপটিপ বৃষ্টি পড়ছিল। ঘরে বসে একমনে টিভি দেখছিল ছোটবোন। এ সময় কেউ টিভিতে গুনগুনিয়ে গান করছিল। হঠাৎ বাবা এসে বললেন, তার চশমাটা চট করে খুঁজে দিতে।

৩. নিম্নরেখ যেকোনো পাঁচটি শব্দের ব্যাকরণিক শ্রেণি নির্দেশ কর:
i) বাংলাদেশ সেনাবাহিনী বিশ্বে সুনাম কুড়িয়েছে।
ii) ঐ দূর বনে সন্ধ্যা নামিছে ঘন আবিরের রাগে।
iii) সীমার মাঝে অসীম তুমি।
iv) কী আপদ! লোকটা যে পিছু ছাড়ে না।
v) নিপুণ দক্ষতায় কাজটি শেষ হল।
vi) আজ নয় কাল সে আসবে।
vii) মোদের গরব, মোদের আশা।
viii) আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।

৪. নিচের অনুচ্ছেদ থেকে যেকোনো পাঁচটি বিশেষণ নির্দেশ কর:
‘‘কিছু আলাপের পর
দেখিয়ে সফেদ দেয়ালের শান্ত ফটোগ্রাফটিতে
বললাম জিজ্ঞাসু অতিথিকে-
এ আমার ছোট ছেলে, যে নেই এখন,
পাথরের টুকরোর মতন ডুবে গেছে
আমাদের গ্রামের পুকুরে
বছর তিনেক আগে কাক-ডাকা গ্রীষ্মের দুপুরে’’

৪। এ অংশ হতে একটি প্রশ্নের উত্তর দিতে হবে। ৫
১. উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে- আলোচনা কর।

২. নিচের যেকোনো পাঁচটি শব্দের ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখ:
যুগান্তর, উপজেলা, দ্বীপ, ভোররাত, ধনাঢ্য, শিক্ষামন্ত্রী, ধীরস্থির, সপ্তডিঙ্গা, চিরসুখী, পলানড়ব, বিশালাক্ষী, দেশান্তর, সাত-সতের, যথাবিধি, সপ্তর্ষি, মুখচন্দ্র।

৩. প্রত্যয়ের নামসহ প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় কর (যেকোনো পাঁচটি):
খেলনা, ফুটন্ত, দর্শন, কদমা, ব্যাঙাচি, ঘরামি, শৈশব, পূজারী, আঙ্গিক, মৃন্ময়, কাঠুরিয়া, বুনো, লালচে, কর্তব্য, সাহিত্য, মানবিক, আত্মজা, কার্য, ছেলেমি, জ্যান্ত, দর্পণ, নবানড়ব, শারীরিক, মিতালি।

অথবা,
১. প্রত্যয়ের নামসহ প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় কর (যেকোনো পাঁচটি):
প্রধান, দারিদ্র্য, বৃদ্ধি, দ্রাঘিমা, আশ্রয়, সাপুড়ে, দোলনা, মেটে।

২. নিচের যেকোনো পাঁচটি শব্দের ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখ:
জীবজন্তু, আমরা, ত্রিরত্ন, কাপুরুষ, বজ্রকঠিন, বিলাত ফেরত, কুম্ভকার, গায়ে হলুদ, ফুলকুমারী, স্বাক্ষর, পঁসুরি, মৃত্যুঞ্জয়, বিশালাক্ষী, আসমুদ্রহিমাচল, কালসাপ, হিতাহিত, সপ্তর্ষ, অনাশ্রিত, পকেটমার, লোকভয়, মতান্তর, আয়কর, দম্পতি, সিংহাসন, নদীমাতৃক, কালান্তর, চাঁদমুখ, সলিলসমাধি, অনাচার, আমরা, শতাব্দী, বিলাতফেরত।

৫। এ অংশ হতে একটি প্রশ্নের উত্তর দিতে হবে। ৫
১. অর্থ অনুসারে বাক্য কত প্রকার ও কী কী? উদাহরণসসহ আলোচনা কর।
২. বাক্য কাকে বলে? গঠনগত দিক থেকে বাক্যের শ্রেণিবিভাগ উদাহরণসহ লেখ।
৩. বাক্য কাকে বলে? উদাহরণসহ গঠন অনুসারে বাক্যের শ্রেণিবিভাগ আলোচনা কর।
৪. বাক্য কাকে বলে? একটি সার্থক বাক্যের গুণ বা বৈশিষ্ট্যগুলো উদাহরণসহ লেখ।

অথবা, বাক্য রূপান্তর কর (যেকোনো পাঁচটি):
১. বাঙালির আত্মজাগরণ অভিনন্দের দাবি রাখে। (জটিল)
২. স্বল্পপ্রাণ, স্থূলবুদ্ধি ও জবরদস্তিপ্রিয় মানুষে সংসার পরিপূর্ণ। (প্রশ্নসূচক)
৩. একথা স্বীকার করতেই হয়। (নেতিবাচক)
৪. সর্বদা তার মনে দুঃখ। (বিস্ময়বোধক)
৫. যারা দেশপ্রেমিক তারা দেশকে ভালোবাসে। (সরল)
৬. আমরা বাধা দিতে পারলাম না। (অস্তিবাচক)
৭. বিদ্বান হলেও তার অহংকার নেই। (যৌগিক)
৮. সফলতার জন্য কঠোর পরিশ্রম প্রয়োজন। (অনুজ্ঞা)
৯. সে অশিক্ষিত কিন্তু দেশপ্রেমিক। (জটিল)
১০. সত্যবাদীকে সবাই ভালোবাসে। (যৌগিক)
১১. দৃশ্যটি বড়ই চমৎকার। (বিস্ময়সূচক)
১২. আশপাশে কোনো শব্দ নাই। (অস্তিবাচক)
১৩. আইন মেনে চলা কর্তব্য। (অনুজ্ঞাসূচক)
১৪. রিতা নির্বাচনি পরীক্ষা দেবে। (প্রশ্নসূচক)
১৫. মানুষ মরণশীল। (নেতিবাচক)
১৬. যেসব পশু মাংস খায়, তারা অত্যন্ত বলবান। (সরল)
১৭. দেশের সেবা করা উচিত। (অনুজ্ঞাবাচক)
১৮. আমি এ সাক্ষী চাই না। (জটিল)
১৯. ওরা আগামীকাল আসবে। (প্রশ্নবাচক)
২০. এখানে আসতেই হলো। (নেতিবাচক)
২১. তিনি আমার প্রণাম লইবার জন্য সবুর করিলেন না। (অস্তিবাচক)
২২. ছেলেটি অসুস্থতার জন্য অনুপস্থিত। (যৌগিক)
২৩. যেসব পশু মাংস খায়, তারা অত্যন্ত বলবান। (সরল)
২৪. এটি ভারি লজ্জার কথা। (বিস্ময়সূচক)
২৫. আমার লাল কলমটি হারিয়ে গেছে। (জটিল)
২৬. লোকটি অশিক্ষেত কিন্তু অশিষ্ট নয়। (সরল)
২৭. সেই বাঁশির সুর ভারি মিষ্টি। (বিস্ময়সূচক)
২৮. বিপদে অধীর হতে নেই। (অনুজ্ঞাসূচক)
২৯. তার মন একেবারে কাঠ হয়ে গেল। (নেতিবাচক)
৩০. তারা কোথাও যাবে না। (অস্তিবাচক)
৩১. যদিও সে ধনী তথাপি সে কৃপণ। (যৌগিক)
৩২. বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। (প্রশ্নবোধক)
৩৩. ধনীর কন্যা তার পছন্দ নয়। (অস্তিবাচক)
৩৪. ধর্ম আমাদের ইসলাম, কিন্তু প্রণের ধর্ম আমাদের তারুণ্য। (সরল)
৩৫. জীবনের জন্য বৃক্ষের দিকে তাকানো প্রয়োজন। (অনুজ্ঞাসূচক)
৩৬. মানুষটা সমস্ত রাত খেতে পাবে না। (প্রশ্নবোধক)
৩৭. ফরিয়াদি প্রসন্ন গোয়ালিনী। (জটিল)
৩৮. আমি নিশ্চিত মানুষ নিজেদের ধ্বংস করে ফেলার পরও এরা বেঁচে থাকবে। (যৌগিক)
৩৯. তোমার দীর্ঘ জীবন কামন করি। (ইচ্ছাসূচক)
৪০. সেই বাঁশির সুর ভারি মিষ্টি। (বিষ্ময়সূচক)

৬। এ অংশে একটি প্রশ্নের উত্তর দিতে হবে। ৫
নিচের যেকোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লেখ:
১. উৎকর্ষতা না থাকলে রচনার ওজোগুণ থাকে না।
২. সুশিক্ষার কোনো বিকল্প নেই।
৩. তিনি সপরিবারে কক্সবাজার বেড়াতে যাবেন।
৪. পরীক্ষা চলাকালীন সময়ে মাইক বাজানো নিষেধ।
৫. পুলিশ অপরাধী সম্পর্কে নিঃসন্দিহান।
৬. অল্পদিনের মধ্যে তিনি আরোগ্য হলেন।
৭. কেবলমাত্র প্রতিযোগীরাই মঞ্চে আগমন করবে।
৮. পাহাড়ের প্রাকৃতিক বৈচিত্র্যতা আমাদের মুগ্ধ করে।
৯. গীতাঞ্জলী একটি কাব্যগ্রন্থ।
১০. বাংলাদেশ একটি উন্নতশীল দেশ।
১১. বিরাট গরু ছাগলের হাট।
১২. আমি এই ঘটনা চাক্ষুস প্রত্যক্ষ করিয়াছি।
১৩. আমি অপমান।
১৪. চোরে চোরে চাচাত ভাই।
১৫. লাবনী অত্যন্ত বুদ্ধিমান মেয়ে।
১৬. প্রতিযোগীতায় অংশগ্রহন করাই বড় কথা।
১৭. আমৃত্যু পর্যন্ত দেশের সেবা করে যাব।
১৮. তার পানিতে সমাধি হয়েছে।
১৯. তাহার সৌজন্যতায় মুগ্ধ হয়েছি।
২০. সময় বড় সংক্ষেপ।
২১. তাকে বাড়ি যাইতে দাও।
২২. চোখে চোরে চাচাতো ভাই।
২৩. এখানে প্রবেশ নিষেধ।
২৪. বিদ্যানকে সকলে শ্রদ্ধা করে।
২৫. আমৃত্যু পর্যন্ত দেশের সেবা করে যাব।
২৬. অপরাহ্ন লিখতে অনেকেই ভুল করে।
২৭. অন্যান্য বিষয়গুলোর আলোচনা পরে হবে।
২৮. মরহুম রশিদের মৃত্যুতে আমরা শোকাহত।
২৯. অশ্রু জলে বুক ভেসে গেল।
৩০. তাকে সেখানে যাইতে হবে।
৩১. যেমন বুনো কচু, তেমনি বাঘা তেঁতুল।
৩২. সব বিষয়ে কার্পণ্যতা ভালো নয়।
৩৩. পরপকার মানুষত্বের পরিচায়ক।
৩৪. ছেলেটি বংশের মাথায় চুনকালি দিল।
৩৫. অপরাহ্ন লিখতে অনেকে ভুল করে।
৩৬. বেগম রোকেয়া একজন বিদ্বান নারী ছিলেন।
৩৭. খাঁটি গরুর দুধ স্বাস্থ্যের জন্য উপকারী।
৩৮. মাদকাশক্তি ভালো নয়।
৩৯. করো মাঘ মাস, কারো সর্বনাশ।
৪০. অধ্যাপনাই ছাত্রদের তপস্যা।

অথবা, নিচের অনুচ্ছেদের অপপ্রয়োগগুলো শুদ্ধ কর:
১. ইদানীংকালে যুবসমাজের মধ্যে মাদক ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। দিন দিন মাদকাসক্তের সংখ্যা বাড়িয়াই চলিতেছে। এর ফলে যুবসমাজ ধ্বংসের দ্বারে দাঁড়িয়েছে। সরকার কার্যকর পদক্ষেপ না নিলে দেশ ভালো সংকটে পড়বে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য সকল জনগণের সচেতনতা খুবই গুরুত্বপূর্ণ।

২. নিরব ভাষায় বৃক্ষ আমাদের সার্থকের গান শোনায়। অনুভূতির কান দ্বারা সে গান শুনিতে হবে। তাহলে বুঝতে পারা যাবে জীবনের মানে বৃদ্ধি, ধর্মের মানেও তাই।

৩. ইদানীংকালে ইংরেজি ধাচে বাংলা বলার অপচেষ্টা দেখাচ্ছে। বিশ্বে বাংলা ভাষা ভাষীর সংখ্যা প্রায় পঁচিশ কোটি। এমন লজ্জাস্কর ব্যাপার কখনো দেখি নাই। ভাষা আন্দোলন চলাকালীন সময়ে বাংলার প্রধান প্রতিপক্ষ ছিল উর্দু। হয়তো আসছে আগামীতে বাংলার প্রতিপক্ষ হবে হিন্দি।

৪. অনেক ছাত্ররা লেখাপড়ায় অমনোযোগী, ফলশ্রুতিতে তাঁদের জ্ঞানের উৎকর্ষতা সাধিত হচ্ছে না। ভাষার ব্যাপারে তাহারা অত্যান্ত উদাসীন। তাদের লেখা পড়েমনে হয়, তাহারা যেন ভুল বানান লেখার প্রতিযোগিতায় নেমেছে। তাদের এ দূরাবস্থা দেখে আমরা মর্মাহত।

৫. ইদানীংকালে ছাত্ররা বানানের ব্যাপারে উদাসীন। তারা প্রায় সময়ই আকাঙখা, মুমর্ষু, শদ্ধঞ্জলী লিখতে ভুল করে। শুধু বই পড়েই জ্ঞানের দৈন্যতা দূর করতে চায়।

HSC বাংলা ২য় পত্র (Suggestion) সাজেশন্স ২০২৩
HSC Bangla 2nd Paper Final Suggestion 2024 pdf download

খ বিভাগ (নির্মিতি)-৭০

৭। যে কোনো দশটি শব্দের পারিভাষিক রূপ লেখ। ১০
Eye-wash, Dialect, Bibliography, Feudal, Bilingual, Penal code, Bureaucracy, Plosive, Zone, Encyclopedia, Famine, Violation, Uniform, witness, terminology, Revenue, Sabotage, Boy-scout, Quack. Treasure, pioneer, Immigrant, Gallery, Copyright, legend, Bond, Walk-out, Surplus, Dynamic, Phonetics, Aid, Bay, Civil war, Conduct, Deputation, Envoy, Fiction, Gang, idiom. Hand-Bill, Hygiene, Income tax, kingdom, Journal Memorandum, Deed, Agenda, Autograph, Biodata, Broker, Book-post, Dialect, Expert, Eye wash, Salary, Revenue, Sir, Theory, Justice, Venue.

অথবা, বাংলায় অনুবাদ করঃ
1. Humor is generally viewed as a positive phenomenon. If you woke up one morning with an uncontrollable urge to make yourself highly unpopular, a good way of achieving this would be to accuse as many people as possible. Whenever the opportunity arose, of having no sense of humor, this is often viewed as the most grievous of insults.

2. Our total environment influences our life and our way of living. The main elements of our human environment are men, animal’s plants, soil, air, and water. There are relationships among these elements. When these relationships are disturbed life become difficult or impossible.

3. We should bear the courage to say the right thing. We need not fear men nor care for what others think for us. So long as our purpose is honest God will be on our side and with his help, we shall be able to encourage the weak. Thus we shall be able to march in life and search its goal.

4. When you have done wrong.do not deny it. Even if you are sorry for what you have done and try not to do so any more people will very seldom be angry with you or punish you. They will love you for speaking the truth. They will think that they may always believe what you say. Since they find you will not tell a lie even to hide fault and to prevent yourself from being punished.

5. The life of a student is a life of preparation, preparation for the struggle of life. To make him well-fitted for the struggle, education is necessary. Students of today will lead the nation tomorrow. But if their education is not completed, they will not be able to lead the country to peace and prosperity?


৮। এ অংশ হতে একটি প্রশ্নের উত্তর দিতে হবে। ১০
১. একুশে বইমেলা ভ্রমনের অভিজ্ঞতা বর্ণনা কর।
২. তোমার কলেজে বাংলা নববর্ষ উদযাপনে অর্জিত অভিজ্ঞতা বর্ণনা কর।
৩. একজন বড় সাহিত্যিকের সান্নিধ্য পাওয়ার দিনটির একটি দিনলিপি লেখ।
৪. কলেজে অনুষ্ঠিত কোনো অনুষ্ঠানের দিনলিপি রচনা কর।
৫. তোমার কলেজের নবীনবরণ অনুষ্ঠানের অভিজ্ঞতা বর্ণনা কর। 

অথবা,
১. তোমার কলেজ গ্রন্থগার সম্পর্কে একটি প্রতিবেদন রচনা কর।
২. ‘ডেঙ্গু প্রতিরোধে করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান বক্তার ভাষণ রচনা কর।
৩. খাদ্যে ভেজাল ও তার প্রতিকার বিষয়ক একটি প্রতিবেদন তৈরি কর।
৪. মাদকাসক্তির কুফল শীর্ষক একটি ভাষণ রচনা কর।
৫. নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণ এবং এর প্রতিকার সম্বন্ধে একটি অনুসন্ধানী প্রতিবেদন রচনা কর।

৯। এ অংশ হতে একটি প্রশ্নের উত্তর দিতে হবে। ১০
১. সৃজনশীল প্রশ্ন পদ্ধতির ইতিবাচক ও নেতিবাচক দিক তুলে ধরে বন্ধুর নিকট বৈদ্যুতিক চিঠি পাঠাও।
২. বন্যাদুর্গত এলাকায় ত্রাণ সাহায্য চেয়ে জেলা প্রশাসকের নিকট একটি ই-মেইল প্রেরণ কর। 
৩. বনভোজনের আয়োজন করার কথা জানিয়ে বন্ধুকে ন্যূনতম পাঁচটি বাক্যের একটি খুদেবার্তা তৈরি কর।
৪. পরীক্ষায় অসদুপায় অবলম্ব নকরার জন্য উপদেশ দিয়ে ছোট ভাইকে একটি ইমেইল পাঠাও। 
৫. স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে তোমার বন্ধুকে ই-মেইল প্রেরণ কর। 

অথবা,
১. একটি বেসরকারি প্রতিষ্ঠানের হিসাবরক্ষক পদে চাকরির জন্য আবেদনপত্র লেখ।
২. তোমার কলেজে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে একটি নিমন্ত্রণপত্র রচনা কর।
৩. ভি পি পি যোগে বই পাঠানোর জন্য পুস্তক ব্যবসায়ীর নিকট একটি পত্র লেখ।
৪. তোমার কলেজে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে একটি আমন্ত্রণপত্র রচনা কর।
৫. কোনো কলেজে প্রভাষক পদে নিয়োগের জন্য একটি আবেদনপত্র রচনা কর।

১০। সারাংশ/সারমর্ম লেখ। ১০
১. চাব না পশ্চাতে মোরা, মানিব না বন্ধন ক্রন্দন
হেরিব না দিক-
গণিব না দিনক্ষণ, করিব না বিতর্ক বিচার
উদ্দাম পথিক
মুহূর্তে করিব না মৃত্যুর ফেনিল উন্মত্ততা
উপকণ্ঠে ভরি-
খিন্ন শীর্ণ জীবনের শত লক্ষ ধিক্কার লাঞ্ছনা
উৎসর্জন করি।

২. বার্ধক্য তাহাই যাহা পুরাতনকে মিথ্যাকে মৃত্যুকে আকড়িয়া পড়িয়া থাকে। বৃদ্ধ তাহারাই যাহারা মায়াচ্ছন্ন, নব মানবের অভিনব জয়যাত্রায় শুধু বোঝা নয়, বিঘ্ন, শতাব্দীর নব যাত্রীর চলার ছন্দে ছন্দ মিলাইয়া যাহারা কুচকাওয়াজ করিতে জানে না, পারে না, যাহারা জীব হইয়াও জড় যাহারা অটল সংস্কারের পাষান স্তৃপ আকড়িয়া পড়িয়াআছে । বৃদ্ধ তাহারাই যাহারা নব অরুণোদয় দেখিয়া নিদ্রাভঙ্গেও ভয়ে দ্বার রুদ্ধ করিয়া পড়িয়া থাকে। আলোকপিয়াসী প্রানচঞ্চল শিশুদের কল কোলাহলে যাহারা বিরক্ত বৃদ্ধ তাহারাই। ইহাদের ধর্ম বাধক্য।

৩. সব ঠাই মোর ঘর আছে,
আমি সেই ঘর মরি খুজিয়া
দেশে দেশে মোর দেশ আছে,
আমি সেই দেশ লব যুঝিয়া।
ঈরবাসী আমি যে দুয়ারে যাই,
তার মাঝে মোর আছেযেন ঠাই,
কোথা দিয়া সেথা প্রবেশিত পাই
সন্দান লব বুঝিয়া
ঘরে ঘরে আছে পরম আত্মীয়।
তারে আমি ফিরি খুজিয়া।

৪. প্রকৃত জ্ঞানের স্পৃহা না থাকলে শিক্ষা ব্যর্থতায় পর্যবসিত হয়। তখন পরীক্ষায় পাসটাই বড় হয় এবং পাঠ্যপুস্তকের পৃষ্ঠায় জ্ঞান সীমাবদ্ধ থাকে। এ কারণেই পরীক্ষায় পাস করা লোকের অভাব নেই, আমাদের দেশে কিন্তু অভাব আছে জ্ঞানীর। যেখানেই পরীক্ষা পাসের মোহ তরুণ ছাত্রছাত্রীদের উৎকণ্ঠিত রাখে, সেখানেই জ্ঞান নির্বাসিত জীবনযাপন করে। একটি স্বাধীন জাতি হিসেবে জগতের বুকে অক্ষয় আসন লাভ করতে হলে জ্ঞানের প্রতি তরুণ সমাজকে উন্মুখ করতে হয়। সহজ লাভ আপাতত সুখের হলেও পরিণামে কল্যাণ বহন করে না। পরীক্ষা পাসের মোহ থেকে মুক্ত না হলে তরুণ সমাজের কাছে কখনই জ্ঞানের দিগন্ত উন্মোচিত হবে না।

৫. হে রুদ্র, নিষ্ঠুর যেন হতে পারি তথা
তোমার আদেশে। যেন রসনায় মম
সত্যবাক্য ঝলি উঠে খড়খড়গ সম
তোমার ইঙ্গিতে। যেন রাখি তব মান
তোমার বিচারাসনে লয়ে নিজ স্থান।
অন্যায় যে করে আর অন্যায় যে সহে
তব ঘৃণা তারে যেন তৃণসম দহে।

অথবা, ভাব সম্প্রসারণ করঃ
১. সুশিক্ষিত লোকমাত্রই স্বশিক্ষিত।
২. জ্ঞানশক্তি অর্জনই শিক্ষার উদ্দেশ্য।
৩. প্রয়োজনে যে মরিতে প্রস্তুত বাঁচিবার অধিকার তাহারই।
৪. স্বদেশের উপকারে নাই যার মন
কে বলে মানুষ তারে? পশু সেইজন।
৫. পথের প্রান্তে আমার তীর্থ নয়, পথের দুধারে রযেছে মোর দেবালয়।

১১। এ অংশ হতে একটি প্রশ্নের উত্তর দিতে হবে। ১০
১. নারীশিক্ষার গুরুত্ব নিয়ে বাবা ও মেয়ের মধ্যে সংলাপ রচনা কর।
২. স্বাধীনতা দিবস পালন করা নিয়ে শিক্ষক ও কয়েকজন ছাত্রের মধ্যে একটি সংলাপ তৈরি কর।
৩. মাতৃভাষায় মাধ্যমে শিক্ষা লাভের সুবিধা ওধসুবিধা সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনাকর।
৪. ‘শিশু ও নারীর প্রতি সহিংসতা’ বিষয়ে শিক্ষক ও শিক্ষার্থীর সংলাপ রচনা কর। 
৫. এইচএসসি পরীক্ষার পর ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে দুই বন্ধুর সংলাপ রচনা কর।

অথবা, খুদে গল্প লেখঃ
১. মেঘমুক্ত শরতের খোলা হাওয়ায বিকেল বেলা একাকী অদিতি তুরাগ নদীর পাড়ে হাটছে। হঠাৎ সে বুঝতে পারল কেউ তার জামা ধরে আছে। পেছনে ফিরতেই সে দেখতে পেল তিন চার্বছরের ছোট একটি ছেলে।...........
২. রনি আজ ঘরে একলা। বাইরে ঝুম বৃষ্টি এমন সময় কে যেন দরজায় কলিংবেল চাপল...........
৩. শীতের রাত। হঠাৎ অদ্ভুত শব্দে ঘুম ভেঙে যায় সাহিদের। জ্যোৎস্না ওশুয়াশা ঘরের বাইরের পরিবেশটাকে কেমন অদ্ভুত ও ভূতুড়ে করেছে। এমন পরিবেশে সাহিদ দেখতে পাঁচ্ছে কুকুরছানাগুলো শীতে কাতরাচ্ছে...........
৪. ‘গাছ লাগাও পরিবেশ বাঁচাও’ শিরোনামে একটি খুদে গল্প রচনা কর।
৫. শ্যামা, সবুজ, শ্যামল এই প্রকৃতিকে ভীষণ ভালোবাসে। তাই বড় কোনো ছুটি হলেই সে সেই সবুজ প্রকৃতির টানে চলে যায় গ্রামে। এবার গ্রামে যেয়ে শ্যামা সারি সারি গাছ উজাড় হতে দেখে বেদনায় তার মনটা কেঁদে ওঠে ............
৬. ‘প্রাপ্তি’ শিরোনামে একটি খুদে গল্প রচনা কর।
৭. ‘একের রক্ত অপরের প্রাণ’ শিরোনামে একটি খুদে গল্প লেখ।

১২। যে কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ লেখ। ২০
১. একুশের চেতনা
২. কৃষিকাজে বিজ্ঞানের অবদান
৩. বাংলাদেশের পর্যটন শিল্প
৪. বাংলাদেশের সামাজিক উৎসব
৫. সাম্প্রদায়িক সম্প্রীতি ও বাংলাদেশ
৬. আন্তজার্তিক মাতৃভাষা দিবস
৭. এগিয়ে যাচ্ছে বাংলাদেশ
৮. বাংলাদেশের পাটশিল্প সমস্যা ওসম্ভাবনা
৯. মাদকাসক্তি ও তার প্রতিকার
১০. রুপসী বাংলাদেশ।
১১. নবপ্রজন্মের পর্যটন শিল্প 
১২. জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়ন
১৩. স্বপ্নের পদ্মা সেতু
১৪. বাংলাদেশের প্রাকৃতিক দুযোর্গ
১৫. মাদকাসক্তির কারণ ও তার প্রতিকার
১৬. মুক্তিযুদ্ধ ও আজকের বাংলাদেশ;
১৭. দারিদ্র্য বিমোচনে নারী সমাজের ভূমিকা।
১৮. অধ্যবসায়;
১৯. আধুনিক জীবন ও প্রযুক্তি;
২০. বাংলাদেশের পোশাক শিল্প;
২১. সমাজ জীবনে দুনীতি: উন্নয়নের অন্তরায়;

এইচএসসি পরীক্ষা ২০২৪
বাংলা ২য় পত্র সাজেশনের উত্তর
রচনামূলক অংশ

১. এইচএসসি বাংলা ২য় পত্র (Bangla 2nd paper) সাজেশনের উত্তর প্রবন্ধ
২. HSC (এইচএসসি) বাংলা ২য় পত্র সাজেশনের উত্তর বাংলা অনুচ্ছেদ
৩. এইচএসসি (Bangla) বাংলা ২য় পত্র সাজেশনের উত্তর ভাবসম্প্রসারণ
৪. এইচএসসি (HSC) বাংলা ২য় পত্র সাজেশনের উত্তর সারাংশ ও সারমর্ম
৫. এইচএসসি বাংলা ২য় পত্র (Suggestion) সাজেশনের উত্তর ব্যক্তিগত চিঠি-পত্র
৬. এইচএসসি বাংলা ২য় পত্র সাজেশনের উত্তর আবেদনপত্র/দরখাস্ত
৭. এইচএসসি বাংলা ২য় পত্র সাজেশনের উত্তর ব্যবসা সংক্রান্ত পত্র
৮. এইচএসসি বাংলা ২য় পত্র সাজেশনের উত্তর অভিন্দনপত্র
৯. এইচএসসি বাংলা ২য় পত্র সাজেশনের উত্তর নিমন্ত্রণপত্র
১০. এইচএসসি বাংলা ২য় পত্র সাজেশনের উত্তর মানপত্র
১১. এইচএসসি বাংলা ২য় পত্র সাজেশনের উত্তর প্রতিবেদন
১২. এইচএসসি বাংলা ২য় পত্র সাজেশনের উত্তর সংবাদপত্রে প্রকাশের জন্য পত্র

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

১. এইচএসসি বাংলা ২য় পত্র বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর বাংলা ভাষা
২. এইচএসসি বাংলা ২য় পত্র বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর বাংলা ব্যাকরণ
৩. এইচএসসি বাংলা ২য় পত্র বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর বাক্য প্রকরণ
৪. এইচএসসি বাংলা ২য় পত্র বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর শব্দের শ্রেণিবিভাগ এবং পদ প্রকরণ
৫. এইচএসসি বাংলা ২য় পত্র বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর ক্রিয়াপদ, কাল এবং পুরুষ
৬. এইচএসসি বাংলা ২য় পত্র বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর সন্ধি
৭. এইচএসসি বাংলা ২য় পত্র বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর কারক ও বিভক্তি
৮. এইচএসসি বাংলা ২য় পত্র বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর সমাস ও প্রত্যয়
৯. এইচএসসি বাংলা ২য় পত্র বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর ভাষা, বর্ণ ও ধ্বনি
১০. এইচএসসি বাংলা ২য় পত্র বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর যতি বা ছেদ-চিহ্ন
১১. এইচএসসি বাংলা ২য় পত্র বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর অনুসর্গ, বাচ্য এবং উক্তি
১২. এইচএসসি বাংলা ২য় পত্র বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর বাগধারা ও শব্দের যোগ্যতার বিকাশ
১৩. এইচএসসি বাংলা ২য় পত্র বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর কারক ও বিভক্তি এবং সম্বন্ধ ও সম্বোধন পদ
১৪. এইচএসসি বাংলা ২য় পত্র বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর সমাপিকা, অসমাপিকা ও যৌগিক ক্রিয়া
১৫. এইচএসসি বাংলা ২য় পত্র বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর কৃৎ-প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয়
১৬. এইচএসসি বাংলা ২য় পত্র বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর উপসর্গ এবং ধাতু
১৭. এইচএসসি বাংলা ২য় পত্র বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর পদাশ্রিত নির্দেশক এবং সমাস
১৮. এইচএসসি বাংলা ২য় পত্র বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর দ্বিরুক্ত শব্দ, সংখ্যাবাচক শব্দ ও বচন
১৯. এইচএসসি বাংলা ২য় পত্র বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর পুরুষ ও স্ত্রীবাচক শব্দ
২০. এইচএসসি বাংলা ২য় পত্র বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর ধ্বনিতত্ত্ব, ধ্বনি পরিবর্তন, সন্ধি
২১. এইচএসসি বাংলা ২য় পত্র বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর সমার্থক বা প্রতিশব্দ
২২. এইচএসসি বাংলা ২য় পত্র বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর লিঙ্গ ও বচন
২৩. এইচএসসি বাংলা ২য় পত্র বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর পদ এবং বাক্য

10 comments:

  1. Anonymous7:06:00 AM

    নাইস

    ReplyDelete
    Replies
    1. আপনার সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।

      Delete
    2. Anonymous10:51:00 PM

      Nice

      Delete
    3. Anonymous10:31:00 PM

      ভালো

      Delete
  2. Anonymous11:17:00 PM

    ভালো

    ReplyDelete
  3. Anonymous7:59:00 PM

    ভালো

    ReplyDelete
  4. Anonymous7:20:00 AM

    অনেক ভালো লেগেছে ❤️‍🩹

    ReplyDelete
  5. Anonymous9:17:00 AM

    Thank you so much Exam care

    ReplyDelete